এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১০:২৬ | 61.95.144.123
  • মাইকের সকেটটাই সাউন্ড ইনপুট নয়? ক্যাসেট প্লেয়ারের হেডফোন আউট থেকে মাইকের সকেটে লাগিয়ে দেখতে পারো একবার। ঠিক সিওর নই ওটা আর "লাইন ইন' আলাদা কিনা।
  • Samik | ০৬ জুলাই ২০০৯ ১০:২৪ | 122.162.236.137
  • অরিজিৎ,

    অডাসিটিতে গান তুলতে চাই। ল্যাপিতে তো সাউন্ড ইনপুট জ্যাক থাকে না। মাইক্রোফোনের জ্যাকে ক্যাসেটপ্লেয়ার কানেক্ট করে গান তোলা যাবে?
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১০:১৯ | 61.95.144.123
  • ডিঃ বেঁড়ে খুঁজতে গাঁ উজার = ঠগ বাছতে গাঁ উজার + সব ব্যাটাকে ছেড়ে বেঁড়ে ব্যাটাকে ধর।
  • Arijit | ০৬ জুলাই ২০০৯ ১০:০৯ | 61.95.144.123
  • সিপিএম ঘেঁটে গোবর হয়ে গেছে - বেঁড়ে খুঁজতে গাঁ উজার;-)

    যদিও একটা কোশ্চেন অনেকদিন ধরে মাথায় ঘুরছে - আম্রিকা বা বিলেত বা ইউরোপের অন্য দেশগুলো তো টেকনোলজিক্যালি এত উন্নত - কেউ ইভিএম গোছের সিস্টেম করে না কেন? ওখানে প্রচুর ভোট পড়লেও সেটা ভারতে ভোটসংখ্যার অনুপাতে শিশু বলে?
  • sayan | ০৬ জুলাই ২০০৯ ০০:২০ | 115.108.25.26
  • ভাবছিলাম পাওয়ার টেনিস যুগের বেঁটে প্লেয়ার লিটন হিউইট কে নিয়েও কিছু অসাম্যবাদী প্রশ্ন করব - কিন্তু থাক। ঘুমুতে যাই। কাল আবার সোমবার এবং সোসন। ঃ((
  • arjo | ০৬ জুলাই ২০০৯ ০০:০৪ | 24.42.203.194
  • কেন আর এক বেঁটেকে ভুলে গেলে আমাদের কৃষ্ণন? বহুত ভালো খেলত কিন্তু আজকের দিনে অচল। তোমরা পাওয়ার টেনিসের যুগের লোকজন - বুমবুম বেকার। আমরা টাচ প্লের যুগের লোক। তখন এসব এস সার্ভ টার্ভ ছিল না। বেঁটে, লম্বা সবের মধ্যেই একটা সাম্য আছিল। ;)। নাঃ একটু গড়িয়ে নিই বড্ড ঘুম পাচ্ছে।
  • sayan | ০৫ জুলাই ২০০৯ ২৩:৫৫ | 115.108.25.26
  • '৮৯। আচ্ছা। '৯৬ এ ইউএস আর অস্ট্রালিয়ান - দুটো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলেছিল।

    কিন্তু কি বলতে চাইছ? ৮৯ মানে কুড়ি বছর আগে বলে বেঁটে টেনিস প্লেয়াররা ভালো খেললেও খেলতে পারত? ঃ)
  • Arpan | ০৫ জুলাই ২০০৯ ২৩:৫৪ | 122.252.231.12
  • হু, আন্ডারপ্রিভিলেজড ব্যাস আর শ্রীলঙ্কা টিমে চান্স পাচ্ছে না।
  • sayan | ০৫ জুলাই ২০০৯ ২৩:৫১ | 115.108.25.26
  • না যাইনি। যাবো বলেও যাইনি। নামের পাশে আরও একটা টিকচিহ্ন পড়ল।

    এখেনেও বৃষ্টি হচ্ছিল বেশ। তবে সেটাই কারণ নয়। গোটা সপ্তাহের জন্য রান্না করে রাখলাম। সোম থেকে শুক্র আপিস থেকে ফিরে শুধু গরম করব আর খাবো। নো মোর লেটনাইট ডালভাত দিস উইক। ঃ((
  • Arpan | ০৫ জুলাই ২০০৯ ২৩:৪৯ | 122.252.231.12
  • এক দশক! ৮৯-এ ফ্রেঞ্চ ওপেন জিতেছিল বোধহয় এডবার্গকে হারিয়ে।
  • arjo | ০৫ জুলাই ২০০৯ ২৩:৪৯ | 24.42.203.194
  • মাইকেল চ্যাং তো ঐজন্যই আর বেশিদুর যেতে পারল নি। নইলে তো ভালো প্লেয়ার ছিল। আর অপ্পন বলল না সার্ভিস। আজকের যুগে বাজে সার্ভিস নিয়ে কিছুই হয় না।
  • sayan | ০৫ জুলাই ২০০৯ ২৩:৪৫ | 115.108.25.26
  • আজ্জোদা, ঠিক ঐখান্টাতেই আপত্তি। হাইট এর জন্যই আন্ডারপ্রিভিলেজড ব্যাস আর সব ঠিক বল্লেই চল্বে!!

    এক দশক আগে মাইকেল চ্যাং বলে এক চীনা খেলত মনে আছে? লিয়েন্ডার পেজ এর থেকেও বেঁটে ছিল। ঠিক মনে পড়লে বোধহয় কোনও একটা গ্র্যান্ড স্ল্যাম ও জিতেছিল।
  • Arpan | ০৫ জুলাই ২০০৯ ২৩:৩৯ | 122.252.231.12
  • এই কারা ব্ল্যাক কি বায়রন ব্ল্যাকের বোন?
  • Arpan | ০৫ জুলাই ২০০৯ ২৩:৩৮ | 122.252.231.12
  • সান্দা কি আজ ক্রসওয়ার্ডে গেছিলি? আমার কিছু কাজ ছিল আজ। তার ওপরে দুপুরে তুমুল বৃষ্টি হয়েছে এখানে।
  • sayan | ০৫ জুলাই ২০০৯ ২৩:৩৮ | 115.108.25.26
  • চার্টে ওডিআই'এর একটায় জিতে, একটায় গোহারা হেরে, একটায় ডাকওয়ার্থলেসে জিতে আরেকটায় অ্যাবানডনড ম্যাচ খেলে ... এরে কও সিরিজ জয়! ছ্যা ছ্যা!

    চারবছর আগে দাদার ক্যাপ্টেন্সীতে খেলে জিতবার মত স্ট্যান্ডার্ডের যদি ধারেকাছেও আসত তাও না হয় ...
  • arjo | ০৫ জুলাই ২০০৯ ২৩:৩৪ | 24.42.203.194
  • হ্যাঁ ঐ নিয়ে যে এদ্দুর এগিয়েছে এই যথেষ্ট। ঐ হাইট নিয়ে কোর্ট কভারই বা করবে কি করে। ঐজন্য ডাবলসে ভালো খেলে।
  • intellidiot | ০৫ জুলাই ২০০৯ ২৩:৩৩ | 59.164.204.10
  • ওদিকে ওঃইঃ তে সিরিজ জয় হয়ে গেল ঃ-)
  • Arpan | ০৫ জুলাই ২০০৯ ২৩:৩২ | 122.252.231.12
  • পেজের স্কিলে অনেক কিছু মিসিং। যেমন পাওয়ার সার্ভিস। তাছাড়া হাইটটাও তো খুব অ্যাভারেজ।
  • Arpan | ০৫ জুলাই ২০০৯ ২৩:৩০ | 122.252.231.12
  • হ্যা, নেমে গেছে। কিন্তু এখন তো ছায়া ঘনাইছে টেমসের জলে। একফালি রোদ্দুর এককোণে চুপ করে থমকে দাঁড়িয়ে আছে।
  • sayan | ০৫ জুলাই ২০০৯ ২৩:৩০ | 115.108.25.26
  • ভূপতির কথা ছাড়ো। ওটা প্লেয়ারই নয়। পেজ সম্পর্কে বাকি সব কিছু ভুলে গিয়েও যেই প্লেয়ারটা অত ভালো এটিপি সিঙ্গলস র‌্যাঙ্কিং হওয়া সত্বেও আর এগোতেই পারল না - তার টেনিস নিয়ে প্রশ্ন থেকে যায়। কি যেন একটা মিসিং। স্কীল বা ফীটনেস নয় - তার চাইতেও বড় কিছু।
  • Arpan | ০৫ জুলাই ২০০৯ ২৩:২৭ | 122.252.231.12
  • ইভানোসেভিচ। ক্রোয়েশিয়ার। আর কাউকে মনে পড়ছে না।

    যুগোস্লাভিয়া অনেক আগেই ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে।
  • arjo | ০৫ জুলাই ২০০৯ ২৩:২৫ | 24.42.203.194
  • আরে যুগশ্লাভিয়ার প্লেয়ার অমনই কি একটা নাম ছিল। দৈত্যর মতন চেহারা। তখন দশের মধ্যে ছিল।
  • intellidiot | ০৫ জুলাই ২০০৯ ২৩:২৪ | 59.164.204.10
  • আমি বরাবরই লেট... একই বক্তব্য সবার শেষে বলি ঃ-(
  • Arpan | ০৫ জুলাই ২০০৯ ২৩:২৩ | 122.252.231.12
  • ধ্যার, জিবোজিনোভিচ না। ঃ-)

    মার্সেলো রিওস, মার্ক রসে, আর্নল্ড বশ (?) ইত্যাদি।

    তাছাড়া ৯৬-এর অলিম্পিকের সিঙ্গলসে ব্রোঞ্জ মেডেল।
  • intellidiot | ০৫ জুলাই ২০০৯ ২৩:২৩ | 59.164.204.10
  • সান্দা, পেজের তবুও বলার মত কিছু আছে। ভুপতিটা ঐ তুমি য বল্লে তাই ঃ-)
  • arjo | ০৫ জুলাই ২০০৯ ২৩:২১ | 24.42.203.194
  • ও অপ্পন কয়ে দিয়েছে।
  • Arpan | ০৫ জুলাই ২০০৯ ২৩:২১ | 122.252.231.12
  • আজ রডিক বেটার প্লেয়ার ছিল। আনডাউটেডলি।
  • arjo | ০৫ জুলাই ২০০৯ ২৩:২০ | 24.42.203.194
  • পেজ তো ডেভিস কাপে ইভানিসেভিচ, জিবোজিনোভিচ (?) এদের সব হারিয়েছে। ভূপতি বরং মিক্সড ডাবলস প্লেয়ার।
  • Arpan | ০৫ জুলাই ২০০৯ ২৩:১৮ | 122.252.231.12
  • এই পেজের নিজের অনেক ফিট আছে। তোর স্টেটমেন্টটা মহেশ ভূপতি সম্পর্কে খাটে!
  • sayan | ০৫ জুলাই ২০০৯ ২৩:১৬ | 115.108.25.26
  • গতবারে রাফা ফেডেক্সকে লাস্ট সেটে ৯-৭ মেরেছিল। তবে তাও দু'বার রেইন-ইন্টারাপ্টেড। আজকের ম্যাচটায় এটা টাফ কল ছিল যে দুজনের কে বেশী ডিজার্ভিং। ফেডেরারের বিগত দুই বছরের সমস্ত গ্র্যান্ড স্ল্যাম যেন ওয়েল অর্কেস্ট্রেটেড! আর আজকের শেষটা গত বছরের হু হু কান্নার উপর পোয়েটিক জাস্টিস। ঃ))

    পেজ হু! ও হ্যাঁ, তিনি তো আবার টাইমস নাও কে কি সমস্ত উদ্দীপক স্টেটমেন্ট দিয়েছেন। সারাটা জীবন (মিক্‌স্‌ড) ডাবল্‌স খেলে গেল! পারেও!
  • intellidiot | ০৫ জুলাই ২০০৯ ২৩:১৫ | 59.164.204.10
  • যাতা খেলা হল বটে...
  • Arpan | ০৫ জুলাই ২০০৯ ২৩:০৮ | 122.252.231.12
  • পেজরা কি এর পরে নামবে?
  • Arpan | ০৫ জুলাই ২০০৯ ২৩:০৭ | 122.252.231.12
  • শতাব্দীর সেরা ম্যাচ। গতবারের ফাইনালকেও ছাপিয়ে গেল।
  • sayan | ০৫ জুলাই ২০০৯ ২৩:০১ | 115.108.25.26
  • রডিক হেরে গেল। ১৪-১৬। তবে নাডাল ছাড়া রিসেন্ট সময়ে ফেডেরারকে অ্যামন রান ফর মানি কেউ দেয়নি। ফেডেরার পাঁচটা সেটে বোধহয় ৫০ টা ace মেরেছে। রডিক গোটা তিরিশেক! একটা এপিক ম্যাচ শেষ হল।
  • ranjan roy | ০৫ জুলাই ২০০৯ ২২:৫৮ | 122.168.29.160
  • দেখেছ, দেখেছ, আমরা ক্যামন হিপোক্রিট! লিব্যারাল সাজি, গে'দের মানবাধিকার এর পক্ষে কথা বলি।
    কিন্তু যেই মনে হল আমাদের বাগানে একটা গে' ঢুকে পড়েছে অমনি না পারলাম ইগ্‌নোর করতে, না সহ্য করতে। সোজা লাঠি নিয়ে মোষ তাড়াতে লেগে গেলাম।ঃ))))।
    ডিঃ কাউকেই আঘাত দিতে চাইনে।
  • sayan | ০৫ জুলাই ২০০৯ ২২:৫৪ | 115.108.25.26
  • একটা অদ্ভুত উইম্বলডন ম্যাচ হচ্ছে। ফিফ্‌থ সেটে ১৪-১৫।
  • . | ০৫ জুলাই ২০০৯ ২১:০৯ | 69.15.164.33
  • Indian Rail অনুযায়ী EMU Train এর একটি কম্পার্টমেন্টে ৯৬ জন বসতে পারেন এবং দাঁড়িয়ে থাকতে পারেন আরো ২ গুন মানুষ।
  • Nan Khatai | ০৫ জুলাই ২০০৯ ১৯:২৫ | 117.254.92.118
  • রামু খুব ভালো লোক, পাব্লিকের জন্য ভাবে, নতুন ট্যাক্স কাঠামোর পরিকল্পনা আনছে।
  • Jay | ০৫ জুলাই ২০০৯ ১৮:৩৩ | 90.208.202.107
  • খুব বেশী বদমায়েসি করলে মা বলত 'পাজির পা ঝাড়া'। কেন? পাজির পা ঝেড়ে দিলে শুধু জি পড়ে থাকে বলে?
  • d | ০৫ জুলাই ২০০৯ ১৭:২৫ | 117.195.33.93
  • আপনি সংশোধন-অযোগ্য অবিশ্বাসী মানুষ, যাকে বলে "পামর'।
    ;)
    :P
    :D
  • ranjan roy | ০৫ জুলাই ২০০৯ ১৬:৫৪ | 122.168.58.31
  • রামদেব বাবার কথা মেনে প্রাণায়াম করে দেখলাম। কই, আমার তো কিচ্ছু সারে নি! না সমকামিতা, না অন্য বদগুণ।
  • Nan Khatai | ০৫ জুলাই ২০০৯ ১৩:০১ | 117.254.72.205
  • অমিও আড্ডা মারতে চাই!
  • Nan Khatai | ০৫ জুলাই ২০০৯ ১২:৪০ | 117.254.72.205
  • আজ রেনবো ওয়াক কোলকাতায়
  • Nan Khatai | ০৫ জুলাই ২০০৯ ১২:৩৮ | 117.254.72.205
  • capa ৬৫০, চাপে ১৩০০।
  • Nan Khatai | ০৫ জুলাই ২০০৯ ১২:২৮ | 117.254.72.205
  • যাচ্চলে!
  • d | ০৫ জুলাই ২০০৯ ১২:১২ | 117.195.33.93
  • অক্ষ, ইনি পল্লব। তবে "কিসকা গুসসা?' টা আমারও কোচ্চেন।

    আচ্ছা কেউ জানে ভারতে EMU ট্রেনগুলোর ক্যাপাসিটি কত? এক একটা ট্রেনে কতজন লোক ধরে?
  • a x | ০৫ জুলাই ২০০৯ ১১:৫৫ | 75.53.192.85
  • ইয়ে কউন হ্যায়? অউর কিসকো গুস্‌সা আনে সে ইস নে ইতনা খিলখিলায়া?
  • Nan Khatai | ০৫ জুলাই ২০০৯ ১১:১৭ | 117.254.72.205
  • তুমি না হয় রহিলে কাছে ।।।
    কিছুখন আরো না হয় রহিনু একা ।।।।
  • Nan Khatai | ০৫ জুলাই ২০০৯ ১১:০৮ | 117.254.72.205
  • রামুর মুখটা অমন একদিকে ব্যাঁকা কেন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত