এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ০৬ মে ২০১০ ১২:৪৬ | 203.99.212.54
  • সইকত (২ য়)ঃ

    . বইটার নাম পাওয়া গেছে।
    শওকত আলি - প্রদোষে প্রাকৃতজন
    বাংলাদেশের বই।

    .তুমি একবার তোমার সুনীলদারে বলবা? কলেজ স্ট্রীট এ পাবা যাচ্ছে না। আমি অবশ্য নয়া উদ্যোগ ইত্যাদি দের এখনো ফোন করি নাই।
  • Ishan | ০৬ মে ২০১০ ১২:৩৬ | 125.18.17.16
  • আর হ্যাঁ, কলকেতার এয়াট্টেল ব্রডব্যান্ডও দিব্য।
  • Ishan | ০৬ মে ২০১০ ১২:৩৩ | 125.18.17.16
  • এয়াট্টেল মেঘ করলে ঠিকই থাকে। তবে সঙ্গে ঝড় বা বিষ্টি বা বজ্রপাত হলে ভ্যানিশ হয়ে যায়। আমার অবশ্য দিন কুড়ির এক্সপিরিয়েন্স।
  • Samik | ০৬ মে ২০১০ ১২:১৭ | 122.162.75.29
  • মাঝারি থেকে ঘন মেঘ করলে টাটা স্কাই ভ্যানিশ হয়ে যায়। ২ঃ১। তবে এটা যে কোনও ডিটিএইচের জন্যই সত্য।
  • Arijit | ০৬ মে ২০১০ ১১:৫১ | 61.95.144.122
  • ১ - ১ঃ টাই চলছে।
  • de | ০৬ মে ২০১০ ১১:৫০ | 59.163.30.6
  • আমাদের টাটাকাশ বর্ষায় তো কোনো প্রবলেম করেনি -- এখানে তো বর্ষাকালে মেঘেই ঢাকা --সূর্য্যের মুখই দেখা যায় না।
  • Arijit | ০৬ মে ২০১০ ১১:৪১ | 61.95.144.122
  • বাই দ্য ওয়ে - স্কাইয়ে মেঘ করলে টাটা স্কাই টাটা করে এটা কি ইউনিভার্সাল ট্রুথ? এয়ারটেলও কি এয়ারে ভ্যানিশ করে যায়?
  • Arijit | ০৬ মে ২০১০ ১১:০৭ | 61.95.144.122
  • তেজপুরের ফ্লাইট তো বেশ কস্টলি - চারের ওপর এক এক জন। অরুণাচল যেতে হলে তেজপুর ছাড়া অন্য কোথাও দিয়ে যাওয়া যায়?
  • Blank | ০৬ মে ২০১০ ১০:৫৭ | 203.99.212.54
  • ঐ ভালুকপং, তাওয়াং ঐ দিকটা। অরুনচল অসা জায়গা। আমার একদল বন্ধু গেছিলো। আমি ওদের থেকে itenary নিয়ে দিয়ে দেবো।
  • Blank | ০৬ মে ২০১০ ১০:৫১ | 203.99.212.54
  • চেরা তে থাকা মাস্ট। চেরা তে তেমন দেখার কিছু নেই। ওখানে না থাকলে, নিজে না হাঁটলে হয় না
  • Arijit | ০৬ মে ২০১০ ১০:৫১ | 61.95.144.122
  • অরুণাচলে কোথায় কি আছে?
  • Blank | ০৬ মে ২০১০ ১০:৫০ | 203.99.212.54
  • বরং অরুনাচল ঘুরে এসো ঃ) চারদিনে ভালো ঘোরা (by air)। এখন শান্ত শিষ্ট জায়গা, ভালো ঘোরা হবে। কবে আবার অশান্ত হয়ে ওঠে, তারপর কোনদিন হয়তো ভিসা লাগবে। তখন আফশোষ থেকে যাবে
  • saikat | ০৬ মে ২০১০ ১০:৫০ | 202.54.74.119
  • আমার প্ল্যান -

    Day 1 - শিলং ঘোরাঘুরি, বড়াপানি সহ

    Day 2 - শিলং থেকে চেরা ও ফিরে আসা

    Day 3 - শিলং থেকে মফলং (শুনেছি ভাল জায়গা)

    চেরা-তে থাকলে প্ল্যান বদল হবে। আর একটা জায়্‌গা আছে, শিলং থেকে চেরা যাওয়ার রাস্তা দিয়ে অন্য দিকে যেতে হয়, যেখান থেকে বাংলাদেশ কাছাকাছি।
  • saikat | ০৬ মে ২০১০ ১০:৪৬ | 202.54.74.119
  • শিলং-এ থাকলে বাজারের কাছে না থেকে 'শিলং ক্লাব'-এ থেকো। ward lake-এর পাশেই, ভাল।
  • Arijit | ০৬ মে ২০১০ ১০:৪৬ | 61.95.144.122
  • ল্যামি পুরো এক হপ্তার প্ল্যান দিলো - অত দিন হবে না, তিন-চার দিনের প্ল্যান চাই।
  • saikat | ০৬ মে ২০১০ ১০:৪৪ | 202.54.74.119
  • হ্যাঁ , চিড়িয়াখানাটা আছে।
  • saikat | ০৬ মে ২০১০ ১০:৪৩ | 202.54.74.119
  • চেরাপুঞ্জীতে বেশ কিছু হোটেল আছে দেখেছিলাম। তাছাড়া এইটা http://www.cherrapunjee.com/ মনে হয় প্রপার চেরাপুঞ্জী থেকে ১০-১৫কিমি দূরে। এখান থেকে আশে পাশে হেঁটে ঘোরা যায়, যার মধ্যে গাছের শিকড় দিয়ে তৈরী ব্রীজ দ্রষ্টব্য। http://www.cherrapunjee.com/index.php?mid=66&pid=66

    আমি যাইনি ঃ-(
  • Lama | ০৬ মে ২০১০ ১০:৪০ | 203.99.212.54
  • চেরাপুঞ্জি আর মৌসিনরাম সম্পর্কে ব্ল্যাংক আর সৈকত দুজনের কথাই ঠিক।
    ও হ্যাঁ, আমাদের ছোটবেলায় শিলঙে একটা ছোট চিড়িয়াখানা ছিল , এখন আছে কিনা জানি না। আর একটা সুন্দর জায়গা শিলং পিক।
  • Lama | ০৬ মে ২০১০ ১০:৩৭ | 203.99.212.54
  • * শহরে ঘুরতে
  • Lama | ০৬ মে ২০১০ ১০:৩৬ | 203.99.212.54
  • অরিজিতের জন্য প্রস্তাবিত ভ্রমনসূচী-

    গৌহাটিতে দিন দুয়েকঃ
    ১) কামাখ্যা (ধর্মকর্মের জন্য নয়), ২) চিড়িয়াখানা (কলকাতার চিড়িয়াখানার মত নয়), ৩) ব্রহ্মপুত্রে স্টিমার ভ্রমন(প্রমোদ তরনী নয়, এমনি ফেরি), ৪) উমানন্দ ভৈরদ (ব্রহ্মপুত্রের ওপর একটা নির্জন দ্বীপ, কিন্তু যাবার জন্য নৌকো পাওয়া মুশি্‌কল)

    গৌহাটি থেকে শিলং যাবার পথে দ্রষ্টব্য বড়াপানি লেক। নংপোতে ছোলা বাটুরা মাস্ট।

    শিলং এ তিন চার দিনঃ এলিফ্যান্ট ফল্‌স , বিডন বিশপ, ওয়ার্ড লেক (একদিন কাটানো যায়) ও তৎসংলগ্ন বাগান, দু একদিন এমনি এমনি শরে ঘুরতেও ভাল লাগবে মনে হয়।

    চেরাপুঞ্জীতে এক থেকে দুদিন অনায়াসে কাটানো যেতে পারে, অন্যরকম সুন্দর। তবে চেরাপুঞ্জীতে থাকার জায়গা সম্বন্ধে ধারনা নেই, কখনো থাকি নি।
  • Blank | ০৬ মে ২০১০ ১০:৩৬ | 203.99.212.54
  • বাড়ি গিয়ে দেবো।
  • Arijit | ০৬ মে ২০১০ ১০:৩২ | 61.95.144.122
  • ওরম ভাবে দিলে হবে না - ডিটেইল্‌স দাও।
  • Blank | ০৬ মে ২০১০ ১০:৩০ | 203.99.212.54
  • হ্যা ওটা ভি রাস্তা। মধ্যে শিলং।
  • saikat | ০৬ মে ২০১০ ১০:২৯ | 202.54.74.119
  • শিলং-এর দ্রষ্টব্য একদিনে ঘোরা হয়ে যায়। চেরাপুঞ্জী থাকলে ভাল। তবে মৌসিনরাম কিন্তু শিলং থেকে চেরাপুঞ্জীর রাস্তার অন্যদিকে। চেরাপুঞ্জী থেকে মৌসিনরাম যাওয়া যায় কিনা জানিনা। আর চেরাপুঞ্জীতে থাকলে মৌসিনরাম না গেলেও চলে বলে আমার মনে হয়।
  • Lama | ০৬ মে ২০১০ ১০:২৮ | 203.99.212.54
  • দুক্কু কিসের ?
  • saikat | ০৬ মে ২০১০ ১০:২৬ | 202.54.74.119
  • অরিজিত, শিলং গেলে চেরাপুঞ্জীতে দু'দিন, না হয় এক দিন থাকো। জায়গাটা থাকার মত।
  • Blank | ০৬ মে ২০১০ ১০:২৬ | 203.99.212.54
  • আমার কি দুঃখু ঃ(
  • san | ০৬ মে ২০১০ ১০:২৩ | 203.91.201.56
  • অসুবিধে তোমার না। ব্ল্যাংকির।
  • Arijit | ০৬ মে ২০১০ ১০:২১ | 61.95.144.122
  • কেন? অসুবিধা কিসের? পরিবর্তন তো ভালো জিনিস - সব বড় বড় লোকেরা বলছে।
  • Blank | ০৬ মে ২০১০ ১০:১৯ | 203.99.212.54
  • :-D
  • san | ০৬ মে ২০১০ ১০:১৮ | 203.91.201.56
  • ওটা অরিজিতের আইটিনারিতে ঢুকিয়ে দিসনা যেন।
  • Blank | ০৬ মে ২০১০ ১০:১৭ | 203.99.212.54
  • চেরাপুঞ্জি থেকে ফেরার সময় আমি একটা মেয়ের ওপর ফিদা হয়ে গেসলুম ঃ(
  • Blank | ০৬ মে ২০১০ ১০:১৭ | 203.99.212.54
  • এটা এক্ষুনি বলতে পারবো না। অনেক দিন আগে গেছিলাম। একটু দেখে নিয়ে বলতে হবে। আমাদের গৌহাটি হল্ট ছিলো। গৌহাটি থেকে শিলং এর দিকে গেছিলাম।
  • kinchit chintito | ০৬ মে ২০১০ ১০:১৬ | 61.12.12.83
  • কলকাতায় পুরভোটটা যেন কবে?
  • Arijit | ০৬ মে ২০১০ ১০:১৫ | 61.95.144.122
  • তাইলে কাজিরাঙা যাবো না। শিলং-চেরাপুঞ্জি-মৌসিনরামের আইটিনেরারি বাৎলাও।
  • san | ০৬ মে ২০১০ ১০:১৫ | 203.91.201.56
  • পিপিদিদি, পশ্চিমঘাটে যাবার পোচোন্ডো ইচ্ছে। কিন্তু আপাতত গুনেগেঁথে চারটি দিনের ছুটি ঃ-(
  • Blank | ০৬ মে ২০১০ ১০:১৩ | 203.99.212.54
  • জুনে শিলং ব্যপক, সব কটা waterfalls ভর্তি থাকবে। কিন্তু তুমি তার সাথে কাজিরাঙা জুড়বে? তার চেয়ে তিন চার্দিনে শিলং চেরাপুঞ্জি মৌসিনরাম ঘুরে গৌহাটি তে হল্ট নাও একটা। bramhaputra ঘোরো নৌকা করে।
    কাজিরাঙা দু রাত্রি থাকা উচিৎ অন্ততঃ। আর জুনে খোলা থাকবে কি?
  • Arijit | ০৬ মে ২০১০ ১০:০৮ | 61.95.144.122
  • জুন মাসে শিলং-চেরাপুঞ্জি কেমং? তিন দিনে হবে? কাজিরাঙা যোগ করলে কদিন লাগতে পারে?
  • Lama | ০৬ মে ২০১০ ০৯:৪৭ | 203.99.212.54
  • এক্ষেত্রে মনে হয় কবি ঠান্ডা ঠান্ডা মিষ্টি গন্ধওয়ালা মাথার তেলের কথা বলেছেন, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কথা নয়।
  • Lama | ০৬ মে ২০১০ ০৯:৪৫ | 203.99.212.54
  • লোনাভালা? খান্ডালা? যখন সময় পায়েগা তখন কিছু কিছু স্মৃতিচারণ করেগা
  • agantuk | ০৬ মে ২০১০ ০৪:২৮ | 128.48.203.91
  • ইয়ে, বনফুল না, বনতল। ফুলে ফুলে ঢাকা। আর ফেঁপে ফেঁপে চট্টগ্রাম।
  • Tim | ০৬ মে ২০১০ ০৩:০৮ | 198.82.23.15
  • বনফুলও ভেজে খাচ্ছে নাকি? ক্ষিঃ ক্ষান্ড!!
  • a x | ০৬ মে ২০১০ ০৩:০৪ | 143.111.22.23
  • আ লা বনফুল
  • pipi | ০৬ মে ২০১০ ০২:৪০ | 78.52.226.90
  • গুমরি গরজে গগনে হরষে অমন মেঘের বাহার দেখবে, চোখ ঝলসানো বিদ্যুৎ, চাদ্দিক সাদা ঝালর লাগানো বৃষ্টি, চোখ জুড়ানো সবুজের পশরা - এসব দেখবে তো রাবাংলা কেন? খাণ্ডালা কি দোষ করল?? কিম্বা লোনাভলা, ভাণ্ডারধারা, মহাবালেশ্বর, মালসেজঘাট? অথবা চিত্রকূট, পাঁচমারি নিদেনপক্ষে রূপমতীর মাণ্ডূ??
  • agantuk | ০৬ মে ২০১০ ০২:৩৪ | 128.48.203.91
  • একটা লোকের দুই মেয়ে ছিল, একজনের নাম করিসনা, আর অন্যজনের নাম করিমা। তারপর সে ভুল করে মালাই বরফ ভেবে সাজিমাটি খেয়ে ফেলল।
  • Du | ০৬ মে ২০১০ ০১:২৮ | 65.124.26.7
  • রাবন্দাও ঝেড়ে কাশেনি ঃ)
  • a x | ০৬ মে ২০১০ ০০:৪৯ | 143.111.22.23
  • এক্ষুনি একটা লোকের মেল এল, তার নাম রাবণদি কাশেনি। সত্যি বলছি। রাবন্দার পেটে পেটে শেষে এই ছিল কে জানত!
  • a x | ০৬ মে ২০১০ ০০:৪৬ | 143.111.22.23
  • ঈশান এবার একটা ঘরে ফেরার গান লিখবেনা? গান অবশ্য একেবারে দ্রুত-তরানা দিয়ে শুরু হয়েছে দেখি!
  • aka | ০৬ মে ২০১০ ০০:২৭ | 168.26.215.13
  • কি অদ্ভূত! প্রাইভেসি ইস্যু না থাকলে কোন জাতীয় সার্ভার বলবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত