ইউনিভার্সাল রুল এর কথায় কল্পনার জালে ধরা পড়ল এক দৃশ্য, ন্যাড়াদা কলকাতায় গিয়ে গাড়ি চালাচ্ছে, পাশে বসে অরিজিৎদা বলে দিচ্ছে। ন্যাড়া করছ কি দাঁড়াও দাঁড়াও দেখছো না সবুজ সিগন্যাল। এখানে সবুজ মানে স্টপ , পাল্টে গেছে ,উল্টে গেছে ঃ)
Arijit | ৩১ ডিসেম্বর ২০০৯ ১০:০৩ | 61.95.144.122
তাতেও কেউ দাঁড়ায় না। যে দাঁড়ায় তার পিছনের গাড়ি প্যাঁ প্যাঁ করে হর্ন দেয়।
Bhuto | ৩১ ডিসেম্বর ২০০৯ ১০:০১ | 203.91.201.55
আমার মনে হয়। এদেশে সিভিক সেন্স তো নাই, সব ই বেপরোয়া পাবলিক। তাই তাদের রুখতে একেবারে লাল ফ্ল্যাশ করে ঃ)
অল্পে কাজ হবে না বলে।
Bhuto | ৩১ ডিসেম্বর ২০০৯ ১০:০০ | 203.91.201.55
বাহ এটা তো একটা নির্বাচনী প্রচার হতে পারে।
আজ বত্রিশ বছর সিপিয়েম ক্ষমতায় থেকে মানুষের জীবনযাত্রা রুখে দিয়েছে ঐ লাল আলোর দ্বারা\মতো। আমরা সবুজের প্রতীক , মানুষকে রাস্তা দেখাই , উন্নয়নের পথে এগিয়ে দিই ঃ)
Arijit | ৩১ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৮ | 61.95.144.122
ভুতো ঠিকই বলেছে - কিন্তু এটাই অন্যান্য দেশে হলুদ হয়। ড্রাইভিং-এর নিয়ম এবং সিগন্যাল ইউনিভার্সাল হওয়া উচিত।
Bhuto | ৩১ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৮ | 203.91.201.55
মোদ্দা কথায় স্টপ , সী অ্যান্ড ক্রস।
Arijit | ৩১ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৭ | 61.95.144.122
এবং সেটা ফ্ল্যাশিং কারণ যাবো যাবো কচ্চে;-) ২০১১-র পর এখানে সব সিগন্যাল উল্টে যাবে। সবুজ মানে ইস্টাপ, লাল মানে গো।
Bhuto | ৩১ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৭ | 203.91.201.55
ফ্ল্যাশিং রেড লাইট মানে নট মনিটরড অর ক®¾ট্রালড সিগন্যাল। ক্রস অন ইয়োর ওন কেয়ারফুলি। এখানেও আছে হয়। রাতের বেলা যখন ট্রাফিক পুলিশের ছুটি হয়ে যায়। রেড অ্যাল্যার্ট এর মতো ঃ)
baps | ৩১ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৬ | 203.199.41.181
হলুদের বদলে লাল কারণ হাজার হলেও রাজ্যে এখন cpm ক্ষমতায় বস ঃ))
Arijit | ৩১ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৪ | 61.95.144.122
কিন্তু এরকম কেসে - যেখানে বলা হচ্ছে যে যাও, কিন্তু দেখে যাও - সেটা সব জায়গাতেই ফ্ল্যাশিং ইয়েলো। এখানেও সেটা আছে। কিন্তু বাইপাস এবং আরো দু একটা রাস্তায় যেগুলো নতুন করেছে সেগুলো লাল। সেটাই অদ্ভুত।
ranjan roy | ৩১ ডিসেম্বর ২০০৯ ০০:১১ | 115.184.119.92
PT, অটোমেশনের ব্যাপারে আপনার লাস্ট পোস্টের বক্তব্যের সঙ্গে অনেকখানি একমত। ওই টইয়ে জায়গা নেই বলে খানে লিখলাম, সরি।
pi | ৩১ ডিসেম্বর ২০০৯ ০০:০৪ | 128.231.22.89
কাব্লিদা, ঃ))
M | ৩০ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৬ | 59.93.203.92
উপস!
আচ্ছা, অন্য মোড়কে....ঃ)
kd | ৩০ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৬ | 59.93.199.223
ধুর! অরিজিতের ঐ টেস্টগুলো তো আনাড়ি ড্রাইভারদের জন্যে, কলকাতার এক্সপার্টদের জন্যে নয়।
বরং এইগুলো হ'তে পারে।
চার চাকাঃ ১) রাস্তা-বরাবর মাঝে যে লাইনটা থাকে, কেন? ক) অতখানি কালো রাস্তা দেখতে খারাপ লাগে, তাই একটু সুন্দর করা (বিদেশে সব রাস্তায় আছে)। খ) সরকারি বাড়ী রং করার পর যা পড়ে থাকে তা খরচ করা হয়েছে। গ) ফাল্তু, বুদ্ধবাবু টাটার কছে পয়্সা খেয়ে করিয়েছে। ঘ) লোক হাঁটার জন্যে।
২) ট্র্যাফিক সিগনালে লাল হওয়ার পর কতক্ষণ অবধি যাওয়া অ্যালউড? ক) এমনি তিনটে গাড়ী, আপিস টাইমে গোটা দশেক। খ) যতক্ষণ অন্যদিকের গাড়ী না এগিয়ে আসে। গ) যতক্ষণ অন্যরা না থামে। ঘ) পুলিস না থাকলে থামার কোন প্রয়োজন নেই।
দু'চাকাঃ ১) রাস্তার লাল-সবুজ আলো থাকে কেন? ক) পুজোয় লাগিয়েছে বোধহয়। খ)ওগুলো কলকাতা বিউটিফিকেশন প্রোগ্রাম - কেন্দ্র টাকা দিয়েছে। গ) মার্কিন সাম্রাজ্যবাদ। ঘ) আছে নাকি? এ'সব দেখার সময় নেই।
২) ওয়ান-ওয়ে মানে কী ও কেন? ক) একটা রাস্তা। মানে এই রাস্তার একটাই নাম। খ) ওটা আমাদের জন্যে না, চার চাকা'দের জন্যে গ) মার্কিন সাম্রাজ্যবাদ। ঘ) সেটা কি? এ'সব দেখার সময় নেই।
৩) ফুটপাথে ক'টা থেকে ক'টা চালানো অ্যালাউড? ক) দিনের বেলা। রাতে লোকে ঘুমোয়। খ) যে কোন সময়। তবে যেখানে হকাররা আপত্তি করে সেখানে বারণ। গ) মার্কিন সাম্রাজ্যেবাদ। ঘ) সব সময়, তবে হর্ণ বাজানো বারণ।
বেশীরভাগ উত্তর সত্যিকারের ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া।
Du | ৩০ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৯ | 65.124.26.7
সেই যে তোমরা সেখানে ছিলে - একবার বলতে শুরু করেছিলে তো।
M | ৩০ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৯ | 59.93.203.92
দু, শিলিগুড়ির কোন গপ্প গো?
Du | ৩০ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৭ | 65.124.26.7
বড়ম , সুবিধে হলে তোমার সেই শিলিগুড়ির গল্পটা আগে বাড়িও, কেমন?
Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৮ | 219.64.11.35
বেশ, পরের বার দিল্লি এলে জানিও, আমি হেলমেট পরে যাবো।
t | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৬ | 122.163.79.231
হয়েছিলে***
tkn | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:৩৭ | 122.163.79.231
যা চুকে, ওয়াপস আ ভি চুকে ঃ)) তুমি তার আগে পরেই বোধহয় আগ্রায় আগ্রহী হয়েছিল। আমার মোটেই টিকি নাই, গোছামুঠি ধরার অপশন নাও নি, তাই চলে যাই ঃ-))
আর, আমার বাড়ির সামনের বাক্স বন্ধ হয় ৬টায় (শুনেছি), আর কোথায় কোথায় কখন বন্ধ হয় জানিনা ঃ)
ঃ) রাজদীপ ঃ)
Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:৩৩ | 125.22.62.70
চিন্তা নেই ,আমার গাড়িতে এত ধোঁয়া হবে না
Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:৩২ | 219.64.11.35
তোমার তো এই মাসে একবার আসার ছিল না?
Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:৩১ | 219.64.11.35
তেকোনা দিল্লি অ্যারপোর্টে নেমেই আমার ভয়ে সেই হুইইইইইই কোত্থায় গ্রেটার নয়ডা চলে যায়। যাতে আমি আর টিকিটিও না ধত্তে পাই। সে আবার হকিস্টিক দেখাচ্ছে। হুঁ।
Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:৩১ | 125.22.62.70
নাঃ এত তাড়াতাড়ি হবে কি করে , আপিস থেকে এখনও বেরোতেই পারলুম নাকো
তাছাড়া আগে আপনার বাড়ীর সামনে ধোঁয়া ছেড়ে আসি তবে তো সার্টিফিকেট ঃ) কফি নাই বা জুটলঃ(
Arpan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:২৮ | 122.252.231.12
ন্যাড়াদা, একবার দুগ্গা দুগ্গা বলে চলে এসো এইখানে। সব মুশকিল আসান হো যায়গা।
P | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:২৭ | 93.107.137.156
আজকাল আমি হলুম গে সেই সব খিল্লিত মেয়ে ড্রাইভারদের এপিটোমি। আমি গাড্ডি চালাতে বসলে গাড্ডি নিজেই হাঁ-হাঁ করে না-না করে ওঠে , বর ডিভোর্স দেয় দেয় করে , আমি নিজে নাকের-জলে-চখের জলে-কপালের ঘামে একাকার হই , রাস্তার আর সকল ড্রাইভাররা সিঁটিয়ে গিয়ে আমারে লেন ছেড়ে দেয় , মাঝেমাঝে প্রবল প্যাঁকপেঁকিয়ে ওঠে।
কিন্তু আমি এরম ছিলাম না। সোনামুখীর আশেপাশের গ্রামের সব রাস্তায় আমি গরুর গাড়ি , মা-হাঁস-ফলোড-বাই-কুচো-হাঁস , ট্রাক্টার , বিছোনো খড় , আড্ডারত লোকজনের মধ্যে বেশ চালাতুম। তারপর পোড়া বিদেশের রাস্তায় আর কিচুতেই ম্যানেজ কত্তে পাল্লুম না ঃ(
ন্যাড়াবাবু, সেল ফোনের জন্য নিজের অ্যাপেন্ডিক্সের সাইজও লাগে না ঃ-))। ঐ, অর্পণ যা বলল তাতেও কাজ হয় কোথাও কোথাও, নইলে প্রুফ অফ অ্যাড্রেস আর প্যান কার্ডের কপি(যদি থাকে ইন্ডিয়ায়) বা পাসপোর্টের কপি।
বিদেশের লাইসেন্স নিয়ে চালানো যায় দিব্যি কিছুদিন। পুলিশে যদি কখোনো বা ধরে, বিদেশের লাইসেন্স দেখে ক্যাবলা পুলিশ হলে আরো ক্যাবলা পুলিশ হয়ে যায় আর ওপর বা অতিচালাক পুলিশ হলে বেশি টাকা আদায় করার চেষ্টা করে।
শমীক, কবে কলকাতায় আসছে আবার? যদি কিছুদিনের মধ্যে না হয় তো আমি পরের বার দিল্লী ট্রিপে যাওয়ার সময় একটা হকিস্টিক নিয়ে যাব সঙ্গে করে.... (পোচ্চুর রাগজনিত দাঁতকিড়মিড়ের ইঙ্গিতপূর্ণ ছবি নেই কোথাও)
Arpan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৫ | 122.252.231.12
তবে স্টিক শিফটে গাড়ি চালাওনি শুনে কেমন করুণা হচ্ছে। ;-)
Arpan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৩ | 122.252.231.12
ন্যাড়াদার জন্যঃ
১। কোম্পানির আই কার্ড দেখিয়ে সেলফোনের কানেকশন পাওয়া যায়। একদিনে। তারপরে আর তোমায় পায় কে?
২। লুরুতে এসে অটোমেটিক গাড়ি নামিয়ে নাও। তারপরে সেই গাড়ি নিয়ে পরীক্ষা দিয়ে লাইসেন বানিয়ে নিয়ে এসো।
নোবেলের উপরে আর যেন কী আছে?
Arpan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৮:৫১ | 112.133.206.20
বউয়ের জন্য, শুধু বউও চালাবে বলেই, একটা ছেলে সেদিন লাখ দেড়েক না দুয়েক টাকা বেশি দিয়ে অটোমেটিক গাড়ি নামাল। ঃ-)
sinfaut | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৮:২২ | 203.91.193.50
খুব কম কয়েকটা কাজ যেগুলো ছেলেরা ভালো করতে পারে, তার মধ্যে ড্রাইভিং পড়ে। তো, একটু বলতে দাও। ;-)
shrabani | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৭:৩২ | 124.30.233.102
দুর, মেয়েদের ড্রাইভিং এর অনেক কাহিনী আমি রোজ শুনি সর্বত্র, বাই ডিফল্ট এবং মানিনা। তবে গাড়ী চালানো মেয়েদের কখনো গাড়ীর বা গাড়ী চালানোর খুঁটিনাটি নিয়ে এত আলোচনা করতে দেখিনা যতটা ছেলেরা করে।
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৭:২০ | 61.95.144.122
আমি তো ট্যাঙ্ক কিনবো।
Bhuto | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৭:১২ | 203.91.201.55
হে হে, একটা রোলার এর দাম কতো হবে? রাস্তাঘাটের যা অবস্থা তাতে একমাত্রা তাতেই বাঁচা যাবে।
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৭:০৬ | 61.95.144.122
এবার আমি এর উল্টোটা যদি বলি? "ড্রাইভিং ও নারী' থেকে কোট করে? ;-)
shrabani | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৭:০১ | 124.30.233.102
ছেলেরা খুব গাড়ী চালানোর ব্যাপারে সেন্সিটিভ হয় এবং সুযোগ পেলেই দুনিয়ার রুলটুল আউড়ে আশেপাশের লোকজনকে ঘাবড়ে দিতে চেষ্টা করে ও কৃতকার্য হলে পরম প্রশান্তি লাভ করে! ঃ)
Arun | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৩ | 195.229.236.213
রেফারেন্স ০৪ঃ৩৭ ওতো পরীক্ষা দিতে হলে কোল্কাতা থেকে সব গাড়ী হাওয়া। তখ্ন আরাম করে রাস্তায় হান্তা যাবে।
Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৮ | 125.22.62.70
(৫)টা অতিকষ্টে পারব ঃ( - তবে চিন্তা নেই কিছুদিনের মধ্যেই রপ্ত করে নেব ঃ)
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৫ | 61.95.144.122
ওরে আমি যদি এখানকার স্টাইলে নাক ঢুকিয়ে চালাতুম তাইলে এদ্দিনে শুধু বাম্পার না খুলে গাড়ি তোবড়াত কয়েকবার।
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৩ | 61.95.144.122
সে তো আনসেফ ড্রাইভিং-এও ফেল। কখন ট্রাককে ওভারটেক করবে সেটাও হল সেফটি ডিসিশন।
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৬:৪২ | 61.95.144.122
এবং প্র্যাক্টিক্যালের নিয়ম হলঃ
(১) গাড়ি স্টল করলে পয়েন কমবে (২) গলি থেকে বড় রাস্তায় ঢোকার সময় অনকামিং ট্রাফিককে স্লো করে দিলে ফেল (৩) আয়না না দেখলে ফেল (৪) লেন চেঞ্জে এবং টার্নিং-এ সিগন্যাল না দিলে ফেল (৫) প্যারাল্যাল পার্কিং, রিভার্সিং দ্য কর্নার, থ্রী পয়েন্ট টার্ন না পারলে ফেল (৬) রাউন্ড অ্যাবাউটে ঠিক সিগন্যাল না দিলে ফেল (৭) নিয়ম ভাঙলে ফেল (৮) র্যাশ ড্রাইভিং-এ ফেল (৯) এক্সেসিভ স্পীডিং এবং অতি ধীরে চল্লে ফেল (১০) থ্রীওয়ে বা ফোরওয়ে স্টপে ফাঁকা থাকুক না থাকুক, না দাঁড়ালেই ফেল
ইত্যাদি।
;-)
Bhuto | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৮ | 203.91.201.55
এইজন্যে অজ্জিতদাকে লোকে এসে দুমদাম মেরে দেয়। যত বলি খাতা কলম আর রাস্তায় টেরাক ডেরাইভারের পাশ দিয়ে ওভারটেকের অভিজ্ঞতা দুটো আলাদা জিনিস।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন