এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • . | ২৬ মে ২০১০ ১৮:১২ | 125.18.104.1
  • ওই আর কি।
  • san | ২৬ মে ২০১০ ১৮:১২ | 203.91.201.56
  • হাসার কিছু নেই এতে। ওনারই বই।
  • Kartuj | ২৬ মে ২০১০ ১৮:১১ | 125.20.3.146
  • একটা পোস্নো করব ফুটকি-দা? হাসবেন না তো? কোয়েল মল্লিক 'বর আসবে এক্ষুনি' না কি এক খান বইতে আছিল না, সে তো আপনার মানে রঙ্গন চক্কোত্তির বই না?

    এক্ষুনি হেসে সব গড়াগড়ি যাবে। জানি ছড়াচ্ছি।
  • pipi | ২৬ মে ২০১০ ১৮:০৯ | 78.52.228.13
  • কোয়েল মল্লিকের এই শোটার নাম কি?
  • u | ২৬ মে ২০১০ ১৮:০৯ | 61.12.12.83
  • আমি ভাবি যারা এইসব বাওয়াল মেটাতে টিভিতে আসে তাদেরকে চ্যানেলগুলো কীকরে খুঁজে পায়!
  • aka | ২৬ মে ২০১০ ১৮:০৭ | 168.26.215.13
  • এইমাত্র আবিষ্কার করলাম মর্মপীড়ের সাথে কর্মবীর বেশ মেলে।
  • san | ২৬ মে ২০১০ ১৮:০০ | 203.91.201.56
  • অ, তিনি অ্যাগনি আন্ট হইসেন? ঃ-০
  • . | ২৬ মে ২০১০ ১৭:৫৭ | 125.18.104.1
  • কি আর করবেন? কর্মও নন, কারকও নন। বড়জোর ধ্বন্যাত্মক অব্যয়।
  • u | ২৬ মে ২০১০ ১৭:৫৭ | 61.12.12.83
  • তিনি প্রাইম টাইমে টিভিতে পারিবারিক বাওয়ালে সালিশি করছেন। রাস্তাঘাটে অ্যাড ছেয়ে গ্যালো।
  • Arijit | ২৬ মে ২০১০ ১৭:৫৬ | 61.95.144.122
  • শুভাপোসোন্ন-নির্বেদ-অরুণাভ-টা রিটেলিকাস্ট দেখেছি। বাকি একটাও দেখিনি। বাড়িই তো পৌঁছই পৌনে ন'টার সময়।
  • san | ২৬ মে ২০১০ ১৭:৫৫ | 203.91.201.56
  • মানে, কোয়েল মল্লিক কে আমি জানি। কিন্তু তিনি কী করিলেন জানি না ঃ-(
  • u | ২৬ মে ২০১০ ১৭:৫৪ | 61.12.12.83
  • রোনজিত মোল্লিকের মেয়ে। বাংলা বইয়ের নাইকা। কী ফসসা! নক্কি ঠাকরুণের মত মুখ। সাথী আমার বই দ্যাখোনি?
  • san | ২৬ মে ২০১০ ১৭:৫৩ | 203.91.201.56
  • কোয়েল মল্লিক ? কোয়েল মল্লিক ? অন্ধজনে দেহ আলো।
  • u | ২৬ মে ২০১০ ১৭:৪৭ | 61.12.12.83
  • কোয়েল মল্লিকের ওই প্রোগ্রামটা আর‌্যাক খোরাক ঃ-))
  • . | ২৬ মে ২০১০ ১৭:৪৬ | 125.18.104.1
  • উফ্‌! সুমন দে, কোয়েল মল্লিক, আবহাওয়ার পূর্বাভাস, ললিত মোদী, পুরভোট- গিলোটিন! স্রেফ গিলোটিন।
  • u | ২৬ মে ২০১০ ১৭:৪৫ | 61.12.12.83
  • দেখেছি।

    তবে শুভাপ্রসন্ন-নির্বেদ-অরুণাভটা বেস্ট কম্বি ছিল। কোনোভাবে যদি ওই প্যানেলে বিনয় কোঙারকে ঢুকিয়ে দেওয়া যায় - আঁচাব কোথা!
  • Arijit | ২৬ মে ২০১০ ১৭:৪৪ | 61.95.144.122
  • কাল আবার কি হয়েছে?
  • Raj | ২৬ মে ২০১০ ১৭:৪৩ | 202.79.203.43
  • দীপু কালকেরটা দেখেছো ?

    এরকম নির্মল আনন্দের কমেডি শো যেন রোজরোজ হয় ঃ))
  • . | ২৬ মে ২০১০ ১৭:৪০ | 125.18.104.1
  • উনি যখন অপরিবত্তোনের ব্র্যাম্বাসেডর ছিলেন তখনো তাই ছিলেন।
  • u | ২৬ মে ২০১০ ১৭:৪০ | 61.12.12.83
  • যেকোনো অনুষ্ঠানে শুভাপ্রসন্নকে ডেকে এনে আস্তে করে বলতে হবে - কী দাদা, জমিটা তো ভালোই বাগালেন। বাকি সময়টা ও খেউড় করে টিআরপি তুলে দেবে।

    কাল রাত্তিরের প্রোগ্রামটাতেও ভারী আনন্দ দিয়েছেন। কাকে একটা জানোয়ার বলার পর কে যেন আপসেট হয়ে লম্বা নীতিশিক্ষার ক্লাস বসিয়ে দিল। মাঝখান থেকে তারানন্দ রোজ মজা লুটছে।
  • Raj | ২৬ মে ২০১০ ১৭:৩৫ | 202.79.203.43
  • সে কি ! পোরিবত্তনের ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে এসব বলছেন ;-)
  • . | ২৬ মে ২০১০ ১৭:২৭ | 125.18.104.1
  • উনি হলেন এসপ্ল্যানেডের ট্রাম গুমটির পাবলিক টয়লেটের দরজার মাথায় ওঁত পেতে বসা উদ্‌গান্ডু দন্ডবায়স।
  • Arijit | ২৬ মে ২০১০ ১৭:২৬ | 61.95.144.122
  • ট্রপিকানা ভালো লাগা আর শুভাপোসোনে্‌ন্‌ক ভালো লাগা ইনভার্সলি প্রোপোর্শনাল।
  • rabaahuta | ২৬ মে ২০১০ ১৭:২৩ | 203.99.212.54
  • অরিজিৎদার কি ভক্তির জোর।
    হায়, আমি পাপী। ক্ষমা কোরো মর্মপীড়।
  • Kartuj | ২৬ মে ২০১০ ১৭:১৯ | 125.20.3.146
  • আজ্জোস্যার, তোমার ক্যাপা মেরা কাঁহা ? ছন্দ নিয়ে মাথা ঘামাবো কি, 'ছ' শুনলেই ঘেমেনেয়ে একশা হচ্ছি। না ওটা আপাতত থাক। এখন জাভা, সি-শার্প, এ এস পি এগুলো-ও সোজা লাগছে ওর কাছে। ঃ-))
  • aka | ২৬ মে ২০১০ ১৭:১৯ | 24.42.203.194
  • শুভা-দা এত কিছুর মাঝে এক ফালি ঠান্ডা হাওয়া, এসপ্লানেডের বুকে স্নিগ্‌ধ ইডেন গার্ডেন। ওনাকে বাজে মানুষ বললে খেলব না।
  • san | ২৬ মে ২০১০ ১৭:১৮ | 203.91.201.56
  • তার ওপর চারদিক সিপিএম আর তৃণমূলে ভর্তি।
  • aka | ২৬ মে ২০১০ ১৭:১৭ | 24.42.203.194
  • যাই আপিস যাই, ট্রপিকানা নামক অরেঞ্জ জুসটি কারা আবিষ্কার করেছিল কে জানে, মর্মপীড় তাদের ক্ষমা করুক। এমন অখাদ্য বস্তু খুব বেশি গিলি নাই।
  • . | ২৬ মে ২০১০ ১৭:১৭ | 125.18.104.1
  • শুধু বাজে মানুষ? অটোওয়ালা, অফিসের বস, পাগলা কুকুর, আপেক্ষিক আর্দ্রতা, শুভাপ্রসন্ন- ওফ্‌! বেঁচে থাকাই যন্ত্রণা!
  • san | ২৬ মে ২০১০ ১৭:১৫ | 203.91.201.56
  • আমি ছেলে হয়ে জন্মালে অবশ্যই জোন বায়েজের প্রেমে হাবুডুবু খেতাম।
  • aka | ২৬ মে ২০১০ ১৭:১৪ | 24.42.203.194
  • ছোটবেলায় জোন বয়েজকে হেব্বি দেখতে ছিল।
  • Arijit | ২৬ মে ২০১০ ১৭:১৩ | 61.95.144.122
  • অনেকদিন পর সকাল থেকে জোন বায়েজ ফেজ চলছেঃ-)
  • rabaahuta | ২৬ মে ২০১০ ১৭:০৯ | 203.99.212.54
  • আহারে। মর্মপীড়কে ডাকো।
  • san | ২৬ মে ২০১০ ১৭:০৯ | 203.91.201.56
  • cached গুলোয় ক্লিক করে দ্যাখো তো
  • Blank | ২৬ মে ২০১০ ১৭:০৭ | 170.153.65.102
  • জগৎ টা বড় বাজে মানুষে ভর্তি ঃ(
  • rabaahuta | ২৬ মে ২০১০ ১৭:০৭ | 203.99.212.54
  • বড় কঠিন তাঁর সাধনা।
    কবি বলেছেন- তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পাবোনা।
    গুগুলে দেখতে পাচ্ছি, কিন্তু পেজ খুললেই অন্য পাতা।
  • aka | ২৬ মে ২০১০ ১৭:০৬ | 24.42.203.194
  • কর্মপীড়া থেকে বাঁচাতে কি পারবেন? তাইলে জানতে চাই।

    আর কার্তুজকে কিলোমেন্টার উপাধি দেওয়া হবে এবারে। ভাই কার্তুজ, ছন্দ নিয়ে বেশি মাথা না ঘামায়ে লেখেন। আমারে দেখেন আর লেখেন। কবিতা, অর্থনীতি, মার্ক্সিজম, মাওবাদ সবেতেই সমান অপারদর্শিতা, অথচ শুধু কিলার ইনসিংট দিয়ে লিখে যাই। লেখাটা বড় কথা নয় খুন্নাসটাই বড় কথা। মর্মপীড়ও একথা জানে।
  • san | ২৬ মে ২০১০ ১৭:০৩ | 203.91.201.56
  • মর্মপীড়ার অ্যান্টিডোট দেবেন হয়তো ঃ-)
  • rabaahuta | ২৬ মে ২০১০ ১৭:০০ | 203.99.212.54
  • না না তা কেন, পাঁচালী পড়লেই বুঝতে পারবে। ভারী জাগ্রত।
  • Arijit | ২৬ মে ২০১০ ১৬:৫৮ | 61.95.144.122
  • মর্মপীড়া দিয়ে?
  • rabaahuta | ২৬ মে ২০১০ ১৬:৫৫ | 203.99.212.54
  • ঠিক হ্যায়। মর্মপীড় তোমার মঙ্গল করুন।
  • san | ২৬ মে ২০১০ ১৬:৫৩ | 203.91.201.56
  • হুতোদা , ইউনিকোডে লিখে +guruchandali দিয়ে গুগলে খোঁজো।
  • Raj | ২৬ মে ২০১০ ১৬:৩৯ | 202.79.203.59
  • আচ্ছা
  • rabaahuta | ২৬ মে ২০১০ ১৬:৩৩ | 203.99.212.54
  • ভাটিয়ালি থেকে জিনিসপত্র খুঁজে পাওয়ার কোন পথ কেউ জানেন? আমি মর্মপীড়ের মাহাত্ম্য পাঁচালি ও ব্রতকথার প্রসার ও প্রচারের উদ্দেশ্যে পুরনো পদগুলো খুঁজছি।

    সিক্তহেমা ধরমবীর
    সঙ্গে থাকুন মর্মপীড়

            ওঁ
  • . | ২৬ মে ২০১০ ১৬:২২ | 125.18.104.1
  • বারোভূতে। নারায়ণ গঙ্গোপাধ্যায়।
  • Kartuj | ২৬ মে ২০১০ ১৫:৫৯ | 125.20.3.146
  • প্রতিখিল্লিই তো করলাম। ছোট্ট করে পেজেন প্লীজ করলাম। এট্টু উত্তর না পেলে ভাটাতে ভাল্লাগে? মনে হয় কেউ যেন পছন্দ করছে না।
  • san | ২৬ মে ২০১০ ১৫:৫৫ | 203.91.201.56
  • মানে, আমরা তাই করি।
  • san | ২৬ মে ২০১০ ১৫:৫৪ | 203.91.201.56
  • একটু ভাটানোর চেষ্টা না করতে না করতেই অম্নি টিম্মিটিং ডেকে দিয়েছে । আর পারিনা। যাইহোক, কার্তুজদা, কথায় কথায় এত মাইন্ড করেন ক্যান? আপনারে খিল্লি করলে আপনি প্রতিখিল্লি করে দেবেন, ব্যস।
  • Kartuj | ২৬ মে ২০১০ ১৫:৫৩ | 125.20.3.146
  • ঐ ঐটাই সন্ধি মিলিয়ে আহিদাগ্নি করে দিয়েছে। এসব বাবা মায়েরা সংসদ হাতে নিয়ে ঘুরে বেড়ায় মনে হয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত