এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • santanu | ২৮ ডিসেম্বর ২০০৯ ০৮:৫৩ | 82.112.6.2
  • কেডিদা বা অন্য কেউ,

    এই যেটা বেরোলো, সেটা কি ৪ নম্বর কাগুজে গুরু?
  • M | ২৭ ডিসেম্বর ২০০৯ ২৩:৪১ | 59.93.202.60
  • যাদের জম্মদিন ছিলো তাদের সকলকে হ্যাবাড্ডে।
  • Sayantan | ২৭ ডিসেম্বর ২০০৯ ২২:২৬ | 117.192.163.126
  • কমরেড রবিনহুড কি এই রাজ্যে পা রাখিয়াছেন?
  • kd | ২৭ ডিসেম্বর ২০০৯ ১৩:১২ | 59.93.241.153
  • রবাহুতোকে নিজের চোক্কে দেকলুম কাল বিকেলে। হেব্বি চমকে দিলো। এ যে একেবারে শিশু, মানে মেরেকেটে কেলাস টেন! ভাবতে পারা যায়, এর'ও বউ আছে! সঙ্গে এনেছিলো, কিন্তু আমার সামনে আনতে ডেয়ার করেনি মনে হয়, কফিহাউসে বসিয়ে এসেছিলো।

    কাগুজে গুরু প্রেস থেকে বেরিয়েছে - মঙ্গলবার(সোমবার মহরম) থেকেই বুক-স্টলে পাওয়া যাবার কথা।
  • pi | ২৭ ডিসেম্বর ২০০৯ ১০:৪৭ | 76.124.14.233
  • যা পারছে, বলে যাচ্ছে !! ঃ(
    যাহোক, ভালো ভালো সব ইউশ করা সক্কলকে অনেক অনেক থ্যাঙ্কু। ভালো লাগলো খুব। ঃ)
  • pinaki | ২৭ ডিসেম্বর ২০০৯ ০৬:৪৬ | 76.124.14.233
  • হ্যাঁ, পেট খারাপের খবরটা পাক্কা। যদিও তার জন্যে ডিমের ডেভিল, গোট বিরিয়ানি, ফুলকপি দিয়ে রুই বা ঈলিশ মাছ ভাজা খেতে কোনও অসুবিধে হয় নি বলেই খবর আছে আমার কাছে।
  • a x | ২৭ ডিসেম্বর ২০০৯ ০১:২১ | 99.165.171.94
  • ইন্দোনেশিয়ায় এবার মুরগীকে সংরক্ষিত প্রাণী বলে ঘোষণা করা হবে।
  • Sayantan | ২৭ ডিসেম্বর ২০০৯ ০০:২১ | 117.192.160.209
  • ইন্দ্রাণীদি' ও রাত্রিদি'কেও হ্যাপি বাড্ডের গুড উইশেজ।
    জীবন মধুর হোক।
  • Bratin | ২৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৩ | 117.194.96.173
  • ইয়ে, পেট খারাপ র খবর টা কি পাক্কা?
  • ranjan roy | ২৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৫২ | 115.184.45.63
  • ইন্দ্রাণী, রাত্রি, কলি ও পাইকে জন্মদিনের অনেক অনেক শুভকামনা।
    তোমাদের সব স্বপ্ন এই জন্মেই সফল হোক।
    ( সায়ন্তনের থেকে কপি-পেস্ট করলাম, কিন্তু দিল-সে।)
  • pinaki | ২৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৩০ | 76.124.14.233
  • জনতা নজর দিয়ে দিয়ে বেচারা পাই এর পেট খারাপ করে দিলো। কেউ ভালো মনে উইশ করে নি - বোঝা যাচ্ছে। ;-)
  • Samik | ২৬ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৮ | 121.245.116.102
  • আগ্রা থেকে লিখছি। পাইখুকিকে আরেকবার হ্যাবাড্ডি। আরো সুন্দর হোক গানের গলা।
  • raatri | ২৬ ডিসেম্বর ২০০৯ ১২:৩১ | 59.93.179.83
  • বাড়ি-ঘর-মন ভরে যাচ্ছে,ভেসে যাচ্ছে শুভেচ্ছায়।ধন্যবাদ!!

    এমন সুন্দর সময়ে আরো যারা জন্মেছো তাদের সব্বাইকে অনেক অভিনন্দন!!
  • Sayantan | ২৬ ডিসেম্বর ২০০৯ ১২:২৬ | 117.192.171.254
  • শুভ জন্মদিন কলি ও পাই।
    তোমাদের সব স্বপ্ন সত্যি হোক।
  • dipu | ২৬ ডিসেম্বর ২০০৯ ১১:৩১ | 59.93.214.35
  • পাইদি ও কলিদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ঃ-)
  • m | ২৬ ডিসেম্বর ২০০৯ ০৮:১১ | 173.26.17.106
  • রাত্রি,জন্মদিনে অনেক শুভেচ্ছা।সঙ্গে একঝুড়ি কমলালেবু আর নাহুমের একটা বড়ো কেক,সবাই মিলে খেয়ো।
  • m | ২৬ ডিসেম্বর ২০০৯ ০৮:০৪ | 173.26.17.106
  • পাই, আগে ভাগেই একবাটি কলাই এর ডাল আর পোস্ত দিয়ে হ্যাপি বাড্ডে জানিয়ে দিলামঃ)
  • m | ২৬ ডিসেম্বর ২০০৯ ০৮:০২ | 173.26.17.106
  • কলি, জন্মদিনে অনেক শুভেচ্ছা।চকোলেট-কেক-পুডিং খেয়ে অরুচি হলে একবাটি পায়েস দিলাম, খেয়ো।
  • a x | ২৬ ডিসেম্বর ২০০৯ ০৮:০০ | 143.111.22.23
  • ক্যালকাটাওয়েবের পাতায় বুবুভা'র আপডেটে দিল্লীর এলজিবিটি মিছিল লেখা আছে এলিজিবিলিটি মিছিল।
  • kk | ২৬ ডিসেম্বর ২০০৯ ০৩:১৭ | 76.114.64.110
  • আবার অনেক অনেক থ্যাংকস, সব্বাইকে। খুব ভালো লাগছে এত শুভেচ্ছা পেয়ে।
  • kd | ২৫ ডিসেম্বর ২০০৯ ২৩:২৩ | 59.93.200.70
  • কেন? ইন্দোনেশিয়ার মুর্গিরা কি ঘাস খায়?
  • I | ২৫ ডিসেম্বর ২০০৯ ২০:০১ | 59.93.201.211
  • ইপ্পি,
    জম্মোদিনে আলুভাতে খেও না। পাইয়ের কাছ থেকে ইন্দোনেশিয়ান চিকেনের রেসিপি জেনে নিও। একটু ঘাস ঘাস মত লাগবে খেতে। তাতে কি !
  • I | ২৫ ডিসেম্বর ২০০৯ ২০:০০ | 59.93.201.211
  • ইন্দ্রাণীদি, ভালো থেকো।
  • I | ২৫ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৪ | 59.93.201.211
  • বাঘু বেকার, আমি তো রান্নাবান্না জানিনা, তুমি আমার হয়ে কৃষ্ণকলিকে ভালোমন্দ যাহোক কিছু একটা রেঁধে খাইও। আজ ওর জন্মদিন কিনা !
  • aishik | ২৫ ডিসেম্বর ২০০৯ ১৬:৪২ | 122.167.104.154
  • কেউ নেই? সব্বাই বেউ বেউ করতে গেছে? আমার কি হবে? আমায় শোষন থেকে বাঁচাও।
  • nn | ২৫ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৫ | 59.97.128.158
  • অমি তোমর জন্নে
  • d | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:৫২ | 117.195.39.77
  • তুমি কি জেগে আছো? তাহলে চটপট মেল চেকিয়ে উত্তর দাও তো।
  • a x | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:২৬ | 99.165.171.94
  • আজ এখানে বিলো ফ্রিজিং টেম্পারেচর। আর হুহু করে হাওয়া তার সাথে।
  • Bratin | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:৫৭ | 117.194.96.172
  • সেই মোল্লা নাসুরুদ্দিনের গল্প টা র মতো। যারা জানে তারা বলুক আর বাকি রা শুনুক ঃ-))
  • d | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:৪৩ | 117.195.39.77
  • কলিকে আমি আদর করে মাঝেমাঝে লালকলি বলি তো। একটা কারণ আছে অবশ্য। সেটা কলি জানে। বাব্বাহ! কতদিন হয়ে গেল ..... কলিকে হ্যাপী বাড্ডে বলছি তাও ৫ বচ্ছর হয়ে গেল!!!!
  • a x | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:৪০ | 99.165.171.94
  • :-|
  • d | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:৩৯ | 117.195.39.77
  • বলে দেব? নাঃ থাগ্গে ..... যারা জানে তারা তো জানেই, আর যারা জানে না তারা তো জানেই না।
  • a x | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:৩২ | 99.165.171.94
  • "কেপি টেস্ট পজিটিভ" মানে কি?
  • Bratin | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:১৮ | 117.194.96.172
  • কলি কে জন্মদিনের অনেক শুভেচ্ছা
  • a x | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:১৩ | 99.165.171.94
  • ফুলকলি রে ফুলকলি/বলত এটা কোন গলি

    কিন্তু আজ তো পিংককলি, লালকলি তো ভেলভেট কেক বানাবে যেদিন বাঘু বেকার সেদিন।
  • d | ২৫ ডিসেম্বর ২০০৯ ০৯:৩২ | 117.195.34.43
  • লালকলির জন্মদিনে একটা লাল টুকটুকে মোটাসোটা মোমবাতি, একটা শুকনো পাইনের ফল আর সমুদ্দুরের পাড়ে একলাটি হয়ে পড়ে থাকা একটা ঝিনুক দিলাম। রেঁধেবেড়ে, লিখেজুখে একেবারে জমিয়ে ভাল থাকো।
  • Tim | ২৫ ডিসেম্বর ২০০৯ ০৯:২২ | 71.62.121.158
  • ওতে একটা এমন ইনগ্রেডিয়েন্ট আছে যা পাই বলতে নারাজ। খেতে ইচ্ছে হলেই আমরা অবশ্য পাইকে জানাতে পারি। ২৪ ঘন্টার মধ্যেই ইন্দোনেশিয়ান চিকেন যেকোনো হেঁসেলে চলে আসবে। আমি ঠিক করেছি একটা মান্থলি পাস বানিয়ে রাখবো।
  • kk | ২৫ ডিসেম্বর ২০০৯ ০৬:৩৩ | 76.114.64.110
  • তাতিন, বার্থডে গার্লরা কেক কাটলে পরে সক্কলে একেক টুকরো পাবে।

    আর পাই এর ইন্দোনেশিয়ান চিকেনটা আমি খেতে চাই সত্যি সত্যি। ও পাই, রেসিপিটা সর্ষেবাটায় দিয়ে দাও না।
  • aka | ২৫ ডিসেম্বর ২০০৯ ০৬:০১ | 24.42.203.194
  • সব্বাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
  • Tim | ২৫ ডিসেম্বর ২০০৯ ০৫:২৩ | 71.62.121.158
  • আরে সব এত আগে আগে হয়ে গেল কিকরে? পাইয়ের জন্মদিন তো অক্কুটে দেখাচ্ছে ২৬ তারিখ।
    পাই, কলিদি, রাত্তিরদিকে হ্যাপি বার্থডে। সবারই জন্মদিন খুব ভালো কাটুক
  • tatin | ২৫ ডিসেম্বর ২০০৯ ০৪:৫৮ | 130.39.149.88
  • আর যাদের জন্মদিন নয়, তারা কি কেক পাবো না?
  • kk | ২৫ ডিসেম্বর ২০০৯ ০৪:২২ | 76.114.64.110
  • সব্বাইকে অনেক অনেক থ্যাংকস। আর টিটি দিদিকে, রাত্রিকে, পাই কে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সেই সাথে মস্ত একটা জার্মান চকোলেট কেক।
  • NUNI finder | ২৫ ডিসেম্বর ২০০৯ ০১:৫৫ | 162.119.68.248
  • beshi NUNI NUNI kore London theke bepatta hoye gelo ekjon..prothome scotland yard dhorlo, tarpore kanaghushoy shunchhi o ekhon NUNIr double agent.
  • tatin | ২৫ ডিসেম্বর ২০০৯ ০০:২০ | 70.177.57.163
  • নুনি নিয়ে আলোচনাগুলো ওপেন ফোরামে না করলেই বোধহয় হয়। অর্কুটের ক্যাল কমে কিছু লোক এই ভুলটা করে ভীষণ ফেঁসেছে- নুনি তাদের বাড়ির ঠিকানা বের করে থ্রেট মেইল ও পাঠাচ্ছে।
  • pi | ২৫ ডিসেম্বর ২০০৯ ০০:১৬ | 72.83.210.50
  • কালকের ভাটপাতা পড়ে ঘুমটা পুরো উবে গ্যালো। ঐ যাঁদের নাম ও নাকি করতে নাই, তাঁদের নিয়ে এত্ত কথাবার্তা, তা ও আবার ভাট ! লোকের কি কোনো একটা কাণ্ডজ্ঞান নাই ! এটা নিয়েও খিল্লি ! এরপর যদি ভাটপাতা উড়ে যায় কি টই এর পোস্ট কি রাত আড়াইটে তে ফোন আসে কি কড়া নাড়া .. কিম্বা...
    কমরেডগণ, যা করবেন নিজ দায়িত্বে করিবেন। অন্যদের এই নিয়ে ঝামেলায় ফেলিবেন না। সিরিয়াস অনুরোধ।
  • pi | ২৪ ডিসেম্বর ২০০৯ ২০:৪৮ | 72.83.210.50
  • আর, সক্কলকে থ্যাঙ্কু।
    রাত্তিরদি , কলিদিকে আগম শুভেচ্ছা।
    ইন্দ্রাণীদির জন্মদিন ও আশেপাশেই ছিল না ? কেমন যেন মনে হচ্ছে।
    যাইহোক, এইসব বাঘা বাঘা বেকার টেকারদের আমি আর কী ই বা দিতে টিতে পারি। ইন্দোনেশিয়ান চিকেন ই দিলুম। অত চিন্তা কিছু নাই। আভেনটা এবার ঠিক সময়েই বন্ধ করবো। ঃ)
  • pi | ২৪ ডিসেম্বর ২০০৯ ২০:৪৪ | 72.83.210.50
  • ভোররাত, ভোররাত।
    কমরেডগণ, আমার এখন ভোররাত। সবে তো দশটা এগারো বাজে।
    যাই, ফির ঘুমুতে যাই।

    ওবামাদা মেল করেছিলেন,বলেছেন, সারা বছর অনেক কাজ করেছো বাছারা, আজ ছুটি--ই-ই-ই !
  • rabaahuta | ২৪ ডিসেম্বর ২০০৯ ২০:২৪ | 203.99.212.53
  • কই? রাত হলো তো।
  • aka | ২৪ ডিসেম্বর ২০০৯ ২০:১০ | 24.42.203.194
  • ভোর হল।
  • a x | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৯:৫২ | 99.165.171.94
  • ভুতো? :-o মানে বছরে কোনো একটা দিন তো আমি জন্মেছি বটেই, তাই বছরের শুরুতে বলে যাওয়া? আরেক দফা বুড়ো হতে এখনও দেরী তো!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত