এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • quark | ২১ মে ২০১০ ১২:৪২ | 202.141.148.99
  • হুম! বম্বের রাস্তায় গাড়ি না চালাতে (চড়তে) হ'লে এগুলো খুশির কোন ব্যাপারই নয়
  • shrabani | ২১ মে ২০১০ ১২:৪২ | 124.30.233.102
  • শ্রীধরের ঐ "ব্ল্যুম বক্স" এসে গেলে দিব্য হত!
    ইনভার্টার কাদের ভালো? আমার বাড়ীতে প্রচুর ব্র্যান্ড ফিক্সেশন আছে। আপাতত শুনছি এপিসি ছাড়া কেনা যাবেনা।
  • Blank | ২১ মে ২০১০ ১২:৩৮ | 170.153.65.102
  • মুম্বাই এর খুশী গুলো বেশ বড়। আজ কোনো বোম ফাটেনি। বাড়ি ফিরেছি বেঁচে
  • Blank | ২১ মে ২০১০ ১২:৩৬ | 170.153.65.102
  • শ্রাবনী ওগুলো বাজে কথা। ব্যটারী বদলাতে হয় না। জল দিতে হয় ব্যাটারী তে। কোনো চাপ নেই, খালি ঐ জলটা কিনে আনতে হয়। তাও এখন নতুন অনেক ব্যাটারী তে জল বদলাবার হ্যপা অনেক কমে গেছে
  • Arijit | ২১ মে ২০১০ ১২:৩৩ | 61.95.144.122
  • না না। আমাদের ব্যাটারীগুলো বছর তিনেক হয়ে গেছে। শুধু দিন পনেরো পর পর জল দিতে হয়। এখন তো নাকি নতুন ব্যাটারী বেরিয়েছে যাতে পাঁচ বছরে একবার জল দিতে হয়।
  • de | ২১ মে ২০১০ ১২:৩৩ | 203.199.33.2
  • কলকাতায় আসার এটা একটা প্লাস পয়েন্ট, কত্ত ছোট ছোট খুশী পাওয়া যায় -- সারাদিন লোডশেডিং হয়নি, আজ জ্যামে পড়িনি ঃ))
  • shrabani | ২১ মে ২০১০ ১২:৩২ | 124.30.233.102
  • লিফট তো আমাদেরও চলে, দুটো ডিজি আছে, একশটা ফ্ল্যাট।

    আমি ফ্রিজের জন্যে ইনভার্টারের খোঁজ করেছিলাম, লোকে বলছে ইনভার্টার পোষা বিশাল ঝামেলার ব্যাপার, বছর দেড়েক ছাড়া ছাড়া ব্যাটারী বদলাতে হয়, হাজার দশেকের ধাক্কা। দেখি, একটা ভালো কোনো সলিউশন বার করতে হবে।
  • Arijit | ২১ মে ২০১০ ১২:৩১ | 61.95.144.122
  • দুইটা কারণে -

    (১) লুরুতে সিপিয়েম নাই
    (২) ভোট হইতাসে না

    ;-)
  • . | ২১ মে ২০১০ ১২:৩০ | 125.18.104.1
  • ব্যাঙ্গালোরের ভয়াবহ লোডশেডিঙের খবর নিয়ে ব্যাঙ্গালোরবাসী কোনো উচ্চবাচ্য করল না। ;-)
  • Arpan | ২১ মে ২০১০ ১২:২৭ | 216.52.215.232
  • হু, লিফটও চলে।
  • Arijit | ২১ মে ২০১০ ১২:২৫ | 61.95.144.122
  • ব্যাক-আপে ফ্রিজ-এসি চালানো মানে তো বিরাট জেনারেটর! বড় টাওয়ারগুলোতে নিশ্চয় লিফ্‌টও চালায়।

    কাল আমাদেরও লোডশেডিং হয়নি। বরং ক্যালি-তে হয়েছিলো নিগ্‌ঘাৎ - ওয়েবিনারের সময় বল্ল ওদের নাকি কি পাওয়ার ডিফিকাল্টি হচ্ছে;-)
  • Blank | ২১ মে ২০১০ ১২:২৫ | 170.153.65.102
  • শ্রাবনি দি, ফ্রীজের জন্য একটা ডেডিকেটেড ব্যাটারী ব্যাকাঅপ কিনে রাখতে পারো।
  • shrabani | ২১ মে ২০১০ ১২:২৩ | 124.30.233.102
  • আসলে নয়ডাতে গরমকালে বারো ঘন্টা না হলেও দিনে গড়ে চার পাঁচ ঘন্টা পাওয়ার না থাকাটা এক্কেবারে স্বাভাবিক। অনেক সোস্যাইটীতে হানড্রেড পারসেন্ট ব্যাকাপে এসি ফ্রিজ ও চলে। আমাদের ফ্রিজ এসি চলেনা। অবশ্য যাদের কুলার আছে চলে। কেউ বদার ই করেনা। আমার বা আমার মত দু একজন বঙ্গসন্তানদের চিন্তা মুলতঃ ফ্রিজ নিয়ে।
    এদিককার লোকেদের ফ্রিজে অত খাবার ঠাসা থাকেনা তাই বোধহয় চিন্তা নেই।
    রাতে না ঘুমিয়ে সকালে উঠেই মাংস মাছ সব প্রসেস করতে হল, অফিসের দিনে এত ধকল সয়!ঃ)
  • Blank | ২১ মে ২০১০ ১২:২২ | 170.153.65.102
  • অতএব মমতাকে ভোট দিন ঃ)
  • Ishan | ২১ মে ২০১০ ১২:২১ | 125.18.17.16
  • কাল লোডশেডিং হয়নি। প্রায় পুরো দিন।

    এমন এই পেত্থম দেখলাম।
  • Arijit | ২১ মে ২০১০ ১২:১৬ | 61.95.144.122
  • কে বল্ল বাঙালীরা উদাসীন নয়? নিজের গায়ে যতক্ষণ আঁচ না পড়ছে ততক্ষণ সবাই সুখে ঘুমায়। বাঙালীদের মধ্যে দর্শক মনোভাবটা বহুবার দেখেছি।
  • de | ২১ মে ২০১০ ১২:০৮ | 203.199.33.2
  • মুলিমে বহত বদবু!!
  • de | ২১ মে ২০১০ ১২:০৭ | 203.199.33.2
  • ঠিক শ্রাবণী, এটা হাইট অফ উদাসীনতা! বাঙালীরা স্বভাবতই যেটা নন। আমাদের বিল্ডিংয়েও দেখেছি যেকোন অসুবিধায়, ধরো, লিফট বন্ধ ইত্যাদীতে লোকে ফোন করার তাগিদটুকুও দেখায় না -- ধরেই নেয় অন্য কেউ করবে। ধরো সকালে লিফট বন্ধ হয়েছে দেখে গেছি, সন্ধেয় ফিরে যতক্ষণ না আমি এমার্জেন্সি সার্ভিসে ফোন করবো, ততক্ষণ কেউ কোন মাথাই ঘামায় না! এখন সবাই জেনেই গেছে যে আমি ফোন করবো, অসুবিধা হলে ওয়াচম্যানকে বলে দেয় আমাকে ফোন করার কথা বলতে ঃ)), মাঝে-মাঝে প্রচন্ড রাগ হয়, কিন্তু করার কিচ্ছু নেই!
  • Arijit | ২১ মে ২০১০ ১১:৫৯ | 61.95.144.122
  • ইউপি বলতে মনে পড়লো - এখন মনে হয় উত্তরাখণ্ডে - টেহরী-র হাইডেল প্ল্যান্টটা কি হয়েছিলো শেষ অবধি? টেহরীতে একবার বাস বদলানোর জন্যে দাঁড়াতে হয়েছিলো - তখন ওই ড্যামটা দেখেছিলুম - তখন বেশ ডিবেট চলছিলো ওটা নিয়ে।
  • shrabani | ২১ মে ২০১০ ১১:৫৫ | 124.30.233.102
  • de,
    ভাটে লিখে নিজের সাথেই কথা বলি, কেউ শুনতে পেলেও ঠিক আছে, না শুনলেও ক্ষতি নেই।ঃ)

    বারো ঘন্টার ওপরে বিদ্যুত নেই, তা নিয়ে আলোচনাও করেনা লোকে, খোঁজ করে দেখলাম ইলেকট্রীক অফিসের নাম্বারও কারোর জানা নেই। কলকাতাবাসীদের সমালোচনা না হয়ে বেহেনজীর প্রজাদের ওপর রাগও তো হতে পারে!
  • Rajdeep | ২১ মে ২০১০ ১১:৫২ | 202.79.203.59
  • দার্জিলিং এবার বেশ বড়সড় গোলমাল
    এইমাত্র ব্রেকিং নিউজে বলল গোর্খা লিগের প্রেসিডেন্ট মদন তামাংকে কিছুক্ষণ আগে গুরুংএর লোকেরা লিঞ্চ করে মেরেছে
    http://www.ndtv.com/news/india/tension-in-darjeeling-mob-attacks-gorkha-league-leader-26867.php?u=1136

    গুরুংএর আন্দোলনকে এখনও অনেকে "গান্ধীবাদী " বলে থাকেন।
  • pi | ২১ মে ২০১০ ১১:৫২ | 72.83.210.50
  • মুম্বই ডায়িং, মুম্বই ডাক এগুলো ই বা কবে হবে ?
  • Arijit | ২১ মে ২০১০ ১১:৪৯ | 61.95.144.122
  • তাইলে মুলিউড।
  • Arpan | ২১ মে ২০১০ ১১:৪৯ | 204.138.240.254
  • উঁহু, মলিউড তো চেন্নাই পেটেন্ট নিয়েই রেখেছে। আর টলিউড মানে তেলুগু ইন্ডাস্ট্রি। টালিগঞ্জের দিন গিয়াছে।
  • quark | ২১ মে ২০১০ ১১:৪৮ | 202.141.148.99
  • আজ্ঞে রাগ কেন হবে? আমিও তো তাই বল্লুম। মানে এইসব কথা যে বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই NRK রা ব'লে থাকেন, সেগুলো "এক্সট্রাপোলেশন", সেটা একজন NRK ই বল্লেন।
  • de | ২১ মে ২০১০ ১১:৪২ | 203.199.33.2
  • NRK দের উপরে কোয়ার্কের খুব রাগ দেখছি!

    আমি বল্লাম যে শ্রাবণীর লেখা থেকে আপনি এক্সট্রাপোলেট কল্লেন -- উনি বোধহয় পজিটিভলিই লিখেছিলেন!
  • quark | ২১ মে ২০১০ ১১:৩৮ | 202.141.148.99
  • বাংলা ভাষায় এখন "পরিবর্তন" এর একটাই মানে - "ম"
  • de | ২১ মে ২০১০ ১১:৩৮ | 203.199.33.2
  • মেস্ট এর আইডিয়াটাও দেওয়া যায়!
  • de | ২১ মে ২০১০ ১১:৩৫ | 203.199.33.2
  • কল্লেই হয় -- উস্কালেই হোলো! -- মলিউড!
  • Arijit | ২১ মে ২০১০ ১১:৩৫ | 61.95.144.122
  • বেস্ট-ও কি "মেস্ট' হয়ে গেছে?
  • quark | ২১ মে ২০১০ ১১:৩৩ | 202.141.148.99
  • যাক্‌! একজন NRK বললেন যে এটা নিছকই একস্ট্রাপোলেশন!
  • pi | ২১ মে ২০১০ ১১:৩২ | 72.83.210.50
  • সি আই ডি র গানটাও মনে হয় কিছুদিন বাদেই রিমেক করে , ইয়ে হ্যায় মুম্বই মেরি জান করে দিতে বলবে।
    বলিউড এর কোনো পরিবর্তন হবে না ?
  • Rajdeep | ২১ মে ২০১০ ১১:২৯ | 202.79.203.59
  • এখন যা অবস্থা ৩৫৬ ধারাও জারি হয়ে যেতে পারত !
  • de | ২১ মে ২০১০ ১১:২৯ | 203.199.33.2
  • এক্সট্রাপোলেশন!!
  • quark | ২১ মে ২০১০ ১১:২৫ | 202.141.148.99
  • অতএব - কলকাতার লোকজন কী আনরুলি, কলকাতায় জঙ্গলের রাজত্ব, কলকাতায় ভদ্রলোকে থাকে না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ....
  • shrabani | ২১ মে ২০১০ ১১:১৮ | 124.124.244.109
  • এর ওপর পরশু রাত্তির নটা থেকে কাল বেলা সাড়ে নটা অবধি আমাদের এরিয়ায় পাওয়ার ছিলনা। সারা রাত অসহ্য কেটেছে। মাঝে মাঝেই ডিজি বন্ধ হয়ে গিয়ে ফ্যানও অফ।
    কলকাতা হলে ইলেকট্রীক অফিস ছেড়ে পাওয়ার প্ল্যান্ট ভাঙচুর হয়ে যেত। এখানে এটা লোক্যাল নিউজেও আসেনা।
  • de | ২১ মে ২০১০ ১১:১৬ | 203.199.33.2
  • শমীক,
    খুবসে লেবুর জল খাও, নুন-চিনি দিয়ে। আপিস বাইকে না গিয়ে গাড়িতে যাও- এসি চালিয়ে!

    কল্কেতায় কি লায়লা এলো? মজনুরা কি কয়?

    ইদিকে, শিবসেনা আর এমেনেসের গেরুয়া বাঁদরগুলো মুম্বইয়ের দেড়শো ক্যাথলিক স্কুল-কলেজে ফতোয়া দিয়েছে নামের আগে 'বম্বে' (যেমন - বম্বে স্কটিশ, বম্বে সেন্ট-জেভিয়ার্স) সরিয়ে মুম্বই করতে হবে! বসে আছি কবে আইআইটির কাছে আর বম্বে ডাইংয়ের কাছেও ফতোয়া যাবে!
  • Rajdeep | ২১ মে ২০১০ ১১:১৫ | 202.79.203.59
  • যাব কি যাব না ভেবে ভেবে হায় রে যাওয়া তো ......
  • Arpan | ২১ মে ২০১০ ১১:১১ | 216.52.215.232
  • লুরুতে গত তিনদিন ধরে ২০-২২ চলছে। সূজ্জিমামার দেখা নেই। রাতে পাখাটা কমিয়ে দুইয়ে রাখতে হচ্ছে। ক্ষী ভালো, ক্ষী ভালো। ঃ)
  • Samik | ২১ মে ২০১০ ১১:০০ | 122.162.75.62
  • দিল্লি ফুটিং। বগল পজ্জন্ত লম্বা গ্লাভ্‌স কিনেছি, ফুলহাতা জামার তলায় পরি। মুখে রুমাল অ্যান্টিসোশ্যালদের স্টাইলে বাঁধা। চোখে গগল্‌স, হেলমেটে কালো কাচ। এর পরেও ৪৪ ডিগ্রি সেলসিয়াসের হাত থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না।

    এখনও সুস্থ আছি। পশ্‌শু দিন আমাদের টিমের সেই মাঙ্গলিক খুকি দশটার সময়ে আপিস এল, আর এসেই দশ মিনিটের মধ্যে চোখ উল্টে আধা-ফিট। লু থেকে এসে এসিটা সহ্য হয় নি আর কি! আমার টিমের আরেক পাব্লিকের ছোট্টো মেয়ের টাইফয়েড আর সারছে না কিছুতেই। কাল নাকি তার রক্তবমি হয়েছে!

    অসম্ভব অবস্থা চলছে।
  • Rajdeep | ২১ মে ২০১০ ১০:৫৮ | 202.79.203.59
  • san কে এক্কেবারে ক
  • Arijit | ২১ মে ২০১০ ১০:৪২ | 61.95.144.122
  • আমাদের এখানে প্রেসক্রিপশনে জেনেরিক নাম দেওয়ার নিয়ম কেন করা হয় না?
  • san | ২১ মে ২০১০ ১০:৪০ | 203.91.201.56
  • আজকে একদম বেড়াতে যাবার মতন দিন। এই চমৎকার আবহাওয়ায় কেউ আপিসে আসে? ছ্যা।
  • Arijit | ২১ মে ২০১০ ১০:২৮ | 61.95.144.122
  • লায়লার গোঁসা হয়েছে। কেমন থম মেরে বসে আছে। কালো মুখ। এক ভি পত্তে নহি হিল রহাঁ হ্যায়। তাপ্পর ডাক ছেড়ে যখন ভ্যাঁ করবে তখন মনে হয় ভাসাবে।
  • a x | ২১ মে ২০১০ ০৯:৫০ | 99.188.83.127
  • দৃ কে খুব দরকার। দলাই লামা কমুনিস্ট আর মোদি এবং লালু মাও হয়ে গেছে! পই পই করে বলছি গ্লোবাল ওয়ার্মিং চলছে, কেউ শোনেনা!
  • Abhyu | ২১ মে ২০১০ ০৮:৪২ | 173.200.128.42
  • পেজেন প্লিস
  • pi | ২১ মে ২০১০ ০৮:৩৬ | 72.83.210.50
  • অভ্যু !!
  • pi | ২১ মে ২০১০ ০৫:৪১ | 72.83.210.50
  • তখন থেকে এটাকে পিপিটি দেখছি !

    যাক,অবশেষে তৃ-প-বু-ভু নয় টপ টেন থেকে পিছলালো। ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত