নাঃ সবাই খুব ভালো ভালো টাইপ ঃ) মদ-টদ নিয়ে কারুর ইন্টরেস্ট নেই ঃ( একটা টই পর্যন্ত নেই ঃ(৯
Arijit | ১১ ডিসেম্বর ২০০৯ ১৩:২৬ | 61.95.144.122
শিবুরা কোনোদিনও এলিটত্বের দাবি করে নাই। খোরোত্বেই খুশি।
Blank | ১১ ডিসেম্বর ২০০৯ ১৩:০২ | 203.99.212.54
আমাদের শুধুই মাকু, আর কেউ কোত্থাও কিস্যু ছিলো না ঃ)
Rajdeep | ১১ ডিসেম্বর ২০০৯ ১২:৫৭ | 125.22.62.70
রেসিপি নিয়ে কয়েকটা টই আছে দেখলুম, রেড ওয়াইন নিয়েও আছে কিন্তু আমজনতার দারু বা ককটেল খুঁজে পেলুম না - আছে কি?
nyara | ১১ ডিসেম্বর ২০০৯ ১২:৫৪ | 24.4.99.4
আমাদের কালে ব্যাপার অতি মনোরম ছিল। প্রথম বর্ষে আমি নকু-সমর্থিত নির্দল, আর আমার অপোনেন্ট মাকু। ইলেকশনের দিন দুজনে গাছতলায় কাউন্টার করে বিড়ি-টিড়ি খেয়ে অরবিন্দ ভবনে রেজাল্ট জানতে গেলাম। মাকু হেরে আমাকে ফিল্টার উইলস খাওয়াল।
Arpan | ১১ ডিসেম্বর ২০০৯ ১২:৫২ | 216.52.215.232
শিবপুর বেসিকালি নন-এলিট। প্রমাণিত হল। ঃ P
Bhuto | ১১ ডিসেম্বর ২০০৯ ১২:৪৯ | 203.91.206.167
আমার জান নিয়ে টানাটানি করেছিল, শ্লা সকালের টিএমসি আর বিকালের এসএফ আই ভোটে দাঁড় করাবে বলে আমার আইডি কার্ড ডাকাতির চেষ্টা করেছিল। ৭ দিন কলেজ যাইনি ঃ( । নইলে দু দল ই দিত ... ঢিসুম ঢিসুম।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৯ ১২:৪৩ | 61.95.144.122
আমাদের ছিলো ছাপু। মিছিলে কোনো মেয়ে যেত না, তবে ছাপু ছোঁড়া ভোটে জিতে লেডিজ হোস্টেলে গিয়ে ছাপু ছুঁড়িকে সবুজ আবীর মাখিয়েছে, আর তাতে দুজনেই দীওয়ানা হয়ে গেছে (আবীরের গন্ধে কিনা কে জানে) - সেরকম ঘটনা ঘটেছে। তখনও নকুরা জন্মায়নি - শেষমেষ মামুরা জন্ম দিলো - কিন্তু সেখানে কোনো মামী ছিলোনিকো।
M | ১১ ডিসেম্বর ২০০৯ ১২:৩৩ | 59.93.175.106
আমাদের কালেজেও তো এসেফাইয়ের রমরমা ছেল,তাতে মিটিনে লোকজন সিঙাড়া খেতে যেত,আম্মো একবার গেছিলাম, জঘন্ন সিঙাড়া, সে থেকেই আমার রাজনীতি ব্যাপারটাই বিচ্ছিরি রকম অনাগ্রহের জিনিস মনে হয়, তাই আমার বন্ধুরা আমায় আর পাত্তা টাত্তা দিতো না।
M | ১১ ডিসেম্বর ২০০৯ ১২:৩১ | 59.93.175.106
আমি পোবোল গলা ব্যাথা আর হাঁচ্চি নিয়ে হাজিরা দিতে চলে এলুম, যাতে কেউ আমায় না ভুলে যায়। কি চাপের জেবন বাপ! যাকগে খানিক ভাইরাস ছড়িয়ে দিয়ে গেলুম,ভাটুরেদের সদ্দিজ্বর হতে বাধ্য। ঃD
dipu | ১১ ডিসেম্বর ২০০৯ ১২:১১ | 207.179.11.216
যে নেপো দই মারে আর নেপোটিজমের নেপোর মধ্যে কি কোনরকম আত্মীয়তা আছে? উইকি পড়ে বোঝা গ্যালো সমস্কিতোতে নেপো আছে। তো এই দইমারা নেপোর ব্যুৎপত্তি কী?
shrabani | ১১ ডিসেম্বর ২০০৯ ১২:০৩ | 124.30.233.102
ঃ)। না ঠিক তা নয়, যতদুর মনে পড়ে, ওয়েল ফিনিশড প্রোডাক্ট, ফ্যাশনেবলি ক্যাজুয়াল।
আমার ডিপার্টমেন্ট এক নেত্রীস্থানীয়া ছিল, সে আবার সাদা কোরা শাড়ী পরে আসত বেশীরভাগই, সল্টলেকের একটি বেশ ভাল বাড়ীর অধিবাসিনী, তেমন কিছু সাজতওনা কিন্তু এমন ছিল যে পাশ দিয়ে হেঁটে গেলে আশেপাশের লোকেদের মনে হত কীড়া মকোড়া!
পরে সে একটি থিওরিটিক্যালি প্রচন্ড হ্যান্ডসাম ক্লাসমেটকে বিয়ে করে দুজনে স্টেট পি এস ইউ য়ের সেবা ও সুখে স্বচ্ছন্দে ঘর করছে।
. | ১১ ডিসেম্বর ২০০৯ ১১:৫৮ | 115.117.223.183
মিঠু তো দেখছি বয়সে খুবই ছোটো!
. | ১১ ডিসেম্বর ২০০৯ ১১:৫৬ | 115.117.223.183
খুব সোজা। সবগুলোই অপভ্রংশ। Nocturnal এবং Macabre। সুসিটা আরও সোজা। নিজে বুঝে নিন।
baps | ১১ ডিসেম্বর ২০০৯ ১১:৫১ | 203.199.41.181
এই নকু, মাকু, সুসি ইত্যাদির অর্থ কেউ লিখে দেবেন প্লিz। কিছু মনে আছে, কিছু গেস কত্তে হচ্ছে।
m | ১১ ডিসেম্বর ২০০৯ ১১:৩৭ | 173.26.17.106
দেখবার মত মানে উস্কোখুস্কো চুল, পাঞ্জাবি, জিনস,চপ্পল,ঝোলা ইত্যাদি?ঃ)
shrabani | ১১ ডিসেম্বর ২০০৯ ১১:২৩ | 124.30.233.102
আমাদের কলেজে মেয়ে ছিল, শুধু মেয়েই ছিল কিন্তু তারা কিছুই ছিলনা!
সায়েন্স কলেজে গিয়ে দেখলাম বেশীরভাগ মেয়েরা (মানে যারা ছাত্র রাজনীতিতে ছিল আর কি!) হয় নকু নয় সুসি, কিছু হাতে গোণা এসেফাই। তার মধ্যে ইন্টারেস্টিং মেয়েরা সবই নকু, সুসি ও বাকীরা ঠিক দেখবার মত নয়। এবং বেশ স্মার্ট কলকাতাইয়া টাইপের ছোঁড়ারাও সব নকু, সব মিলিয়ে নকুদের একটা বেশ cut above the rest ইমেজ ছিল।
অবশ্য এসব বহু পুরনো কথা, তারপরে হুগলী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে!
Ishan | ১১ ডিসেম্বর ২০০৯ ১১:২০ | 173.26.17.106
ওহো রাজদীপ এখানে লিখেছে। আমি খেয়াল করিনি। ঃ)
m | ১১ ডিসেম্বর ২০০৯ ১১:১১ | 173.26.17.106
আমাদের সময় কোলকাতার সমস্ত কলেজে মোটামুটি এসেফাই এর রমরমা ছিলো- মেয়েরাও এসেফাই কত্তো, ছাত্র পরিষদ করা মেয়ে দেখেছি , তবে দু চারটি। আই সি করা মেয়েদের নকু ধরলে বলতেই হয়, কলেজের বাইরে এদের সক্রিয় অংশগ্রহণ(মিটিং ,মিছিলে) প্রায় ছিলো না- পরে কিছুটা বেড়ে ছিলো- কাজেই প্রচুর নকু মেয়ে আমি অন্তত দেখি নি।
m | ১১ ডিসেম্বর ২০০৯ ১১:০৭ | 173.26.17.106
বাব্বা, সোসুর বাড়ির দিকে লোকজনের সংখ্যা বেড়েই চলেছে!!
dipu | ১১ ডিসেম্বর ২০০৯ ১১:০৬ | 207.179.11.216
অ, সিঙুরে? আমারও আত্মীয় আছে।
Rajdeep | ১১ ডিসেম্বর ২০০৯ ১১:০৩ | 125.22.62.70
ইশানকে , সিঙ্গুরের নই ঃ( তবে একসময় নিয়মিত যাতায়াত ছিল , আত্মীয়স্বজন- বন্ধুবান্ধব আছেন এখনও
. | ১১ ডিসেম্বর ২০০৯ ১১:০১ | 115.117.223.183
আমাদের জৈবনে কালেজে নকুদের বেজায় রম্রমা। ভালো ছেলেমেয়ে ছিল। মাকু হওয়াটা কেমন পাপের মত ছিল। ধীরে ধীরে সে যুগ গিয়াছে। এখন মাকু আর নিদুদের লড়াই। মধ্যে নকুরা সেমিকোলন।
dipu | ১১ ডিসেম্বর ২০০৯ ১০:৫৮ | 207.179.11.216
আর হ্যাঁ, কর্মচারীরা সবাই মাকু। কলকাতা পুরসভার যেদিন রেজাল্ট বেরোলো, সেদিন দুপুরে লাইব্রেরি গেছি, আমায় রসগোল্লা খাওয়ালো।
dipu | ১১ ডিসেম্বর ২০০৯ ১০:৪৯ | 207.179.11.216
নারীকন্ঠ ;-)
ভালো কথা ....যদুপুরে আবার ছাপু এলো কোত্থেকে! এসেফাইয়ের মিছিলেরই শেষ খুঁজে পাওয়া যেত না। চারটে ছেলে পাশাপাশি চিল্লোতে চিল্লোতে হেঁটে যাচ্ছে ঃ-)
Arijit | ১১ ডিসেম্বর ২০০৯ ১০:৪৪ | 61.95.144.122
গলাটা কেম্নি ছিলো? ;-)
ইদিকেও খুব কম ছিলো না - আর্টসের তুলনায় কম বটে - কিন্তু ওকে কম বল্লে শিবপুর তো ধূ ধূ মরুভূমি!
dipu | ১১ ডিসেম্বর ২০০৯ ১০:৪২ | 207.179.11.216
সেসব তো ওধারে। আর্টসের কথা হচ্ছে না। আমাদের ইদিকে বৃক্ষতলে কই! (একবার এক বন্ধু ফিলজফি ডিপার্টমেন্টের ওদিকে সন্ধ্যেবেলা বেড়াতে গিয়ে এক ঝোপে ঢিল ছোঁড়ায় ঝোপের ভেতর থেকে খিস্তি এসেছিল)।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৯ ১০:৩৯ | 61.95.144.122
কেন - যদুপুরে তো পোচুর মেয়ে, আর মোস্টলি নকু
dipu | ১১ ডিসেম্বর ২০০৯ ১০:৩৮ | 207.179.11.216
বলেই মনে পড়ল ক'জন সুসিমাসিকে চাঁদা তুলতে দেখেচি।
dipu | ১১ ডিসেম্বর ২০০৯ ১০:৩৬ | 207.179.11.216
আমি যে দুটিতে পড়িচি সেদুটিতে মেয়েই হাতেগোণা। নকু-মাকু-ছাপু কিসুই তেমন খুঁজে পাওয়া যায় না।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৯ ১০:৩৩ | 61.95.144.122
আমি যে দুটি কলেজে পড়েছি দুটিতেই মাকু মেয়ে হাতেগোণা। ছাপু আর নকুই বেশি - ভোট দেখলে। শিবপুরে অ্যাক্টিভলি রাজনীতি করা মেয়ে ছিলোই না আমাদের আমলে - দিদিদের সময় একটা গ্রুপ তাও ছিলো।
. | ১১ ডিসেম্বর ২০০৯ ১০:০৭ | 115.117.223.183
সত্যিই আমাদের অনেক নকু বন্ধু। এলিট কালেজ ইউনিভার্সিটিতে পড়তাম তো।
Arijit | ১১ ডিসেম্বর ২০০৯ ১০:০৩ | 61.95.144.122
এজেন্টের পাল্লায় পড়ছি কারণ সবসময় তো নিজের প্ল্যান করার সময় হয় না, আর বেড়ানো হচ্ছে না বলে বাড়িতে প্রায়ই গালি শুনি। তো একটা এজেন্ট বল্ল ওদের একটা ইয়ারলি সাব্সক্রিপশন মতন বানিয়েছে - তাতে করে বেড়ানোর সব বুকিং টুকিং ওরা করে দেবে - আলাদা করে চার্জ লাগবে না, আর হোটেলে ডিসকাউন্টেড বুকিং করবে। আমি ভাবলুম এটা করে দিলে গৃহশান্তি বজায় থাকবে - আমার সময় না হলে এজেন্টকে বল্লে সে বুক করে দেবে - বলাটা যে আমাকেই বলতে হবে তার তো কোনো মানে নেই। যার যখন বেড়ানোর দরকার এর থ্রু দিয়ে ব্যবস্থা করে বেড়িয়ে আসবে।
dipu | ১১ ডিসেম্বর ২০০৯ ১০:০২ | 207.179.11.216
বউ মোবাইল ফোন ছুঁড়ে মারায় টাইগার উডসের একটা দাঁত ভেঙে গেছে। নোকিয়ার সেট কিনা জানা যাচ্ছে না।
dipu | ১১ ডিসেম্বর ২০০৯ ১০:০০ | 207.179.11.216
ঃ-P
pi | ১১ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৭ | 128.231.22.89
র সিক, তা নয় ? বেশ বেশ, শরীল গতিক ভালো জেনে ভাল লাগলো ঃ)
. | ১১ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৩ | 115.117.223.183
এ সব নিয়ে কোনো রসিকতা নয়। ঃ-X
pi | ১১ ডিসেম্বর ২০০৯ ০৯:৪৭ | 128.231.22.89
আমি নকুর আগে কোত্থেকে এক এ-কার জুড়ে পড়ে যাচ্ছিলুম !
. | ১১ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৪ | 115.117.223.183
নকু মেয়ের সংখ্যা কম কে কয়? আমি কালেজজীবন থেকে পোচ্চুর নকু মেয়েকে চিনি। তারা সকলেই আজ জীবনে সুপ্রতিষ্ঠিতা।
dipu | ১১ ডিসেম্বর ২০০৯ ০৭:১২ | 59.164.191.240
ব্যাপক তো আলোটা! ভিডিওটা দেখে তাক লাগল। এইবার দেখতে হবে এ বিষয়ে কনস্পিরেসিবাবুরা কী বলছেন ঃ-)
Tim | ১১ ডিসেম্বর ২০০৯ ০৪:১১ | 198.82.23.122
ফেইল্ড মিসাইল এক্সপেরিমেন্ট বলে সন্দেহ করেছে। রাশিয়ার।
জলপ্রপাত না, হহপাপ্রে শুনলেই আমার কেমন হড় হড় করে বমি মনে হয়।
Du | ১১ ডিসেম্বর ২০০৯ ০২:২১ | 65.124.26.7
যারা পড়েছো তো জানোই কিন্তু আমি তো পড়ি নি। হ্যারী পটার যে কি জিনিষ তার একটা চাক্ষুষ হল রিসেন্টলি। আমার ছেলে ম্যাপ থেকে শুরু করে সম্স্ত রকমের বইই আগ্রহ নিয়ে পড়ে জেনেরালি। কিন্তু তার মধ্যে জীবন রেগুলারই চলতো। কিছুদিন আগে হাতে এল আজ্কাবান। এল মানে কিনলাম আমরাই। ওরেব্বাবা - হাতে যে উঠলো তারপর শেষ না হয়ে আর নামলো না জোরাজুরি ছাড়া। তারপর থেকে খালি লাইব্রেরীতে আরো এক্টা হ্যারী পাওয়ার অপেক্ষা আর হাতে পেলেই পেগলে যাওয়া - কথা বার্থা খেলা ঘুম খাওয়া সব মাথায়। এই দেখে বুঝতে পারি - হ্যারী পটার নিয়ে বাংলা সাহিত্য বনাম ইংরিজী সাহিত্য জাতীয় কোন লড়াই চলে না বোধহয়।
Samik | ১০ ডিসেম্বর ২০০৯ ২৩:২৭ | 122.162.75.158
হনু বেশ টেকনিকালি চ্যালেঞ্জড আছে, যা বুঝছি। ঃ-)
শেষ জিনিসগুলো তাকে তুলে দিয়েছি, দেখে নিও।
স্যান, তোকেও বল্লাম।
m | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:৪৭ | 173.26.17.106
আমি যা ঘেঁটে আছি না, গণধোলাই, গণবিবাহ, গণকবর ইত্যাদি জানতাম,এমন কি গণচিতা অবধি, কিন্তু গণ আত্মজীবনী!!!!
d | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:৪৬ | 117.195.38.74
তবে হ্যাঁ এককালে আমরা কয়েকজন, "কোবোল-৭৪ এর লাদি', "এক্সেমেলের বাচ্চা', "আস্ত জেসিএল কোথাকার' .... এইসব বলে চেনা অচেনা বিভিন্ন লোকজনকে গালিটালি দিয়েছি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন