এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ১১ মে ২০১০ ১৮:২০ | 219.64.11.35
  • আরে ছ্যা ছ্যা! ওদের কথা আর বইল্যেন না। বাড়ি গিয়েই চোখে পড়ল বাংলা স্টেটসম্যান আর সম্বাদ পোতিদিন। সে কী সমর্থন জয় শুভা ইয়েদের! সামনের পাতায় এত্তবড় আর্টিকল। বাবাকে বল্লাম, এর চেয়ে জাগো বাংলা কিনে পড়তে পারতে তো! বাবা দেখলাম জাগো বাংলার নামই শোনে নি।

    তবে ঠারেঠোরে যা বুঝলাম, অমার ঐ এককালের ঘোর সিপিয়েম বাবা, এখন ঘোর মমতা হয়ে গেছে। মমতার কোনও কিছুতেই খারাপ দ্যাখে না। ঃ-)

    ভাগ্যিস হুগলিতে থাকি না। ;-)
  • stoic | ১১ মে ২০১০ ১৮:২০ | 160.103.2.224
  • 'একবার দেখে নিলে আর কোনদিন কেউ ভুলেও ওদিক মাড়াদে না।'
    হে হে। ইউ হ্যাভ আ র‌্যাদার অপটিমিস্টিক ভিউ অব ম্যাঙ্গো পাবলিক অব পচ্চিমবঙ্গ, মাই ফ্রেন্ড। ঃ-)
  • Rajdeep | ১১ মে ২০১০ ১৮:১৮ | 202.79.203.59
  • সুজিত বসু আর মদনা যথাক্রমে
  • Arijit | ১১ মে ২০১০ ১৮:১৭ | 61.95.144.122
  • ধুত্তোর মন্ত্রালয় না, মন্ত্রক।
  • Arijit | ১১ মে ২০১০ ১৮:১৬ | 61.95.144.122
  • ফুটকির মুখে ফুলচন্নন;-)

    আমি কিন্তু সিরিয়াসলি দুটো মন্ত্রালয় নিয়ে ইন্টারেস্টেড - আইটি আর ট্রান্সপোর্ট।
  • . | ১১ মে ২০১০ ১৮:১৬ | 125.18.104.1
  • *শেষ দুটো সেন্টেন্স আমান্না। মেঘনাদবাবুর।
  • Rajdeep | ১১ মে ২০১০ ১৮:১৫ | 202.79.203.59
  • আগে বলে নি কিন্তু এখন বাত্তো-অনিন্দ্য-সুজাত-জয়-নচি বলছে তো ! ওনাদের এমপ্লয়ার পোতিদিন তো কবেই বলে দিয়েছে সিপিএমেকে শেষ করাই পকাবুদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।
  • . | ১১ মে ২০১০ ১৮:১৫ | 125.18.104.1
  • ইন ফ্যাক্ট, এই ত্রিপুরা কেসটা আমিও চাই। এই উত্তাল বাজে ছড়ানোর স্কোপটা দিতে হবে। ত্রিপুরায় কংরেস বা মহারাষ্ট্রে এন্সিপি-বিজেপির মতো। মেঘনাদ দেশাইও মনে হয় এইরকম একটা কিছু বলেছেন। পচ্চিমবঙ্গের মঙ্গলের একমাত্র রাস্তা দিদিকে জিতিয়ে আনা। কারণ একবার দেখে নিলে আর কোনোদিন কেউ ভুলেও ওদিক মাড়াবে না। ঃ-P
  • aka | ১১ মে ২০১০ ১৮:১৫ | 168.26.215.13
  • স্টোয়িক বুইল না, এককালে বাম ছিলাম বললেই আমার হাইপোথিসিস সত্যি প্রমাণিত হয়।

    বাম হোন বা না হোন, একটু অ্যাক্টিভিস্ট ইমেজ না থাকলে কলকাতায় বুদ্ধিজীবি হিসেবে ঠাঁই পাওয়া যায় না। ওটা ট্রেডমার্কের গল্প। পরিবত্তোনের জন্য ট্রেডমার্ক ছাড়া খুব কঠিন।
  • Arijit | ১১ মে ২০১০ ১৮:১৩ | 61.95.144.122
  • চলো (ভোটে) দাঁড়াই
    কিছু করে দেখাই।
  • rabaahuta | ১১ মে ২০১০ ১৮:১২ | 203.99.212.53
  • ইশ ছি ছি। করিনা করিশ্মা কিছু নয়- ওসব অপসংস্কিতি।
    পড়ুন- এখানে (প..তে) সমর্থক নই।
  • rabaahuta | ১১ মে ২০১০ ১৮:১০ | 203.99.212.53
  • আমি পকা, তবে বু নই।
    আবার আমি তৃণমূলও নই। কি করা যাবে? তৃণমূল বললে জ্বলবে তো বটেই।
    ত্রিপুরাতে ছোটবেলা থেকে সিপিয়েম দেখেছি। স্কুলের একটু উঁচু ক্লাসে কংরেস এল, বিন্দুমাত্র রাজনৈতিক বোধ ছাড়াও বুঝলাম উত্তাল বাজে ছড়াচ্ছে। পাঁচ বছর পর আবার সিপিয়েম এলো, একটু যেন অন্যরকম। এখন তুমূল কংগ্রেস সমর্থকরাও, সিপিয়েমের ঢপবাজী খুঁজে খুব একটা বের করতে পারেনা। তো হয়তো ঐরকম কোন আশাও থাকতে পারে। উগ্রপন্থী সমস্যা ভয়াবহ ছিল- এখন নেই- সেনা অভিযান টভিযান কিন্তু হয়নি। উন্নয়নও, বলতে নেই, বিনা চশমাতেও পষ্ট দেখা যায়। ত্রিপুরায় আমি ঘোর সিপিয়েম সমর্থক- এখানে করিনা। তৃণমূলকে কোথাও সমর্থন করিনা- কিন্তু এখানে যেহেতু বিকল্প নেই, তাই চাই তৃণমূল আসুক।
    কিন্তু তবুও আমাকে তৃণমূল বললে আমি বলবো গাম্বাট। তবে ঐ, আমি পকা বটে, কিন্তু বু নই। তাই হয়তো ঝগড়াঝাঁটি হবে না।
  • stoic | ১১ মে ২০১০ ১৮:০৯ | 160.103.2.224
  • সে যাদের আপত্তি তাদের জিগান। আমি কি করে কইব? দম থাকলে বলত, হ্যাঁ এককালে বাম ছিলাম, কিন্তু এখন ডান। পরিবত্তোনের হাওয়ায় নাও ভাসিয়েছি।
  • Arijit | ১১ মে ২০১০ ১৮:০৮ | 61.95.144.122
  • ---- লেক। ফিল ইন দ্য ব্ল্যাংক।
  • Samik | ১১ মে ২০১০ ১৮:০৮ | 219.64.11.35
  • যা বলছিলাম।

    তো, এইবারে যখন পুরভোটের ব্যান্ডো বাজল, বহুযুগের ওপার হতে সিপিয়েমের মনে পড়ল, ঐ জায়গাটা পার্ক ভেঙে দিয়ে লিচুগাছ কেটে দিয়ে ফাঁকা পড়ে আছে, সে প্রায় চোদ্দ বছর হতে চলল। আজকাল আবার লোকের মতিগতি বোঝা ভার। তাই সমোস্কিতির হাত ধরে আমরা আবার জনগণের কাছে ফিরি।

    পাঁচিল তোলা শুরু হল। ইয়া উঁচু পাঁচিল। আমাদের বাড়ির দেড়তলা সমান উঁচু। নির্বাচনী আচরণবিধি ঘোষণা করার ঠিক আগের দিন সৌমিত্র চট্টোকে নিয়ে এসে উদ্বোধন হয়ে গেল মুক্তমঞ্চের। লোকাল পাব্লিক যে-যে বাওয়াল করতে টরতে এসেছিল, তাদের মুচকি হেসে সিপিয়েম বলল, পরিবর্তন হচ্ছে তো! আপনারা তো পরিবর্তনই চেয়েছিলেন! ক্যামন মুক্তমঞ্চ বানাই দেখুন না!

    আসানসোল না মেদিনীপুর, কোথাকার যেন সিপিয়েম নেতা এলেন সেই অনুষ্ঠানে। এসে পাঁচিলের হাইট দেখে বললেন এটা কি মুক্তমঞ্চ না জেলখানা?

    তো সে যাই হোক, এই পঁচিশে বৈশাখ, কবির দেড়শো বছর। সিপিয়েম কড়া নজর রেখেছিল একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও যেন তাদের ছায়ার বাইরে না হয়। সকালে প্রভাতফেরী হল, বকলমে সিপিয়েমের গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ হুগলি শাখা, একটু বেলায় মুক্তমঞ্চের পাঁচিলের সামনে কবিপ্রণাম, মায়েদের মহিলা সমিতি উদাত্ত গলায় গান গেয়ে এল, শঙ্খচিলে ডিম পেড়েছে ইত্যাদি। সেখানেও তাঁরা। বিকেলে বালির মোড়ে সিপিয়েমের পাট্টি অফিসে কবিস্মরণ, গ্যাঁড়ার মেয়ের বাজানোর নেমন্তন্ন ছিল, দিল্লিতে থাকতে গ্যাঁড়া শুনেছিল পাড়ার ঘরোয়া ফাংশন, সময় আসতে দেখা গেল সেটা চার নম্বর ওয়ার্ডের কার্যনির্বাহী অফিসঘরের ফাংশন। কাউন্সিলর স্বয়ং হাজির।

    এইভাবে, এইভাবেই সিপিয়েম আমাদের প্রাত্যহিক সংস্কৃতি চেতনার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে। তাড়াতে চাইলেই কি তাড়ানো যায় রে ফাগল!!
  • aka | ১১ মে ২০১০ ১৮:০৬ | 168.26.215.13
  • তাইলে আর ত্রিনোমুলি বলতে আপত্তি কোথায়?
  • stoic | ১১ মে ২০১০ ১৮:০৬ | 160.103.2.224
  • মাঝ বয়েস, শেষ বয়েস ম্যাটার করে না। পরিবর্তন একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। ;-)
  • . | ১১ মে ২০১০ ১৭:৫৮ | 198.96.180.245
  • ধেৎ, সবাই আজন্মকাল বামাচারী হবেন কেন? এইটা আর একটা মিথ। কেউ কেউ বাম, কেউ কেউ ডান, কেউ কেউ কিছুই না, কেউ কেউ আহা রে- অনেক কিসিম আছে।
  • Samik | ১১ মে ২০১০ ১৭:৫৮ | 219.64.11.35
  • বদ্যিবাটি থেকে হিন্দমোটর। হুম্‌ম্‌!! তা, শেওড়াফুলি শ্রীরামপুর রিষড়ে তো তার মাঝেই পড়ে। লিখলাম তো!

    আর ইয়ে, আমার তো এদানিংকালে নিউ দিল্লি আর হাওড়া স্টেশন দেখে ওভ্যেস, তাই সেই রেসপেক্টে ঐ ব্যান্ডেল টু লিলুয়া স্টেশনগুলোকে বেশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে। অবশ্য সবই চলন্ত ট্রেন থেকে দেখা।

    ঘুমোই নি।
  • aka | ১১ মে ২০১০ ১৭:৫৫ | 168.26.215.13
  • পকাবুরা অনেকটা সেই প্রবাদের বেঁড়ে ব্যাটার মতন। সব ব্যাটাকে ছেড়ে দিয়ে চেপে ধরা হয়েছে। তো, পকাবুদের ত্রিনোমুলে অ্যালার্জীটা বোঝা যায়। আজন্মকাল বাম = ইন্টেলেকচুয়াল এই স্টিরিওটাইপিংয়ে বড় হয়ে ওঠা লোকজন আর কিকরে মাঝ বা শেষ বয়সে এসে ডানপন্থী দলের বলে নিজেদের দাবী করে। নিজেদের ট্রেডমার্ক খোয়াতে হয়।
  • Rajdeep | ১১ মে ২০১০ ১৭:৫৪ | 202.79.203.59
  • কোয়ি পকাবু-ফকাবু কা ছুপাছুপি নেহি !

    গর্ব সে কহো হাম তিনোমুল হ্যায়
  • Arijit | ১১ মে ২০১০ ১৭:৫১ | 61.95.144.122
  • তখন তেনারা বামাখ্যাপা স্মৃতি কমিটিতে ছিলেন, ওজন ছিলো তিন ছটাক, ফুঁয়ে উড়ে যেতেন। এখন এনারা গেঁড়াতলা (তিণোমূল)কংগ্রেস কমিটিতে আছেন, ওজন চার মণ। কাজেই দৃষ্টিভঙ্গিরও পরিবত্তোন হবে সে আর বেশি কথা কি;-)
  • aka | ১১ মে ২০১০ ১৭:৫০ | 168.26.215.13
  • পরিবত্তোন এসে বিশেষ কিসু হবে না, অন্তত সেরম আশা কেউ করে না। কিন্তু তিতিবিরক্ত জনতাকে এসব বুঝিয়ে লাভ নেই। বরং বিরক্তি অ্যাড্রেস করার প্রচেষ্টা করলে লাভ হত। উন্নততর জমিদারী ব্যবস্থা মানুষ আর নিতে পারছে না বা মতান্তরে বুইতে পারছে না।
  • Arpan | ১১ মে ২০১০ ১৭:৪৯ | 122.252.231.10
  • আহ। অবশেষে বৃষ্টি এল।
  • . | ১১ মে ২০১০ ১৭:৪৮ | 198.96.180.245
  • এইটা কিছুটা ঠিক কথা। কলকাতায় প্রথম আসার পরে অনেক পকাবুকে ব্যক্তিগতভাবে চেনার সূত্রে যদি প্রশ্ন করতাম তেনারা তৃণমূল কিনা, তাহলে সবাই কেমন খাঁইখাঁই করে উঠতএন- শিপিএমের মত কতা বোলো না। শিপিএমের বিরোধিতা কল্লেই তিনোমূল হতে হবে, হ্যাঁ? এখন দেখছি সেই সব কথাবার্তারও পরিবর্তন ঘটেছে। তাঙ্কিÄকভাবে দেখতে গেলে, পরিবর্তন একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। আর সাঙ্গীতিকভাবে, কখন কি ঘটে যায় কিচ্ছু......। ঃ-)
  • Rajdeep | ১১ মে ২০১০ ১৭:৪৫ | 202.79.203.59
  • শমীক বোধহয় বদ্যিবাটি থেকে হিন্দমোটরের মাঝে জোর ঘুমোচ্ছিলে ;-) এত পরিস্কার (!!) ইস্টেশন বোধহয় ভুভারতে নেই
  • stoic | ১১ মে ২০১০ ১৭:৩৭ | 160.103.2.224
  • পরিবত্তোন আসুক, আপনারা সবাই পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ, জল ও মিটার পান, এই কামনা করি।
    আমেন !
  • Rajdeep | ১১ মে ২০১০ ১৭:৩৬ | 202.79.203.59
  • সিপিএম গিয়ে তিনো আসুক এই কথাটা জোর গলায় পকাবুরা বলছে বলুক - কিন্তু পোশ্নো হছে দুবচর আগে থেকে আমরা নিরপেক্ষ - তিনোমুলি লেবেল সেঁটে দেওয়া হচ্ছে- পোতিরোধ করলেই নকু/ পোতিবাদ করলেই তিনো এসব বলার কি খুব একটা প্রয়োজন ছিল ?
  • til | ১১ মে ২০১০ ১৭:১২ | 220.253.240.3
  • নন্দনে তানসেন কবে মেঘমল্লার বাজাবেন, তখন ব্রিগেডে মিটার বৃষ্টি হবে সেই আশাতেই বসে আছি।
    অর্ডার দিয়ে দেখুক না কেন, চেয়ারম্যানের দেশকে, তিন মাসে মিটারে মিটারে ছেয়ে দেবে!
    মিটার নেই, মামদোবাজী পায়া!
  • Ishan | ১১ মে ২০১০ ১৭:০৩ | 125.18.17.16
  • ও হ্যাঁ। তিলের কথা শুনে মনে পড়ল। মিটারের ব্যাপারে আমারও একই এক্সপিরিয়েন্স। মিটারের নাকি গত দু বছর ফলন ভালো হয়নি।

    সরকারের দোষ নেই। প্রকৃতি বিরূপ হলে সরকার আর কি করে। সবই কি আর ডিসট্রিবিউশনের দোষ?
  • . | ১১ মে ২০১০ ১৭:০৩ | 198.96.180.245
  • এই কল্যাণ সান্যাল টান্যালদের কল্পনাশক্তির অভাব আছে। আমি চাই বামফ্রন্ট x_i টা সিট পাক, তৃণমূলও x_iটা এবং কংগ্রেস x_i+1। তাহলে 3x_i+1= Y_i যেখানে =মোট সিট এবং i=কর্পোরেশন, পৌরসভা, বিধানসভা।
  • Ishan | ১১ মে ২০১০ ১৬:৫৯ | 125.18.17.16
  • প্রথম যখন বিদ্যুৎ বিপর্যয় শুরু হল, তখন বিভিন্নরকম কনস্পিরেসি থিয়োরি ছাড়া শুরু হয়েছিল। এখন সেসব বলা বন্ধ। কাঁহাতক আর ঢপ মারা যায়।

    দেখলেও হাসি পায়।
  • til | ১১ মে ২০১০ ১৬:৫০ | 220.253.240.3
  • বিপ্লব? দু দুবার দেখেছি! আমার এক বন্ধু নকশাল খুন হলো, খুন হলো এক সিপিএম বন্ধুও। আবার দেখলাম আমার স্কুলের বন্ধু আসরফকে, হাতে এল এম জি, বাঙলাদেশের মুক্তিযুদ্ধে।
    বিপ্লব কই গেল? আমার বন্ধুরা? মুখগুলো পরিস্কার মনে পড়ে, এতদিন বাদেও।
  • stoic | ১১ মে ২০১০ ১৬:৪৮ | 160.103.2.224
  • অ্যাদ্দিন তো শুনে এলাম বিপ্লব চাই। এখন শুনছি বিপ্লব না হইলে ক্ষতি নাই, পরিবত্তোন অইলেই অইব। তাই গুলাইয়া গ্যাসে গিয়া। মুখ্যু সুখ্যু মানুষ।
  • Arpan | ১১ মে ২০১০ ১৬:৪৬ | 122.252.231.10
  • বিপ্লব? বিপ্লব কে করে? বুর্জোয়ারা আবার বিপ্লব করে নাকি!
  • Samik | ১১ মে ২০১০ ১৬:৪৫ | 219.64.11.35
  • আমাদের বাড়ির সামনে ছিল একটা চিল্ড্রেন্স পার্ক। আমি যখন আমার মেয়ের বয়েসী ছিলাম, ঘাটাল থেকে, মুর্শিদাবাদ থেকে হুগলি আসতাম, সেই পার্কে পাথরের শিম্পাঞ্জি, কুমীর, সিংহের পিঠে চড়ে খেলা করতাম।

    যখন আমি পাকাপাকি হুগলিতে, ক্লাস টেন, সিপিয়েম ঠিক করল, ঐ এলাকায় একটি "কমিউনিটি হল্‌' বানানো হবে। অনেক অনুরোধ আপত্তি কিছুতেই কান দিল না মিউনিসিপ্যালিটি। শিম্পাঞ্জি সিংহ কুমীর রকেট, সব উপড়ে তুলে ফেলা হল। বাড়ির চারপাশে ছিল অনেকগুলো লিচুগাছ। ইজারা দেওয়া হত, বছর বছর। সেই সব লিচুগাছ কেটে ফেলা হল, কারুর কথা শোনা হল না।

    সব হল, তারপরে দশকের বেশি ঘুরে গেল, সেই কমিউনিটি হল আর হল না। (চলবে)
  • Arijit | ১১ মে ২০১০ ১৬:৪৪ | 61.95.144.122
  • বেশিরেড কমরেডগণের ইতিহাসই তাই;-)
  • stoic | ১১ মে ২০১০ ১৬:৪২ | 160.103.2.224
  • কমরেডগণ বিপ্লব কে শেষে পরিবত্তোনে ডাউনগ্রেড করালেন? ;-)
  • Arijit | ১১ মে ২০১০ ১৬:৪২ | 61.95.144.122
  • না না - মনে তো রাখবেন পুরোটাই। আমি শুধু বল্লুম যে ওই সেকেন সাবস্ট্রিংটা এদ্দিনে কল্কে পেলো তাইলে। আবাপ-তে বেরিয়েছে বলে। আর এই গেঁয়ো যোগীটা ভিখ্‌ পেলো নাঃ-(
  • Samik | ১১ মে ২০১০ ১৬:৪১ | 219.64.11.35
  • পুরভোটে পুরো ভোটের মরসুম। আগাপাস্তলা পরিবর্তন দেখতে দেখতে গেলাম আর এলাম।

    পৌঁছেছি চব্বিশে বৈশাখ। ডানকুনি স্টেশনে দেখা হল রবীন্দ্রনাথ দেড়শো বছরের মিউজিয়াম ট্রেনটার সাথে। বেশ ঘ্যামচ্যাক বানিয়েছে। বাবা নিতে এসেছিল হাওড়া স্টেশনে। তাই ব্যান্ডেল ফেরার পথে দাদু নাতির বকবকানির চোটে চারপাশ দেখা হয় নি। দেখলাম কাল। একা একা ব্যান্ডেল থেকে হাওড়া আসতে গিয়ে।

    প্রথমেই চোখে যেটা পড়ল, স্টেশনগুলো ঝক্‌ঝক্‌ তক্‌তক্‌ করছে। ব্যান্ডেল টু লিলুয়া।

    ব্যান্ডেলের মেন স্টেশন বিল্ডিংটা লাল আর হলুদ বর্ডারওলাই রেখেছে, সেম উইথ শ্রীরামপুর স্টেশনের মেন টিকিট ঘর বিল্ডিং। বাকি সব এক এক রং। হুগলি বেগনি-হলুদ-সবুজ ডোরাকাটা। চন্দননগর হাল্কা পার্পল কালার। রিষড়া আকাশী রং। ভদ্রেশ্বরে কোনও রং দেখলাম না, শেওড়াফুলিতেও না, ওখানে তো সিমেন্টযোগ্য সব জায়গাই টাইল্‌স লাগানো হয়ে গেছে আগে। শেওড়াফুলির টিনের শেডে ঐ বেগনি সবুজ হলুদ ডোরাকাটা। লিলুয়া তো সবুজ পুরো। বেলুড় বোধ হয় ঐ ডোরাকাটা আবার।

    সব রকমের রং, কিন্তু স্টেশনগুলো খুব পরিষ্কার।
  • Arpan | ১১ মে ২০১০ ১৬:৪০ | 122.252.231.10
  • না, কমরেড, পুরো বাক্যটাই মনে রাখা ভালো। নো সাবস্ট্রিং অপারেশন।
  • Arijit | ১১ মে ২০১০ ১৬:৪০ | 61.95.144.122
  • ইয়ে - প্রমথ-বাহিনীটা কি বস্তু? প্রমথ মানে কি?
  • Arijit | ১১ মে ২০১০ ১৬:৩৯ | 61.95.144.122
  • জলের ব্যাপাট্টা জানি না, তবে ট্যাঙ্ক ভত্তি করে ইলেকটিরি রাখা আছে। তারে ময়লা জমে যাওয়ার জায়গা নেই।

    ;-)
  • stoic | ১১ মে ২০১০ ১৬:৩৭ | 160.103.2.224
  • কেসটা ঠিক বুঝলাম না। জল আর ইলেকটিরি পর্যাপ্ত পরিমাণে আছে? শুধু ডিস্ট্রিবিউশানের মিস-ম্যানেজমেন্টের জন্য জনগণ পাচ্ছেন না?
  • Arpan | ১১ মে ২০১০ ১৬:৩৭ | 122.252.231.10
  • উন্নয়নের আশা টাশা না করাই ভালো। আপাতত শিক্ষা দেবার জন্যই পরিবর্তন করা দরকার।
  • Arijit | ১১ মে ২০১০ ১৬:৩৫ | 61.95.144.122
  • সরি - সেকেন অংশটা। কমা দিয়ে সাবস্ট্রিং-এ ভেঙে সেকেন স্ট্রিং ;-)
  • kobi | ১১ মে ২০১০ ১৬:৩৫ | 219.64.11.35
  • রাজা আসে যায়
    রাজা আসে যায়
    শুধু মুখোশের ঢং বদলায়
    শুধু পোষাকের রং বদলায়
    দিন বদলায় না

    বাপু, উন্নয়ন হবে এটা স্থির জেনে কি কেউ পরিবত্তোন চায়? উন্নয়ন হলেও হতে পারে, এই আশায় লোকে পরিবত্তোন চায়।
  • Arijit | ১১ মে ২০১০ ১৬:৩৪ | 61.95.144.122
  • শেষ বাক্যটার প্রথম অংশটা ভুলে যাবেন না কমরেড;-)
  • Arpan | ১১ মে ২০১০ ১৬:৩৩ | 122.252.231.10
  • পড়েছি। লেখাটার শেষ বাক্যটাও স্মর্তব্য।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত