এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ০২ মার্চ ২০১০ ০৯:২৩ | 122.162.75.238
  • ভূতো কিনা আজকের দিনে আবির্ভূত হয়েছিল, তাই আবীর-টা উড়িয়ে দিয়ে কেবল ভূতো নামটা রাখা হয়েছে। ওটা তাও পেন-নেম। গু-চ ছাড়া আর কোথাও তাকে ভূতো বলে ডাকা হয় না।

    পায়েস বানানো হয়েছে। খেয়ে যেও সবাই।
  • subyaang | ০২ মার্চ ২০১০ ০৯:১৪ | 122.172.54.130
  • হ্যাঁ, ঠিক ঠিক। নির্মল পান্ডে ছিল নায়কের নাম।
  • Arpan | ০২ মার্চ ২০১০ ০৮:৪৪ | 112.133.206.20
  • নির্মল পান্ডে। এই সেদিন মারা গেলেন।
  • nyara | ০২ মার্চ ২০১০ ০৮:০৭ | 216.145.54.158
  • ইজরায়েল == মহঃ ইজরায়েল।

    রঞ্জনদা আমার তো মনে হয় বহুরূপী যখন তৈরী হল তখন থেকেই কুমার রায় রয়েছেন। গণনাট্যের প্রথম নবান্ন প্রোডাকশনে ছিলেন কি না জানিনা।
  • subyaang | ০২ মার্চ ২০১০ ০৮:০৩ | 122.172.54.130
  • দু, ইস রাত কি সুবহ নহি কোন সিনেমাটা? নামটা শুনে দেখেছি দেখেছি মনে হচ্ছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। এটায় কি তারা দেশপান্ডে, স্মৃতি মিশ্র এরা ছিল? সিনেমার শেষে স্মৃতি মিশ্র প্যারিসে ফিরে যাবে? এর চেয়ে বেশি আর কিছুই মনে করতে পারছি না। নায়ক কে ছিল, তাও ভুলে গেছি।
  • nyara | ০২ মার্চ ২০১০ ০৭:৩৫ | 216.145.54.158
  • রঞ্জনদা, পাগলা ঘোড়ায় যতদূর জানি কম্পাউন্ডার (যাঁর কথা আপনি বলছেন) হয়েছিলেন কালীপ্রসাদ ঘোষ (?)। হিমাদ্রী বোধহয় সৌমিত্র বসু। ঠিকেদার কে হয়েছিল মনে নেই। 'মেয়েটা' খুব সম্ভবতঃ চারজনে করেছিলেন - শাঁওলি মিত্র আর নমিতা মজুমদারের নাম মনে আসছে।

    এসব অবশ্যই নাটকটা না দেখে। সব বইপড়া ফান্ডা। কাজেই ভুল থাকার চান্স শতকরা সাড়ে তিন পোয়া।
  • a x | ০২ মার্চ ২০১০ ০২:২০ | 143.111.108.103
  • এই পাতাটায় লেখা পড়তে হবেনা। পর পর ছবি গুলো দেখ। কি কোলাজ!

    http://www.outlookindia.com/article.aspx?264451
  • a x | ০২ মার্চ ২০১০ ০২:১১ | 143.111.108.103
  • তসলিমার লেখা নিয়ে আবার ঝামেলা।
  • kk | ০২ মার্চ ২০১০ ০১:৪৪ | 67.187.111.178
  • দু দি**
  • kk | ০২ মার্চ ২০১০ ০১:৪৪ | 67.187.111.178
  • দি দি, দেখবো। ১৯৯৮ সালের আগে আমার সিনেমা দেখার তেমন নেশা ছিলোনা। এটা তো মনে হয় ৯৬ এর, তাই দেখা হয়নি। দেখে তোমায় বলব। আমি 'এ সিরিয়াস ম্যান' দেখলাম কাল। ভালো লাগলো। তোমরা কেউ দেখেছো?
  • Du | ০২ মার্চ ২০১০ ০০:৫৪ | 65.124.26.7
  • কেকে, ইস রাত কী সুবহা নেহী না দেখে থাকলে কোনওদিন দেখো। নেহী পছ্‌তাওগে।
  • a x | ০২ মার্চ ২০১০ ০০:৪৮ | 143.111.108.103
  • default character encoding: western (ISO 8859-1)
  • a x | ০২ মার্চ ২০১০ ০০:৪৫ | 143.111.108.103
  • হ্যাঁ আর ঐ দু যা বলল, ওটা চেকড।
  • a x | ০২ মার্চ ২০১০ ০০:৪৪ | 143.111.108.103
  • proportional = serif size = 17
    serif = solaimanlipi
    sans serif = arial
    monospace = courier new size=13
    minimun font size none
  • Du | ০২ মার্চ ২০১০ ০০:৩৩ | 65.124.26.7
  • সঙ্গে allow pages to select their own font টাও চেকড আছে।
  • Du | ০২ মার্চ ২০১০ ০০:৩২ | 65.124.26.7
  • শুধু বাংলাপ্লেনের সাইজটা বড় করে দাও। বাকীগুলো তো একই থাকছে। 3.1 এ দেখলাম।
  • sinfaut | ০২ মার্চ ২০১০ ০০:২৭ | 117.194.207.73
  • স্ক্রিনশট নিয়ে পাঠায়ে দাও। নয়তো এইগুলো বলো।

    Firefox preferences -> Content -> Fonts & Colors -> Advanced -> -> Western ->

    Proportional =? Size = ?
    Serif = ?
    Sans-Serif = ?
    Monospace = ? Size = ?
    Minimum font size = ?
  • a x | ০২ মার্চ ২০১০ ০০:২০ | 143.111.108.103
  • আমারটা সোলেইমনলিপি - ১৭।
  • sinfaut | ০২ মার্চ ২০১০ ০০:১১ | 117.194.207.73
  • কেউ একটা তাঁর ফায়ারফক্স ব্রাউজারের ফন্ট সেটিংটা শেয়ার করবেন? কিছুতেই মনমত হচ্ছে না। আমি গুরুর বাংলাপ্লেন ফন্টটা বড় দেখতে চাই, অন্য কোনো সাইটে কোনো পরিবর্তন না করে। কী করে?
  • a x | ০২ মার্চ ২০১০ ০০:০৭ | 143.111.108.103
  • ইজরায়েল? কে?
  • ranjan roy | ০১ মার্চ ২০১০ ২৩:৪২ | 122.168.243.43
  • গঙ্গাপদ বসু, কালী সরকার, ইজরায়েল এঁরা সবাই তো অনেকদিন গত। কুমার রায় একটু পরের। "" পাগলা ঘোড়া''র সেই তিনজন, নাম ভুলে গেছি আজও আছেন কি?
    বিশেষ করে পর্দা পড়ার আগে লাস্ট ডায়লগটা যিনি বলতেন ? সেই ""তারা, তারা, ব্রহ্মময়ী মা'' বলতে বলতে ভেঙে পড়া! দেবেশ কি?
  • Abhyu | ০১ মার্চ ২০১০ ২৩:১৬ | 97.80.157.9
  • ঞঁঅ্যাঃ
  • subyaang | ০১ মার্চ ২০১০ ২৩:০৩ | 122.172.50.197
  • শুধু দগ্‌ধ কোকিলই না, কোকিলের ছানার রসও খায়!!
  • Abhyu | ০১ মার্চ ২০১০ ২২:৫৯ | 97.80.157.9
  • ইপিস্তা দগ্‌ধ কোকিলাহারী? বেচারী!
  • subyaang | ০১ মার্চ ২০১০ ২২:৪৩ | 122.172.50.197
  • হ্যাঁ দু, আমিও এটা পড়েছি যে ক্রিস্টোফার রবিনের নিজের বাবার উপরে ক্ষোভ ছিল, ঐ চরিত্রটির নাম রবিন দেওয়া নিয়ে। আর আমারও মাথায় ঢোকে নি, ওনার এই আপত্তির কারনটা। আমাদের বাঙালী মানসিকতায় বোঝা শক্ত।
    ধর, তারাপদ রায়ের ডোডো-তাতাই, তারা তো সত্যিই আছে। ছোটো থেকেই তারা বিখ্যাত তাদের ডাকনামে, আমরা কজন আর তাদের কৃত্তিবাস আর সঞ্জীব নামে চিনি! তাদের কি বড় হয়ে খুব অসুবিধে হয়েছে ঐ নামের জন্য! কি জানি! বা নবনীতা দেবসেনের পিকো-টুম্পা, তারাও তো বড় হয়ে তাদের ভালো নামেই স্বনামধন্য।
  • Du | ০১ মার্চ ২০১০ ২২:২০ | 65.124.26.7
  • তাহলে আমিই ছড়ালাম ঃ)

    বিটিডব্লু, ছানাদের এইসব ভুলভাল নামে বিখ্যাত করে তুলো না কাকু পিসীরা। আমি পড়েছি যে ক্রিস্টোফার রবিন মানুষটি পরবর্তীতে উইনি দা পুহ সিরিজটি কে একেবারেই সহ্য করতে পারতেন না, এবং তার বাবার ওপর এই কারনে ভীষণ বিরক্ত যে তিনি ওর ছোটবেলাটাকে এতলোকের কাছে পরিচিত করে দিয়েছিলেন। আমি অবশ্য এই সেন্টিমেন্টটা খুব বুঝিনি, তাও হয়েছে যখন জেনে রাখাই ভালো। সেই থেকে ইচ্ছেটা মনে থাকলেও ঈশান কি রিমিকে আর বই লিখতে অনুরোধ করতে একটু আটকায়।

    ডিঃ ক্রিটিক্যাল ভাবে বলা নয়, জাস্ট পড়েছি বলে বললাম আর কি।
  • de | ০১ মার্চ ২০১০ ২২:০৩ | 117.98.171.121
  • আবার ছড়িয়েছি ঃ))) নাঃ সিন্নি না খেয়েই আমার এই হাল! তাইলে আগাম হ্যাবাড্ডি ভুতোর জন্যি!

    Du,
    হ্যাঁ, মাঝারী ছোট ভুতের জম্মোদিন জানি তো- এ তো একেবারে পুঁচকে, চার বছরের ভুতো!
  • subyaang | ০১ মার্চ ২০১০ ২১:৫৩ | 122.172.50.197
  • এটা তো শমীকের মেয়ে ভুতোর জন্মদিন। আগামীকাল
  • Du | ০১ মার্চ ২০১০ ২১:৫১ | 65.124.26.7
  • না দে, ভুতোর জন্মদিন ঋতুদার সিনেমার নামের পাশাপাশি।
  • Du | ০১ মার্চ ২০১০ ২১:৪৪ | 65.124.26.7
  • ঃ)
  • subyaang | ০১ মার্চ ২০১০ ২১:৩৩ | 122.172.50.197
  • আজকে জানতে পারলাম পাই রোজ একটা করে কোকিল খায়। প্রমাণ চাইলে পাই এর থেকে লিঙ্ক চাও।
  • de | ০১ মার্চ ২০১০ ২১:২৪ | 117.98.171.121
  • সারাদিন পরে সময় হোলো উঁকি মারবার ঃ)),

    পুঁচকে ভুতোর কি আজ বাড্ডে ছিলো শমীক? অনেক অনেক আদর আর বেলুন, চকোলেট দিলুম তার জন্য ---

    যদি ছড়িয়ে থাকি তাইলে ওগুলো হোলির জন্য রিপ্লেস্‌ড ঃ))
  • a | ০১ মার্চ ২০১০ ১৯:৫১ | 122.166.49.175
  • জনতা কারুর কাছে শালিমারের পুরানো adগুলো আছে? বা ইউটিউবের লিংক?

    পুজোর একটা খুজে পেয়েছি, নববর্ষের টা চাই
  • rabaahuta | ০১ মার্চ ২০১০ ১৯:১১ | 203.99.212.54
  • বসন্ত শেষের রিক্ত নির্ভাট দিন কেটে যায়, পাঁচসেক্টরের কাদামলিন পথে পথে আকুল খ্যাপা ফিরে পরশপেয়ালা খুঁজে, ব্যাকুল সিসিফাস ওপিয়ামের পাশে বসে বসে শুধু কাজ কাজ আর কাজ করে, ওদিকে দিন ঢলে যায়ে হায়ে, শনিবার না আআআআআআয়ে আরো পাঁচদিনের আগে।
    হায় বৃথা কাব্য বৃথা পদ্য বৃথা ছন্দ বৃথা মদ্য
    শূল্লপক্ক মুর্গিগন্ধ মধ্যবয়স নিছক গদ্য
    এবং সন্ধ্যা নামে ভিড় বাড়ে চিংড়িঘাটায় আর নলবনে বিবাহবাসরে বড় জ্যাম জমে অটোগুলি ধুলায় লুটায় আর ঝালমুড়ি চেয়ে থাকে ফ্যালফ্যালে আবেশ ভরানো আঁখি মেলে আর এএএএরা কাজ কঅঅঅঅরে কমপিউটারে, আর হতভাগা ওরা সাঁঝ ঢললেই মাতে সিধুপানে, তাই ক্যালাও ক্যালাও ক্যালাও ওদের ধরে, যাহারা তোমর বিষাইছে বায়ু নন্দন চত্বরে, হায় কেহ নাহি বুঝে, বন্যেরা বনে সুন্দর আঁতেলরা কফিহাউসে ভাটুরেরা ভাটে সুন্দর ফটাসজল বাংলুর সাথে।
    হায় দোলখেলা হল সারা বসন্তবিকালে
    জীবন গিয়াছে চলে ছিলিমে বোতলে
    হামাগুড়ি দিয়া প্যাঁচা নামে শুঁড়িবাড়ি
    ধানসিড়িতীরে কবি ধুলে গড়াগড়ি
    মর্মপীড়ের থানে যত পুরনারী
    কটাক্ষমাত্র হেনে চলে যান বাড়ি
    কূটপর্ক নাহি মিলে তর্ক করে ভারী
    বিশ্বাসমশাই হন আছাড়ি পিছাড়ি
    পড়ে থাকে সোডাজল গেঁজে ওঠে তাড়ি
    পুণ্যবান স্কচ খান তাঁর সাথে আড়ি।
  • rabaahuta | ০১ মার্চ ২০১০ ১৬:২৬ | 203.99.212.54
  • শমীকের আজ ছুটি নিচ্চয়?
    ঃ(
    হতাশ হুতোর বদ আপিস
    হিংসা বিষ হিংসা বিষ
  • Samik | ০১ মার্চ ২০১০ ১৪:৫১ | 122.162.75.30
  • চায়ে চিনি কম-কম
    গা করে ছম্‌ছম্‌

    জ্বলে পুড়ে যাই
    জ্বলে পুড়ে যাই
    জ্বলে পুড়ে যাই
  • dipu | ০১ মার্চ ২০১০ ১৪:২৪ | 61.12.12.83
  • কোল্কাতার পাব্লিকের ছুটি বুঝি?
  • Samik | ০১ মার্চ ২০১০ ১৩:১১ | 122.162.75.30
  • উত্তাল হোলি খেলে এলাম।
  • a x | ০১ মার্চ ২০১০ ১২:৩৪ | 75.53.200.20
  • হায় সে কোন পাখির ডাকে ঠিক দুপুর বারোটাকে প্রভাত বলিয়া কবির ভ্রম হইল?
  • rabaahuta | ০১ মার্চ ২০১০ ১২:০৭ | 203.99.212.53
  • প্রভাতবেলায় ক্ষি সন্নাটা
    কচ্ছে কবির গাছমছম
    ধুমকি প্রবল টার্কী প্রখর
    রাজকন্যে পড়ছে কম
    ইসে পাখীর নাম নেবে না
    সত্যবদ্ধ হায় কবি
    হোলির শেষে খুব জেলুসিল
    এবং এট্টু ভৈরবী
  • kc | ০১ মার্চ ২০১০ ১১:৪৫ | 89.203.49.18
  • শুধু কি ধুলো? যে কোনও রংও (নীল সবুজ ইত্যাদি) ওয়াঁরাই চেনেন কিনা!!
  • Arpan | ০১ মার্চ ২০১০ ১১:৪১ | 204.138.240.254
  • হোক দ্বিচারিতা! কমরেড আপনি কি জানেন না একথা! আপিসের বসকে ফাঁকি মারা সোজা, কিন্তু ওঁয়ার চোখে ধুলো দেওয়া মুশকিল হি নাহি, না মুমকিন হ্যায়।
  • sudarsana das | ০১ মার্চ ২০১০ ১১:৩৮ | 124.125.237.174
  • কি ভাবে লিংক দিতে হয়,কেও একটু জানান please,আমি- http://www.newsfromnadia.com/news-reader/items/octogenarian-appeals-to-cm-for-protection-of-property-after-promoter-forced-to-make-sale-deed.html *please send
    this scrab atleast 10 people(please copy paste kore sobai k pathao,please) লিংক দিতে পারছি না।
  • kc | ০১ মার্চ ২০১০ ১১:২৭ | 89.203.49.18
  • আপিস থাকলেই ভাটানো, আর ছুটি থাগলেই না ভাটিয়ে অন্য কাজ করার নাম দ্বিচারিতা। প্রসঙ্গত জানাই, এই দ্বিচারিতার সঙ্গে ''পকাবুদের দ্বিচারিতার'' কোনো সম্পর্ক নাই।
  • Arpan | ০১ মার্চ ২০১০ ১১:১৫ | 204.138.240.254
  • কেউ তো ভাটায় না তাই জিগালাম!
  • sinfaut | ০১ মার্চ ২০১০ ১১:১৪ | 117.194.194.184
  • এই রে সেটা তো জানিনা। ওটা আমার একজন পরিচিতকে দিয়েছিলাম, সে সারারাত ৪-৫ বার স্ক্যান করে ১০ ঘন্টা ধরে ডেটা তুলেছে।
  • dipu | ০১ মার্চ ২০১০ ১১:১৩ | 61.12.12.83
  • বন্ধ থাকবে ক্যানো? সবই তো খোলা দেখলুম।
  • Arpan | ০১ মার্চ ২০১০ ১০:৩২ | 204.138.240.254
  • লুরুতে কি সবার দোকান খোলা আজ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত