এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১৮ মে ২০১০ ০৯:৫৩ | 72.83.210.50
  • যুদ্ধ চললে কেন পুলিশের চর সন্দেহে বা হলেও হতে পারতো পুলিশ কেন মারলো এ প্রশ্ন না তুল্লে এনকাউণ্টারে কেন মারলো , সেই প্রশ্ন ওঠালে অবাক হয়ে যাই।
  • pi | ১৮ মে ২০১০ ০৯:৫০ | 72.83.210.50
  • আবার কোন যেন পড়লাম, বাচ্চাও ছিলো ? মহিলা তো ছিল ই । ছবি দেখলাম।
  • a x | ১৮ মে ২০১০ ০৯:৪৯ | 99.61.246.6
  • পিনাকী, আমার বক্তব্য, যুদ্ধ ঘোষণা না করেও যুদ্ধ চলছে, ৬০ বছর ধরেই। গ্ল্যাডসন ডুংডাংএর লেখাটা পড়লেই দেখা যায় বিস্থাপন, বাবা-মা খুন, আবার বিস্থাপন। এটা চলছেই। এবং গ্ল্যাডসনের মত লোক, অর্থাৎ যে পড়াশোনা জানে, আইন কানুন জানে।

    মাওবাদীরা সাধারণ লোক খুন করলে কেন শুধু, যখন ছোট মেয়েকে দিয়ে বাবার নামে পোস্টার লেখায়, যখন বিধবাকে মিছিলে হাঁটায় সবই অত্যন্ত ঘৃন্য। কিন্তু যুদ্ধ চললে কেন পুলিশ মারল, এই প্রশ্ন করলে একটু অবাক হই। একে দ্বিচারিতা বললে কি আর করতে পারি ঃ-)

    SC, গ্রীনহান্টের বিরোধিতা মাওবাদী দমনের জন্য না। গ্রীনহান্টের নাম করে জমি দখল, এবং বর্বর অত্যাচার, ঐ জমি থেকে আদিবাসী মানুষদের উচ্ছেদ, ঘর জ্বালানো, ধর্ষণ ইত্যাদির বিরুদ্ধে।
  • pi | ১৮ মে ২০১০ ০৯:৪৯ | 72.83.210.50
  • কে কে এখানে জয়েণ্টের মেডিক্যাল এঞ্জিনীয়ারিং দুটোতে ই বসেছে? তাদের একসাথে ডাক্তার ও এঞ্জিনীয়ার বলা হবে এখন থেকে। ঃ)
  • pinaki | ১৮ মে ২০১০ ০৯:৪৭ | 38.110.19.235
  • পাইবক্সের পোস্ট দেখিনি। ঃ(
  • pinaki | ১৮ মে ২০১০ ০৯:৪৭ | 38.110.19.235
  • যারা পুলিশের পরীক্ষায় বসতে গেছিল - তারা সিভিলিয়ান নয়!!!!!!!
  • Arpan | ১৮ মে ২০১০ ০৯:৪৬ | 122.252.231.10
  • অক্ষদা, কিছু স্টুডেন্টও ছিল ওই বাসে। অবশ্যই মেনস্ট্রিম মিডিয়ার খবর।
  • pi | ১৮ মে ২০১০ ০৯:৪৩ | 72.83.210.50
  • পুলিশের পরীক্ষা দিতে যাওয়া লোকজন সিভিলিয়ান নয় ? :o
  • a x | ১৮ মে ২০১০ ০৯:৩৭ | 99.61.246.6
  • পাই, বাসে "সিভিলিয়ান" ছিলনা। ছিল এসপিও এবং পুলিশে কিছু নতুন রিক্রুট হচ্ছে এমন লোক। এদেরকে সিভিলিয়ান বলেনা। ছত্তিসগড়ের রিয়ালিটি এমন (আমি চাই বা না চাই) যে, যে বাসে ২০ জন সালোয়া জুডুমের লোক, সেই বাসে সাধারণ গ্রামবাসীর এমনিতেই থাকার কথা না।

    শব্দ আমরা যেভাবে ব্যবহার করি, মিডিয়া সেইভাবে ব্যবহার করেনা। সিভিলিয়ান কথাটি ইচ্ছাকৃত ভাবেই ব্যবহৃত।

    হিন্দুর প্রথম এডিশনটার থেকে দ্বিতীয় এডিশনে কিছু বদল হয়েছে। সেটা এমনি এমনি না।

    এই হল বদল -

    প্রথম - The private bus was carrying young men appearing for the constabulary exam to join the Chhattisgarh police force.

    দ্বিতীয় - The civilians comprised youth who had just appeared for a constabulary exam.
  • Abhyu | ১৮ মে ২০১০ ০৯:৩৩ | 173.200.128.42
  • ছনতধ লষক্ষন ...
  • a x | ১৮ মে ২০১০ ০৯:৩০ | 99.61.246.6
  • আর্য, সালওয়া জুডুমের কিছু লোককে SPO স্ট্যাটাস দেওয়া হয়। উইথ মাইনে অ্যান্ড অল।
  • SC | ১৮ মে ২০১০ ০৯:২৬ | 67.186.56.191
  • এইখানে কিন্তু ব্যপারটা ছোট্ট গোলমালের।
    রাষ্ট্রের বিরুদ্ধে মাওবাদীরা যুদ্ধ ঘোষণা করে বসে আছে। তাহলে মাওবাদী কিষেণজি কিংবা আজাদ কোন যুক্তিতে গ্রিনহান্টের বিরোধীতা করছেন?
    পরম কল্যাণকর রাষ্ট্রও নিজের অস্তিত্বকে বাঁচানোর জন্য যুদ্ধ ঘোষণা করতে বাধ্য। মানবাধিকার কর্মীদের দাবী এর মধ্যে অনেকে ফেঁসে গেছেন, যারা আসলে এসব কিছুই বোঝেন না, ডেমোক্রাসি, মাওবাদ,ডায়ালেক্টিক্স, শুধুই "কিছুই পড়ে না পাতে, তাই বন্দুক নিলে হাতে"।
    অর্থাৎ আপত্তিটা এই সিউডো মাওবাদীদের কেনো সরকার মারছে? সেটা খুব ন্যায্য যুক্তি বলেই মনে করি। কিন্তু মাওবাদী সমর্থকদের পক্ষে কোন যুক্তিতে গ্রিনহান্ট বিরোধীতা করা হয়?
  • pi | ১৮ মে ২০১০ ০৯:২২ | 72.83.210.50
  • যে রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে এত মাথাব্যথা, এই ঘটনাগুলো তাকেই বৈধতা দেওয়ার জমি শক্ত করে, বা ঐ ক্ষমতার স্ট্যাটাস কুয়ো মেইন্টেন করতে সাহায্য করে , এটা ফ্যাক্ট। এবং এটা অত্যন্ত ক্ষতিকর। ওখানকার মানুষের জন্য ই। আফটার অল, মূলত মরছেন তাঁরাই। দুজনের হাতেই। আর দুজনেই আবার নাকি এই মানুষগুলোর কথা ভেবেই আসলে যুদ্ধ করছে। হাসি পায় ঃ)
  • pi | ১৮ মে ২০১০ ০৯:১৭ | 72.83.210.50
  • প্রশ্নটা ১২ঃ০৭ এর পোস্টের পরিপ্রেক্ষিতে।
    বাসে spo নিয়ে গেলে ই, উড়িয়ে তাই করেছে, যুদ্ধে যা হয় ?
    spo রা কোনো ধাবা য় খেতে গেলে সেই ধাবা শুদ্ধ লোক উড়িয়ে দেওয়া ও যুদ্ধে যা হয়, কোনো spo বিড়ি কিনতে গেলে সেই দোকান উড়িয়ে দেওয়া ও যুদ্ধে যা হয়, spo বাড়িতে থাকলেও পরিবার শুদ্ধ সেই বাড়ি উড়িয়ে দেওয়া তালে যুদ্ধে যা হয়, তাই হবে ? বুঝতে চাইছি।
  • pinaki | ১৮ মে ২০১০ ০৯:১৭ | 38.110.19.235
  • স্ট্যাটাস কুয়োর বিরোধিতা কি যুদ্ধ ঘোষণা ছাড়া করা অন্য কোনও ভাবে করা যায় না? মাওবাদীদের মতে ভারতে সেই অবস্থা নেই যাতে যুদ্ধ ঘোষণা ছাড়া অন্য কোনও ভাবে এটা করা যায়। আমি সেটা ঠিক মনে করি না। তাই আমি যখন মাওবাদীদের যুদ্ধের কলকে বিরোধ করি - সেটা সাধারণভাবে যুদ্ধবিরোধী কোনও ধ্রুব অবস্থান নয়। হতেই পারে ভবিষ্যতে কোনও এক সময়ে আমিও মনে করতে পারি যুদ্ধ ঘোষণা ছাড়া আর কোনোভাবেই স্ট্যাটাস কুয়োর বিরোধিতা করা যাচ্ছে না - তখন যুদ্ধকেই সমর্থন করব। এখন এই যুদ্ধটাকে চাপিয়ে দেওয়া মনে করছি।

    তবে যুদ্ধ ঘোষণাকে সমর্থন করলে অন্য পক্ষের যুদ্ধ ঘোষণাকেও মেনে নিতে হবে, না হলে যেকোনো সিচুয়েশনেই সেটা দ্বিচারিতা। এইটা হচ্চে আমার বক্তব্য।

    আর এই লোকের (এলিটিস্ট বা হোয়াটেভার) 'ভুল' রাজনৈতিক অবস্থানের প্রতি এত বিদ্বেষ থাকাটা প্রবলেম্যাটিক লাগে আমার। এরকম ভাবে ভাবলে ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। মানুষকে নিজের রাজনৈতিক অবস্থানে টেনে আনার একটা দায় রাজনৈতিক ভাবে সচেতন মানুষের থাকা উচিৎ বলে মনে হয়। আর তাই নিজের রাজনৈতিক অবস্থানে মানুষের গ্রহণযোগ্যতা একটা মাপকাঠি হওয়া উচিৎ বলে মনে করি। যেহেতু মাওবাদীরা সাধারণ লোক মারলেই কেবল লোকে সেটা নিয়ে হৈচৈ করে, রাষ্ট্র করলে করে না - অতএব আমি সাধারণ লোক মারা গেলে তার নিন্দা করব না - এটাতে নিজের গায়ের ঝাল মিটতে পারে, কিন্তু যে মানুষদের কাছে হয়তো নিজের অবস্থানটা ব্যাখ্যা করার একটা সুযোগ থাকতো - সেই স্পেসটা ছোট হয়ে যায়। তাতে স্ট্যাটাস কুয়ো মেইনটেইন করতে সুবিধাই হয় ক্ষমতার।
  • d | ১৮ মে ২০১০ ০৯:১৬ | 115.117.206.18
  • special Police Office , মূলতঃ উপদ্রুত অঞ্চলের জন্য যাদের নিয়োগ করা হয়।
  • aka | ১৮ মে ২০১০ ০৯:১৩ | 24.42.203.194
  • ১। ঐ প্রশ্নটা আমারও, এতক্ষণ করতে পারি নি (নজ্জায়), এসপিও মানে কি?

    ২। RR = ranjan roy সেটা বুঝতে আমার মিনিট পাঁচেক লাগল।

    যাই ঘুমোই।
  • a x | ১৮ মে ২০১০ ০৯:০৭ | 99.61.246.6
  • শুরুর লাইনে ১১, ভেতরের লাইনে ১৭ SPO
  • sana | ১৮ মে ২০১০ ০৯:০৬ | 58.106.143.110
  • অন লাইন বই কেনার ১-২ টো ওয়েব- সাইট একবার দেখেছিলাম ভাটে, ভুলে গেছি,কেউ আর একবার জানাবেন,please(ইন্ডিয়ান বই)?
  • a x | ১৮ মে ২০১০ ০৯:০৫ | 99.61.246.6
  • মানে? ঐ আর্টিকলের শুরুতে লেখা ২০ জন এসপিও।

    এসপিও মানে কি?!

    আর হলে কি হত মানে? ছত্তিসগড়ে ১৭ই মে মাওবাদীরা কেন সালওয়া জুডুমের লোককে মেরেছে এটাই কি প্রশ্ন? উত্তর দেবার আগে একটু ক্লিয়ার করে নিতে চাই।
  • pi | ১৮ মে ২০১০ ০৮:৫৪ | 72.83.210.50
  • এখানে সালোয়া জুডুম কোথায় লিখেছে ? আর তা হলেই বা কি হত ?
  • pi | ১৮ মে ২০১০ ০৮:৫১ | 72.83.210.50
  • হ্যাঁ, এটা অনেকক্ষণ ই উঠিয়ে নিয়েছে। মনে হয় তথ্য টা ভুল, আনকনফার্মড ছিল বলে।
  • a x | ১৮ মে ২০১০ ০৮:৫০ | 99.61.246.6
  • ইন্টেরেস্টিং।

    ?Currently, we are in the midst of a recruitment drive for the Chhattisgarh police,? confirmed a senior police officer, ?Those killed had given their police exams and were returning to Sukhma when the blast occurred.?

    এই পার্টটা ছিল নিউজটাতে। এখন এটা দিয়ে গুগল সার্চ করলে একটা হিন্দুর লিংক দিচ্ছে কিন্তু লিংকে গেলে আর্টিকল নেই।
  • pi | ১৮ মে ২০১০ ০৮:৪৪ | 72.83.210.50
  • যুদ্ধে রাষ্ট্র যখন শুধু মাওবাদীদের না মেরে মাওবাদী বা তাদের সহায়ক সন্দেহে বাকিদের মারে, সেটা নিয়ে যদি নিন্দা করি তো, মাওবাদীরাও শুধু পুলিশকে না মেরে কোনো একদিন হবে বা হলেও ও হতে পারে পুলিশ বা তাদের চর সন্দেহে সাধারণ মানুষ মারে, তার নিন্দা করা উচিত । এ নিয়ে কিছুই নিন্দা করবো না বলাটা সেক্ষেত্রে দ্বিচারিতা ই।
    এনিওয়ে, পুলিশ বা মাওবাদী মারলেও নিন্দা করি, কারণ তালে যুদ্ধ টা কেই ( সে যে পক্ষ ই ডেকে থাক বা আগে শুরু করার জন্য দায়ী থাক) মান্যতা দেওয়া হয়।
  • a x | ১৮ মে ২০১০ ০৮:৪৩ | 99.61.246.6
  • হ্যাঁ হ্যাঁ পার তো। সব ব্যপারেই অ্যান্টি ওয়ার, নন-ভায়োলেন্ট পজিশন হতেই পারে। সেটা নিয়ে তর্কও হতে পারে, কিন্তু তাকে দ্বিচারিতা বলবনা।
  • a x | ১৮ মে ২০১০ ০৮:৪২ | 99.61.246.6
  • আরে কি আশ্চর্য, ঐ নিউজটাই তুলে দিয়েছে হিন্দু থেকে! এখন টিমের পোস্ট দেখলাম। এখনের নিউজটা আগেরটা বদলে!
  • pi | ১৮ মে ২০১০ ০৮:৩৮ | 72.83.210.50
  • রাষ্ট্রের যুদ্ধ নিয়ে কথা বল্লে মাওবাদীদের বডি কাউন্ট করতে পারি তো ? তাই করছি।
  • a x | ১৮ মে ২০১০ ০৮:৩৩ | 99.61.246.6
  • ২০ জন সালোয়া জুডুম এবং বাকিরা ছাত্তিসগড়ে যে ব্যপক পুলিশের রিক্রুটমেন্ট চলছে তার জন্যে পরীক্ষা দিয়ে ফিরছিল।

    পিনাকী, হ্যাঁ আমার ঐ অবস্থান নিয়ে বক্তব্য নেই তো, যারা সব রকম যুদ্ধের বিরোধী। একটা ছোট অসুবিধে ছাড়া, যে এই অবস্থানে স্ট্যাটস কুয়ো মেন্টেন করা কি ভাবে অ্যাভয়েড করা যায় তা নিয়ে। যখন এক পক্ষ অনেক বেশি শক্তিশালী, তখন বিশেষ করে।
    আমার বক্তব্য রাষ্ট্রের যুদ্ধ নিয়ে কথা না বলে শুধু মাওবাদী কৃত বডি কাউন্ট করলে মুশকিল। যুদ্ধে যদি রাষ্ট্র মাওবাদীদের মারে তখন আমি অন্তত কিছু বলেছি বলে এমনকি কোনো মানবাধিকার মঞ্চও কিছু বলেছে বলে মনে হয়না। রাষ্ট্র যখন প্রতিদিন মাওবাদী নাম করে বৃদ্ধ, শিশু এদেরকে যে খুন, ঘর পোড়ানো ও ধর্ষণ চলছে সেগুলো নিয়ে প্রতিবাদ হয়। এবং যখন অন্যদিকে সেগুলো নিয়ে কোনো হাহাকার দেখিনা বরঞ্চ যখনই মাওবাদীরা আক্রমণ করে তখনই হঠাৎ টাইপ করতে বসলে আমার কাছে আবার সেটাকেই দ্বিচারিতা লাগে। না ভুল বললাম দ্বিচারিতা না। এটা কিছুটা নিজ অবস্থানের অবলিগেশন লাগে।

    রাষ্ট্রের যুদ্ধ আবার ঠিক যুদ্ধ তো না। গ্রীনহান্টে আদৌ খুব বেশি মাওবাদীরা মরছেনা। মরবেও না। এবং সেটা রাষ্ট্রও জানে। অন্যদিকে মাওবাদী নেই যেখানে সেখানেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে - আই ই পস্কো।

    আর ব্যক্তিগত ভাবে চর সন্দেহে মারা আমি সমর্থন করিনা। মনে করি পলিটিক্যাল ধৈর্য্যের অভাব। কিন্তু সব আলোচনা ব্যক্তি আমি বা ব্যক্তি তুমি কি সমর্থন করলে বা নিন্দা করলে সেখানে নিয়ে গেলে খুবই অর্থহীন হয়ে যায়।
  • pi | ১৮ মে ২০১০ ০৮:৩০ | 72.83.210.50
  • পুলিশ ছিনতাইবাজ বা তার সহকারী সন্দেহে আপনাকে গুলি করলো, আর ছিনতাইবাজ পুলিশ বা তার সহকারী সন্দেহে, বা ঘটনাচক্রে সেই স্থলে থাকার জন্য আপনাকে গুলি করলো। কোনটাকে বেশি নিন্দনীয় বলবেন ?
  • Sa Ma | ১৮ মে ২০১০ ০৮:১৮ | 122.162.75.48
  • একটা ছিনতাইবাজ আপনার পকেট থেকে পার্স তুলল, আর একটা পুলিশ আপনার পকেট থেকে পার্স তুলল। কোনটাকে আপনি বেশি নিন্দনীয় বলবেন? কোনটার বিরুদ্ধে আপনি প্রতিবাদে গর্জে উঠবেন?
  • pi | ১৮ মে ২০১০ ০৬:৪৭ | 72.83.210.50
  • পঃবঙ্গের যা উদাহরণ বল্লে, সেটা 'বেশি ' ই । কিন্তু তার চেয়ে বেশি না, তার চেয়ে সমান বা কম চালালেও , যেটা চালাচ্ছে, সেটা যদি 'দমন' হয় , সমর্থন করা যায় না।
    ছত্তিশগড় ইত্যাদিতে হিসেব ( যদি ঠিকঠাক হিসেব পাওয়া যায়) করলে হয়তো রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার আরো বেশি ই পাওয়া যাবে, কিন্তু তা দিয়েও এই দমন কে কোনোভাবেই বৈধতা দেওয়া যায় না। বরং এটা রাষ্ট্রীয় দমন কে বৈধতা দেবার জমি তৈরি করে দ্যায়।
    পস্কো, কলিঙ্গনগর, নন্দীগ্রামের গুলি চালানোর নিন্দা করে এটার না করলে, সেটা সত্যি দ্বিচারিতা ই হয় ।

    ঘটনাটা জাস্ট এক কথায় নিন্দাজনক।

    আর ঐ, 'যুদ্ধ' আর কোল্যাটারাল ড্যামেজ অ্যাকসেপ্ট করে নিলে কোনো না কোনো যুক্তিতে এনকাউন্টার ও কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হয়।
  • pinaki | ১৮ মে ২০১০ ০৬:৩১ | 38.110.19.235
  • 'যুদ্ধ' ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিলে তো সবই কোল্যাটেরাল বলে চালিয়ে দেওয়া যায়। রাষ্ট্রের যুদ্ধ ঘোষণার প্রতিবাদ করলে মাওবাদীদের যুদ্ধ ঘোষণার প্রতিবাদ না করাটা দ্বিচারিতা হয়। হয় 'যুদ্ধ' হচ্চে মেনে নিয়ে শুধু জেনিভা কনভেনশন ভাঙ্গা না ভাঙ্গা নিয়ে কথা বলা উচিৎ, নইলে দুপক্ষকেই 'যুদ্ধ' ঘোষণা থেকে বিরত হতে বলা উচিৎ আর যুদ্ধের যুক্তিতে নিরস্ত্র মানুষকে (পুলিশের চর হলেও) মারা বন্ধ করতে বলা উচিৎ।

    আদারওয়াইজ বডি কাউন্ট দিয়ে হিসাব করলে হিসাবটা গোলমেলে। ধরা যাক জঙ্গলমহল। যখনই মাওবাদীদের সিপিএম কর্মী খুন নিয়ে কথা উঠছে, তখনই আমরা একগুচ্ছ উদাহরণ দিচ্ছি - যে কোথায় কবে সিপিএম সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে, গুলি চালিয়েছে, মাওবাদীদের নাম নিয়ে সাধারণ মানুষকে মেরেছে, কোথায় কোথায় গ্রাম দখল করেছে, সশস্ত্র শিবির করেছে - ইত্যাদি। অর্থাৎ আমরা দেখাতে চাইছি সিপিএম অত্যাচারী, আর মাওবাদীদের সিপিএম কর্মী খুনটা অত্যাচারের বিরুদ্ধে মানুষের রুখে দাঁড়ানো। এবার একটু বডি কাউন্ট করা হোক। দেখা যাবে লাস্ট ১০ মাসে 'অত্যাচরিত' মাওবাদীরা যত লোককে খুন করেছে, 'অত্যাচরী' সিপিএম তার এক তৃতীয়াংশও করে নি। 'অত্যাচারী' আর 'অত্যাচারিত'-এর এই হিসেবটা মিলছে কি? হিসেব মেলাতে গেলে এটা দাবী করতে হয় যে পৃথিবী এই প্রথম একটা এমন যুদ্ধ দেখছে - যেখানে অত্যাচারীর বডি কাউন্ট অত্যাচারিতকে বহুগুণে ছাপিয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই তাই মানুষের কাছে এই অবস্থানের গ্রহণযোগ্যতা থাকছে না। একটা দমনমূলক কাঠামোকে প্রতিরোধ করতে গিয়ে আমি তার চেয়েও বেশী দমন পীড়ন চালালাম - এটা কি কোনও কাজের কথা হল? এই দিয়ে সাধারণ মানুষের সমর্থন মিলবে? বা মিললেও সেটা কি ধরে রাখা যাবে?
  • pi | ১৮ মে ২০১০ ০৬:২৬ | 72.83.210.50
  • এই তো অবস্থা উলুখাগড়াদের !


    Defying police involves a lesser risk than annoying the Maoists, Gurupada Besra had thought this morning when cops told him to remove posters the rebels had pasted on walls in his village in Purulia.

    Gurupada would be patting himself despite his injuries in a police baton-charge that has landed 15 villagers, including 11 women, in hospital for protesting.

    ?Had he removed the posters, the Maoists would have come at night and killed him,? a villager said, nursing his feet, swollen from the baton blows.....

    We tried to stop the police because we are scared of the Maoists. Can they save us from a Maoist strike??

    http://www.telegraphindia.com/1100518/jsp/bengal/story_12461091.jsp
  • sana | ১৮ মে ২০১০ ০৬:১৫ | 58.106.143.110
  • হুতো,সু আর ছোট্টো পুচকি কে অনেক অভিনন্দন! দেহের বাইরেও যে আর একটা heart থাকে,এখন থেকে তোমরা বুঝতে পারবে। নাম কি হোলো জানতে চাই যে? আর মিষ্টি মুখ টার ছবিও দেখতে চাই।
  • pi | ১৮ মে ২০১০ ০৪:০৯ | 72.83.210.50
  • *এখানেতো
  • pi | ১৮ মে ২০১০ ০৩:৫৪ | 72.83.210.50
  • এখান এতো সালোয়া জুডুম বলছে না। পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার্থীরা কোন অর্থে 'যুদ্ধের' টার্গেট হন ?
  • Tim | ১৮ মে ২০১০ ০৩:৪৪ | 198.82.17.187
  • ঐ লিংকে কিছু নেই বলছে। নতুন করে খুঁজে এইটা পেলাম
    http://beta.thehindu.com/news/article432488.ece
  • pi | ১৮ মে ২০১০ ০২:৩৭ | 72.83.210.50
  • বাসে যারা যাচ্ছিলো তারা সব সালওয়া জুডুমের লোক এটা কিভাবে প্রমাণিত হল ? গণ আদালতে? এটা কে নিন্দা না করলে মাওবাদী সন্দেহে এনকাউণ্টারকেও নিন্দা করা যায় না বোধহয়। যুদ্ধে হয়ে থাকে বলে ট্রিভিয়ালাইজ করে দিতে হয়।
  • a x | ১৮ মে ২০১০ ০০:০৭ | 143.111.109.95
  • বাস যদি সালোয়া জুডুমের লোক নিয়ে যাচ্ছিল হয়, তাইলে উড়িয়ে যা করেছে, তা যুদ্ধে হয়ে থাকে। এ নিয়ে ভালো মন্দ, নিন্দা খ্যাতি কোনোটাই করার প্রয়োজন দেখিনা ব্যক্তিগত ভাবে। তবে প্রতিদিন, এবং হ্যাঁ প্রতিটি দিন সাধারণ লোককে সরকার খুন ও ধর্ষণ করে চলেছে ছত্তিসগড়ে। তার ১% খবরও গুরু তে এসে পৌঁছয় না। সুখে থাকুন, দেশ নিয়ে গর্বিত হন। সংবিধান ও ভারতীয় গণতন্ত্রের মর্যাদা দিন।
  • a x | ১৮ মে ২০১০ ০০:০৩ | 143.111.109.95
  • a, কলিঙ্গনগর, পস্কো, লালগড় এগুলো নিয়ে খবরে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন থাকে। অথচ NDTV'র পরিষ্কার অসঙ্গতিপূর্ণ লেখা নিয়ে প্রশ্ন থাকেনা, এটা অস্বাভাবিক কিছু না।

    তবে এরমধ্যে, এসব নীচু উঁচু মন গোছের কথা না আনলেই ভালো।
  • Blank | ১৭ মে ২০১০ ২৩:৪০ | 64.255.180.51
  • লাস্ট কবে তক্কাতক্কি করতে দেখেছো !!! মাঝে মাঝে খুচরো কমেন্ট পাসে মজা ছারা কিস্যু করি না।
  • pi | ১৭ মে ২০১০ ২৩:৩৫ | 72.83.210.50
  • সেই তো। সেইজন্য সিপিআই এর অভয় সাহু র স্টেটমেন্ট ছাপা হল কিনা ! ঃ)

    উত্তর না থাকলে লোকে কত কিছু ইবলে !! ঃ)
    একেবারে এক ই রকম ঘটনা, পঃবঙ্গের বাইরে হলে সিপিএম সমর্থন করবে, পস্কো র মতন, নন্দীগ্রাম - সিঙ্গুরের বেলায় ' paid them back with their own coin .. এ নিয়ে অবশ্য আর কি বা উত্তর হয় ! ঃ(

    যা হোক, সি পি আই পস্কো তে ভাল ভূমিকা নিচ্ছে, আশা করি অন্য পার্টি গুলোর সাথে মিলে সরকারকে চাপে রাখতে পারবে।

    ভাল কথা, অন্য টই গুলো তে পোস্ট গুলো বা তক্কাতক্কি তালে কি জন্য করিস ? ঃ)
  • m | ১৭ মে ২০১০ ২৩:২৪ | 122.161.165.221
  • আপাতত 'ধুপধাপ' ফুলে ছাপ দেবার 'সু-ব্রত' নিয়ে ঘুমিয়ে পড়ি।
  • Blank | ১৭ মে ২০১০ ২৩:২২ | 64.255.180.51
  • পাগল !!! গুরু তো অল্টারনেট মিডিয়াও নয়। অ্যান্টি সিপিয়েম একটি মিডিয়া মাত্র। এখানে উত্তর দিয়ে ভোটার ও বাড়বে না।
    আর আমি কি বর্তমান, প্রতিদিন আর সংহতিতে চিঠি লিখতে বসছি নাকি !!!
  • pi | ১৭ মে ২০১০ ২৩:২১ | 72.83.210.50
  • পস্কো , কলিঙ্গনগর বিছিন্নতাবাদ !! :o

    যাই হোক, মাওবাদীদের বাস ওড়ানোর ঘটনা অবশ্য ই নিন্দনীয়, সরকারের অনেক আচরণের মত ই ।
  • bb | ১৭ মে ২০১০ ২৩:১৩ | 117.195.176.210
  • এটা এক অদ্ভুত রঙ্গ, বিদেশে বসে দেশের বিচ্ছিনতাবাদকে সংগ্রামের মোড়ক দেবার চেষ্টা।
  • Blank | ১৭ মে ২০১০ ২২:৫৭ | 64.255.180.51
  • এগুলো মেনস্ট্রীম মিডিয়াতেও ছাপে !!! তাহলে তো গুরু অল্টারনেট মিডিয়া নয়
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত