শুধু মাথা আর ঘাড় নয়, কাঁধেরও জোর লাগে -- ওয়েট ডিস্ট্রিবিউশান -- নাইলে পঁচাশি কেজির ভার একা ঐ মাথা বইতে পারবে না!! ঃ))
san | ১৮ মে ২০১০ ১২:১২ | 203.91.201.56
অথচ আমি পুশ আপ করতে পারলেও ডন দিতে ভয়ানক কষ্ট হয়। কেন কে জানে। কাঁধের মাসল আন্ডার ডেভেলপড বোধ হয়।
Arpan | ১৮ মে ২০১০ ১২:১১ | 216.52.215.232
তবে আমার কাঁধ বেশ শক্তপোক্ত। আপাতত বেড়াতে বেরোলে মেয়ে আমার কাঁধে চেপেই ঘুরে বেড়ায়।
de | ১৮ মে ২০১০ ১২:১১ | 59.163.30.6
বলার পরেই ভাবছি --এক্খুনি কেউ বলে না ফেলে ঃ)) ঠিক বল্লো!!
Arijit | ১৮ মে ২০১০ ১২:১০ | 61.95.144.122
দুৎ, শীর্ষাসনের সাথে কাঁধের কি সম্পক্কো? শীর্ষাসন তো মাথার ওপর দাঁড়ানো। দেওয়ালের পাশে করলে বাই চান্স ব্যালেন্স ঘেঁটে গেলে পড়ে যাওয়ার ভয় থাকে না।
san | ১৮ মে ২০১০ ১২:১০ | 203.91.201.56
আমি হলাসন করতে পারি ভালই কিন্তু শীর্ষাসন করতে গেলে হুড়মুড়িয়ে পড়ে যাই ঃ-)
Arpan | ১৮ মে ২০১০ ১২:১০ | 216.52.215.232
আরে আমি পিঠে ওজন কোনদিন তুলে দেখিনি। তবে ডন মারাটা অনেক সোজা লাগে পুশ-আপের থেকে!
Samik | ১৮ মে ২০১০ ১২:০৯ | 122.162.75.48
লুঙ্গি পরে? না, না-পরে? শীর্ষাসনটা আবার লুঙ্গির সাথেই বেস্ট খাপ খায়।
de | ১৮ মে ২০১০ ১২:০৯ | 59.163.30.6
ঃ)))
তাইলে আপনের কান্ধের জোর বেশী নয়!
Arijit | ১৮ মে ২০১০ ১২:০৭ | 61.95.144.122
ডিঃ - শীর্ষাসনের কথা বলছিলুম।
Arijit | ১৮ মে ২০১০ ১২:০৭ | 61.95.144.122
আমি পারি। তবে দেওয়ালের পাশে।
san | ১৮ মে ২০১০ ১২:০৫ | 203.91.201.56
আমাকে লোকে সন্দিগ্ধভাবে জিগ্যেস করে গেল সফটওয়ার কনফিগারেশন ম্যানেজমেন্ট সংক্রান্ত পিপিটিতে এত এন্টারটেইনিং কীই বা আছে? ঃ-)))))
de | ১৮ মে ২০১০ ১২:০৫ | 59.163.30.6
ওজন তো আমিও অনেক তুলতে পারি পিঠে ঃ)) -- কিন্তু তবুও ডন দিতে কষ্ট বেশী হয় ঃ((
কে কে শীর্ষাসন কত্তে পারে?
quark | ১৮ মে ২০১০ ১২:০২ | 202.141.148.99
অথচ অর্পণও হাসছে!
san | ১৮ মে ২০১০ ১২:০০ | 203.91.201.56
ইয়ে মানে তুলনাটা ঠিক একের সঙ্গে অন্যের হচ্ছিল না কিনা ঃ-)
Arijit | ১৮ মে ২০১০ ১২:০০ | 61.95.144.122
আমারে গালি দিলো। আমি নালিশ কর্ব।
Arpan | ১৮ মে ২০১০ ১১:৫৮ | 216.52.215.232
ঃ-)))
Rajdeep | ১৮ মে ২০১০ ১১:৫৭ | 202.79.203.59
ঃ-))
quark | ১৮ মে ২০১০ ১১:৫৬ | 202.141.148.99
ইয়ে, কেউ কেউ যে পিঠে ওজন নিতে অন্যদের চেয়ে অধিক পারদর্শী এতে অবাক হওয়ার কিছু নেই। ;-)
Arijit | ১৮ মে ২০১০ ১১:৪৪ | 61.95.144.122
টার্গেটেড অ্যাড বা টার্গেটেড অফার আমি বেজায় অপছন্দ করি - আমাকে কেউ অম্নি অফার বা অ্যাড দিলে আমি বরং আরোই নেবো না। গেরোর ফের দ্যাখো - সেই নিয়ে গুচ্ছের গাঁতাতে হচ্ছেঃ-(
Arpan | ১৮ মে ২০১০ ১১:৩৯ | 204.138.240.254
অরিজিতের সাথে ক। আমারো এমন মনে হয়।
Arijit | ১৮ মে ২০১০ ১১:৩৮ | 61.95.144.122
একটা কারণ হয়তো আমার কাঁধের জোর অনেক বেশি বাইসেপের চেয়ে - ছোটবেলা থেকেই। সেই জন্যে আমি পাঞ্জা লড়তে পারি না একদম অথচ প্রচুর ওজন পিঠে নিতে পারি।
পুশ-আপ আর ডন (বা বুক-ডন) এর মধ্যে একটা ছোট্ট তফাৎ নেই? পুশ-আপ হ'ল শুধু ওঠা-নামা আর ডন একটু পিছিয়ে গিয়ে নেমে এসে এগিয়ে গিয়ে ওঠা। হয় তো এটাও ভারতীয়, কাকাতালীয় ভাবে বিদেশি পুশ-আপের মতই।
এসপিও, বা স্পেশাল পুলিশ অফিসার, এটা ঠিক পুলিশ বলতে আমরা যা বুঝি, তা নয়। মানে সরকারি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে জয়েন করা পুলিশের উর্দি পরে পুলিশের কাজ করা পুলিশ এরা নয়।
সালোয়া জুড়ুম কনসেপ্টটা কী, সেটা এখানে সবাইই জানেন। সেটা নিয়ে আর কিছু লিখলাম না। এই সালোয়া জুড়ুমের, ঠিক শিশু বলব না, তবে কিশোর থেকে যুবক মাঝবয়েসী সকলের হাতেই রাষ্ট্র বেশ আধুনিক আর্ম্স তুলে দিয়ে বলে দিয়েছে, যা, চরে খা, মাওবাদী বলে যাকেই সন্দেহ হবে, তাকেই গুলি মেরে উড়িয়ে দিবি। তোদের খাইখরচার ভার আমাদের।
রাষ্ট্র আঞ্চলিক বেসিসে এদের মান্যতা দিয়েছে, কিন্তু এদের রাষ্ট্রের পে-রোলে রাখা হয় নি, যদিও রাষ্ট্র থেকে এরা নিয়মিত পয়সা তোষামোদ এবং উস্কানি সবই পায়। মাওবাদী বলে যে কাউকে সন্দেহ করা, এবং সেই সন্দেহের বশে যে কাউকে বিবস্ত্র করা, ধর্ষণ করা, অথবা গুলি করে উড়িয়ে দেবার পূর্ণ ফ্রি হ্যান্ড এদের দিয়েছে রাষ্ট্র। কোথাও কোনও জাস্টিফিকেশন দেবার দরকার নেই। এরাই এসপিও। কালক্রমে বন্দুক এবং ক্ষমতার মোহে এদের অনেকেই পুলিশের পরীক্ষায় বসে এবং সহজেই উতরে যায়, যেমন আইবিয়েম বা অ্যাক্সেন্চুরের কনট্রাক্টররা ঘুরপথে আইবিয়েম বা অ্যাক্সেনচুরে জয়েন করতে চায়। তাদের পেরোলে আসতে চায়। আফটার অল, পুলিশের চাকরি সরকারি স্থায়ী চাকরি।
এই হল SPO বা স্পেশাল পুলিশ অফিসার। গুরুতে এ নিয়ে অলরেডি অনেক লেখালেখি হয়েছে। তাই এসপিও পুলিশের পরীক্ষা দিয়ে ফিরে আসলে, তাকে সাধারণ মানুষ বলে ভাবার কোনও কারন নেই।
Arijit | ১৮ মে ২০১০ ১০:৩৯ | 61.95.144.122
ডন দেওয়ার ইংরিজী হল পুশ-আপ। বৈঠক-এর ইংরিজী কি? আমারে একজন বল্ল সিট-আপ, কিন্তু সিট-আপ বলতে আমি জানি শোওয়া অবস্থা থেকে উঠে বসে হাঁটুতে নাক ঠেকানো - পেটের মাস্লের এক্সারসাইজ - উইকিও তাই বলে। তাইলে কি পাশ্চাত্য শরীরচর্চায় বৈঠক দেওয়া নেই বলে এর ইংরিজীও নেই?
SB | ১৮ মে ২০১০ ১০:৩৬ | 59.161.181.99
দিদির ইন্টারভিউ
pi | ১৮ মে ২০১০ ১০:৩২ | 72.83.210.50
তালে আর খামোখা পরীক্ষা দিতে যাচ্ছিলো ক্যানো ?
a x | ১৮ মে ২০১০ ১০:২৯ | 99.61.246.6
হ্যাঁ পরীক্ষা না দিয়েই তারা SPO। সালওয়া জুডুমের থেকে SPO হয়, রাষ্ট্র এদের আর্ম করে। এটাতো একেবারেই নোন-ফ্যাক্ট আর প্রচুর রিপোর্ট আছে, otherindia.orgএ সার্চাতে পার। এছাড়া ছত্তিসগড় মুক্তি মোর্চার সুধা ভরদ্বাজের লেখাও পড়তে পার।
বাকি ব্যপারে আমার সোর্স যারা ওখানে কাজ করছে, তারাই। মানে খবরের কাগজ না। মাওবাদীও না।
pi | ১৮ মে ২০১০ ১০:২৭ | 72.83.210.50
ও, আর কোথায় যেন পড়লাম বাচ্চাও ছিল। তো, খবর টা ঠিক হয়ে থাকলে তারাও সিভিলিয়ান না ? SPO? তা হতে পারে অবিশ্যি। ছোটবেলায় যেসব বাচ্চাকাচ্চাকে জিগেস করলে বলে পুলিশ হবো, তারা বাই ডিফল্ট SPO। বাচ্চার খবর টা ঠিক হোক কি ভুল, এই যুক্তিটা কিন্তু টেকনিক্যালি কারেক্ট । মানে এই যুক্তিতে এরকম সব বাচ্ছাকাচ্চাকেই উড়িয়ে দেওয়া উচিত। বড় হলে ই নিগ্ঘাত মাওবাদী ওড়াবে।
pinaki | ১৮ মে ২০১০ ১০:২৬ | 38.110.19.235
এটা কি কোনও যুদ্ধের লজিকেই জাস্টিফায়েড হয়? যুদ্ধের নাম দিয়ে যা ইচ্ছে করা যায় নাকি? আমি জানতে আগ্রহী জেনিভা কনভেনশন এ নিয়ে কি বলে। যাকগে, দেখা যাক। কাল আরো তথ্য আসুক। তারপর কথা হবে।
pi | ১৮ মে ২০১০ ১০:২২ | 72.83.210.50
spo রা ফেল করেনা মানে ? পরীক্ষা না দিয়ে ই তারা spo ? spo তো ছিল জনা পঁচিশ। বাকিদের ও spo বলেই রেফার করা হচ্ছে বুঝি ?
যাইহোক, এরা ফেল টেল করেনা, SPO র পরীক্ষা দিতে যাওয়া মানেই SPO হয়ে যাওয়া এগুলো কোন তথ্যের ভিত্তিতে বলা জানতে পারি ? মানে দান্তেওয়াডার এই রিয়েলিটি গুলো কোথা থেকে জানা যাবে ? তোমার সোর্স টাই দিও।
a x | ১৮ মে ২০১০ ১০:১৭ | 99.61.246.6
পুলিশের পরীক্ষা প্রসঙ্গে আগের পোস্ট দ্রষ্টব্য।
আমরা যেভাবে এগুলো ভাবি এই রিয়ালিটি আর দান্তেওয়াড়ার রিয়ালিটির মধ্যে একটা অন্যগ্রহের তফাৎ। একধরণের বাইনারি ওয়ার্ল্ড আছে সেখানে, সেটা আমরা আইডিয়ালি কি চাই আর না চাই তার ওপর নির্ভর করেনা। পুলিশের রিক্রুটমেন্টের পরীক্ষা দিয়ে ফিরছে যে, সে পুলিশই। সেটা তুমি যুক্তি দিয়ে আমাকে কি বোঝালে তা দিয়ে দান্তেওয়াড়ার বাস্তব বদলে যাবেনা।
a x | ১৮ মে ২০১০ ১০:১৩ | 99.61.246.6
কি মুশকিল রে ভাই। আমিও তো বারবার বলছি ওরা কেন যুদ্ধ করল তা নিয়ে আমি কিছু বলিনি! যুদ্ধের নাম করে যেটা করছে, সেটাতে আপত্তি!
pinaki | ১৮ মে ২০১০ ১০:১২ | 38.110.19.235
যাকগে, এখন ঘুমোতে যাই। কাল কয়েকটা স্টেটমেন্ট বাজারে এলে আবার তক্ক করা যাবে। ঃ-)
pinaki | ১৮ মে ২০১০ ১০:০৭ | 38.110.19.235
আরে ধুর, পুলিশ মারা আর এক বাস পুলিশের পরীক্ষা দিয়ে ফেরা লোক মারা এক হল? তুমি কি বলছ ভেবে বলছ না।
আর রাষ্ট্র যুদ্ধ করছে বহুদিন থেকে না বলে - সেসব তো ঠিকই আছে। তুমি যুদ্ধ ঘোষণা করলে রাষ্ট্র এবার বলে কয়ে যুদ্ধ করবে। এক হয় - তুমি বললে - করুক যুদ্ধ। দেখা যাক কে জেতে। আর একটা হয় তুমি যুদ্ধ ঘোষণা না করে রাষ্ট্রের সাইলেন্ট যুদ্ধকে মানুষের কাছে এক্সপোজ করতে থাকলে। সেক্ষেত্রে তোমার জোরটা হল - তুমি ক্লেম করতে পারো রাষ্ট্রের যুদ্ধটা অবৈধ। কিন্তু নিজে যুদ্ধ ঘোষণা করে দেওয়ার পরে 'ওরা কেন যুদ্ধ ঘোষণা করল' - এটা বলা যায় না। জনতা এটা দ্বিচারিতা হিসেবে নেবেই।
a x | ১৮ মে ২০১০ ১০:০৪ | 99.61.246.6
SPOরা ফেল করেনা। আদিবাসী যুবকদের টাকা দিয়ে এবং অন্যান্য সুবিধে (এবং অবশ্যই তাদের ইচ্ছেতেও) রিক্রুটমেন্ট। ওখানে অসম্ভব চাহিদা পুলিশের, এবং প্রশাসনিক কাজ বলতে একটাই কাজ এই মুহূর্তে।
আমরা যেভাবে IPS পরীক্ষা ইত্যাদি ভাবি, এটা ঠিক সেরকম না।
pi | ১৮ মে ২০১০ ০৯:৫৯ | 72.83.210.50
এই রে ! যদি পরীক্ষায় ফেল করতো? অবিশ্যি পুলিশ হবার বাসনা যার মনে কোনোদিন ক্ষণেকের তরেও জাগ্রত হয়েছে, সে কিছুতেই সাধারণ নিরীহ মানুষ না।
a x | ১৮ মে ২০১০ ০৯:৫৫ | 99.61.246.6
না সিভিলিয়ান না। যেখানে একটি প্রাইভেট বাস ও তাতে ২০ জন সালওয়া জুডুমের লোক, এবং বাকিরা পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছে। তারা "নিরীহ সাধারণ" লোক না।
আর মহিলা কি পুলিশ হতে পারেনা?
এরকম আদৌ না মাওবাদীরা সিভিলিয়ান মারেনি। আগে মেরেছে, পরেও মারবে। যখন মারবে, বলব। যদিও আমি বললাম কি না তাতে কাঁচকলা।
কিন্তু পুলিশ মারলে বলবনা। এই পুলিশরাই চান্স পেলেই ওদের মারবে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন