অনেকেই জানে। ন্যাড়াদা এমন কিছু মারাত্মক তো শেখায়নি।
nyara | ১২ জুন ২০০৯ ১০:৪৫ | 64.105.168.210
এত জ্ঞানতৃষ্ণা ছেলেটার, কে কাঠি করবে বলে তেষ্টা মেটাব না!
দিয়ে বড় কিছু ঝাড় নাবানো যাবে কি?
Ishan | ১২ জুন ২০০৯ ১০:৩৬ | 173.26.17.106
দমু। কূটকচালি উড়ে যায়নি তো। লিংকটা ভুলভাল আছে। কি করব? সবকটা সেকশনের আলাদা লিংক দিয়ে দেব?
Samik | ১২ জুন ২০০৯ ১০:৩৬ | 122.162.236.120
একটা উত্তর দেবার প্রয়োজন বোধ করছি এইবারে।
হ্যাঁ, আমার বিশাল বড় ভুল হয়ে গেছে অরিজিতের কোডটাকে সরাসরি কপি না করে আমি নিজের হাতে লিখতে গেছিলাম এই একলাইনের কোড। সেটা যে আমার এত বড় দোষ হয়ে যাবে আমি ভাবতেও পারি নি। অরিজিতের দেওয়া http://www.agilejava.eu/library/Simply%20Java.pdf নামক পিডিএফে কোডগুলো কুরিয়র নিউ ফন্টে আছে বলেই আমি প্রথমেই দেখে বুঝে গেলাম ওটা স্মল এল, ক্যাপিটাল আই নয়। মামুর দাড়িতে একশোটা এফসি।
দোষটা আমারই। এত বেশিদিন ধরে আমি জাভা কোড লিখেছি যে এইসব ছোটোখাটো জিনিস আমার কপি পেস্ট করার ওভ্যেস নেই। নিজের হাতে লিখলেই বরং কম সময় লাগে। ওভ্যেসের ব্যাপার। অরিজিৎ যদি একবার বলে দিত ওটা স্মল এল, তা হলে আমি আর এত সময় খরচা করে এত পোস্ট করতাম না। কম্পাইল না করেই বলে দিতাম উত্তরটা। আমি কাল থেকেই ওটাকে আই পড়ে ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার ইত্যাদি দিয়ে সার্চ মেরে যাচ্ছি, আর কিছুতেই বুঝতে পারছি না কেন এতে এরর আসবে না।
বেটটা ধরলেই বোধ হয় ভালো হত। কেউ তো ধরে দিতেও পারে নি যে আমি ভুল টুকেছি, তা হলে আমার সাথে সকলকেই আওয়াজ দিতে হয়। এইখানে এরিয়াল ফন্টে L/I লিখলে কার বাবার বোঝার ক্ষমতা আছে যে এটা এল/এল লেখা আছে না এল/আই লেখা আছে?
জানি না এখানে লেখা ঠিক হচ্ছে কিনা, কিন্তু কাল থেকে এখানে শোনা যাবতীয় আওয়াজে আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। স্পেশালি দময়ন্তীর লাস্ট পোস্টের কমেন্টটা আমাকে খুবই হার্ট করেছে। দময়ন্তীকে অনুরোধ করব আমার নামে ভবিষ্যতে কমেন্ট করার আগে একটু ভেবে কোরো।
জাভা লিখে আমি নিজের ভাত জোটাই। খুব বড় কোডার হয় তো নই, তবে মোটামুটি জানি বলে আমার ধারণা।
Ishan | ১২ জুন ২০০৯ ১০:৩৫ | 173.26.17.106
এইটা যে ন্যাড়াদা কি শেখাল। পুরো খাল কেটে কুমীর। ঃ(
Arijit | ১২ জুন ২০০৯ ১০:৩১ | 61.95.144.123
টেস্টিং টেস্টিং টেস্টিং
খুউউউউউউল। থ্যাঙ্কু ন্যাড়াদা। আমি HTML-এর বিন্দুবিসর্গ জানি না।
nyara | ১২ জুন ২০০৯ ১০:২৭ | 64.105.168.210
অরিজিত, HTML হোয়াইট স্পেসকে ঠিকমতন অনার করে না। বাই ডিজাইন। দুটো শব্দের (টোকেনের) মাঝে যদি একাধিক হোয়াইট স্পেস দাও, HTML একটা স্পেস রেন্ডার করবে। এক্সপ্লিসিটলি স্পেস ঢোকাতে চাইলে HTML entitiy " " ব্যবহার করতে হয়।
Arijit | ১২ জুন ২০০৯ ১০:১৯ | 61.95.144.123
গুচ-তে ইংরিজী ফন্টটা ডিফল্ট arial - তাই না? ছোট এল আর বড় আই-য়ের গণ্ডগোল দেখে এটা খেয়াল হল। অ্যাকচুয়াল বইটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে - কারণ ওই পার্টটা ক্যুরিয়র নিউ।
Bhuto | ১২ জুন ২০০৯ ১০:১৫ | 203.91.193.5
শুক্কুরবার তো, তাই নেটওয়ার্ক ছুটি ছুটি কচ্ছে রাম খাবে বলে। হাজার হোক ওদেরও তো রামবার।
Arijit | ১২ জুন ২০০৯ ১০:০৯ | 61.95.144.123
টক-ঝাল কালো লজেন্স আরো ভালো। কিন্তু হঠাৎ?
(প্রতি দুই মিনিটে নেটওয়ার্ক ডাউন হচ্ছে)
dipu | ১২ জুন ২০০৯ ১০:০৭ | 207.179.11.216
আমিও নটার আগে আপিস এসে আলো-টালো জ্বালি।
d | ১২ জুন ২০০৯ ০৯:৫৮ | 117.195.38.101
(অজ্জিতের জন্য এবারে খুচরো পয়সা কিম্বা কমলা নজেন .... কিছু একটা বের করে দিতে হবে।)
Arijit | ১২ জুন ২০০৯ ০৯:৫১ | 61.95.144.123
ধুস্স্স্স আমি তার পরেই একটা পোস্টে লিখেছিলুম L/l-এর জন্যে প্রবলেম হয় না - ওটা ভ্যালিড। তার পরেও I (বড় আই) লিখলে আমি কি করবো? তবে আমি String[] args আর String args[]-এর জন্যে ভাবছিলুম। সেটা ভুল (মানে আমার ভাবনাটা)।
Bhuto | ১২ জুন ২০০৯ ০৯:৫০ | 203.91.193.5
যাহ জলদি আপিসে এসে ঘুমিয়ে পড়েছিলাম। এখানে কেউ ১০ টার আগে আসে না। আমি এসে আলো টালো জ্বালি। তারপর ঘন্টাখানেক এদিক সেদিক কাজ করার পর সবাই ঢোকে।
Abhyu | ১২ জুন ২০০৯ ০৮:৩৩ | 97.81.79.170
টেস্টিং
d | ১২ জুন ২০০৯ ০৭:৫২ | 117.195.38.101
বেথে প্রচন্ড ঘ্যাম নিয়ে ছড়ায় --- এ আর নতুন কত্ড়া কি! ওটাই ওর ছড়ানোর স্টাইল ঃ)
Arpan | ১২ জুন ২০০৯ ০৬:২৩ | 122.252.231.12
সেইটাই তো। এক লাইনের কোড বলে শমীক নিজের হাতে টাইপেছে।
একবার, যদি একবার সে কপি-পেস্টকে তুচ্চুজ্ঞান না করে করে দেখত।
Ishan | ১২ জুন ২০০৯ ০২:৪৬ | 12.163.39.254
আরে শমীককে সবাই দোষ দেয় কেন। শমীক তো লিখেই দেছে "I' লেখার জন্য প্রবলেমটা হচ্ছে।
Tim | ১২ জুন ২০০৯ ০২:৩৩ | 198.82.167.98
গান না গান না সেটাই কোশ্চেন।
Du | ১২ জুন ২০০৯ ০২:০৮ | 65.124.26.7
আহা দুঃখ করেন ক্যানো? গান না।
Ishan | ১২ জুন ২০০৯ ০১:৩২ | 12.163.39.254
এই নিয়ে আমার একটা দারুন গান আছে। নেহাৎ লেখা হয়নি বলে কেউ টের পেলনা। ঃ(
Du | ১২ জুন ২০০৯ ০০:৫৮ | 65.124.26.7
রবীন্দ্রনাথ তো দ্রষ্টা ছিলেন, উনি এইসব পেতলের তালাচাবির কথা বলেননি, আসলে উনি কীকোড ব্রেক করার কথা বুঝিয়েছিলেন। গানটি হ্যাকারদের উদ্দেশ্যে লেখা।
Arpan | ১২ জুন ২০০৯ ০০:৩৯ | 122.252.231.12
ব্রিটিশরা কবে যে ক্রিকেট খেলা ছাড়বে। ওদের খেলা আর চোখে দেখা যায় না।
এবার সত্যি গুডনাইট।
Arpan | ১২ জুন ২০০৯ ০০:৩৮ | 122.252.231.12
ধুস। বেথে আর অরিজিতের কোড আলাদা করে কপি করে দুটো সোর্সকোড বানালেই ধরা যাচ্ছে। টেক্সটপ্যাডে সুন্দর করে দুটো ফাইলের কম্পেয়ার করতেই বুঝে গেলাম। সিম্পল।
arjo | ১২ জুন ২০০৯ ০০:৩৬ | 168.26.215.13
অরিজিতের লিংক পড়ে ঐ L আর l এসব না জানলে জাভা থাকলেও বের করতে পারতাম না।
Arpan | ১২ জুন ২০০৯ ০০:৩৪ | 122.252.231.12
ধরে তো দিলাম। অফিসের কম্পুতে জাভা নেই। নাহলে কখন বেরিয়ে যেত!
nyara | ১২ জুন ২০০৯ ০০:৩০ | 64.105.168.210
দীপাংশু-সায়নের অনেক আগে সুধীর চক্রবর্তীকে ট্রেনে এক ছোকরা বলেছিল।
arjo | ১২ জুন ২০০৯ ০০:৩০ | 168.26.215.13
বেথে কে বেথে বললে হবে? কেউ তো ধরে দিতেও পারলে না। বলো দিকি কোনটা কি I1 আর l1?
Arpan | ১২ জুন ২০০৯ ০০:২৮ | 122.252.231.12
এই গানের লজিকাল ফ্ল তো সায়ং-দীপাংশু কবেই বলে দিয়ে গেছে। ভেঙ্গে মোর ঘরের চাবি বললে কিছু মানে দাঁড়ায় না। ওটা ঘরের তালা হবে। ইত্যাদি।
জনগণ, একটু মানবিক হোন। কাল যে ঝড়ে আমার গ্যারাজ ডোর আটকে গেল আর আমি যে অবশেষে ভেঙ্গে মোর ঘরের চাবি গানটার মাহাত্ম্য বুঝতে পারলাম সেইটা বলার ফাঁকই পাচ্ছি না ঃ( লোক এসে সেই ডোর খুললো তবে গিয়ে অফিস আসতে পারলাম।
Abhyu | ১২ জুন ২০০৯ ০০:০০ | 97.81.79.170
রাতেই করব। প্রশ্ন হল কত রাতে? যখন মিঠুদি ভাটে আসে? ঃ)
Ishan | ১১ জুন ২০০৯ ২৩:৫৭ | 12.163.39.254
ঃ))
আব্বে অভ্যু। ছোটো দরকার থাকলে যখন খুশি ফোন করো। এখনও করতে পারো। লম্বা হলে রাতে কোরো। এতো জানা কথা। পোশ্নো করার কি আছে? ঃ)
san | ১১ জুন ২০০৯ ২৩:৫০ | 123.201.53.133
এও কপালে ছিল। জাভার বদলে আর্চ গার্চ মডেলের প্রস্তাবনা । সম্ভবামি যুগে যুগে ....ঃ-(((
ফলে রেজাল্টে কোনো রহস্য নাই। কিন্তু বেথে 5432l/5432L এর কোনো একটা লেখার পরিবর্তে 5432I লিখে কোড চালানোর চেষ্টা করেছে। ("এল' আর "আই' এর তফাতটা মাথায় রেখে পড়ুন)। সেই জন্য কম্পাইলেশন এরর খেয়েছে। "এল' টাকে "আই' করেদিন। আপনারাও খাবেন। ঃ)
Arpan | ১১ জুন ২০০৯ ২৩:৪৫ | 122.252.231.12
অরিজিতের কোডে l (ছোট এল) আছে। বেথে সেটা হাতে টাইপ করে (l) (বর এল) লিখেছে। চলবে কী করে?
Abhyu | ১১ জুন ২০০৯ ২৩:৪৫ | 97.81.79.170
ভালো কথা, ধাঁধাটার উত্তর আমি জানি না। জানতে চাই। এটাকেও হেল্প করা বলে ধরতে হবে, বকলে চলবে না।
Arpan | ১১ জুন ২০০৯ ২৩:৪৪ | 122.252.231.12
আমি বুঝে গেছি।
Abhyu | ১১ জুন ২০০৯ ২৩:৪১ | 97.81.79.170
ও এই তো উত্তর দিয়েছে ঃ)
Abhyu | ১১ জুন ২০০৯ ২৩:৪১ | 97.81.79.170
মামু, আমাকে ইগনোর?
Ishan | ১১ জুন ২০০৯ ২৩:৪১ | 12.163.39.254
রাত্তিরে ফোন কোরো।
Ishan | ১১ জুন ২০০৯ ২৩:৪০ | 12.163.39.254
থ্যাংকু। থ্যাংকু।
অজ্জিতের আসল কোডটায় কোনো রহস্য নাই। কিন্তু বেথে কেন কম্পাইলেশন এরর খাচ্ছে, সেটা ঢের বেশি ইন্টারেস্টিং রহস্য। এইটা কেউ সলভ কত্তে পাল্লোনা? ছি ছি। ঃ)
পরের পোস্টে সমাধান দিচ্ছি। একটু টাইপ কত্তে হবে।
Abhyu | ১১ জুন ২০০৯ ২৩:৩৮ | 97.81.79.170
আর আর্চ নিয়ে কথা হলে আর্চিই বা বাকি থাকে কেন? শুনলাম নাকি ভের্নিকাকে প্রোপোজ করেছে/করবে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন