এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • SS | ১৮ জানুয়ারি ২০১০ ০৪:৩২ | 128.248.169.44
  • মারামারি / নাশকতা?
  • kk | ১৮ জানুয়ারি ২০১০ ০৩:৫৬ | 76.114.64.110
  • নাঃ, হিংসা, উগ্রতা, এই সবের থেকে আরেকটু কথ্য চাইছি।
  • pi | ১৮ জানুয়ারি ২০১০ ০৩:৫১ | 72.83.210.50
  • হিংসা।
  • kk | ১৮ জানুয়ারি ২০১০ ০৩:৪৩ | 76.114.64.110
  • ভায়োলেন্সের হানাহানি ছাড়া আর কি সহজ বাংলা আছে?
  • pipi | ১৮ জানুয়ারি ২০১০ ০২:২৯ | 78.52.65.101
  • একটা কোচ্চেন। এই মৃতের প্রতি সম্মান প্রদর্শন.... ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে বলা হউক। মানে, জীবদ্দশায় যাকে হেব্বি গাল দিলাম, ধরা যাক কাছা খোলা অপমান করলাম তখন তো ভাবলাম না তাতে লোকটার অসম্মান হল কি না, তার খারাপ লাগল কি না, সে রাগল না কাঁদল না মান করল না নাচল। এখন মরে যাই না শূণ্যে মিশে গেল এখন তার সম্মানই বা কি আর অসম্মানই বা কি। তার তো কাঁচকলা বয়েই গেল। তবে? এর থেকে কি এই প্রমাণ হয় না যে মৃতের সম্মান আছে, জীবিতের নাই?
  • pi | ১৮ জানুয়ারি ২০১০ ০২:২৮ | 72.83.210.50
  • :D

    আচ্ছা, বই পাঠালে অয়ন কি বেচার কিছু বন্দোবস্ত করতে পারবেন ?
  • Abhyu | ১৮ জানুয়ারি ২০১০ ০২:১৩ | 97.81.101.221
  • কাগুজে গুরু লেখো, বার বার অন্য জিনিস পড়ছি !
  • pi | ১৮ জানুয়ারি ২০১০ ০১:৩৭ | 72.83.210.50
  • BDNCR এর মিট ছিলো? দিল্লিতে তো কিছু কাগু গেছে, বেচার জন্য।
  • a | ১৮ জানুয়ারি ২০১০ ০১:১৮ | 122.177.6.133
  • অয়ন ই বটে। BDNCR এ দেখলুম। কিছু কাগু বেচে দিলে হত ঃ)
  • SS | ১৮ জানুয়ারি ২০১০ ০০:৪৪ | 128.248.169.44
  • কাবলিদা, ভাটের গল্প ছবিসহ চাই কিন্তু! মাল্টিপল্‌ ভার্সন হলেও ক্ষতি নেই।
  • Abhyu | ১৮ জানুয়ারি ২০১০ ০০:৩৯ | 97.81.101.221
  • আমার রেজিস্ট্রি ম্যারেজ। তার পরে একটা ছোটো রিসেপশান দিল্লী দরবারে। অল্প কটি লোক, অনেক কটি পদ। অত্যুত্তম রান্না ঃ)

    তো, সেখানে আমি তো অটোমেটিক্যালি নিমন্ত্রিত?
  • kd | ১৮ জানুয়ারি ২০১০ ০০:৩৪ | 59.93.205.191
  • অভ্যু, তুমি তোমার বিয়েতে নেমন্তন্ন খেলে? বিনা নিমন্ত্রণে? মানে কেউ কার্ড দিয়েছিলো কি? বিয়ে না হয়ে বৌভাত হ'লে ঠিক আছে - তবে ওটা তো নিজের খরচায় খাওয়া ঃ)

    জ্যোতিবাবুর দেহদানের ইচ্ছে থাকলেও বোধহয় সম্ভব নয় - মাল্টিঅর্গান ফেলিওর তো! (আমার বউএর কেসে করা যায়নি বলে জানি - কিন্তু ইন্দো ঠিকঠাক বলতে পারবে)। তবে ট্রেনিংএ ব্যবহার করা যেতে পারে - তবে তা কি কেউ অ্যালাউ করবে?
  • tkn | ১৮ জানুয়ারি ২০১০ ০০:৩১ | 122.162.17.130
  • অক্ষ ঃ-))))))))
    থাংকু
  • Samik | ১৮ জানুয়ারি ২০১০ ০০:২৮ | 122.162.75.60
  • a অয়ন তো? আমার পিকনিকের ছবি কোথায় দেখলি? কার অ্যালবামে?
  • tkn | ১৮ জানুয়ারি ২০১০ ০০:১৭ | 122.162.17.130
  • ডিডিদার দেওয়া ডিমের রেসিপিটা দেখতে পাচ্ছি না তো কোথাও! একটু হেল্পাবে কেউ প্লিজ?
  • Abhyu | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:৩৯ | 97.81.101.221
  • এই বিয়েবাড়িতে খাওয়ার জন্যেই আমার দেশে ফিরে যেতে ইচ্ছে করে।
  • tuli | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:৩৬ | 131.95.30.233
  • নিজের বিয়ে নিজে খাওয়া? কম্পিতে তা চলবে না, ডিসকোয়ালি! :-)
  • tuli | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:৩৪ | 131.95.30.233
  • আহা দাড়ি যায় দাড়ি আসে! এর জন্য মায়া করে কী লাভ? দাড়ি কামিয়ে ফেললেই হয়!
  • Abhyu | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:৩৪ | 97.81.101.221
  • শেষ বিয়ে খেয়েছিলাম নিজেরটা - কিন্তুক কি ভালোই যে খাইয়েছিল ...
  • a x | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:৩২ | 75.53.204.181
  • কি মিথ্যে কথা! গোঁফ ছিল দিব্যি আর দাড়ি ছিলনা? কেউ মানবে?
  • tuli | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:৩১ | 131.95.30.233
  • আজকাল নাকি সব বিয়ের খাওয়া বাফে! লাইন দিয়ে গিয়ে খাবার তুলে নিতে হয়! ডেসার্টে নাকি শুফলে টুফলে দেয়। :-(
    আমি অবশ্য বিয়ে খাই নি বহুদিন।
  • Ishan | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:২৯ | 173.26.17.106
  • গিম্প দিয়ে তুললেই হয়। কিন্তু অতো লেবার নেবার কোনো মানে নেই। ঐ ছবিতে আমাকে বলে দিলেও চেনাই যায়না। কারণ, অত্যন্ত দুঃখজনক হলেও, কথাটা সত্যি, যে, ছোটোবেলায় আমার দাড়ি ছিলনা। ঃ(
  • Ishan | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:২৮ | 173.26.17.106
  • ক্রিস্টিতে কি উঠত? আমি স্বয়ং নাকি? ঃ)
  • tuli | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:২৭ | 131.95.30.233
  • কেন, গিম্প দিয়ে কোলে তুলে দিলেই হয়!
  • a x | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:২৭ | 75.53.204.181
  • আঁটিশুঁটি করে জ্যোতিবাবু খেতে বসবেন কেন! বালাই ষাঠ!

    আজকাল লুচি বেগুনভাজা দেয়না নাকি? আমি কবে শেষ বিয়েবাড়ি খেয়েছি মনে পড়েনা।
  • a x | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:২৫ | 75.53.204.181
  • যাহ ক্রিস্টিতে অকশন হবার চান্স চলে গেল।
  • tuli | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:২৫ | 131.95.30.233
  • আহা! দিনকাল বড় ভালো ছিলো! বিয়েবাড়ীগুলো ও বেশ খোলামেলা হতো! প্রথমে দিতো লুচি বেগুনভাজা। তারপরে ভাত ডাল মাছ মাংস! :-)
    কিন্তু আর ক'খানা চেয়ার এনে দিলেই তো সকলে এঁটে যেতো! নাকি জ্যোতিবাবুর সঙ্গে অনেক সঙ্গীসাথীও এসেছিলেন সেই বিয়ের নেমন্তন্নে?
  • a | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:২৪ | 122.177.6.133
  • বেথের ছবি দেখলুম পিকনিকের। সে কি ঝক্কাস জ্যাকেট মাইরি!!! সাঝও বড্ডো ছুইট হইসে।

    সুমন ফরিদারে চিন্তে পাল্লুম না।

  • Ishan | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:২৩ | 173.26.17.106
  • আমার ধারনা ছিল আমি ছোটোবেলায় জ্যোতি বসুর কোলে উঠেছিলাম। তার ছবি আছে।

    বাড়ি থেকে একটু আগে বলল, আমি মোটেও কোলে উঠিনি। পাশে বসেছিলাম। ছবিও সেরকমই বলছে। ঃ(
  • dukhe | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:১৬ | 117.194.225.102
  • ই কী! এ তো লিটারালি অন্যের মুখের গ্রাস কেড়ে নেওয়া !
  • a x | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:১৬ | 75.53.204.181
  • এটা বছর তিরিশ আগের গল্প। তখন সিকিউরিটি ইত্যাদির চিন্তাও বোধহয় অনেক কম ছিল। এখন বুদ্ধ এইভাবে বেড়াতে বেড়াতে বিয়েবাড়ি যায় কিনা কে জানে। গেলেও তার জন্য আগে থেকে কন্যাপক্ষ প্রস্তুত থাকে হয়ত।
  • a x | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:১৪ | 75.53.204.181
  • আচ্ছা শুভজিত। আপনে কেমন আমার দেখা অন্য ছাত্র পরিষদ সদস্যর থেকে আলাদা মনে হইত, তাই জিগালাম। তবে আমার ছা। প। দেখা বঙ্গবাসীতে। হোথায় সবই এক।

    আমি দেশে গেলে এখনও মাধবীদিজ্যেঠিমা পুরোন গণশক্তির কাটিং বার করে আমাকে বোঝানোর চেষ্টা করেন স্তালিন কত ভালো লোক ছিলেন, সব কেমন মিথ্যে অপপ্রচার করে ওর নামে ঃ-)

    তো আমার মাতা ও পিতা একবার কোনো এক বিয়েবাড়ি গেছে। সময় ও সুযোগ বুঝে খেতে বসেছে। হঠাৎ করে মেয়ের বাবা হন্তদন্ত হয়ে এলেন, পেছন পেছন অনেক লোক। এসে বাবা-মা'কে বললেন, আপনার যদি কিছু মনে না করে একটু জায়গাটা ছেড়ে দেন। বাবা প্রচন্ড অপমানিত হয়ে টয়ে তাকিয়ে দেখে পেছনে জ্যোতি বসু, তার জন্যেই এই অনুরোধ। উঠে আসতে যাচ্ছে এমন সময় জ্যোতিবাবু - "না না সে কি করে হয়, আপনারা উঠবেন না।"

    বাবা মা যদিও উঠে বেড়িয়ে এসেছিল। বাড়ি ফিরে পাউঁরুটি দিয়ে নৈশভোজ করেছিল কিনা মনে নেই।
  • Arpan | ১৭ জানুয়ারি ২০১০ ২৩:০৩ | 122.252.231.12
  • সে যাক। আজ টিভিতে দুই ভদ্রলোক যা দাবি করলেন সেইটা পেশ করে ঘুমুতে যাই।

    ১। প্রথমজন জ্যোতিবাবুর বয়োজ্যেষ্ঠ ও প্রাক্তন মুখমন্ত্রী। তিনি নাকি খাদ্য আন্দোলনের সময় জ্যোতিবাবুকে অন্তরীণ থাকতে সাহায্য করেছিলেন।

    ২। দ্বিতীয়জন ওনার অনুজপ্রতিম। বিগত লোকসভার স্পিকার ছিলেন। নিউক ডিলে ভোটাভুটির সময় যখন করাতবাবু ফতোয়া জারি করেছিলেন তখন জ্যোতিবাবুর কাছে তিনি পরামর্শ চাইতে যান। জ্যোতিবাবু নাকি বলেছিলেন "ইউ মাস্ট প্রিসাইড ওভার দ্য হাউজ'।
  • aka | ১৭ জানুয়ারি ২০১০ ২২:৫০ | 24.42.203.194
  • আঃ কমরেড অপ্পন, কমিউনিস্ট হলে বাই ডেফিনিশন কমিউনিস্টদের মতন জীবন যাপন করতে হবে।

    (ডিঃ, ইহা ডেফিনেশনের প্রশ্ন)
  • Arpan | ১৭ জানুয়ারি ২০১০ ২২:৪৫ | 122.252.231.12
  • হ্যা। বেশ করেছেন। কমিউনিস্ট হলেই কি গান্ধীবাদী জীবনযাপন করতে হবে নাকি!
  • dukhe | ১৭ জানুয়ারি ২০১০ ২২:৪০ | 117.194.225.102
  • @Suvajit, আজ থাক । অনেকে দুঃখ পাচ্ছেন ।
  • Suvajit | ১৭ জানুয়ারি ২০১০ ২২:৩৬ | 59.177.194.22
  • অক্ষদাঃ হ্যাঁ ছাত্রজীবনে ছাত্রপরিষদ করতাম। এদিকে আমার বাড়ী, আত্মীয়স্বজন, শশুরবাড়ী, তাঁদের আত্মীয়স্বজন সকলেই প্রবলভাবে বামপন্থী ও বাম সমর্থক। আমার অবস্থা দৈত্যকুলে প্রহ্লাদের (বা মতান্তরে প্রহ্লাদকুলে দৈত্যের) মতন।
    আজ অবধি মাকে নানা ভাবে কনভিন্স করে, তর্ক বিতর্ক করে কখনো হাতচিহ্নে ছাপ দেওয়াতে পারিনি।

    দুখেঃ যে কোনো রাজনৈতিক নেতা/নেত্রীর কর্মজীবনের ইতিহাস দেখলে অনেক ঘটনাই আপনার সমর্থন পাবে আবার বিস্তর ঘটানা পাবে না। কার ইতিহাস দেখছেন আর কে দেখছেন সেই অনুসারে সমর্থন অসমর্থনের রেশিও পরিবর্তিত হবে। সে হিসেবে গান্ধীরও বহু সমালোচনার জায়গা আছে, নেতাজীরও আছে, জ্যোতি বসুরও আছে। কিন্তু তিনি কেন আদৌ জন্মেছিলেন, এরকম একটা স্ট্রং স্টেটমেন্ট দেওয়ার আপনার কাছে কি বিশেষ কোনো কারণ আছে?
  • nyara | ১৭ জানুয়ারি ২০১০ ২২:৩৫ | 203.83.248.37
  • আরেকটা।

    আমি তখন খড়গপুরের টাটার কারখানায় চাকরি করি। টাটা টিমকেনের নতুন ফ্যাক্টরির শিলান্যাস করতে জ্যোতিবাবু আসবেন খড়গপুরে, কয়েক ঘন্টার জন্যে আমাদের কোম্পানির গেস্টহাউসে থাকবেন। শোনা গেল গেস্টহাউসের ম্যানেজার উদভ্রান্তের মতন কলকাতা দৌড়েছেন। কী ব্যাপার? জ্যোতিবাবু নাকি সিঙ্গল মল্ট আর ইম্পোর্টেড বিয়ার ছাড়া কিছু খান না। সিঙ্গল মল্ট জোগাড় হয়েছে, কিন্তু হাইনিকেন জোগাড় করতে কলকাতা ছুটেছেন ম্যানেজার। সর্বহারাদের নেতার এরকম এলিট অভ্যেস শুনে খটকা লেগেছিল, কিন্তু মনে পড়ল ছাত্রাবস্থা তো কাটিয়েছেন বিলেতে, ধনী বাপের সন্তান হয়ে!
  • a x | ১৭ জানুয়ারি ২০১০ ২২:২৫ | 75.53.204.181
  • এটা ঘোষ না সেন।
  • nyara | ১৭ জানুয়ারি ২০১০ ২২:২১ | 203.83.248.37
  • এটা অ্যানেকডোটাল - জ্যোতিবাবু আর প্রফুল্ল ঘোষকে নিয়ে। আমার কাছে অ্যানেকডোটাল, কিন্তু ঐতিহাসিক সত্যতা থাকতে পারে।

    অ্যাসেমব্লিতে একদিন জ্যোতিবাবু এসে একটি বোমা ফাটালেন, "আমাদের কাছে খবর আছে, মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ বেনামে স্টিফেন হাউস কিনে নিয়েছেন।" অতঃপর অপোজিশন বেঞ্চ যথারীতি প্রবল হল্লা মচালো। হর্তাল-টর্তালের হুমকি দিল। কিন্তু শেষ অব্দি কোন ফয়সালা হল না। প্রফুল্ল ঘোষের ওপরে, যাকে বলে সন্দেহের কালো ছায়া, রয়েই গেল - যদ্দিন না বস্তিতে ওনার মৃত্যুর খবর কাগজে বেরিয়েছে।
  • dukhe | ১৭ জানুয়ারি ২০১০ ২২:১৪ | 117.194.225.102
  • ইশানবাবু ঠিকই কইছেন । আম্মো এটা নিয়ে রগড়াব না । যত নিম্নরুচির জানোয়ারই হই, গুরুভাইবোনেদের সঙ্গে আমার রাগারাগি নেই ।
  • a x | ১৭ জানুয়ারি ২০১০ ২২:০৯ | 75.53.204.181
  • কথায় কথায় এই রুচি শিক্ষা ইত্যাদি টেনে আনাটা অত্যন্ত বিরক্তিকর। যারা এগুলো বলে তারাই আবার উদ্বাহু হয়ে সাঁইবাড়ি হত্যা আমাদের গর্ব বলে, তখন এইসব রুচি শিক্ষার ডেফিনিশন বদলে যায়। পছন্দ হয়নি, প্রতিবাদ করেছেন খুব ভালো। বাকিটা ফালতু।

    সেলিব্রিটি প্রসঙ্গে, হ্যাঁ আরও কিছু প্রাক্তন মুখ্যমন্ত্রীও মারা গেছে, যেমন প্রফুল্ল ঘোষ। উল্টোডাঙ্গার বস্তিতে। বিড়লার সাহায্য রিফিউস করে। অজয় মুখার্জি পিজিতে, রাস্তায় স্মৃতিভ্রষ্ট অবস্থায় পাওয়ার পর। কাজেই এইসব নিয়ে তর্ক করেও কিছু লাভ নেই।

    বরঞ্চ জ্যোতিবাবুকে নিয়ে অ্যানেকডোটাল গল্প বলুন না, যে যা জানেন।
  • Samik | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৫৯ | 122.162.75.178
  • আকা,

    নাহ্‌। মনে করি না। দুখের বক্তব্যটার সাথে একমত নই, তবে অপছন্দও করছি না। ওসমা বিন লাদেনও খারাপ হয়েই জন্মান নি। তবু অনেক লোকে মনে করে লোকটা না জন্মালেই ভালো হত।

    যাগ্‌গে, আলোচনায় যেতে চাইছি না। কেবল বলার ছিল রাজদীপের রিয়্যাকশনটা আমার পছন্দ হয় নি।
  • Blank | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৫৩ | 59.93.162.160
  • মামু যা বল্লো, কাটায়ে দাও আজ সব। পরে না হয় হবে।
  • aka | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৫০ | 24.42.203.194
  • হ্যাঁ সে তো বটেই, কিন্তু সেতো সমস্ত সেলিব্রিটিদের ক্ষেত্রেই তাই। অজ্জিতের বিশেষ অপছন্দ তাই ওকেই এই প্রশ্নটা করা। ;)

    শমীক, তারমানে কি তুমি মনে কর কিছু মানুষ খারাপ হয়েই জন্মায়?
  • Ishan | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৫০ | 173.26.17.106
  • যা হবার হয়ে গেছে। এবার ছেড়ে দ্যান। মৃত্যুর দিনে এইসব নিয়ে কথা নাইবা বলা হল।

    তক্কোবিতক্কের জন্য অনেক দিন পড়ে আছে। পরে করা যাবে না হয়।
  • Arpan | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৪৯ | 122.252.231.12
  • হু। আমি মিস করে গেছিলাম।

    এর থেকে সবাই টইতে গিয়ে লেখো না।
  • Rajdeep | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৪৬ | 59.88.140.254
  • অর্পণ, টিভিতে দেখাল দেহদান - পিজিতে দেহদান হবে
  • bb | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৪৫ | 117.195.184.10
  • দুখের দ্বিতীয় প্রতিক্রিয়া অন্ততঃ নিম্নরুচির মনে হয়েছে। বিশেশ করে আমার অনুরোধের পর।
    এর থেকে প্রমাণ হয় যে শিক্ষা এবং রুচি বোধহয় সমানুপাতিক নয় ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত