এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:৪৩ | 173.26.17.106
  • অক্ষ কেমন কায়দা করে মিলির অ্যাকাউন্টে সব শিফট করিয়ে দিলো,দেখলে সবাই!!!
  • m | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:৪২ | 173.26.17.106
  • আজ্জো ,যত ভুলভাল ফান্ডা দেয়, মেয়েরা সব সময় টিকিট কাটে। ছেলেরা এমনিতে কাটে না তবে সঙ্গে প্রেমিকা থাকলে চেকারের সামনে নিজের সম্মানরক্ষার্থে কাটেঃ)
  • m | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:৩৯ | 173.26.17.106
  • কেসি , ঐ দুটি অঙ্গাঙ্গী ভাবে জড়িতঃ)
  • a x | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:৩৯ | 143.111.109.1
  • আব্বে, মিলি আর পার্থদা মফস্বলের।

    আর আমি টিকিট কাটার ব্যপারে খুব পাট্টিকুলার। ট্রামে স্টপ মিস করেও কন্ডাক্টার্দাদাকে ডেকে ডেকে টিকিট কেটে তবে পরের স্টপে নেমেছি। একদম বাজে কথা না!
  • aka | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:৩৭ | 168.26.215.13
  • কলকাতায় প্রেম বা অপ্রেম কেউই টিকিট কাটে না।
  • kc | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:৩৬ | 89.203.49.18
  • ওটাই হল কলকাতার পাবলিক আর মফস্বলের মানুষদের মধ্যিকার তফাৎ।
  • dd | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:৩৬ | 122.167.27.70
  • না সুভাসদার কোনো নির্দৃষ্ট নীতি বা আদর্শ ছ্যালো না, সেটা ক্লেইম ও করেন নাই।

    অ্যাকচুআলি উনি চিরোটাকাল ক্যাওড়ামি করে গ্যালেন প্রতিষ্ঠিত নীতির বিরুদ্ধে (যেমতি ঃ আমি আগে ব্রাহ্মনসন্তান পরে মার্ক্সবাদী)কিন্তু কবীরদা তো ভীষন আদর্শবাদী।

    ওনার পক্ষে ,অ্যাতো আদর show'র পরে তিনোমুলে থাগা মুশকিল হবে। এস্পার ওস্পার একটা কিছু কত্তেই হবে।
  • a x | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:৩২ | 143.111.109.1
  • বোঝ! মন নরম হলে কেউ শ্যালদার টিকিট কাটে? দিকশূন্যিপুরের টিকিট কাটে। সব প্রেমিকের বাপ প্রেমিক নীললোহিত বলে গেছেন।

    তবে আমি ৮ নং'এ প্রেম পর্ব ঠিক শুরু হবার আগে কেটে পড়তাম। তার আগে আমি আর মিলি বসে আড্ডা এবং ডিমের ঝোল টিল পার্থদা কামস। আমি কেটে পড়ার পর নরম নরম মন করে ওরা টিকিট কাটতে আবার বেরোত বলে মনে হয়না।
  • kc | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:২৯ | 89.203.49.18
  • অক্ষ, শ্যালদা প্ল্যাটফর্মে ঢুকতে টিকিট লাগেনা। কিন্তু প্রেম করতে সেখানে গেলে, মনটা ভীষন ভাল হয়ে যেত, খুব নরম নরম কিছু, সেরকম হলে টিকিট কাটতেই হবে, হতও। ঃ)
  • Ishan | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:২৭ | 12.163.39.254
  • ১ আর ৩ তো একই অপশন। মেনে নেবেন এবং মাঝে মাঝেই মাথাব্যথা হয়ে চাগাড় দেবেন। সিপিএমেই যদি এরকম করা যায় তো তৃণমূল কোন ছার? ঃ)
  • kc | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:২৬ | 89.203.49.18
  • মকে, সব ঘটিদেরই কি দুরাত্মা বলা হল নাকি? নাকি দুরাত্মা মাত্রই ঘটি, এরকম কিছু? নাকি আরো কিছু আছে? যাই হক, পিতিবাদ।
  • dd | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:২৪ | 122.167.27.70
  • হ্যাঁ, ভালো কথা মনে পল্লো।
    ঐ কবীর সুমন? তাঁয়ের কি হবে?

    . ঐ সিপিএমের সুভাষ চক্কোত্তির মতন একটা পার্মানিন্ট মাথাব্যাথা হয়ে টিঁকে থাগবে তিনোমুলে।

    . এক্সপেলড হয়ে পোলিটিক্যাল শহীদ হয়ে আরো গান গাইবেন।

    . শেষ পজ্জন্তো মেনে নেবেন জয় মমতার কথা। এট্টু ঘ্যান ঘ্যান করে বিহোত্তর স্বার্থের জন্য গিলে ফেলবেন লালগড়।

    কোন্টা?
  • a x | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:২২ | 143.111.109.1
  • এইবার বুঝলাম। তাই দু, দু। কেননা দু'র দাদা সু।

    কিন্তু শ্যালদা প্ল্যাটফর্মে ঢুকতে টিকিট লাগবে কেন? বিনা টিকিটে আমিও তো কত ঘন্টা ৮ নং-এ কাটিয়েছি, পাশেই ক্যান্টিনে রুটি ডিমের ঝোল।
  • m | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:২০ | 173.26.17.106
  • কদু টা বিশ্রি শোনাবে,তাছাড়া ঘটি দুরাত্মারা কদু কসু নিয়ে শোরগোল তুলতে পারে।তুমি বরং ঝাদু টা ট্রাই কত্তে পারো।
  • Du | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:১২ | 65.124.26.7
  • ম, কদু কতে চলেছি বোধহয়। এমনিতেও আমার দাদা (নিজের) নাম সুমন।
  • Du | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:১১ | 65.124.26.7
  • kc,যে শিয়ালদা প্ল্যাটফর্মে আনন্দে কাটিয়েছে আটঘন্টা সে বুঝবে না? ঃ)
  • m | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:১১ | 173.26.17.106
  • দু র মধ্যে কেমন একটা বৈষ্ণবীয় বিনয় দেখা যাচ্ছে,কিন্তু কেন?
  • Du | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:০৯ | 65.124.26.7
  • না না দ্রি, বেচারা কিছুই জড়িত ছিল না সিনেমার সাথে। ঐ জন্যই তো বললাম - আমার মজা করার চেষ্টা না করাই ভালো ঃ((
  • dri | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:০৭ | 117.194.226.89
  • পাইদিকে কি একটা হিন্ট দেবো? তাহলে বুঝতে সুবিধে হতে পারে। মে বি, অমুকদা দুপুরদির বন্ধুকে সিনেমাটা রেকমেন্ড করেছিলেন। (যেটা ধাঁধায় অনুচ্চারিত আছে, কিন্তু অ্যাজিউম্‌ড)।

    সামথিং লাইক দ্যাট। মানে একটু ল্যাটারাল থিংকিং করতে হবে। শুধু যেটুকু লেখা হয়েছে সেটুকু ধরে বসে থাকলে চলবে না।
  • pi | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:০৪ | 72.83.210.50
  • মিস্টেক ।
  • pi | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:০৩ | 72.83.210.50
  • হরেকরকমব- e
  • pipi | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:০০ | 141.80.152.168
  • হ্যাঁ, দু-দির এই ধাঁধাটা আম্মো একদমে বুঝেচি।
  • kc | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:০০ | 89.203.49.18
  • এইমাত্র ইটিভিতে বলল জ্যোতিবাবুর অবস্থা খুবই সংকটজনক।
  • kc | ১৪ জানুয়ারি ২০১০ ২২:৫৮ | 89.203.49.18
  • আমি কিন্তু দুর কথাটা ভালই বুইতে পারলাম। আমি কি প্রাচীনপন্থি?
  • pi | ১৪ জানুয়ারি ২০১০ ২২:৫৫ | 72.83.210.50
  • আরে , আমি এখনো বুঝচিনা।
    তাহলে দু দির ঐ অমুক দাদাকে ভালোবাসিস এর আর অন্য কি মানে ছিলো ? মানে, যে মানেটা ভেবে বন্ধু কষ্ট পেয়েছিলো, সেটা ব্যতিরেকে এ কথার আর কি বা মানে থাকতে পারে? মানে, মনে থাকলেও আমি বুঝছি না ঃ(
  • Du | ১৪ জানুয়ারি ২০১০ ২২:৫২ | 65.124.26.7
  • ডিডিদা, আমারো। ভাবছিলাম বলবো যে হনুকে কেউ জাম্নাও যে আমরা আর তৃপ টইয়েও ঝগড়া করছি না।
  • Ishan | ১৪ জানুয়ারি ২০১০ ২২:৫১ | 12.163.39.254
  • জালিম দুনিয়া। একজন জ্ঞানপিপাসু ধাঁধার উত্তর বার করার আপ্রাণ চেষ্টা করছে। তার চরিত্রে শুধুমুধু অকারণ কালিমালেপনের চেষ্টা।

    কিন্তু ডিডি কেন লিস্টি থেকে সিআইএ-কে বাদ দিলেন? ঃ)
  • Du | ১৪ জানুয়ারি ২০১০ ২২:৫০ | 65.124.26.7
  • দাদা নিয়ে গেলে আমি যেতাম কেন? নো হাড্ডি বিজনেস।
    সিনেমাটির নাম জামিন বা কিছু, রেখার গলায় স্মিতা পাটিল কথা বলে গেল আগাগোড়া - অদ্ভুত যত ঘটনা হল- - ঐ সিনেমা ভাল লাগতে গেলে - 'এই দুনিয়ায় সকল ভালো' মুড অথবা বিশেষ রকম রুচি থাকা দরকারী। ডিঃ সেই সময়ের চিন্তা - কহ দুঃখ পাইবেন না।
  • dri | ১৪ জানুয়ারি ২০১০ ২২:৪৯ | 117.194.226.89
  • হ্যা তো। দুপুরদির এই ধাঁধাটা তো অ্যাগ্‌বারে ইজি ছিল। কিন্তু সাবধান ঈশেন কিন্তু আপনার বন্ধুর হাঁড়ির খবর বার করার চেষ্টা করছে।
  • dd | ১৪ জানুয়ারি ২০১০ ২২:৪৮ | 122.167.27.70
  • আমার সিধে প্রশ্নের উত্তর কেউ দ্যালো না।
    অ্যাতো গুলান মানুষ একসাথে গায়েব হয়ে গ্যালো - এ নিশ্চয়ই কোনো প্রতিদ্বন্দী হাউসের ষরযন্ত্র (আবাপ বা ওয়াল স্ট্রীট জার্নাল)।

    কিন্তু সবাই ক্ষীঃ নির্বিকার।
  • Ishan | ১৪ জানুয়ারি ২০১০ ২২:৪৩ | 12.163.39.254
  • বুইছি। দাদা মানে সৌরভ জাতীয় দাদা নয়। তাহলে দুঃখ পেল কেন? দাদাই কি নিয়ে গিয়েছিলেন সিনেমাহলে? ঃ)
  • Du | ১৪ জানুয়ারি ২০১০ ২২:৪০ | 65.124.26.7
  • ডিডি দা ঃ))
    দাদা মানে মোহরদি টাইপ দিদি নয় ঃ) তিনি বর্ত্তমানে ওর বর।
  • dri | ১৪ জানুয়ারি ২০১০ ২২:৩৫ | 117.194.226.89
  • প্রাণে এস হে হলে ছন্দ কেটে যাচ্ছে। ওটা হবে প্রাণে সহে। লাবণ্যে, পূণ্যো, প্র্রানো এইসব বড় বড় কথা কি আর প্রাণে সহে?
  • a x | ১৪ জানুয়ারি ২০১০ ২২:৩৩ | 143.111.22.23
  • যাহ্‌ দু'র এটা তো বোধহয় এযাবৎকালের সবচেয়ে নন-ধাঁধা পোস্ট।
  • pi | ১৪ জানুয়ারি ২০১০ ২২:৩০ | 72.83.210.50
  • ডিডিদা, এগুলো সব ই ধাঁধা।
    এখন ধাঁধা র বাজার গরম।
    যাহোক, ভাটেই একটু দু'দির ধাঁধা সলভানোর ট্রাই নি।
    হিন্ট দাওঃ ঐ সিনেমাটি কি ঐ দাদা বানিয়েছিলেন ?
  • pi | ১৪ জানুয়ারি ২০১০ ২২:২২ | 72.83.210.50
  • প্রেসিতে ছিলুম তো এক মাস। '৯৬। ঐ এক মাস ফি শনিবার যদুপুরে হাওয়া খেতে যেতুম। প্লাস, এসি ক্যান্টিনেও খেতুম। ওখানকার সিনিয়ররা খাওয়াতো। র‌্যাগিং এর বদলে। সেই জল-হাওয়া-খাওয়া সহ্য হয়ে গেলো, তাই ওখানেই শেষমেশ ডেরা বাঁধলুম।
  • dd | ১৪ জানুয়ারি ২০১০ ২২:১৫ | 122.167.27.70
  • আমার সোজা সাপ্টা পোশ্নো। সিধে উত্তর চাই।

    এই যে সিংগল ডি, স্যান,র বাবু,শ্রী দাশগুপ্তো, স্যার তেকোনা, ইত্যকার অ্যাতোগুলান লোকেরা গ্যালো কই? সবাইরেই কি মিনিয়াপুলিশ ধরে নে গ্যালো?
  • aka | ১৪ জানুয়ারি ২০১০ ২২:১৪ | 168.26.215.13
  • পাই প্রেসি!!!!!!!! কিম আশ্চর্য্যম। কত সনে র‌্যাগিং হইল?
  • pi | ১৪ জানুয়ারি ২০১০ ২২:১২ | 72.83.210.50
  • হ্যাঁ, দমদিকে মেইল করে অনুরূপ অভিজ্ঞতা হইয়াছে।
  • pi | ১৪ জানুয়ারি ২০১০ ২২:১১ | 72.83.210.50
  • এরমটা আগেও একবার হয়েছিল। প্রেসি তে র‌্যাগিংপর্বে উর্বশী উর্বশী ,টেক ইট ইসি উর্বশী কে প্রতিদিন আমি হে জীবনস্বামীর সুরে গাওয়ার পর থেকে বহুদিন অব্দি ঐ দুটো গানের কোনোটাই আর নিজস্ব কথা সুরে গাইতে পারতুম না।
  • a x | ১৪ জানুয়ারি ২০১০ ২২:০৯ | 143.111.22.23
  • কিন্তু কেউ বললনা দ'কে মেল করেছে কিনা। মনে হচ্ছে টাইম মেশিনে ট্রাভেল করছে। মধ্যযুগ থেকে একটা বার্তা এসে পৌঁছল।
  • Bratin | ১৪ জানুয়ারি ২০১০ ২২:০৯ | 117.194.97.207
  • সমাগমে টাইপের কিছু?
  • Ishan | ১৪ জানুয়ারি ২০১০ ২২:০৭ | 12.163.39.254
  • আমার সব গুইল্যে গেল। দীপু, অক্ষ, ডিডি, সবার ভর্সানটাই ঠিক মনে হচ্ছে।

    এমনকি দু'র বন্ধু কেন কাঁদল সেটাও বুইতে পারছিনা। আমার ক্ষিঃ হবে।
  • a x | ১৪ জানুয়ারি ২০১০ ২২:০৬ | 143.111.22.23
  • কে বলল প্রাণেশ? ওটা প্রাণে এস হে। কিচ্ছু জানেনা।
  • Bratin | ১৪ জানুয়ারি ২০১০ ২২:০৫ | 117.194.97.207
  • ঃ-)))
  • dipu | ১৪ জানুয়ারি ২০১০ ২২:০৪ | 59.164.188.135
  • প্রাণেশ ঃ-D
  • a x | ১৪ জানুয়ারি ২০১০ ২২:০৪ | 143.111.22.23
  • :-O তোমরা কেউ রিসেন্টলি দ'কে মেল করেছ?
  • pi | ১৪ জানুয়ারি ২০১০ ২২:০৪ | 72.83.210.50
  • যাচ্চলে, ঢ্যাঁড়শের জায়গায় অরিজিন্যালি কী ছিলো , তাই তো আর মনে পড়ছে না । একবার গুনগুনিয়ে ঢ্যাঁড়শ বসিয়ে গাওয়ার পর থেকেই ঃ(
  • a x | ১৪ জানুয়ারি ২০১০ ২২:০২ | 143.111.22.23
  • বানান নাৎসীদের বিরোধে এই ছেঁড়াছেঁড়ি তে আমিও আছি dd ঠিক আপনার পেছনেই। সব ব্যবধান ঘুচিয়ে এক সমান অধিকারের বানান পৃথিবী গড়ে তুলব এ আমার চোদ্দপুরুষের কাছে অঙ্গীকার।
  • aka | ১৪ জানুয়ারি ২০১০ ২২:০২ | 168.26.215.13
  • ঃ))))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত