এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২১ জানুয়ারি ২০১০ ১২:৪৬ | 204.138.240.254
  • * দোকানে
  • Arpan | ২১ জানুয়ারি ২০১০ ১২:৪৬ | 204.138.240.254
  • জিরো ভিজিবিলিটি একবার পেয়েছিলাম। বাইকে পুরী থেকে ভুবনেশ্বর ফেরার সময়। রোববার দুপুরে ফেরার কথা ছিল। চানটান করে ল্যাদ খেয়ে ঠিক করলাম আরেকটা রাত কাটিয়ে যাব।

    তিনটে বাইকে জনা পাঁচেক ছিলাম। কুয়াশার দাপটে কে যে কোথায় হারিয়ে গেলাম। তখন সেলফোনের নেটওয়ার্কও বেশ খারাপ ছিল। শেষে ভুবনেশ্বরে ঢোকার মুখে একটা চায়ের দোকান সব মক্কেল আবার একত্র হল।
  • Samik | ২১ জানুয়ারি ২০১০ ১২:৩২ | 219.64.11.35
  • আজ সকালেও হাল খুব একটা ভালো ছিল না। জিরো না হলেও ঐ পঞ্চাশ মিটার ভিজিবিলিটি ছিল।
  • quark | ২১ জানুয়ারি ২০১০ ১২:৩০ | 202.141.148.99
  • নাহ্‌, আর বলা যাবে না "কেউ যদি বেশি খাও, খাওয়ার হিসেব নাও, কেননা অনেক লোক ভালো ক'রে খায় না"

    http://www.anandabazar.com/21edit3.htm
  • shrabani | ২১ জানুয়ারি ২০১০ ১১:৫৯ | 124.30.233.102
  • কাল শমীকের থেকে বই নিয়ে মিষ্টিমুখের ওখান থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে বাড়ি ফিরলাম কারণ নতুন হলদিরামে খেতে যাবার কথা ছিল দল বেঁধে (সরস্বতী র অনারে নিরিমিষ্যি)।
    সাড়ে আটটা নাগাদ যখন গেছি তখনও নর্মাল শীতের সন্ধ্যা, অল্প ধোঁয়াশা যেমনটা হয় আর কি। দশটায় বেরোলাম যখন সামনে কিচ্ছু দেখা যাচ্ছেনা।(ওদিকটা আবার ফাঁকা ফাঁকা তো), সামনে পার্ক করা গাড়িও নয়। রিমোট লকের চাবি টিপে গাড়ী বোঝা গেল। ছবি তুলতে পুরো ভুতের সিনেমার ছবি লাগছে!
    তারপরে সেই ঠুকঠুক করে মিনিমাম স্পীডে সমস্ত আলো ব্লিঙ্কার জ্বেলে কোনোরকমে বাড়ি ফেরা।
  • de | ২১ জানুয়ারি ২০১০ ১১:১২ | 59.163.30.4
  • শমীক,
    এইসব কেসে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা বোধহয় বেশী সেফ! শুধু শুধু রিস্ক নিয়ে লাভ নেই।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১০ ১০:৪২ | 204.138.240.254
  • ইয়েস! থ্যাংকু।
  • de | ২১ জানুয়ারি ২০১০ ১০:৩৩ | 59.163.30.4
  • সিনিমার নাম আত্মীয়স্বজন! আমি পুরো দেখেছিলাম, কারণ পয়সা দিয়ে টিকিট কেটে ঢুকেছিলাম আর বাইরে ব্যাপক ঝম-ঝম ছিলো!
  • pi | ২১ জানুয়ারি ২০১০ ১০:২৮ | 72.83.210.50
  • বড়মা,
    আলসারের রেফ ঃ সর্ষে
  • Samik | ২১ জানুয়ারি ২০১০ ০৯:৩১ | 219.64.11.35
  • পিপি জর্ম্মনী গিয়ে খুব পড়াশুনো শিখেছে। চিরটাকাল আমরা হানিডু বলে খেলাম ঐ মিষ্টি, আর পিপি বলে হানি-ডিউ। হুঁঃ!
  • M | ২১ জানুয়ারি ২০১০ ০৯:২৯ | 59.93.193.101
  • আচ্ছা পাই ঐ আলসার টার বলে কারে মিন কত্তে চাইলো?

    পিপিরে, আমার এক বিয়ার মাগ সাইজের হাইল্যান্ড ছাঁকা কফি, ইয়ে মানে ইন্সটান্টো নহে, পুরো দুধ দিয়ে , নো জল মেশানো আর চিনি বেশী নয়, অপ্প করে।এটুকু দাবী!
  • Samik | ২১ জানুয়ারি ২০১০ ০৮:৪৯ | 122.162.75.18
  • কাল কীভাবে বাড়ি ফিরেছি আমিই জানি। পারফেক্ট জিরো ভিজিবিলিটিতে গাড়ি চালিয়েছি। একেবারে অন্ধের মত। এমন কুয়াশা সেই জলপাইগুড়ির পরে আর দেখিনাই।
  • m | ২১ জানুয়ারি ২০১০ ০৩:২০ | 173.28.115.113
  • দেখছো না,তর সইছে না, দুইবার করে পোস্টিয়ে ফেলছি!!
  • pipi | ২১ জানুয়ারি ২০১০ ০২:৪৫ | 92.229.44.74
  • না না, দু দুটো টিকটিকি একজায়গায় থাকতে পারে না। আই অ্যাম শ্যোর উনি ওপারে আছেন।
  • pi | ২১ জানুয়ারি ২০১০ ০২:৩৪ | 128.231.22.89
  • পিপি,তাহলে মিস্টার বক্সীর ও তো ওখানেই স্টে করার কথা। ওনার মিসেস আর সেই ফ্রেণ্ড, কি যেন নামটা , স্টার্টিং উইদ এ, ওখানেই কিনা একটু জানিও তো।
  • pipi | ২১ জানুয়ারি ২০১০ ০২:১২ | 92.229.44.74
  • আহা রোসোই না মামী, ছেরাদ্দটা চুকলেই তো যাচ্ছি ওখানে, তখন একদম সব খপরাখপর ফুল ডিটেলে তোমার কাছে পৌঁছে দেব'খন। একদম ফ্রিতে।
  • m | ২১ জানুয়ারি ২০১০ ০১:৫৪ | 173.28.115.113
  • ফ্রিকোয়েন্ট ফ্লায়ার টাইপের কোনো সুবিধে আছে?
  • m | ২১ জানুয়ারি ২০১০ ০১:৫৪ | 173.28.115.113
  • ফ্রিকোয়েন্ট ফ্লায়ার টাইপের কোনো সুবিধে আছে?
  • pipi | ২১ জানুয়ারি ২০১০ ০১:৫৩ | 92.229.44.74
  • সত্যসন্ধানী পিপিঃ-))
  • m | ২১ জানুয়ারি ২০১০ ০১:৫১ | 173.28.115.113
  • তাই বলো! আমি ঝালর বলতে যা বুঝি সেটা তো দেবার মত কোনো বস্তু না!আর চামর ভাবলেই বাংলা সিনেমার রাজসিংহাসনের পিছনে দাঁড়িয়ে থাকা ঘুঁটে খোঁপাদের কথা মনে পড়ে যায়ঃ)
  • pi | ২১ জানুয়ারি ২০১০ ০১:৪৬ | 128.231.22.89
  • কিন্তু আসল কথাটি ব্যাটা পিপি কেমনে জানতে পারলো, সেটি ই হল আসলি কোশ্চেন।
  • pipi | ২১ জানুয়ারি ২০১০ ০১:৩৬ | 92.229.44.74
  • আরে মামী ওসব তো ভুজুংভাজুং লোককে দূরে সরিয়ে রাখার জন্য। নইলে আসল কথাটি টের পেলে হেল মবড হয়ে যাবে না?
  • aka | ২১ জানুয়ারি ২০১০ ০১:৩৬ | 168.26.215.13
  • হ্যাঁ হ্যাঁ চামর চামর।
  • pipi | ২১ জানুয়ারি ২০১০ ০১:৩৪ | 92.229.44.74
  • ধুর ওগুলো তো এপারে এসে পাতা টেনে তারপর আটভাট বকেছে - উইশফুল থিংকিং, বুঝলে না? ঘাসপাতা টানলে অমন হয়।
    আসল কতা জানতে হল পড় অটোবায়োগ্রাফি অফ আ ইয়োগী, অথবা দেবযান। সব পোষ্কার।
  • m | ২১ জানুয়ারি ২০১০ ০১:৩৩ | 173.28.115.113
  • না না, নরকে অষ্টপ্রহর চিল্লামিল্লি প্লাস ইন্দুর,টিকটিকি চামচিকের নাড়িভুঁড়ি ভাজা সঙ্গে গরম তেলে ছ্যাঁকছোঁক তো আছেই- এরচে খসটে মার্কা ঋষিদের সঙ্গে স্বর্গ ঢের ভালো।
  • m | ২১ জানুয়ারি ২০১০ ০১:৩০ | 173.28.115.113
  • আজ্জো, ঝালর টা কি?চামরের ছোটভাই?
  • aka | ২১ জানুয়ারি ২০১০ ০১:২৭ | 168.26.215.13
  • ঊর্বশী, মেনকা, ইন্দ্রপুরী।

    এসব আমাদের জানা আছে।
  • pipi | ২১ জানুয়ারি ২০১০ ০১:২৪ | 92.229.44.74
  • বামুন লাগবে কেন? আমি তো সাধুসন্তদের আখাড়ায় যাব না।
    আর কে তোমার বলল আকা যে উপরে ব্যাপারটা ইনভার্স?
  • aka | ২১ জানুয়ারি ২০১০ ০১:১৯ | 168.26.215.13
  • আর ওপারে পুরো ব্যপরটাই ইনভার্স। সগ্গ মানেই বেলেল্লাপনা আর নরক মানে একগাদা কাঁইকিচির।
  • aka | ২১ জানুয়ারি ২০১০ ০১:১৮ | 168.26.215.13
  • এক টুকরো সোনা, এক টুকরো রুপো, একটা ঝালর, একটা সুপুরী, একটা পান আর এক টাকার কয়েন, সাথে একটা ব্রাহ্মন। আমি আছি লাগলে বলবেন। অগ্রদানী হিসেবেও আমাকে ডাকতে পারেন। তাতেও চলবে।
  • pipi | ২১ জানুয়ারি ২০১০ ০১:০৯ | 92.229.44.74
  • কিসের খাতা? স্বগ্গ এরিয়ায় বাড়ি যখন কিনিইনি তো ওখানে থাকতে যাব কেন? ভেবে দেখ মামী, স্বগ্গ মানেই যত্ত সাধু সন্ত - দিনরাত ধ্যান নয় হরিনাম সংকীর্তন! সেই তুলনায় হেল হচ্ছে ফুল অব কালারফুল ক্যারেক্টারস - হিপ অ্যাণ্ড হ্যাপেনিং, টোটাল কুল। অই ছেড়ে স্বগ্গে যাব আমি? রামোঃ!
  • m | ২১ জানুয়ারি ২০১০ ০১:০৯ | 173.28.115.113
  • মোটা গীতার যুগ সেই দাদুর ছাতার সঙ্গে গিয়াছে, এখন ফিনফিনে গীতা সঙ্গে ফোল্ডিং ছাতা।
    কিছুই জানে না বুউকা!
  • pi | ২১ জানুয়ারি ২০১০ ০১:০৭ | 128.231.22.89
  • গীতা আবার কবে ফিনফিনে হল ? সীতা হো ইয়া গীতা, যথেষ্ট স্বাস্থ্যবতী।
  • m | ২১ জানুয়ারি ২০১০ ০১:০১ | 173.28.115.113
  • আরে, গীতা হলো যাত্রাপথের পাথেয়, সগ্গো নরক তো পরে চিত্র র খাতা দেখে ঠিক হবে।
  • pipi | ২১ জানুয়ারি ২০১০ ০০:৫৮ | 92.229.44.74
  • ভাল মনে করিয়েছ মামী, সব্বাই একটা করে গীতা এনো। হোমের কাঠ খচ্চা বেঁচে যাবে। নিয়মভঙ্গে হোম যজ্ঞি হয় টয় তো?
  • pipi | ২১ জানুয়ারি ২০১০ ০০:৫৪ | 92.229.44.74
  • আরে ভগবানকে তো ডাকা হবেই না! মানে আমি তো স্বগ্গে যাচ্ছি না তো খামখা ও ভদ্রলোককে ডেকে চাপ খাওয়াবো কেন! বরং যেখানে যাব সেইখানকার বাড়িওলার জন্য এটা একটা প্রি-হাউস ওয়ার্মিং পার্টি বলতে পারঃ-)
  • kk | ২১ জানুয়ারি ২০১০ ০০:৫৪ | 76.114.64.110
  • না পিপি, এ মনে হয় অন্য বক।

    নিজের শ্রাদ্ধ নিজে তো মাইকেল কেন্‌ও করেছিলো, 'ওয়েদারম্যান'এ।
  • m | ২১ জানুয়ারি ২০১০ ০০:৪৮ | 173.28.115.113
  • ওটার মোকাবিলায় একটা ফিনফিনে গীতা থাকবে তোঃ)
  • pi | ২১ জানুয়ারি ২০১০ ০০:৪৪ | 128.231.22.89
  • শ্রাদ্ধে ডেভিল ? ভেবে দ্যাখো। সামনে ডেভিল থাকলে ভগবানের কাছে তোমার সোলের শান্তি কামনা একটু চাপ হয়ে যাবে না ?
  • m | ২১ জানুয়ারি ২০১০ ০০:৪২ | 173.28.115.113
  • যাক গে, ভেবেছিলাম, তুমি তো জীবন সম্পর্কে প্রায় উদাসীন হয়েই গেছো,ফলে এই সব তুচ্ছ শুঁটকিতে আর কি এসে যাবে!
  • pipi | ২১ জানুয়ারি ২০১০ ০০:৩৮ | 92.229.44.74
  • মামী, এই তো দিল পে ব্যথা দিলে! এতকিছু ছেড়ে শেষটায় ঐ শুঁটকিতেই তোমার নাক, থুড়ি জিভ আটকালো?
  • m | ২১ জানুয়ারি ২০১০ ০০:২৩ | 173.28.115.113
  • পিপি,এত কিছুই যখন হচ্ছে তাইলে একটু শুঁটকি ভর্তা আর বোয়ালের ন্যাজা রেখো গোটাকতক,মানে আমার আবদারটাও জানিয়ে দিলামঃ)
  • pipi | ২১ জানুয়ারি ২০১০ ০০:০৯ | 92.229.44.74
  • ও হ্যাঁ, যাদের আলসার তারা যেন বাড়ি থেকে sick ঝোল রেঁধে সঙ্গে করে নিয়ে আসে নইলে আমারই অগ্রিম শ্রাদ্ধানুষ্ঠানে খেয়ে আমাকেই বুড়ো আঙুল দেখিয়ে আমারই আগে ভবনদী পেরোবে এ সইতে পারব না।
  • pipi | ২১ জানুয়ারি ২০১০ ০০:০৪ | 92.229.44.74
  • পাই, ভেবে দেখলাম ভেটকিটা রাখতেই হবে। তবে ডিমসেদ্ধ, ডিমভাজা, ঝুরোঝুরো, পোচ, ডেভিল, সানি সাইড আপ সবই থাকবে। অতএব তোমার চিন্তা নাইকো।
    ও হ্যাঁ, ফুচকা থাকবে। চন্দননগর স্ট্র্যাণ্ড থেকে বেণারসী সিং কে স্পেশ্যালি আনাবো। আর লক্ষীদা থাকবে তার মিক্স চাউমিন নিয়ে। এগুলো সব এলেবেলে মানে জলখাবার আর কি। মেনু কি হবে ভাবছি।
    মিষ্টি নিয়ে ভেবনা কেউ। সূয্যি মোদকের জলভরা, মৃত্যুঞ্জয়ের লর্ড চমচম, বাবা পঞ্চাননের দই, হরিমোদকএর গোলাপছাপ আর চুঁচড়োর হানি ডিউ সন্দেশ - সবই থাকবে।
  • pi | ২০ জানুয়ারি ২০১০ ২৩:৫৯ | 72.83.210.50
  • সবচে কম দেখতে পারার লিস্টে আমার তালিকায় সর্বাগ্রে আসবে সালাম-এ-ইস্ক ও কালপুরুষ। ভাগ্যে কোনোটা পয়সা কেটে দেখিনি। পয়সা দিয়ে বোধহয় সবচে আগে বেরিয়েছিলুম কুছ কুছ হোতা হ্যায় থেকে। আরেকটা ছিল নন্দনে কোনো এক সিনেমা। তার নাম অব্দি মনে নাই।
  • Arpan | ২০ জানুয়ারি ২০১০ ২৩:৫১ | 122.252.231.12
  • কমরেড অপ্পনের সিনিমার নাম মনে নাই।

    পিপি নিয়মভঙ্গ কাকে বলে জানে না!! আমাদের বাড়িতেও অবশ্য নিয়মভঙ্গ বলে না। বলে মৎস্যমুখী।
  • pi | ২০ জানুয়ারি ২০১০ ২৩:৪৮ | 72.83.210.50
  • হেঁ হেঁ, কাল ই আমি ডিমালু নামে একটি খাদ্যের সন্ধান পেয়েচি। সেটি খাওয়াতে পারবে ?
  • m | ২০ জানুয়ারি ২০১০ ২৩:৪০ | 173.26.18.42
  • প্রথম দিন তো শ্রাদ্ধ হলো সেদিন অনেকেই আমিষ খায় না, পরের দিন মাছ ইত্যাদি খেয়ে স্বাভাবিক খাওয়া দাওয়ায় ফিরে আসে,সেটাকেই নিয়মভঙ্গ বলে। তবে আজকাল একদিনেই সব হয়ে যায়, দুদিন লাগে না।
    আমার দাদামশাইয়ের শ্রাদ্ধের পর আর জানি না, সেও বছর বারো আগের কথা।
  • pipi | ২০ জানুয়ারি ২০১০ ২৩:৩৯ | 92.229.44.74
  • হ্যাঁ, হ্যাঁ, ডিম থাকতেই হবে। হাঁসের ডিম।
  • m | ২০ জানুয়ারি ২০১০ ২৩:৩৭ | 173.26.18.42
  • আমি পাঁচটা ডিমে গোটা দশ বারো মৌরি দিয়েছিলাম। ইপি কে খাওয়ানো কোনো সমস্যা নয়,নানাবিধ আলু সেদ্ধ নানা গালভরা নামে খাওয়ালেই হবে।

    আম্মো সেই সিনিমার নাম জানতে চাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত