এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৫ মে ২০১০ ১৪:২৭ | 204.138.240.254
  • আর শহরতলিতে বোধায় ডান্দিকে বাংলা আসছে না। ঃ-)
  • Arpan | ০৫ মে ২০১০ ১৪:২৬ | 204.138.240.254
  • শহরতলি বোলে তো?
  • Rajdeep | ০৫ মে ২০১০ ১৪:২৫ | 202.79.203.59
  • সিঙ্গুরে ;-) ?

    না হতেই পারে মানে এখন তো বাই রোড ৪৫ মিনিট লাগে
  • Ishan | ০৫ মে ২০১০ ১৪:২৫ | 125.18.17.16
  • ধুর, তিতিয় বিসে্‌স আইপি দিয়ে কিছু বোঝা যায়না। ঃ(
  • saikat | ০৫ মে ২০১০ ১৪:২৩ | 202.54.74.119
  • হো হো, আইপি-ই ভরসা ।
  • Ishan | ০৫ মে ২০১০ ১৪:২২ | 125.18.17.16
  • যাস্‌সালা। কে এই ভাগ্নে?
  • bhagne | ০৫ মে ২০১০ ১৪:২১ | 61.12.12.83
  • বিশ্বস্ত সূত্রে খবর কালকে উনি গোরু রচনা পাঠ করেছেন।
  • saikat | ০৫ মে ২০১০ ১৪:১৬ | 202.54.74.119
  • বোঝো !
  • Ishan | ০৫ মে ২০১০ ১৪:১৪ | 125.18.17.16
  • র‌্যাদার শহরতলীতে গাড়িলাম ঘাঁটি।
  • Ishan | ০৫ মে ২০১০ ১৪:১২ | 125.18.17.16
  • কলকাতায় কোনো ক্রমে ঘাঁটি গেড় এফেল্লাম। ঃ)
  • rabaahuta | ০৫ মে ২০১০ ১৪:০৮ | 203.99.212.54
  • ধূধূ করছে ভাটপাড়া, মধ্য বৈশাখের নিষ্ঠুর তপনতাপে দগ্‌ধ দুপুর, চরাচর তৃষিত, কাতর, দুঃসাধ্য তপস্যায় রত, একটু ভাটের জন্যে। রিক্ত পটের নিস্তব্ধতাকে উড়িয়ে নিয়ে যেতে চাইছে অকস্মাৎ দমকা, বৃথাই। বিগত ঋতুর ভাটের আত্মা অশরীরে নিরাবলম্ব, স্তম্ভিত, তার দৃষ্টির অপর পারে আজো সেই সুফলা ভাটিয়ালি, যেখানে মধ্যদিনও তত নিঃস্ব নয়, রাত্রেও নিত্য দীপাবলী। ইতি উতি ঢেকে যাচ্ছে অপ্রাসঙ্গিক সঙ্গীহীন পদচ্ছাপ, বর্তমানের ধূলিকণায়।

    এমন সময়, নৈঋত কোণে ও কার আভাস, ভৈরবদর্শনে, রভসগর্জনে, উথাল হাওয়াতে? অকস্মাৎ এ কেমন বাক্যস্ফূট, এ কেমন আলোড়ন কেমন এই পদধ্বনি, এই নিঃসঙ্গ নীরবতার প্রতিস্পর্ধায়?

    কে আসে? কে আসে? কে আসে?

    ওরে বাতুল, ওরে বসন্তাবসনে কাতর আড্ডাহীন মুষিকহৃদয়- ও যে মর্মপীড়!

    ঐ আসে অতি কোলাহলে
    ঐ আসে তেজালো কোহলে
    ঐ আসে জয় জয় তানে
    ঐ আসে ধনে আর প্রাণে
    নিশি দিশি একাচোরা গানে
    সোচ্চারে আর কানে কানে
    ইশান ও নৈঋত পানে
    সন্নাটা, মুখর বিতানে
    মর্মপীড়ায়, মনে মনে
    আনো ডেকে তারে- বসাও আসনে
    ভাসো মর্মপীড়ের জয়গানে

    জয় মর্মপীড়ের জয়

    চাঙ্গা বীর নাঙ্গা শির
    মর্মপীড় মর্মপীড়
    সিক্ত হেমা ধরমবীর
    মর্মপীড় মর্মপীড়
    *************************************************
    (সতেরো জনকে ফরোয়ার্ড করতে হবে। না হলে কি হবে সেতো সবাই জানে। খুব জাগ্রত কিন্তু।)
  • rabaahuta | ০৫ মে ২০১০ ১২:৫৯ | 203.99.212.53
  • ভাটের সেকালঃ একটি এলিজি
    ***************
    দুপুর ঝিমিয়ে পড়ে নিবিড় পত্রপক্ষ্মপূটে
    ছায়ার মতন মৃদু, কোমলতা, চাবিওলা
    দুপুরের পথশ্রমে কাতর ঈষৎ।
    এইসব ছোটবড় পাপ, এইসব সন্ধিপদ কীট
    মধুলোভী দ্বিরেফ ও হীনস্বাস্থ্য নীরব ফারাক-
    অনর্থক ধূসর বিগত দীনে, ভাটভরা কত মারপিট
    মধুময় হিংসাদ্বেষ, প্রাণবান কত ক্যালাক্যালি
    ইত্যাকার ঝিমানো নিদাঘে, ইত্যাকার কবি মনোভূমে।
  • byang | ০৫ মে ২০১০ ১২:৩৭ | 59.93.209.200
  • (হোহোর) এই পাপের বোঝা কেউ বহন করবে না।
  • hoho | ০৫ মে ২০১০ ১১:৪৬ | 61.12.12.83
  • এই পঙ্গাঙ্গপের ঙ্গবেঙ্গাঝঙ্গা ঙ্গকেউ বহন করঙ্গবেনঙ্গা।
  • Arijit | ০৫ মে ২০১০ ১১:৪৪ | 61.95.144.122
  • "আরশোলা পার্সোনাল স্পেস না মেনেই ঢুকে পড়ে...' ইত্যাদি ;-)
  • hahahihi | ০৫ মে ২০১০ ১১:৪২ | 61.12.12.83
  • আরঙ্গশেঙ্গালঙ্গারঙ্গা পঙ্গাঙ্গসেঙ্গাপ্‌জ্‌ঞনঙ্গাল ঙ্গপে্‌ঠপস নঙ্গা ঙ্গমেঙ্গনেই ঢঙ্গুঙ্গকে পঙ্গড়ে সঙ্গুতরঙ্গাং ঙ্গসেই গঙ্গপে্‌ঞপ আবঙ্গার পঙ্গাঙ্গসেঙ্গা প্‌জ্‌ঞনঙ্গাল ঙ্গপে্‌ঠপস কঙ্গী?
  • gupe | ০৫ মে ২০১০ ১১:১১ | 61.12.12.83
  • বাঃ। এবার থেকে নার্কোটিক্স ব্যবহারে আর কোন বাধা রইলো না।
  • Arijit | ০৫ মে ২০১০ ১১:০৯ | 61.95.144.122
  • সুপ্রীম কোর্ট নার্কো-অ্যানালিসিসকে অসাংবিধানিক বলেছে।
  • Blank | ০৫ মে ২০১০ ১০:১৫ | 203.99.212.53
  • ওটা গতকাল রাত্তির থেকে অমনি হয়ে পরে আছে।
  • Arijit | ০৫ মে ২০১০ ১০:১০ | 61.95.144.122
  • কাল বাঘাযতীন ব্রীজের ওপর বড়সড় অ্যাকসিডেন্ট হতে হতে বেঁচেছে। এই যে নতুন বাসগুলো বেরিয়েছে - সেরকম একটা বাসে অ্যাক্সেল ভেঙে গেসলো - পাটুলির দিক থেকে ব্রীজে ওঠার সময়। খুব ভাগ্য ডানদিকের চাকাটা খুলেছিলো - বাঁদিকের খুল্লে বাস ব্রীজ থেকে নীচে পড়তো। একটা সদ্য কেনা বাসের অ্যাক্সেল কি করে ভাঙে সেটাই আশ্চর্যের!
  • Abhyu | ০৫ মে ২০১০ ০৯:৩০ | 97.81.108.219
  • চাট্টি খেয়ে এলুম। এবার এট্টু ঘুম।
  • Tim | ০৫ মে ২০১০ ০৯:১৪ | 71.62.121.158
  • চাট্টি খেয়ে আসি। রাত হলো। দাসত্বময় জীবন। মুক্তি নাই।
  • aka | ০৫ মে ২০১০ ০৯:১০ | 24.42.203.194
  • না না হপ্তার মাঝে? রামো রামো।
  • Tim | ০৫ মে ২০১০ ০৯:১০ | 71.62.121.158
  • সই? সই?! তা বেশ। নাম কি? ঃ)
  • Tim | ০৫ মে ২০১০ ০৯:০৯ | 71.62.121.158
  • রাম?
  • aka | ০৫ মে ২০১০ ০৯:০৭ | 24.42.203.194
  • আইপি দেখে ঘাবড়ে যাবেন না সই দেখে চিনুন।
  • Tim | ০৫ মে ২০১০ ০৯:০৬ | 71.62.121.158
  • একা একা গপ্প করছো?
  • aka | ০৫ মে ২০১০ ০৯:০৩ | 24.42.203.194
  • ইউটিউব গত কয়েকদিন ধরে পুরো ভোগে গেছে।

    আজকে এইমাত্র ৫০২ খেয়ে ভেঙে পড়ল আর বলল ৫০০ খানা বাঁদর পাঠানো হয়েছে সেটা সারানোর জন্য।
  • zzzz | ০৫ মে ২০১০ ০৮:০১ | 24.42.203.194
  • ঠাকুরঘরে কে? না আমি তো কলা খাই নি!!!
  • aka | ০৫ মে ২০১০ ০৭:৪৯ | 24.42.203.194
  • এসব বাজে মানের কবিতা আমি লিখি না এ লিশ্চয় বলে দিতে হবে না।
  • zzz | ০৫ মে ২০১০ ০৭:৪৪ | 24.42.203.194
  • বিউলির ডাল পোস্ত খাওয়া??
    খুব তো দেখি কায়দা ভায়া!!
    ধরব নাকি কানটা এসে?
    খান দুই প্যাঁচ দেব কষে!!!
  • Abhyu | ০৫ মে ২০১০ ০৭:৩৯ | 97.81.108.219
  • রাগ করার সময় নেই - বিউলির ডাল আর পোস্ত বানাচ্ছি। গরম পড়েছে কি না?
  • zz | ০৫ মে ২০১০ ০৭:৩১ | 24.42.203.194
  • এই নাও গাল দিচ্ছিঃ

    বাঁদর পাজি লক্ষ্মীছাড়া!!
    পিটিয়ে তোকে করব খাড়া!!!!
    ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি?
    পিট্টি খাবে এই এখনি ঃ-{

    অনেক অপমান করলাম। এবার খুশি নিচ্চই?
  • Abhyu | ০৫ মে ২০১০ ০৬:১৯ | 128.192.7.51
  • হ্যাঁ এই ঝগড়া ছাড়া গুরুটা কেমং ফাঁকা ফাঁকা লাগে। আজকাল কেউ কাউকে গালও দেয় না, কেউ অকমান বোধও করে না, আর আসব না বলে হুমকিও দেয় না, উল্টে লোকে কবিতা পেলে বলে লিখি? লিখি? আর বাকিরা বলে হ্যাঁ হ্যাঁ। ছ্যাঃ
  • a x | ০৫ মে ২০১০ ০৫:২৮ | 143.111.22.23
  • ধুর্‌র্‌ আজকাল কিস্‌সু ঠিকমত হয়না। সব মিইয়ে গেসে। ঝগড়া, আঁতলামো, ভাট, চিমটি, গপ্প, কনস্পিরেসি কিস্‌সু হয়না ঃ-(
  • Abhyu | ০৫ মে ২০১০ ০৫:১৭ | 128.192.7.51
  • এই যে ভাটে মাঝে মাঝে এতো লম্বা গ্যাপ পড়ে সেটা মোটেই ভালো না স্বাস্থ্যের পক্ষে।
  • til | ০৫ মে ২০১০ ০২:২৪ | 220.253.240.3
  • সৌরভ,
    ট্রাভেল এজেন্টকে জিগান। escorted না কি যেন একটা সার্ভিস আছে। কলকাতা থেকেই তার আপনার মা কে জিম্মা নিয়ে নেবে। পরের এয়ারপোর্টে অন্যকে সমর্পণ করে দেবে and so on, শেষ পয়েন্ট অবধি।
    রেজেষ্ট্রী চিঠি হ্যান্ড ওভারের মত। একদম চিন্তা করবেন না। পাঁচ বছরের বাচ্চারাও এভাবে হিল্লি দিল্লী করছে।
  • aka | ০৫ মে ২০১০ ০১:১২ | 168.26.215.13
  • এই ইনফ্লেটেড মার্কেট টা আমিও শুনেছি। ফেড একটা কি কারিকুরি করছে। বেনামে ট্রেজারি বণ্ড কিনছে? ঠিক মনে করতে পারছি না।
  • dri | ০৫ মে ২০১০ ০১:০৮ | 117.194.227.33
  • কারণ ফল্‌স ফ্ল্যাগ অ্যাটাক হলে সেই এক্সকিউজে মার্কেট ক্র্যাশ করিয়ে দেওয়া যাবে। আবার সিটিজেনদের ওপর ক®¾ট্রালও একটু বেশী করা যাবে। মানে এই বাজারে আবার মার্কেট ক্র্যাশ করলে স্ট্রীট প্রোটেস্ট ফোটেস্ট হতে পারে তো। অনেক দিন বেলাউটের টাকায় ইনফ্লেটেড মার্কেট চলল। এবার কারেকশানের সময় হয়েছে।

    অবশ্য ফল্‌স ফ্ল্যাগ অ্যাটাক জাস্ট একটা অপশান। অনেক ভাবে একই রেজাল্ট অ্যাচীভ করানো যায়।
  • aka | ০৫ মে ২০১০ ০১:০০ | 168.26.215.13
  • কারণ কি?
  • kak | ০৫ মে ২০১০ ০১:০০ | 128.192.7.51
  • আহা যাদের মাথায় কিছু বুদ্ধি থাকে তারা কি কখনো টেররিস্ট হয়?
  • dri | ০৫ মে ২০১০ ০০:৫৯ | 117.194.227.33
  • দূর দূর, নিউ ইয়র্কের ঘটনাটা ফেক। সাজানো। ইন ফ্যাক্ট আম্রিকায় একটা ফল্‌স ফ্ল্যাগ অ্যাটাকের ভালো চান্স আছে।
  • aka | ০৫ মে ২০১০ ০০:৫৬ | 168.26.215.13
  • নিউ ইয়র্কের ব্যপারটা সত্যি কেমন কেমন একটু। শাহজাদা নামে কাকে একটা ধরেছে। সে নাকি দুবাই পালাচ্ছিল। এক ঘন্টা আগেই তার নাম ভাগ্যিস নো-ফ্লাইট লিস্টে উঠেছিল।

    সেই বা এতদিন বাদে কেন পালাতে গেল কেজানে? গাড়ি করে মেক্সিকো পালিয়ে সেখান থেকে জাহাজ না ধরে দুবাই গামী প্লেনেই বা চড়তে গেল কেন কেজানে?
  • yi | ০৫ মে ২০১০ ০০:৫১ | 168.26.215.13
  • মামু একখানা ম্যাপ বানালে পারে। পোস্ট পড়লেই ম্যাপে দেখাবে কোথা থেকে পড়ল।
  • dri | ০৫ মে ২০১০ ০০:৫১ | 117.194.227.33
  • আসলে বুঝি না। ক্লাইমেট চেঞ্জ আর কনস্পিরেসি একে অন্যের সাথে সম্পৃক্ত। একটু এলোমেলো ভাবেই রেকর্ড করে রাখছি আপাতত। ফর এগ্‌জাম্পল সব ভূমিকম্পই কনস্পিরেসি নয়। ডেফিনিটলি। কিন্তু কিছু অলমোস্ট সার্টেনলি কনস্পিরেসি। একটা ঘটনা ইতিহাসে চলে গেলে সেগুলোকে নিয়ে কাটাছেঁড়া করা সোজা, কারণ অনেক তথ্য হাতে থাকে। ঘটনা ঘটার সাথে সাথে খুব বেশী অ্যানালিসিস করা যায় না। সেখানে হাঞ্চটাই বড়।

    সকলেই কনস্পিরেসি নয়, কেউ কেউ কনস্পিরেসি।

    আর নিউ ইয়র্কে বোম থ্রেট, ইন্ডিয়ায় টেররিস্ট থ্রেট এগুলোও কনস্পিরেসি।
  • e | ০৫ মে ২০১০ ০০:৫০ | 168.26.215.135
  • বটে রে!!!
  • xi | ০৫ মে ২০১০ ০০:৪৭ | 168.26.215.13
  • ভুলভাল প্রশ্ন করলে অমনই হয়। সোজা সোজা প্রশ্ন সোজা সোজা উত্তর।
  • a | ০৫ মে ২০১০ ০০:৪৬ | 208.240.243.170
  • এঃ দ্রি লিখলেই কিরকম শুক্কুরবার শুক্কুরবার লাগে।।।
  • k | ০৫ মে ২০১০ ০০:৪৫ | 128.192.7.51
  • না আমি এখনো খাতা দেখছি। লোকজন বিচ্ছিরি বিচ্ছিরি ভুল করেছে।
  • synthol | ০৫ মে ২০১০ ০০:৪৪ | 168.26.215.13
  • গ্রেডিং শেষ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত