এইখানে একটা প্রশ্ন আছে। কলি ১/৮ টি স্পুন মাপে কিকরে? আমি তো হাফ চামচও মাপতে পারিনা। ঃ)
m | ২৯ মে ২০০৯ ০২:৩৬ | 173.26.17.106
জন্মদিন এসেই গেলো- কাল গিয়ে দুটো জামা কিনে এনেছে নিজের পছন্দে, একটা কালো অন্য নীল কালো- দাড়ি গজালেই পুউউউরো বাবাঃ)
Du | ২৯ মে ২০০৯ ০২:২৯ | 65.124.26.7
ঠিক আছে কলি। আরেকবার দেখি চেষ্টা করে ঃ)।
kali | ২৯ মে ২০০৯ ০২:২৬ | 160.36.240.85
দু দি, খুব বেশি হিং না দিয়ে ফেললে রান্না তেতো হবে না। আমি ১/৮ টীস্পুন অব্দিও দিয়ে দেখেছি ঠিকই থাকে। তবে তুমি হিং এর গন্ধ কতটা স্ট্রং চাইছো সেই বুঝে দিও।
Ishan | ২৯ মে ২০০৯ ০২:১৫ | 12.163.39.254
হ্যাঁ। টিনটিন এইবার পাঁচ হচ্ছে। সেদিন বেড়াতে গিয়ে টিকিট কাটবার সময় বয়স জিজ্ঞাসা করল। আমি বললাম ফোর অ্যান্ড হাফ। ছেলে খুব রেগে গিয়ে চিৎকার করে জানিয়ে দিল "অলমোস্ট ফাইভ"। ঃ)
Du | ২৯ মে ২০০৯ ০২:১৩ | 65.124.26.7
আমিও তো সেই টেস্টের স্মৃতি নিয়েই হিং কিনে আনলাম। কিন্তু ঐ খামচার ব্যাপারটা জানা ছিল না।
Ishan | ২৯ মে ২০০৯ ০২:১১ | 12.163.39.254
নানা তেতো হয়না। অমি দোকানে হিং এর কচুরি খেয়েছি। ব্যাপক খেতে। ঃ)
Paramita | ২৯ মে ২০০৯ ০২:১১ | 63.82.71.141
টিনটিনের খুব শিগগির পাঁচ হচ্ছে, না? জম্মোদিন তো এসে গেল।
m | ২৯ মে ২০০৯ ০২:০৩ | 173.26.17.106
এক চিমটি দিলে হওয়ার কথা না- তবে আজ অবধি আমি কখনো হিং দিয়ে কিছু রান্না করি নি- ফলে ঐ বিষয়ে আমি ''বিশেষ অজ্ঞ ''ই বলা যায়।
m | ২৯ মে ২০০৯ ০২:০০ | 173.26.17.106
হাঃ হাঃ- আর পাঁচ বছর বাদে যখন ওর দশ হবে, মনে হয় টিনটিনের সঙ্গে আমার বাক্যালাপ থাকবে নাঃ(((
Du | ২৯ মে ২০০৯ ০১:৫৯ | 65.124.26.7
যাইহোক, জিজ্ঞাস্য ছিল, হিং দিলে কি রান্না তেতো হয়?
Du | ২৯ মে ২০০৯ ০১:৫৫ | 65.124.26.7
বড় তো। দশ হবে একমাস পরেই। ছোটবেলায় তো আমি মুখ গোমড়া করলে বিপদে পড়ে যেত - বলতো -'হাসিমুখে তাকাও না' ঃ) তখনও মীন মাম্মা এইসব শেখেনি। এখন বলে 'ইউ আর ব্ল্যাকমেলিং মি' ঃ)
m | ২৯ মে ২০০৯ ০১:৪৬ | 173.26.17.106
দু,ও কত বড়ো? আর তুমি মনে হয় খুব ভালো নরম সরম মাঃ)- এইবার সারাদিনের জন্যে স্কুলে গেলে আর কতটা কথা শুনবে আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে এখনো পর্যন্ত 'আড়ি' কথাটা বেশ কার্যকরী।চেষ্টা করে দেখতে পারোঃ)
Du | ২৯ মে ২০০৯ ০১:৩১ | 65.124.26.7
মিঠু, ঘুরে তাকালেই কাজ হয়, তুমি তো অনেক লাকি। আমি শেষ পর্য্যন্ত হতাশ হয়ে এই অব্দিও বলেছি দ্যাখ হাঁস মা কেমন হেঁটে যায় আর ছানা পেছন পেছন চলে। তা না হলে বাচ্ছাদের মা সামলাবে কিভাবে? তুই যে সবেতেই 'না' বলিস তাহলে আমি তো তোকে টেক কেয়ার করতে পারবো না। ব্যপারটা এখন গম্ভীর গলা ছাড়িয়ে কাকুতি মিনতির স্টেজে ঃ((
m | ২৯ মে ২০০৯ ০১:২০ | 173.26.17.106
দু, আমি বলি ধ্যাৎ ত ত বা মোটেই ইই ই না-বেশ একটা মিষ্টত্ব ও রইলো আবার মোদ্দা কথাটা বলাও হয়ে গেলোঃ) আর টিনটিন কে ধরো বল্লাম এখন দুধ খেয়ে নাও,বা চান কত্তে হবে, অবধারিত ভাবে উত্তর আসবে না আআ। তখন আমি যদি ঘুরে তাকাই বা টিনটিন বলে গম্ভীর গলায় হাঁক পাড়ি উত্তর আসবে''just kidding
আরে আমি লিখতাম উ, তারপরে কে একটা বললো ওটা ঊ হবে। আমার কনফিডেন্স বানানে জিরো। কণিকার গান মনে করে কোথায় কোথায় যে চন্দ্রবিন্দু ভেবে নিই ঃ(
Du | ২৮ মে ২০০৯ ২৩:৩৬ | 65.124.26.7
ভালো ভালো, are you kidding আর no way টা সিচিয়েশন বুঝে ব্যবহার করবো। থ্যাংকু।
Arpan | ২৮ মে ২০০৯ ২৩:১৭ | 122.252.231.12
অথবা এইরম
বাবা - পাম্পাম, এক্ষুনি মিস্টিন * দেখা বন্ধ করে ঘুমুতে যাও।
পাম্পাম - are you in your sense!! মানে হল দুর।
* মিস্টার বিন
Ishan | ২৮ মে ২০০৯ ২৩:১৭ | 12.163.39.254
আজ্জোর টা আমার হেবি পছন্দ হয়েছে। ঐটা "ভ্যাট' এরও ইংরিজি হবে।
Tim | ২৮ মে ২০০৯ ২৩:১৬ | 198.82.167.98
ঃ-)
arjo | ২৮ মে ২০০৯ ২৩:১০ | 168.26.215.13
যেমন
পাম্পাম - কাঁঠাল খুব ভালো খেতে দুদি - are you kidding? মানে হল দুর।
tania | ২৮ মে ২০০৯ ২৩:১০ | 65.115.93.98
দুর = no way?
arjo | ২৮ মে ২০০৯ ২৩:০৮ | 168.26.215.13
are you kidding? বা that was silly
Arpan | ২৮ মে ২০০৯ ২৩:০৭ | 122.252.231.12
মিষ্টি করে উঃ-উ চলবে? ঃ-)
Arpan | ২৮ মে ২০০৯ ২৩:০৫ | 122.252.231.12
দুরের বাংলা তো ড্যাম্! কিন্তু সেটা তো চলবে না।
কিন্তু তুমি নামে ঊ লেখ কেন? ওটা তো হ্রস্ব হবে।
Ishan | ২৮ মে ২০০৯ ২৩:০৫ | 12.163.39.254
doesnt make any sense হতে পারে। কিন্তু সেটাও তো বেশ অ্যাগ্রেসিভ।
Samik | ২৮ মে ২০০৯ ২৩:০৪ | 122.162.236.218
হাতে তেল মেখে এসেছি। কটা কোয়া পড়ে আছে?
ইয়ে, কাঁঠালের ভূতিটা বরং দময়ন্তী আর অজ্জিতকে খাইয়ে দেওয়া হোক।
আমার ঘরে আবার এঁচোড়ের তরকারিটা আজই শেষ হয়ে গেল।
Samik | ২৮ মে ২০০৯ ২৩:০৩ | 122.162.236.218
আমি আবার এলাম। এবার বাড়ি থেকে।
আমি আরও স্প্যানিশ জানি। উন্স দোস ত্রেস জানি, ওলে ওলে ওলে জানি, অ্যাদিওস জানি, আর জানি হাস্তা লা ভিস্তা ... বেইব্যয়
Tim | ২৮ মে ২০০৯ ২২:৫০ | 198.82.167.98
দুদি, নতুন শব্দ বানিয়ে নাও। ইংরেজি না, ম্যাজিক ল্যাঙ্গুয়েজে।
Tim | ২৮ মে ২০০৯ ২২:৪৭ | 198.82.167.98
সমস্ত ভাটটা নোংরা করে গ্যালো। মাছি ভনভন কচ্ছে, কাঁঠালের গন্ধে ভূত পালাচ্ছে..... এবার সুজ্জোকান্তোবাবু এসে বক্তিমে করবেন।
sb | ২৮ মে ২০০৯ ২২:৪৬ | 141.80.168.31
দুদি, কি অর্থে দুর ব্যবহার করছে সেটা জানলে ভাল হয়। তবে এমনি সাধারণ ভাবে আমরা যে দুর বলি তাকে তো 'য্যাহ' বা nonsense দিয়ে বোধহয় এক্সপ্রেস করা যেতে পারে। এই মুহূর্তে লাগসই কিছু আর মাথায় আসছে না। দেখ চণ্ডালরা কি বলে।
sayan | ২৮ মে ২০০৯ ২২:৪৩ | 115.108.25.26
ওক্কে। যাই খায়া আসি গিয়া। গরম ভাত কলিং ...
Du | ২৮ মে ২০০৯ ২২:৩৯ | 65.124.26.7
পাম্পাম জবর কথা শিখে নিয়েছে ঃ)) 'দুর' কথাটার একটা ভালো ইংরিজী কেউ বলবে? ছেলের কোন কথায় দুর বললে প্রচন্ড অভিমান আর রাগ, কান্না অব্দি গড়ায় কখনো। একটা যুৎসই শব্দ দিয়ে বোঝাতে চাই যে ওটা অত কিছু অ্যাগ্রেসিভ কথা নয়।
Arpan | ২৮ মে ২০০৯ ২২:৩৭ | 122.252.231.12
না হলে আমাদের ক্যান্টিনেও আছে একটা ছোটমতন।
Arpan | ২৮ মে ২০০৯ ২২:৩৬ | 122.252.231.12
জিঞ্জারের নিচে হয়েছে একটা। পার্কিং আছে। বিষ্টি না হলে বেশ ছাতার নিচে বসে কফিটফি খাওয়া যাবে।
sayan | ২৮ মে ২০০৯ ২২:৩৫ | 115.108.25.26
ঠিক হ্যাজ। ফোনাবো। কোন সিসিডি? যেটা ক্যাটারপিলারের পাশে? ওটা তো অনেক দূরে। অবশ্য অনেকদিক ওদিকে যাইনি। নতুন কিছু খুলেছে কি?
Arpan | ২৮ মে ২০০৯ ২২:৩৪ | 122.252.231.12
হুম। মুসুর ডালটা কমন। সাথে পাবদা আর আলুপোস্ত।
যাই খেয়ে আসি।
sayan | ২৮ মে ২০০৯ ২২:৩২ | 115.108.25.26
দমদিটা খামোখা পালালো। আলু-ডিম-পেঁয়াজ-কাঁচালঙ্কা মুসুর ডাল আর গরম ভাত - সব কুকারে চটপট হয়ে গেল, কিজানি খেতো কিনা!
Arpan | ২৮ মে ২০০৯ ২২:৩০ | 122.252.231.12
ওটাই। ফোং করিস। বিকেলে সিসিডি বা অন্য কোথাও বসা যায়। লাঞ্চে বোধহয় বিজি থাকবি। নাহলে ঐসময়ও দেখা হতে পারে।
sayan | ২৮ মে ২০০৯ ২২:২৮ | 115.108.25.26
চেনা দোকান। তোমারটাতো চিনি জিঞ্জারের ডানদিক দিয়ে তো না পাল্টেছো?
Arpan | ২৮ মে ২০০৯ ২২:২৩ | 122.252.231.12
ইপিআইপির কোন বিল্ডিং? আমাদের দোকান তো ওখানেই।
তিন তারিখ যাব কিনা ফাইনাল নয়।
sayan | ২৮ মে ২০০৯ ২২:২০ | 115.108.25.26
* রোডে(স্পেস)ইসকন
sayan | ২৮ মে ২০০৯ ২২:১৯ | 115.108.25.26
ও মহালক্ষ্মীপুরম মানে ওয়েস্ট অফ কর্ড রোডেইসকন এর দিক দিয়ে এসে থার্ড স্টেজের আগে ডানদিকে যেতে হবে। মেঘার এক মাসির বাড়ি ঐদিকে কিন্তু খুব ভালো চিনি না জায়গাটা। তিন তারিখ মানে বুধবার। ফিরতে ফিরতেই রাত দশটা। আমি যাবো ইপিআইপি এরিয়া।
sb | ২৮ মে ২০০৯ ২২:১৮ | 141.80.168.31
আমার দুই দিকের বাড়ির লোকজনের একপক্ষ বলে পাটকাঠি, অপরে বলে প্যাঁকাটি (কে ঘটি কে বাঙাল বুঝ মন যে জান সন্ধান)। আমি যখন যেটা পারি টেনে নেই। এই ফ্লেক্সিবিলিটিটা দারুন এনজয়েবল। দুপক্ষের ভালভাল জিনিসে আমার হকঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন