১) এইবার কলকাতা আসার কারণে, এই শুক্কুরবারের স্কুলের পাট্টিটা মিস করলুম বলে ব্যাদনা হচ্ছে।
২) লিবারালিজ্ম আর 'টু মাচ' প্রসঙ্গে আমার মতামত (আজ্জোর কমেন্ট প্রসঙ্গে) খুব সোজা। যেটা যিনি, মানে বয়স্কদের সামনে তুই-তোকারি করে কথা ইত্যাদি ইত্যাদি, মনে নিতে পারেন না সেটা তার সমনে না করাই ভালো। এতে তাঁর কষ্ট বা অসোয়াস্তি বাড়তে পারে। কিন্তু তাতে 'তুই-তোকারি' ইত্যাদিতে কোনো সমস্যা নেই। সোজা কথায়, যিনি যে জেনারেশনে আছেন, যে ব্যালু নিয়ে আছেন, তাতে ইচ্ছা করে আঘাত না করাই ভালো। কিন্তু তাই বলে নিজের বিশ্বাস পরিবর্তন করাও কোনো কাজের কথা নয়।
Bratin | ১৯ ডিসেম্বর ২০০৯ ১০:৩৮ | 117.194.98.62
একি রে ? ভাটুরে রা সব গেল কোথায়? ঃ-((
Paramita | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৪:৫৬ | 63.82.71.141
আমাগো আবার একে কেষ্টা, দুই-এ বিদায় সম্বর্ধনা। আজ তিনটে(দুটো অল ডান), কাল একটা ম্যারাথন(সেখানে আবার ফ্যামিলিগত ভাবে স্পিচ ডিউ), পরশু দুটো দুবেলা। সোম-এ সন্ধেয় একটা হবো-হবো, দুপুরে মেয়েদের বিদায়ী প্লে ডেট ইত্যাদি। এইভাবে চলতে চলতে নতুন বছরের চার তারিখে দুকুর অবধি আপিশে শ শ লোককে টাটা করে রাত্তিরে প্লেনে ওঠা।
kk | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৪:০৩ | 76.114.64.110
ক্রিসমাসে তোমরা কেউ কুকি বানাওনা?
aka | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৩:৪০ | 168.26.215.13
সবাইকে বাব্বাই।
m | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৩:৩৫ | 173.26.17.106
ছেলের স্কুলে পাট্টি করে ক্লান্ত হয়ে ফিরলাম-এরপর দুই হপ্তা ধরে বাড়িতে নর্তন কুর্দন চলবে ভাবতেই কেমন ঝিমিয়ে পড়ছিঃ(((
a x | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৩:৩৩ | 143.111.22.23
আমি কফিতে দিয়ে খাই। এমনি না।
aka | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৩:৩০ | 168.26.215.13
গোদিভার এই লিকিওর গুলো কিটকিটে মিষ্টি না? এই যে পাঁড় ঘটি আমি তারও কেমন লাগে? ও ছোট বোতলই ভালো।
শুভাপ্রসন্ন এসেছেন, আগে একদিন মহাশ্বেতা এসেছিলেন, এরপর তোমরা বলবে হ্যাঁ অক্ষদাও আসতেন।
a x | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৩:২৪ | 143.111.22.23
চার বোতল শুনে ঘাবড়াবেন না আবার। খুদে বোতল। যার থেকে বাগালাম তার করুন মুখ দেখে এমন মায়া হল, তাকে একটা দিয়েই দিলাম।
a x | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৩:২৩ | 143.111.22.23
কেষ্টার পার্টিতে এত খাওয়া হয়েছে যে প্রবল ঘুম পাচ্ছে এখন।
তারপর ওয়াইট এলিফ্যান্ট গিফট এক্সচেঞ্জে আমি চার বোতল গোদাইভা লিকিউর বাগিয়েছি। পেট ও মন দুইই ফুর্ফুর্ফুর।
aka | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৩:২২ | 168.26.215.13
ঠিক ধরেছি। জানতাম। কাঁহা গিয়া পাই? (কলার তোলা কোন স্মাইলি কি আছে?)
a x | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৩:২১ | 143.111.22.23
অনেক ভাবলাম। ভেবে দেখলাম লিখেছিলাম তো বটেই। কিন্তু সাবমিট ক্লিক না করে কি x ক্লিক করলাম?
দু, না তো কি নাম এই জায়গাগুলোর? টেক্সাসে আর কি কি আছে হিউস্টনের কাছে পিঠে তুমি জান?
aka | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৩:১৭ | 168.26.215.13
টইতে শুভাপ্রসন্ন লিখেছেন। কি বড় নাম না ওনার?
aka | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৩:১৭ | 168.26.215.13
আঃ গোল কোরো নাকো, আমি গান শুনতাসি এখন।
pi | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৩:১২ | 128.231.22.89
অক্ষদা এর পরে লিখিবেন, ভালো করে ভেবে দেখলাম, করেছিলাম। প্রত্যুত্তরে আকাদা বলিবেন, ভালো করে ভেবে দেখো, ভাববে ভেবেছিলে, আসলে ভাবো নি।
Du | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৩:১১ | 65.124.26.7
অক্ষ, তোমাদের ওদিকে শুনেছিলাম কিছু চেক সেটলারদের ছোট ছোট পাড়ামতন আছে বেশ সুন্দর/ দেখেছ?
aka | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৩:০৮ | 168.26.215.13
দুর এ আবার হয় নাকি? ভালো করে ভেবে দেখো, করবে ভেবেছিলে, আসলে করো নি।
a x | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৩:০৪ | 143.111.22.23
মাইরি বলছি একটা পোস্ট করলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিনা। না টই না ভাট!
Abhyu | ১৯ ডিসেম্বর ২০০৯ ০২:৪৯ | 72.149.89.151
ও রিং আমার নামের পাশেও দেখাত। ভাবলাম বৌ দূরে থাকে, আবার বিয়ে কত্তে বলছে বুঝি। দিলাম ক্লিক করে। নিয়ে গেল উন্নততর অর্কুটে। খানিকটা ফেসবুক ধরণের। পছন্দ হল নি, খুব কনজার্ভেটিভ কি না? আবার পুরোনো ভার্সানে ফেরত এলুম। এই হল গল্প।
aka | ১৯ ডিসেম্বর ২০০৯ ০২:৪৮ | 168.26.215.13
আটলান্টা এয়ারপোর্টে কানেকশন কিনতে হল না?
aka | ১৯ ডিসেম্বর ২০০৯ ০২:৪৭ | 168.26.215.13
অক্ষদাকে একটা ন্যাবঞ্চুস দিলাম। ঃ))))
অক্কুটে ডানদিকে ওপরে আবার পুরোনো অক্কুটে ফিরে যাওয়ার লিংক পাবে। ঐ গোল্লাটা কি অর্কুটের লোগো হল?
গুগুল নাকি আই ফোন টাইপ কিছু বানাচ্ছে, বাজারে এল বলে। মোবাইল অ্যাড স্পেসে নিজের জায়গা রাখতে। আর ফোনটা নাকি আনলকড হবে। যেকোন প্রোভাইডারের সার্ভিস ইউজ করা যাবে।
Abhyu | ১৯ ডিসেম্বর ২০০৯ ০২:৪৪ | 72.149.89.151
এরেই কয় ডেডিকেটেড ভাটুরে। এয়ারপোর্ট থেকে পোস্ট করছি।
a x | ১৯ ডিসেম্বর ২০০৯ ০২:৩০ | 143.111.22.23
আমি নয়া ওর্কুটে নিজে যাইনি, ওর্কুট জোর-জবরদস্তি নিয়ে গেল কি করে? নামের পাশে রিং দেখায় কেন?
a x | ১৯ ডিসেম্বর ২০০৯ ০২:১৫ | 143.111.22.23
উফ্ফ আজ্জো তো ডিডির থেকেও বেশি কন্জার্ভেটিভ! এই বয়সেই। বড় হলে কি হবে?
tkn | ১৯ ডিসেম্বর ২০০৯ ০০:৪৯ | 122.163.77.207
ডিডিদা @ 12.44
ঃ-))))))))))
Du | ১৯ ডিসেম্বর ২০০৯ ০০:৪৯ | 65.124.26.7
শুধু প্রথা নয়, ভাঙা হবে বাবামায়ের প্রথা । অন্যের প্রথা হয়তো সাধ করে মানছি। বাবামায়েরাই নাকি আপত্তি করে রক অ্যান্ড রোলকে পপুলার করে দিয়েছিলেন।
বোরডম - এইটা আমার প্রজন্মের অবদান। আমরা খুব বোরড হইতাম। আমাদের বাপ মায়েরা বোরড হইতেন না। তাগো স্ট্রাকচার্ড লাইফ ছ্যালো। আমাদের ছেলে পুলেরাও বোরড হওয়ার টেইম পায় না। খুব কষ্ট করে তিন চার মিনিট দিনে কোনোক্রমে বোরড হয়।
ইসে, এইডা জানি কিসের কনটেকস্টে ল্যাখলাম? দুচ্ছাই। মনেও পরে না।
ড্যাম।
kc | ১৯ ডিসেম্বর ২০০৯ ০০:৩৯ | 89.203.49.18
আজ্জোর বলা "সুচিন্তিত বিচক্ষণতা" থেকেই কিন্তু বাবামায়েরা অনেক কিছু প্র্যাকটিস করেন, যেমন সব সময় ট্রেনের টিকিট কাটা, সত্যি কথা বলা, এমনকি রাত্রে দাঁত ব্রাশ করা, শোবার আগে পা ধোওয়া.... ইত্যাদি, আমার কথা নয়, এক দেড়েল দার্শনিক এই গুরুর পাতাতেই লিখেছিলেন ঃ)))
m | ১৯ ডিসেম্বর ২০০৯ ০০:৩৭ | 173.26.17.106
ঠিক ইঃ) তবে হিসেব নিকেশ তামাদি হয়ে গেলে সব সময় নিজের 'বিচক্ষণ'তার জন্যে অনুতপ্ত হবার সময় থাকে না। মানে আমার নেই, চাইলেও এখন মাকে যতভাবে কষ্ট দিয়েছি তার জন্যে কোনো ভাবেই কিছুই চাওয়ায় উপায় নেই।
aka | ১৯ ডিসেম্বর ২০০৯ ০০:৩০ | 168.26.215.13
প্রথা ভাঙা শুধু অ্যাড্রিনালিন দিয়ে তো হয় না, সেটা একটা সুচিন্তিত বিচক্ষণতা। (উফফ আয়নায় দেখে এলুম একটা হ্যালো দেখা যাচ্ছে)
m | ১৯ ডিসেম্বর ২০০৯ ০০:২৯ | 173.26.17.106
মনে হয় বয়েস বাড়লে উত্তেজনা কমে আসে, অন্যদের দিকটাও খুঁটিয়ে দেখতে ইচ্ছে হয়- যেটা আগে ভাবতাম বাবা-মা কি ভাববে,(যদিও নিজের ভাবনায় স্থির থেকে) এখন নিজেদের সেখানে বসিয়ে ভাবি।কদিন বাদে ছেলেমেয়েও সেটাই করবে যা করতে চায়- তখন আমরা বাবামা নামক বুড়োলোক হয়ে যাবো- একদিন ছেলেমেয়েরাও তাই হবে, সময় থেমে থাকবে নাঃ))
m | ১৯ ডিসেম্বর ২০০৯ ০০:২৬ | 173.26.17.106
প্রথা তো কাউকে না কাউকে ভাঙতেই হবে আজ্জোঃ))
aka | ১৯ ডিসেম্বর ২০০৯ ০০:২৪ | 168.26.215.13
ঠিকই, সব রিলেটিভ এবং সেটা মানতে না চাওয়াই আমার কাছে ''টু মাচ""। এই যেমন ধরেন এখন অনেক স্বামী-স্ত্রী তুই তোকারি করে থাকে। গুরুজন স্থানীয় কারুর সামনে ""না কেলিয়ে বাড়ি যাবি কি?"" বললে সেটা ""টু মাচ""। বা ধরুন দুই প্রাপ্তবয়স্ক বে করবে বলে ঠিক করেছে। মেয়ের পিসোমশাই ছেলেটিকে ডেকে খুব জেরা টেরা করলেন। অপ্রয়োজনীয় হলেও পিসোমশাইয়ের কনসার্নটা না বুঝে যদি কেউ বলে ""দুর মশাই"" তাহলে সেটাই ""টু মাচ""। লিবারলিজম ও প্রথা ভাঙার উত্তেজনার মধ্যে যে ফাইন লাইনটা আছে সেটা বুঝতে না পারাটাই ""টু মাচ""। অবশ্যই এটা আমার ডেফিনিশন।
m | ১৯ ডিসেম্বর ২০০৯ ০০:২৪ | 173.26.17.106
আজ্জো, তখন লোকেদের( প্রেমিক প্রেমিকাদের)জন্যে ছোট ছোট ওয়েসিস ছিলো বটে- প্রকাশ্যে সেখানে হাত ধরাধরি করে ঘুরতো,একটু আধটু শরীর ও লোকে করতো-প্রহরীদের চোখ বাঁচিয়ে- সেটা কি খুব ভালো ছিলো নাকি? প্রেমিক-প্রেমিকাদের মত হতভাগ্য আর কেউ ছিলো তখন? আজ যদি লোকে প্রকাশ্যে চুমু খায়, আমার তো বেশ লাগেঃ))
P | ১৯ ডিসেম্বর ২০০৯ ০০:০৮ | 109.78.94.115
ডিডিদা , একদম। এইগুলো সব রিলেটিভ মানলুম।
আরো কি সব লেখার ছিল , পুঁটীরে ডিনার করিয়ে আসচি।
d | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৭ | 117.195.32.228
পাল্লিন, মোটের ওপর খানিক জানতে চাই আর কি। তেকোনা, পরে ভেবেচিন্তে জানাবো।
Arpan | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৬ | 122.252.231.12
হু।
tkn | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৫ | 122.163.77.207
দ, নিউরো লিঙ্গো মিন কল্লে তো??
dd | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৪ | 122.166.131.180
আরে,"টু মাচ" তো এক্কেরে সকলের মনের কথা। আমার ও।
কিন্তু পবলেম কি? আজ্জোর টু মাচ আর আমার টু মাচ মিলবো না। কারুর সাথেই কারুর ১০০% মিলবো না। টু মাচ কথাটাতেই বিভ্রান্তি।
তাও ও, কোথাও অ্যাগটা স্ট্যান্ডার্ড আছে, আমরা সগলেই বুঝি কিন্তু মানি না। সেটা যে বদলে বদলে যায় , এইটা এই পোজোন্মে মানতে শিখেছে। সেটা যে সগলের ক্ষেত্রে সমান নয় এবং সেটাই স্বাভাবিক, এটাও মান্তে শিখেছে - এটাই খুব।
P | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৫২ | 109.78.94.115
ওরে পাবলিম না , পাবলিক পাবলিক ।
tkn | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৫২ | 122.163.77.207
আজকাল আইটি কোংগুলো মুঠোমুঠো ছেলেমেয়েকে ক্যাম্পাস থেকে তুলে আনে তারপর তাদের ৪০ দিনের একটা ইনডাকশন লার্নিং প্রোগ্রামে ঢুকিয়ে দেয়। তাতে একদিকে আমরা লাইফ স্কিল ট্রেনিং দিই অন্যদিকে টেকনিক্যাল ব্যাপারস্যাপারে তুখোড় ফ্যাকাল্টি তাদের টেকনিক্যাল নলেজ ঘষা মাজা করে। এর অনেক গালভরা ডেফি দিতে পাত্তুম, কিন্তু এত রাত হয়েছে, নরম করে বুঝিয়ে দিলুম ঃ-) এই পুরো ব্যাপারটাই হল ILP দ, ইন্ডিয়ার অনেক জায়গাতেই ৫ দিনের NLP সেশন হয়। কোন শহরে করতে চাও?
P | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৫১ | 109.78.94.115
দম , আমার এক চেনা পাবলিম NLP প্র্যাকটিশনার। কি জানতে চাও ?
d | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৫১ | 117.195.32.228
বাব্বাহ! আমি পড়াশোনা করি না বলে কেমন প্যাঁক দিচ্ছে দেখো!!
Arpan | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৫১ | 122.252.231.12
না ঘুমাই গিয়া। কাল আবার মুখোমুখি বসিবার দিন। (সকালে উঠিয়াই দাঁত মাজিব)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন