এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ১১ জুন ২০০৯ ১৭:১৬ | 207.179.11.216
  • না না, আমি জানতাম ইন্টেলি পারবে।
  • Arijit | ১১ জুন ২০০৯ ১৭:১৪ | 61.95.144.123
  • হুঁ ঠিক। দিপু কও দিকি কেন?
  • dipu | ১১ জুন ২০০৯ ১৭:১৩ | 207.179.11.216
  • জানতাম।
  • intellidiot | ১১ জুন ২০০৯ ১৭:১১ | 220.225.245.130
  • এটা তো একের পর চাট্টে সাত হবে (-ঃ
  • r | ১১ জুন ২০০৯ ১৭:০৯ | 198.96.180.245
  • aishik কি আমাকে প্রশ্নটি করেছিলেন, না রঞ্জনদাকে করেছিলেন?
  • dipu | ১১ জুন ২০০৯ ১৭:০৭ | 207.179.11.216
  • আমি জানি।
  • Arijit | ১১ জুন ২০০৯ ১৭:০৩ | 61.95.144.123
  • সি-এরটা দেখিনি। তবে মনে হচ্ছে একই টাইপ। একটা উদাহরণ দিই -

    public class Elementary {
    public static void main(String[] args) {
    System.out.println(12345 + 5432l);
    }
    }


    কি হইব?
  • intellidiot | ১১ জুন ২০০৯ ১৭:০০ | 220.225.245.130
  • সি তে এমন একটা ছিল, "সি ট্র্যাপস অ্যান্ড পিটফল্‌স' নামে, অ্যান্ড্রু কোনিং এর। এই বইটা কি সেই রকমই, অরিজিতদা?
  • intellidiot | ১১ জুন ২০০৯ ১৬:৫৬ | 220.225.245.130
  • জোসুয়া ব্লোক শুনেই জোসুয়া বেল এর নাম মনে পরল। এনার ভায়লিন আমার বড্ড প্রিয় (-ঃ
  • Arijit | ১১ জুন ২০০৯ ১৬:৪৬ | 61.95.144.123
  • একটা বেশ ভালো বই পেয়েছি - তবে শুধু আইটি গাইজদের জন্যে - Java? Puzzlers: Traps, Pitfalls, and Corner Cases - Joshua Bloch, Neal Gafter, Addison Wesley Professional
  • h | ১১ জুন ২০০৯ ১৬:৪২ | 206.195.19.42
  • প্ল্যান নাই, ইচ্ছেও নাই, সুদু তেস্টা রে পাগল।
  • Bhuto | ১১ জুন ২০০৯ ১৬:৩৭ | 203.91.193.5
  • তোমার কি প্ল্যান ছিল বা ইচ্ছা ছিল? একবার কও।
  • h | ১১ জুন ২০০৯ ১৬:৩৫ | 206.195.19.42
  • তাইলে পরের হপ্তা।
  • aishik | ১১ জুন ২০০৯ ১৬:২৩ | 122.160.115.202
  • রনজ্‌ন দা আপ নি কি খরদহ এ থাকেন?
  • intellidiot | ১১ জুন ২০০৯ ১৬:০৩ | 220.225.245.130
  • সেক্টর ১৫-র দিকে বহিনজী একখানা ঘ্যামা পার্ক বানাচ্ছেন (-ঃ
  • shrabani | ১১ জুন ২০০৯ ১৫:৫৬ | 124.30.233.105
  • আগে এদিককার এন এইচ গুলোও ভাল ছিল। তারপরে যেখানে যেখানে লেভেল ক্রসিং আছে সেখানে ফ্লাইওভার, বাইপাস রোড চওড়া করা এসব শুরু হয়ে এখন ন যযৌ অবস্থা। বেহেনজীর দরাদরির চক্করে সব কাজকম্মই ডেড স্লো। রাস্তার দফারফা। আগে ভোরে বেরোলে রুরকী পৌঁছতাম সাড়ে তিন/চার ঘন্টায়। সেদিন ছটায় বেরিয়ে বেলা দেড়টায় পৌঁছলাম!
  • Arijit | ১১ জুন ২০০৯ ১৫:৫১ | 61.95.144.123
  • আচ্ছা নর্থ বেঙ্গলের দিকে রাস্তা কেমন? কলকেতা থেকে দাজ্জিলিং (ফর এগজাম্পল) কতক্ষণ লাগতে পারে?
  • Arijit | ১১ জুন ২০০৯ ১৫:৪৯ | 61.95.144.123
  • কোনা এক্সপ্রেসওয়ে পেরোতে পারলে আর টেনশন নেই - দুর্গাপুর এক্সপ্রেসওয়ে/বম্বে রোড - দুটোই পুরো ঝকাস - জ্যামও হয় না (কোলাঘাটের মতন কিছু জায়গা ছাড়া), রাস্তা পুরো মোটরওয়ের মতন, এবং লোকজন বেশিরভাগই নিয়ম মেনে চলে (এদের মেজরিটিই আবার শহরে বেনিয়মে চলে)।
  • shrabani | ১১ জুন ২০০৯ ১৫:৪৬ | 124.30.233.105
  • রাস্তাই ভাল হবে। দুশ কিমির বেশী ডিসট্যান্স। নয়ডা থেকে হরিদ্বার প্রায়, পাঁচঘন্টা লেগে যায়। ট্র্যাফিক বা জ্যাম থাকলে আরো বেশী।
  • Arijit | ১১ জুন ২০০৯ ১৫:৪৩ | 61.95.144.123
  • দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এদিকে এয়ারপোর্টের কাছে থেকে দক্ষিণেশ্বর অবধি আরেকটা ভালো রাস্তা - আমরা তো সকাল সাড়ে ছটা নাগাদ স্টার্ট করে দশটা নাগাদ জলেশ্বর পৌঁছে গেছিলুম - তাও কোলাঘাটে আধ ঘন্টা দাঁড়িয়ে।
  • Blank | ১১ জুন ২০০৯ ১৫:৪১ | 170.153.65.102
  • ট্রেনে শান্তিনিকেতন ৩ ঘন্টা ম্যাক্সিমাম। গাড়িতে ঘন্টা ৪ লাগে।
  • shrabani | ১১ জুন ২০০৯ ১৫:৩৬ | 124.30.233.105
  • আজকাল রাস্তাঘাট কি ভাল হয়ে গেছে? আমার কেমন মনে হত শান্তিনিকেতন, বক্রেশ্বর (যাইনি কখনো) এসব অনেক দুর কলকাতা থেকে। গাড়িতে অনেক সময় লাগে, ট্রেনে যাওয়াই ভাল ইত্যাদি। আজ শুনলাম কলকাতা থেকে সকাল নটায় স্টার্ট করে বক্রেশ্বর থার্মালে সোয়া বারোটায় পৌঁছে গেছে।
  • Blank | ১১ জুন ২০০৯ ১৫:৩১ | 170.153.65.102
  • সেটা ৮ টা থেকে, তোরা কি তার আগে বসবি? তার আগে অবশ্য আমি বেড়োতে পারবো কিনা জানি না ঃ(
  • Bhuto | ১১ জুন ২০০৯ ১৫:২৯ | 203.91.193.5
  • সেটা কটায়? তার আগে বা পরে চলে আয়।
  • Blank | ১১ জুন ২০০৯ ১৫:২৭ | 170.153.65.102
  • কাল সন্ধেতে আমার এক খান মাল খাবার নেমতন্ন হ্যাস
  • Bhuto | ১১ জুন ২০০৯ ১৫:২৫ | 203.91.193.5
  • আইব্বাস... মেঘ না চাইতেই জল। আমি ঠেক এ সদাই আগ্রহী,পারলে এখনি বেরিয়ে পড়তাম তা সে মাল ই হোক বা ঘোল ই হোক। নেহাৎ আজ একটা কেস ফিট করে রেখেছি। কাল? হাম তুম অউর কউন?
  • shrabani | ১১ জুন ২০০৯ ১৫:২২ | 124.30.233.105
  • "ইতি আঃ" টা মিস হয়ে গেছে মনে হয়।
  • Blank | ১১ জুন ২০০৯ ১৫:২১ | 170.153.65.102
  • সেই জন্যই তো। যাতে বখে না যায়, তাই সারাদিন চোখে চোখে রাখতে হবে তো।
  • h | ১১ জুন ২০০৯ ১৫:২০ | 206.195.19.59
  • স্নেহের ভুতো, এই পত্রকে টেলি মনে করিয়া, তুমি কবে মদ্যপানে আগ্রহী সত্বর জানাইবা।
  • san | ১১ জুন ২০০৯ ১৫:১৪ | 220.227.190.18
  • সারাদিন ওপিয়ামে ! আর তুই না বরাবর বলিস যে টাকা জমাতেই চাস না ছেলেপুলে বড় হয়ে বখে যাবে বলে ? কি হল ব্যাপারটা !
  • Bhuto | ১১ জুন ২০০৯ ১৫:১২ | 203.91.193.5
  • এখন কি আর সেই কাঁচা বয়স আছে , যবে সে কেস হবে ততদিনে আরো পোক্ত হবে বুদ্ধি। কে বলতে পারে দারোয়ানকে দারু খাইয়ে বশ করে ফেলা হবে কিনা ঃ)

    সবই কল্পনা, বুনুর ফান্ডেও রিসেশন, আর আমি এখন ওসবে নেই।
  • Blank | ১১ জুন ২০০৯ ১৫:১১ | 170.153.65.102
  • ছেলে পিলে টা একটু হাঁটা চলা শিখে গেলে ইস্কুল ছরিয়ে দেবো। দিয়ে সারাদিন ওপিয়ামেই বসে থাকবো। একটা পার্মানেন্ট পার্টনার হবে ঃ)
  • shrabani | ১১ জুন ২০০৯ ১৫:০৯ | 124.30.233.105
  • আর মেয়েদের কলেজের দারোয়ান ঠ্যাঙা নিয়ে তাড়া করলে ছেলের স্কুলের দিকে দৌড় দিবি!
  • Bhuto | ১১ জুন ২০০৯ ১৫:০৫ | 203.91.193.5
  • ঐ তো নয়, বিয়ে কল্লেও আমি থোড়াই স্কুলে গিয়ে বসে থাকবো। কে জানে ছেলের মা হয়তো ছেলের স্কুলের বাইরে থাকবে আর আমি,বুনু গিয়ে একটা মেয়েদের কলেজের সামনে বসে থাকবো :P
  • san | ১১ জুন ২০০৯ ১৫:০৩ | 220.227.190.18
  • গৃহবধূ হওয়াই তো ভাল ছিল ঃ-((((((
  • Bhuto | ১১ জুন ২০০৯ ১৫:০৩ | 203.91.193.5
  • শমীকদা ট্রু, স্যান ব্যাটাকে খিল্লি করে উত্তর দেওয়াটা ঠিক হয় নাই। ওটাকেই ধ্রুবসত্য ধরে নেবে। ফ্যাক্ট হলো এটাই,যা শমীকদা বললো। আমিও দেখেছি, সারাটা দিন প্রায় স্কুলের বাইরে মাথায় ঘোমটা দিয়ে দাঁত দিয়ে খুঁটটা চেপে ধরে শুধুমাত্র ছেলের\মেয়ের জন্য বসে থাকেন।
  • Samik | ১১ জুন ২০০৯ ১৫:০০ | 219.64.11.35
  • হ্যাঁ, মানে, খিল্লির কথাটা ভূতোকেই বলা ঃ-)

    বিয়ে তো কল্লি না, কী বুঝবি। (এটা ভূতোকে বলা)
  • Samik | ১১ জুন ২০০৯ ১৪:৫৯ | 219.64.11.35
  • এই সব ইস্কুলে ছুটি হয় দুপুর দেড়টা থেকে তিনটের মধ্যে। এইখানে অনেক এমন জায়গা থেকে বাচ্চারা পড়তে আসে যেখানে স্কুলের বাস পৌঁছয় না। যেমন ব্যান্ডেল ডন বস্কোতে দেখতাম পড়তে আসত ঐদিকে নৈহাটি ইছাপুর থেকে বাচ্চারা। তা যতদিন না তারা নিজেরা একা একা ট্রেনে চড়ে বা বাসে চড়ে স্কুলে যাতায়াত করার মত বড় না হচ্ছে ততদিন তাদের মায়েদেরই নিয়ে আসা যাওয়া করতে হয়। একপিঠ আসতে মিনিমাম এক ঘন্টা লাগে। মানে বাচ্চাকে কেবল দিয়ে আসার জন্য মায়েদের যেতে আসতে লাগে দুঘন্টা। ফেরৎ আসার সময়েও তাই। তার চেয়ে সারাদিন ছঘন্টা স্কুলের কাছেই বসে থাকলে জার্নিও কম হয়, একবার যাতায়াতের খরচটাও বাঁচে। সেইজন্য প্রচুর মা বাচ্চাদের সাথে নিজেদেরও টিফিন বেঁধে স্কুলের কাছাকাছি এরিয়াতেই সারাদিন কাটান।

    বাবাদের তো অফিস থাকে, তাই তাঁদের এসব করতে হয় না। ঃ-)
  • Bhuto | ১১ জুন ২০০৯ ১৪:৫৯ | 203.91.193.5
  • না না ওট বোধহয় শমীকদা আমাকে লিখতে গিয়ে তোকে লিখে ফেলেছে ।
  • san | ১১ জুন ২০০৯ ১৪:৫৩ | 220.227.190.18
  • অ্যাঁ কোন ব্যাপার, কিসের খিল্লি? কাউকে তো খিল্লি করিনি !!! নাকি আগের কথা হচ্ছে কিছু?
  • Arijit | ১১ জুন ২০০৯ ১৪:৫৩ | 61.95.144.123
  • একটা প্লেয়ারের দাম ৮০ মিলিয়ন পাউন্ড। আর গোটা নিউক্যাসলের সেল প্রাইস ১০০ মিলিয়ন (উঠবে কিনা সন্দেহ)!

    নাঃ আর আর কাজকম্মো হবে না। আআআআআআশি মিলিয়ন!!!!!!!
  • Samik | ১১ জুন ২০০৯ ১৪:৫০ | 219.64.11.35
  • স্যান, ব্যাপারটা অত সহজ নয়। খিল্লি করার ব্যাপারও নয়।
  • Arpan | ১১ জুন ২০০৯ ১৪:৩৯ | 216.52.215.232
  • ঠিক আছে, দশটা।
  • Bhuto | ১১ জুন ২০০৯ ১৪:৩৯ | 203.91.193.5
  • ওরে কত গল্প রে ভাই, কোন কোচ্চেনটা আসবে থেকে, কোন স্যর কোথা থেকে পাশ করে এলেন, কার ছেলেকে টীচার ব্রাভো বলেছেন (লাজুক লাজুক মুখ করে বলা), কার ছেলে মোটেই পড়ে না থেকে শুরু করে কার ভাইঝি ড্রাইভারের সাথে পালিয়েছে এতসব আলোচনা করতেও তো টাইমে লাগে নাকি?
  • dipu | ১১ জুন ২০০৯ ১৪:৩৭ | 207.179.11.216
  • শীতকালে এসকল মিটিনে প্রচুর সোয়েটার বোনা হয়।
  • Bhuto | ১১ জুন ২০০৯ ১৪:৩৬ | 203.91.193.5
  • 'গুল্লু' সুহাসিনীদি আর আমার দেওয়া নাম ঃ)) ওকে ঐ নামেই ডাকি।
  • san | ১১ জুন ২০০৯ ১৪:৩৪ | 220.227.190.18
  • মানে? সারাদিন খামোখা বসে থাকবে কেন?
  • r | ১১ জুন ২০০৯ ১৪:৩১ | 198.96.180.245
  • গুল্লু আমার এক চার বছর বয়সী ভাগ্নীর নাম। ;-)

    গাড়ি কম, কিন্তু প্রচুর রিকশ, প্রচুর সাইকেল। স্কুল বাস তো আছেই। মা-রা অবশ্যই আছেন। আমাদের পাড়ায় প্রচুর বাড়িতে সারাদিন মা-দের বসে থাকার জন্য ঘর ভাড়া দেওয়া হয়।
  • san | ১১ জুন ২০০৯ ১৪:২৩ | 220.227.190.18
  • না, খুলে বলি। আসলে বাবামা আসবে। মাছ কিনে রাখা দরকার। অথচ এই উইকেন্ডে আমার কেনার অসুবিধে। যদি উইকডেতে কেনা যায় তো ওরা এসে ওরাই গিয়ে কিনবেখন। নাহলে আমাকে রোব্বারের ভোরবেলায় গিয়ে কিনতে হবে , এই হল কেস।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত