এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kd | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৩:১২ | 59.93.255.98
  • আগে একটা কথা লিখতে ভুলে গেছি। প্যাকেজটা যেন যার ওষুধ তার নামে পাঠানো হয় - তারপর c/o থাকলে ক্ষতি নেই - মানে ওইভাবেই আসতো।

    মানে সব আঁটঘাঁট বেঁধে আর কি!
  • Bhuto | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৩:০৭ | 203.91.206.167
  • আমি প্রেস্ক্রিপশন দিই নি। যাকে পাঠিয়েছিলাম তার কাছে চিঠি গেসলো :-S, বলে নাকি ড্রাগ কেস। আমি রেজিস্টার্ড পোষ্টে পাঠায়েসিলাম। প্রেস্ক্রিপশনের কেসটায় কাজ হবে মনে হয়। আর ব্লু ডার্টে খরচ বেশি পড়বে বটে তবে হ্যাপা মনে হয় একটু কম। বাড়ির অ্যাড্রেস যদি destination হয় তো খুব স্ক্যান করে বোধহয়। কোনো প্রতিষ্ঠানের অ্যাড্রেসে গেলে অত কড়াকড়ি করে না।
  • dipu | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৩:০২ | 207.179.11.216
  • ক্যান্টিনের একটা লোককে দেখে ক্যামং সন্দ হচ্ছে ওটা ছদ্মবেশী আমির খান।
  • a x | ১৪ ডিসেম্বর ২০০৯ ১২:৩২ | 75.53.196.154
  • আজকের মত শেষ প্রশ্ন। ওপেন অফিসে ৎ লিখব কি করে? ৎ লিখতে গেলে ত্‌ হয়ে যাচ্ছে।
  • Blank | ১৪ ডিসেম্বর ২০০৯ ১২:২০ | 170.153.65.102
  • ভিত্তিক টা কেন্দ্রিকের চেয়ে বেশী বোঝা যাচ্ছে
  • a x | ১৪ ডিসেম্বর ২০০৯ ১২:২০ | 75.53.196.154
  • বাংলা কাগজ না পড়ার কুফল টের পাচ্ছি।
  • a x | ১৪ ডিসেম্বর ২০০৯ ১২:১৯ | 75.53.196.154
  • আমি তো শিল্পভিত্তিক পুঁজিবাদ দিয়ে চালাচ্ছি আপাতত।
  • anaamik | ১৪ ডিসেম্বর ২০০৯ ১২:১৮ | 198.17.70.8
  • @অক্ষ - উদ্যোগপ্রধান পুঁজিবাদ?

    লিখে নিজেরই এটা বাংলা মনে হচ্ছে না ঃ-(

    শিল্পকেন্দ্রিক পুঁজিবাদ ??
  • Binary | ১৪ ডিসেম্বর ২০০৯ ১২:১৩ | 118.95.133.39
  • পাই,
    লাগেজ ভোগে গেছে আবার কি ? মামদোবাজি নাকি ? এয়ার ইন্ডিয়ার লাগেজ ক®¾ট্রালে যোগাযোআগ কর, উইথ ব্যাগেজ ক্লেইম টিকিট। খুঁজে দিতে ওরা বাধ্য, না হলে কম্পেনশেসন।

    আমি রেগুলার্লি কোলকতা থেকে ওষুধ আনাই। দুটো অপশন
    ১) কেউ এলে তার সাথে আনানো। সে ওদেশে যেখানে খুশি আসুননা কেন। একবার কাস্টমস হয়ে গেলে, ইন্টারনাল ক্যুরিয়ার করে নেজের কাছে আনান যেতে পারে।

    ২) আমি নর্মাল স্পীড পোস্টে (ঈন্ডিয়ান পোস্টাল সার্ভিসের) ওষুধ আনি। ওষুধের নাম, পারপাস আর ডাক্তারের প্রস্কিপশন অ্যাটাচ করে। কোনোদিন ঝামেলা হয়নি।
  • kd | ১৪ ডিসেম্বর ২০০৯ ১২:০২ | 59.93.255.98
  • এই ওষুধ আনানোর অপশনটা মাথায় আসেনি।

    ওষুধ আনার ঝামেলা হয় না যদি প্যাকেজে দিশি ডাক্তারের (with license no. and clinic address) প্রেস্ক্রিপশন (আমার কমেন্ট - "কীসের জন্যে"টা লিখে দিলেও ভালো), যার ওষুধ, তার দিশী পাসপোর্ট নম্বর, আমেরিকান ভিসা টাইপ আর নম্বর, কবে আমেরিকায় এϾট্র এই সব ইনক্লুড করা থাকে।

    এটা সেকেন্ডহ্যান্ড ইনফো - আমার এক পরিচিতের কাছে শোনা - তার মা'এর ওষুধ ওই করে আসতো। আশির দশকের কথা।

    পাই, জেগে আছো? চ্যাটে আসবে?
  • Blank | ১৪ ডিসেম্বর ২০০৯ ১২:০২ | 170.153.65.102
  • এতো বাংলা নয়
  • LCM | ১৪ ডিসেম্বর ২০০৯ ১১:৫৬ | 64.255.180.175
  • - blyaakberi theke . d er nirdesh matan
  • aka | ১৪ ডিসেম্বর ২০০৯ ১১:১৮ | 24.42.203.194
  • পাই,

    তখন সদ্য এদেশে এসেছি, ভারতের ওষুধের প্রতি প্রেম যায় নি। বাবা কিছু ওষুধ ব্লুডার্ট বা ডিএইচএলের থ্রু দিয়ে পাঠান। কুরিয়ার কোম্পানি বুদ্ধি করে ওপরে লিখে দেয় ওষুধ, যাতে তাড়াতাড়ি আসে। কাসটমস আটকে দেয়। এর পরে মাস দুয়েক ধরে আমার কাছে আইনি চিঠি আসতে থাকে যে সেই ওষুধ তখন কোথায়। কখনো এফডিএ, কখনো কোন পুলিশ স্টেশনে ইত্যাদি। সে এক টেনশনের ব্যপার। মাস দুই পরে জানালে যে এই ওষুধ আমেরিকায় চলবে না। দুটো অপশন, এক ওষুধ নষ্ট করে ফেলা, দুই, যেখান থেকে এসছে সেখানে ফেরত পাঠানো। প্রথম অপশনে ২০০ ডলার, দ্বিতীয় অপশনে ১৮০। আমি আর কোন রিস্ক না নিয়ে প্রথম অপশন বেছে নিয়েছিলাম।

    এইসব ঝামেলা হবেই তার কোন মানে নেই, কিন্তু হতেই পারে। বেস্ট হচ্ছে কারুর হাত দিয়ে পাঠানো। খুব অসুবিধা হলে অক্ষ যা বললে সেটাই বেস্ট অপশন।
  • a x | ১৪ ডিসেম্বর ২০০৯ ১১:১৬ | 75.53.196.154
  • industrial capitalism এর বাংলা কি?
  • pi | ১৪ ডিসেম্বর ২০০৯ ১১:০০ | 72.83.210.50
  • এয়ার ইন্ডিয়া।
  • Arijit | ১৪ ডিসেম্বর ২০০৯ ১০:৪০ | 61.95.144.122
  • এয়ারপোর্ট কেন বলবে? বলবে তো এয়ারলাইনের লাগেজ হ্যান্ডলিং। কোন এয়ারলাইন?
  • pi | ১৪ ডিসেম্বর ২০০৯ ১০:৩৫ | 72.83.210.50
  • সক্কলকে থ্যাংকু।
    কিন্তু এই রে, আমি তো ওদের এই ব্লু ডার্টের কথাটাই বল্লাম। নৈলে আমার ও ধারণা ছিল ওষুধ ক্যুরিয়ার করা চাপের হতে পারে। ভুতো , তুই কি এই ব্লু ডার্টেই বিদেশে ওষুধ পাঠিয়ে অসুবিধেয় পড়েছিলি ? তাহলে কি উপায় ? চেনাশোনা কেউ এদেশে আসতে আসতে ও তো অনেকদিন।
    আর্জেন্ট কেয়ার থেকে ওরা এখন সামনের কয়েক দিনের ওষুধের প্রেসক্রিপশন পেয়েছে, কিন্তু তারপর তো লাগবেই।
    আর, লাগেজ মনে হয় ভোগেই ই গেছে, জে এফ কে থেকে বারবার বলছে, ওদের কাছে এমনি কোনো লাগেজ নেই।
  • Arijit | ১৪ ডিসেম্বর ২০০৯ ১০:২৪ | 61.95.144.122
  • ফরিদা - হ্যাপি বাড্ডে, আর একটা মোহনবাগানের জার্সি;-)
  • Ri | ১৪ ডিসেম্বর ২০০৯ ১০:২৩ | 121.241.218.132
  • ফরিদা,
    হ্যা বা, ভালো থেকো
  • Bhuto | ১৪ ডিসেম্বর ২০০৯ ০৯:৪৭ | 203.91.206.167
  • পাইদি,
    ওষুধ ক্যুরিয়ার করা কিন্তু চাপের। কেউ গেলে নিয়ে যেতে বলো। কিন্তু ক্যুরিয়ার , তাও নিউরোলজিক্যাল মেডিসিন, ঝামেলা হয়ে যেতে পারে। নিজস্ব অভিজ্ঞতা আছে ।
  • esnips | ১৪ ডিসেম্বর ২০০৯ ০৮:৫০ | 122.162.75.39
  • Dear Guruchandali,

    In an effort to better serve you, our loyal eSnips users, we've decided to change our default settings, so that starting 1/12/09 all public files on eSnips can be downloaded! We're really excited about this decision and think you'll agree it can only improve the site.

    However, if for any reason you don't want your content to be downloadable, that's cool too. All you need to do is to go into the relevant folder, in the "Details" setting, and click the "Edit Details" option over the individual file you'd like to change. Between your popular tags and the Captcha field you'll see a check box labeled "Download". Uncheck it, save settings, and you're done!

    Please note that this change will have no effect on private and shared folders in eSnips. Also, for people who have previously marked their public files as not downloadable, unfortunately you will have to reenter that preference.

    Thanks,

    The eSnips Team
  • h | ১৪ ডিসেম্বর ২০০৯ ০৭:২০ | 61.95.144.10
  • ইসসালা কি রেলা। তাড়াতাড়ি পাঠাও। আমাকে ক্যালেন্ডার দেখতে শিখিও না।
  • vikram | ১৪ ডিসেম্বর ২০০৯ ০৩:৪৯ | 86.45.161.254
  • দিয়েছি তো। শেষ দিনের তো দু দিন বাকি আছে।
  • h | ১৪ ডিসেম্বর ২০০৯ ০৩:৩৫ | 61.95.144.10
  • ইমেলের উত্তর দিলে ভালো হয়। এটা ভিকি এবং দ্রি কে কড়া সুরে বলা।
  • vikram | ১৪ ডিসেম্বর ২০০৯ ০৩:১৪ | 86.45.161.254
  • হ্যা বা
  • dri | ১৪ ডিসেম্বর ২০০৯ ০০:২০ | 117.194.232.216
  • বিশ্বকবি ফরিদার জন্মদিনে বেলুন, শুভেচ্ছা, কেক এসবই দিতে পারি। বদলে কবিতা পাব তো?
  • dri | ১৪ ডিসেম্বর ২০০৯ ০০:১০ | 117.194.232.216
  • পাইদি, এয়ারলাইন্সের সাথে ফাইত চলছে চলবে। কিন্তু মীনহোয়াইল এক কাজ করুন। ওদের বলুন ইন্ডিয়া থেকে ওষুধগুলো আবার কিনে ব্লু ডার্টে পাঠিয়ে দিতে। দিন তিন চারে পেয়ে যাবেন।
  • ranjan roy | ১৩ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৬ | 115.184.115.235
  • দময়ন্তী,
    ডিসেম্বর মাসে জন্মের হার বেশি হওয়ায় আশ্চর্য্যের কি আছে? বসন্তঋতু যে ফেব-মার্চে।
  • I | ১৩ ডিসেম্বর ২০০৯ ২১:০৬ | 59.93.213.3
  • ফরিদা, হেপ্পি বাড্ডে !!!
  • pharida | ১৩ ডিসেম্বর ২০০৯ ২০:১১ | 122.163.98.150
  • বন্ধুরা, বিরাট ভালো লাগছে। এতো মুল্যবান এ ভালোলাগা.....
  • d | ১৩ ডিসেম্বর ২০০৯ ১৯:২০ | 117.195.35.224
  • চাজ্জন।
  • tkn | ১৩ ডিসেম্বর ২০০৯ ১৯:০০ | 122.173.182.238
  • তাদের মধ্যে আবার কত্তজন গুরুবন্ধুস!
  • tkn | ১৩ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৭ | 122.173.182.238
  • ঃ-)))
  • d | ১৩ ডিসেম্বর ২০০৯ ১৮:৫২ | 117.195.35.224
  • ডিসেম্বর মাসে কত্ত কত্ত লোক জন্মেছে রে বাবা! আমার অর্কুটের প্রথম পাতায় সাড়ে তিন লাইন জুড়ে সব জন্মদিন!!!! গোটা বছরে দেখিনি এত। তাও তো আরো ৩ জনের নেই ওখানে।
  • intellidiot | ১৩ ডিসেম্বর ২০০৯ ১৭:৫২ | 61.8.134.18
  • (-ঃ শুভ জন্মদিন ফরিদা, দারুন আনন্দে আর কবিতায় ভরে উঠুন ঃ-)

    আর রঞ্জনদা, আমিও আপানার কোলকাতায় ফিরে আসার জন্য ভোট দিলাম ঃ-)
  • ranjan roy | ১৩ ডিসেম্বর ২০০৯ ১৭:৩৩ | 115.184.125.115
  • বাইনারি,
    খুব উৎসাহ পেলাম। কিন্তু কয়েকটা শর্ত আছে( যাতে বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয় আর কিঃ))))।
    এক, দু'বছরের জন্যে ভাড়া নিতে চাই। তদ্দিন মেয়েদুটো বাইরে পড়া শেষ করে আসবে। ঝামেলা মিটে পয়সা কড়ি হাতে আসবে, তখন ফ্ল্যাট কিনে শিফট্‌ হয়ে যাবো।
    দুই, ফ্ল্যাটে থেকে টিউশন করার অনুমতি চাই। ইংরেজি, হিন্দি, কমার্স এইসব আমি আর গিন্নি মিলে পড়াব।
    তিন, কোন পাড়ায়? আর একস্পেটেড ভাড়া?

    এসব তথ্যের আদান-প্রদানের জন্যে আমার আই ডিঃ ranjanr52@gmail.com। অথবা ০৯৯৮১৮৭৩৭৩৬।
  • h | ১৩ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৮ | 61.95.144.10
  • রঞ্জনদা মেল চেক করুন। কয়েকটা ইনফো চাই।
  • Binary | ১৩ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৯ | 115.117.213.248
  • শুভ জন্মদিন টু ফরিদা
  • Binary | ১৩ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৮ | 115.117.213.248
  • রঞ্জনদা, কলকাতায় চলে আসুন। আমার শুন্য ফ্ল্যাটে থাকার বন্দোবস্ত করে দেব।
  • Binary | ১৩ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৫ | 115.117.213.248
  • পাই, আমার যদ্দুর ধারনা আছে, পোর্ট-অফ-এϾট্র তে লাগেজ কালেক্ট করে, কাস্টমস ক্লিয়ার করে, আবার ওনাওয়ার্ড জার্নি (জে-এফ-কে টু আদার ডমেস্টিক) কনভেয়ারে দিতে হয়। মানে আমি যতবার গেছি, এরকম-ই করতে হয়েছে। যদিও, লাগেজ পুরো পথটা বুক করা থাকে। কাস্টমস না করে থাকলে, ওটা জে-এফ-কে-তেই পরে থাকার কথা।
  • kd | ১৩ ডিসেম্বর ২০০৯ ১২:১৫ | 59.93.241.107
  • পাই, ওনাদের তো পোর্ট-অফ-এϾট্র JFK - সেখানেই তো লাগেজ নেওয়ার কথা কাস্টম্‌স করার জন্যে। ওঁরা কি তখনই পাননি? তাহ'লে তো এয়ারলাইন্সের দায়িত্ব - তাদের বলা উচিত (ওনাদের তো ওই সময়েই ক্লেম করার কথা)। তা না হ'লে তো ডোমেস্টিক লেগের এয়ারলাইন্সকে ধরা উচিত।

    একটা সন্দেহ হচ্ছে। ওঁরা JFKতে লাগেজ না নিয়েই চলে এসেছেন (মানে ভাবতেই পারেন ফাইনাল ডেস্টিনেশনে নিতে হবে)। তারপরে যদি ওনাদের ডোমেস্টিক লেগ আলাদা কাটা হয় (মানে এত ঘুরে এল পাসো - অনেকেই করি, শস্তা হয়), তাহ'লে আগের এয়ারলাইন্সের জানার কোন উপায় নেই কোথায় পাঠাবে। এই কেসেও ঐ এয়ারলাইন্স'ই একমাত্র ভরসা।
  • a x | ১৩ ডিসেম্বর ২০০৯ ১১:০৪ | 76.247.246.200
  • আর ইন্সিওরেন্স যদি কভার না করে, কাউন্টি হাসপাতালের ডাক্তারের কাছে নিয়ে যেত বল, সেখানে অনেক সস্তা হয়।
  • a x | ১৩ ডিসেম্বর ২০০৯ ১১:০২ | 76.247.246.200
  • পাই, ওনারা এয়ারপোর্ট থেকে বেরোনোর আগে ব্যাগেজ ক্লেমের কাউন্টারে যাননি? ওখানেই তো ফর্ম ইত্যাদি ফিল-আপ করার কথা এবং সেখানেই জানানো যে কি কি মূল্যবান বা দরকারী জিনিস পত্র আছে লাগেজে। জেএফকে এবং এয়ারলাইনস্‌ দুজনকেই খুব কড়া করে ফোন করে কথা বলা উচিৎ। বিশেষ করে এয়ারলাইন্সকে। এই ওষুধের কথাও ওদের বলা উচিৎ আর একেবারে শক্ত করে বলতে হবে।
  • Tim | ১৩ ডিসেম্বর ২০০৯ ১০:৫৯ | 71.62.121.158
  • যাব্বাবা, রঞ্জনদার পোস্টটায় ডিটো দিলেই হতো! ঃ-))
  • Tim | ১৩ ডিসেম্বর ২০০৯ ১০:৫৮ | 71.62.121.158
  • ফরিদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ঃ)
  • ranjan roy | ১৩ ডিসেম্বর ২০০৯ ১০:৪৮ | 115.184.116.167
  • ফরিদা আসলে সুমন! অনেক অনেক শুভেচ্ছা। এমনি করেই কবিতায় আমাদের মাতিয়ে রাখো।
  • ranjan roy | ১৩ ডিসেম্বর ২০০৯ ১০:৪৭ | 115.184.116.167
  • মরেচে, পাই! আমি পাতি পাবলিক। এ'ব্যাপারে আমার কিস্যু আক্কেল নেই।
    কিন্তু আমার নিউইয়র্কবাসী বন্ধু ধ্রুব দত্তেরও এমনি লাগেজ গত বছর হারিয়েছিল। তাতে বিলাসপুর থেকে কেনা তসরের শাড়ি ছিল।
    ওর কথা যা শুনেছিলাম, তাতে মনে হচ্চে পার্সোনালি এয়ারপোর্টে গিয়ে করলে নিশচয়ই লাভ হতে পারে।
  • ranjan roy | ১৩ ডিসেম্বর ২০০৯ ১০:৪০ | 115.184.116.167
  • আমার লোভ হল বাংলায় আড্ডা দিতে পারা।

    নাকতলা স্কুল থেকে রিটয়র করা আমার সিনিয়র তানাজীদা এই রকম বর্ণনা দিত।
    সকাল ন'টায় টিউশন পড়াতে যাচ্ছি--- অরবিন্দনগরের চায়ের দোকানে রঞ্জন বেঞ্চিতে ঠ্যাং তুলে বসে আছে। সামনে চায়ের গেলাস, হাতে পানামা। কলেজ যায় নি।
    আর উল্টো দিকে একটা ছেলে বসে ওর বক্‌বক্‌ শুনছে।
    টিউশন থেকে ফিরছি-- দেখি রঞ্জন একই ভাবে বসে, সামনে চা', হাতে সিগ্রেট। শুধু সামনে বসা ছেলেটা পাল্টে গেছে।
    চান করে খেয়ে গড়িয়া কলেজে যাচ্ছি--- দেখি ও একই পোজে বসে, শুধু সামনের ছেলেটা পালটে গেছে।
    তিনটে নাগাদ কলেজ থেকে ফিরছি-- একই ব্যাপার,শুধু সামনের ছেলেটা পালটে গেছে।
  • pi | ১৩ ডিসেম্বর ২০০৯ ১০:৪০ | 72.83.210.50
  • জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো সুমনদা। আরো আরো অমনি অমনি কবিতা লেখো, আর লেখো 'অন্যরকম' লেখাও ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত