এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • LataHariBaba | ০৭ মে ২০১০ ০০:০৪ | 66.102.14.1
  • লটারী জিতবি তো সবাই মিলে একটা করে টিকিট পেন্নামী দিয়ে যা।
  • bhakta | ০৭ মে ২০১০ ০০:০১ | 198.82.22.61
  • লটারির অ্যামাউন্ট না জেনে এক পহার কাস্টমার সার্ভিসও দিচ্ছিনা। উল্টে ঘটিবাটি পজ্জন্ত কেড়ে নেবো। পোষা মস্তান আছে। ডালকুত্তাসম।
  • brahmaa | ০৭ মে ২০১০ ০০:০০ | 168.26.215.13
  • আয় তোদের বিশ্বরূপ দেখাই। বাইরে চেয়ে দেখো তো বাছা চাঁদ দেখতে পাও কিনা? আধফালি চাঁদ তো দেখেছ কখনো ভেবে দেখেছো বাকি অর্ধেক কোথায়। আমার মুঠোয়, খেলিয়ে খেলিয়ে ছাড়ছি।
  • Zzzz | ০৬ মে ২০১০ ২৩:৫৯ | 99.227.241.164
  • যাক আমার লটারি পাওয়া নিয়ে এতো বড় বড় লোকে যখন চিন্তা করতে নেগেছে, তখন আমার আর চিন্তা কিসের
  • Asol Baba | ০৬ মে ২০১০ ২৩:৫৭ | 59.164.188.249
  • কাস্টোমার সার্ভিসের ইয়ে তো মেরে এনিচি। সার্ভে করে দ্যাখো, কার ভক্ত বেশী। মাথার পেছনের হ্যালোজেন আর ঠ্যাকনা কাঠও আর বেশীদিন না। আমার আবার একটা পোলিটিকাল পার্টিও হয়েছে। বলি, দেশের খপর কিছু রাখো?
  • bhakta | ০৬ মে ২০১০ ২৩:৫৫ | 198.82.22.61
  • বাবা আমি আপনার ডেডেইকেটেড ভক্ত। প্ল্যাটিনাম মেম্বার। শিগ্গির একটা লটারির বড়ো দরকার। পাবো?
  • loknaath | ০৬ মে ২০১০ ২৩:৫২ | 168.26.215.13
  • বৎস স্মরণ করিতে শেখো। এতকাল ধরিয়া এত পুরাণ শিক্ষা লাভ করিয়া এখনো ঠিকমতন স্মরণ করিতেও শেখো নাই।

    আর হেঁ হেঁ অ্যামাজনের জঙ্গলে পোড়া কপালভাতি করলে কপাল যে পুড়বেই সে নিয়ে সন্দেহ থাকার কথা নয়। তখন আবার আমায় ডাকিও না, আজকাল ডেডিকেটেড ভক্তদের দিকেই তাকানোর সময় পাচ্ছি। ভালো কাস্টোমার সার্ভিস না হলে ভক্ত রাখা যায় না।
  • Baba Ramdev | ০৬ মে ২০১০ ২৩:৪৮ | 59.164.188.249
  • মরণ! এ আবার কোত্থেকে এলো!!

    লটারি জিততে যেটা দরকার সেটা হল পোড়াকপালভাতি। নৈঋতকোণে তাকিয়ে ডান পা দিয়ে বাম নিতম্বে (নিজ) মৃদু আঘাত করতে হয়। এরপর বাম পা দিয়ে ডান নিতম্বে একই। দিনে চারবার। মাস দুয়েক করলে লটারি পাওয়ার সম্ভাবনা বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়।
  • Zzzz | ০৬ মে ২০১০ ২৩:৪৭ | 99.227.241.164
  • ঠিক আছে, আপনারা যখন উপায় জেনেই গেছেন, তখন স্পন্সর আপনারা, আমি মালটা হাতে পেলেই হোলো।
  • lokanaath | ০৬ মে ২০১০ ২৩:৪৩ | 168.26.215.13
  • বৎস, বিজাতীয় ভেক সন্নেসীদের্কথায় কভুলিয়ো না। আমাকে স্মরণ করিও। রণে, বনে, জঙ্গলে ভুলিও না। মনে রেখো আমাজনো জঙ্গল বই আর কিছু না। সেখানে প্রাণায়াম করলে অ্যানাকোণ্ডায় ধরবে।
  • Baba Ramdev | ০৬ মে ২০১০ ২৩:৩৮ | 59.164.188.249
  • লটারি জেতার জন্য বিশেষ কিছু প্রাণায়াম করতে হয়। সেসব তোমার পোষাবে না।
  • fake | ০৬ মে ২০১০ ২৩:১৩ | 59.164.188.249
  • হাই!
  • Du | ০৬ মে ২০১০ ২১:৫৯ | 65.124.26.7
  • তাওয়াং এমনিতেও পারমিট লাগে। পুরোটা জেনে বলবো।
  • aka | ০৬ মে ২০১০ ১৯:০৭ | 168.26.215.13
  • অজ্জিত ৮০-৯০ ডলারে ৫০ ফ-১/৮ বেশ ভালো। আমি ছবি দেখেছি ঐ দামে ওর থেকে ভালো ছবি হয় না। আমি কিনছি।
  • aka | ০৬ মে ২০১০ ১৯:০৩ | 168.26.215.13
  • আমার এক বন্ধু ১০-২২ কিনেছে। আমার লোভ এই ৭০-২০০ র ওপর। একটাও বাজে রিভিউ নেই। আপাতত একটা ৫০ এমেম কিনছি ফ-১/৮ -৮৯ টাকা দাম। কিন্তু ভালো আউটপুট।
  • A | ০৬ মে ২০১০ ১৮:৫৭ | 99.183.185.250
  • অজ্জিত দা,

    আমার তরফ থেকে নো প্রবলেমো, প্রেস্টনের ভিডিও লাগাতে পারো। - শুধু একটাই ইয়ে---আমার ছবিটা যেন বেশ রোগা মতন হয় :D :(
  • Blank | ০৬ মে ২০১০ ১৮:৫৬ | 203.99.212.53
  • আমার একটা ১২-১৮ এমেম চাই ঃ( কত্ত দাম। এক খানা ৪০০ এমেম ও চাই ঃ(
  • Arijit | ০৬ মে ২০১০ ১৮:৫৫ | 61.95.144.122
  • ড্যাঞ্চিবাবু জানো তো? "ড্যাম চীপ' থেকে ড্যাঞ্চি। তো ড্যাম ড্যাম চীপ থেকে ড্যান্ড্যাঞ্চিঃ-)

    লটারি পেলে এসব কিনবো। একটা ১২-১৮এমেম, একটা টিল্ট অ্যাণ্ড শিফ্‌ট, একটা ভালো ফ্ল্যাশ...
  • Arijit | ০৬ মে ২০১০ ১৮:৫২ | 61.95.144.122
  • আমার ড্যান্ড্যাঞ্চি জুমে ট্রাইপড বা কোনো না কোনো সাপোর্ট ছাড়া কিসু করতে গেলেই ঘাঁটে।
  • Arijit | ০৬ মে ২০১০ ১৮:৫১ | 61.95.144.122
  • জেবনটা শুধু ভালো লেন্সের অ্যাড দেখেই কেটে যাবে। EF50mm f/1.4 USM - এটা কিনতেও হাল খারাপ হবে। একমাত্র EF50mm f/1.8 II কেনা যায় - কিন্তু এটা শুনেছি খুব ভালো নয়।
  • Blank | ০৬ মে ২০১০ ১৮:৪৯ | 170.153.65.102
  • আমার ৭০-৩০০ আছে, IS USM। ছবি কিন্তু সফট হয় না। বেশ ভালো হয়। এমনকি f/6 অব্দি খালি হাতে তোলা যায়, ট্রাইপড ছারা
  • Arijit | ০৬ মে ২০১০ ১৮:২৯ | 61.95.144.122
  • ৭০-২০০-র কোনটে? আমি যখন ফিলিম ক্যামেরাটা কিনেছিলুম তখন ওর সাথে একটা ৭০-২০০ না ৭০-৩০০ কিনেছিলুম - খুব তো দাম ছিলো না! তবে সেটাকে "চিপ জুম' ক্যাটেগরিতে ফেলে ক্যামেরা প্রো-রা।
  • aka | ০৬ মে ২০১০ ১৮:২৭ | 168.26.215.13
  • হুঁ। আমি কবে থেকে ৭০-২০০ টা দেখি আর দীঘশ্বাস ফেলে ব্রাউজার বন্ধ করে দিই। সিগমাটা চলছে না, বড্ড সফট আউটপুট। আর অটো ফোকাস এত ধীরে আর শব্দ করে যে চলমান কিছু তোলা অসম্ভব। লটারী পেলে ম্যাক্রো কিনব। ৭০-২০০ র জন্য পিগি ব্যাঙ্ক খুলেছি। রোজ ২৫ পয়সা, ১ ডলার দিই। এমন করে বছর পাঁচেক লাগবে। ঃ((
  • Blank | ০৬ মে ২০১০ ১৮:২২ | 170.153.65.102
  • ম্যাক্রো টাই ব্যথা বড্ড। ঃ(
    f/2 টা বহুত দাম। বহুত ঃ(
  • aka | ০৬ মে ২০১০ ১৮:২১ | 168.26.215.13
  • ম্যাক্রো লেন্স খুব জরুরী। ৫০ - f১/৮ এ হবে না। f১/২ হতে পারে। বাকি সব এদিক ওদিক থেকে করতে পারো। ধরো একটু ওপর দিক থেকে লাইট ফেললে। রিমোট লাগবে। নইলে এতকিছু একসাথে সামলাতে গেলে চাপ।
  • Blank | ০৬ মে ২০১০ ১৮:১৮ | 170.153.65.102
  • নানা আমি ট্রাই করবো খুব কমন কিছু জিনিস দিয়ে এমনি সেট আপ করা যায় কিনা
  • aka | ০৬ মে ২০১০ ১৮:১১ | 168.26.215.13
  • ব্ল্যাংকো বাবু, অমন ছবি তুলতে ভালো ম্যাক্রো লেন্স চাই, ভালো ফ্ল্যাশ চাই (ছাত থেকে আলো রিবাউন্ড করাবে), আর রিমোট চাই, আর ট্রাইপড চাই। ইনভেস্টমেন্ট। প্রপার সেটিংস থাকলে কোন চাপ নাই। জল পড়তে দিয়ে রিমোট দিয়ে ঝপাঝপ ফটো তোলো। এর থেকে তুমি যা ল্যান্ডস্কেপ তোলো তাতে ক্রিয়েটিভিটি বেশি। ফটোর ফ্রেমিং ৭০ শতাংশ বাকিটা টেকনিকালিটি।

    http://www.flickr.com/photos/10756887@N07/4429135689/in/set-72157613369221788/

    এইটা দেখো, কয়ে দিয়েছে কি করছে। এমন নয় এটা ক্রিয়েটিভ না, কিন্তু যন্ত্রপাতি আরো বেশি ইম্পর্ট্যান্ট।
  • til | ০৬ মে ২০১০ ১৬:৫০ | 220.253.240.3
  • ড্রপের P টিপলে ড্রপলেট হয়, এ আর এমন কি কথা!
  • Rajdeep | ০৬ মে ২০১০ ১৬:৪৯ | 202.79.203.59
  • আজ যে দু পাত্তর ঢালবে না- রবিপক্ষে তেনার জন্য একটাই গান .... জনম গেল বৃথাকাজে
  • Arpan | ০৬ মে ২০১০ ১৬:৪৫ | 204.138.240.254
  • ছোট ছোট ড্রপ পরছে আর আপনি হাঁ করে দ্যাখতাসেন। কী দর্শকামী!
  • Rajdeep | ০৬ মে ২০১০ ১৬:৪৪ | 202.79.203.59
  • যাই হোক , এখন আবার হেব্বি মেঘ করে অলরেডি ছোটো ছোটো ড্রপ পরছে

    যা তা ! পুউরো আবগারি ওয়েদার
  • rabaahuta | ০৬ মে ২০১০ ১৬:২৭ | 203.99.212.54
  • ড্রপ দিয়ে দিয়ে ড্রপলেট
    ডিম দিয়ে ভাজা ওমলেট
    ক্ষুধার রাজ্যে গদ্য
    স্থান অকুলান সাবলেট
  • quark | ০৬ মে ২০১০ ১৫:৫৭ | 202.141.148.99
  • সেদিন টিভিতে দেখে যা বুঝলাম, ড্রপ ফেল্লেই ড্রপলেট তৈরি হয়, এখন ঝোপ বুঝে কোপ মারার কায়দাটা জানলেই কিস্তি মাৎ। অর্থাৎ প্রথমে একটা বড়ো, ভারি কিছু ফেলে ঐ কলামটা, তারপর তার ঠিক মাথায় ছোট ড্রপ ফেল্লেই এই জিনিস তৈরি হয়, দরকার হ'ল কলামের মাথায় ছোট ড্রপ পড়ার মূহুর্তে ক্যামেরার শাটারকে সিনক্রোনাইজ করা।
  • Blank | ০৬ মে ২০১০ ১৫:৪৯ | 170.153.65.102
  • আরে জৈষ্ঠ মাসে তুলসী তলায় ঝাড়ি বাঁধা দেখো নি !!! ড্রপ ফেলার জন্য পারফেক্ট। যে কোনো ইন্টারভ্যালে জলের ফোঁটা ফেলতে পারবে ।
  • Arijit | ০৬ মে ২০১০ ১৫:৪১ | 61.95.144.122
  • এক হাতে জলের ড্রপ ফেলবে, অন্য হাতে ছবি তুলবে? বা ওই নতুন যে আর্বানা হচ্ছে, তার ছাদ থেকে জল ফেলে দৌড়ে নীচে নেমে ফটো তুলবে?

    ;-)
  • Blank | ০৬ মে ২০১০ ১৫:৩৬ | 170.153.65.102
  • আরে উঁচু থেকে জলের ড্রপ ফেলতে পারবো না ?
  • Arijit | ০৬ মে ২০১০ ১৫:৩৪ | 61.95.144.122
  • সে কীট তো বাড়ির দেওয়ালেই আছে। কিন্তু এই কিট্‌ ছাড়া ওই ড্রপলেটগুলো তৈরী করবে কি করে? জলে ঢিল ছুঁড়ে?
  • Blank | ০৬ মে ২০১০ ১৫:৩১ | 170.153.65.102
  • কিটের দরকার কি? আগে তো দেখি droplet আসছে কিনা। তারপরে নিজের দরকার মতন কীট সেট আপ ভাবা যাবে
  • Arijit | ০৬ মে ২০১০ ১৫:২৪ | 61.95.144.122
  • হোক হোক।
  • Arpan | ০৬ মে ২০১০ ১৫:২৩ | 216.52.215.232
  • টই খুলে নিলাম হোক? হয়ে যাক।
  • Buyer | ০৬ মে ২০১০ ১৫:২১ | 198.96.180.245
  • কততে?
  • Arijit | ০৬ মে ২০১০ ১৫:২১ | 61.95.144.122
  • আমাকে দিয়ে দিও।

    কিন্তু আগে তো ওই কিট্‌টা কিনতে হবে। সে কোথায় পাওয়া যায়?
  • Blank | ০৬ মে ২০১০ ১৫:১৯ | 170.153.65.102
  • এমনি ছবি এক বছরের মতে তুলতে না পারলে ক্যামেরা বেচে দেবো পরের বছর।
  • Arijit | ০৬ মে ২০১০ ১৫:১৯ | 61.95.144.122
  • এই শালা নুনির নাম কল্লে এবার দেবো একখান করে বোম্বাই গাঁট্টা। কবে থেকে নাম করে যাচ্ছে, অথচ সেটা খায় না মাথায় দেয় জিগ্গেস করলে উত্তর দেয় না - নাকি খোলা পাতায় দিলে নুনি এসে ধরবে। তো মেলে দে না রে বাপু।
  • Arijit | ০৬ মে ২০১০ ১৫:১৮ | 61.95.144.122
  • আচ্ছা একটা কোশ্চেন আছিলো - এই ইন্ডো, দীপ্ত জ্যেঠু, ওম্মিতা - ইহাদিগের জন্যে। অধীশা খুকীটা এখনো আসে কিনা জানি না - এলে ওর জন্যেও।

    সেই প্রেস্টনের হুলাবিলা ভিডিওটা কি ফেসবুকে আপলোডাতে পারি? মানে এই সকলের ফোটোক আছে তো, তাই জিগ্গেস করলুম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত