এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Du | ১৫ জানুয়ারি ২০১০ ০১:৪৬ | 65.124.26.7
  • কিন্তু ধর্মেন্দ্র কি তিনতলা উঠতে পারে না? কত বলে 'মৌসী' ম্যায় আ রহা হুঁ কল্লো ওপর থেকে, তো ছেলেছোগরারা সে কথা ভুলেই গেছে।
  • dd | ১৫ জানুয়ারি ২০১০ ০১:৩৩ | 122.167.27.70
  • পাইদি
    গোলমরিচ? দিয়েছিলাম তো।
    অ্যাখন এট্টু ছোটা সা ব্রেক (এই ঘন্টা দশেকের জন্য)।
    ততোক্ষন ......
  • m | ১৫ জানুয়ারি ২০১০ ০১:২৭ | 173.26.17.106
  • অক্ষ,চারটে ডিম আমাদের জন্যে, ছেলে সেদ্ধ ডিম প্রায় খায় না বল্লেই চলে।
  • m | ১৫ জানুয়ারি ২০১০ ০১:২৬ | 173.26.17.106
  • হ্যাঁ সব আছে। মায় কারিপাতা অবধি।
  • m | ১৫ জানুয়ারি ২০১০ ০১:২৫ | 173.26.17.106
  • ঃ)))কাল ই দিও।
  • pi | ১৫ জানুয়ারি ২০১০ ০১:২৫ | 72.83.210.50
  • আর, গোলমরিচ লাগবে না ?
    ক্ষীঃ খাণ্ড !
  • dd | ১৫ জানুয়ারি ২০১০ ০১:১৭ | 122.167.27.70
  • হ্যাঁ বৌমা,
    বাড়ীতে পোস্তো আছে তো? নার্কেল? টমেটম ? এ গুনো লাগবে।

    কারি পাত্তা ??(আমি অবশ্য দি নি)
  • dd | ১৫ জানুয়ারি ২০১০ ০১:১৩ | 122.167.27.70
  • বৌমা
    প্রাণপনে চাইড্ডা সেদ্দো ডিমেরে আগ্লাইয়া রাইখখো। পরের ব্যাটারে সামলাও।

    কাইলে,আমাগো সকালেই, রেছিপি দিমু 'খনে।

    অখন দিতে গ্যালে টেকনিক্যাল বিপত্তি আসে।
  • a x | ১৫ জানুয়ারি ২০১০ ০১:১২ | 143.111.109.1
  • তিনটেমানুষের্চারটেডিম ভাগ হবে কেং কয়ে?
  • a x | ১৫ জানুয়ারি ২০১০ ০১:১১ | 143.111.109.1
  • পাই'এর প্রেম জীবন নিয়ে আমার এবার ঘোর সন্দেহ জাগছে।
  • pi | ১৫ জানুয়ারি ২০১০ ০১:০৯ | 72.83.210.50
  • অক্ষদা, সিরিয়াসলি খান দুই কথা তোমাকে বলার ছিলো।
    মিলির প্রকৃত বন্ধু হিসেবে তোমার যা যা করা উচিত ছিলো বলে আমার মনে হয়ঃ
    ওকে বলা উচিত ছিল এভাবে সময় নষ্ট না করতে। ওকে পরামশ দিতে পারতে, এভাবে আগে ভাগে না যেতে, পার্থদা যখন দেরি ই করে। এতে করে তুমি ওর মূল্যবান সময় বাঁচাতে। প্রেম করে যে পড়াশুনা , কেরিয়ার ইত্যাদির যে ক্ষতিটা করচে, সেটা একটু মেক আপ দিতে পারতো।
    এমনকি তুমি ওকেই উল্টে দেরি করে যেতে বলতে পারতে। তাতে ওর আরো সময় বাঁচতো। সেক্ষেত্রে তুমি নাহয় পার্থদাকে ডিমের ঝোল সমেত একটু কোম্পানী দিতে। এবং সেক্ষেত্রেও তোমাকে আমরা অন্যের প্রেমে নিবেদিতপ্রাণা ই বলতুম।
  • m | ১৫ জানুয়ারি ২০১০ ০১:০৮ | 173.26.17.106
  • দীপ্তেন্দা, শিগ্গির রেসিপিটা লিখে দাও, চারটে ডিম সেদ্ধ করাই আছেঃ)
  • m | ১৫ জানুয়ারি ২০১০ ০১:০৭ | 173.26.17.106
  • আজ্জো,সেই ভালো স্টু এর দোকানটা কলেজ স্কোয়্যারের হিন্দু স্কুলের পাশের পাঁচিলটার ধারে ছিলো।একটা ছোট খুপরি। সেখানে খুব ভালো স্টু পাওয়া যেত অবশ্যি চিনি র বদলে সেখানে কয়েক দানা গোলমরিচ দিতো বটেঃ)
  • kc | ১৫ জানুয়ারি ২০১০ ০১:০২ | 89.203.49.18
  • কম্পানি দেওয়া না পাহারা দেওয়া? সেক্ষেত্রে দারোগাবাবু বলাটা ঠিকই আছে। ঃ)
  • dd | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৫৯ | 122.167.27.70
  • ক্ষিঃ মুশকিল?

    এই ফুটকিটা ক্যে? সে খি র বাবু? তাইলে হারাধনের আরেকটির সন্ধান মিল্লো। কিন্তু র বাবু আপুনি খি আবার বিলাতে ? নইলে অ্যাতো রাতে....?
  • a x | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৫৬ | 143.111.109.1
  • অন্যের প্রেমে নিবেদিত না? প্রেমিক না আসা অবধি কম্প্যানি দেওয়া। প্রেমিক এলে কেটে পড়া, তাপ্পর প্রচুর ঝার ছিল ওদের সেই সব প্রোটেকশন দেওয়া। ছোট থেকেই আমি এরকম স্নেহময়ী।
  • tkn | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৫৫ | 122.163.77.169
  • আরে! ঘটি ব্যাপারটাই তো ধাতব। এট্টু শব্দ তো হবেই! তারে কি শোরগোল বলে!! ঃ-((

    হাঁসের ডিমের ঝোল, সবসময়েই অমৃত ঃ-))
  • pi | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৫৫ | 72.83.210.50
  • এর থেকে আমি ডিডিউস করেছি, যে ডিমের মূল্য তুমি দাও সেগুলি তুমি পাড়ো।
    এটা দুদির ধাঁধা র এট্টু সহজ ছিলো কিন্তু। সে তুমি যাই বলো। ঃ)
  • pi | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৫৩ | 72.83.210.50
  • name: a x
    Date :15 Jan 2010 -- 12:32 AM

    যে ডিম আমি পাড়ি নাই, সেই ডিমের মূল্য আমি দিতে যাব কেন?
  • a x | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৫১ | 143.111.109.1
  • অগা ঢপ মারছে, এত বোঝাই যাচ্চে। স্টু কখনও ঝাল ঝাল হয়? এত অক্সিমোরোন।
  • aka | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৫১ | 168.26.215.13
  • আরে সবটাই কাস্টোমাইজেবল। অমুক দা (নামটা ভুলে গেছি) বলে দিত ঝাল স্টু। মানে স্টুয়ের মাংস কিন্তু ঝালের ঝোল। তেমনি ডিম দিতে বললেই দিয়ে দিত। সেখানে হাঁসের ডিমের ঝোল নির্ঘাত পাওয়া যেত। খেয়ে দেখি নি কোনদিনও যদিও। ঃ)
  • kc | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৫১ | 89.203.49.18
  • টালিগঞ্জে ,sra র মেন গেটের বাইরে একটা ঝুপস টাইপের দোকান আছে, দুর্দান্ত রকমের (হাঁসের ডিমের ঝোল) বানায়।
  • . | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৫১ | 115.117.228.165
  • দীপ্তেনদা, আছি.. রণে বনে জলে জঙ্গলে.. যখনই বিপদে.. আমাকে স্মরণ....আমিই রক্ষা......
  • dd | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৫০ | 122.167.27.70
  • বৌমা
    আইজে অ্যাগটা ডিম রাঁদলাম। বেশ ভালো হলো। নতুন রকমের।
    তক্কে অক্কে থাইক্কো। কাইলে রেছিপি দিমু খনে ।
  • aka | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৫০ | 168.26.215.13
  • একটু ল্যাটারাল থিংকিং করলেই বোঝা যাবে অক্ষদা হাঁস নহে।
  • m | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৪৯ | 173.26.17.106
  • চিকেন স্টু!! ওটাতে ডিম ও থাকে!!
  • a x | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৪৯ | 143.111.109.1
  • পাই মনে হচ্চে দু তে মেটামর্ফোর্স করছে।

    হাঁসের ডিমের ঝোল খেতে আমিও বহুত ভালোবাসি। আর কি আশ্চর্য, জীবনে কোনোদিনও হাঁসের ডিমের মূল্য দিইনি কিন্তু খেয়েছি।
  • m | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৪৭ | 173.26.17.106
  • আমি ঐ ডিম খেতে প্রকান্ড ভালোবাসি।
  • pi | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৪৬ | 72.83.210.50
  • আর অন্যের-প্রেমে-নিবেদিত-প্রাণ অক্ষ ই বা তুমি হলে ক্যামনে ?
    তোমার পোস্ট অনুযায়ী,বড়জোর অন্যের-ডিমে-নিবেদিত-প্রাণ অক্ষ , এই অব্দি বলা যেতে পারে।
    অবশ্য x=প্রেম যখন, x তো আন্ডা হতেই পারে।
  • aka | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৪৬ | 168.26.215.13
  • কলেজ স্কোয়ারে, কার যেন একটা ক্যান্টিন, যেখানে চিকেনের ঝাল ঝাল স্টু পাওয়া যায়/
  • m | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৪৪ | 173.26.17.106
  • আজ্জো কে আমার একটাই প্রশ্ন,কোলকাতায় কোন দোকানে হাঁসের ডিমের ঝোল পাওয়া যায়?জেনে রাখি,পরে কাজে লাগতে পারে!
  • pi | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৪৩ | 72.83.210.50
  • অর্থাৎ,অক্ষদা যেসব ডিমের মূল্য দ্যায়, সেগুলো অক্ষদা পেড়েছে।
    অক্ষদার গ্রসারি স্টোরের উপর নজর রাখা হউক।
  • m | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৪২ | 173.26.17.106
  • কেসি, বাঘের ঘরেই ঘোঁঘের বাসাঃ)))
  • aka | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৪১ | 168.26.215.13
  • শেষ প্রশ্ন ডিম গুলো কি মুরগীর না হাঁসের?
  • a x | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৪০ | 143.111.109.1
  • ওটা অপেক্ষা না, প্রতীক্ষা হবে। প্রতীক্ষার মধ্যে একটা শবরী শবরী ব্যাপার আছে।
  • a x | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৩৯ | 143.111.109.1
  • এখানে দারোগা রূপক কার ওপর প্রয়োগ করা হল? অপেক্ষামান-প্রেমিকা-মফস্বলবাসী মিলিকে? না সিভিক-সেন্স-টনটনে-অন্যের-প্রেমে-নিবেদিত-প্রাণ-শহরবাসী অক্ষকে?
  • kc | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৩৬ | 89.203.49.18
  • ডিম পাড়ে হাঁসে, খেয়ে যায় দারোগাবাবু।
  • a x | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৩৪ | 143.111.109.1
  • এইযো ইন্দো বেসি মিলিসিমিলি করোনি। মাইয়া তোমাদের পাড়ার। দেব নাকি খপর?
  • kc | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৩৩ | 89.203.49.18
  • দুনিয়ার সব বাঙালগুলোকে আইপি অ্যাড্রেসসহ ব্যান করা হোক, তাতে যদি কিছু ভাল দার্শনিক ঘটিদের আইপিও ব্যান হয়ে যায়, তো কুছ পরোয়া নেহি, সেগুলোকে কোল্যাটারাল ড্যামেজ বলে মেনে নিতে হবে। ঃ)
    সবাইকে পিঠেপুলির আর নলেন গুড়ের পায়েসের শুভেচ্ছা। সব্বাইকে।
  • a x | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৩২ | 143.111.109.1
  • যে ডিম আমি পাড়ি নাই, সেই ডিমের মূল্য আমি দিতে যাব কেন?
  • m | ১৫ জানুয়ারি ২০১০ ০০:২২ | 173.26.17.106
  • আগেই কয়েছিলাম,ঘটিরা শোরগোল ফেলতে ওস্তাদঃ)
  • tkn | ১৫ জানুয়ারি ২০১০ ০০:২১ | 122.163.77.169
  • ঃ-))))))
    এই ঠান্ডায় মিনিয়াপুলিশেরা সব জমে গ্যাছে নিঘ্‌ঘাত
  • dd | ১৫ জানুয়ারি ২০১০ ০০:১৯ | 122.167.27.70
  • যাগ। অন্ততঃ একজনেরে মিনিয়াপুলিশে ধরে নাই।
  • tkn | ১৫ জানুয়ারি ২০১০ ০০:১৫ | 122.163.77.169
  • ও ডিডিদা, স্যার তেকোনা এখান বিশশো ও ও ণ ব্যাস্ত হয়ে কাজাচ্ছে ঃ-( তাই আসে যায়, কতা কওনের সময় পায় না। কারণ কইলেই তো হবে না, তার প্রেক্ষিতে কে কি কইল সেটাও তো পড়তে হবে, আবার তার প্রেক্ষিতে লিখতেও ঃ-((

    তবে আজ আর চুক্করে থাকা গেল না। আকাবাবু, কলকাতায় সব্বাই টিকিট কাটে। কে বল্ল কাটে না! এই যে আপনি বছর বছর সপরিবারে কলকাতা থেকে প্লেনে করে উড়ে যান, টিকিট না কেটে থোড়াই যান!! তবে হ্যাঁ, মেয়ে হয়ে টিকিট কাটে না, এমনটি দেখি নাই...

    ঘটি আর দুরাত্মা নিয়ে থিওরিটা ঠিক ধরতে পাল্লুম না। তবে যদি তাতে ঘটিদের প্রতি কোনো কটাক্ষ থাকে তবে প্রতিকটাক্ষে সে কটাক্ষকে নস্যাৎ কল্লুম
  • m | ১৫ জানুয়ারি ২০১০ ০০:০২ | 173.26.17.106
  • দোকান টা শুধু ডিমের দাম নিতো, রুটি ফাউ।
  • aka | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:৫১ | 168.26.215.13
  • আর রুটি তার পয়সা কে দিত? ওটা মনে হয় পার্থদা দিতেন।
  • m | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:৫১ | 173.26.17.106
  • মিলি মনে হয় মোহন বাগানের সাপোর্টার।
  • aka | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:৫০ | 168.26.215.13
  • হ্যাঁ এই প্রশ্নটা আমারও অক্ষদা কি ডিমের দামও দিয়ে দিত? কটা ডিম?
  • kc | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:৪৮ | 89.203.49.18
  • অক্ষ কেমন করে সব গুলোই শিফট করে দিল, আগেই বলল যে টিকিট কাটতনা এখন আবার উল্টো বলে, এবার বলবে ডিমের দামও দিয়ে দিত, btw অক্ষ কি ইষ্ট বেঙ্গলের সাপোর্টার?
  • I | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:৪৭ | 59.93.255.182
  • সি মিলি সিমিলিবাঁশ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত