এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ০৮ জুন ২০০৯ ১২:০৯ | 170.153.65.102
  • হু ঐ অব্দি গিয়ে হায়দ্রাবাদ চলে গেছিলাম। তখন সিঁফো থাকলে সালার জং টা সিঁফোর সাথে ঘুরে আসতুম
  • Arpan | ০৮ জুন ২০০৯ ১২:০৮ | 65.194.243.232
  • বোরা কেভ?

    আরাকুতে রাত্রিবাস না করলে বারো আনা মজাই মাটি।
  • Blank | ০৮ জুন ২০০৯ ১২:০৬ | 170.153.65.102
  • সেবারে বোরো কেভ অব্দি গেছিলাম। আরাকু যাওয়া হয় নি। মোষের চামড়া মনে হয় আগে সেদ্ধ করতে হবে
  • san | ০৮ জুন ২০০৯ ১২:০৩ | 12.144.134.2
  • মোষের চামড়া কি খেতে ভাল হবে? একটু শক্ত লাগবেনা?
  • Arpan | ০৮ জুন ২০০৯ ১২:০২ | 216.52.215.232
  • একবার আরাকু ঘুরে আয় তালে। মোষের চামড়ার চমৎকার ডুগডুগিও পাওয়া যায়।
  • san | ০৮ জুন ২০০৯ ১২:০১ | 12.144.134.2
  • ছাদে বেড়াতে হয় মাঝরাত্তিরে
  • Blank | ০৮ জুন ২০০৯ ১২:০০ | 170.153.65.102
  • আমি উলুবেরিয়া থেকে উরুগুয়ে সব জায়গায় বেড়াতে ভালোবাসি।
  • dipu | ০৮ জুন ২০০৯ ১২:০০ | 207.179.11.216
  • সন্ধ্যের মুখে বা ভোরবেলা ছাদে বেড়াতে আমার খুব ভাল্লাগে।
  • Blank | ০৮ জুন ২০০৯ ১১:৫৯ | 170.153.65.102
  • ঃ( ঃ( এগুলো খেলনা তীর ঃ(
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১১:৫৮ | 61.95.144.123
  • কি টাইপের বেড়ানো তার ওপর নির্ভর করছে। যেমন দুম করে চলুন বেড়িয়ে আসি - হাতের কাছে কোনো জায়গা নেই, তো দীঘা ঘুরে আসি গে - এই টাইপের বেড়ানো আমার ভাল্লাগে না। কমন জায়গা বা যেখানে ভিড় হয় সেখানে যেতে ভাল্লাগে না (এক্সেপশন আছে - রোম, ভেনিস)। আমার নর্মালি একটু দুর্গম সেক্লুডেড জায়গা বেশি পছন্দ। এবং নিজে ব্যবস্থা করে যাওয়া। ওই ট্যুর কোম্পানির হাতে নিজেকে সঁপে দেওয়াতে আমার ভরসা নাই।
  • san | ০৮ জুন ২০০৯ ১১:৫৮ | 12.144.134.2
  • তাই বা কিকরে হবে, অরিজিত সিফো এরা তো দিব্যি ঘুরে ঘুরে বেড়ায় ঃ-(
  • san | ০৮ জুন ২০০৯ ১১:৫৫ | 12.144.134.2
  • আচ্ছা ঘটির্পোরা কি ইন জেনারেল বেড়ানোর ব্যাপারে কুঁড়ে হয় ? ডিঃ মঃ নয়।
  • Arpan | ০৮ জুন ২০০৯ ১১:৫৪ | 216.52.215.232
  • এ কী রে। তোরটা আসল তীর নয়? আমি যে দুপিস কিনেছিলাম তাতে লোহার ফলা বসানো। ঠিকমত তাক করে মারলে মানুষ অব্দি পটল তুলবে।
  • san | ০৮ জুন ২০০৯ ১১:৫৩ | 12.144.134.2
  • সেই মেকেদাটু ! আমার আর যাওয়া হলনা। কত ইচ্ছে ছিল ঃ-(
  • dipu | ০৮ জুন ২০০৯ ১১:৫৩ | 207.179.11.216
  • সে তো বেন্দাবন বাগান গেলেই কাবেরী নদী দেখা যায়। ব্যাঙ্গালোরে শহরে তো আর নেই!
  • Blank | ০৮ জুন ২০০৯ ১১:৫২ | 170.153.65.102
  • আমাকে পরের বার বড় তীর ধনুক বানিয়ে দেবে বলেছে। যেটাকে মাটীতে রেখে, এক পা দিয়ে ধরে, অন্য দিক বেঁকিয়ে ছিলা পরাতে হয়, তেমনি।
    আর বাঁশের আসল তীরও দেবে বলেছে বানিয়ে। আর একদিন থাকলে ও বানিয়ে দিতো। ঐ তীর দিয়ে ওরা পাখী আর মাছ মারে।
  • san | ০৮ জুন ২০০৯ ১১:৫২ | 12.144.134.2
  • এ তো কঠিন সংস্কৃতিমনস্ক ব্যক্তি !
  • Arpan | ০৮ জুন ২০০৯ ১১:৫০ | 65.194.243.232
  • আরাকু ভ্যালিতে যে ট্রাইবাল মিউজিয়ামটা আছে ওতে দারুণ তীর ধনুক পাওয়া যায়। অনেকদিন পর্যন্ত ছুঁড়ে ছুঁড়ে প্র্যাকটিস করে বাড়িওলার দরজার তেরোটা বাজিয়ে দিয়েছিলাম। ঃ)

    দীপু, ঘরের হইতে দুই পা ফেলিয়া মেকেদাটু বা শ্রীরংগপত্তনম গেলেই দিব্যি নদী দেখা যায়।
  • dipu | ০৮ জুন ২০০৯ ১১:৪৯ | 207.179.11.216
  • আমিও দেখিনি। শারুখ খান, সলমন খান ইত্যাদির কোন সিনেমাই দেখিনি। আমার কি হবে?
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১১:৪৪ | 61.95.144.123
  • না শুনে উপায় আছে - এখনো টিভি খুল্লেই হপ্তায় অন্তত একবার ওই সীনটা দেখায় কোথাও না কোথাও (এমনকি অন্য সিনিমাতেও - যেমন ওই শারুখ খান-কাজল-রাণী মুখুজ্জের সিনিমাটাতে)। তবে আমি খুব অল্পসংখ্যক লোকজনের মধ্যে একজন যারা ওই সিনিমাটি দেখেনি।
  • Blank | ০৮ জুন ২০০৯ ১১:৪৩ | 170.153.65.102
  • আর আমার বেলায় যত দোষ না। সিঁফো আর সাহানো যে তীর ধনুক কিনলো, কই তার বেলা তো কেউ কিচু বলচে না।
    আমি তো ওদের দেখেই তীর ধনুকের দোকানটা খুঁজে নিলুম।
    একটা ডুগডুগি কেনার ও ইচ্ছে হচ্চিলো। কিন্তু বলে পাঁঠার চামড়া দিয়ে তৈরী। যদি খেয়ে ফেলি, সেই ভয়ে আর কিনিনি
  • Blank | ০৮ জুন ২০০৯ ১১:৪২ | 170.153.65.102
  • অজ্জিত দা 'দিদিতেরাদেবর্দিবানা' ও শুনতো !!!!

    সে হেব্বি গুলতি, অমনি ন্যকা গুলতি না। সাঁওতাল দের পাখী মারার গুলতি। কত্ত দুরে যায়, আর হেব্বি একটা আওয়াজ হয়
  • dipu | ০৮ জুন ২০০৯ ১১:৩৭ | 207.179.11.216
  • ব্যাঙ্গালোরটা এমন পচা শহর, একটা নদী পর্যন্ত নেই!
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১১:৩০ | 61.95.144.123
  • দিদ্দিত্তেরাদ্দেভর্দ্দিওয়ানা...সে তো গুলতি মারার পরেই;-)
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১১:৩০ | 61.95.144.123
  • ব্ল্যাংকির ওই বিলেতে খেলনা-কালেক্টিং-এর হবি হয় না - সেই রকম হবি। সিদিন আমি ঋকের জন্য একটা বেউলো কিনে সেইটে নিয়ে ট্যাংরায় খেতে গেসলুম। ব্ল্যাংকি প্রবল অনুপ্রাণিত হয়ে হপ্তাখানেকের মধ্যে একখান কিনে এনেছেঃ-)

    এই উইকেণ্ডে ক্যালকাটা স্কুল অব মিউজিকে ঋকের ফর্ম জমা দিয়ে এলুম। কাল ফোং করতে বলেছে টাইমিংটা জানার জন্যে। কয়েকদিন দেখি কেমন শেখায় তাপ্পর আম্মো ভাবছি ভত্তি হব।
  • Blank | ০৮ জুন ২০০৯ ১১:২৯ | 170.153.65.102
  • সলমন খান গজালো কোথা থেকে !!
  • san | ০৮ জুন ২০০৯ ১১:২৬ | 12.144.134.2
  • ব্ল্যাংকির বয়েস বাড়ছে না কমছে?

    ইন ফ্যাক্ট ব্ল্যাংকিও কিছু টিপস দিতে পারে অসংখ্য ও অগুন্তি খাবার খেয়েও মোটা না হবার ব্যাপারে ঃ-)
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১১:২৪ | 61.95.144.123
  • সলমন খানের মতন? ;-)
  • Blank | ০৮ জুন ২০০৯ ১১:২৩ | 170.153.65.102
  • আমিও এক খানা তীর ধনুক কিনলাম শান্তিনিকেতন থেকে। আর ব্যাপক গুলতি চালিয়েছি
  • sinfaut | ০৮ জুন ২০০৯ ১১:২১ | 203.91.207.30
  • দেখেছি, ৭২এর টায় আবার মাইকেল কেইন মিলো টিন্ডলের ভূমিকায় অভিনয় করেছিলেন।

    শেষটা তেমন জমলোনা। আমার কৌশিকের নাটকখানা এর থেকে ভালো লেগেছিল।
  • Tim | ০৮ জুন ২০০৯ ১১:১৭ | 71.62.2.93
  • সিঁফো,
    ২০০৭ এরটাই। দেখেছিস?
  • dipu | ০৮ জুন ২০০৯ ১১:১৬ | 207.179.11.216
  • সিঁফোদা, ফোন নাম্বার মেলিও।
  • pi | ০৮ জুন ২০০৯ ১১:১৩ | 69.143.119.233
  • দ্রি, একটু মেল দেখবেন।
  • san | ০৮ জুন ২০০৯ ১১:০৪ | 12.144.134.2
  • ঘুঁষি মারার বদলে পতন ও মূর্ছা ! বাংলার কি দুর্দিন !
  • dipu | ০৮ জুন ২০০৯ ১১:০০ | 207.179.11.216
  • ভালো করে বারণ করনি বলেই তো ঠকলাম ঃ-(

    সিঁফোদা, ওক্কে।
  • san | ০৮ জুন ২০০৯ ১০:৫৩ | 12.144.134.2
  • তোকে না মস্ত কলন্দরের রাবড়িকে খেতে বারণ করলাম !
  • sinfaut | ০৮ জুন ২০০৯ ১০:৪৮ | 203.91.207.30
  • দিপু, শান্তিনিকেতন গেছিলাম। তাই মেল দেখতে দেরি হয়ে গেল। ঠিক আছে, শুধু একটু ঠিক নেই, আমার ডিভিডি রাইটারটা মনে হয় গেছে। দেখছি, বাড়ি গিয়ে রাইট করিয়ে আনবো।

    টীম, কোন স্ল্যুদ? ৭২, ২০০৭ এর সিনেমা না কৌশিক+সৌমিত্র?

    এডবার্গ তো আমারও সব থেকে প্রিয় টেনিস প্লেয়ার ছিল, কিন্তু এখন ফেডেরারকে দেখে মনে হয় এর থেকে ভালো টেনিস মনুষ্যজাতির মধ্যে আর কেউ খেলেনি।
  • Samik | ০৮ জুন ২০০৯ ১০:৪৭ | 122.162.236.44
  • ঃ-)
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১০:২৬ | 61.95.144.123
  • জিমেল দ্যাখো।
  • Samik | ০৮ জুন ২০০৯ ১০:১১ | 122.162.236.44
  • অরিজিৎ, তোমার মোবাইল নম্বরটা একটু পাওয়া যাবে? একটু দরকার ছিল।

    আমার অর্কুটে আমার ল্যান্ডলাইন নম্বর পাবে। ওখানে একটা মিস্‌ড কল দিলে আমি কল ব্যাক করতে পারি।
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১০:০৬ | 61.95.144.123
  • নাঃ ঘুঁষি মারিনি। শুক্কুরবার রাতে সিঁড়িতে উল্টে পড়ে গেছি পা পিছলে - প্রথমবার পড়তে গিয়ে ধরে ফেল্লুম, সোজা হতে গিয়ে ফের ধপ্পাস। কিছু মচকায়নি, তবে সিঁড়িতে গোড়ালি ঠুকে গিয়ে কালশিটে পড়ে গেছে আর ফুলে ঢোল। হাঁটতে লাগছে, জুতো পরতে লাগছে - কষ্ট করে গাড়ি চালিয়ে আপিসে এসেছি।

    ইন্দিরা গান্ধীর শাড়ি এবং ঘোমটার দৈর্ঘ্যের বিবরণ আবাপ দিত - মা-র কাছে শুনেছি।
  • Abhyu | ০৮ জুন ২০০৯ ০৬:০২ | 97.81.79.170
  • তাছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকলে গ্রীনকার্ড দেয় না, জানবেন। ডেটাবেসে খুঁজবে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না, কবার মাল খেয়ে গাড়ি চালাচ্ছিলেন, কটাকে উপরে পাঠিয়েছেন এই সব। শেষে আপনার নামে এϾট্র না পেলে তো ঝুলে থাকবে অনন্তকাল?

    ডিঃ ঠিক জানি না ঃ)
  • Abhyu | ০৮ জুন ২০০৯ ০৫:৫৫ | 97.81.79.170
  • সে কি? আপনার বউ আপনাকে রোজ স্কুলে পৌঁছে দেয় না কি?? টিপিন বাক্স গুছিয়ে দিয়ে?
    এই শিগ্গিরই যাচ্ছি, মানে এ হপ্তাতেই।
  • arjo | ০৮ জুন ২০০৯ ০৫:৫০ | 24.42.203.194
  • অভ্যু চন্দ্র, ইচ্ছে থাকলেও উপায় নেই, আমার ড্রাইভার লাইসেন্স নেই। আর বউ অতদূর ড্রাইভ করে নিয়ে যাবে বলে ঠিক মনে হয় না। তা আপুনি উরোপ কবে যাইতেছেন?
  • Jay | ০৮ জুন ২০০৯ ০০:৪৮ | 90.220.52.39
  • রঞ্জনদা, একদম এমনই। আমরা দুজনেই আমাদের মেয়ের প্রেমে বিভোর। বোধহয় জীবনের সেরা সময়। বোধহয় নয়, সেরাই।

    বিকেলে ট্র্যাম্পোলিন আর একটা সুয়িং ফিট করলাম। তেনাকে আর সুয়িং থেকে নামানো যাচ্ছেনা। ওর বোধহয় একটা সেন্সর লাগানো আছে। স্ক্রু, পেন, চামচ,জুতো, জুতোর ফিতে এসব সুখাদ্য এক লহমায় মুখে চালান করে দেয়। আর ফল বিস্কুট এসব অখাদ্য কুখাদ্য ঠিক সেন্সরে ধরা পড়ে, মুখের ত্রিসিমানায় আনা যায়না।
  • omnath | ০৮ জুন ২০০৯ ০০:২৩ | 117.194.196.19
  • আরেক সপ্তাহ হয়ে গেল। কিছুই করে উঠতে পারলাম না। এতই ব্যস্ত। ঃ-(
  • ranjan roy | ০৭ জুন ২০০৯ ২৩:৫২ | 122.168.20.169
  • জয়,
    আপনাকে হিংসে হচ্ছে। ওই টলমল চাল, আধো-আধো কথা, মাঝরাত্তিরে ঘুমের মধ্যে বুকের ওপর চড়ে বসা, চোখের পাতা ধরে টানা, নাকে আঙুল ঢুকিয়ে দেয়া------ সব যে কি করে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল।
  • Jay | ০৭ জুন ২০০৯ ২২:৩৮ | 90.220.52.39
  • দ,
    থ্যাংকু। মেয়ে ভালো আছে। ১৪ মাস কিন্তু going on fifteen. টলমল চাল আর ফোকলা হাসিতে আমাদের জীবন ভরিয়ে রেখেছে। খাওয়ানোটা প্রচন্ড সমিস্যে।

    ডাকাতের গপ্প পড়িনি বলে আজকালকার ছেলেমেয়ের খোঁটা? পিতিবাদ করলুম।
  • Blank | ০৭ জুন ২০০৯ ২১:২৬ | 59.93.218.108
  • বাংলার ডাকাত তো আগে শিশুসাথীতে বেরোতো। অনেক পরে বই হিসেবে আসে। বহু ডাকাতদের বেশ ডিটেলস দেওয়া আছে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত