ইলেকশান না লড়া একটা বিশেষ অর্থ বহন করে। এই শুয়োরের খোঁয়াড় কে উল্টে দিয়ে নতুন সমাজ আনাই মাওবাদীদের একমাত্র অ্যাজেণ্ডা। তারজন্য তারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে, নইলে রাতারাতী এত অস্ত্র, মিলিটারি লেভেলের প্রশিক্ষণ সম্ভব নয়। তাই এই যুদ্ধ পরিকল্পিত নয় সেটা ভাবতে পারি না। তাই এই রাজনীতি ভ্রান্ত বলে মনে করি।
যুদ্ধ করে গড় আয়ু, ইনফ্যান্ট মর্টালিটি কোনটাই বাড়ে না, এমনকি আজ মাওবাদীরা যুদ্ধে জিতে গেলেও বাড়বে না। তারজন্য যা দরকার তা বন্দুক আর মিলিটারি প্রশিক্ষণ দিয়ে হয় না।
a x | ১৮ মে ২০১০ ২৩:৫৩ | 143.111.109.95
১১ঃ৪৬'র পোস্টে শুধু তো মাওবাদীরা না* আরো তো ... হবে
৬০ বছর ধরে শুধু তো মাওবাদীরা আরো অনেকেই কাজ করছেন, তারাও কি করতে পেরেছেন কিছু ঐ অঞ্চলে চালু ব্যবস্থার ভেতরে? আর কোর্ট একটা ধমকালে সেটা কাগজে আসে, কটা কোর্ট অবধি যায়?
এখানে সোদি সাম্বো কে নিয়ে লেখা বেরিয়েছিল, দেখেছিলে নিশ্চয়ই। কেউ জানেনা সোদি সাম্বো কোথায় এখন। আদৌ বেঁচে আছে কিনা। যারা পিটিশন দিতে গেছিল, তাদের অনেকেই নিখোঁজ। এরকম কাতারে কাতারে আছে দু, যাদের নাম ধাম কিছু জানা যায়না। ১% খবর হয়ত এদিক ওদিক থেকে ছোট খাট খবর হয়ে বেরোয়, মেনস্ট্রীম মিডিয়াতে আসেই না।
Blank | ১৮ মে ২০১০ ২৩:৪২ | 59.93.254.103
আমি গুরু তে আর কোনো রকম কীটের নাম করবু নিইইই
Arpan | ১৮ মে ২০১০ ২৩:৪২ | 122.252.231.10
বহুদিন পরে একটা প্রিয় সিনেমা টিভিতে দিয়েছে। র্যাটরেস।
Du | ১৮ মে ২০১০ ২৩:৩৯ | 65.124.26.7
যদি মেনে নিই, তাহলে সেই সাপোর্টটা কিসের জন্য? মাওবাদী রাষ্ট্র গড়তে চায় তারা না একটু ভালো থাকতে চায় শুধু? প্রশ্ন দাঁড়ায়, শুধু চাইল্ড মর্টালিটি কমানো আর লাইফস্প্যান বাড়ানো কতটা অসম্ভব চালু ব্যবস্থায় সদিচ্ছা থাকলে যে মাওবাদীরা স্রেফ একটা পার্টি করে সেই চেষ্টা করছে না? যে লোকগুলো প্রাণ দিতে রাজি তাদের সাপোর্টে তারা ভোটও তো দেবেই? কোর্ট বেশিরভাগ ক্ষেত্রে সরকারকে কড়কেই দিয়েছে বিভিন্ন কেসে, তো এই অকারণ প্রাণক্ষয় চালানোর কারণটা কি?
Abhyu | ১৮ মে ২০১০ ২৩:৩৯ | 131.193.178.22
ব্ল্যাঙ্কি এ সব পড়িস কেন রে? কীট্স পড়ার তাও না হয় একটা মানে হয়...
Abhyu | ১৮ মে ২০১০ ২৩:৩৬ | 131.193.178.22
ইপিস্তাখুক্স পাইবক্স, এট্টুস ফ্রিজে রেখে দাও। য়্যাদ্দিন পরে গরম পড়েছে তো, তাই খানিক রেগে যাচ্ছে।
Arpan | ১৮ মে ২০১০ ২৩:৩৫ | 122.252.231.10
হুঁ। ভেতরে অ্যাত অ্যাত ধুলো ঝুল সব জমা হয়ে ছিল।
Blank | ১৮ মে ২০১০ ২৩:৩৪ | 59.93.254.103
এই কটা পেপার
HIV/AIDS and Orphans --Avanjali Sathpathy-- 26-08-2006 [LETTERS] Issue : VOL 41 No. 34 August 26 - September 01, 2006
Medical Care for HIV It is possible to provide antiretroviral therapy for Indiaâs growing population of HIV patients. However, there are concerns regarding the viability of such a programme. There is also a concern about the possible effect of ARV therapy on other healthcare programmes. This article argues that if the present healthcare system is strengthened and the primary healthcare centres are involved, ARV can prove to be sustainable. --K Ajithkumar , S Irudaya Rajan-- 15-04-2006 [COMMENTARY] Issue : VOL 41 No. 15 April 15 - April 21, 2006 National AIDS Control Programme: A Critique Condom-centric ways of controlling the spread of HIV/AIDS, coupled with targeted interventions among high-risk groups, have been advocated with near-religious fundamentalist zeal for prevention. But what is urgently needed is a fundamental shift to an alternative approach, one that reduces risk-exposure and builds an enabling ethos for strongly reinforcing and expanding the predominant base of low-risk behaviour/lifestyle patterns through community-based strategies. --Rami Chhabra-- 13-01-2007 [PERSPECTIVES] Issue : VOL 42 No. 02 January 13 - January 19, 2007
HIV Threat and Infant Nutrition --Manu Kulkarni-- 22-01-2005 [LETTERS] Issue : VOL 40 No. 04 January 22 - January 28, 2005
Access to Healthcare for All Community activism in Brazil and Thailand compelled national governments to provide treatment to the HIV positive population, a decision facilitated by pharma companies, including many from India, cutting prices 40-fold. If quality and expensive care can be provided for one disease, then the same should be achievable for common diseases which require less expensive treatment. --Anand Zachariah-- 24-06-2006 [COMMENTARY] Issue : VOL 41 No. 25 June 24 - June 30, 2006
Women's Reproductive Health Security and HIV/AIDS in India The rate of infection with HIV among women is increasing. This has significant implications for the reproductive health of women in India. The present configuration of national family planning services is not likely to bring about widespread condom use, which would protect women from HIV. Limited access by women, especially the poor, to health care in general means that women who are HIV positive are at an additional disadvantage. Absence of accessible voluntary counselling and testing (VCT) services will impair the effectiveness of HIV control programme in India. HIV positive women in India face serious problems with respect to marriage, sexuality, and childbearing and as the epidemic spreads these will impact on the wider society. Research studies are required in the field of mother to child transmission (MTCT) of HIV, particularly through breastfeeding, in the Indian context. While social initiatives such as the empowerment of women are required to provide reproductive health security to women, a comprehensive confidential voluntary counselling and testing programme is urgently needed. --Saseendran Pallikadavath , R William Stones-- 27-09-2003 [SPECIAL ARTICLES] Issue : VOL 38 No. 39 September 27 - October 03, 2003
pi | ১৮ মে ২০১০ ২৩:৩৩ | 72.83.210.50
অপ্পন, রোগের উপসর্গ কি এক ই ছিল ?
a x | ১৮ মে ২০১০ ২৩:২৯ | 143.111.109.95
ব্ল্যাংক, atreyid জিমেলে পাঠাও। খুঁজে দেখব/জিগাব।
Arpan | ১৮ মে ২০১০ ২৩:২৫ | 122.252.231.10
ভুতোকে নিয়ে যাও ট্যুরিস্ট ভিসায়। ল্যাপি খুলে ঝেড়েপুঁছে ঠিক করে দেবে। কাষ্ঠস্পর্শ দেড় বছর হয়ে গেল আমার ল্যাপি দিব্যি চলছে।
a x | ১৮ মে ২০১০ ২৩:২৪ | 143.111.109.95
এছাড়া লালগড় এবং দান্তেওয়াড়ার মধ্যে তফাতও আছে অনেক। সেই তফাৎ গুলো মাথায় রাখা দরকার। দান্তেওয়াড়াতে এই মুহুর্তে আদিবাসীদের ভয়েস মাওবাদী ছাড়া আর কেউ তেমন ভাবে দিতে পারছেনা। এগুলো ঘটনা। এই যে এত গুলো MoU আটকে আছে এটাও এমনি এমনি হতনা।
কাগজে যা আসে তার প্রচুর খবর মিথ্যে, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কর্তৃক ইমপ্লান্টেড। কোনো অ্যাক্টিভিস্ট, কোনো সাংবাদিক কে ঢুকতে দেওয়া হয়না যে জায়গাতে সেখানে পুলিশের বিরুদ্ধে লড়ছে যারা তাদের খবর আসছে খালি পুলিশের কাছ থেকেই!
একটা রাজনীতিকে সমর্থন বা নিন্দা সব করা যায়, কিন্তু কেন কিছু জিনিস হচ্ছে, কেন হচ্ছেনা, যা হচ্ছে তাতে ভবিষ্যতের ট্র্যাজেক্টরি কি হতে পারে, ইতিহাসে কি হয়েছে, আলোচনা গুলো সেখানে গেলে ভালো। নইলে পার্সোনাল পিওরিটি বা মরালিটি বা ঐ রাইটস্ অ্যাক্টিভিস্টদের ডেকে যেমন "বল নিন্দে করলে কিনা, বল, এক্ষুনি বল নিন্দে করলাম" গোছের আলোচনা কিম্বা অন-লাইন তক্কে জেতা/হারা গোছের লেভেলে গেলে কোথাও এতটুকু কিস্সু এসে যায়না। নিজেদের বোঝার চেষ্টাও এগোয়না। আসল ইস্যু গুলো সম্পূর্ণ চাপা পরে যায়।
Blank | ১৮ মে ২০১০ ২৩:২৪ | 59.93.254.103
স্পেসিফিক পেপার, আমি নামগুলো দিয়ে দিচ্ছি
a x | ১৮ মে ২০১০ ২৩:২১ | 143.111.109.95
কি মুশকিল, আমি যা বলছি সেগুলো তো ওখানে যারা কাজ করে, এবং যারা আদৌ মাওবাদী না, তারাও বলেন। তারা টেররের মধ্যে থেকেই বলেন, হিমাংশু কুমারের কোলকাতা স্পিচেও আছে। ট্রান্সক্রিপ্ট দিতে পারি পড়তে চাইলে।
co-ercion নেই এমন তো বলা হচ্ছেনা, কিন্তু আদিবাসী মানুষ নিজে কিছু চুজ করছে এই সিচুয়েশনটা নেই এটা সবটা ঠিক না। কেউ চুজ করছেন কিছুই না করতে, কেউ করছেন সালওয়া জুডুমে যোগ দিতে, কেউ মাওবাদীদের।
পার্লামেন্ট ডেফিনটলি বেটার। আমাদের জন্য। আমাদের তো খেয়ে পরে ও পড়ে থাকতে কোনো অসুবিধে নেই। কিন্তু যেখানে চাইল্ড মর্টালিটি রেট ৩৩%, যেখানে অ্যাভারেজ লাইফ স্প্যান ৪০ বছর, যেখানে লোকে ইঁদুর খুঁজে না পেয়ে আনাহারে মরে সেখানে কিবা পার্লামেন্ট আর কিবা সংবিধান!
আদিবাসী মানে নিষ্পাপ, অপাপবিদ্ধ, আদর্শগত প্রাণ এমন কিছু নাকি? তাছাড়া হাতে অস্ত্র থাকলে তার প্রয়োগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন ব্যপার। যাদের কোনোকালে এতটুকু ক্ষমতা ছিলনা নিজের জীবন কিভাবে বাঁচবে ঠিক করতে, তাদের হাতেও যখন অস্ত্র আসে, it can be heady। সেটাও ঘটে। কিন্তু সেটাই ঘটেনা, এবং সেটাই বেশিটা না। বা সেটাই একটা আন্দোলনের মুখ্য চরিত্র না।
এই ধারণাটা ভ্রান্ত যে মাওবাদীরা মাথায় বন্দুক ঠেকিয়ে দলে লোক নিচ্ছে। এর অনেক কারণ আগে দিয়েছি, শুধু একটাই এখন বলি, সালওয়া জুডুমের ক্যাম্পে যাদের আনা হয়েছিল তাদের প্রায় ৮০% পালিয়ে যায় ক্যাম্প থেকে এবং জঙ্গলের আরো গভীরে যেখানে মাওবাদীরাই কেবল আছে সেখনে চলে যায়। এখানে ঠিক কি ভাবে co-ercion হল?
পুলিশের নিজের বিবৃতি আছে, এমনকি ছোট বাচ্চাদের কাছ থেকেও কিছুতেই ইনফর্মেশন বার করতে পারছেনা। শুধু বন্দুক দিয়ে এত বছর ধরে এত রিপ্রেশনের মধ্যে দিয়েও মাওবাদীরা এতটা বিস্তার করতে পারতনা। লোকাল সাপোর্ট ছাড়া এটা ইম্পসিবল।
pi | ১৮ মে ২০১০ ২৩:১৬ | 72.83.210.50
ঃ((
*তেতেপুড়ে
**পোস্টার ছিঁড়তে
আমার ল্যাপি প্রতি দশ পনের মিনিট বাদে বাদে মাথা গরম করে দুমদাম কাজ বন্ধ করছেন। কোনো কিছু সেভ করার অব্দি সময় পাচ্ছি না ঃ( । আর ওদিকে অন হতে পাক্কা দশ মিনিট। সারাদিন ধরে এই করছি খালি ঃ(
কুলিং প্যাড কিনলাম , এক মাসের মধ্যে সে ও খারাপ হয়ে গ্যালো। রিসিট ও হারিয়ে ফেলেছি যে দোকানে নিয়ে যাবো ঃ(
'নিজের বিচার বুদ্ধি' প্রয়োগ করে স্বাধীনভাবে চয়েস করার মত জায়গায় ক'জন সাধারণ মানুষ রয়েছেন ?
এই যে গুরুপদ (http://www.telegraphindia.com/1100518/jsp/bengal/story_12461091.jsp), মাওবাদীদের পোস্টার ছিঁড়লেন না, 'নিজের বিচার বুদ্ধি ' প্রয়োগ করেই হয়তো ছিঁড়লেন না। কিন্তু এটাকে কি তাঁর ফ্রি চয়েস বলা যাবে ? যখন তাঁর এই সিধ্ধ্হান্ত নিএণীত হচ্ছে, পোস্টার ছিঁড়লে মাওবাদেদের হাতে হত্যার ভয়ে ? বিচার বুদ্ধি যেখানে প্রয়োগ করতে হচ্ছে, কার হাতে মরার সম্ভাবনা বেশি, সেই গণনার ভিত্তিতে ?
তেমনি , পুলিশের হাতে মরার ভয়ে অন্য কোথাও, অন্য কোন কোনো গুরুপদ হয়ত পোস্টার চর হবেন, মাওবাদীদের বিরুদ্ধে পুলিশকে সাহায্য করবেন,হ্যাঁ, সেখানেও , 'নিজের বিচার বুদ্ধি ' প্রয়োগ করেই , যে, পুলিশ আমার জন্য বেশি বিপজ্জনক। এবং তারপর হয়তো তিনি নিজের এই বিচার বুদ্ধি প্রয়োগ করার জন্য আর সাধারণ মানুষ থাকবেন না, 'যুদ্ধের টার্গেট' হিসেবে বৈধতা পেয়ে যাবেন।
Ishan | ১৮ মে ২০১০ ২২:৫৯ | 122.162.42.102
চাঁইরা মারা যাচ্ছেন তো। এইটুকু বাদ দিয়ে মোটামুটি ক।
বিশদে কাল লিখব। এবার ঘুনু কব্বো ই।
Du | ১৮ মে ২০১০ ২২:৫৭ | 65.124.26.7
ইনস্পেক্টর রবিলোচন যখন মারা গেলেন তখন একটা লরির থেকে মাওবাদীরা তার সাথে লড়াই চালায়। সেই লরির খালাসী তাদের সহায়তা করেছিল। পরিবারের লোকের কাছে শোনা যায় মাস খানেক আগে সেই খালাসী ছেলেটিকে তুলে নিয়ে গিয়ে মাওবাদীরা তাকে প্রচুর মারধর ও ভয় দেখায়। এই ছেলেকে তুমি কি বলবে? নিজের ইচ্ছায় মাওবাদী?
নিজের ইচ্ছা -অনিচ্ছা প্রাসঙ্গিক ছিল অনেক আগে, যখন মাওবাদীদের শক্তি কম ছিল। এখন কি সালোয়া কি মাওবাদী দুটোর জন্যই শুধু এইটুকু পার্থক্য কে কোন কর্তৃত্বকে মেনে নিতে পারে। এই ব্যবস্থা না মাওবাদ। তুমি আমি তর্ক করে বা ভোট দিয়ে যা করি মাওবাদীদের সেই টুকু বিরোধিতা করার জন্য, শুধু বলার জন্য যে আমার পোষা কুকুরকে আমি মারবো না - কোন স্পেস এখানে নেই। তুমি অনেক পড়ো ওখানকার ব্যবস্থা নিয়ে, বাস্তবতার একটা ছবি তোমার জানাই আছে। কিন্তু টেররের মধ্যে থাকা অন্য একটা জগৎ।
Tim | ১৮ মে ২০১০ ২২:৫৫ | 198.82.18.167
এইটাই আমিও লিখতে জাচ্ছিলাম। ক। সবথেকে আশ্চর্যের কখনও দুদিকের চাঁইরা মারা যাচ্ছেনা, শুধুই উলুখাগড়ার মৃত্যুর কথা শুনছি।
aka | ১৮ মে ২০১০ ২২:৫১ | 168.26.215.13
নিজের ইচ্ছেতে তো বটেই - মাওবাদীরা এতদিনের বঞ্চনায় নয় বদলা নিতে অন্যদিকে এসপিওরা হয় বদলা নিতে নয়ত টাকা ইত্যাদির জন্য।
কিন্তু বঞ্চনা না থাকলে বা খুনোখুনি না থাকলে তাদের ইচ্ছেটা এমন হত বলা যায় কি? পরিস্থিতি দ্বারা তাদের ইচ্ছে নিয়ন্ত্রিত। আর পরিস্থিতি ক®¾ট্রাল করছে এদিকে কিষেণ কাকু ওদিকে চিদুদা। তাই ""ইচ্ছেটা"" পরিস্থিতি বাদ দিয়ে আলোচনা করা যায় না। অনেক সময়েই ইচ্ছে রিগ করা যায়। সেসব টেকনিক যুযুধান কতৃর্পক্ষের ভালই জানা আছে।
a x | ১৮ মে ২০১০ ২২:২৪ | 143.111.109.95
EPW'র কোনো স্পেসিফিক পেপার হলে চেষ্টা করতে পারি।
a x | ১৮ মে ২০১০ ২২:২৪ | 143.111.109.95
আর্যর থিওরিটাতে এই স্পেসটা নেই কেন, যারা সালওয়া জুডুমে যোগ দিচ্ছে এবং যারা মাওবাদীদের সাথে যোগ দিচ্ছে, তারা জেনেশুনে নিজের বুদ্ধি বিচারেই দিচ্ছে?
aka | ১৮ মে ২০১০ ২২:০৭ | 168.26.215.13
বস্তুত মাওবাদী অধ্যুষিত এলাকায় দুটি ক্ষমতার লড়াই চলছে - সরকার এবং মাওবাদী। উভয় নেতৃত্বই নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্য সাধারণ জনগণকে কাজে লাগাচ্ছে। কখনো সালওয়া জুডুমের হাতে মারা যাচ্ছে মাওবাদীরা (পড়ুন মাওবাদী তকমা পরা সাধারণ লোকজন) আবার কখনো মাওবাদীরা উড়িয়ে দিচ্ছে ভবিষ্যতের এসপিওদের (পড়ুন এসপিও তকমা পরা সাধারণ লোকজন)। সাথে এদিক ওদিক কিছু সাধারণ লোক অর্থাৎ যারা মাওবাদীও নয় আবার সালওয়া জুডুমও নয় তারাও মারা যাচ্ছে। যেমন আফগানিস্তানে আল কায়দার সাথে সাথে মারা যাচ্ছে সাধারণ সিভিলিয়ানও। ওবামা সেদিন বলেছে যুদ্ধে এরকম ভুল হয়। সব সময়ে সব মিসাইল শুধুই উগ্রপন্থীদের নিশানা করে ছোঁড়া যায় না। যদিও তার দায় আমরা মেনে নিই, আগের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে তাকাই। আমি নিশ্চিত এদিকে চিদাম্বরম ও অন্যদিকে কিষেণজীর কথাবার্তাও একই রকম হবে। কিন্তু এই দায় স্বীকার করতে করতে নিকেশ হয়ে যাচ্ছে হাজার হাজার প্রাণ কখনো মাওবাদী নামে এসপিও র হাতে, কখনো এসপিও নামে মাওবাদীদের হাতে, কখনো ভ্যানিটি ব্যাগ হাতে সাধারণ মহিলা শুধুই মাওবাদী এলাকায় থাকার জন্য।
এর থেকে পার্লামেন্ট ভালো - হোক না শুয়োরের খোঁয়াড়। যত বড় হচ্ছি, ততই মনে হচ্ছে লায়নিস্ট হবার থেকে পাতি হিউম্যানিস্ট হওয়া বোধহয় ভালো।
তবে একটা কথা, মাওবাদীদের আন্দোলনের প্রতি বিন্দুমাত্র সমর্থন থাকলে ঐ বাস উড়িয়ে দেওয়ায় চমকে যাওয়ার কিছু নেই, যুদ্ধে অমন একটু আধটু হয়। ক্ষুদিরামও সাধারণ মানুষ মেরেছিল। এই জাতীয় আন্দোলনের স্বাভাবিক পরিণতি।
Abhyu | ১৮ মে ২০১০ ২১:১৯ | 131.193.178.22
আজ আর ব্ল্যাঙ্কির র্যাগিং হবে না?
Blank | ১৮ মে ২০১০ ২০:২৪ | 170.153.65.102
কারোর কাছে EPW র সাবসক্রিপসান আছে। আমার টা শেষ হয়ে গেলো, রিনিউ করার পরেও পাসওয়ার্ড কাজ করছে না
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন