এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:২৩ | 59.93.193.187
  • আরে সে তো আমিও বড় হয়ে স্পাইডার ম্যান হবো ভাবতুম। তার মানে কি আমার সময়ে স্পাইডার ম্যান ছিলো?
  • M | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:২২ | 59.93.215.191
  • উঃ !!!!! টিকেন
  • M | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:২১ | 59.93.215.191
  • আর ডিডি দাদাদের সময়ে মাধবীলতা ছিলো ক্যামন করে? নইলে কালপুরুষ নামলো ক্যামন করে? নইলে আমরা নকশাল একদিন হবো এ স্বপ্ন দ্যাখলাম ক্যামন করে?

    আর টেকেন , তুমি কিসব বল্লে আমার সাথে মুখোমুখি হবে না, শেষের সে দিন.... আমায় জটিল কথা বললে আমি খুব ঘাবরে যাই তো...
  • M | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:১৮ | 59.93.215.191
  • ই বাবা! আমি H.S দিয়েচি, ক্যামন ডিপ্রেসড হয়ে গেলাম।ঃ(((((((
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:১৮ | 173.26.17.106
  • না,তখন আমি অবলীলায় তোমার কানে হাত পেতাম:X
  • d | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:১৩ | 117.195.32.228
  • ঐ নিয়ে আমারও একটা থিওরি আছে। দেখা যাক ডিডির সাথে সেটা কত ডিগ্রী এদিক ওদিক হয় ..... তারপর আমারটা পেশ করব।
  • Blank | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:১১ | 59.93.193.187
  • :-o ১৯৮১ তে মামীর হাঁটু গজিয়েছিলো !!!!
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:০৯ | 173.26.17.106
  • না সিক্সে পড়া দোষের কখন বল্লাম- তুমি আমার হাঁটুর বয়সী বলে বনে যাবার সংকল্প কল্লাম তো!
  • Blank | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:০৯ | 59.93.193.187
  • টিম টা নেহাৎ ই বাচ্ছা ছেলে কিন্তু
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:০৮ | 173.26.17.106
  • তারপরে কি হলো দীপ্তেন্দা?
  • dd | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:০৭ | 122.166.131.180
  • আর আমাদের সময়ে পেম তো ছ্যালো। কিন্তু সে বড় কঠিন সময়। এ পাড়া থেকে ও পাড়া যাওয়া যায় না। নকু মাকু কংগ্রেস ,প্রান নিয়ে টানাটনি। আর সবে লোড শেডিংএর কালচার শুরু হয়েছে। সন্ধ্যা হতেই পাড়ার পর পাড়া অন্ধকার। মে রা কোচিং কেলাসেও যেতো না। পার্কে পার্কে অসম্ভব হুজ্জুত। পুলুশে,গুন্ডায়।

    বাড়ীতে বাড়ীতে কমল মিত্তির। পাড়াতুতো মরাল গার্জেন।
    "আচ্ছা একটা কথা বলি? বলি? আপ্নের জন ভেবেই বলি। হ্যাঁ? আপ্নের মেয়েরে কিন্তু আজকাল ঝন্টুর সাথে প্রায়ই দ্যাখা যাচ্ছে। ও তো ড্রিং ফ্রিং ও করে শুনেছি....."

    ব্যাস হয়ে গ্যালো। কুরুক্ষেত্র ইন্টু সেকেন ওয়ার্ল' ওয়ার'।

    এ বিষয়ে আমার একটি সুললিত কিন্তু প্রগাঢ় পান্ডিত্যপুর্ণ থিওরী আছে। আগে এট্টু গলাটা ভিজিয়ে নি, তারপরে কমু খনে।
  • Tim | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:০৭ | 198.82.16.214
  • আমি এইটে পত্তাম, তাও ব্ল্যাংকি আমায় আপনি-আজ্ঞে করেনা। কি অন্যায়!
  • Blank | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:০৫ | 59.93.193.187
  • সিক্সে পড়াটা কি এমন অপরাধের কাজ শুনি !!!!!!
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:০৪ | 173.26.17.106
  • ৯২ তে সিক্স!! বাণপ্রস্থে যাবার সময় হয়ে এলোঃ((
  • Blank | ১৮ ডিসেম্বর ২০০৯ ২২:০১ | 59.93.193.187
  • তোমাকে চাই বেড়িয়েছিলো ৯২ তে। তখন আমি কেলাস সিক্স কি সেভেন। সেই প্রথম শোনা সুমন।
    তখন আজকালের সাথে সকাল নামে একটা কাগজ ও বেড়োতো
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৫৮ | 173.26.17.106
  • প্রেমের বাতি ফুৎকারে নিবিয়া গেলোঃ((
  • tkn | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৫৭ | 122.173.188.36
  • বদন পে....র পরের লাইনটা হল
    "জরা পাস আও তো চ্যয়েন আ যায়ে...
    ঃ-)
  • dd | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৫১ | 122.166.131.180
  • আমাদের সময়কার পেম? আমাদের সময়কার? পেম?
    তখন কি হরমোন আবিষ্কার হয়েছ্যালো ?

    তাইলে আমার বাপের আমল থেকে শুরু করি?
    তখন পথে ঘাটে অতো মে দ্যাখা যেতো না। কালেজের মেসের সামনের বারান্দায় নিত্য নীল রঙের শাড়ি ঝুলতে দেখেই বাবার কবি বন্ধু পাতার পর পাতা কাব্যি ফেঁদে দিলেন
    - সেই যে -
    নীল শাড়ি/ নিঙারি নিঙারি/ ফুটেছে কমল হিয়ায়/ মরি হায় হায় ...
    পরে আরেক বন্ধু ভালো করে দেখে বলে "ঈ কি রে, ওটা শাড়ি নয়। ওটা লুংগি"।

    সেই কবিতার খাতা আর নেই।
  • aka | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৫০ | 168.26.215.13
  • পারেখ না পারেখ না উনি হলে আশা পেরেক।

    দ, ভুলভাল রিপোর্ট পড়িবেন না। উনি হলেন আধুনিক ব্রেক ডান্সের জনক।
  • d | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৪৭ | 117.195.32.228
  • আকাদাদার শাম্মি কাপুর সম্পর্কে আকাদাদার আবাপ লিখেছিল উনি নাকি নিজের পুরো দেহটাকীই একটি বিশেষ অঙ্গ (অনেক বড় সাইজের) হিসাবে ব্যবহার করেন, নাকি দেখাতে চান --- এমনি একটা কি যেন। সেই থেকে তেনাকে ওনাকে দেখলেই আমার ঐটা মনে হয় আর ওয়াক আসে।
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৪৬ | 173.26.17.106
  • আজ্জো, তারপরের লাইনটা ছিলো হামে সাথ লেলো তো চয়ন আ যায়ে -তাই না? সঙ্গে কে সায়রাবানু? নাকি আশা পারেখ?
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৪৫ | 173.26.17.106
  • অভ্যু, পত্রিকা = খবরের কাগজ= সংবাদপত্র
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৪৪ | 173.26.17.106
  • ঃ))) ধ্যাৎ, তুমি যে বলেছিলে
    ১, তোমাদের সময়কার প্রেমের কথা লিখবে
    ২, আর গণ আত্মজীবনী টা শুরু করবে

    সেই জন্যে অপেক্ষা করে আছি তোঃ)
  • aka | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৪২ | 168.26.215.13
  • কেন কেন, সেই যে

    বদন পে সিঁতারো লপেটে হুয়ে
    ও জানে তমন্না কাঁহা যা রহে হো

    এবং তার সাথে নাচ। দিল লচক পচক করে ওঠে।
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৪২ | 97.81.82.64
  • অ, পত্রিকা মানে দৈনিক পত্রিকা বলেছিলে?
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৪১ | 173.26.17.106
  • অ্যা!!!গুরু দৈনিক সংবাদপত্র হয়ে গেছে !!! এইটা কি সম্পাদকের নিউইয়ার গিফট্‌!!!
  • dd | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৪০ | 122.166.131.180
  • বৌমা, অ বৌমা
    দিন কতক আগে যে লিখলে "দীপ্তেদা, আর কদ্দিন অপেক্ষা করবো?" সেটার রেফারেন্স টা কি? আমি কি কিছু প্রমিজ করেছিলাম। না কি?

    না, আমারে জ্যোতিষী ঠাউরেলে (উনি কবে ছি ই ও হবেন?)?
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩৮ | 173.26.17.106
  • বরফের ওপর দিয়ে চুলে ঝটকা মেরে ইয়াহু বলে লচক মচক- একগাছি চুল সিঙাড়ার মত সামনে ঝুলে আছে- গোবিন্দর চেয়ে যে কোনোদিন ভালো- তবে এখন মনে হচ্ছে দেখলে দুজন কেই একরকম লাগবেঃ))))
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩৫ | 97.81.82.64
  • কেন মিঠুদি? গুরুচন্ডা৯ বলে একটা নতুন ছাপা পত্রিকা বেরুচ্ছে - ঐটা পড়বে।
  • aka | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩৩ | 168.26.215.13
  • আঃ শাম্মি কাপুর যে গানে লিপ দিতেন সেই গানের সুর, কথা, কোরিওগ্রাফ সবই ওনার বলে মনে হত। উনিই সব, বাকি সব এলেবেলে। নমস্য ব্যক্তি, যাকে বলে নিজেই একটা ইনস্টিটিউশন। আধুনিক কালে গোবিন্দা একটু চেষ্টা করেছিল বটে কিন্তুক, শাম্মি হল শাম্মি।
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩১ | 173.26.17.106
  • আমার একটা প্রশ্ন ছিলো, করেই ফেলি, দেশে গিয়ে কোন বাংলাপত্রিকা পড়বো?
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩০ | 173.26.17.106
  • উনি হচ্ছেন দীপুর প্রিঁইঁইয়তমঁ গাঁয়ক হিঁমেঁছঁ
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:২৭ | 173.26.17.106
  • আজ্জো তুমি যে অনন্ত দাশের ভাবশিষ্য আমার জানা ছিলো নাঃ))

    শাম্মিকাপুর গান গাইতো নাকি!!!অ্যা!
  • dipu | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:২৭ | 59.164.99.203
  • আবাপ পড়ার ফল!
  • aka | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:২৩ | 168.26.215.13
  • একই গানে বিভিন্ন কস্টিউম হয় দেখো নি। এক্কেরে পিছিয়ে আছো দিকি।

    দীপু যার গান গাইতে বলল মানে শাম্মি কাপুর? শাম্মি কাপুর সম্বন্ধে কোন কথা সহ্য করব না।
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:২২ | 173.26.17.106
  • মিতাদির আজকে এখানে ফেরার কথা।
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:২১ | 173.26.17.106
  • তোমরা সবাই একমত হয়ে একটা গান বলো বাপু, টুপি,হালকাদাড়ি, জোব্বা, পাকাদাড়ি,টেকোমাথা- এতগুলো একসঙ্গে করা যাবে নাঃ(

    আর দীপু, যার গান গাইতে বল্লো, তাকে দেখতে পেলে পেছনে একটা ছিটকি দেবার খুব বাসনা আছে:X
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:২০ | 97.81.82.64
  • আচ্ছা মিতাদি কি দেশে? না এদেশে এখন?
  • Tim | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:১৫ | 198.82.16.214
  • আকাশ কালো হয়ে থাকলে আমার রাত পোহালো গাইতে হবে। তালেই কনফিউজড হয়ে সুজ্জো বেরিয়ে পড়বে।
  • aka | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:১১ | 168.26.215.13
  • একেই বলে জেনারেশন গ্যাপ।
  • dipu | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:১০ | 59.164.99.203
  • টুপি পরে গাইতে হবে। হাল্কা দাড়ি থাকলে আরো ভাল।
  • dipu | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:০৯ | 59.164.99.203
  • এঁকবাঁর আঁজাঁ আঁজাঁ আঁজাঁ আঁজাঁ আঁআঁআঁজাঁআঁ

    সুজ্জিমামা দেখা না দিয়ে পারবেন না।
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:০৯ | 97.81.82.64
  • ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়
  • aka | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:০৮ | 168.26.215.13
  • এই অবস্থায়

    আকাশ তা সে যতই হাঁড়ি হোক
    আমি দেখছি তার তেলোপানা মুখ

    (আকাশের পর একটু থমকে যেতে হবে, বিস্ময়, জিজ্ঞাসা সব একসাথে ফুটিয়ে তুলতে হবে)
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:০৫ | 173.26.17.106
  • দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়োঃ)
    আমাদের তো সকালে অল্প স্নো হলো, একটু পরে উইϾট্র মিক্স শুরু হবে। কাল দুপুরের আগে নাকি থামবে না- আকাশটা একটা কালো প্যাঁচার মত মুখ করে আছেঃ((
    তিমি এই অবস্থায় কোন গান টা গাইতে হবে?
  • Tim | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:০২ | 198.82.16.214
  • বিষ্টি হলে আবার এসেছে আষাঢ় গাইতে হয়। তাহলেই বিষ্টি কমে যায়।
  • Tim | ১৮ ডিসেম্বর ২০০৯ ২১:০১ | 198.82.16.214
  • অভ্যুর থেকে ছোটো কিরকম? নাহয় কেউ তোকে দাদা ডাকেনা, তাই বলে জোর কত্তে আছে?
  • tkn | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:৫৭ | 122.173.188.36
  • বড়মা!! আমি আবার কি ধাঁধা দিলুম!! ঃ-০
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:৫৭ | 97.81.82.64
  • আজ আবার বৃষ্টি। তবে প্লেন ছাড়ার সময় বলছে পোষ্কার হয়ে যাবে।
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:৫৬ | 97.81.82.64
  • এই তো একটু পরেই বেরোব।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত