এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • M | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৪৫ | 59.93.194.174
  • ও অপ্পন দেহ ও তো দান হবে বলে শুনলাম, কিন্তুক ছেলেপুলে গুলান ক্যামন ধারা, কথা ঘোরাতে গেলেও ঘোরেনা, কেউ আবেগের চোটে এদিক আর কেউ ঐ আবেগের তাড়ানায় সেদিক বলে ফেলেছে, এবার থামো দিকি। ধ্যুৎ!!!!!!
  • Blank | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৪৪ | 59.93.162.160
  • legend,icon সব মিলে মিশে গেলে অমনি হবেই। সেটাই স্বাভাবিক। মিডিয়া, ভিড়, সিকিওরিটি etc
  • Arpan | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৪৪ | 112.133.206.20
  • ওক্কে। মিশ্‌টেক মিশ্‌টেক।
  • Blank | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৪৩ | 59.93.162.160
  • আজ চক্ষুদান ছিলো। আগামী পরশু দেহদান
  • aka | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৪১ | 24.42.203.194
  • সেলিব্রিটি ট্রিটমেন্ট হল মিডিয়া কভারেজ, হাসপাতালে সেলিব্রিটিদের ভিড়, এবং বেঁচে থাকাকালীন সল্টলেকের দ্বীপ (ইন্দিরা ভবন) এইগুলো আর কি। এসব সেলিব্রিটিদেরই হয়।
  • Arpan | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৪১ | 122.252.231.12
  • দেহদান না। চক্ষুদান।

    আজ রাজদীপ আর দুখের পোস্টদুটো না পড়লেই ভালো হত। পড়ল যখন পড়তেই হল।
  • Rajdeep | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৩৯ | 59.88.140.254
  • ১৯১৪ সালে কারুর জন্মই যদি দুঃখের হয় - তাহলে তো "" জন্মের দোষ""" বলে গালিটাই দিতে চেয়েছে বলে মনে হয়েছে

    আবার বলছি আমার প্রতিক্রিয়া বা প্রতিবাদ (যাই বলুন না কেন ) যদি কারুর খারাপ লেগে থাকে নিজগুণে ক্ষমা ইত্যাদি .....
  • Abhyu | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৩৯ | 97.81.101.221
  • এবার নিশ্চয়ই কেউ না কেউ প্রশ্ন করবে চন্দন বসুর অ্যাতো টাকা কি করে হল? কেউ না কেউ নিশ্চয়ই সেটা অপছন্দ করবে। এ রকম হতেই থাকবে।
  • M | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৩৬ | 59.93.194.174
  • জ্যোতি বসু দেহ দান করে গেছেন আর সেটা কার্যে পরিনত করা হবে, এই ব্যাপারটায় টুপি খোলা যেতে পারে।

    আমি ডক্টর জিভাগো দেখছি। এখন ও একটা সিডি বাকি।অসাধারন সিন্মা গা!!!!!!
  • Blank | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৩৫ | 59.93.162.160
  • সেলিব্রিটি ট্রিটমেন্টের ব্যপারটা বুঝিনি আমি। কোন টাকে সেলিব্রিটি ট্রিটমেন্ট বলা হয়?
  • kc | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৩২ | 89.203.49.18
  • আকা, গত ১৭দিনের চিকিৎসার খরচ হয়েছে ওনার ছেলের মাধ্যমে। তাই....
    প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সেলিব্রিটি ট্রিটমেন্ট কারা দিচ্ছেন? দল পার্টি নির্বিশেষে, নেতা আর মানুষে।
  • Blank | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৩২ | 59.93.162.160
  • এমনকি কারোর কারোর জন্মানো ও।
  • Samik | ১৭ জানুয়ারি ২০১০ ২১:২৯ | 122.162.75.178
  • হুঁ। সাদ্দাম হুসেন, চেসেস্কু, হিটলার, মুসোলিনী, প্রভাকরণ, বীরাপ্পন, সবার মৃত্যুই দূঃখের। সে যতই তাদের রাজনৈতিক ব্যাপার স্যাপার আমি অপছন্দ করি না কেন। ঃ-)
  • aka | ১৭ জানুয়ারি ২০১০ ২১:২৬ | 24.42.203.194
  • সমস্ত বিষয়ের ন্যায় এই বিষয়েও আমার বিশেষজ্ঞের মতামত আছে।

    যেকোন রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যর্থতা আমি সিস্টেম ফেলিওর হিসেবেই দেখি। গণতন্ত্রে তেমনটাই হওয়া উচিত। তাই জ্যোতি বসু এবং জর্জ বুশ এনাদের রাজনৈতিক ব্যর্থতা দিয়ে মৃত্যুর মতন একটা ব্যপারে উল্লসিত হবার কোন মানেই নেই। মৃত্যু সর্বদাই দুঃখের।

    কিন্তু এই যে জ্যোতি বসুকে বাঁচিয়ে রাখার জন্য গত ১৭ দিনে লক্ষ লক্ষ টাকা খরচ হল, তাই নিয়ে গুটি কতক প্রশ্ন আছে। এই টাকা কি ট্যাক্স পেয়াররা দিয়েছে? যদি হ্যাঁ হয় তাহলে ওনার মৃত্যুতে সস্তির নিশ্বাস ফেললাম। যদি না হয় তাহলে কিছু বলার নেই। এই টাকা যদি ট্যাক্স পেয়াররা দিয়ে থাকে তাহলে আরও কিছু প্রশ্ন আছে। সেগুলো পরে করব।

    আর একটা প্রশ্ন অজ্জিতের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য সেলিব্রিটি ট্রিটমেন্ট কেমন লাগল?
  • I | ১৭ জানুয়ারি ২০১০ ২১:২৫ | 59.93.202.227
  • দুখের পোস্ট এবং রাজদীপের প্রতিক্রিয়া দুটোই অপছন্দ হল।
  • Blank | ১৭ জানুয়ারি ২০১০ ২১:২৫ | 59.93.162.160
  • নাহ, মানুষ ছারা আর কেউ নেট ইউজ করতে পারে না বলেই জানি। তো কথাটা পলিটিকালি ভুল বটে।
  • kc | ১৭ জানুয়ারি ২০১০ ২১:১৬ | 89.203.49.18
  • রাজদীপ, আজকে কাটান দেন, এসব প্রতিবাদ করলে আবার ওইরকম পোস্ট পড়তে পারে। এত সুন্দর সাইটটা কলুষিত হবে।
  • Samik | ১৭ জানুয়ারি ২০১০ ২১:১৬ | 122.162.75.178
  • রাজদীপের বক্তব্যের ভাষার আমি প্রতিবাদ জানালাম। তোমার মনোমত না হলেই কারুর উক্তি জানোয়ারসুলভ হয়ে যায় কিনা, সেটা বিচার করার যোগ্যতা কি তোমর আছে?
  • Rajdeep | ১৭ জানুয়ারি ২০১০ ২১:০৯ | 59.88.140.254
  • IP Address : 117.194.232.64 Date :17 Jan 2010 -- 02:14 PM আর IP Address : 117.194.232.64 Date :17 Jan 2010 -- 02:18 PM এর নোংরা কুৎসিত জানোয়ারসুলভ পোষ্টদুটির প্রতি তীব্র ধিক্কার জানালাম

    কারুর যদি পোষ্টদুটি ভাল লেগে থাকে নিজগুণে ক্ষমা করবেন
  • a x | ১৭ জানুয়ারি ২০১০ ২০:৫৭ | 75.53.204.181
  • শুভজিত ছাত্র পরিষদ করতেন, বলেছিলেন না একবার? এমনি কৌতূহল থেকে জানতে চাইছি। অপ্রাসঙ্গিক মনে হলে কাটিয়ে দেবেন।
  • Suvajit | ১৭ জানুয়ারি ২০১০ ১৭:২৭ | 59.177.193.247
  • তাঁকে শ্রদ্ধা করতাম, দেশের তথা আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিঙ্কÄ হিসাবে গর্ববোধ করতাম। অনেক সময় তাঁর বিরুদ্ধে স্লোগান দিয়েছি, সমালোচনা করেছি।
    আজকে তাঁর মৃত্যুসংবাদ পেয়ে অসম্ভব মন খারাপ, যদিও কাল থেকেই বোঝা যাচ্ছিলো যে এবার বোধহয় তিনি আর ফিরে আসতে পারবেন না।
    জননেতা হিসেবে ভারতবর্ষের রাজনীতিতে তাঁর তুলনা পাওয়া সত্যই কঠিন।
    বিবিসি খবরটা দিয়েছে http://news.bbc.co.uk/2/hi/south_asia/8463957.stm কিন্তু সিএনেনে পেলাম না!
  • bb | ১৭ জানুয়ারি ২০১০ ১৬:৫৫ | 115.113.115.131
  • মমতার প্রতিক্রিয়া অনেক মার্জিত আর শোভন লাগল। রাজনীতির বিভেদের উপরে উঠে তার এই ব্যবহার তাকে অনেক বেশী গ্রহণযোগ্য করে তুলবে সাধারণের কাছে।
  • Bratin | ১৭ জানুয়ারি ২০১০ ১৪:৩৬ | 59.93.203.228
  • কারোর মৃত্য তে আমারা দুঃখ শোক প্রকাশ
    করি। সেটাই সঙ্গত। সেটাই শোভন। সেটা যতই রাজনৈতিক আদর্শ নিয়ে মতভেদ থাকুক না কেন।
  • dukhe | ১৭ জানুয়ারি ২০১০ ১৪:১৮ | 117.194.232.64
  • মারা গেছেন বলে দুঃখ পেলাম । জন্মেছিলেন বলে দুঃখ আরো বেশী ।
  • bb | ১৭ জানুয়ারি ২০১০ ১৪:১৫ | 117.195.172.181
  • @ Dukhe এই বিষয়ে আপনার PJ গুলি একটু বন্ধ রাখলে উপকার হয়।
  • dukhe | ১৭ জানুয়ারি ২০১০ ১৪:১৪ | 117.194.232.64
  • কিন্তু ছুটি কদিন? শহীদের মৃত্যু কি বৃথা যাবে?
  • Arpan | ১৭ জানুয়ারি ২০১০ ১২:২৩ | 112.133.206.20
  • ১১ঃ৪৭ -এ প্রয়াত হয়েছেন।
  • Santanu | ১৭ জানুয়ারি ২০১০ ১২:১৯ | 217.196.19.45
  • জ্যোতিবাবু মারা যাবার অফিসিয়াল খবর ডিক্লেয়ার হলো।
  • Abhyu | ১৭ জানুয়ারি ২০১০ ০৯:০৮ | 97.81.101.221
  • একটা ডিসক্লেমার দিয়ে রাখি। আমাকে মেল করলে সে মেল অন্য কেউ দেখতে পারে। এখানের আইন সেই রকমই।
  • Abhyu | ১৭ জানুয়ারি ২০১০ ০৬:২৭ | 97.81.101.221
  • আজ একটা মেল পেলাম - এ রকম অটো রিপ্লাই আগে কখনো পাই নি !
    ---------
    মাননীয়/ মাননীয়া,
    আপনার ই-বার্তাটির জন্য ধন্যবাদ। বর্তমানে কোনরূপ ই-বার্তা পঠনে আমি অপারগ, এজন্য ক্ষমাপ্রাথী। বার্তাটি পঠিত হইলে যথোচিত উত্তরপ্রদানের চেষ্টা থাকিবে।
    ধন্যবাদান্তে
  • Abhyu | ১৭ জানুয়ারি ২০১০ ০৩:৩১ | 97.81.101.221
  • জ্যোতি কি নির্বাপিত? মনে হচ্ছে যে খবরটা অ্যানাউন্স করছে না। কলকাতার লোকে কি বলে?
  • Samik | ১৭ জানুয়ারি ২০১০ ০১:২৫ | 122.162.75.57
  • দাদুর গান ঃ কতবারো ভেবেছিনু ... স্বরলিপি চাই। ইন্ডিয়ান নোটেশন। কোনো সাইট হ্যাজ?
  • Arpan | ১৬ জানুয়ারি ২০১০ ২৩:০১ | 122.252.231.12
  • হে হে হে।

    একটি বাচ্চার আবার আক্কেল দাঁত উঠছে।
  • nyara | ১৬ জানুয়ারি ২০১০ ২২:৫৮ | 122.167.78.119
  • বচ্চন-কাটিং দাড়ি, স্বভাবসিদ্ধ হিউমার ও দুটি কচি ছেলেমেয়েসহ* দীপ্তেনদা, মুশকিল আসান ওরফে ভুতো, একটু পরে সংবাদিক-না-কবি চেহারার অর্পণ আর তারও কিছু পরে কল্লোলদা উইথ বৌদি এসে আমাদের ঘর আলো করেছিলেন। সবার সঙ্গে ছিল আন্তরিকতার ঝুড়ি। ব্যাঙ্গলোর জমে গেছে।

    * কচি ছেলেমেয়ে দুটি তাদের নাম বলল দিপু আর স্যান।
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১০ ২২:৫৫ | 97.81.103.70
  • সেই বটগাছে একটা প্ল্যাকার্ড ছিলঃ

    ----------------
    মা নীল কুমারী
    পরীজান ও সাউণ্ড
    সার্ভিস ভাড়ায়
    পাওয়া যায়
    প্রোঃ অমৃত দাস
    -----------------

    কি মানে কে জানে?
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১০ ২২:৫০ | 97.81.103.70
  • তাছাড়া আমি খেজুরি গিয়েছিলাম। জননী ইঁটভাটা থেকে আরম্ভ করে সেই বটগাছের ছবি - সব তুলে এনেছি। সময় পেলেই ছাপা গুরুর জন্যে লিখবো। (গুরু ১৪ নিশ্চয়ই আর বেরোবে না?)
  • dd | ১৬ জানুয়ারি ২০১০ ২২:৪৭ | 122.167.28.98
  • বউমা খি আমার দাড়ি নিয়া খোঁচাইলা ?

    আইজের ভাটের জনতা কম্বুকন্ঠ স্বীকার করেছে যে আমার চ্যাহারায় এদানী যে একটা অত্যশ্চার্য্য গ্রেভিটি এয়েছে সেটি ঐ দাড়ির ই অবদান।

    তবে বাড়ীতে বড্ডো হেনস্থা হচ্ছি। কদ্দিন ধরে রাখতে পার্বো জানি না।
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১০ ২২:৪৭ | 97.81.103.70
  • কলকাতা এয়ারপোর্টে আমাকে ধরেছিল সোয়াইন ফুলু হয়েছে বলে। আর ফেরার সময় আটলান্টা এয়ারপোর্টে এগ্রিকাল্‌চারাল প্রোডাক্টের জন্যে।
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১০ ২২:৪৫ | 97.81.103.70
  • না ঐ ৩২ কেজি বইয়ের বেশ কিছু অন্য লোকের। ছয় ঋতুর গান (রণজিৎ গুহ) থেকে আরম্ভ করে এমনকি একটা সংসদের ডিকশনারি পজ্জন্ত এনেছি।
  • Arpan | ১৬ জানুয়ারি ২০১০ ২২:৪৩ | 122.252.231.12
  • ইসে আমার ভাগের ২৩ কেজি
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১০ ২২:৪২ | 97.81.103.70
  • কদিন অপেক্ষা কর। মিডিয়া মেলে পাঠিয়েছি (শুধু তোমাকে না, সবাইকেই)। নইলে বাজেটে কুলোচ্ছিল না। পেলেই প্রাপ্তিস্বীকার করবে।
  • Arpan | ১৬ জানুয়ারি ২০১০ ২২:৪২ | 122.252.231.12
  • অভ্যু জিনিয়াস। নইলে তো আমার ২৩ কেজির মাত্র ৩-৪ কেজি বেঁচে থাকে আমার নিজের জিনিসের জন্য।
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১০ ২২:৩৯ | 97.81.103.70
  • ৩২+৮+১+৫=৪৬=২৩*২
  • m | ১৬ জানুয়ারি ২০১০ ২২:৩৯ | 173.26.17.106
  • দীপ্তেন্দা,!!!! এই ছিলো তোমার মনে!!!!
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১০ ২২:৩৮ | 97.81.103.70
  • আছে আছে। প্রিপান্নালাল ভালো রেকর্ডিংও কিছু আছে (মৃণালকান্তির গাওয়া কালো মেয়ের পায়ের তলায়)
  • m | ১৬ জানুয়ারি ২০১০ ২২:৩৭ | 173.26.17.106
  • অভ্যু, ৫০ কেজি জিনিস কেমনে নিয়ে এলে? আর আমি সেই সারপ্রাইজের অপেক্ষায় অধীর হয়ে উঠেছিঃ)
  • dd | ১৬ জানুয়ারি ২০১০ ২২:২৫ | 122.167.28.98
  • অভ্যু
    শ্যা স আমারে পাঠাইতে পারো। আগে য্যামন কায়দায় পাঠাইছিলা,ত্যামনে পাঠাও।

    আর পোস্ট পান্নালাম শ্যা স কিসু নাই? পুরানাগুলার রেকর্ডিং বড্ডো খারাব।
  • Abhyu | ১৬ জানুয়ারি ২০১০ ২২:২০ | 97.81.103.70
  • ৫০০গ্রাম শ্যামাসঙ্গীতও এসেছে। কারো চাই?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত