ইহা উত্তর ভারত। এখানে নন ভেজ খাওয়া এক প্রকার সামাজিক অপরাধ।
san | ০৭ জুলাই ২০০৯ ১৬:৪৩ | 121.50.4.34
না, ফিরিতে নয়। তবে খুব কম দাম। চিকেন বিরিয়ানি চল্লিশ টাকা। আমি খাইনি, লোকে বলল ভালই।
intellidiot | ০৭ জুলাই ২০০৯ ১৬:৪২ | 220.225.245.130
আমি খুব দুঃখী.... আমার আপিসে ননভেজ পাওয়া যায় না।
Abhyu | ০৭ জুলাই ২০০৯ ১৬:৪১ | 80.221.49.91
ফিরিতে?
san | ০৭ জুলাই ২০০৯ ১৬:৪০ | 121.50.4.34
তার চেয়েও ভাল কথা হল এই নতুন অফিসে ননভেজ পাওয়া যায়। চিকেন, এগ।
Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৬:৩৯ | 61.95.144.123
বুঝলুম। স্যালারি অ্যাকাউন্ট মনে হয় ডিক্লেয়ার করতে লাগে না।
Samik | ০৭ জুলাই ২০০৯ ১৬:৩৭ | 219.64.11.35
শেষ ইনফোসিস এমন ছিল। তারপর থেকে যে কোনও আপিসেই লোককে ডেকে পয়সা দিয়ে রিটার্ন ফাইল করতে হত।
এই জন্য সরকারি অফিসের পিওনদের ওপর এত ভরসা করা যায়।
Samik | ০৭ জুলাই ২০০৯ ১৬:৩৬ | 219.64.11.35
যে কোনও ইন্টারেস্টই ট্যাক্সেবল। তবে বছরে দু পাঁচ হাজার টাকা ইন্টারেস্ট যারা পায় তারা সেগুলো ডিক্লেয়ার করে না, কারণ ইনকাম ট্যাক্স অফিস সম্ভবত খুচরো ফেরৎ দেয় না। ঃ-)
Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৬:৩৫ | 65.194.243.232
ওক্কে বুঝেছি। হোয়াইটফিল্ড না, ব্রুকফিল্ড।
Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৬:৩৪ | 65.194.243.232
কী ভালো অফিস!
san | ০৭ জুলাই ২০০৯ ১৬:৩৩ | 121.50.4.34
মানে টেন্থ? নো প্রবলেম।
রিটার্ন ফাইল করার কথাই তো বলছি। জাস্ট ফর্ম ১৬ গুলো সবার থেকে জমা নিয়ে চলে যায়। পরে একদিন রিসিট দিয়ে যায়। ব্যাস। আমাদের শুধু ফর্ম ১৬ এর প্রিন্টাউট কষ্ট করে নিয়ে রাখতে হয়।
Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৬:৩১ | 65.194.243.232
রিটার্ন ফাইলও করিয়ে দেয়?
san | ০৭ জুলাই ২০০৯ ১৬:৩০ | 121.50.4.34
আচ্ছা, এই ফর্ম ১৬ ইত্যাদি তো আমাদের অফিস থেকেই করিয়ে দেয়। টাকাপয়সা লাগেনা। আমি তো ভাবতাম সব অফিস থেকেই সেরকম ঃ-)))
Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৬:৩০ | 65.194.243.232
হোয়াইটফিল্ড কে আসছে?
সামনের শুক্রবার?
Abhyu | ০৭ জুলাই ২০০৯ ১৬:২৯ | 80.221.49.91
কলকাতায় নাকি ভালো বৃষ্টি হচ্ছে?
Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৬:২৭ | 61.95.144.123
কত ইন্টারেস্ট পেলে এগুলোতে ট্যাক্স লাগে?
Samik | ০৭ জুলাই ২০০৯ ১৬:২৬ | 219.64.11.35
নো আইডিয়া ঃ-) অত ইন্টারেস্ট পাই না যে!
san | ০৭ জুলাই ২০০৯ ১৬:২৫ | 121.50.4.34
@ অপ্পন , একদিন নির্ঘাৎ একসঙ্গে লাঞ্চ করা উচিত। কিন্তু এদিকে শিফট করে লাভ কি? একজনকে তো সেই ডোমলুর-হোয়াইটফিল্ড জার্নি করতেই হবে।
তুমি একদিন ফাঁকা থাকলে বোলো।
Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৬:২৪ | 61.95.144.123
ইন্টারেস্ট ইনকামের টিডিএস হলে। স্যালারি অ্যাকাউন্ট বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্টের এগুলো লাগে কি?
Samik | ০৭ জুলাই ২০০৯ ১৬:২২ | 219.64.11.35
১৬এ টা কীসের?
Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৬:২১ | 61.95.144.123
ব্যাঙ্ক থেকে ফর্ম ১৬এ কখন দেয়?
Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৬:১৬ | 61.95.144.123
আমি ইস্কুলে ঢুকলুম তখন টিউশন ফী ২৫ টাকা, বাসও তাই। বারো বছর পর বেড়ে হল ১২৫ টাকা। তাপ্পর কলেজে তো বছরে আঠারো টাকা না কত যেন।
intellidiot | ০৭ জুলাই ২০০৯ ১৬:১৫ | 220.225.245.130
আচ্ছা লুরু তে লোডশেডিং কেমন হয়?
Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৬:১৫ | 61.95.144.123
পাঠভবনে মাইনে ৯২০ টাকা, ডেভেলপমেন্ট ফী ২০ টাকা, বাস ৫৫০ টাকা। টিউশন ফী গত বছরের তুলনায় ৩০০ টাকা বেশি। কলকাতার অধিকাংশ স্কুলেই এরকম বেড়েছে। তাই নিয়ে কত ঘেরাও-টেরাও-অবস্থান ইত্যাদি হল কাগজে দ্যাখো নাই?
intellidiot | ০৭ জুলাই ২০০৯ ১৬:১২ | 220.225.245.130
আমিও হোলজেবন কম পয়সায় পড়েছি। ইকুলিব্রিয়ামটা বজায় রাখতে সাধ্যমত কম পড়াশুনা করেছি ঃ-)
Samik | ০৭ জুলাই ২০০৯ ১৬:১১ | 219.64.11.35
আমারো লাগত বছরে চুয়াল্লিশ টাকা। প্রাইমারিতে ইয়া গোদা গোদা পাঁউরুটি দিত। কাঁচাই খেতাম। একদিন খুব বমি হল টল। তারপরে মা বলল, বাড়ি নিয়ে আসবি, সেঁকে জেলি দিয়ে মাখিয়ে দেব।
একদিন ফিরছি স্কুল থেকে, বাঁ হাতে টিনের সুটকেস্ম ডান হাতে পাঁউরুটি। কখন টের পাই নি এক ব্যাটা ভুলো কুকুর আমার পিছু নিয়েছে তার গন্ধে। পুকুরপাড়ে আমাকে একা পেয়ে আর লোভ সামলাতে না পেরে পাঁউরুটিসমেত আমার ডানহাত তার মুখের মধ্যে ঢুকিয়ে নিল।
দাঁত ফোটায় নি অবশ্য, তার আগেই আমি হাত টেনে পাঁউরুটি আর সুটকেস পুকুরপাড়ে ফেলে দে-দৌড়। বাড়ি বেশি দূরে ছিল না সেখান থেকে। তারপর বাবার সাথে আবার পুকুরপাড়ে ফেরৎ গিয়ে সুটকেস উদ্ধার।
এইবার গিয়ে দেখি বাবা সেই টিনের সুটকেস যত্ন করে রেখে দিয়েছে। মেয়ে সেখানে বর্ণপরিচয়, সহজ পাঠ অর শ্লেট গুছিয়ে রাখছে।
d | ০৭ জুলাই ২০০৯ ১৬:০৮ | 144.160.5.25
ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত আমার স্কুলের মাইনে ছিল বছরে ২৪ টাকা। এগারো বারো তে মাসে ৫ টাকা করে আর কলেজে মাসে ১৭ টাকা করে। ক্লাস থ্রিয়ের আগেরটা জেনে নিতে হবে মা'র কাছ থেকে।
Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৬:০৭ | 65.194.243.232
মায়েরা সব সাঁঝবেলাতে আসবে। ঃ)
Samik | ০৭ জুলাই ২০০৯ ১৬:০৬ | 219.64.11.35
রোকেয় কি সিক্সথ পে কমিশনের রেসপেক্টে যে স্কুলে ফীজ বাড়ার গল্পটা ঘটেছিল, সেইটা বলছো?
মেয়ে আগে অন্য একটা স্কুলে পড়ত। গাজিয়াবাদে। সেখানে দুই মাসের ফি ছিল ৭০০০ মত। পরিবহণ সমেত। স্কুলে লাঞ্চ দিত। এ বছর ওকে নয়ডার একটা স্কুলে ভর্তি করিয়েছি, সেটা গাজিয়াবাদের স্কুলটার থেকে ঢের ঢের বেশি রেপুটেড পড়াশোনার ব্যাপারে। ঐ ছাড়াবার সময়ে ওরা (গাজিয়াবাদ) পরের সেশনের জন্য যে ফীজ চার্ট দিয়েছিল, তাতে দেখেছিলাম দুই মাসের খরচা বেড়ে প্রায় দশ হাজার হয়ে গেছে। ঐ স্কুলের পেরেন্ট্স অ্যাশোসিয়েশন পরে প্রায় মাস দুয়েক ধর্ণা বিক্ষোভ অবরোধ ইত্যাদি করেছিলেন এর প্রতিবাদে। আলটিমেটলি কী হয়েছিল আমি আর জানি না, বোধ হয় মাঝামাঝি একটা কোনও রেট ফিক্স হয়েছিল। প্রথম দিকে অবরোধে যাবার জন্য আমার কাছে এসেমেস আসত। একদিন বুঝিয়ে বললাম যে আমার মেয়ে আর এই স্কুলে পড়ে না, আমাকে প্লিজ বাদ রাখুন।
ডিঃ আমার মেয়ের স্কুল চেঞ্জ কিন্তু এই কারণে করি নি। সে অন্য কারণ ছিল।
intellidiot | ০৭ জুলাই ২০০৯ ১৬:০৬ | 220.225.245.130
সব বাবাদের আড্ডা জমেছে ঃ-)
Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৬:০৫ | 65.194.243.232
আমার লেগেছে বছরে সতেরো টাকা। ক্লাস ওয়ান থেকে টেন। নো টিপিন। ঃ)
rokeyaa | ০৭ জুলাই ২০০৯ ১৬:০৩ | 203.110.243.22
আমার ক্লাস ফাইভ পর্যন্ত লাগতো ছ'মাসে ছত্রিশ টাকা। রোজ টিফিন দিতো, রসগোল্লা ঃ)
Samik | ০৭ জুলাই ২০০৯ ১৬:০১ | 219.64.11.35
ভূতো টিভি চললেই অনশন করে। ঐ যে বল্লাম, স্ক্রীনের মধ্যে হারিয়ে যায়। তখন তাকে যতই বকো, হুমকি দাও, গালে ঠোনা মারো, চেঁচাও, ওর তাতে ছেঁড়া যায়।
ওর খাবার সময়ে আমরা টিভি চালাই না। তাতেও দেড় ঘন্টার কমে এক থালা ভাত খেয়ে উঠতে পারে না।
প্রাচীন প্রবাদ শুনেছি, আমিও নাকি একদম একই রকম ছিলাম ঐ বয়েসে।
rokeyaa | ০৭ জুলাই ২০০৯ ১৬:০১ | 203.110.243.22
রিসেন্টলি কি খরচা বেড়েছে?
Samik | ০৭ জুলাই ২০০৯ ১৫:৫৯ | 219.64.11.35
আমার মেয়ের স্কুলে ত্রৈমাসিক খরচা দশ হাজার একশো পঁচিশ টাকা। মানে মাসে ৩৩৭৫ টাকা।
ট্রান্সপোর্ট ইনক্লুডেড। স্কুলে কোনও খাবার দেওয়া হয় না। বাড়ি থেকে টিফিন নিয়ে যায়।
ক্লাসঃ নার্সারি।
Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৫:৫৯ | 65.194.243.232
সিবিবিজ আমার মেয়ে জন্মইস্তক দেখে আসছে। কাটিয়ে দিলে অনশনে বসবে।
ভূতোর মত লক্ষ্মী মেয়ে আর হয় না!
Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৫:৫৭ | 65.194.243.232
যাঃ মাইরি, শোকেসে মুভি দেখার কথা কোত্থেকে এল!
রেকো করছি তো নিজের গরজে। রেকো করলে তুমি (এবং সে) দুইমাসের টাকা ছাড় পাবা।
rokeyaa | ০৭ জুলাই ২০০৯ ১৫:৫৭ | 203.110.243.22
ভারতের যেকোনো জায়গা।
Samik | ০৭ জুলাই ২০০৯ ১৫:৫৬ | 219.64.11.35
ভূতোকে টিভি খুলে দিলে অবশ্য স্ক্রীনের মধ্যে হারিয়ে যায়, কিন্তু নিজে থেকে আজ পর্যন্ত টিভি দেখার বায়না করে না। এক মাস ব্যান্ডেলে গিয়ে ডেলি "খনা' দেখত। এখানে এসে একবারও নাম করে নি। গেল বছর থেকে সিবিবিজ-এর সাবস্ক্রিপশন কাটিয়ে দিয়েছিলাম, দু একবার জিজ্ঞেস করার পরে নিজেই কাটিয়ে দিয়েছে। সন্ধ্যেবেলায় এক ঘন্টা টমেঞ্জেরি দ্যাখে শুধু। তাও বন্ধুরা এসে গেলে তাও পাস।
Samik | ০৭ জুলাই ২০০৯ ১৫:৫৪ | 219.64.11.35
অর্পণ মাইরি টাটা স্কাইয়ের প্রতি কী ডেডিকেটেড এখনও! আমার তিন চার বছর হয়ে গেল টাটা স্কাই আছে, আজ পর্যন্ত একটাও শোকেসে মুভি দেখি নি, কাউরে কোনওদিন রেকোও করি নি।
Samik | ০৭ জুলাই ২০০৯ ১৫:৫৩ | 219.64.11.35
রোকেয়া,
অন্য জায়গা বলতে দিল্লি/এনসিআর চলবে? নাকি পবঙ্গেরই অন্য জায়গা জানতে চাইছো?
Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৫:৫৩ | 65.194.243.232
এর মধ্যে ক্রেশ/পরিবহণ ইত্যাদি ইনক্লুডেড নয়।
Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৫:৫৩ | 65.194.243.232
বেঙ্গালুরুর প্লেস্কুলগুলা (নামী/অনামী) সব ডাকাইত। বার্ষিক ফি বছরে তিরিশ থেকে চল্লিশ হাজার।
আমার সারা স্কুল/কলেজ জীবনে এত খরচ লাগেনি।
rokeyaa | ০৭ জুলাই ২০০৯ ১৫:৪৯ | 203.110.243.22
অরিজিৎদা, এটা গতবছরের থেকে কতোটা বেড়েছে?
Arijit | ০৭ জুলাই ২০০৯ ১৫:৪৭ | 61.95.144.123
রোকেয়া - অ্যাপ্রক্সিমেটলি ১০০০/- মাসে মাইনে - কনভেনশনাল স্কুলে। হেরিটেজের মতন স্কুলে ঢের বেশি।
Arpan | ০৭ জুলাই ২০০৯ ১৫:৪৬ | 65.194.243.232
আরে বুঝেছি সেটা। কিন্তু আমার ক্রাইটেরিয়ার মহাভারত না টাইপে আমি আগে দেখি জিনিসটা কী দাঁড়াল।
a | ০৭ জুলাই ২০০৯ ১৫:৪৫ | 203.201.231.35
আরে এটা তো কাজ করবেই, টেস্ট না করে দিয়েছি নাকি ঃ)
আর এতো অংক।
criteria=total set - NOT(criteria) তাপ্পর ডি মর্গ্যান বাবুর ল।
প্রশ্ন হল তোমার criteria কত জটিল!!
r | ০৭ জুলাই ২০০৯ ১৫:৪২ | 198.96.180.245
বাই দ্য ওয়ে, ভায়োলিনের কর্ড হয়। সাধারণতঃ দুটো নোটের কর্ড হয়, যেটাকে ভায়োলিনের ভাষায় ডাবল স্টপ বলে। খুব বড়ো ভায়োলিনবাদকরা তিন বা চার নোটের কর্ডও বাজাতে পারেন বলে শুনেছি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন