এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ০৯ জানুয়ারি ২০১০ ০১:৪১ | 143.111.22.23
  • "গাই বিদ্রোহ"টা ভালো লাগল।
  • a x | ০৯ জানুয়ারি ২০১০ ০১:৪০ | 143.111.22.23
  • বাবাহ! রাষ্ট্র বিরোধী গান গাওয়া যাবেনা, কবিতা লেখা যাবেনা? প্রবন্ধ লেখা যাবেনা? ! এখন কি খুল্লাম খুল্লাই এই লাইন নিয়েছে সিপিএম? এরপর আবার ফাসিস্ত বললে এসবি বাবু দুস্কু পাবেন।
  • kc | ০৯ জানুয়ারি ২০১০ ০১:৩৭ | 89.203.49.18
  • আকা, রাষ্ট্রবিরোধি গান গাওয়াটাও?
  • a x | ০৯ জানুয়ারি ২০১০ ০১:৩৭ | 143.111.22.23
  • আমাদের দেশে গণতান্ত্রিক অধিকার রক্ষা করে পুলুশ ধরে বুঝি?

    যাইহোক, সুমনের কিছু হবেনা, বাঃফ্রঃ অতটাও বোকা না। এ জীবনে গার্থিয়া লোরকা হবার চান্স নেই।
  • Suvajit | ০৯ জানুয়ারি ২০১০ ০১:৩৬ | 59.177.192.182
  • বুদ্ধিজীবিরা তো সাংসদ নন, তিনোমুলও নন, গানও গান না।
  • aka | ০৯ জানুয়ারি ২০১০ ০১:৩৫ | 168.26.215.13
  • কেসি গান গাওয়া গণতান্ত্রিক অধিকার সেইজন্যই।
  • a x | ০৯ জানুয়ারি ২০১০ ০১:৩১ | 143.111.22.23
  • ডাউনলোড অপশন আছে ওপরে।
  • aka | ০৯ জানুয়ারি ২০১০ ০১:৩০ | 168.26.215.13
  • সে তো আমাদের বুদ্ধিজীবিরাও গরমে ঘেমে নেয়ে লালগড়ে গিয়েছিলেন।
  • dd | ০৯ জানুয়ারি ২০১০ ০১:২৫ | 122.167.8.126
  • আম্মো। সুমনেরে সালাম জানাই।
  • Suvajit | ০৯ জানুয়ারি ২০১০ ০১:২৪ | 59.177.192.182
  • আজ্জোঃ সুমনের ভোটে দাঁড়ানো নিয়ে বিস্তর তক্কো হয়েছে। আমার পয়েন্টে আমি তোমার পয়েন্টে তুমি। তাই সে নিয়ে আর নতুন করে কিছু বলার নেই।
    তবে একজন সাংসদ পার্টি মায় দলনেত্রীর বিপরীতে গিয়ে, যে সরকারের শরিক তার বিপরীতে গিয়ে, কোনো কারণ বা লাভ ছাড়া, যে গান গেয়েছেন তাকে আমি শ্রদ্ধা করি। ছত্রধর এখন মিডিয়ার লাইমলাইটেও নেই। তাই এখন তাকে নিয়ে বা আন্দোলনটাকে নিয়ে গান গাওয়া, পুরো কেরিয়ারটাকে রিস্কে নিয়ে, দেখলাম তো অনেককে, দম লাগে।
    নতুন করে সুমনের ফ্যান হয়ে গেলাম।
  • dd | ০৯ জানুয়ারি ২০১০ ০১:২৪ | 122.167.8.126
  • ইসে।

    দ্যাখেন, R O Cambridge তো উনি ল্যাখলেন an account of war in India, 1750-00" আমি নেট ঘেঁটে একবার পেলাম বইটারে,কিন্তু তখন পল্লাম না। কি যে অনাছিষ্টি কান্ডো কল্লাম।

    তাপ্পরে শতো চেষ্টা করেও ঐ লিং আর খুঁজে প্যালাম না। সম্পুর্ণ সোবার অবস্থায়ও।

    যদি কোনো সহৃদয় কম্পিউটারোয়ালা ঐ লিং খুঁজে পান , আমারে জানাইবেন ? প্লীজ?
  • kc | ০৯ জানুয়ারি ২০১০ ০১:১৯ | 89.203.49.18
  • আজ্জোকে,কেন? পুলিশে ধরবেনা কেন? না ধরলে আমি প্রতিবাদ করব, করছিও।
  • aka | ০৯ জানুয়ারি ২০১০ ০১:১৫ | 168.26.215.13
  • শুভজিতদা কি একটা পোশ্নো করেছিল সুমন সম্বন্ধে এখানে উত্তর দিয়ে দিই। সুমন যাই হোক না কেন ভোটে দাঁড়ানোর উপযুক্ত নন। বাকি কি করতে কি করছেন, কেনই বা করছেন ঠিক জানা নেই। গান গাওয়ার জন্য পুলুশে ধরবে না সেটা ভালই জানেন। ধরলে আমিও তার প্রতিবাদ করব।
  • Suvajit | ০৯ জানুয়ারি ২০১০ ০১:১৩ | 59.177.192.182
  • ডিডির হলো কী? জয়দেবও পড়ছেন গ্যান্ডীও পড়ছেন? কোনো লাইব্রেরি-টাইব্রেরি থেকে ঝাড়ছেন নাকি?
  • a x | ০৯ জানুয়ারি ২০১০ ০১:১২ | 143.111.22.23
  • এই খাও খাও খাও টা শোনার বড় ইচ্ছে ছিল। কেউ শোনালোনা।
  • Suvajit | ০৯ জানুয়ারি ২০১০ ০১:০৯ | 59.177.192.182
  • হ্যাঁ ইশেনের সেই জ্বালাময়ী লেখা। তবে ইউনিকোডে লেখা বাংলা পড়তে চোখের ডাক্তার দেখাতে হয়েছিলো। আর ইংরেজিতে লেখা বাংলা পড়তে গিয়ে মাথার ডাক্তার।
  • dd | ০৯ জানুয়ারি ২০১০ ০১:০৬ | 122.167.8.126
  • শুনুন।
    ইন্ডিয়াঃ আবটার গ্যান্ডী। লিখলেন রামচন্দো গুহো*। খুব, খুব পুরোনো খপর। মানছি।

    আমি পচ্ছি অ্যাখন, এই অ্যাদ্দিনে। তো খুব আমোদ পাচ্ছি। র বাবুর অপিনিয়ন পেলে দিল খুস হতো।

    তো তিনি সন্নিসি কি সি ই ও হয়ে হিমালয়ে না হাওয়াইতে গ্যাছেন জানি না।

    সিরিয়াস আর্কেউ পল্লেন কি?

    * দেখুন, প্রায় নশো পাতা, অপিচ দাম কুল্লে ৪৯৫ ট্যাকা। প্রিফেস টিফেস ধল্লে পার পিষ্ঠা আটানার এট্টু বেশী। মানে বেশ সস্তা।
  • Suvajit | ০৯ জানুয়ারি ২০১০ ০১:০৫ | 59.177.192.182
  • ছিঃ ছিঃ অক্ষদা। খালি খাও খাও খাও আর মাও মাও মাও ? ঃ-) - কবীর সুমন উবাচ।
  • kc | ০৯ জানুয়ারি ২০১০ ০১:০৪ | 89.203.49.18
  • সিঙ্গুর পর্বের আলোচনার সময়, ঈশানতো গুচর থেকে PIWB তে বেশী সময় লাগিয়েছিল।
  • pi | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৫৯ | 72.83.210.50
  • তবে RSS, BJP র জনতার অভিযোগে প্রথম PIWB উঠে যাওয়াটা একটা সত্যি বাজে ব্যাপার। বাজে তক্কাতক্কি তো না, অনেক ভালো আলোচনাও ছিল। সব হাওয়া। সিঙ্গুর নন্দীগ্রাম পর্বের আর কোনো ট্রেস নাই, সেটা সবচে খারাপ।
  • a x | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৫৭ | 143.111.22.23
  • একদম একা খাই। খাওয়ার ব্যপারে নো বদান্যতা।
  • Suvajit | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৫৪ | 59.177.192.182
  • অক্ষদা কি একাই খান? লোকজনকে ডেকে খাওয়ান না? কোলেস্টরল ধার দেবার জন্য?
  • a x | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৫৩ | 143.111.22.23
  • আমার ভেতরে কোলেস্টেরল, বারে পাশের টুলের ব্যর্থ প্রেমিকের ইমোশনাল ট্রমা? ধাঁই ধাঁই!
  • aka | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৫২ | 168.26.215.13
  • সেকেন্ড হ্যান্ড কোলস্টেরলকে বাংলায় বলে ইমোশনাল ট্রমা। আর সেকেন্ড হ্যান্ড স্মোকিং খুবই তক্কোযোগ্য ব্যপার।
  • Suvajit | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৫২ | 59.177.192.182
  • অক্ষদা হি হিঃ-) একদিন আমি পড়লাম যে ফোরামে নতুন নিয়ম হয়েছে যে একবার কটুভাষা ব্যাবহার করলে ফার্স্ট ওয়ার্নিং। তার্পর ফাইনাল ওয়ার্নিং। তিনবারের বার ১৫ দিনের জন্য ব্যান। তো লোকে মডারেটারকে স্ক্র্যাপ করছে 'বো ... এই নিয়ম মানব না মানব না।' ঃ-)))
  • Du | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৫১ | 65.124.26.7
  • জীও ঔর জীনে দো। ধর্মেন্দ্ররই সিনেমা বোধ হয়।
  • a x | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৪৯ | 143.111.22.23
  • এই যে আর্য। জানত, ঋত্বিক ঐ চাবুকের আগে ধোপার পাটে কাপড়ের আছাড় ব্যবহার করবেন ভেবেছিলেন! মশকরা হচ্ছে, অ্যাঁ? আমি কোলেস্টেরোল খেয়ে মরি বেশ করি, আমি কোলেস্টেরোল খাই বলে কি আমার মেয়ে তার বাবা, তার বন্ধু, তার মেয়ের জ্যাঠা, বাস স্টপের বুড়ো মানুষ, বারের পশের টুলের ব্যর্থ প্রেমিক, তাদের সেকন্ড হ্যান্ড কোলেস্টেরোল হয়, অ্যাঁ?
  • kc | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৪৮ | 89.203.49.18
  • না হে ঈশান, আমি ঢপ দিই না।
  • a x | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৪৭ | 143.111.22.23
  • হ্যাঁ দেবর্ষির স্ক্র্যাপে যখনই যাই দেখি কাতারে কাতারে "এটা করলে কেন, ওটা করলে কেন", "এইটা কর", "আমাকে ফিরিয়ে নাও", "ওমুককে ব্যান কর" ঃ-) সেই অ্যাডটার মত - ঐ একটা লোকের চারপাশে বাবা বাবা বলে অগুন্তি বাচ্চা ধুতি ধরে টানছে!
  • Ishan | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৪৭ | 12.163.39.254
  • কোলেস্টেরল খান ও খাওয়ান।
    বিড়ি খান ও খাওয়ান।

    আমরা করব জয় নিশ্চয়।
  • aka | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৪৭ | 168.26.215.13
  • ও ওগুলো তক্কের টই ছিল নাকি? ভাগ্যিস বুইতে পারি নি। আমি তো গানের টই ভেবে লোকজনকে গান শুনতে দিয়েছিলুম।
  • aka | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৪৫ | 168.26.215.13
  • ইয়েপ মনে পড়েছে শুভজিতদার কলমে যাদু।

    অক্ষদাকে, জ্ঞান দেবার ছিল। লিডিং কজ অফ ডেথ ইন আমেরিকা হচ্ছে কার্ডিও ভাসকুলার ডিজিজ। লিডিং কজ অফ কার্ডিও ভাসকুলার ডিজিজ হচ্ছে কোলস্টেরল। লিডিং কজ অফ কোলস্টেরল হচ্ছে অক্ষদা যেমন খাওয়া দাওয়া করে তাই। তাও অক্ষদা সিগ্রেট পায়ীদের গাল দেয়। কেন? কেন? কেন? (এইখানেই চাবুকের সপাং)।
  • Ishan | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৪৫ | 12.163.39.254
  • চালাক না, চালাক না, নিরপেক্ষ (হোপফুলি কেসি ঢপ দেননি)। ঃ)))
  • Suvajit | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৪২ | 59.177.192.182
  • সে তো তিনোমূল এবং/বা সিঙ্গুর টইতে তর্কের রথী মহারথীরাও হাল ছেড়ে ভোলেবাবা হয়ে ব্যোম মেরে গেছে। একমাত্র ঈশেন চালাক ছেলে। বেশী খাপ খুলতে যায় নি।
  • pi | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৪১ | 72.83.210.50
  • গলায় বেদনা। ঃ(
  • Ishan | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৪০ | 12.163.39.254
  • হাল নয়, ছাড়তে হলে কন্ঠ ছাড়ুন। জোরে।
  • pi | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৩৮ | 72.83.210.50
  • অক্ষদা, ঃ))
    তবে রিহ্যাব সেন্টারের ও খোঁজ দেবো ক্ষণ।

    সুভজিতদা, আজকাল হাল ছেড়ে দিয়েছি ঃ(
  • Suvajit | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৩৭ | 59.177.192.182
  • কম্যুনিটি জয়েন না করে দেখবেন মানে? পেঁয়াজি নাকি? একি গুরু নাকি যে রাম শ্যাম যদু আজ্জো যে আসবে আর কিচু জ্ঞান দিয়ে চলে যাবে।
  • a x | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৩৬ | 143.111.22.23
  • এইভাবেই স্কুলের বাইরে দাঁড়িয়ে দুষ্টু লোকে ড্রাগ ধরায়।
  • Suvajit | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৩৫ | 59.177.192.182
  • বাওয়ালি বলে বাওয়ালি। পাই দেখি মাঝে মাঝে উচ্চগ্রামের তক্ক করার প্রচেষ্টা চালায়। কিন্তু সে তো অরন্যে রোদন। নাকি কাকস্য পরিবেদনা? কোনটা খাটাবে এক্ষেত্রে?
  • pi | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৩৪ | 72.83.210.50
  • মেম্বার হয়ে গেলেই তো হয়। মেম্বার হলেই তো আর পোস্ট করতে হচ্ছেনা।
  • a x | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৩৪ | 143.111.22.23
  • ও লোক মানে সেইইইইইইইইইইই লোক!
  • a x | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৩৩ | 143.111.22.23
  • ধ্যাত এরা একেবারে নেট শিশু। মডারেটেড হোক না। কন্টেন্ট ভিউ ফর মেম্বার্স খালি। আগে কম্যুনিটি জয়েন না করলেও সব দেখা যেত, লেখা যেত না। এখন দেখা যায়না।
  • aka | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৩২ | 168.26.215.13
  • লোক দেখেছি মানে লোকেদের প্রোফাইল, ভিডিও ইত্যাদি দেখেছি আর ইষ্টনাম জপ করেছি।
  • Suvajit | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৩২ | 59.177.192.182
  • ও এবার বুঝলাম। বন্ধ ফর নন মেম্বার্স। অর্থাৎ ওরা ঃ-)
    আমাদের জন্য চালু ঃ-)
  • pi | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৩০ | 72.83.210.50
  • এবং আমি মডারেটর। বর তখন নেট বন্ধ করে দেবে বলেছিল। মানে, ঠিক বলেনি। কিন্তু নিশ্চয় ভেবেছিল। সে নিশ্চয় এখনো ভাবে ! ঃ)
    তবে এই অর্কুটের PIWB অর Calcutta এ দুই কম্যুনিটির ওনার কি মডারেটর হওয়ার মত চাপ খুব কম আছে। অষ্টপ্রহর বাওয়ালির কেত্তন ! ঃ(
  • Suvajit | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৩০ | 59.177.192.182
  • in fact PIWB থেকে দুটো গ্রুপ বার হয়ে গিয়ে PIWB2 আর PIWB3 তৈরি করেছিলো। এখন কি স্ট্যাটাস জানি না।
    আর মডারেটেড তো বহুকাল হলো।
  • Arpan | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৩০ | 122.252.231.12
  • বোঝো। এদিকে আমি মেম্বার হবার জন্য রিকোয়েস্ট পাঠালাম। নইলে ভেতরে ঢোকাই যাচ্ছে না।
  • a x | ০৯ জানুয়ারি ২০১০ ০০:২৯ | 143.111.22.23
  • বন্ধ ফর নন-মেম্বার্স।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত