এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১০ জানুয়ারি ২০১০ ০৯:০৭ | 72.83.210.50
  • জোড়াপুঁটিকে একজোড়া হাম্পি আর ওদের মা ও বাবাকে একজোড়া অভিনন্দন।

    ইন্টেলিখোকার জন্মদিনের শুভেচ্ছার সাথে সাথে একটু কম সোসনওয়ালা আপিসজীবনের উইশ রইলো ঃ)

    আর এই খুশির মরশুমে সবার জন্য রইলো ওপেন কোলা, ফিরি বীয়ার ইত্যাদি। চিয়ার্স ! ঃ)

    http://en.wikipedia.org/wiki/OpenCola_(drink)http://en.wikipedia.org/wiki/Free_Beer

  • sinfaut | ১০ জানুয়ারি ২০১০ ০৮:৩৮ | 117.194.196.104
  • পাল্লিন ও তার পুঁটিসদের অনেক অনেক অভিনন্দন।
  • Du | ১০ জানুয়ারি ২০১০ ০৭:৫৩ | 70.104.18.212
  • কপিবাজী করতে করতে হাজার বছরের পুরোনো দেশের এখন founding fathers বানাতে হচ্ছে !
  • Du | ১০ জানুয়ারি ২০১০ ০৪:৫৫ | 70.104.18.212
  • আমরাই তো ক্যানাডা ঠান্ডায় বসে আছি - তিন-চার দিন ধরে পুরোটাই জিরোর নীচে -
  • a x | ১০ জানুয়ারি ২০১০ ০৪:০৩ | 143.111.22.23
  • টর্চ, মোমবাতি, দেশলাই; জ্বর, পেটখারাপ, সর্দি-মাথা ব্যাথার ওষুধ; প্রচুর খাবার জল, পাউঁরুটি, জেলি, মাখন, ক্যানড স্যুপ।

    ইলেক্ট্রিসিটি আর রানিং ওয়াটার কানেক্টেড হলে, বালতিতে জল, বাথ টাব ভর্তি জল।

    আইকের অভিজ্ঞতার ফসল।
  • pipi | ১০ জানুয়ারি ২০১০ ০৩:৫৩ | 78.52.65.83
  • দ্রি, এই প্রবল স্নো ফল, হাড় কাঁপানো ঠাণ্ডা আর হাওয়ার মধ্যে কোন বেচারাকে হোম ডেলিভারির জন্য টেনে বের করতে মন সায় দিচ্ছে না। ভরসাও করতে পারছি না। ট্রাম বাস বন্ধ হয়ে গেছে। আজ সন্ধ্যেতে ফেরার সময় ট্রেন দুই স্টেশনের মাঝে আটকে গেছিল পনের মিনিট। তাইতেই ইউরোস্টারের আতঙ্ক ধরে গেছে। নেহাত ট্রেনখানা ডয়েচ বানের আর দেশটা জার্মানি তাই ঘরে ফিরতে পেরেছি। তবে খবরে বারবার করে বলছে আগামী দিন কয়েকের জন্য খাবার দাবার কিনে নিয়ে বাড়ি বসে থাকতে। তার চেয়েও বাজে ব্যাপার আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে বিদুৎ না থাকতে পারে (সেটা না থাকলে রান্না বান্নার কি হবে ভগা জানে। রেডিমেড খাবার কিনে ঘরে জমা করতে তো বলছে কিন্তু সেগুনো গরম কত্তেও তো ইলেক্টিরি আভেন লাগে!)। ঘরের হিটিংএরই বা কি হবে তাহলে কে জানে। আমি এইসব দেখেশুনে এক বোতল গ্রাপ্পা আর উমদা লেমনচেল্লো মজুত করেছি। বোতল টেনে ফিনিশ করে ঘুমিয়ে পড়তে পাল্লেই আর কিছু নিয়ে টেনশন করতে হবে না। ঘুম ভেঙ্গে উঠে দেখব আল ইজ ওয়েলঃ-)
  • a x | ১০ জানুয়ারি ২০১০ ০৩:০৬ | 143.111.22.23
  • আমাকে অ্যাডপ্ট করতে পার। ডায়াপার বদলাতে হবেনা।
  • m | ১০ জানুয়ারি ২০১০ ০২:৫৭ | 173.26.17.106
  • অক্ষ,
    নাঃ,জুনে ছেলের ছয় হবে- ডায়পার বদলানোর স্মৃতি ধূসর হয়ে এসেছে। আবার নতুন করে সব ভাবলে কিলিকিলির ক্ষণিক রোমাঞ্চর বদলে হাড় হিম হয়ে যায়ঃ)
    সর্বশেষ ,মেয়ে হবার নিশ্চয়তা কেউ দিতে পারছে নাঃ))
  • m | ১০ জানুয়ারি ২০১০ ০২:৫২ | 173.26.17.106
  • কিলিকিলি মানে ইল্লি বিল্লি কিল্লি কিল্লি,মানে উলিবাবালে জাতীয়ঃ)
  • a x | ১০ জানুয়ারি ২০১০ ০২:৩৪ | 143.111.22.23
  • ঃ-) এ আর এমন কি শক্ত কাজ, প্লাস একবার তো ঘুরেই এসেছ, ইচ্ছেটা সত্যি করে ফেল।

    কিন্তু এই অল্প গ্যাপের দুটো বাচ্চা খুব ভালো জিনিস, পাঁচ-সাত বছর একেবারে টেনে নামিয়ে দাও, ওদের দুজনেরও পিঠোপিঠি হুল্লু করার সুযোগ।
  • Arpan | ১০ জানুয়ারি ২০১০ ০২:৩১ | 112.133.206.20
  • কিলিকিলি ইচ্ছেটা ঠিক কী?
  • m | ১০ জানুয়ারি ২০১০ ০২:২৪ | 173.26.17.106
  • কারুর মেয়ে হয়েছে শুনলেই এখনো আড়চোখে ঘেঞ্চুর দিকে তাকিয়ে কেমন একটা ফোঁ ও ও স মতো পড়ে।আর তারপরেই মনের মধ্যে কিছুক্ষণের জন্যে কেমন একটা কিলিকিলি ইচ্ছে জাগে!
  • aka | ১০ জানুয়ারি ২০১০ ০২:০০ | 24.42.203.194
  • পাল্লিন ও দুই পুঁটির বাবাকে অনেক অভিনন্দন। আর দুই পুঁটির জন্য রইল আদর।
  • Blank | ১০ জানুয়ারি ২০১০ ০০:২১ | 59.93.193.200
  • শমীকের ঐ ওয়ান ডাইমেনশনাল বডি তে ঠান্ডা লাগার জায়গা পায় কোথা থেকে!!!
  • Blank | ১০ জানুয়ারি ২০১০ ০০:২০ | 59.93.193.200
  • পুঁটিস দের কে অনেক আদর ঃ-)
  • Paramita | ১০ জানুয়ারি ২০১০ ০০:১৩ | 59.93.197.67
  • আমরা কলকাতায় বুড়ি ছুঁয়ে মঙ্গলবার সকালে লুরু পৌঁছচ্ছি। ফোনাবো।
  • Arpan | ০৯ জানুয়ারি ২০১০ ২৩:৫৩ | 122.252.231.12
  • পামিদি, তোমরা কোথায়? ন্যাড়াদাকে বোলো এখানে আসার আগে ফোনাতে।
  • Paramita | ০৯ জানুয়ারি ২০১০ ২৩:৩৪ | 59.93.197.67
  • কলকাতায় পৌঁছে গুরুতে ঢোকার আগে অর্কুটে লগিন করে ডানদিকে পাল্লিনের ছবিটা দেখে ভাবলাম - পুঁটির পুরোনো ছবি লাগোয়েছে ক্যানো, এই তো কদিন আগে জম্মদিন গ্যালো। কি কান্ড! অভিনন্দন, অভিনন্দন। দু বছর ন মাসের তফাত নিয়ে হিমশিম খেতে খেতে হয় আর এ তো প্রথমটির গা থেকেও নিউ অ্যারাইভাল গন্ধ যায় নি। কিন্তু কদিন বাদে যখন একসঙ্গে খেলবে, দারুন "ফান"। বাবা-মা-কে শুভেচ্ছা।
  • Samik | ০৯ জানুয়ারি ২০১০ ২৩:২৯ | 122.162.75.9
  • ঐসব স্পেকুলেশন কইর‌্যো না। আমার জন্ম হয়েছিল পাহাড়ে, মাঘ মাসের ঠান্ডায়। সেই থেকে আমি এখনও ঠান্ডায় কাঁপি। অসম্ভব শীতকাতুরে। গরমে কোনও কষ্ট হয় না। ঘামও হয় না।
  • dri | ০৯ জানুয়ারি ২০১০ ২৩:২৯ | 117.194.237.185
  • পিপি, আরে এই তো হোম ডেলিভারির সময়। ফোন করে ঘরে খাবার আনিয়ে নিন। পিৎজা (নাকি ফ্র্যাঙ্কফুর্টের?)। (ভালো সার্ভিসের পরীক্ষা হয়ে যাবে হাতেনাতে)।
  • dri | ০৯ জানুয়ারি ২০১০ ২৩:২০ | 117.194.237.185
  • নাঃ, পার্লিন আমাদের, ম্যানেজমেন্টের ভাষায় যাকে বলে, সত্যিকারের প্রোডাক্টিভ। চোখের পাতা পড়তে না পড়তেই দু নম্বর নামিয়ে দিলেন। কনগ্র্যাট্‌স।

    আর মেয়েটা এই হেভি স্নোফলের মধ্যে হল। বড় হয়ে এ ইগ্‌লু নিয়ে খেলা করবে। মোটেও শপিং করবে না।
  • M | ০৯ জানুয়ারি ২০১০ ২৩:০৯ | 59.93.193.70
  • লোকের ক্যামন দুটো তিনটে মেয়ে থাকে! এদিকে আমার একটাই ছেলে, উফ্‌হ্‌হ্‌হ!!!!!!!

    মেয়েরা ইতনা সুইট হয় যত বড় হয়, আর ছেলেরা যত বড় হয় তত ক্যামন গম্ভীর মতো হয়ে যায়।
  • Du | ০৯ জানুয়ারি ২০১০ ২৩:০৪ | 70.104.18.212
  • ওরে, কি সারপ্রাইজ ! কনগ্র্যা পাল্লিন।
    ইন্টেলিকে হ্যাবাড্ডি।
  • M | ০৯ জানুয়ারি ২০১০ ২২:৫৮ | 59.93.193.70
  • ইন্টেলিকে জম্মোদিনের শুভেচ্ছা, আর পাল্লিনকে কনগ্রা।

    আচ্ছা খবোরোলা কি অন্য নামেও এখানে লেখেন?
  • Arpan | ০৯ জানুয়ারি ২০১০ ২২:৫৫ | 122.252.231.12
  • ডিডিদা, অসা। ঃ-)

    ব্রতীশ, হ্যাপি বাড্ডে।
  • dd | ০৯ জানুয়ারি ২০১০ ২২:৪৫ | 122.167.15.227
  • হাঃ। আর পরের ব্যাটার জন্য দুঃখ্‌খু কইরো না।

    আমার তো তিনটে মে' (হ্যায় কই আর কই মাই কি লাল?) - বড় তৃপ্তিতে থাকি। শপিং ফপিং হলে নিজেরাই একটা বিরাট দল। আমি থাকলেই অশান্তি।

    তাই আমি ঐ সব ট্রিপে বাদ। দু পক্ষেই অসম্ভব অনর্গল শান্তি ও সহবস্থান।
  • dipu | ০৯ জানুয়ারি ২০১০ ২২:৪৪ | 59.164.232.49
  • পারিনা পারিনা ! ঃ-)))))
  • Samik | ০৯ জানুয়ারি ২০১০ ২২:৪৩ | 122.162.75.9
  • পাগলা। অসা !!
  • dd | ০৯ জানুয়ারি ২০১০ ২২:৪১ | 122.167.15.227
  • আ রেঃ

    সরলপুঁটির কথা শুনে উত্তাল আহ্লাদিতো হলাম।

    ওনার জন্য পোথোম পেমের কবিতা (ভবিষ্যতের পাতা থেকে টুকে দিচ্ছি হেথায়)

    অ্যাই ও অহনা
    তুমি আমার হিদয়ের গহনা
    কি সারাদিন মলে ঘোড়াঘুড়ি
    এট্টু চুপ করে বসে
    মিঠি মিঠি বাত কহোনা।
  • ranjan roy | ০৯ জানুয়ারি ২০১০ ২২:৪১ | 115.184.83.34
  • পল্লিনকে অভিনন্দন। গুরু পরিবারে জোড়াপুঁটির অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
    তবে বাছা পাল্লিন, ৩ঃ১ নিয়ে এতো নিশ্চিন্ত হোয়ো না। নিজের অনুভব থেকে বলছি-- পুঁটিরা একটু বড় হলে পরের ব্যাটা ওদের নিজের ক্যাম্পে নিয়ে তোমাকে ১ করে দেবে-- সেই সম্ভাবনাই বেশি।
  • Bratin | ০৯ জানুয়ারি ২০১০ ২২:২৩ | 117.194.99.72
  • ব্রতীশ কে জন্মদিনে র অনেক শুভেচ্ছা....
  • dipu | ০৯ জানুয়ারি ২০১০ ২২:০৯ | 59.164.232.49
  • সরপুঁটি অতি খলবলে হউক ঃ-)

    ইন্টেলিকে হ্যাবাড্ডে ঃ-)
  • pipi | ০৯ জানুয়ারি ২০১০ ২২:০২ | 78.52.65.83
  • উফ্‌হ্‌হ্‌হ! শেষমেষ বাড়ি এসে পৌঁছলাম! আমি তো ভাবছিলাম আজ আমার তুষারসমাধি হবে। ম-মামী, আমার একপাশে এক বিষম বিধঘুটে বুড়ো আর তার পেল্লায় কুত্ত (দুজনার কেউই আমায় দু চক্ষু পেড়ে দেখতে পারেনা, বলাই বাহুল্য), অন্যপাশে তধধিক বৃদ্ধ এক বুড়ি যে আছে না নেই হয়ে গেছে বোঝাই যায় না। ডাকব কাকে? শেষটায় তাই দুগ্গা নাম স্মরণ করে বীরদর্পে বেরিয়েই পড়লাম। যাবার সময় তো কোনমতে হাওয়ার ধাক্কায় ধাক্কায়িতে হতে হতে আধা স্নো (উও)ম্যান হয়ে একহাঁটু বরফে খব্‌ খব্‌ করে দোকানে পৌঁছে গেলুম। ফেরার কালে একে একপেট খিদে তায় উল্টো বাগের হাওয়া তায় পিঠে এক ব্যাগ, কাঁধে আরেক আর দুই হাতে দুই নিয়ে ঐ বরফ সমুদ্র ভেঙ্গে আর নড়তেই পারি না। এদেশে ৯১১ নেই যে এসে উদ্ধার করবে। শেষকালে এক ধূধূ বরফ ভ্যালীর (আসলে পার্ক) এক উঁচুমতন বরফ ঢাকা কি যেন কি (আসলে পার্ক বেঞ্চ)র উপর ধপ করে বসে হাল ছেড়ে দিলুম। প্রায় যখন বরফ মানবী হয়ে গেছি তখন একবার শেষ চেষ্টা করি এইভেবে টেনে হিঁচড়ে ছেঁচড়ে কোনমতে খাবি খেতে খেতে শেষমেষ বাড়ি।
    বাড়ি ফিরে দেখি কাল যার জন্মদিন তার উপহারটি কিনতেই ভুলে গেছিঃ-( ইদিকে কাল রবিবার, গোটা বার্লিনের সাপ্তাহিক বন্ধের দিন। অগত্যা আবার বেরোচ্ছিঃ-((
  • Samik | ০৯ জানুয়ারি ২০১০ ২২:০১ | 122.162.75.9
  • পল্লিনকে কংগ্র্যা ... অনেক নিঘ্‌ঘুম রাত হোক তোর।

    আজ ইন্টেলির জন্মদিন। এতক্ষণে ওক্কুট খুলে টের পেলুম। হ্যাবাড্ডি ইন্টেলি।
  • m | ০৯ জানুয়ারি ২০১০ ২১:৩০ | 173.26.17.106
  • মা পিপি, ঘরের আঁতিপাতি হাটকে দেখো,পাইলেও পাইতে পারো এক চামচ কফি- সেটা খেয়ে সহৃদয় কাউকে ফোনে /পাশের বাড়িতে পাও কিনা দেখোঃ)
  • m | ০৯ জানুয়ারি ২০১০ ২১:২৭ | 173.26.17.106
  • পারো, এসে পৌঁছেছে অবশেষেঃ))))
    অনেক অভিনন্দন,আর বাঙালের পো র জন্যে অনে এ এক সমবেদনা রইলোঃ))
  • tkn | ০৯ জানুয়ারি ২০১০ ২১:১৬ | 122.173.178.240
  • পাল্লিন, ইয়াব্বড় ব্যাগ ভত্তি শুভেচ্ছা দিলাম। নামও সুন্দর হয়েছে, তবে আমরা কি সরল পুঁটি আর জটিল পুঁটি বলে ডাকব? সোজা করে সপুঁটি আর জপুঁটিও ডাকা যেতে পারে।
    মা এবং খুকুদের কলতানে মুখরিত হোক ডাবলিন এই কামনা কল্লুম ঃ-))
  • P | ০৯ জানুয়ারি ২০১০ ২০:৫৮ | 93.107.131.205
  • ব্রতীন , ইন্টেলি , ডাগদার , থ্যাংকিউ ঃ-)

    আমরা বঙ্গসমিস্কিতির প্রথামতন জোড়া নাম রেকেচি। ডাকনাম রায়া ,"ভাল"নাম অহনা ! কেমন হইচে ?
  • I | ০৯ জানুয়ারি ২০১০ ২০:৪০ | 59.93.211.115
  • অরে বীরাঙ্গনা পাল্লিন,
    অভিনন্দন ! অভিনন্দন!

    তা, শরীল-গতিক ভালো আছে তো? পুঁটিদ্বয় ও মাছের মায়ের? ছবি কবে দেখবো?
  • intellidiot | ০৯ জানুয়ারি ২০১০ ২০:১৪ | 61.8.134.18
  • ফৌজি নাম্বার দো... (সর + ১)পুঁটীর মা-রে অনেক অনেক শুভেচ্ছা ঃ-)
  • Arpan | ০৯ জানুয়ারি ২০১০ ১৯:১৮ | 122.252.231.12
  • কী নাম রেখেছ সরলপুঁটির?
  • P | ০৯ জানুয়ারি ২০১০ ১৯:০৫ | 93.107.131.205
  • অজ্জিত , আমি কি ডরবার পাব্লিক ?? ঃ-P তস্যপুঁটী এগারোদিনের ওভারডিউ ছিল তো , পোশ্‌শু হোলো , কাল বাড়ি চলে এলুম বরফের ফোরকাস্ট ইত্যাদি দেখে।

    অপ্পন , ;-)। পোস্টটা রিরাইট করার উপায় নাই ।
  • Bratin | ০৯ জানুয়ারি ২০১০ ১৮:৩২ | 117.194.97.9
  • কনগ্রাটস !!
  • Arpan | ০৯ জানুয়ারি ২০১০ ১৮:২৯ | 112.133.206.20
  • আরে পাল্লিন কনগ্রা! কনগ্রা!!

    "মোর টু ফলো সুন' - এই মেসেজটার জন্য আগাম আরো ক'দফা কনগ্রা জানিয়ে রাখব? ;-)
  • Arijit | ০৯ জানুয়ারি ২০১০ ১৮:০৬ | 61.95.144.122
  • কনগ্র্যা পাল্লিন (ভয়টা পরে দেখাবো)। তুই এদ্দিনে বাড়ি এলি না এদ্দিনে পুঁটি এলো?
  • pipi | ০৯ জানুয়ারি ২০১০ ১৭:২৬ | 78.52.65.83
  • ইয়ো পাল্লিন, বাধাই হো! বাধাই হো! নতুন বছরের সবচে জম্পেশ খপর! তা পুঁটি আর তার বোন সরপুঁটির ছবি লাগা না.... পরের ব্যাটা আউটনাম্বার্ড হওয়ায় এখুনি অত্তো পুলকিত হস না। হয়তো দেখবি বাপসোহাগীরা বাপের সাথে হাত মিলিয়ে তোকেই আউটগ্রোন করে দিলোঃ-)

    অজ্জিত, দেশেবিদেশে দিয়ে তো আর পেটের খিদে মিটবে নাঃ-(
  • P | ০৯ জানুয়ারি ২০১০ ১৭:১০ | 93.107.131.205
  • ওহ সবচায়তে ইম্পর্ট্যান্ট , এই নব অ্যারাইভ্যালে পরের ব্যাটা বাড়িতে বিচ্ছিরিভাবে আউটনাম্বার্ড।

    গন দোস ডেস ....... শপিং মলে মুষ্টিবদ্ধ হাত আর শক্ত চোয়ালে আমার দিকে গনগনিয়ে চোখে তাকিয়ে থাকা ! ৩ঃ১ রেশিওতে আমরা তিনজন ওসব ভড়ংবাজীকে কবে কালেকালে কাঁচকলা দেখাবো সেই ভেবে আমি পলকে পলকে পুলকিত হচ্চি ঃ-))))
  • P | ০৯ জানুয়ারি ২০১০ ১৭:০৬ | 93.107.131.205
  • ইসে ভাইলোগ................. একটা খপর শেয়ার করার ছিল।

    আজ আমাগো বাড়িতে পুঁটীর বোন তস্যপুঁটী এলো।

    তাতে মাঝেমাঝেই পুঁটীর অভিমানী কান্না-চমৎকৃত-"বেবিইইই বেবিইই"-চিক্কুর আর তস্যপুঁটীর চ্যাঁচ্যাঁতে ধুধু বরফঢাকা ডুবলিনের আমাদের ফেলাট একদম সরগরম ।

    মোর টু ফোলো সুন............ :-D

    পারমিতা/পাল্লিন
  • Arijit | ০৯ জানুয়ারি ২০১০ ১৭:০৬ | 61.95.144.122
  • হাতের কাছে দেশেবিদেশে নাই?
  • pipi | ০৯ জানুয়ারি ২০১০ ১৬:৫১ | 78.52.65.83
  • ঘুম থেকে উঠে দাঁত মেজে বসে আছি দু ঘন্টা হয়ে গেল। ঘরে কিচ্ছুটি নেই দাঁতে কাটার। বাজারে যেতেই হবে অথচ ভোর রাত থেকে চলছে বরফ পতন। হাওয়া আপিস আগেভাগেই জানিয়ে রেখেছে আজ ৩০ থেকে ৪০ সেমি অবধি বরফ পড়বে। আর সেই সাথে হাওয়া শনশন। ভয়ে ঘর থেকে বেরোতেই পারছি না। ফের যদি নিউমোনি কামড়ায়! ইদিকে খিদেয় প্রাণ যায় যায়। ভাবছি, নিউমোনি না খিদে - কোনটায় মরা বেটার।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত