এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৭ মে ২০১০ ১০:৩৮ | 61.95.144.122
  • আজ্জো কি ওই ৫০ এমএম ১/৮ টা কিনতে ভরসা দিলো? তাইলে সিটি সেন্টারে ক্যাননের দোকানটায় বলে আসি।
  • Arijit | ০৭ মে ২০১০ ১০:৩০ | 61.95.144.122
  • ব্রাইটনদের কও।
  • pi | ০৭ মে ২০১০ ১০:২৯ | 70.177.57.60
  • ব্রিটেনের ভোট নিয়ে বুবুভা লিখুন না
  • Arijit | ০৭ মে ২০১০ ১০:১৫ | 61.95.144.122
  • যাঃ ব্রিটেনের ভোটের রেজাল্ট তো ঘেঁটে ঘ!
  • ki gorom | ০৭ মে ২০১০ ১০:১২ | 204.138.240.254
  • ঈশান গুটিয়ে ইশান হয়ে গেছে!
  • Bnuchi | ০৭ মে ২০১০ ০৯:৫৯ | 61.12.12.83
  • গেলবারে অমন হেনস্থার পরেও লোকটার আক্কেল হয়নি। ঠ্যাং ভেঙে দোবো। আগেভাগে বলে রাখলাম।
  • Birinchi | ০৭ মে ২০১০ ০৯:৫৬ | 72.83.210.50
  • যাগ্গে। ঘুমাতে যাই। কাল সাত সকালে আবার বিবুর সাথে অ্যাপো আছে।
  • ip jindabad | ০৭ মে ২০১০ ০৯:৫২ | 61.12.12.83
  • নীচের লোকটা কোনোমতেই বন্দ্যোঘটি হতে পারে না।
  • Birinchi | ০৭ মে ২০১০ ০৯:৫২ | 72.83.210.50
  • আর ভগাকে এত করে শিখিয়েও হুটহাট যত্র তত্র যাকে তাকে যখন তখন শিক্ষা দেবার চুলকানির বদভ্যেসটা ছাড়াতে পারলুম না।
  • chena chena | ০৭ মে ২০১০ ০৯:৪৯ | 61.12.12.83
  • পোপের অল্পবয়সের একটা ছবি দেখলুম .....http://tinyurl.com/2eadkmv
  • ishan | ০৭ মে ২০১০ ০৯:৪৯ | 70.177.57.60
  • দেখা হচ্ছে যাতে সামনের সপ্তাহ থেকেই আইপি ট্‌র্‌যাকিং তুলে নেওয়া যায়
  • . | ০৭ মে ২০১০ ০৯:৪৪ | 61.12.12.83
  • আজকে No Pants Day
  • bhagabaan | ০৭ মে ২০১০ ০৯:৩৮ | 115.117.210.218
  • স্বয়ং বিশ্বপিতার চরণতলে বসিয়াও ক্ষুদ্র মানবকের প্রশ্ন করিবার বাঞ্ছা মিটিল না।
  • xi xando | ০৭ মে ২০১০ ০৯:৩২ | 61.12.12.83
  • কী সব শুরু করেছ এরা!

    কাল রাত্তিরের ওই আসল বাবা কে ছিল? র?
  • bhagabaan | ০৭ মে ২০১০ ০৮:৪৫ | 115.117.210.218
  • লোকুকে এত শিক্ষা দিবার পরেও অবোধ বালক ক্ষুধা ও নিদ্রা জয় করিতে শিখিল না।
  • loknaath | ০৭ মে ২০১০ ০৮:২৩ | 24.42.203.194
  • ওক্কে ভক্ত, আমি নিদ্রা গেলাম। তুমি অবুঝ দের বুঝিও। গুন্নাইট।
  • bhakta | ০৭ মে ২০১০ ০৮:০৭ | 71.62.121.158
  • আরে একে কে বোঝাবে! নিজে থেকে এত কথা কইতে নেই। এতে বাজারদর পড়ে যায়। আমি কি কত্তে আছি?
    দেফু, তুমি কি ফর্ম ভরিয়াছো?
  • loknaath | ০৭ মে ২০১০ ০৮:০০ | 24.42.203.194
  • বৎস দেফু, আমায় স্মরণ করিও তাইলে কপালভাতি না করে চড়ুইভাতি করতে পারিবে, চাকলায়।
  • dipu | ০৭ মে ২০১০ ০৬:৫৪ | 59.164.99.30
  • ফেস্টের স্যুভেনিরে চাকলার অ্যাডটা ব্যাপক হইছে ঃ-))
  • nebu | ০৭ মে ২০১০ ০২:২৬ | 198.82.22.61
  • হ্যাঁ হ্যাঁ আপনেরা লাইন দিয়ে সার্ভে নিন। সর্বে। সার্বেই। আমায় বাবা জেরুজালেম থেকে এনেছিলেন। ফলের দোকান থেকে অ্যাভোকাডো সরাচ্ছিলাম, বাবা দেখে ফেল্লেন। সবই কর্মফল।
  • loknaath | ০৭ মে ২০১০ ০২:১৮ | 168.26.215.13
  • আর পারি নে। কত আর কইব আমিই সব। আমিই সে, সেই আমি, নাম ও সই দেখিয়া চিনিবার নিমিত্তে দুলালের সহিত যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগের একমাত্র উপায় তরঙ্গ। কখনো মস্তিষ্ক তরঙ্গ, কখনো বৈদ্যুতিন তরঙ্গ। শুধু একটি কল ১-৮০০-লোকনাথবাবা। সার্ভে নিতে ভুলিবেন না। উন্নততর ভক্ত(পড়ুন কাস্টোমার) সার্ভিস দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। পারলে একবার চাকলা ঘুরে আসিবেন। কোন বাধ্যবাধকতা নেই। মনে রাখিবেন যত জানি তত জানি নে।
  • Sibu | ০৭ মে ২০১০ ০২:১০ | 66.102.14.1
  • বাবার অসীম ক্ষমা। নইলে কিনা সাধনার সঙ্গে অর্বাচীন লিনাক্ষ প্রোটোকলের তুলনা হাসিমুখে মেনে নিলেন!! ওরে, বাবা শাপ দিলে তো লিনাক্ষ বুনান করারও সময় পাবি না।

    যত সব আজকালের ছেলেপুলে।
  • Du | ০৭ মে ২০১০ ০১:৩৭ | 65.124.26.7
  • পরে, পরে
  • Du | ০৭ মে ২০১০ ০১:৩৬ | 65.124.26.7
  • বাবা জটা পড়ে আসুন, নইলে আমার মতো মূঢ়েরা যে আপনাকে চিনতে পারবে না ঃ)
  • aka | ০৭ মে ২০১০ ০১:২২ | 168.26.215.13
  • সাধনা!!!! উহা আমার জন্য রাখিয়া দাও। আমার একটাই চাহিদা তোমরা আমাকে স্মরণ করিও। এদানিং কলেজের ছাত্তর নেওয়া বন্ধ করে দিচ্ছি। বড় হ্যাপা। আইটি গাইজদের কথা ভাবিয়াই কল সেন্টার খুলিয়াছি। এবারে একটা সিআরএম ইমপ্লিমেন্ট করিব। ভক্ত সকল সমস্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

    সদার গুরুতে যাওয়া আসা আছে তাই। বৎস সদা মস্তিষ্ক ঠান্ডা হইলে কল করিও আমাদের সার্ভিস ২৪x৭।
  • Zzzz | ০৭ মে ২০১০ ০১:১০ | 99.227.241.164
  • আর জিগান অজ্জিতদারে।
  • Du | ০৭ মে ২০১০ ০১:০৬ | 65.124.26.7
  • তাহলে কি আসোল বাবা জিতলেন?
  • sda | ০৭ মে ২০১০ ০১:০৪ | 117.194.192.31
  • ধুর এরকম লিনাক্স ইনস্টলেশন গাইডের মত প্রোটোকল মেনে সাধনা করতে বয়ে গেছে। থাকুন ঐ আড়াই পার্সেন্ট মার্কেট শেয়ার নিয়ে।
  • loknaath | ০৭ মে ২০১০ ০০:৪৫ | 168.26.215.13
  • বৎস সদা, ঘুঁষ দেবার প্রচেষ্টা করিও না। আমাকে স্মরণ করার কায়দা কানুন জানতে ডায়াল করো ১-৮০০-লোকনাথবাবা। কলের শেষে সার্ভে নিতে ভুলিও না। নতুন কাস্টোমার সার্ভিস ফিডব্যাক পেলে ক¾ট্রাক্ট রিনিউ করিব।
  • sda | ০৭ মে ২০১০ ০০:৩৯ | 117.194.196.193
  • লোকনাথবাবা কি সেমেস্টারে পাস করানোর কেস নিয়ে থাকেন ? তাহলে ফেস্ট এর সুভেনিরে এক পিস চাকলা চলো অ্যাডের প্রতিশ্রুতি রইল।
  • bhakta | ০৭ মে ২০১০ ০০:২৫ | 198.82.22.61
  • লোকনাথবাবাই ভালো। কম ইনভেস্টমেন্ট। বাকিদের বড্ড বায়না। সেই কথাই রইলো।
  • Asol Baba | ০৭ মে ২০১০ ০০:২৪ | 59.164.188.249
  • চন্দ্রদেব অশ্লেষার কক্ষে প্রবেশ করেছেন। আমার ধ্যানে বসার সময় হল।

    তোমাদের সকলের মঙ্গল হউক।

    ব্যোওওওওমকালী।
  • bhakta | ০৭ মে ২০১০ ০০:২২ | 198.82.22.61
  • যাহ্‌ আউট। রিফ্লেক্সে আটকে গেলাম।
  • loknaath | ০৭ মে ২০১০ ০০:২২ | 168.26.215.13
  • একটা বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি বলি না আমি আসল অমুকে নকল। তোমরাই আমাকে বাবা ডাকো। আমি আসল ও নই নকল ও নই। আমিই বাবা। চেনা বাবার বিশেষণ লাগে না। ইত্যাদি, ইত্যাদি।
  • Tim | ০৭ মে ২০১০ ০০:২১ | 198.82.22.61
  • মিচকে তপনকে সুপুরি দিলাম। আসল বাবার দাড়ি উপরে নেবে।
  • bhakta | ০৭ মে ২০১০ ০০:১৯ | 198.82.22.61
  • প্লাস কি ফল সেটাও তো জানতে হবে। হুঁ হুঁ বাওয়া চালাকি চলিবে না।
  • Asol Baba | ০৭ মে ২০১০ ০০:১৯ | 59.164.188.249
  • এই পাট্টিকুলার ভক্তর ঘটিবাটি চাঁটি করার ব্যবস্থা করছি। কী প্রবল আস্পর্ধা!!

    আইপিটা ব্রহ্মাকে জানালেই কাজ হবে।
  • Zzzz | ০৭ মে ২০১০ ০০:১৭ | 99.227.241.164
  • আর ফল পৌঁছতে গিয়ে ঝেঁপে দেওয়া হবে না তার কি গ্যারান্টি?
  • bhakta | ০৭ মে ২০১০ ০০:১৬ | 198.82.22.61
  • একটা উইকেট গ্যালো। আগেই জান্তাম ফেক।
  • loknaath | ০৭ মে ২০১০ ০০:১৬ | 168.26.215.13
  • পূর্ববর্তী পোস্টে aka - loknaath পড়ুন, টাইপো হয়ে গিয়েছে।
  • aka | ০৭ মে ২০১০ ০০:১৪ | 168.26.215.13
  • হার্ণিয়া থেকে শুরু করে চোখের কর্ণিয়া সমস্ত কিছুর জন্য আমাকে স্মরণ করুন, আপনাদের একমাত্র ওয়ান স্টপ শপ।

    ভক্ত, প্রণামী আমার লাগবে না, তোমরা আমাকে স্মরণ করিও।
  • bhakta | ০৭ মে ২০১০ ০০:১৪ | 198.82.22.61
  • ভুতোর এক্ষট্রা ফি লাগবে। ভুতো লেট রেজিস্ট্রশান করেচে। লেট ফিও আমিই সংগ্রহ করি। ক্যাশ পিলিজ।
  • bhakta | ০৭ মে ২০১০ ০০:১২ | 198.82.22.61
  • আমরা ভক্তরা একটা টেলিকং করে ঠিক করবো। বাবারা ততক্ষণ টেন্ডার ডাকুন। কম্পিটিশানের বাজার, বুঝতেই পাচ্ছেন। প্রণামী পোস্ট ডেটেড চেকে দেয়া হবে। ফাইভ পার্সেন্ট কমিশনে। কমিশনটা আমাকেই দেবেন।
  • loknaath | ০৭ মে ২০১০ ০০:১২ | 168.26.215.13
  • বৎস ভুতো হার্ণিয়া আর হায়াটাস হার্ণিয়া এক নয়। দ্বিতীয়টি পেটের অসুখ, অনেকসময়ে ওষুধেও কাজ হইয়া থাকে।

    (এসব কিছু ঝলকে আমার নলেজের কিছু নমুনা)
  • Bhuto | ০৭ মে ২০১০ ০০:১০ | 117.192.0.8
  • এই ইয়ে কাসভের নাকি হার্নিয়া হয়েছে? তা সেটা কি অপারেট করে তারপর ফাঁসি দেবে? না ফাঁসির পর অপারেট? এনি নিউজ ?
  • loknaath | ০৭ মে ২০১০ ০০:০৯ | 168.26.215.13
  • ফোকাস ভক্ত ফোকাস। আমি বলি না কাজ করিয়া যাও ফল আমগাছে ফলবে। সে সত্যযুগে হত, সময়ের সাথে বদলে গেছে নিয়ম, আর বাণী। এখন আমি বলি কাজ করিয়া যাও ফল বাড়িতে পৌঁছে দেবার দায়িত্ব আমার। আর তারইজন্য মাসে মাসে প্রণামী চাই না, ভক্তিগীতি চাই না, শুধু স্মরণ করতে বলি।

    মি স্মরণং গচ্ছামি।
  • Asol Baba | ০৭ মে ২০১০ ০০:০৮ | 59.164.188.249
  • খুব সাবধান! এ জালি ব্রহ্মা। অরিজিনাল ব্রহ্মার সঙ্গে একটু পরে ধ্যানে বসে কনফারেন্স করব। ও সব চাঁদফাঁদ বুজরুকিতে কেউ ভুলো না।

    বৎস Zzzz, চিন্তা কোরো না। কাল প্রশস্ত হলে তোমার মনোবাসনা পূরণের উপায় অবশ্যই ব্যক্ত করব। ততক্ষণ একাগ্রচিত্তে মার্তণ্ডমন্ত্র জপ করো।
  • bhakta | ০৭ মে ২০১০ ০০:০৬ | 198.82.22.61
  • কেতো টাকা? কেতো টাকার লটারি সেটা জানা দরকার।
  • Du | ০৭ মে ২০১০ ০০:০৪ | 65.124.26.7
  • এর মধ্যে একটা হালুম। হতেই হবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত