এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ১২ মে ২০১০ ১১:৩৬ | 203.91.201.56
  • স্কুল ব্যাপারটাও কাটিয়ে দিতে পারো। লেখাপড়া করে কে কবে বড়লোক হয়েছে?
  • lcm | ১২ মে ২০১০ ১১:৩৬ | 59.93.214.3
  • এখন আমি কোলকাতায়। তাই আমার আইপি 59.93.214.3
  • Arpan | ১২ মে ২০১০ ১১:৩৪ | 122.252.231.10
  • একটিই উপায়। তবে ব্যয়সাপেক্ষ।

    কলকাতা ফিরে গেলে হেরিটেজ বা ডিপিএসে অ্যাডমিশন নিয়ে নাও। তারপরের বছরের মার্চে তোমার পছন্দের স্কুলে ট্রাই কর।
  • lcm | ১২ মে ২০১০ ১১:৩৪ | 72.18.192.236
  • এবার করে দিই 72.18.192.236
  • lcm | ১২ মে ২০১০ ১১:৩৩ | 80.84.55.195
  • এবার আইপি বদলে করে দিলাম 80.84.55.195
  • byaang | ১২ মে ২০১০ ১১:৩১ | 59.93.214.3
  • ছেলের স্কুল নিয়ে সব্বাই আবার সামনের বছরের খুড়োর কল দেখিয়ে দিল, যা করার পরের মার্চের মধ্যেই করতে হবে, কিন্তু সেটা অসম্ভব, মার্চ মাসের শেষ অব্দি হইহই করে তার ফাইনাল টার্মের পরীক্ষা চলবে।

    আর বিভীষণ এখনো আসে নি। তবে তোকে থ্যাংকু অর্পণ। না দিলেও চলত যদিও। দিয়েই দিলাম। পাওনা বাকি রেখে কি লাভ!
  • lcm | ১২ মে ২০১০ ১১:৩১ | 69.236.172.194
  • 69.236.172.194
  • Arpan | ১২ মে ২০১০ ১১:২৭ | 122.252.231.10
  • ছেলের স্কুলের হিল্লে হল? আর বিভীষণদা পৌঁছলেন?
  • san | ১২ মে ২০১০ ১১:২৭ | 203.91.201.56
  • কুশলসংবাদ নিতে। ইস্কুলেরা কী বলল?

    আর তোমাকে যে সন্দেহ কচ্ছিল সে আদৌ অক্ষদি কিনা এ নিয়ে তোমার কোনো সন্দেহ হয় নাই? ঃ-)
  • byaang | ১২ মে ২০১০ ১১:২৪ | 59.93.214.3
  • আমার মত সাদাসিধে মানুষকে নিয়েও অক্ষদা সন্দেহ করলো!! আমি কদিন এপাড়ায় আসিই নি।

    স্যান, আমায় খুঁজছিলি ক্যানো? আমি লুরুর মোবাইল এক বাড়িতে রেখে আরেক বাড়িতে বাস করছিলাম।
  • Arpan | ১২ মে ২০১০ ১১:১৯ | 122.252.231.10
  • আর আমি তো কাল রতে তৃ-৮ ছাড়া কিছুতেই লিখিনি। আইপি পরীক্ষা প্রার্থনীয়।
  • siki | ১২ মে ২০১০ ১১:০৫ | 122.162.75.216
  • হ্যাঁ, সিকি বয়স্ক মানুষ, এসব অ-রাবীন্দ্রিক ছ্যাবলামিতে সে যায় না।
  • san | ১২ মে ২০১০ ১১:০১ | 203.91.201.56
  • আমি শুধু অরিজিত আর সিকির সম্পর্কে শিওর, যে এরা এরাই ঃ-( না আকাদাও
  • Arijit | ১২ মে ২০১০ ১০:৫৯ | 61.95.144.122
  • আমার রবীন্দ্রসঙ্গীতের পিওরিটি নিয়ে চিন্তা নেই। শুনে কান কট্‌কট্‌ না করলেই হল।

    PKI - পাবলিক কী ইনফ্রাস্ট্রাকচার।
  • a x | ১২ মে ২০১০ ১০:৫৬ | 99.188.84.146
  • উফ্‌ফ আপাতত খালি রবীন্দ্রসঙ্গীতের পিউরিটিতে মন দাও, আর আইপির পিউরিটি রক্ষা করে কাম নাই!

    PKI টা কি বস্তু?
  • Arijit | ১২ মে ২০১০ ১০:৫৫ | 61.95.144.122
  • পাকাপাকি ফেক ঠেকাতে গেলে মামুকে PKI লাগাতে হবে। একে আলো নেই, তায় জল নেই, তায় PKI-এর দাবি করলে মামু নিজের দাড়ি নিজেই ছিঁড়বে।
  • a x | ১২ মে ২০১০ ১০:৪৬ | 99.188.84.146
  • খি খি

    লোকে ফেক হয়ে ফেক হয়, আমি, আমি হয়ে ফেক হই ;-)
  • san | ১২ মে ২০১০ ১০:৪৫ | 203.91.201.56
  • কিন্তু এই অক্ষদি কি সেই অক্ষদি? ক্ষী চাপ। কার সঙ্গে কথা বলছি বুঝতে পারিনা। অশান্তি।
  • san | ১২ মে ২০১০ ১০:৪৪ | 203.91.201.56
  • দিনেশ মানে বোধ হয় সুজ্জিমামা।
  • a x | ১২ মে ২০১০ ১০:৪৩ | 99.188.84.146
  • মানে রাত দিন-এর ঈশ?
  • Samik | ১২ মে ২০১০ ১০:৩৯ | 122.162.75.216
  • ইন্দ্রাণী,

    দীনেশ নয়, দিনেশ দাশ। ঃ-)
  • a x | ১২ মে ২০১০ ১০:৩৩ | 99.188.84.146
  • আমিও নই। একটাও নই, এটাও না।
  • Arijit | ১২ মে ২০১০ ১০:৩১ | 61.95.144.122
  • আচ্ছা আইপিএল নিয়ে এত হইচই হল - টোটো বিশ্বকাপ নিয়ে কেউ কিসু বল্ল না যে? আহা, আজ কাগজে দেখে কি আনন্দই না হল;-)
  • arindam | ১২ মে ২০১০ ১০:১৯ | 202.56.207.56
  • অরিজিত
    চেরাপুঞ্জির বুক থেকে একখানি মেঘ ধার করে এনো...
  • pi | ১২ মে ২০১০ ১০:১৫ | 72.83.210.50
  • আমি তো নই ই ।
  • Arijit | ১২ মে ২০১০ ১০:০৯ | 61.95.144.122
  • আমি নেই মোটেও। আপিস থেকে ছাড়া আমার গুচ করার সময় হয় না - জেনারেলি। আর কাল রেতে আমি চেরাপুঞ্জির প্ল্যান কচ্ছিলুম - ফচকেমোর সময় ছেলো না।

    আল্টিমেটলি ট্র্যাভেল এজেন্টকে চাপিয়ে দিলুম - যে আমরা অফ-বীট ট্র্যাভেলই করবো। চেরাপুঞ্জিতে দুরাত। শিলং-এ এক রাত।
  • i | ১২ মে ২০১০ ০৯:৫৮ | 137.157.8.253
  • বিপ পাল,

    বন্ধু কন্‌ফার্ম করলেন-দীনেশ দাস।
    'আকাশে বর্ণে দূর স্ফটিক ফেনায়/ছড়ানো তোমার প্রিয় নাম/ তোমার পায়ের পাতা...' ইত্যাদি।
  • BB | ১২ মে ২০১০ ০৯:৫০ | 130.39.149.191
  • দীপুকে ব্যান করার দাবি দেবলীনা রাখে
  • i | ১২ মে ২০১০ ০৯:৪৫ | 137.157.8.253
  • বিপ পাল কে অজস্র ধন্যবাদ।
  • dipu | ১২ মে ২০১০ ০৯:৪১ | 61.12.12.83
  • সত্যি এরা কীসব শুরু করেছে! টোটাল অ্যানার্কি!!

    কাল রাত্তিরের একটা ফেকও আমি নই। আমি ফেকবাজি পছন্দ করি না। আইপি দেখে চিনুন।

    কে আমায় ব্যান করার দাবী করছিল? ঃ-X
  • bip pal | ১২ মে ২০১০ ০৯:২৬ | 130.39.149.191
  • google বল্লোঃ
    মানুষের এমন কোনো মানবিক অনুভূতি নেই যা রবীন্দ্রনাথের লেখায় পাওয়া যায় না। তাঁর সম্পর্কে কবি দীনেশ দাশ বলেছেন, ‘তোমার পায়ের পাতা সবখানে পাতা’
  • i | ১২ মে ২০১০ ০৮:৪৯ | 137.157.8.253
  • গুণীজনের কাছে একটি প্রশ্ন ঃ

    তোমার পায়ের পাতা/সবখানে পাতা/কোনখানে রাখব প্রণাম?

    কার লাইন?
    এর আগের পরের কোনো লাইন ?

    জানালে উপকৃত হই।
  • maharshi debendranath thakur | ১২ মে ২০১০ ০৫:৩৩ | 70.177.57.60
  • জগদীশ্বর তোমার উপস্থিতি দেখে আমার অর্গ্যাসমের মতো হচ্ছে
  • Sanjay | ১২ মে ২০১০ ০৪:৪০ | 128.231.22.89
  • কেলোর কীর্তি, সার।
  • dhritarashTra | ১২ মে ২০১০ ০৪:২৭ | 67.43.241.179
  • ইয়ে সব কেয়া হো রহা হ্যায়?
  • jagadeeshar | ১২ মে ২০১০ ০৪:২১ | 24.42.203.194
  • নিতাই, তুমি যে না বুঝে কেলো করেছ তা আমি বুঝেছি। তুমি আমার ক্ষমা পাইয়াছো। যাও এখন নাকে তেল দিয়ে ঘুমাও।
  • nitai | ১২ মে ২০১০ ০২:৫৫ | 130.39.149.191
  • কেলো করেছি
  • shong theke bong | ১২ মে ২০১০ ০২:৪৭ | 128.237.229.212
  • এখেনে পেথম বার এলাম।
    দেকি কি কান্ড, অন্য টইগুলো তো সোজা, এটা উলটো কেন?
    অন্যগুলো উপর থেকে নীচে স্ক্রোল করি, এখানে উলটপুরাণ।
  • kelo | ১২ মে ২০১০ ০১:৫০ | 98.201.150.205
  • আমার মাতার নাম রাধা আর পিতার নাম বিনয়
    আমরা করব জয়
    নিশ্চয়।
  • lyaangrha | ১২ মে ২০১০ ০০:৫৫ | 128.231.22.89
  • এই ভাটেই কদিন আগে কে কে যেন ফ্লাইটে হুইলচেয়ার নিয়ে ইনফো দিয়েছিলেন না ? আবার দেবেন একটু? লাগবে। আমিও কিন্তু বাংলা ছাড়া বুঝিনা।
  • promoter | ১২ মে ২০১০ ০০:৫২ | 168.26.215.135
  • ওহ!!!! আর অজ্জিনালিটির কোনো দামই নেই?? মিমিকই আসল?

    এই জন্যিই সিপিএমের এই হাল!!!
  • quality control manager | ১২ মে ২০১০ ০০:৪৭ | 128.231.22.89
  • ১৪৩ আর ৬৪ খুব ভালো মিমিক করছে। ফেক বলে বোঝাই যাচ্ছে না। কে বলবে আসল অক্ষ বা ব্ল্যাংক নয় ! গুজ্জব।
  • dictionary | ১২ মে ২০১০ ০০:৪৪ | 203.110.243.21
  • আইপি ভালো জিনিষ। আইটি আরো ভালো। আই বি কিরম ক্যালানে মতন হয়, আই ডি বল্লে বাসে কনসেশন পাওয়া যায়, আই ই হলো ইম্প্রোভাইজ্‌ড এক্ষপ্লোসিভ, মাওবাদীদের, ইত্যাদি।
  • Blank | ১২ মে ২০১০ ০০:৩৯ | 64.255.180.67
  • পুরো কুলু লেস কেস
  • server | ১২ মে ২০১০ ০০:৩৮ | 168.26.215.13
  • বললেই হত পুরো ভাট। কে কোনটা বের করতে হবে। পরশুর মধ্যে করে ফেলব। বাইট কম খরচ হত। এত বাজে খাটায় যে কি বলব।
  • a x | ১২ মে ২০১০ ০০:৩৪ | 128.231.22.89
  • হ্যাঁ, এবার বুঝেছি। একজন পাই, একজন আজ্জো, একজন রিমি, একজন দীপু, একজন হুতো, একজন সিঁফো, একজন ব্ল্যাংক, একজন ব্যাঙ, একজন ঈশান, একজন মিঠু, একজন সুতো, একজন দু, একজন পামিতা, একজন রোকেয়া, একজন অজ্জিত, একজন তাতিন, একজন টিম, একজন লামা। খালি কে কোনটা বের করতে হবে। পরশুর মধ্যে করে ফেলবো।
  • aami ke | ১২ মে ২০১০ ০০:৩৩ | 168.26.215.13
  • আর আমি কে আমারই নিজের মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে। অনেকদিন এমন হয় নি। শেষ হয়েছিল সেক্টর ফাইভে।
  • a x | ১২ মে ২০১০ ০০:৩২ | 143.111.22.23
  • কেন বললাম তো আজ্জো আর রোকেয়া বিবি আর দেফু আর মফু আর পাই। এবার কোনটা কে হবে নিজেদের মধ্যে ভাগ করে নাও। বেশি ঝামেলি করোনি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত