এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:১৬ | 170.153.65.102
  • এই তো সেদিনের গপ্প, গুরুদোংমার প্রায় তখন সামনে এসে গেছে। গাড়িতে আমরা কজন। আশে পাশে বেশ মরুভুমি মতন শুকনো জায়গা আর তার মাঝে বরফ। ছোট ছোট নদীর সরু ধারা মাঠের ওপর দিয়ে। সেগুলো জমে বরফ। এমন সময় তার ওপর দেখি খান কয়েক পাখী। অম্নি পাখীর ছবি তোলার বাই উঠলো আমার। পরলুম নেমে।
    খান কয়েক পাখী তুলি তো ওদিকে দেখি এক পাল হিমালয়ান থর। সেসব দেখে ছবি টবি তুলে বরফ জমা নদী গুলোর ধার দিয়ে হেঁটে হেঁটে ফিরতে ফিরতে হঠাৎ, হঠাৎই মনে হলো যে এখানে এট্টু হিসি করলে, তাকি জমে যাবে? সুন্দর বরফ জমা হিসি থাকবে নদীর ওপর !!!
    যেমনি ভাব, অম্নি শুরু করে দিলাম করা। ইদিকে পেছনে গাড়ি থেকে বাকিরা চিল্লাচ্ছে, ডেরাইভারও চিল্লাচ্ছে। ওখানে হিসি করা বারন নাকি। ওটা হলো হোলি প্লেস।
    কি চাপ, শুরু করে ব্রেক কষা যায় নাকি। বাধ্য হয়ে চেপে চুপে জলদি হিসি করে পালাতে হলো। আমার আর বরফ জমা হিসি দেখা হলো না ঃ(
  • Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:১৫ | 61.95.144.122
  • হুঁ - একশো। তোমাগো দিল্লীতে কি এম্নি ঝক্কাস সাট্টিফিকেট দেয় নাকি? কি সুন্দর দেখতে এখানে সাট্টিফিকেটটা।

    আমাদের গাড়ির রেজিস্ট্রেশন সব স্মার্ট কার্ডে। ইভেন বিলেতেও কাগজের টুকরো ছিলো। বল্লে হবে?
  • Arpan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:১৪ | 112.133.206.20
  • অবিসংবাদী?

    পুরোটা তো বল। কী কনটেক্সটে ইউজ হচ্ছে।
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:১৩ | 125.22.62.70
  • ""প্রচলিত"" বা ""সাধারণভাবে প্রচলিত"" ?
  • Arpan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:১২ | 122.252.231.12
  • কিছুই ঠিক নেই। হাঁটুদুটো রিপ্লেস করাতেই হবে। আর ডান চোখে ক্যাটারাক্ট কাটাতে হবে।

    আমার না, বাবার। ঃ-)
  • Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:১১ | 219.64.11.35
  • একশো টাকা লাগে পল্যুশন সাট্টিফিটি বানাতে? কলকাতায়? এখানে তো পঁয়তাল্লিশ টাকা নেয়। আর বাইকে পঁয়ত্রিশ টাকা।
  • Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:১১ | 61.95.144.122
  • কিন্তু ডি ফ্যাক্টোর বাংলা?
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:১১ | 125.22.62.70
  • হ্যাঁ খুব শিগগিরই আপনার বাড়ীর সামনে ধোঁয়া ছেড়ে আসব ঃ)
  • Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:১০ | 61.95.144.122
  • বল্লাম। বলে না গেঁয়ো যোগী ইত্যাদি...
  • tkn | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:০৮ | 122.162.42.1
  • ঃ) না না, পরের বার ফ্রেশ বানিয়ে খাওয়া যাবে খন ঃ-) ডাক্তার কেন? শরীর ঠিক ছিল না? এখন ঠিকঠাক তো সব?
  • tkn | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:০৭ | 122.162.42.1
  • ঃ) করিয়ে নিন। পাঁচ মিনিট আর একশোটি টাকা, শান্তি...
  • Arpan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:০৭ | 122.252.231.12
  • আমি শুধু গেছি আর এসেছি। মাঝে অগুন্তি কাজ, ডাক্তারের কাছে দৌড়োদৌড়ি। ঃ-(

    কফিটা না হয় মাইক্রোতে গরম করে নেবো পরেরবার।
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:০৫ | 125.22.62.70
  • বোঝো ঠ্যালা... ডিলার আর গাড়ী কোং এর কল সেন্টারে ফোনালুম - বলে এখনই করিয়ে নিন !!
  • Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৫৮ | 61.95.144.122
  • word wrap হবে। ওই লাইন শেষ হয়ে গেলে পরের লাইনে চলে যাওয়াটাকে অফ করতে বলেছে।

    de facto-র বাংলা কি?
  • tkn | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৫৫ | 122.162.42.1
  • ভূতো!!!! পটলের দিন এলো বলে। এই কদিনের কপিসুখ কেড়ে নিস নি। তবে ইয়ে, তোর ডেসক্রিপশন পড়ে তোকে ধৃতরাষ্ট্র বলতে সাধ হয় ঃ-)

    অরিজিৎ ঃ-)
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৫৪ | 125.22.62.70
  • ঠিক ধরেছি ঃ) আম্মো রোজ সামনে দিয়ে আপিস যাই - অভিষিক্তার ব্যালকনিতে কফিমগ মনে হয় দেখতে পাব ঃ)))

    থ্যাঙ্কু - আমার এক কলিগ বলছে গাড়িকেনামাত্রই নাকি করতে হয় , আমারও মনে হয় সেকেন্ড সার্ভিসের পরই করতে হবে
  • tkn | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৫৩ | 122.162.42.1
  • word warp কি ? কে যেন কি একটা মেল পাঠিয়ে Word Warp থাকলে অফ করে মজা দেখতে বলছে। দেখতে চাইনা মজা কিন্তু এইজিনিসটা কি জানতে চাই
  • Bhuto | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৫৩ | 203.91.201.55
  • আরো উদাস হয়ে যায় মন , যখন দেখি সেই স্থানে বেড়ে উঠেছে সারি সারি কপি, আর অফিস থেকে ফেরার পথে গম্ভীর মুখে কেউ তার ই একটা কেনার জন্য দরাদরি করছেন। আহ পিতৃসুখ বোধহয় একেই বলে ঃ)
  • Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৫২ | 61.95.144.122
  • তাইলে ওরা করিয়ে দিয়েছিলো। লেক্সাস বলে কতা;-) আমারে করিয়ে দেয় নাই - পাশের পেট্রোল পাম্প থেকে করিয়েছিলুম।
  • Bhuto | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৫০ | 203.91.201.55
  • খোলা আকাশের নিচে ... আহ ন্যাড়াদা মনটা উদাস হয়ে গেল। পূর্ণিমা রাতে চাঁদের পানে তাকিয়ে ঝিঁঝিঁর ডাকে কান ভরিয়ে দূরে হাইওয়ে দিয়ে যাওয়া লরির চাকার ফ্যাঁসফ্যাঁসে আওয়াজে আপনমনে.... শরীরটা বার দুয়েক কেঁপে উঠবে , আহা আহা। কোথায় আর কিভাবেই বা এইসব দূষণ টূষণ মনে পড়বে বলো দেখি !

    এটাই যদি ডি.এস কে বলতাম তাহলে নির্ঘাৎ চেচিয়ে উঠত - লিঃ লিঃ বলে।
  • tkn | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৫০ | 122.162.42.1
  • ঃ-O
    আমাকে লেক্সাস মোটর্স বলেছিল লাগবে না, করানোই আছে। ছিলও তো! আমি সব সমেতই নিয়েছিলাম গাড়ি।
  • Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৪৭ | 61.95.144.122
  • না না লাগে। আমি যেদিন ডিলারের শোরুম থেকে বের করেছিলুম সেদিনই করিয়েছিলুম - ডিলার বলে দিয়েছিলো। কেন লাগে - জানি না। বাইরে তিন বছর অবধি MOT করানোর দরকার পড়তো না। তার পরে প্রতি বছর MOT করালে তবেই ট্যাক্সো ভরা যেত।
  • tkn | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৪৩ | 122.162.42.1
  • অভিষিক্তা ঃ-)
    না, লাগে না বোধহয়। ৬ মাস পর থেকে লাগে যদ্দুর মনে আছে।
  • tkn | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৪২ | 122.162.42.1
  • এই গল্পে আর একটা কথা মনে পড়ল। দক্ষিণেশ্বর যেতাম ছোটোবেলায় মায়ের সঙ্গে গঙ্গাজল আনতে প্রায়ই। একদিন দেখি কয়েকটা ছেলে ঘাটের ধারে দাঁড়িয়ে মনের আনন্দে মাথা নেড়ে নেড়ে গঙ্গায় জল বাড়াচ্ছে। একজন বয়স্ক ভদ্রলোক তাদের একজনের কান ধরে "এটা কি হচ্ছ? অ্যাঁ?" বলে ধমক দিতেই সে চট করে সরে গিয়ে বলে, এখানে ডাঁইর‌্যে করচি তা তাই দেকতে পাচ্চো, জলে নেমে কল্লে কি কত্তে?
    তখনও অবধি আমাদের বাড়িতে কালীপুজোতে গঙ্গাজলে ভোগ রান্না হত। এই ঘটনার পরে আমরা প্রবল প্রতিবাদ করে সোজা জানিয়ে দিই যে কালীঠাকুরের শরীর খারাপের ভয় না থাকতে পারে কিন্তু আমাদের আছে। ফলতঃ সেবছর থেকে কর্পোরেশনের জলেই ভোগাভুগি শুরু হয়
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৪১ | 125.22.62.70
  • tkn ডিভাইডার আলো করে অফিস মানে? অভিষিক্তা-রুচিরার আশেপাশে থাকেন নাকি

    আরেকটা বিষয় কেউ হেল্পাবেন....নতুন কেনা গাড়ির (দুমাস) কোন আলাদা করে পলিউশন সার্টিফিকেট লাগে?
  • tkn | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৩৬ | 122.162.42.1
  • ১১ না ১০ (হিসাআআআঅব মিলাতে গিয়ে দেখি ঃ) )
    রাজদীপ ঃ-) এইত্তো ঃ-)) থাংকু থাংকু, জয়েন দ্যা টিম
  • tkn | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৩৩ | 122.162.42.1
  • তুমি আমার বাড়ির সামনে দিয়ে গেছ আর আমাকে বলো নি!!!!!!!!!!!!!! তোমার না কফি খাওয়ার কথা ছিল!!!!
    ডিজেলের ধোঁয়া আমার বাড়ির সামনে আবার কি? ওতো তোমাদেরই গাড়ির রেখে যাওয়া ঃ( নইলে, আসলে তো আমার বাড়ির সামনের ডিভাইডার আলো করেই পল্যুশন ক্লিয়ারেন্সের সার্টিফিকেট দেওয়ার অফিস ঃ((
    আর, ধোঁয়া নিয়ে অমন বলতে নেই। ১১ বচ্ছর ধোঁয়াহীন বরফছাওয়া মিনেসোটায় থেকেও আমি টুঁ শব্দটি করিচি?? দেক দেক, কলকাতার মেয়েরা কত মিত্তি হয় ঃ-)
    কিন্তু, তুমি এলে, গেলে, জানালে না?
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৩৩ | 125.22.62.70
  • tkn ঃ)
    লতুন বছর আসতিসে তাই চাপও লাই বিরক্তিও লাই ঃ), তবে তবে মাঝেমাঝে এইসব দেখলে ..... ঐ আর কি
  • Arpan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:২৮ | 112.133.206.20
  • কিন্তু তেকোনার বাড়ির সামনে কী ডিজেল ধোঁয়া! বাপ্‌স।
  • tkn | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:২৮ | 122.162.42.1
  • হ্যাঁ, ঠাকুরের টাইল্‌স লাগিয়ে অনেক জায়গায় এটা আটকানো হয়, এবং তাতে মন্দ কি? আটকানোর জন্য তো ওখানে জলপুলিশ দিতে পারবে না রাজ্যসরকার ঃ-)))
    কিন্তু রাজদীপ এত বিরক্ত হয়ে গেলে তো কলকাতায় আর একটা নন বিরক্ত লোক কমে যাবে ঃ(((। প্লিজ রাজদীপ... ঃ-)
  • Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:২৭ | 61.95.144.122
  • হ্যাঁ - এইটে সেদিন কাগজে ছিলো - বিলেতে বলেছে ভারতকে দেখে শিখতে।
  • Arpan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:২৬ | 112.133.206.20
  • তাছাড়া উন্নত বিস্‌সে এখন বলাই হচ্ছে হিসি করে ফ্লাশ করবেন না। জল বাঁচান।

    বিস্‌সো জুড়ে প্রকৃতিমায়ের কোলে দাঁড়িয়ে হিসি করার দিন এসে গেল বলে।
  • kd | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:১৯ | 59.93.210.189
  • অরিজিত, আশা ছেড়ো না, উন্নতি হবেই হবে। তবে তখন দেখবে একটা ট্রাম আর একটাকে ওভারটেক করতে (পুরোনো মাল, এখানে ছড়ালুম)।

    সাংস্কৃতিক আদানপ্রদানে আমেরিকাও আমাদের থেকে কিছু নিচ্ছে। এইবার ওখানে নিউইয়র্ক থেকে বাড়ি যাওয়ার পথে রেস্ট-এরিয়ায় দেখলুম সেমাই থামিয়ে তিনমূর্তি লাইন দিয়ে সাইড-রেলিং তাক করে ... - ম্যাকডোনাল্ড যেতে তাদের দু'মিনিট লাগতো না। বলা বাহুল্য, এনারা কুর্তা-সালোয়ার পরিহিত।
  • Blank | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:১৬ | 170.153.65.102
  • বলবে রি-সাইকেল করার কথা, আর করতে গেলে বলবে নিয়ম বিরুদ্ধ কাজ !!! এ কি হিপোক্রেসি !!! এই জন্যই এতো উষ্ণায়ন। আজ গরম পরে গেছে
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:১৬ | 125.22.62.70
  • এই হিসি আটকানোর আরেকটা চলতি কায়দাও সমান বিরক্তিকর - দেয়াল বা পাঁচিলের গায়ে ঠাকুরের ছবি লাগানো টাইলস পোঁতা
    মানে হল গিয়ে বাড়ীর দেয়ালে বা উঠোনে করলে অসুবিধে নেই - ঠাকুর হলেই সাতখুন মাপ !
  • tkn | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:১৩ | 122.162.42.1
  • পরে সেই জমিতে কৃষিও মন্দ হয় না। আমাদের বাউন্ডারির ধারে ঝাড়ে ঝাড়ে কামিনী ফুটছে এখন ঃ)
  • nyara | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:০৫ | 24.4.99.4
  • খোলা আকাশের নীচে হিসি করলে মনের প্রসারতা বাড়ে।
  • tkn | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:০৫ | 122.162.42.1
  • আমাদের বিল্ডিঙের দিকে মুখ করে ওপর দিকে তাকিয়ে সামনের ট্যাক্সিস্ট্যান্ডের ট্যাক্সিওয়ালারা, পানের দোকানের দোকানদার এবং খদ্দের, তাছারা বেশ কিছু আউন্তি যাউন্তি লোকজন জলসেচনে ব্যস্ত হয়ে পড়ত কিছুদিন। আমরা জানলায় দাঁড়িয়ে সোজাসুজি তাদের দিকে তাকিয়ে থাকলেও বিন্দুমাত্র লজ্জার ব্যাপার ছিল না। বরং একটা বেশ করেছি ভাব করে দাঁড়াত। কদিন দেখে আমরাই নিজেদের পয়সা খরচ করে পুরো বাউন্ডারির ধারের ফুটপাথটায় গাছ লাগিয়ে বেড়া দিয়ে দিলাম। এর পরে ব্যাপরটা বন্ধ হয়েছে।

    আমাদের সঙ্গে রাজনারায়ন নামে একটি ছেলে পড়ত কলেজে। কদিন আগে ওর সঙ্গে দেখা হল ১৫ বছর পরে। কথা বলছি হৈ চৈ করে, কে কত পাল্টেছি তার হিসেব মেলাচ্ছি হঠাৎ দেখি হুড়মুড় করে উল্টোদিকে জলসেচনকারী এক ভদ্র(?) লোকের দিকে দৌড়ে গিয়ে কাঁধে হাত দিয়ে হেসে বলে, দাদা আর দু পা হাঁটুন.. ঐ মোড়ের আগেই আছে একটা সুলভ। খুচরো আছে? নাকি দেব?
    বলাই বাহুল্য ঃ-)))

    তবে গত দু বছরে মায়ের কারণেই রুবিতে তিনবার টানা বেশ কয়েকদিন ধরে যেতে হয়েছে। আর সব হসপিটাল জানিনা, কিন্তু ওখানে সবই বেশ পরিষ্কার, প্রফেশন্যাল আর লোকজনের ব্যবহারও খুব ভালো মনে হয়েছে।

    খেঁকিয়ে ওঠা জনতা বাজারে খুব বেশি, তবু, কলকাতায় এমন অনেকেই আছে যারা খেঁকিয়ে ওঠে না। যেমন অরিজিৎ, বড়মা, কেডিদা, স্যানিনি, ফুটকি, রাজদীপ, আমি..... আরো অনেকে অনেকে যাদের চিনিনা ঃ-)))))
  • Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১২:২৭ | 61.95.144.122
  • এই সেদিনই - আমার এক আত্মীয় তাদের ছোট ছেলেকে নিয়ে আমাদের বাড়ি এসেছে। ভর দুপুরে - গাড়ি থেকে নেমেই ছেলেটাকে পাশের নর্দমায় হিসু করালো। অথচ আর দু পা এগোলে বাড়ির গেট - এসে বাড়ির বাথরুমেই করানো যেত। এরা কেউ মাইগ্র্যান্ট লেবার নয়, বরং আইনের ধ্বজাধারী, উচ্চশিক্ষিত, নন্দন/অ্যাকাডেমি/ব্রিগেড ঘোরা লোকজন। আমি বাধ্য হয়ে চেঁচালুম - ওরে কি কচ্চিস - বাড়ি তো আছে!
  • Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১২:২২ | 61.95.144.122
  • কি জানি এটা মাইগ্র্যান্ট লেবারের জন্যে না অ্যাটিচিউডের জন্যে। দিল্লী মেট্রোতে কি এখনো খইনি বা পানের পিক্‌ দেখা গেছে? শমীক বলতে পারবে। কলকাতা মেট্রোতে কিন্তু অল্পদিনের মধ্যেই দেখা গেছিলো।
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১২:০৮ | 125.22.62.70
  • ax আকছার দেখা যায়, কোন এলাকায় আছেন তার ওপর নির্ভর করে। মাইগ্রেন্ট লেবার তো বম্বেতে প্রচুর আছে !
  • a x | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:৪৪ | 99.165.171.94
  • যেখানে মাইগ্রেন্ট লেবার বেশি, সেখানে রাস্তাঘাটে শৌচকর্ম একটু বেশি হবেনা? বম্বেতে কি রাস্তায় হিসি করছে দেখা যায়?
  • saikat | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:৪৪ | 202.54.74.119
  • আরে, নব্বইয়ের মাঝামাঝি থেকে মৌ সই তো শুরু হোল। তারপর নতুন শতাব্দীতে এসে 'ডু ইট নাঊ' করতে গিয়ে সব ছড়িয়ে গেল।
  • Arpan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:৩৭ | 112.133.206.20
  • বিনিয়োগ টানতে কে নিরুৎসাহ করত? নব্বইয়ের মাঝামাঝি? বিরোধীরাও তো তখন মূষিক দশা প্রাপ্ত ছিল।
  • SB | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:৩০ | 59.93.166.159
  • @Arpan, ওই পোস্টের উত্তর এখানে দিলাম, সুতোটার লিমিট পেরিয়েছে, নতুন খোলার মত এন্থু নেই। উত্তর হোল - পিএসইউ কে লাইসেন্স দেওয়া হোত না, আর প্রাইভেট বিজনেসকে নিরুৎসাহ করা হোত (একান্তই দুস্টু লোকেদের বক্তব্য), তাই এখানে না হয়ে পুনে টুনে তে ....
  • aishik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:২৭ | 122.167.119.245
  • আমার এক খুব ভাল বন্ধুর মা র বডি কল্কাতার এক হাসপাতাল থেকে ছারাতে গিয়ে রিতিমোতো নেগোসিএট কোরতে হয়েছিলো।রাত ১২ টার পরে ২০হাজার থেকে কমিয়ে ৫হাজার আর এক্টা সোনার চেন দিয়ে ছাড়ানো হয়েছিলো।
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:২৩ | 125.22.62.70
  • দিপু ঃ))
    এটা আমাদের গেরামের পেটেন্ট বিশেষণ , সন্ধি-সমাস প্রভৃতি করতে থাকো - বুঝে যাইবা
  • dipu | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:১৮ | 59.93.209.83
  • শমীকদা সায়ন-দীপাংশু থেকে টুকলো ;-)
  • Arpan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:১৭ | 112.133.206.20
  • ডিঃ ইউকে নয়, দেশের কথা বলছি। ঃ-)
  • dipu | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:১৭ | 59.93.209.83
  • "পেদোমুখ' কীরকম? রেফঃ 11:04
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত