এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:৫১ | 61.95.144.122
  • আম্মো মেলিয়েছি।
  • Blank | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:৪৮ | 170.153.65.102
  • অজ্জিত দা, মেলিয়েছি এক খান
  • Arijit | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:৪৫ | 61.95.144.122
  • বিন্দাস শুনে মনে পড়লো - সেদিন টিভিতে একটা রিসেন্ট বাংলা সিনেমার অ্যাডে একটা গান শোনালো -

    "বিন্দাস প্রেম করবো চুটিয়ে
    আগে হানিমুন, পরে বিয়ে'
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:৪৪ | 204.138.240.254
  • বিন্দাস চলছে।
  • Bhuto | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:৩৫ | 203.91.201.55
  • তাই?? ভালো করেছো... চলছে কেমং?

    অর্পনদার খোকাটা খবর দিক। আমি ও একজন কে খোঁজ নিতে বললাম।
  • Arijit | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:৩৪ | 61.95.144.122
  • ওক্কে। থ্যা উ
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:২৯ | 204.138.240.254
  • আমি একটা ছেলেকে লাগিয়ে দিয়েছি। ও কাল খোঁজ নিয়ে জানাবে।
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:২৬ | 204.138.240.254
  • ড্রপ করতে ৬০০০! আচ্ছা, আমি লোকাল একটা অপারেটরকে ফোং করে দেখছি।
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:২৫ | 204.138.240.254
  • ভুতো, তোকে আর জানানো হয়নি। একটা সস্তার চাইনিজ রাউটার কিনে লাগিয়ে নিয়েছি সেইদিনই। ঐ দোকানে আর যাইনি।
  • Arijit | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:২৪ | 61.95.144.122
  • হুঁ। আমার ট্রাভেল এজেন্ট বলেছে লুরু-হাম্পি-লুরু পড়বে ৮২২৫ আর লুরু-হাম্পি (ড্রপ) ৬০০০। ওখানে লোকালি করলে কম হয় কিনা জানার ছিলো। প্লাস দিনের বেলা প্রাইভেট অপারেটরের বাস আছে কিনা - হসপেট অবধি।
  • Bhuto | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:২০ | 203.91.201.55
  • অরিজিৎদা, এয়ারপোর্ট থেকে সোজা হাম্পি এবং সেটা গাড়িতে যেতে চাইছো? তাই তো?
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:১৮ | 204.138.240.254
  • সেইটাই তো ভাল হত।

    এখন মিটিন আছে। কাটলাম।
  • Arijit | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:১৭ | 61.95.144.122
  • হাম্পি এক্সপ্রেস রাতে ছাড়ে - ওভারনাইট জার্নি।
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:১৭ | 204.138.240.254
  • লুরু টু হাম্পি ট্রেন কখন ছাড়ে? চেক করেছ? ট্রেন জার্নি বাসের থেকে কম্ফি হত।
  • Arijit | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:১৬ | 61.95.144.122
  • উঁহু। হাম্পিতে হোটেল বুক করা আছে। সেদিনই বিকেল বিকেল পৌঁছতে চাই - যাতে পরের দিন সকাল থেকে এন্থু নিয়ে ঘোরা যায়।
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:১৫ | 204.138.240.254
  • তোমার পোস্ট দেখার অগে পোস্ট করে ফেলেছি। ঃ)
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:১৪ | 204.138.240.254
  • আরেকটা অপশন আছে। এয়ারপোর্ট থেকে একটা হোটেলে এসে জিরিয়ে নাও। মনে হয় কেম্পেগৌড়া থেকে বাস ছাড়বে। ওর আশেপাশে বাজেট হোটেল আছে। রাত এগারোটার বাস ধরে পরদিন সকালে হাম্পি পৌঁছাও।

    সেইদিনটায় সময় থাকলে লুরুর একটা সাইট সিয়িং ট্যুর সেরে ফেলতে পারো। হাফ-ডের।
  • Jhiki | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:১৪ | 202.79.203.43
  • @ M
    আপনি কি ভূন তাও এর সম্বন্ধে কিছু জানেন? থাকার জন্য কেমন?
  • Arijit | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:১৩ | 61.95.144.122
  • এতেই তো দেখলুম - চারটের আগে বাস নেই। ওতে লাভ হচ্ছে না।
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:১০ | 204.138.240.254
  • বাস আছে। ই-টিকিট কাটা যায়।

    http://ksrtc.in/ এই সাইটে Service Search-এ গিয়ে ব্যাঙ্গলোর আর হসপেট/হাম্পি দিয়ে সার্চ করলে টাইমটেবল দেখিয়ে দেবে। তোমাদের মনোমত টাইম পাচ্ছ কিনা দেখ। রাজহংস বাস ছাড়া ট্র্যাভেল কোরো না।
  • Arijit | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:০৮ | 61.95.144.122
  • কর্ণাটক স্টেট ট্রান্সপোর্টের সাইটে বিকেল চারটের আগে হসপেটের কোনো বাস দেখলুম না। এখন অন্য অপারেটর যদি চালায়, নয়তো গাড়িই করতে হবে। সেক্ষেত্রে যদি দু পিঠের ভাড়াই দিতে হয় তাইলে ট্রেনের টিকিট ক্যানসেল করে দেবো...
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১০ ১৪:০১ | 204.138.240.254
  • এইটায় ফোন করে দেখবে? না হলে আমি খোঁজ নেবো। কোয়ালিস এসি/নন এসি নিয়ে নিও।

    http://www.karnatakaholidays.net/karnataka_taxis.htm

    বাস দেখে জানাচ্ছি।
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১০ ১৩:৫৮ | 204.138.240.254
  • উফ্‌ফ।

    * থেকো
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১০ ১৩:৫৭ | 204.138.240.254
  • * পৌঁছে

    সাইকেল/স্কুটির ভরসায় থেকেও না। গাড়ি সঙ্গে রাখো। দরকার হলে গাড়ি পার্ক করে হাঁটাহাঁটি কোরো। স্যানকে জিগ্গেস করে নাও। আমি হাম্পি যাইনি এখনো।
  • Arijit | ০৪ জানুয়ারি ২০১০ ১৩:৫৭ | 61.95.144.122
  • একটু খোঁজ নিয়ে জানাও। বাসের খোঁজও নিয়ে দেখো - স্টেট ট্রান্সপোর্ট ছাড়া অন্য কোনো অপারেটর দিনের বেলা লুরু-হসপেট বাস চালায় কিনা।
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১০ ১৩:৫৫ | 204.138.240.254
  • এয়ারপোর্টে যেসব ক্যাব থাকে তারা সিটির ভিতরে অপারেট করে। তোমার জন্য তাহলে এখানে কোন ট্যুর অপারেটরের ক্যাব ভাড়া করে দিতে পারি। সিটি অফিস টু এয়ারপোর্ট যাওয়া ও আসার খরচ অতিরিক্ত চার্জ করবে।

    শনিবার হলে তোমাকে এয়ারপোর্টে তুলে স্টেশনে পোঁছে দিতে পারতাম। কিন্তু তোমরা তো আসছ উইকডেতে।
  • Arijit | ০৪ জানুয়ারি ২০১০ ১৩:৫৫ | 61.95.144.122
  • হাম্পিতে সাইকেল/স্কুটি ভাড়া পাওয়া যায়। আমি তো সেই তালে ছিলুম - হাঁটবো বা ওরকম কিছু নেবো। বা অটো। না হাঁটলে ভালো করে দেখা হয় না। আর হাম্পি-লুরু ট্রেনের টিকিট কাটা রয়েছে - রাতের ট্রেন - আরামসে ঘুমিয়ে আসা যাবে।
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১০ ১৩:৫২ | 204.138.240.254
  • জানি না। নেবে বোধহয়। তুমি ওই ট্যাক্সিতেই ফিরে এসো না। হাম্পিতে একটা গাড়ি লাগবে তো।
  • Arijit | ০৪ জানুয়ারি ২০১০ ১৩:৪৮ | 61.95.144.122
  • ২০ তারিখ দশটা কততে যেন লুরু পৌঁছব। সেখান থেকে সোজা হাম্পি। বাইশ রাতে হাম্পি থেকে লুরু (ট্রেনে), সেখান থেকে সোজা মাইসোর। মাইসোর, বেলুর, হ্যালিবিড ইত্যাদি ঘুরে পঁচিশ সন্ধ্যেবেলা লুরু। ছাব্বিশে বারোটা কততে যেন লুরু থেকে রিটার্ন ফ্লাইট।

    লুরু এয়ারপোর্ট থেকে হাম্পি কিরকম ভাড়া নেবে? আমরা শুধু যাবো - তাও যাতায়াতের ভাড়া নেবে কি?
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১০ ১৩:৪৫ | 204.138.240.254
  • অরিজিত, লুরু এয়ারপোর্টেই গাড়ি ভাড়া পাওয়া যায়। তোমাকে ফোন্নং ইত্যাদি পাঠিয়ে দিচ্ছি।

    তোমার আইটিনারারি জানাও।
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১০ ১৩:৪২ | 204.138.240.254
  • ঃ-)
  • M | ০৪ জানুয়ারি ২০১০ ১৩:৩৬ | 59.93.199.41
  • আর একটা বাজে কাজ করে ফেলেছি। ছেলেকে ডায়েরি লেখানো শুরু করিয়েছি, আর আজই সেসব পড়ে ফেলেছি, আর পড়া ইস্তক ব্যাটাকে চটকে পটকে আদর করতে ইচ্ছে করছে, অথচ সে বড় হয়ে গেছে বলে আর চটকানো যায় না।
  • M | ০৪ জানুয়ারি ২০১০ ১৩:৩৩ | 59.93.199.41
  • আমি একটা না সত্যি রেজো নিয়েছি, যেটা কিনা আমি এবছর যতটা সম্ভব বাইরের খাবার কম খাবো, বাড়ীতেই বেশি রাঁধবো তাই এখন রান্নাবান্নার টইতে টই টই কচ্ছি!
  • M | ০৪ জানুয়ারি ২০১০ ১৩:২৫ | 59.93.199.41
  • @ Jhiki
    না, আমি কলকাতায়।
  • lcm | ০৪ জানুয়ারি ২০১০ ১৩:০৪ | 69.236.172.178
  • CBSE-র এগারো-বারো ক্লাসের ইংরেজি টেক্সটে সত্যজিৎ রায়, অমিতাভ ঘোষ-এর লেখা দেওয়া হয়েছে। -- পরিবর্তন ঃ-)
  • Arijit | ০৪ জানুয়ারি ২০১০ ১২:৫৭ | 61.95.144.122
  • এই যে লুরুবাসীরা - লুরু অ্যারপোর্ট থেকে কি হাম্পি অবধি গাড়ি ভাড়া পাওয়া যেতে পারে? গেলে কি রকম খরচ? লুরু থেকে হাম্পি বাস যা আছে সবই তো রাতের দিকে মনে হচ্ছে - মানে অফিসিয়ালি। কিন্তু শুনেছি অনেক লোকাল বাস পাওয়া যায় - যদিও এটা শুনেছি অন্য জায়গাগুলো সম্পর্কে - যেমন বেলুড় ইত্যাদি - হাম্পি বা হসপেটের জন্যেও কি পাওয়া যাবে?
  • Jhiki | ০৪ জানুয়ারি ২০১০ ১২:৫২ | 202.79.203.43
  • 'M" আপণি কি ভিয়েত্নামেই এখনও?
  • shrabani | ০৪ জানুয়ারি ২০১০ ১২:১১ | 124.30.233.102
  • কাল একটা দারুন দিন গেল। কুয়াশা, বৃষ্টি, জমাটি ঠান্ডা। বাড়িতে আমি একা, অখন্ড অবসর!
    সাত সকালে উঠে স্নানটান ঘরের কাজ সেরে নিয়ে রুম হীটার চালিয়ে কম্বলের মধ্যে একের পর এক সিনেমা দেখে গেছি। সবচেয়ে মজার হল গড়িয়াহাটে ফুটপাথে একটা হিচককের ছটা মুভির ডিভিডি কিনেছিলাম পঁচিশ টাকায়, একবার চালাতে গিয়ে চলেনি ঠিকমত, আর কখনো চেষ্টা করিনি। কাল ওটা বার করে চালাতেই ঠিকঠাক চলল। কতকাল পরে রেবেকা, স্পেলবাউন্ড, বার্ডস সব আবার দেখলাম!
  • tkn | ০৪ জানুয়ারি ২০১০ ১১:৪৩ | 122.173.178.94
  • ওক্কে... ঃ-)
  • Arijit | ০৪ জানুয়ারি ২০১০ ১১:৪১ | 61.95.144.122
  • আমি তো কোথাও যাইনি। আমাদের যাওয়া ২০ তারিখ।
  • Samik | ০৪ জানুয়ারি ২০১০ ১১:৪০ | 122.162.75.196
  • ঠান্ডার জন্য না, ঐ ট্রেন প্লেন সার্ভিস সব লণ্ডভণ্ড হয়ে যায় এই সময়ে, একদিন কুয়াশা পড়লে তার ট্রেলিং এফেক্ট চলে পরের দুদিন। আসতে তো হবে দিল্লি ইউপি দিয়েই।
  • tkn | ০৪ জানুয়ারি ২০১০ ১১:৪০ | 122.173.178.94
  • অরিজিৎ, বেড়ানো হল? নাকি হবে? আমি এখন একটু ফাঁকা আছি সম্ভবতঃ এই সপ্তাহ থেকে। পেনসিলটা ফেরত দেব ......
  • Arijit | ০৪ জানুয়ারি ২০১০ ১১:১৭ | 61.95.144.122
  • রাজস্থানে ঠাণ্ডা নেই খুব একটা। বল্ল কলকাতায় বরং বেশি। কাশ্মীরের ঠাণ্ডাটা উত্তরপ্রদেশ ধরে এদিকে চলে এসেছে।

    (যদিও আমি এখনো শুধু জামা পরেই ঘুরছি। মনে হয় আরো দুটো শীত পেরোলে ঠাণ্ডাটা বুঝতে পারবোঃ-))
  • Samik | ০৪ জানুয়ারি ২০১০ ১১:০১ | 122.162.75.196
  • এই বাজারে কেউ নর্থ ইন্ডিয়া বেড়াতে আসে? জানুয়ারি মাসে উত্তর ভারত ভ্রমণ নৈব নৈব চ। পরশু সকালে উত্তাল কুয়াশার চোটে করিডরের এমাথা থেকে ওমাথা দেখা যাচ্ছে না। বাইরে বেরোলে জ্যাকেট ভিজে যাচ্ছে কুয়াশার চোটে।

    কাল সকাল থেকে আকাশের মুখ ভার। দুপুর থেকে ঝুপঝাপ বৃষ্টি। সন্ধ্যেবেলাও বৃষ্টি। আজ এখনও আকাশের মুখ কালো। লোডশেডিং। হীটার চলছে না। ডান হাতের পাতা জমে বরফ। কোনো সাড় নেই।
  • Arijit | ০৪ জানুয়ারি ২০১০ ১০:২৯ | 61.95.144.122
  • কাল বাবা-মা ফিরেছে বিকানীর থেকে - ট্রেন চোদ্দ ঘন্টা লেট। এক দিনে তিনটে অ্যাকসিডেন্ট, মাইন স্কেয়ার, কুয়াশা - সব মিলেমিশে ঘেঁটে ঘ।
  • Rajdeep | ০৪ জানুয়ারি ২০১০ ১০:০৫ | 125.22.62.70
  • ফাষ্টগুরু ২০১০ - শান্তনু
  • santanu | ০৪ জানুয়ারি ২০১০ ০৮:৪৪ | 82.112.6.2
  • রঞ্জনদা,
    আসেন আসেন, কিন্তু জুলাই তো বহুদুর!
    গুরুপল্লী কোথায় তো জানি না, এটা মেলামাঠের পাশে
    গতকাল দুপুর অব্দি শান্তিনিকেতনে ছিলেন, তারপর তো আর জানিনা
  • ranjan roy | ০৩ জানুয়ারি ২০১০ ২৩:২৫ | 115.184.68.81
  • শান্তনু,
    জুলাই -আগস্টে আমি আসছি- সস্ত্রীক,দুদিন।
    আচ্ছা? লোকেশনটা গুরুপল্লীর পাশে?
    সিডনি-ইন্দ্রাণী কি এখন কোলকাতায়?
  • I | ০৩ জানুয়ারি ২০১০ ২১:০৮ | 59.93.245.19
  • দিন চারেক ধরেই ছিলেন, আজ সকাল থেকে সাডেন ডিটোরিওরেশন। অতঃপর ভেন্টিলেশন, ডায়ালিসিস ইত্যাদি।
  • I | ০৩ জানুয়ারি ২০১০ ২১:০৬ | 59.93.245.19
  • নাঃ, আজ ভোর আড়াইটে নাগাদ অ্যাপোলোতে মারা গেছেন। আমার সুযোগ হয়েছিল শেষ সময়ের কিছু আগে অবধি ওঁর চিকিৎসা করার, কেননা রাত বারোটা অবধি উনি জেনিথে ছিলেন, আমি এখন যেখানে যাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত