এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৭ মে ২০১০ ১১:৫২ | 61.95.144.122
  • মুশকিল হয়েছে এই ৫০মিমি লেন্সটার ফিল্টার সাইজ ৫২মিমি, আর ক্যাননের স্ট্যান্ডার্ড লেন্স (যেটা ক্যামেরার সাথে আসে) ৫৮মিমি। আমার পোলারাইজার, ইউভি, জিএনডি (ককিন) - সবই ৫৮মিমির জন্যে। এবার ৫২ মিমির জন্যে এক সেট লাগবে। ঋতি হলে বলতো "টি মুক্কিল ব্যাপার বলতো'।
  • Bratin | ১৭ মে ২০১০ ১১:৪২ | 125.18.17.16
  • কালকে যেন কারা আবার ২-১ গোললে হেরেছে। তাদের এই হারের ব্যাপারে বক্তব্য কি? ঃ-))
  • tatin | ১৭ মে ২০১০ ১১:১৬ | 70.177.57.60
  • বিপ পালের লেখা পড়া ভালো, আউট অফ দা বক্স ভাবতে শেখা যায়
  • sumeru | ১৭ মে ২০১০ ১১:০১ | 117.194.99.228
  • সকলের জন্যে ভালবাসা। যারা ফোনিয়েছেন, ভাটে টুকিয়েছেন বা টুইট, ফেসবুক, ওর্কুটে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে ধন্যবাদ। শরীরটা ঝামেলা করছে। মদ্যপান-টান যাবতীয় গৌরবের টিমটিমে অবস্থা, হৈ চৈ, ছোটাছুটি সবই গোল্লায়। শেষ কয়েক মাসে ঘন ঘন ওড়িষ্যা- অন্ধ্র- তেলেঙ্গানা করে গরম আর নিতেই পারছি না, ফলত, গৃহবন্দী। লিখিটিখি না আজকাল, ভাল লাগে না।
  • dd | ১৭ মে ২০১০ ১০:৪৮ | 122.167.30.17
  • গুরুচন্ডালি অ্যাট জিমেইল ডট কম থেকে একট মেইল পেলাম। অ্যাড্রেসড টু ইয়াহু গ্রুপ।

    মুক্তমন নামের একটি ব্লগের লেখক বিপ্লব পালের একটা লেখা।

    বুঝলাম না। এটা কি গুচর সম্পাদকের মেইল? যদি হয় তো খামোখাই একটা লেখার সাথে পত্রিকাকে জড়ানো ক্যানো?

    আর না হলে এটা কি ফেক? অর্কুটের গুচর সদস্য হিসাবে কিন্তু আমার জিমেইল আই ডি দেওয়া নেই। সেটা অন্য আই ডি।
  • Arijit | ১৭ মে ২০১০ ১০:৩৪ | 61.95.144.122
  • কাল থেকে আলট্রাসাউন্ড থেরাপি আর কি একটা স্টিমুলেশন দিতে শুরু করেছে - ১৪ দিন চলবে। স্টিমুলেশনের এফেক্ট হল পাঁচশো ওঠবোস করলে যেমন হয়, তেম্নি। এতে নাকি কোয়াড্রিসেপের জোর বাড়বেঃ-(
  • Arijit | ১৭ মে ২০১০ ১০:৩১ | 61.95.144.122
  • ৫০মিমি f/1.8 পেয়ে গেছি। বেশ কয়েকটা দোকানে ঘুরে অবশেষে চৌরঙ্গী স্টুডিও ঘন্টাখানিক অপেক্ষা করিয়ে এনে দিলো। ওরা এমআরপি-র চেয়ে কমেই দিচ্ছে, ৫৫০০/-। আর স্যানডিস্ক আলট্রা সিএফ ২ জিবি ৯৫০। প্রচুর খুঁজেও এনডি ফিল্টার পেলুম না। গ্র্যান্ড ক্যামেরা বল্ল ওরা আনিয়ে দিতে পারবে, তবে এখন আর ২/৪/৮-এর সেট হয় না - সব আলাদা আলাদা।
  • Arijit | ১৭ মে ২০১০ ১০:২৮ | 61.95.144.122
  • হুতো-সুতোকে কনগ্র্যা। হুমেরুকে হ্যাবাড্ডি।
  • dipu | ১৭ মে ২০১০ ১০:১৩ | 59.93.221.173
  • হুতোগণকে কনগ্র্যা। সুমেরুদাকে হ্যাবা ঃ-)
  • san | ১৭ মে ২০১০ ০৯:৫২ | 203.91.201.56
  • অ সুমেরুদারও বাড্ডে ছিল? বিলেটেড শুভেচ্ছা।
  • . | ১৭ মে ২০১০ ০৯:০৯ | 115.117.225.119
  • সুমেরুকে হ্যাবাডে। রবাহুত ও সুকন্যাকে কনগ্রা।
  • Bratin | ১৭ মে ২০১০ ০৮:২৯ | 117.194.96.85
  • সুমেরু কে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা আর ভালোবাসা
  • Arpan | ১৭ মে ২০১০ ০৮:১৯ | 122.252.231.10
  • হুতো আর সুতোকে অনেক কনগ্রা।

    সুমেরু, বি হ্যা বা।
  • Bratin | ১৭ মে ২০১০ ০৮:১৯ | 117.194.96.85
  • হুতো আর সুকন্যা কে আন্তরিক অভিনন্দন
  • Du | ১৭ মে ২০১০ ০৪:৩৫ | 173.57.186.114
  • ওমা,ভীষণ ভালো খবর। আদর দিলাম তুষ্টুর বোন মিষ্টুদুষ্টু কে। হুতো আর সুকণ্যাকে অনেক অভিনন্দন।
  • Samik | ১৬ মে ২০১০ ২৩:৪৫ | 122.162.75.133
  • আজ নিউ দিল্লি স্টেশনে একটি স্ট্যাম্পিডের ঘটনা ঘটেছে। দুজন মৃত, বেশ কিছু আহত।

    আর আজ বোধ হয় দিল্লিতে এই সিজনের উষ্ণতম দিন ছিল। টেম্পারেচারটা কালকের নিউজপেপার দেখে জানতে পারব। মারাত্মক হিটওয়েভ চলছে। এখন, এই রাত পৌনে বারোটার সময়ে খালি পিঠে রট আয়রনের চেয়ারে হেলান দিলে পিঠে লাল লাল ডিজাইন হয়ে যাচ্ছে, বাথরুমে কল থেকে যে জল বেরোচ্ছে, তার নিচে দুবার হাত এদিক ওদিক করে তাপ সইয়ে নিতে হচ্ছে। বালতিতে জল ভরার অন্তত দু ঘন্টা বাদ সেটা চান করার মত ঠান্ডা হচ্ছে। ফ্রিজ থেকে বের করা জলের বোতল গরম হতে সময় নিচ্ছে দশ মিনিট। আইসকিউব গলে যাচ্ছে পঞ্চাশ সেকেন্ডে।
  • aka | ১৬ মে ২০১০ ২৩:৩৩ | 24.42.203.194
  • সুতো আর হুতোকে অনেক অনেক অভিনন্দন।

    আর সুমেরুকে জন্মদিনের শুভেচ্ছা।
  • Tim | ১৬ মে ২০১০ ২৩:১১ | 71.62.121.158
  • সুমেরুদার জন্মদিন নাকি? হ্যাবাড্ডি হ্যাবাড্ডি। ঃ)
  • intellidiot | ১৬ মে ২০১০ ২৩:০৭ | 115.240.139.44
  • আমি শ্রীকান্তর গানের অনুষ্ঠান শুনেছি/দেখেছি। আমার বেশ ভালই লাগে। আর একটা ব্যাপার হল, শ্রীকান্তদাও যোপাবস্কুর পাবলিক। তাই একটা ইয়ে তো কাজ করেই ;-)
  • intellidiot | ১৬ মে ২০১০ ২৩:০৪ | 115.240.139.44
  • (-ঃ সুমেরুদাকে শুভ জন্মদিন... গুচ্ছ আনন্দে থেকো ঃ-)
  • Tim | ১৬ মে ২০১০ ২২:৫৪ | 71.62.121.158
  • হ্যাঁ ঐটেই শেষ কথা। পসন্দ আপনা আপনা। শ্রীকান্ত আচার্য্য আমারও বেশ ভালোই লেগেছে। সবই ক্যাসেট/সিডিতে। আমি নামকরা কারোর গানই লাইভ শুনি নাই।
  • Samik | ১৬ মে ২০১০ ২২:২১ | 122.162.75.133
  • হুতো সুতোর কন্যে হল আবির্ভূত ঃ-)

    আর ইয়ে, গানের ব্যাপারে পসন্দ আপনা আপনা। পীকাস আমার শোনা সবচেয়ে অখদ্দে রবীন্দ্রসঙ্গীতশিল্পী। শ্রীকান্ত আমি লাইভ শুনেছি, ঐ স্বরচিত বিজ্ঞাপনী আধুনিক গানগুলো বাদ দিলে, শুধু রবীন্দ্রসঙ্গীত ধরলে, উনি ভীষণ ভালো গান বলেই মনে হয়েছে।

    তবে কিনা পসন্দ আপনা আপনা। গেঁড়ি মোহর বন্দ্যো-কে একেবারে সহ্য করতে পারে না। গ্যাঁড়ার দিদির আবার ভয়ঙ্কর অ্যালার্জি সন্ধ্যা মুখো-তে।
  • intellidiot | ১৬ মে ২০১০ ২২:১৩ | 115.240.139.44
  • (-ঃ হুতো-সুতোরে অনেক শুভেচ্ছা ঃ-)
  • Tim | ১৬ মে ২০১০ ২২:০১ | 71.62.121.158
  • আমাকে একবার এক বান্ধবী (সুমিত্রা সেনের ছাত্রী, পুরোদস্তুর "বিদগ্‌ধ" ) বলেছিলো দেবব্রত বিশ্বাস সব গানই একভাবে গেয়ে থাকেন, তাই ওনার গান ওর ঝুল লাগে।
    এরকম অজস্র মণিমুক্তো পাওয়া যায় চোখ কান খুলে রাখলেই।
  • Tim | ১৬ মে ২০১০ ২১:৫৩ | 71.62.121.158
  • হুতোদা-সুতোদিকে কনগ্র্যাট্‌স। পুঁচকিকে অনেক আদর। হেব্বি খবর।
  • Tim | ১৬ মে ২০১০ ২১:৫২ | 71.62.121.158
  • রবিগানের যেকোনো আলোচনাতেই অভ্যুর পীকাসকে এনে ফেলাটা বেশ ইন্টারেস্টিং। গাল দিতে দিতে বেচারা অজান্তেই ভদ্রলোককে পাব্লিসিটি দিয়ে চলেছে।
  • Abhyu | ১৬ মে ২০১০ ২১:৩৭ | 173.200.128.42
  • স দিয়ে নিশ্চয়ই?
  • kk | ১৬ মে ২০১০ ২১:৩১ | 67.187.111.178
  • সুকন্যা আর সায়নকে অনেক অভিনন্দন। ছোনামুনির নাম কি রাখা হলো?
  • Kartuj | ১৬ মে ২০১০ ২১:০২ | 59.93.205.165
  • কবে...কিন্তু শ্রীকান্ত তো দিব্যি ভালো লাগে। অন্য অনেকের চেয়ে তো ভালো। ঝুল কি হিসেবে ? অবশ্য ভালো মন্দ ভ্যারি করে ব্যক্তি টু ব্যক্তি।
  • Abhyu | ১৬ মে ২০১০ ২০:৫৯ | 173.200.128.42
  • তাই? উনি মারা গেছেন? জানতাম না। আমি এটা শুনেছিলাম আমার এক বন্ধুর মুখে (যখন আইএসআইতে পড়তাম, ১০-১২ বছর আগের কথা)
  • Kartuj | ১৬ মে ২০১০ ২০:৫৭ | 59.93.205.165
  • পীযূষকান্তি মানে সরকার? তিনি তো কবে ঁ হয়ে গেছেন।
  • Abhyu | ১৬ মে ২০১০ ২০:২৮ | 173.200.128.42
  • পীযূষকান্তি নাকি একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে গান করে। গান গাওয়ার আগে ইতিহাস বলে লোককে বোর করে। আবার সেই সময় ন্যাকা ন্যাকা গলায় অ্যাসিস্ট্যান্টকে জিগ্গেশ করে "কি তাই তো?" তারপর গান গায়। যারা পয়সা দিয়ে টিকিট কেটে শুনতে যায় তাদের নিশ্চয়ই ভালো লাগে।
  • Blank | ১৬ মে ২০১০ ২০:১৩ | 59.93.206.86
  • আকা দা কে 'ক'
  • Shuchismita | ১৬ মে ২০১০ ২০:০৯ | 71.201.25.54
  • শ্রীকান্ত আচার্য্যকে আমারো অতি ঝুল লাগে। আকাদার সাথে এক্কেবারে একমত। কেমন যেন পা টিপে টিপে হাঁটেন। ঠেলা মারলেই পড়ে যাবেন।

    পীযূষকান্তির ঝুলত্ব বিষয়েও অবশ্য সন্দেহের অবকাশ নেই।
  • Abhyu | ১৬ মে ২০১০ ২০:০৪ | 173.200.128.42
  • আকা, শ্রীকান্ত আচার্য ততো ঝুল না, পীযূষকান্তি অনেক বেশি ঝুল।
  • Abhyu | ১৬ মে ২০১০ ২০:০১ | 173.200.128.42
  • বাহ বাহ কনগ্রাট্‌স। খুব ভালো খবর।
  • a | ১৬ মে ২০১০ ১৯:৫৭ | 208.240.243.170
  • বাহ বাহ খুব ভালো খবর ঃ) হুতো-সুতোর তরজাগুলো যেন আর্কাইভ করা হয় এক্ষুনি, কুচি বড় হয়ে পড়বে ঃ)
  • byaang | ১৬ মে ২০১০ ১৯:৪৭ | 59.93.197.17
  • খুব খুব ভালো খবর। শুভেচ্ছা হুতো-সুতোকে।
  • san | ১৬ মে ২০১০ ১৯:৩৯ | 115.117.226.19
  • কনগ্র্যা কনগ্র্যা ঃ-) আর কুচির জন্য অনেক আদর
  • samran | ১৬ মে ২০১০ ১৯:২১ | 59.93.206.36
  • হুতো আর সুতোর কন্যা ধরাধামে অবতীর্ণ হয়েছেনঃ-)
  • Bratin | ১৬ মে ২০১০ ১৯:০৬ | 117.194.98.156
  • আর্য্য, আমার সেরকম ধারনা ছিল,কিন্তু একট প্রোগাম শুনে ধারনা পুরোপুরি বদলে গেছে।
  • intellidiot | ১৬ মে ২০১০ ১৮:১০ | 115.240.160.163
  • শ্রীকান্ত আচার্য্য অসা... কোন কথা হবে না ;-)
  • aka | ১৬ মে ২০১০ ১৮:০৪ | 24.42.203.194
  • কেন বলা খুব শক্ত। কাল শুনে বুইলাম।
  • M | ১৬ মে ২০১০ ১৭:৫৪ | 222.254.188.68
  • কেন? অ্যাঁ? কেন?
  • aka | ১৬ মে ২০১০ ১৬:৩৯ | 24.42.203.194
  • শ্রীকান্ত আচার্য্য অতি ঝুল।
  • P | ১৬ মে ২০১০ ১৪:৫১ | 109.77.22.2
  • অয়ন , এই মাত্তর ওনাকে ফোনে কল্লুম। দুমাস আগে ওনার হাত ভেঙ্গে যাওয়ার পরে উনি এই সার্ভিস বন্ধ করে দিয়েছেন।
    ঃ-((
  • a | ১৬ মে ২০১০ ১১:৩৩ | 122.167.240.137
  • পাইসি ব্যাংদি। ধন্যযোগ
  • til | ১৬ মে ২০১০ ১১:২২ | 220.253.240.3
  • এই মিসেস রায় অনেক আগেও টিফিন কেরিয়ার সার্ভিস দিতেন। বেশ ভালো, বাটীর মধ্যে টিপিক্যাল বাঙলা রান্না থকতো। নাকি কেশব নাগের মত, সবই মিসেস রায়!
  • byaang | ১৬ মে ২০১০ ১০:১১ | 59.93.205.200
  • অয়ন আর পাল্লিন মেল চেক করিস। পাঠিয়ে দিয়েছি।
  • byaang | ১৬ মে ২০১০ ১০:০৫ | 59.93.205.200
  • a মানে অয়ন তো? আমাকে একটু suchetana.dutta@gmail.com য়ে একটা মেল কর, আমি মিসেস রয়ের নম্বর তোকে মেল করে দিচ্ছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত