আকার এই কথাটা স্ট্রেট মরমে পশে গেল ! ঐ "টু মাচ..... ইত্যাদি ইত্যাদি " !
এইতা যে রিসেন্টলি কতবার মনে হয়েচে আমার !!
tkn | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৫ | 122.163.77.207
দ, আমি NLP ক্লাস করাই না। শুধু লাইফ স্কিল। মোস্টলি ILP ক্লাসেস। আজকাল কিছু কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজও ছেলেপুলেকে পক্ষ্মীরাজের বাচ্ছা ঘোড়া বানাতে ডাক দেয়। সেক্ষেত্রে সে সব কলেজেও...
Arpan | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৪ | 122.252.231.12
Neo Liberal Pomeranian!
এইডা ফাইনাল।
d | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৩ | 117.195.32.228
অপ্পন, নিঃ লিঃ প্রোঃ । হেব্বি জিনিষ।
d | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৪১ | 117.195.32.228
ডিডি, আমার থিওরিটা পরে কবোনি। এখন একগাদা সিরিয়াস কথা বলতে ইচ্ছেও করছে না, আর বললে হনু খুব বকবেও।
dd | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৪১ | 122.166.131.180
ন্যাকা ল্যাদখোর প্রেমিক?
aka | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৪০ | 168.26.215.13
ডিডি দাদা এই ভেলু নিয়ে আজকাল খুব আলোচনা হচ্ছে। সব জায়গায় শুনি পাঠ পড়ায় কোন সমাজে কেমন আচরণ করা উচিত। ঐ যে ওবামা জাপানে গিয়ে পেন্নাম ঠুকল সেটা ঐ ওদের সাথে মিশে যেতে (আবাপ অবশ্যি নিধান দিলে এক্কের নুইয়ে গেল)। এমনকি খচ্চর ম্যাঞ্জার গুলারেও এথিক্স শেখায়, কালচারাল ডিফারেন্স বুইতে কয়। আটলান্টা আর সান ফ্রান্সিসকো এক নয়, লুরু আর কলকাতা এক নয় এমনকি কলকাতা আর শ্যামনগর ও এক নয়, এসব কথা খুব পাকি পড়ার মতন করে পড়ায় শুনেছি।
আর আমাদের সময় নিজের চোখে দেখেছি কলকাতায় পেম করা খুব মুশকিল। মফস্বলে তো বের পরেও হাত টাত ধরা খুব মুশকিল কেমন জানি সবাই চে চে দেখে। তা হাতটা এট্টু পরে ধরলেই হয়। এট্টু এট্টু বুড়ো হইতাসি তো তাই আজকাল মনে হয় টু মাচ অফ লিবারলিজম ইজ অ্যানাদার ফর্ম অফ কনজারভেটিজম।
dd | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৪০ | 122.166.131.180
Notional Liberal Permutation ?
Arpan | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৪০ | 122.252.231.12
টিকেন, বুঝেছি। ঃ)
dipu | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৯ | 59.164.99.203
আমি গত জুনে গিয়ে বাসটাকে দেখেছি মনে হচ্ছে। না ও হতে পারে। একটা ছেলে আমার ঝেড়ে আইসকিরিম খাচ্ছিল, তাই অন্যমনস্ক ছিলাম।
Arpan | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৯ | 122.252.231.12
অ্যা! দমু কীসে উত্তেজিত হইল? Neuro-linguistic programming না Natural language processing?
M | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৮ | 59.93.215.191
যদিও আমি খুব নিজেকে বিপ্লবী টাইপ দেখানোর জন্য এটা করি নাই, সিম্পলি কোনো মানে খুঁজে পাই না তাই।আর ছেলেকেও বলি যা করবি তা বুঝেই করিস।আমার কোনো আপত্তি নেই, তবে একটা চাপ বোধহয় আসেই, আমার সামনে কেমন চুপিয়ে যায়।
dd | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৫ | 122.166.131.180
আইজকাইলের ছেলেপুলে? অ বৌমা, তুমি কি আত্মজীবনী কইলা?
ধুস্স্স! কে বললে? আমার বাড়ীতে আমি কোনো ঠাকুর ঘর পজ্জন্ত রাখি নাই, ইদিকে আমার ছেলে যেখানে পারে পেন্নাম ঠুকে দেয়,আমার এই পুজা না করা, এঁটো না মানা এসবের চোটে আমার শ্বাশুমা আমাকে তাইড়ে দিলেন বাড়ী থেকে, যদিও আমায় তিনি ই পছন্দ করে এনেছিলেন,অথচ আমি কারোর বিশ্বাসকে ছোট করেও দেখিনা, আমার ভাবনা নিয়ে লোকে কেন টানাটানি করবে তাও ভেবে পাইনে,এদিকে সেদিন আবার তিনি আমাকে একটা আদ্মাতিক কি বই পত্তে দেছেন আমার উন্নতির জন্য,আর আমার ই ছেলে.... এনি লজিক?
m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৩২ | 173.26.17.106
দীপু, সে বাস আমি ও রাস্তায় দেখেছি। কয়েক দিন পথে বেরিয়েই তারা সম্ভবত কালের অতলে তলিয়ে গেছেন।ভেতরে কি বই আছে দেখার সুযোগ হয় নি।
d | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৩২ | 117.195.32.228
হ্যাঁ গা তেকোনা, তুমি NLP পড়াও? আমি একটা ছোট ২ ঘন্টার ক্লাস করে হেব্বি উত্তেজিত। একটু বড় করে কোথায় পড়া যায় খুঁজছি।
tkn | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৩১ | 122.163.77.207
ছোটোয়েস্ট ইনট্রো ঃ স্কিল টু রুইন লাইফ ঃ-)
জোঃ অ্যাঃ- ছোটো করে বললে- প্রোফেশনল গ্রুমিং টিমওয়ার্ক স্কিলস ওরাল অ্যান্ড রিটন কম্যুনিকেশন
Du | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৩১ | 65.124.26.7
আর দ, ওটাও টূকলি আবাপর অ্যাজ ইউজুয়াল এলভিসকে নিয়ে চালু একটা কথার।
m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৩০ | 173.26.17.106
আজকালকার ছেলে মেয়েরা কিছুই মানে না, নিজের জীবন কে নিজের পছন্দ মত চালাবে এইটাও মনে হয় একটা জাজমেন্টঃ)
M | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:২৭ | 59.93.215.191
অ!
Du | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:২৫ | 65.124.26.7
ঠিক বলেছেন দীপ্তেনদা। আমার মামা একটা টার্ম কইতেন - মনে পৈতা। মানে কেউ পৈতা পরে আছে কিন্তু ভেদাভেদ করে না র কম্প্যারিজনে একজন যে পরে নেই কিন্তু শ্রেষ্ঠত্বের একটা ধারনা রয়ে গেছে মনে।
Arpan | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:২৪ | 122.252.231.12
লাঃ স্কিঃ তে কী শেখাও? ছোট্ট করে ই®¾ট্রা দেবে?
tkn | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:১৭ | 122.163.77.207
বড়ম, ধাঁধা নয় কো ঃ-)
১। তোমার মুখোমুখি বসার সম্ভবনা রইল না তোমার দাঁত না মাজার রেজলিউশন শুনে... মানে বসার ইচ্ছেটাই উবে গেল ঃ-)
২। "শেষের সে দিন .. দিয়ে দেব" টা শমীককে বলা। আমার লাইফ স্কিল ক্লাসে ও কচি করে গুরুর প্রোমো দিতে বলেছিল। লাঃ স্কিঃ ক্লাসের সেশন সাধারণত ২০-২৮টা মত হয়। তো শেষ ক্লাসের দিন প্রোমো দিয়ে দেব বলতে চেয়েছিলাম.. কিলিয়ার? ঃ-))
Arpan | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:১১ | 122.252.231.12
হ্যা পেম। এই যুগে মেয়ের বয়ফেরেন্ড বাড়িতে আসলে চিন্তা নাই। কিন্তু কেউ কি, কেউ কি সাহস করবেন বৌয়ের সামনে বাড়িতে গালফেরেন্ডকে নিয়ে আসতে?
;-)
dd | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:০৬ | 122.166.131.180
অ্যাখন বোধয় কেউ রাসেল পড়ে টড়ে না। সে সময়ে রাসেল না পল্লে আঁতেল সমাজে ঠাঁই মিলতো না। উনি কয়েছিলেন "ভেলু নিয়ে কখনো,কদাপি,কুত্রাপি তক্কো কইরেন না"। এটা আমি খুব মানি। খুব।
এট্টা গপ্পো কই। পুলিশ ধরে যখন উত্তাল ক্যালাচ্ছে তখন আমাদের সকলের রক্ত হিম। ভয় মুখে কথা সরে না। বয়স সক্কলের ষোলো থেকে আঠেরো। শুধু গুপীর কোনো ভয় নেই। সে ঠ্যাঁটার মতন ঘাড় বেঁকিয়ে থাকলো। পরের দিন লালবাজারেও সে হেসে কুঁদে অস্থির যখন বাকীরা সাবাই কাপড়ে চোপড়ে অবস্থা। অ্যাতো সাহসী আদর্শবান তৎকালীন নকু কিন্তু আঙুলের গ্রহরত্নের আংটি খোলে নি, তাবিজ ও না।
কি কইবে এরে? তার দুঃসাহস আমি জানি। কিন্তু মাদুলি সে ছাড়ে নি।
আসলে অ্যাখন দেখি ঝট করে লেবেলিং শুরু হয়ে যায় তার সাথে সাথে জাজমেন্টাল স্ট্যান্স। মানুষ কি অতই সাদা বনাম কালো?
য্যাঃ। পেম নিয়ে শুরু হয়েছিলো না ?
m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:০০ | 173.26.17.106
তাই কি দীপ্তেন্দা? আমার তো মনে হয় তোমাদের এত বেশি বড়োদের কথা শুনতে হতো, যে বড়ো হয়ে তোমরা তাদের মত 'বড়ো' হতে চাও নিঃ)
খুব শক্ত বাবামা এখনো আছেঃ)
m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:৫৮ | 173.26.17.106
বাইনারি, আমার সামনের সিট টা ভাল্লাগতো না। আমি ওপরে বেশ মাঝামাঝি জায়গায় বসতাম- আর প্রেমের কথা, একটা নো পাত্তা ভাব আমার চিরকাল ই ছিলো।কে শুনলো,কি ভাবলো- ভাবতে বয়েই গেছেঃ)
হতে পারে প্রেমের কথাও খুব বেশি বলতাম নাঃ))
dd | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:৫২ | 122.166.131.180
আসলে বোধয় আমাদের জেনারেশনের এই আপাতঃ লিবেরিজম বা কমল মিত্র না হইবার ডেমনস্ট্রেটেড বাসনার মধ্যে রয়েছে একটা স্থির বিশ্বাস যে আমার ছেলে মে'রা আমাদের মোটেই পাত্তা দিবে না। দুর বে বলে নিজের লাইফ নিজের মতম চালাবে। মুখের উবর খ্যাক খ্যাক করে হেসে দিবে।
তো, আমাদের পোজোন্মো, তাই সব কিছু গ্যাদগ্যাদিয়ে মেন নি আর বলি আমরা কি লিব্রেল রে বাবা।
(এইত্তো, একটা থিওরী বেইরে গ্যালো। তব্বে?)
আর সিংগল ডি'র থিওরীটা ই শুনি?
Binary | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:৫২ | 115.117.235.188
মাইমা, বেছে বেছে সেই এল নাইনের কথা মনে করিয়ে দিলেন ? সেই প্রবল রোম্যান্টিক ট্রলিবাস ? পেম-টেম করার আদর্শ ? দোতালায় একদম সামনের সীটে বসে দেড়টাকায় গোলপার্ক থেকে ডানলপ, আবার ডানলপ থেকে গোলপার্ক। অবিচ্ছেদ্দ গোপোনীয়তা।
বাই-দ্য-ওয়ে, সেই ট্রলি বাসগুলো কারা যেন 'পোকাবাস' বলত।
dipu | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:৫০ | 59.164.99.203
গায়ে বিদ্যাসাগরের (বীরসিংহের, সিনেমার নায়ক-নাইকা নন) ছবি আঁকা দোতলা বাস। ভ্রাম্যমান লাইব্রেরি। ওতে বই বিক্রিও করত হয়ত। বঙ্গীয় স্বাক্ষরতা পরিষদের উদ্যোগে মনে হয়।
m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:৪৭ | 173.26.17.106
দীপ্তেন্দা ১০-১২ আগেও অসুবিধে হয় নি। পুরোটাই নির্ভর করে পারিবারিক অবস্থানের ওপর- এখনো প্রেমে আপত্তি বহু পরিবারে আছে,অন্যকিছু তো বাদ ই দিলাম- সপক্ষে আম্মো লিং দিতে পারবো নাঃ)
Tim | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:৪৭ | 198.82.16.214
সামনের শুক্রবার ভোরে। তার আগে বরফটরফ গলে গেলেই হয়। ঃ)
চেয়ারে বসে ঢুলতে ঢুলতে পড়ে যাচ্ছিলাম।
m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:৪৪ | 173.26.17.106
সেটা কি দীপু? (আনন্দ বাজার পড়ি তো)
dd | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:৪১ | 122.166.131.180
না, এই যে রঞ্জন কইলো, কি স্বচ্ছন্দে, (বাস্তুহারা টইতে) তার মাইয়ার বয় ফ্রেন্ড আসছে বাড়ীতে। কারুর কোনো হেলদোল নেই। আমার ছোটোবেলায় অ্যামন্টি ছ্যালো না। খুব খুব নানারকম ফেমিলি ভেলু ছ্যালো, কেউ হাসীখুসী মেনে নিতো, কেউ সেরেফ ভির্মি খেতো। হাটফেলও কত্তো দু দশজনে।
কিন্তু এখন ৯৭%* লোক খ্যাল ও করে না।
*৯৭%? ওটা আমি জানি কিন্তু লিং দিতে পার্বো না।
dipu | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:৪১ | 59.164.99.203
বিদ্যাসাগরী দোতলায় চাপাই হল না। উঠে গেল।
m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:৩৭ | 173.26.17.106
আমার একমাত্র এল নাইন(দোতলা) চালানোর ইচ্ছে ছিলো- বাসটা কি সুন্দর ল্যাগব্যাগ কত্তে কত্তে যেত। কি ভালো ই যে ছিলো দুপুর বেলা চড়ে বসলে সন্ধ্যে নাগাদ গোলপার্কে গিয়ে থামতো- গোটা সে¾ট্রাল অ্যাভিনিউ জুড়ে শুধু খানাখন্দ ভর্তি ছিলো( এইটা অবশ্য আমারো বেশ ছোটবেলায়)আর প্রচন্ড জ্যাম হতোঃ)
d | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:৩৬ | 117.195.32.228
টিম্বাবু কবে রওনা হচ্চ? অগ্লে হপ্তে?
Blank | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:৩৪ | 59.93.193.187
আমার তো হর্ন ছিলো না। তবে আমার অনেক টিকিট ছিলো। মাঝে মাঝেই স্টিয়ারিং ছেরে টিকিট নিয়ে কন্ডাক্টর হয়ে যেতুম। আর মুখ দিয়ে ঝিন্ন্ন্ন্ন্ন্ন্ন আওয়াজ করে খুচরো পয়সা গুনতুম ঃ)
m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:৩৩ | 173.26.17.106
দীপ্তেন্দা, এইখানে মানে যারা গুরুতে লেখে তাদের কাছ থেকেই একটা মতামত চাওয়া যেতেপারে- সবাই আত্মীয়দের সামনে মদ বিড়ি ইত্যাদি খায় কিনাঃ)
Tim | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:৩১ | 198.82.16.214
হর্ন দিতিস না? আমরা একটা পেনসিলকে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে হর্ন করতাম।
Tim | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:২৯ | 198.82.16.214
হাঁটুপয় ও বলা যায়। পয়মন্ত টাইপ হাঁটু।
Blank | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:২৯ | 59.93.193.187
সে বাস চালানো আমার ও শখ ছিলো। অনেক ছোট বেলায়, তালপাতার হাত পাখা টা নিয়ে খাটের ধারে বসে, সেটাকে স্টিয়ারিং এর মতন নাড়াতুম, আর মুখ দিয়ে করতুম ব্ররররররররররররররররররর্রররররররর
(এই আওয়াজ টা এখনো পারি, কেউ শুনতে চাইলে বলবেন)
Tim | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:২৬ | 198.82.16.214
আমার কত সাধ ছিলো s2 বাস চালাবো। সে আর এ জীবনে হইলো না!
কিন্তু ব্যপারটা তো প্যারালাল পুরো। আমি নেই, আমার কান নাই, মামীর প্রচেষ্টা নেই। কিন্তু আমি এলুম, কান এলো, এরপর কিছু টাইম ল্যাগের পর মামীর হাঁটু আসা উচিৎ। একসাথে এলো ক্যামনে !!
dd | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:২৬ | 122.166.131.180
না, থিওরীটা শোনো। আমাদের সময়কার লোকেদের এইসব ভ্যালু গুলো অসম্ভব ছড়ানো ছিটানো ছিলো। পেম করা, ড্রিং করা, মে'দের কেরিয়ার করা,... সব নিয়েই। যারে কয় স্ক্যাটার্ড।
কিন্তু এখন এই ব্যান্ডটা অনেক সরু হয়ে গ্যাছে। ঐ যে প্যারেটো না কি কয়, আজ্জোদা জানে, মানে বেশীর ভাগ আমাদের টেইমের লোকই নিজেদের পীয়ার গ্রুপ আর ছেলেপিলেদের নিয়ে যে ফেমিলি ভেলু; সেটায় খুব কাছাকাছি এসে গ্যাছে। কেউ ই আর আঁৎকে ওঠে না। সবাই বুঝদার,সবাই মুচকি হাসে। সবাই মেনে নেয়।
অপিচ, দ্যাখো, অপিচ। আমাদের বয়সী বুরা ভামেরা, অনেক কেই দেখি থুথুরে বুরো বাপ মায়ে বাড়ী থাকলে কিন্তু আর ড্রিং সার্ভ করে না। (মা আছে বাড়ীতে, আজ জুস খাও, ক্যামন?)বা আমার বাড়ী আসলে বলে "হাঁ হা, আরে করো কি? এক পেগের বেশী মোটে নয়। বাবা আছে বাড়ীতে, মুখে গন্দো পাবে,হিঃ"। পোস্ট টিনেজার ছেলের সাথে কিন্তু স্বচ্ছন্দে চীয়ার্স করে।
আর নিজেদের ছেলে পিলে অ্যামন কি বউ নিয়েও খুব লিবারেল। সব ব্যপারেই গদ গদ আম্রিগান গোছের বুজ্জুয়া। কিন্তু বাবা মা পিসীমারে দেখলেই ক্যামন জ্যনো ভেবলে যায়। খ্যাল ই হয় না নিজে শালা ফিফটি প্লস।
না। না। এটাতো থিওরী নয়। এটা শুদ্দু অবজার্ভেশন। তাইলে দেঁড়েল টাকে বোলো বৌমা একট যুৎসই থিওরী সেঁটে দিতে।
Tim | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:২৪ | 198.82.16.214
হাঁটু গজালো, তারপর সেই হাঁটুর ওপর দাঁড়িয়ে মামী ব্ল্যাংকির কানে হাত পেলো। এইটা পুরো ডারউইনিজমএর মত লাগছে। মামী কি জিরাফ? ঃ-)
M | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:২৪ | 59.93.215.191
অবিশ্যি ঐ জন্যই আমি এই কুচোকাচাদের বম্মা!!! এবার বেশ খুশী লাগছে।যাই ঘুমাই।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন