এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৮ জুন ২০০৯ ০০:১২ | 122.252.231.12
  • বলেছেন সায়ংকবি
    জগৎ নিরুত্তর ছবি! ঃ-(
  • Samik | ২৭ জুন ২০০৯ ২৩:৪৭ | 117.194.6.121
  • দেড়দিনের ট্যুর তো!
  • sayan | ২৭ জুন ২০০৯ ২৩:৩৬ | 115.108.25.26
  • যাইলে ফিরিতে হবে
    অনড় কে কোথা কবে! ;-)
  • Arpan | ২৭ জুন ২০০৯ ২৩:৩৪ | 122.252.231.12
  • চলে আসছ। এরই মধ্যে?
  • Samik | ২৭ জুন ২০০৯ ২৩:২৫ | 117.194.6.121
  • হেউ। পোচুর খেয়ে ফেল্লাম সারাদিনে। আবার কাল দুকুরে হাওড়া স্টেশন।
  • intellidiot | ২৭ জুন ২০০৯ ২২:৩৯ | 59.164.3.20
  • আউটসোর্স করবি?
  • dipu | ২৭ জুন ২০০৯ ১৯:২৫ | 59.93.203.130
  • অ্যাত গরমে এদিক-ওদিক নেমন্তন্ন খেয়ে বেড়াতে হচ্ছে!
  • dipu | ২৭ জুন ২০০৯ ১৯:২২ | 59.93.203.130
  • উঃ, কি গরম মাইরি এখানে! মরেই যাব।
  • stoic | ২৭ জুন ২০০৯ ১৭:৫৪ | 160.103.2.224
  • অভ্যু,

    ১) শ্যামাসঙ্গীত ঘ্যামা লাগল।
    ২) মেঘবালিকা খোলা যাচ্ছে।
    ৩) ইউরোপে কোথায় এলে ? ব্যাংখেকোদের দেশে (ফ্রান্সে) এলে জানিও। dipban অ্যাট জিমেইল।
  • sinfaut | ২৭ জুন ২০০৯ ১৭:৩৩ | 59.93.245.183
  • না কেডিদা, আমি খুব বেশি ইংরজি গান শুনিনি। এনাদের গানও শুনিনি।
  • kd | ২৭ জুন ২০০৯ ১৫:৩৭ | 59.93.166.144
  • পুরোনো বান্ডের কথায় আমার যৈবনের দুটি পছন্দ করা 3 Dog Night আর Daryl Hall and John Oates। শুনেচো কি? এছাড়া Ike and Tina Turner, Jose Feliciano তো নিশ্চই শুনেচো।

    Hall & Oatesএর একটা গান Maneater খুব হিট করেছিলো। আর Jose যতদুর জানি প্রথম Come on baby, light my fire গায়।

    ডিঃ আমি গান সুর বুঝি টুঝি না, তাই ভালো না লাগলে দুষো না। এদের নাম গুচ'র পাতায় দেখিনি বলে ভাবলুম...
  • sinfaut | ২৭ জুন ২০০৯ ১৪:৫১ | 59.93.168.188
  • সত্যিই কি দুশ্চিন্তার কথা অর্পণ!

    জনতা, ক'দিন আগে একখান পুরোনো রকব্যান্ড খুঁজে পেয়েছি আগে যাদের শুনি নাই। স্টেপেনউলফ। জানি, এখানকার জনতা এসব কবেই শুনে ফাটিয়ে দিয়েছেন। তবু, অনেকদিন বাদে কোনো রকব্যান্ডের সাউন্ড শুনে ভালো লাগলো, তাই বললাম।
  • Arpan | ২৭ জুন ২০০৯ ১১:৪৪ | 122.252.231.12
  • আমার মেয়ে তো দিব্যি রসগোল্লা, পান্তুয়া টপাটপ সাবাড় করে। মাঝে মাঝে ভাবি শেষে ঘটিবাড়িতে বিয়ে করবে কিনা!
  • Samik | ২৭ জুন ২০০৯ ১১:৩৪ | 115.184.208.151
  • ব্যান্ডেল, ঐ চেনাচেনিটুকু বাদ দিলে, সেই এক রকম। সেই এক দুর্গন্ধওলা স্টেশনের সাবওয়ে, সেই এক ভাঙাচোরা রাস্তা। সেই কামারশালা, কুমোরবাড়ি, সেই পুকুরপাড়ে কচুগাছের ঝাড়। ফ্ল্যাটবাড়ি অনেক দূরগ্রহের জিনিস এখানে।

    কাল কলকাতা গেলাম। দুবছর বাদে শহরটাকে দেখলাম। অসম্ভব বিবর্ণ নোংরা লাগল। মনে হল, দিল্লিতে অনেক ভালো আছি। অনেক সুখে। নতুনত্ব বলতে, সল্টলেকে দেখলাম দাপিয়ে বেড়াচ্ছে এখন হলুদ সবুজ এলপিজি অটো। পুরনো হলুদ কালো বা সাদানীল অটো আর প্রায় নেই। হলুদ সবুজ অটোগুলোকে হঠাৎ দেখলেই, মনে হয় দিল্লি এসে গেছি।

    কলকাতায় থাকা আমার পক্ষে আর কোনওদিনই সম্ভব নয়। অচেনা, ভীষণ অচেনা।
  • arjo | ২৭ জুন ২০০৯ ১১:২৫ | 24.42.203.194
  • না না রামহীন রাতে কেউ জাগে নাকি! তবে আজ রামরূপে টেকিলা।
  • d | ২৭ জুন ২০০৯ ১১:২২ | 117.195.43.94
  • আজ্জোর কি রামহীন রাত?
  • arjo | ২৭ জুন ২০০৯ ১১:২১ | 24.42.203.194
  • শমীক ব্যাণ্ডেল চিনতে পারতাছ? ফ্ল্যাট বাড়ি ওঠে নাই? শ্যামনগরে তো ফ্ল্যাটে ফ্ল্যাটে ছয়লাপ। পাড়াটাই কেমন বদলে গ্যাসে। দু একজন বাদে আমারেও কেউ চেনে না আমিও কারুরে চিনি না।
  • arjo | ২৭ জুন ২০০৯ ১১:১৭ | 24.42.203.194
  • দিলখুশ গরম না হলে খুব ভালো লাগে না। গরম খাইয়ে দেখো।
  • Samik | ২৭ জুন ২০০৯ ১১:১৪ | 115.184.208.151
  • আমার মেয়ে দিলখুশ পছন্দ করল না। ঃ-(
  • arjo | ২৭ জুন ২০০৯ ১১:১০ | 24.42.203.194
  • ম, ছেলে বিদেশী, আজ কইল মিষ্টি আমি ভালোবাসি না। আমি বললাম খেয়ে দেখেচিস কোনোদিন? কয় হ্যাঁ, কিন্তু ইট্‌স আনহেলদি। মনে মনে কইলাম ভালোই হল ভাগে যত কমে। ঃ)))
  • m | ২৭ জুন ২০০৯ ১১:০৩ | 173.26.17.106
  • আজ্জো,তোমাদের ছেলের প্রতি এহেন আচরণের নিন্দা করার ভাষা পাইতাসি না।
  • arjo | ২৭ জুন ২০০৯ ১০:৩৩ | 24.42.203.194
  • কমরেড অপ্পন সে দুঃখের কথা আর কি বলি। শূন্যের থেকে ৩ ভালো একথা অনুভব করলেই বোঝা যায়। আর সেই জন্যই এ হপ্তার প্রোজেক্টের স্কোপ বাড়িয়ে দিয়েছি। কন্টিনিউয়াস লার্নিং। ;)
  • Arpan | ২৭ জুন ২০০৯ ০৯:৩৪ | 122.252.231.12
  • আজ্জো খুব বাজে ম্যাঞ্জার। এমন প্রোজেক্টে ইনভেস্ট করে যার আরওআই শূন্যের কাছাকাছি।
  • Samik | ২৭ জুন ২০০৯ ০৯:১২ | 117.194.1.107
  • আর আমি সবার মাথাতেই টাক দেখি। টাক না-হলে ডাগদার হল কী করে পিপি? হুঁ? ডাগদার হলে টাক অবশ্যই হয়েছে, আর না হলে পিপি ডাগদার হয়ই নি। ঢপ দিয়েছে।
  • Samik | ২৭ জুন ২০০৯ ০৯:১১ | 117.194.1.107
  • হুঁ। বই আর বউ। একবার বাড়ির বাইরে গেলে আর ফেরৎ আসে না।

    প্রাচীন অরণ্য প্রবাদ।
  • arjo | ২৭ জুন ২০০৯ ০৭:৩২ | 24.42.203.194
  • http://www.anandabazar.com/27enter1.htm

    এবারে নাইট রাইডার্সের খেলায় প্রতিটা ঘটনা আমার এইরকম সাজানো মনে হয়েছে। ক্রিকেট খেলাটাকেও ডাব্লু ডাব্লু এফ বানিয়ে দিল! খুব খুশী হব পৃথিবী থেকে ডাংগুলি ক্রিকেট ও তদজনিত সমস্ত আপদ বিদায় হলে।
  • arjo | ২৭ জুন ২০০৯ ০৭:০৯ | 24.42.203.194
  • হা হা হা র‌্যাটাস। আমি খুব দক্ষ ম্যাঞ্জার (এসব ক্ষেত্রে)। দূর্বল জায়গায় আঘাত হানলে ব্রহ্মাও বর দেয়। গত সপ্তাহে ১৫ টার মধ্যে আমি ৩ টে পেয়েছিলাম, ছেলে একটাও না। ;)
  • RATssss | ২৭ জুন ২০০৯ ০৩:১৪ | 63.192.82.30
  • আজ্জো!!! রসগোল্লা!!!
    বানাও ক্ষতি নেই, খাওয়ার আগে রিমিকে একবার টইটা পড়ে নিতে কইও
  • Tim | ২৭ জুন ২০০৯ ০৩:১১ | 198.82.167.98
  • বাতুলও বা দিয়ে।
    মামী, ভালো করে দোল খাওয়া প্যাক্টিস কত্তে থাকো। শিগ্গির আসছি। ঃ)
  • RATssss | ২৭ জুন ২০০৯ ০৩:০৮ | 63.192.82.30
  • ও মা! কি ভাল খবর!!!
    পিপি কে গালভরা অভিনন্দন।
  • m | ২৭ জুন ২০০৯ ০১:৩৬ | 173.26.17.106
  • ''''গভীরতা'''' টা এরূপ হবেঃ)
  • m | ২৭ জুন ২০০৯ ০১:৩৬ | 173.26.17.106
  • সেতো বাবা বাচ্চা বালিশ বালি সব ই 'বা.. শব্দ। এতো বাহ্যিক মিল,আমি অন্তর্নিহিত মিলের কথা বলছিলাম- অবশ্য নারীর মত গভীরতা পুং দের কাছে আশা করাই বাতুলতাঃ(
  • pi | ২৭ জুন ২০০৯ ০১:২৯ | 128.231.22.89
  • বই আর বৌ এর মধ্যে আমি একটা লিংক জানি ।ঃ)
    কিন্তু বলবো না।
  • arjo | ২৭ জুন ২০০৯ ০১:২৬ | 168.26.215.13
  • ম, বই আর বৌ দুইই 'ব'কারান্ত শব্দ ;)
  • m | ২৭ জুন ২০০৯ ০১:২২ | 173.26.17.106
  • @আজ্জো
  • m | ২৭ জুন ২০০৯ ০১:২২ | 173.26.17.106
  • বই আর বৌ এর মধ্যে একটাই মিল- দুটিই জ্ঞানের আকর
  • Du | ২৭ জুন ২০০৯ ০১:২২ | 65.124.26.7
  • হ্যাঁ, পাই লিংক দেয় শুনেই খপ করে ধরেছি ঃ)।
  • m | ২৭ জুন ২০০৯ ০১:২০ | 173.26.17.106
  • হ্যাঁ বাছা,তোমাদের কালের মত কেসির হ্যান্ডু ছবি যখন্তখন পাওয়া যেতো না কিনা-তাই পাড়া ঘুরে ঘুরে দেখতে হতোঃ)
  • dd | ২৭ জুন ২০০৯ ০১:২০ | 122.167.29.224
  • নাঃ
    আমি ও গুড মন্নিং বলে শুতে যাই। পাপ তো অনেক হোলো। দেশোদ্ধার - কিসুই না।
  • pi | ২৭ জুন ২০০৯ ০১:১৮ | 128.231.22.89
  • এইরে , চাঁপা গাছ কোদ্দিয়ে এল আবার?

    তা, চাঁপা গাছের ছবির লিংক দেবো কি ? ;)
  • pi | ২৭ জুন ২০০৯ ০১:১৬ | 128.231.22.89
  • ম দি পাড়ায় পাড়ায় ময়রা দেখে বেড়াতে ? ;)
  • dd | ২৭ জুন ২০০৯ ০১:১৬ | 122.167.29.224
  • অ সিংগল ডি
    তুমি কি দেশে না বিদেশে? ফের হাটফোড্ডে? তাইলে ঠিগাছে।
    রাত অ্যাগটার পর এই পাতা শুধু অ্যাম্রিগান অথবা দেশী টুপভুজংগদের।

    তো? অ্যাখন ঘুমাও গিয়া।
  • arjo | ২৭ জুন ২০০৯ ০১:১৫ | 168.26.215.13
  • বৌ আর বইয়ের মধ্যে সিমিলারিটি কি?
  • Du | ২৭ জুন ২০০৯ ০১:১৪ | 65.124.26.7
  • পাই, একখান চাঁপা গাছের ছবি দাও না।
  • m | ২৭ জুন ২০০৯ ০১:১৪ | 173.26.17.106
  • আমি পেন চিবিয়ে পাড়ার সব ময়রা মায় অন্য পাড়ার জানা ময়রাদের কথা ভেবে ফেল্লাম- রোগা অথচ ভুঁড়িওলা কাউকে মনে করতে পারলাম নাঃ(
  • pi | ২৭ জুন ২০০৯ ০১:১৪ | 128.231.22.89
  • উফ্‌ফ !

    বৌ না, বই।

    মুখের মধ্যে মাছ ঠুসে ধরলে এসব উল্টোপাল্টা কথাই বেরুবে। ঃ(
  • a x | ২৭ জুন ২০০৯ ০১:১৩ | 143.111.22.23
  • হ্যাঁ হ্যাঁ আমিও তাই। ঠিক মাথার ওপর থেকে ছবি টা লাগাই।
  • arjo | ২৭ জুন ২০০৯ ০১:১৩ | 168.26.215.13
  • সেকি আর আমার ছবি দেখেও বোঝা যায় যে ময়রা হবার সুপ্ত প্রতিভা আমার মধ্যে লুক্কায়িত।
  • pi | ২৭ জুন ২০০৯ ০১:১২ | 128.231.22.89
  • বল্লে হল !
    এতো আবক্ষ ছবি নয়, কোলের বউটাকেও রীতিমতন দেখা যাচ্ছে।

    দিব্বি দেখতে পাচ্ছি গায়ের শালটা কেমন স্ট্রেট নেমে এসেছে। ভুঁড়ি থাকলে একটা ছোট ঢেউ মতন ও কি দেখাত না ? নাকি ইনি টামি স্লিমিং পাঞ্জাবী পরে আছেন বলতে চাও ?
  • m | ২৭ জুন ২০০৯ ০১:১১ | 173.26.17.106
  • ব্র্যান্ড নিয়ে কথা হছে না, পাড়ার অমৃত ময়রা আর কেসিদাস কি এক হোলো? আমিও নিজের মুটকি চেহারা ঢাকতে ঐরূপ ছবিই হেথা হোথা লাগিয়ে থাকিঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত