এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pipi | ৩১ মে ২০১০ ১৩:৪৫ | 92.225.74.249
  • আচ্ছা, সুব্রত তো আবার ডিগবাজি খেয়েছেন জানি, সোমেন-সুদীপ এখন কোন দলে?
  • Bratin | ৩১ মে ২০১০ ১৩:০৮ | 125.18.17.16
  • সত্যি এত রাজনীতি !! গুরু তে আসার উৎসাহ ক্রমে ক্রমে হারিয়ে ফেলছি....
  • Arijit | ৩১ মে ২০১০ ১৩:০০ | 61.95.144.122
  • আমাদের আপিসের একটি ছেলের সেরিব্রাল অ্যাটাক হয়েছে উইকেন্ডে। মাত্র তিরিশ বছর বয়স। এত কম বয়সে কি করে হল কে জানে...
  • shrabani | ৩১ মে ২০১০ ১২:৪৭ | 124.30.233.102
  • টই গুলোর আলাদা আলাদা নাম দেওয়ার দরকার কেন পড়ে? তারচেয়ে পর্ব-১, পর্ব-২ এরকম লিখে গেলেই হয়! বিষয় তো সবার একই।
  • Arijit | ৩১ মে ২০১০ ১২:৪৬ | 61.95.144.122
  • ইন্ডিয়া টুডে-র কভার স্টোরি। কিন্তু আর্টিকলটা পাচ্ছি না।
  • dipu | ৩১ মে ২০১০ ১২:৪১ | 61.12.12.83
  • কোথায় দেখেছি ভুলে গেছি। গুগলোলেই পাবে।
  • dukhe | ৩১ মে ২০১০ ১২:৪১ | 202.54.73.130
  • হ্যাঁ, কদিন আগে যে বেচারার চাকরি যায়-যায় হয়েছিল, সেই চিদু নাকি ওপরের দিকে আছে !
  • dipu | ৩১ মে ২০১০ ১২:৪০ | 61.12.12.83
  • প্রেস ক্লাবে শাঁওলি ছিলেন। শুভাপ্রসন্নর পাশে বসে বিবৃতি দিলেন।
  • Bratin | ৩১ মে ২০১০ ১২:৪০ | 125.18.17.16
  • আচ্ছা রাজনীতি ছাড়া কি আর কিছু নেই .....
  • Arijit | ৩১ মে ২০১০ ১২:৪০ | 61.95.144.122
  • কোথায় পাবো?
  • dipu | ৩১ মে ২০১০ ১২:৩৮ | 61.12.12.83
  • ঊনচল্লিশ জনের মধ্যে মা-মাটি-মানুষ থার্টিফোর্থ - খবরটা অথেন্টিক।
  • Bratin | ৩১ মে ২০১০ ১২:৩৭ | 125.18.17.16
  • আচ্ছা, রাজদীপ যে বললো একদিন খেতে যাবে - তার কি হল?
  • pipi | ৩১ মে ২০১০ ১২:৩৫ | 92.225.74.249
  • পুরভোট কি আবাপর আপিসে তালা লাগিয়ে দিয়েছে?
  • Arijit | ৩১ মে ২০১০ ১২:৩২ | 61.95.144.122
  • আমিও প্রথমে শাঁওলি মিত্রই ভেবেছিলুম - কিন্তু কালই মনে হয় কিছু রিপোর্টে ফের দেখলাম ওই তৃণমূলকে ভোত দেওয়ার দাবিতে শাঁওলিও ছিলেন।
  • Arijit | ৩১ মে ২০১০ ১২:৩০ | 61.95.144.122
  • আরেকটা কোশ্চেন হল কাল তারানন্দে কে যেন বল্লেন ৫০ জন জার্নালিস্ট মিলে কেন্দ্রীয় মন্ত্রীদের একটা র‌্যাঙ্কিং করেছেন - যাতে মমতা থার্টিফোর্থ। এটাও অথেন্টিক খবর কিনা বুঝছি না।
  • Raj | ৩১ মে ২০১০ ১২:২৯ | 202.79.203.43
  • শাঁওলি মিত্র
  • Arijit | ৩১ মে ২০১০ ১২:২৪ | 61.95.144.122
  • কোনো এক বুদ্ধিজীবি পুরভোটের আগে বাকি পকাবু-দের তৃণমূলকে খোলাখুলি সাপোর্ট করার সময় বলেছেন যে যেহেতু তিনি এখন রেলের কমিটিতে আছেন এবং মাইনে নিচ্ছেন, অ্যাজ আ সরকারি কর্মচারি, তাই তিনি কোনো রাজনৈতিক দলকে খোলাখুলি সমর্থন করবেন না। এটা কাল শুনলাম - কিন্তু কে হতে পারে সেটা বুঝছি না।
  • dipu | ৩১ মে ২০১০ ১১:০৪ | 61.12.12.83
  • ব্যাঙ্গালোরে থাকার এই ঝামেলা। বেশিরভাগ খোরাকই মিস করে যাই ঃ-(
  • lcm | ৩১ মে ২০১০ ১১:০৩ | 69.236.171.60
  • আবার একটা চ্যানেল! অলরেডি তো রয়েছে একগাদা...
  • dipu | ৩১ মে ২০১০ ১১:০৩ | 61.12.12.83
  • আরে না না। আমার্নয় ঃ-)
  • intellidiot | ৩১ মে ২০১০ ১১:০১ | 61.8.134.18
  • দীপু গট আ ঝকঝকে ম্যাক
    ইয়া ইয়া ও ;-)
  • Raj | ৩১ মে ২০১০ ১০:৫৬ | 202.79.203.43
  • "এখন সময়" - গত পরশু থেকে প্রায় সর্বত্র দেখা যাচ্ছে
  • san | ৩১ মে ২০১০ ১০:৪৬ | 203.91.201.56
  • থ্যাংকু দিপু। বুবুভায় বেরিয়েছে ভুলে গেছিলাম।
  • dipu | ৩১ মে ২০১০ ১০:৪৬ | 61.12.12.83
  • শুভাপ্রসন্নর চ্যানেলটা কি কলকাতার সর্বত্র দেখা যাচ্ছে? নাম কী চ্যানেলের?
  • Arijit | ৩১ মে ২০১০ ১০:৪২ | 61.95.144.122
  • এই তো বলে দিলাম। উইন্ডোজে ফাফ-র জন্যে ফন্ট ইনস্টল করতে হয় কিনা মনে পড়ছে না। কিন্তু লিনাক্ষ বা ম্যাকে করতে হয়। যদি উইন্ডোজে না এসে থাকে একবার ফন্ট (বাংলাপ্লেন) ইনস্টল করে দ্যাখো।
  • Bratin | ৩১ মে ২০১০ ১০:৪১ | 125.18.17.16
  • কাগুজে গুরু ২ র টই টা চাই, ওখানে কান্তি বাবুর ফোন নাম্বার আছে,উনি দুর্গাপুরের । ৫ টা বই নেবেন বলেছিলেন...
  • san | ৩১ মে ২০১০ ১০:৩৯ | 203.91.201.56
  • পুজো ইস্পেশালের একটা পরের পার্ট বেরিয়েছিল না? যেখানে লামাদা আজ্জোদা ন্যাড়াদা ইত্যাদিদের লেখা ছিল? আমি খুঁজে পাচ্ছিনা, কেউ একটু লিংকটা খুঁজে দিতে পারেন?
  • Bratin | ৩১ মে ২০১০ ১০:৩৭ | 125.18.17.16
  • আমার IE তে দিব্বি বাংলা আসছে কিন্তু মোজিলা তে আসছে না,অরিজিত বা অন্য কেউ হেল্পাবে?
  • dipu | ৩১ মে ২০১০ ১০:৩৪ | 61.12.12.83
  • থ্যাঙ্কু।
  • Arijit | ৩১ মে ২০১০ ১০:৩০ | 61.95.144.122
  • টইতে চোখ বুলিয়ে অবাক হতেও ভুলে গেলাম। যাই হোক - এটা আনএক্সপেক্টেড নয়।

    দিপু - ইউনিকোড এমনিতেই পড়া যায়। লিখতে গেলে বাংলা কীবোর্ড লাগে। আবাপ পড়তে চাইলে পদ্মা ইনস্টল করতে হবে - ফাফ-র প্লাগইন। আর অন্যান্য সাইট - যেমন গুচ, বাংলালাইভ, আজকাল ইত্যাদির জন্যে ওদের ফন্ট ইনস্টল করলেই হবে। এগুলো ম্যাক বা লিনাক্স - দুই জায়গাতেই এক।
  • dipu | ৩১ মে ২০১০ ০৯:৪৪ | 61.12.12.83
  • অরিজিতদা, ম্যাকে ফাফ ব্রাউজারে কীকরে বাংলা পড়তে হয়?
  • Bratin | ৩০ মে ২০১০ ১৫:৫৫ | 117.194.98.109
  • আমাদের বালী র ১১ নম্বর ওয়ার্ডে সেরকম কিছু হয় নি। তবে ৪ নম্বর ওয়ার্ডে ব্যাপক ঝামেলা। লিলুয়া তেও...
  • saikat | ৩০ মে ২০১০ ১৪:১৫ | 121.102.115.119
  • ভোটের খবর কী? গন্ডগোল হয়েছে? কেউ জানালে বাধিত হব।
  • Blank | ৩০ মে ২০১০ ১৩:৫৯ | 64.255.180.84
  • SMS এ টুইটার সার্ভিস বন্ধ করে দেওয়াটাও তো একইরকম সহজ ব্যপার। ওগুলো তো কীওয়ার্ড স্পেসিফিক হয়। সেগুলোকে ব্লক করে দেবে মোবাইল সার্বিস প্রোভাইডাররা
  • a x | ৩০ মে ২০১০ ১৩:৪০ | 99.188.83.127
  • কিন্তু টুইটারে তো টুইটার সাইটে যাবার দরকার নেই টুইট করতে বা নেটওয়ার্ক লাগবেনা, এসএমএস করতে পারলেই হবে। ইরানের ভোটের সময় এই নিয়ে কথা হয়েছিল - আমি এগুলো ঠিক বুঝিনা।
  • Blank | ৩০ মে ২০১০ ১৩:৩২ | 64.255.180.84
  • ISP দের কে নির্দেশ দিলে ওরা এই সাইট গুলো ব্লক করে দেবে। ফলে কোনো ডিভাইস থেকেই এদের অ্যাকসেস করা যাবে না
  • a x | ৩০ মে ২০১০ ১৩:০৫ | 99.188.83.127
  • ট্যুইটার কি করে বন্ধ করে? ওটা তো ফোন থেকেও করা যায়?
  • d | ৩০ মে ২০১০ ১৩:০০ | 59.161.180.180
  • পাকিস্তান তো ইউটিউব আর বোধহয় ট্যুইটারও বন্ধ করেছে।

    কিন্তু হাসিনা'ও একই রাস্তায় হাঁটছে, এইটা একটু অদ্ভুত লাগছে।
  • a x | ৩০ মে ২০১০ ১২:৫৩ | 99.188.83.127
  • পাকিস্তান গত সপ্তাহে।
  • d | ৩০ মে ২০১০ ১২:৪৪ | 59.161.180.180
  • বাংলাদেশে ফেসবুক ব্যান করেছে।
  • Ri | ৩০ মে ২০১০ ১২:১৪ | 121.247.231.168
  • নৃশংসতার নিন্দে করি বলে নিজের পিঠ আমি চাপড়াই আমি। তাই নাকি? তুমি তো সব জানো দেখছি।
    মানুষ মারার নিন্দে করলেও বুঝি পিঠ চাপড়ানি দিতে হয় নিজেকে?
    মাসের পর মাস সিলেক্টিভলি বিরোধী দের খুন করা হবে, আর চেপে ধরলে এড়িয়ে গিয়ে বলা হবে অন্য জায়গার গল্প। অন্যকে
    "যুদ্ধবাদী" লেবেল মারার আগে মাওয়িস্ট রা কতবার করে যুদ্ধ ঘোষণা করেছে গুনে দেখো।
    আর কত লাশ ফেলে বিপ্লব আনবে হবু রাষ্ট্র? জ্ঞান দেওয়ার আগে নিজের ও 'চোখ খোলা রাখার দরকার'।

    আমার ও ঘেন্না ধরে গেছে আর কথা বলতে।

    তবে যাবার আগে -
    তোমার সন্তান আমার সন্তান ব্যাপার টাকে ব্যক্তিগত স্তরে এই নোংরা পর্যায়ে নিয়ে যাবার মানসিকতা আমার কোন কালেই ছিল না। তোমার সন্তান সুখী হোক দীর্ঘজীবি হোক সর্বদা কামনা করি।

    এবার আমি বলছি -
    ঐ শওকত শিরীন দের সঙ্গে আমার সন্তানের মিল পাই।দান্তেওয়াড়ার বাসে নিহত শিশু গুলির মধ্যেও আমার সন্তান কে দেখতে পাই। তাই আমি এই হত্যা গুলোর প্রতিবাদ করি।
    রাষ্ট্রর কাছে দাবী জানাই আমাদের সন্তান দের নিরাপত্তার।এবং দাবী জানাই দোষীরা যেন ছাড় না সে সিপিএম হোক তৃণমূল হোক বা মাওবাদী / PCPA যেই হোক।
    তার জন্যে যুদ্ধ ঘোষনার দরকার নেই।গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন যন্ত্র পারে এই স্বৈরতান্ত্রিক শক্তির মোকাবিলা করতে।
  • Ishan | ৩০ মে ২০১০ ১১:২৬ | 122.173.176.47
  • গুজরাটের ঘটনার আগেও এরকম রটানো হয়েছিল। "ওরা' আমাদের ট্রেনভর্তি লোককে পুড়িয়ে মেরেছে। অতএব রিভেঞ্জ নাও। ইত্যাদি।

    বামপন্থীরা অ্যাপারেন্টলি সে সব গপ্পো জানেন।
  • Ishan | ৩০ মে ২০১০ ১১:২২ | 122.173.176.47
  • নির্বিচারে মানুষ আদৌ "মারা' হয়েছে এটা কি জানা গেছে? এটা নিয়ে "প্রচার' করাটা নোংরা রাজনীতি নয় কি?
  • a x | ৩০ মে ২০১০ ১১:২১ | 99.188.83.127
  • ঋজু, প্রথমত, আমি আমার সন্তানের কথা বলা আর তুমি বলা এক না। এটা বুঝতে বিশেষ অসুবিধে হবার কথা না। তুমি বললে সেটা নোংরামোই হয়।

    দুই মাওবাদীরা করলে অত্যন্ত ইডিয়টিক, অত্যন্ত ভুল একটা কাজ করেছে। এই কাজ, জামুই গ্রামে মানুষদের মারা, এগুলোর দাম ওরা দেবে। এই ঘটনাগুলো শুধু মাওবাদীদের ইতিহাস না, বামধারার ইতিহাসকে কালো করে। এই ঘটনাগুলোর জন্যই ওরা আইসোলেটেড হয়ে যাবে। কিন্তু কিছু বোঝার আগেই ওয়ার ক্রাই শুরু করে দেবনা, যেহেতু ঠিক সেটাই আমার কাছ থেকে চাওয়া হচ্ছে।

    তিন, এর আগে আমার যখন মনে হয়েছে আমি মাওবাদীদের দিক্বিদিকহীন খুন/এবং অন্যান্য কার্যকলাপের নিন্দে করেছি। তোমার চোখে সেটা পড়বেনা, কেননা আমি তোমার মত করে, তোমার ভাষায় তার নিন্দে করিনি। আমি সালওয়া জুডুমের লোক মারলে করবনা, সাধারণ গ্রামের লোককে "কোল্যাটেরাল ড্যামেজ" বানালে করেছি। আমি সিআরপিএফ মারলে তার নিন্দা করিনি, গোপীনাথের বিধবা স্ত্রীকে মিছিলে হাঁটালে, করেছি। এবং আজও আমার পজিশন থেকেই করব। অর্ণব গোস্বামী, বরখা দত্ত, ২৪ ঘন্টা কাকে এবং কোনটাকে নিন্দে করতে বলছে তার ভিত্তিতে করবনা। আমি কত পিওর বা আমি কত নিরপেক্ষ এরকম কোনো পজিশন থেকেও করবনা।

    তুমি নৃশংসতার নিন্দে কর বলে যে পিঠ চাপড়াচ্ছ, তার আগে একটু ভেবে দেখ। কটা খবর পাও প্রথমত মূলধারার মাধ্যমে? যা পাও, তার কটা নিয়ে এই ভাবে উত্তেজনা প্রকাশ কর? এই যে কলিঙ্গনগরে যা ঘটছে তা নিয়ে কটা প্যারা লিখেছ? কিন্তু তা নিয়ে আমি তোমাকে, তোমার বিবেক বা সন্তান নিয়ে কোনো প্রশ্ন করিনি। করবও না।

    কাজেই এই সব "তুমি কি পার মাও নৃশংসতার নিন্দে করতে" লেখার আগে চোখ খোলা দরকার।

    এই ব্যাপারে এটি শেষ পোস্ট আমার।
  • Ri | ৩০ মে ২০১০ ১০:৩৩ | 121.247.231.168
  • অক্ষদা,
    আমি তোমায় ব্যক্তিগত ভাবে কাঠগড়ায় দাঁড় করাই নি। দাঁড় করিয়েছি তোমার মত সমস্ত মাওয়িস্ট সিম্প্যাথাইসার দের।"জনতার আদালত" এ শুধু মাও দের একছত্র অধিকার নাকি?

    মূল প্রশ্ন টা এড়িয়ে গেলে আগডুম বাগডুম বকে।
    নির্বিচারে নিরীহ মানুষ মারা নিয়ে প্রশ্ন তুল্লেই 'নোংরামি'?
    সন্তানের উল্লেখ তো আমি শুরু করিনি । কে প্রথম লিখেছিলো গুরু পাতায় দান্তেওয়াড়ার সেই আঙ্গুল কাটা নিরীহ শিশুকে নিজের সন্তানের মত দেখতে? তুমি তাই না?
    আমি তো সেই নৃশংসতার নিন্দে করি। কিন্তু তুমি কি পারো মাও নৃশংসতার নিন্দে করতে ?
    আমি তা আশাও করি না তোমার কাছে -ঐ যে তোমার 'সেল্ফ রাইটিয়াস পজিশন'। দ্বিচারিতা প্রকাশ হয়ে পড়ে। মাওবাদীরা আদিবাসীদের মসীহা এ লেখা "তোমার কাছে নতুন কিছু না"। বিপ্লবের 'অ্যাড্রিনালিনে রাশে' আচ্ছন্ন হয়ে ইন্টারনেট লিংকে চোখ রাখলে 'ফিলটার্ড ভার্সন' ই আসে। আপনা সোর্স আপনা পসন্দ।
    পুনশ্চ ঃ
    পাই এর লেখায় হিমাংশু নয় বিনায়ক সেনের কথাই ছিলো ।আমার টাইপো। টইতে হিমাংশু উল্লেখ অনেকবার দেখছিলাম বলে বোধহয় অবচেতনে ভুল টা করে ফেলেছি। খুশ? তাতে কি গল্প বদলে গেল? পাই এর দেওয়া লিংকে কন্ডেম মানে নিন্দে এই কথাটা তো তুমি মানতে চাও নি - লিখিত প্রমান আছে এই গুরু পাতায়।পাইয়ের আথে টানা তর্ক চলেছে কদিন আগেই (১৭ ১৮ মে)।

    ব্যক্তিগত ক্ষতি/অনুভুতির কথা আমি মিন করিনি।যদি তা মনে হয়ে থাকে দুঃখিত।
  • a x | ৩০ মে ২০১০ ০৯:৫৫ | 99.188.83.127
  • লাস্টলি, এই নোংরামিটা করোনা - আমি তোমার আত্মীয় পরিজন বা সন্তানকে কোনো আলোচনায় আনিনি।
  • dipu | ৩০ মে ২০১০ ০৯:৫৩ | 59.164.98.128
  • এই শুভাপ্রসন্ন গোছের ভাঁড়গুলোকে আর পাত্তা না দেওয়াই ভাল। এদের আর কোনো ক্রেডিবিলিটি অবশিষ্ট নেই। সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করার পর কীকরে জানলেন জিজ্ঞেস করলে প্যান্টুল হলদে করে ফেলছে।
  • a x | ৩০ মে ২০১০ ০৯:৪৯ | 99.188.83.127
  • ঋজু, বিশেষ বিশেষ সময় এই অ্যাড্রিনালিন রাশ বা অন্যকে বিবেকের তাড়না কেন যুদ্ধ করতে উসকাচ্ছে না এই ধরণের কথা বলা এতই ফালতু যে সেই নিয়ে কথা বলারই কোনো জায়গাই থাকেনা। এবং তোমার নিজের এই সেল্ফ-রাইটিয়াস পজিশন থেকে তুমি অন্ধের মত দেখতে পাচ্ছনা টইতে দেওয়া লিংকে ঐ "ছ সাতজন কিছু হয়নি" বলে মিলিয়ে গেছে, তার খবর আছে, এও দেখতে পাচ্ছনা যে এখনও অবধি মাওবাদীরাই এটি ঘটিয়েছে কিনা তার কোনো প্রমাণ নেই, এটিও দেখতে পাচ্ছনা যে আমি কালকেই লিখেছিলাম সিপিএমের ঘাড়ে দায় চাপানো কনস্পিরেসি থিওরি গুলোর সময় না এখনই। আরো দেখতে পাওনি যে হিমাংশু কুমার কনডেম করেন নি, পাই বিনায়ক সেনের লিংক দিয়েছিল।
    তবে এক কথায় কনডেম ও কনডেমের মধ্যে তফাৎ তুমি দেখতে পাবে এ আশা একেবারেই করিনা।

    এত খানি চোখ বুঁজে যুদ্ধং দেহি হয়ে খবরের কাগজের পাতায় চোখ রাখলে যে খবর আসে, তা ইউটিউবের চেয়ে কিছু কম ফিল্টার্ড হয়না।

    কাকে দেখে আমার বিবেকে কি জাগ্রত হচ্ছে এটা দিয়ে তোমার রাজনৈতিক বক্তব্য নির্ধারিত হয় নাকি? পোস্টটা পড়ে মনে হল, ১৪৩ জন মারা যাবার জন্য আমাকে কাঠগড়ায় তোলা উচিৎ। এবং আমিও খানিক তোমার বা ঐ অর্ণব গোস্বামী স্টাইলে চিল চিৎকার করে নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, দেশে আর মাওবাদী টাদী থাকবেনা।

    এই পাকিস্তানের বিরুদ্ধে এক্ষুনি যুদ্ধ, মাওদের বিরুদ্ধে এক্ষুনি যুদ্ধ এ গল্প তো তোমার কাছ থেকে নতুন না। হঠাৎ হানায় আত্মীয় পরিজন মারা গেলে কি হতে পারে তার কিছু অনুভূতি আমার আছে, হ্যাঁ একেবারে ব্যক্তিগত স্তরেই আছে। আর না, ইউটিউব বা মিডিয়ার ইন্টারনেট ভার্সান থেকে আমার খবর আসেনা, মুশকিলটা বোধহয় সেখানেই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত