এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:১৩ | 122.162.42.125
  • ঃ-)) আমরাও অনেক কিছু কিনেছিলাম। এমনকি যে সব জিনিস কেনার কথা মনেও আসে নি কখোনো সে সবও। কিনে তো নিই, এত সস্তা, পরে লোককে গিফট দিতেও কাজে লাগবে... এসব ভেবে ভেবেই ঃ-)))
  • m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:১২ | 173.26.17.106
  • ঃ))
  • aka | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:১১ | 168.26.215.13
  • ন্যাড়াদা আমার গুয়ান্তানামো হল গিয়ে ঐ মাইকেলস। কোন আইলে, কোন তাকে কি কি পাওয়া যায় সব মুখস্ত। ওরে বাবারে, একবার ঢুকলে মোটামুটি ঘন্টা দুয়েক।
  • m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:১০ | 173.26.17.106
  • ব্রতীনের মনটা পুরো চিরহরিৎ বিরিক্ষের মত সবুজঃ)
  • Bratin | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:০৯ | 117.194.100.145
  • ধুর,ধুর!! আসলে ফান্ডা টা হল ঝগড়া করা র একটা বিষয় থাকতে হবে তো ঃ-))। সে হেমন্ত- মান্না, সুচিত্রা- সুপ্রিয়া( সাবিত্রী), নকু - মাকু, ঘটি -বাঙাল, গাভাসকার কপিল ইত্যাদি ঃ-))
  • nyara | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:০৭ | 216.145.54.158
  • মার্ভিনস উঠে গেছে। আমরা শেষবেলায় এমন হাবিজাবি জিনিস কিনলাম যে বেঁচে থাকলে মার্ভিনস ব্যাংকরাপ্সিতে থেকে হাসতে হাসতে বেরিয়ে আসত।
  • tkn | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:০৭ | 122.162.42.125
  • এই সম-বন্টনেও পাইয়ের মাংস আর তার বরের মাংস আভেনে ঢুকেছে এটা ধরে নিতে খুব চাপ হয়ে যাচ্ছে, সিরিয়াসলি
  • tkn | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:০৫ | 122.162.42.125
  • বাই দ্যা ওয়ে, মার্ভিনস কি এখোনো আছে? আমরা একবার মার্ভিন্স উঠে যাওয়ার হুজুকে পোচ্চুর এতোল বেতোল জিনিস খুব সস্তায় কিনেছিলাম যে!
  • nyara | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:০৫ | 216.145.54.158
  • খাবার দোকান চিনলে পুরুষদের-গোয়ান্তামো চেনা যাবে না!

    মাইমার লিস্টের অনেক দোকান এখানে নেই।
  • pi | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:০৫ | 128.231.22.89
  • এবার ভাটে পিঁপড়ে হবে।
  • pi | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:০৪ | 128.231.22.89
  • ঐত্তো,বেসিক জায়গায় ভুল করতাছেন কমরেড। আমরা সমবণ্টনে বিশ্বাসী মানে কি , আমরা দুজনেই 'সমবণ্টনকারী' । নই কি ? তাহলে আপনার ই থিয়োরী অনুযায়ী, দুজনেই মনে করবো যে সমবণ্টন হলো। বাস , তাইলে আর ল্যাঠা কিসের ! ঃ)
  • m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:০৩ | 173.26.17.106
  • যেতে পারলাম নাঃ(((
    গাড়ি বাগড়া দিলোঃ(((
  • aka | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:০২ | 168.26.215.13
  • ন্যাড়া দা এই একটা ব্যপারে আমাদের বাড়িতে চরম মিল - বউ, ছেলে এবং আমি - সিম্পল লিভিং হাই ইটিং। সব খেয়েই উড়িয়ে দিই। তবে কোলস চিনি, খুব চিনি, মেসিস চিনি, মার্শালস চিনি, সবই চিনি। তবে ঐ দোকানগুলোর ঠিক আগেই খাবার দোকান গুলো যে।
  • m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:০২ | 173.26.17.106
  • সিয়ার্স , গর্ডম্যানস,মাইকেলস,টি জে ম্যাক্স পড়ে রইলো যে!!
  • tkn | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:০২ | 122.162.42.125
  • আকা "বেশি" মানে কত বেশি ভাবছিলেন?
  • tkn | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:০০ | 122.162.42.125
  • আরে বাঃ, এই স অ অ অ ব দোকানগুলো আমিও চিনি....
  • nyara | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৮ | 216.145.54.158
  • আমি কোল্‌স চিনি, মার্ভিনস চিনি, মেসিস চিনি, জে সি পেনি চিনি, নর্ডস্ট্রম চিনি, মার্শাল্‌স চিনি, টার্গেট চিনি, ওয়ালমার্ট চিনি - সব চিনি।
  • aka | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৬ | 168.26.215.13
  • পাই, সমতা বন্টনকারীরা সব সময়েই মনে করে সম বন্টন হল। আসলে যে হয় না, সে সবাই জানে। ;)
  • nyara | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৬ | 216.145.54.158
  • আর্য ইজ হ্যাভিং টু ইজি আ লাইফ। কোলস চেনে না-তেই মালুম হচ্ছে।
  • aka | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৫ | 168.26.215.13
  • ও এই। বেশি ভাবছিলাম। ঃ(্‌্‌
  • pi | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৪ | 128.231.22.89
  • আবারো উফ্‌ফ। কেউ কিস্যু পড়েনা। আমার আর বরের ৫০-৫০ মাংস। আর কতবার বলবো? আর আমার হাড় মাস যে কালি হয়ে গেছে সে ও তো বলিচি আমি। আমরা সকল কিছুর ই সম বণ্টনে বিশ্বাসী। মানে হাড় মাস কালি হবার ব্যাপারটাও ৫০-৫০।
  • ranjan roy | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৪ | 115.184.12.33
  • ইকিরে! আজকালকার ছেলেপুলেরা ঠিকমত বাংলাই জানে না। আমাদের কালে বাংলাটা ভালো করে পড়ানো হত।
    ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমের বাংলা প্রতিশব্দ হল ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম।
    ফিনান্স ক্যাপিটালিজমকে বাংলায় বলে ফিনান্স ক্যাপিটালিজম। সিম্পল্‌।
  • tkn | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৩ | 122.162.42.125
  • দেখুন, চিনুন, কিনুন বা নাই কিনুন ঃ-)))
    http://www.kohls.com/kohlsStore/womens.jsp
  • aka | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৫০ | 168.26.215.13
  • কোলস মানে দোকান? জানতামই না। কি কাণ্ড।
  • Binary | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৯ | 115.117.218.181
  • ইকিরে, পায়ে পা দিয়ে ঝগড়া করেন কেন মাইমা ? ... পাই তো নিজেই বল্ল, বরের ৪ কিলো মাংস ওভেনে দিয়েছে.....
  • tkn | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৯ | 122.162.42.125
  • কোলস তো দোকান বলেই জানতাম এদ্দিন! কেলাস কিসের?
  • aka | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৭ | 168.26.215.13
  • কোলস কি কেলাসের অপভ্রংশ? নাকি অন্য কিছু?
  • m | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৪১ | 173.26.17.106
  • আপাতত আমি একটু কোলসে যাচ্ছি- আলোকবর্তিকা রেখে গেলাম। পুং রা নিজেদের ন্যাজে আগুন লাগিয়ে নংকাপোড়া করুক।মেয়েরা সবাই হাততালি দাওঃ)
  • aka | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৪০ | 168.26.215.13
  • আমি প্রীত যে বাইনারিদা ব্যপারটার মূল অবধি গেছে।
  • Binary | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৯ | 115.117.218.181
  • *হওয়ার
  • Binary | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৮ | 115.117.218.181
  • আরেঃ ওভেনে ঝামা হোয়ার পর-ও আর ক্ষমতা কোথায় থাকবে যে, বৌ -এর হাড়-মাস, কড়াই-এ ফেলে ভাজাভাজা কত্তে পারবে ..... সে কি করে হবে ?
  • m | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৮ | 173.26.17.106
  • আজ্জো,
    জানি তো, পুং দের সম্মানবোধ খুব ভঙ্গুর,আর দৃঢ়তা প্রায় গিরিরাজ হিমালয় সদৃশঃ)
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৫ | 117.194.100.145
  • বেশ ইন্ধন দিচ্ছে ম!! লেগে যা লেগে যা!! ঃ-))
  • pi | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৪ | 128.231.22.89
  • উফ্‌ফ। এইমাত্তর মামু কী শেখালেন ? বাংলায় সমাসটাই প্রধান।
    বরের মাস অর্থাৎ ..
  • aka | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৩ | 168.26.215.13
  • যাহা ঘটে না তাই নিয়ে দুঃখপ্রকাশ করব কেন? কি মুশকিল!
  • m | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৩২ | 173.26.17.106
  • @ বাইনারি
  • aka | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৩২ | 168.26.215.13
  • দ্ব্যর্থবোধক বোলে তো? শিল্পকে ভিত্তি করে যে পুঁজিবাদ তাকেই তো ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম বলে। নাকি? যাই হোক এটার হঠাত করে বাঙলা চাই কেন?
  • m | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৩২ | 173.26.17.106
  • এতে এত উঃ আঃ করার কি আছে- মেয়েদের হাড়মাস ভাজা ভাজা হয়েই থাকে ,ছেলেদেরটাই বা কেন হবে না? পাই বরের মাংস ঝামা হয়েছে বলে মুখ দেখাতে লজ্জা পাচ্ছে, কোনো বর কে তো বউএর হাড়মাস ভাজা করার দুঃখ প্রকাশ জন্যে কত্তে দেখি না!!!
  • d | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:২৯ | 117.195.40.233
  • মিঠু
    মোটেই হাসির নয়, রীতিমত ভয়ের ব্যপার। :-I
  • Binary | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:২৭ | 115.117.218.181
  • বরের মাংস, তাও আবার, ঝামা হয়ে যাওয়া। উঃ
  • d | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:২৬ | 117.195.40.233
  • *ইনগ্রেডিয়েন্ট
  • m | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:২৫ | 173.26.17.106
  • দময়ন্তী,ঃ)))
  • m | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:২৫ | 173.26.17.106
  • অক্ষ, খোসা কি হিসেবে ধরা হবে?মসলা নাকি সবজির পরিবর্ত?
  • d | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:২৩ | 117.195.40.233
  • এইবার বোঝা যাচ্ছে পাই কেন রেসিপী জানাতে চায় না। কেনই বা ইনগি্‌র্‌ডয়েন্টের পড়া ধরলে লোকে বলতে পারে না। আজ নেহাৎই পুড়ে যাওয়াতে সরে গেল সেই কুহেলিকার মায়াজাল।
  • Ishan | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:২৩ | 12.163.39.254
  • হ্যাঁ, শিল্প-পুঁজিবাদ হবে।

    ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম মানে ইন্ডাস্ট্রি সেϾট্রক ক্যাপিটালিজম নয়। ইন্ডাস্ট্রি জেনারেটেড ক্যাপিটালিজমও নয়। ব্যাপারটায় একটা দ্ব্যর্থবোধক ব্যাপার আছে। বাংলায় শিল্পপুঁজি করলে তবেই এই দ্ব্যর্থত্ব টা থাকে।

    ইংরিজিতে কম্পাউন্ড ওয়ার্ডের খুব চল নেই। সেই জন্য দুটো শব্দকে জুড়তে গেলে প্রথম শব্দটা নিয়ে ওদের কেতা-কায়দা করতে হয়। যথা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল, এনভায়রনমেন্টাল স্টাডিজ, পোস্ট-কলোনিয়াল ডিসকোর্স ইত্যাদি। বাংলায় কখনও কখনও সেটা অনুসরণ করা হয় সম্পূর্ণ অদরকারে। বাংলার মূল জোরটা হল সমাস। যেটা ইংরিজিতে নেই। সেইজন্য অনেক ক্ষেত্রেই শব্দদুটো জুড়ে দিলেই ভালো কাজ হয়। যেমন, শিল্প বিপ্লব, শিল্পপুঁজি, পরিবেশবিদ্যা, উত্তরকলোনি ডিসকোর্স। ইত্যাদি।

    সব জায়গায় এটা চলেনা। যেমন রিজিয়নাল প্রবলেম এর বাংলা আঞ্চলিক সমস্যাই করতে হবে। কিন্তু অনেক জায়গায়ই চলে। এবং সেটা "ভালো' হয়।
  • m | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:২২ | 173.26.17.106
  • পাই!!!!! বেশি ঝামা হয়ে যাওয়া মাংস নিয়ে ঝামেলি না করাই ভালো, ওটা ফেলে দিয়ে আবার 'শুরু করবে শুরু করো' স্টাইলে লেগে পড়ো।
  • d | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১৬ | 117.195.40.233
  • সর্বনাশ!! পাই কোন শাইলকের পাল্লায় পড়েছে?? নিজের মাংস কেটে, বরের মাংস (কেটে না আস্ত তা ভগাই জানে) সব রান্না করছে!!
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১৬ | 117.194.100.145
  • বরের মাংস?? ঃ-((
  • d | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১৪ | 117.195.40.233
  • না না হাত। হাতাফাতা নয়। ঐ ব্যক্তির ত্রিসীমানায় সেদিন না যাওয়ার জন্য শক্তপোক্ত তৃতীয় হাত।
  • pi | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১৪ | 128.231.22.89
  • সকল ফান্ডাদাতা/দাত্রীদের শুক্রিয়া। সবকটা ফাণ্ডার একটা রেসোন্যান্স হাইব্রিড ফান্ডা বানিয়ে মাংসের উপর প্রয়োগ করবো এবং ফলাফল জানাবো।
    কিন্তু আপাতত আমি খুব ই দুঃখে আছি।আমার হাড় সহ মাস পুড়ে কালি শুধু নয়, সাথে আঙুল পুড়েছে, মুখ পুড়েছে। এমনিতেও অবিশ্যি মুখ দেখানোর জো নেই, খুব যেচে যেচে বড় মুখ করে বরের মাংস ও রাঁধতে নিয়েছিলুম। ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত