এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ১৩ মে ২০১০ ১৪:২১ | 203.91.201.56
  • এমংকি ডামির অর্ডারও প্লেস করতে হয় নি !
  • san | ১৩ মে ২০১০ ১৪:১৭ | 203.91.201.56
  • গৌতম বুদ্ধ থেকে চৈতন্যদেব কাউকেই সংসার ত্যাগ করে পরিব্রাজনের আগে ডিফারেনশিয়েট/ ইন্টিগ্রেট কিছু করতে হয় নি বলেই তো জানি ;-)
  • Arijit | ১৩ মে ২০১০ ১৪:১৪ | 61.95.144.122
  • আমি এক্ষুনি একজোড়ার অর্ডার প্লেস করলুম। একটাকে বাড়িতে ছেড়ে আসবো, একটা আপিসে রাখবো। আমি বেউবেউ কত্তে যাবো।
  • Blank | ১৩ মে ২০১০ ১৪:১২ | 170.153.65.102
  • তার মানে সকল চেঞ্জ অফ আত্মা কে অজ্জিত দার বউন্ডারিতে ইন্টিগ্রেট করলেই আর এক পিস অজ্জিত দা বানানো যাবে !!!
  • san | ১৩ মে ২০১০ ১৪:০৯ | 203.91.201.56
  • আরে কখনও কোনোকিছুর সেকেন্ড ডেরিভেটিভ বার করিস নি নাকি !

    d2y/dx2 হতে পারে আর আত্মার আত্মা হয় না! ইল্লি আর কি।
  • Kartuj | ১৩ মে ২০১০ ১৪:০৭ | 125.20.3.146
  • সব্বোনাশ!!! (আবার ধড়াম)
  • Blank | ১৩ মে ২০১০ ১৪:০৭ | 170.153.65.102
  • ইহা কি রিকারসিভ প্রসেস !!
  • san | ১৩ মে ২০১০ ১৪:০৬ | 203.91.201.56
  • বাবারও বাবা হয়। আত্মারও আত্মা হয়। ইত্যাদি।
  • san | ১৩ মে ২০১০ ১৪:০৪ | 203.91.201.56
  • অরিজিত যদি কবিগুরুর আত্মা হয়, তাহলে অরিজিতের আত্মা হল কবিগুরুর আত্মার আত্মা। সুতরাং একটা ডাইরেক্ট অপরটি ইনডাইরেক্ট আত্মা। মনে হয়।
  • Kartuj | ১৩ মে ২০১০ ১৪:০৪ | 125.20.3.146
  • কিন্তু আপনে লিখলেন Z।এ 'কবিগুরুর আত্মা'? H2,O2,N2 লেখেন নাই তো...
  • Blank | ১৩ মে ২০১০ ১৪:০২ | 170.153.65.102
  • এটা জানার জন্যিই আপনাকে হ্যারি পটার পড়তে হইবেক
  • Arijit | ১৩ মে ২০১০ ১৪:০০ | 61.95.144.122
  • আমি নাস্তিক তো। আমার আত্মা নাই। আমি মরলে কার্বন/হাইড্রোজেন/নাইট্রোজেন হয়ে যাবো।
  • Kartuj | ১৩ মে ২০১০ ১৩:৫৯ | 125.20.3.146
  • আচ্ছা অরিজিত ভাইসাব, আপনি যদি 'কবিগুরুর আত্মা' হন, তাহলে আপনার আপন আত্মা কোথায়? দুটো আত্মা একই সাথে বহিয়া বেড়াইতাসেন? হিঁ...(ধড়াম)
  • Arijit | ১৩ মে ২০১০ ১৩:৩৩ | 61.95.144.122
  • মোকেও।
  • . | ১৩ মে ২০১০ ১৩:৩১ | 125.18.104.1
  • আমারেও পাঠায়েন।
  • de | ১৩ মে ২০১০ ১৩:০২ | 59.163.30.4
  • ক' টু .
  • Samik | ১৩ মে ২০১০ ১৩:০০ | 122.162.75.185
  • ন্যাড়াদা (ন্যাড়াদাই তো?),

    আমাকে পাঠানো হোক।
  • nyara | ১৩ মে ২০১০ ১২:৫৮ | 203.110.238.16
  • ফেসবুকে সুমনবাবু ওনার 'বিভূতিভূষণ' গানের কম্পোজিশনের ভেতরের কথা কিছু স্বতঃপ্রবৃত্ত হয়ে বলছেন। সাঙ্গীতিক আলোচনা। কারুর ইন্টারেস্ট থাকলে বলবেন।
  • To sri samikchandra | ১৩ মে ২০১০ ১২:৪৯ | 61.12.12.83
  • ও। তা ভাল। আমি জাপানী তেলের অ্যাড দেখি না।
  • san | ১৩ মে ২০১০ ১২:৪৯ | 203.91.201.56
  • আমাদিগকে অ্যাক্সেন্ট নিউট্রালাইজেশনের ক্লাস করিতে হইত। প্রাক্তন বিপিওটিতে।
  • . | ১৩ মে ২০১০ ১২:৪৬ | 125.18.104.1
  • ইংরিজি অ্যাক্সেন্টের ভালোবাজে নেই, যেহেতু এখন ইংরিজি সম্পূর্ণ আন্তর্জাতিক। বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাক্সেন্টে কথা বলা হয়- বোঝা গেলেই হল। হাই টি, সানডাউনার ও স্টেটসম্যানের মত বিবিসির অ্যাক্সেন্ট অনুকরণের দিনও গিয়াছে।
  • san | ১৩ মে ২০১০ ১২:৪৪ | 203.91.201.56
  • সে কী, তোমার কি হিস্টিরিয়া আছে? ;-)
  • Arijit | ১৩ মে ২০১০ ১২:৪৩ | 61.95.144.122
  • অ্যাকসেন্টটা ভয়ংকর বাজে। ওই হিন্দি সিনেমায় বাঙালী হিন্দি যেমন দেখানো হয় - প্রায় সেরকম।
  • . | ১৩ মে ২০১০ ১২:৪০ | 125.18.104.1
  • প্রণববাবুর অ্যাক্সেন্টটা বাঙালী, কিন্তু নইলে ইংরিজি তো ঠিকঠাকই বলেন। সবাইকে কি শশী থারুর হতে হবে নাকি?
  • Arijit | ১৩ মে ২০১০ ১২:৩৯ | 61.95.144.122
  • হাতে এই ডেটা মাইনিং-এর বইটা নিয়ে যাবো, ছুঁড়লে বোধি অবধি উল্টে যাবে স্যান তো কোন ছাড়।
  • san | ১৩ মে ২০১০ ১২:৩৬ | 203.91.201.56
  • উচ্চারণটা ঠিক বোঝাতে পারলাম কিনা কেজানে।
  • san | ১৩ মে ২০১০ ১২:৩৫ | 203.91.201.56
  • এবার থেকে দ্যাখা হলে অরিজিতকে অরিৎZইত বলে ডাকব।
  • Arijit | ১৩ মে ২০১০ ১২:৩৫ | 61.95.144.122
  • ইয়ে - গতবারের দেশে কিন্তু প্রণব মুখুজ্জের ইংরিজীর পোচ্চুর পোশোংসা করেছে। এবং মুখুজ্জে মশয়ের মুখে একখান ডায়লগ দিয়েছে যে এখনকার ছোকরাদের ইংরিজী পড়লে/শুনলে ওঁর নজ্জা লাগে। মুশকিল হল ওঁর ইংরিজী শুনলে আমার কান্না পায়। হয়তো ভালো লিখতে পারেন - পড়িনি, জানিনা।
  • Samik | ১৩ মে ২০১০ ১২:৩৪ | 122.162.75.185
  • দু হাজার সাত না আটে যখন দিল্লিতে সিরিয়াল ব্লাস্ট হল, কলকাতার রাস্তায় ইটিভি বাংলা গ্যাঁড়ার শালীকে ধরেছিল, "এই যে দিল্লিতে এমন বিস্ফোরণ হল, কিন্তু কলকাতায় এখনও সে রকম বড় কোনও বোমা বিস্ফোরণ হয় নি, এ বিষয়ে আপনার কী মনে হয়?'
  • Arijit | ১৩ মে ২০১০ ১২:৩৩ | 61.95.144.122
  • সে শ্রেঃঘোঃ নামজাদা লোক বলে। শুধু স্টারানন্দ কেন, 91.9 এফেমের আরজেগুলোর একটাও উচ্চারণ করতে পারে না। কেউ ৎস, ৎস, ৎজ বলে চ, ছ, জ কে। কেউ শবশময় শবকিছুকে শ বলে। কেউ চূড়ান্ত ন্যাকা।
  • byaang | ১৩ মে ২০১০ ১২:৩২ | 59.93.241.144
  • হুঁ, তা কবে যাবি, কখন যাবি?
    হুতোকে।
  • Bratin | ১৩ মে ২০১০ ১২:৩২ | 125.18.17.16
  • শমীক, কত দিন কলকাতায় আছো?
  • Arpan | ১৩ মে ২০১০ ১২:২৯ | 122.252.231.10
  • স্টার কিন্তুর সঞ্চালিকা দিদিমণিরাও বেশ খাসা।

    পরশু আনন্দ খেতাব জেতার পরে আনন্দের বাবার ইন্টার্ভিউ নিচ্ছে। টেলিফোনে। হঠাৎ করে দিদিমুনি ইংরেজিতে - "ডিড ইউ স্পিক টু হিম ওব্‌হার টেলিফোন?'। প্রণব মুকাজ্জিও শুনলেও লজ্জা পেতেন।

    তারপরেই স্টুডিওতে জনৈক দাবা বিশেষজ্ঞকে প্রশ্ন ঃ "আচ্ছা অমুকদা, আনন্দের এই বারবার সাপ্‌হল্যের রহস্যটা ঠিক কী বলে মনে হয় আপনার?'।

    অরিজিত খালি শ্রেয়া ঘোষালের চ আর শ-এর দোষ দেখে। ঃ-)
  • Samik | ১৩ মে ২০১০ ১২:২৭ | 122.162.75.185
  • না। স্টার কিন্তুতে আমার সবচেয়ে ভালো লাগে জাপানী তেলের বিজ্ঞাপন। কাল থেকে দেখাচ্ছে না আবার ...
  • rabaahuta | ১৩ মে ২০১০ ১২:২৬ | 203.99.212.54
  • যাদবপুরে পু আ নেই, আমি গত রোব্বারে গেছিলাম।
    (যাদবপুর থেকে কিনলাম, বছরের সবকটা সংখ্যা একসাথে বাঁধানোঃ
    ১৯৫৬'র সাপ্তাহিক দেশ
    ১৩৫৫' প্রবাসী
    ১৩৬০'র বসুমতী
    ১৩৭১'র শুকতারা
    ঃ)
    )
  • TMC | ১৩ মে ২০১০ ১২:২২ | 61.12.12.83
  • মাঝে মাঝে এই শুভাপোসন্নো-নির্বেদ-অরুণাভ-রবীন দেবদের সার্কাস বাদ দিলে তারানন্দটা অত্যন্ত অসহ্য। এফ টিভিতে কোন মডেলিয়া কোথায় কী মাখে দেখা অনেক ভালো।
  • Arpan | ১৩ মে ২০১০ ১২:১৯ | 122.252.231.10
  • তা ঠিক, এইটা সেই পুরনো সেই দিনের কথা টাইপের ব্যপার।
  • Samik | ১৩ মে ২০১০ ১২:১৯ | 122.162.75.209
  • সে তো হাওড়া স্টেশনেও একই ট্রেনের ঘোষণা তিনবার ক'রে করে। ওরা তিনটে ভাষায় করে, স্টার কিন্তু করে তিনবারই বাংলায়। এক্সট্রা কিন্তু সমেত।
  • Samik | ১৩ মে ২০১০ ১২:১৭ | 122.162.75.209
  • সে স্বর্ণযুগ গিয়াছে কমরেড! বে-ওয়াচ, এফটিভি, আর সেই সময়ের স্টার মুভিজ।
  • Star Ananda | ১৩ মে ২০১০ ১২:১৭ | 61.12.12.83
  • কোনরকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই একই কথা (একটা অক্ষরও না পাল্টে) পরপর তিনবার বলে, একই ভিসুয়াল পরপর তিনবার দেখায়। পাবলিক মনে হয় এখন এটা মেনেও নিয়েছে, কেউ নিশ্চই অবাক হয় না, কারুর ঝাঁট জ্বলে না।
  • Arpan | ১৩ মে ২০১০ ১২:১৬ | 122.252.231.10
  • স্টার ওয়ার্ল্ড। আহা, বে(ব)ওয়াচ দেখার হাতেখড়ি তো ওই চ্যানেলেই। ;-)
  • Arijit | ১৩ মে ২০১০ ১২:১৪ | 61.95.144.122
  • স্টারের একটা চ্যানেলই দেখনযোগ্য - তাও মাঝেসাঝে যখন ফুটবল দেখায় - স্টার স্পোর্টস। বেসিক্যালি টিভিতে হাতেগোণা কয়েকটি চ্যানেল দেখা যায় - তাও কখনো সখনো - ইএসপিএন, স্টার স্পোর্টস, ওয়ার্নার ব্রাদার্স, এইচবিও, বিবিসি আর সিনিমা থাকলে ওই জি/স্টারগোল্ড/ম্যাক্স ইত্যাদি - তাও অ্যাডের মধ্যে সিনিমা দেখিয়ে জ্বলিয়ে দেয়।
  • Rajdeep | ১৩ মে ২০১০ ১২:১৩ | 202.79.203.59
  • ""দেখুন , ভাবুন , এগিয়ে চলুন "" আর দিচ্ছে না

    এখন স্লোগান দ্যায় ""এগিয়ে থাকে , এগিয়ে রাখে""
  • Samik | ১৩ মে ২০১০ ১২:১০ | 122.162.75.209
  • এবং স্টার কিন্তু সেই এন্টারটেইনমেন্টের একাগ্র সরবরাহকারী। এরে কয় ইনফোটেইনমেন্ট।

    আমি না। ওরা কয় ঃ-)
  • Arpan | ১৩ মে ২০১০ ১২:০৭ | 122.252.231.10
  • ফাগোল না গনোরিয়া! সঠিক এবং নিরপেক্ষ খবরের আশায় টিভি খুলি নাকি? টিভি খুলি এন্টারটেনমেন্টের জইন্য। ঃ-)
  • Samik | ১৩ মে ২০১০ ১২:০৭ | 122.162.75.209
  • ব্যাং, আমি মাত্র দেড়দিনের জন্য বাড়ি গেছিলাম, তাও কলকাতা যাই নি, দিল্লি টু ব্যান্ডেল, ব্যাক টু দিল্লি গত পরশু। জিনসেং কন্যা ব্যান্ডেলে ছিল, স্ক্যানার আছে দিল্লিতে। বাড়ি থেকে নিয়ে এসে স্ক্যানাচ্ছি। ব্যাস!
  • Rajdeep | ১৩ মে ২০১০ ১২:০৫ | 202.79.203.59
  • ব্রাত্যকে মাসকয়েক আগে দিল্লিগামী জেটের ফ্লাইটে দেখেছিলুম - চেনাই যায় না , ঝকঝকে ফেরেস লুক একদম ; স্টুডিওতে আসার আগে সিওর কিছু পকাবু টাইপের মেকাপ নেয় ;-)
  • byaang | ১৩ মে ২০১০ ১২:০৫ | 59.93.241.144
  • হুতো, ইয়েস। আর যেখানে যেখানে পাওয়ার সম্ভাবনা আছে, এইটবি, গড়িয়াহাট সব।

    শমীক, তুই দিল্লীতে! কাল যে জিনসেঙ কন্যা স্ক্যান করে দিলি আবার সেদিন দুরন্তর প্রশংসা করে লিখলি, তাই আমি ভাবলাম তুই এখানে। ঃ-(
  • Samik | ১৩ মে ২০১০ ১২:০২ | 122.162.75.209
  • কলতলা টিভি এইবার বাড়ি গিয়ে একবেলা দেখলাম। কী অসহ্য, কী অসহ্য!! একে তো ঐ স্ক্রীন জুড়ে লাল রংটাই বদ্‌খত।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত