এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • biskut | ১১ অক্টোবর ২০১০ ২১:১১ | 115.187.34.223
  • aahaa neerenabaabu to balachhen keu keu nay, sakkalei kabi, et chaap khele chale?
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ২০:৪৭ | 59.93.200.37
  • omg, আপনি আর হাসাবেন না তো মহায় !! আমার আবার কবিতা !!! হ্যাঃ।
  • omg | ১১ অক্টোবর ২০১০ ২০:৪৬ | 151.141.84.194
  • কার্তুজ, আফনের কবিতার কী হইলো?
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ২০:৪৪ | 59.93.200.37
  • আনন্দউৎসবের কমিকসে 'ভূশন্ডীর মাঠে' টা ওপেন হচ্ছে কারো? একটু কইবে পিলিজ? 'লম্বকর্ণ'-টা আসছে।
  • omg | ১১ অক্টোবর ২০১০ ২০:৪১ | 151.141.84.194
  • টিম আর ব্ল্যাংকের খোজ চাই। টিম ও ব্ল্যাংক, আপনারা যদি মেলায় থেকে থাকেন, দ্রুত মেল করুন।
  • omg | ১১ অক্টোবর ২০১০ ২০:৩৯ | 151.141.84.194
  • অক্ষদাসুন্দরী, রাজা এক পরত পেয়েই পরে ফেল্লো আরকি। পরবে নাই বা কেন, বেশ হাল্কা পাতলা টুডি তো! ঃ-)
  • omg | ১১ অক্টোবর ২০১০ ২০:৩৭ | 151.141.84.194
  • আকাজী, আফনের ইস্যু? ;-)
  • Arpan | ১১ অক্টোবর ২০১০ ২০:৩৭ | 122.252.231.10
  • ঃ-)
  • aka | ১১ অক্টোবর ২০১০ ২০:৩৫ | 168.26.215.13
  • ডিফারেন্সটা হল কেউ কেউ দশমাস ধরে লালন পালন করে, আর সফোদের ক্ষেত্রে এলেই পেন শুরু। ঃ(

    আর মিল হল কারুর ইস্যুই জানিয়ে আসে না। ;)
  • Arpan | ১১ অক্টোবর ২০১০ ২০:৩২ | 122.252.231.10
  • অমা। অক্ষদার কথা শোনো। ইস্যু কি জানিয়ে আসে!
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ২০:২৭ | 59.93.200.37
  • ইস্যু তো না জানিয়েই আসে। আপনি ১ সেকেন্ড আগেও ভাববেন কাজ নাই, বাড়ি যাই। হঠাৎ মেল, ব্যস লেগে পড়ো উহা নিয়ে। ক্ষি যে লাইফ !!!
  • a x | ১১ অক্টোবর ২০১০ ২০:২১ | 99.188.81.145
  • তোমাদের এরকম প্রায়দিনই ইস্যু আসে? তাও না জানিয়ে?
  • a x | ১১ অক্টোবর ২০১০ ২০:২১ | 99.188.81.145
  • এবং জল সরে গেলেই ইঁদুর, তখন কি বাঁশি বাজিয়ে দেখবে? ;-)
  • Arpan | ১১ অক্টোবর ২০১০ ১৯:১৫ | 216.52.215.232
  • প্রদীপের তলাতেই জল। হাঁটু মুড়ে সিনিমা দেখুন। ঃ)
  • aka | ১১ অক্টোবর ২০১০ ১৯:১৪ | 168.26.215.13
  • আরে অ্যাকাউন্ট ম্যানেজারের ইমেলই ইস্যু সম। এদিকে আমরা কলম্বাসে থাকি, ইউনির নামেও কলম্বাস আছে তাও ছুটি নাই।
  • Arpan | ১১ অক্টোবর ২০১০ ১৯:১১ | 216.52.215.232
  • না না, সাপোট প্রোজেক্টে আছি নাকি যে ইস্যু আসবে? উপরন্তু আজ কলম্বাস ডে উপলক্ষে সাগরপারে ছুটির হাওয়া।

    গেছিলাম বিড়ি খেতে। ছ' ঘন্টা কমপ্লিট, এইবার মেশিন শাট ডাউন করে বাড়ির পথে স্টিয়ারিং ধরি।
  • aka | ১১ অক্টোবর ২০১০ ১৮:৩৮ | 168.26.215.13
  • নেক্সট উইকএন্ডে জেলি বানামু। কমরেড অপ্পনের কি ইস্যু চলে এল? বরাবরই এমন হত। সকাল থেকে মাছি মেরে, সাতটার সময় ইস্যু এল, সব মিটিয়ে আপিস থেকে বেরতে বেরতে ১০টা।
  • aka | ১১ অক্টোবর ২০১০ ১৮:৩২ | 168.26.215.13
  • শনিবার আপেল তুলে আনলাম, দুই ব্যাগ। এত প্রকার আপেল হয় জানতামই না। গোল্ডেন ডিলিসিয়াস, রেড ডিলিসিয়াস যেমন দেখতে তেমনই খেতে। আর শাহেনশার মতন এক একটা আপেলে ছোট একটা কামড় দিয়েই ফেলে দিচ্ছিলাম। সবাই তাই করছিল।
  • Arpan | ১১ অক্টোবর ২০১০ ১৮:২৮ | 216.52.215.232
  • এদিকে আজ কোন কাজই নেই। বসে বসে বিরক্তি ধরে গেল। সাতটা বাজলেই পালাব।
  • aka | ১১ অক্টোবর ২০১০ ১৮:১৯ | 168.26.215.13
  • সকাল থেকে মাথা যন্ত্রনা, রাতে ঘুম হয় নি, গায়ে হাত পায়ে খিল ধরেছে, তাই তো সকাল সকাল ভাটের খোঁজে, অপিসটাকে দেখতে হবে তো।
  • sigma | ১১ অক্টোবর ২০১০ ১৭:৫৩ | 220.253.185.165
  • জেবি স্বয়ং তাঁর কনস্টিটুয়েন্সি সাতগাছিয়াতে (৫০ কিমি দূর মাত্র) যেতেন হেলিকপ্টারে; কারণ রাস্তা খারাপ। এতই উন্নতির বহর। তো জেবিনগরে লন্ঠন বা রেড়ির সেজবাতি এমন কি নতুন কথা!
    নন্দনে তো আর্ক লাইট, তাতেই চলবে।
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ১৭:৪৭ | 125.20.3.146
  • ব্রেভো ব্রেভো !! এক্কেরে ঠিক !!
  • saikat | ১১ অক্টোবর ২০১০ ১৭:৪৬ | 202.54.74.119
  • দাওয়ায় হ্যারিকেন, বেডরুমে মোমবাতি। এ কি জেবিনগরের কথা হচ্ছে ?
  • jayanti | ১১ অক্টোবর ২০১০ ১৭:৪৬ | 59.178.135.137
  • থাংকু, দু ইনচি করে দিলাম।কিছুক্ষণ জ্বলবে।
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ১৭:৪০ | 125.20.3.146
  • আধ ইঞ্চিটাকে দু ইঞ্চি করে দ্যান। দিব্য লাগবে শুনতে।
  • jayanti | ১১ অক্টোবর ২০১০ ১৭:৩৪ | 59.178.135.137
  • বাহিরে থাকুক সকল আঁধার,
    অমাবস্যার রাতি,
    বেডরুমে জ্বলে নরম হাসিয়া,
    আধ ইনচি মোমবাতি।
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ১৭:২২ | 125.20.3.146
  • দাদুর মত নাতিও বলেছে দেখুন কেমন -

    চাদ্দিকে সব ঘুটঘুটে আর
    শুনশান পাড়া, লেন
    বুকের ভেতর হ্যাজাক জ্বালো
    দাওয়ায় হ্যারিকেন।
  • jayanti | ১১ অক্টোবর ২০১০ ১৭:০৭ | 59.178.135.137
  • হঃ,কবি সেই কোনকালে গাইয়া গ্যাসেন-

    "অন্তরে আজ দেখবো,যখন আলোক নাহি রে"
  • sigma | ১১ অক্টোবর ২০১০ ১৭:০৪ | 220.253.185.165
  • বাঙলা বানানের বধ্যভূমি এই গু-চ। তা ভালই! বঙ্গপিজিন মন্দ নয়।
  • pipi | ১১ অক্টোবর ২০১০ ১৬:৫৪ | 92.225.75.232
  • আরে মামী, বাইরের আলোর কি দরকার। জানো না, ভিতরখানা আলোয় উঙ্কÄলিত হলেই না সবঃ-)
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ১৬:৫৩ | 125.20.3.146
  • আমারও অনন্যায় ব্যথা।
  • pipi | ১১ অক্টোবর ২০১০ ১৬:৫২ | 92.225.75.232
  • মাধবনে আমারও ব্যাথাঃ-))
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৬:৪৬ | 122.162.17.29
  • রোজকার ছাপোষা জীবন ডালেঝোলে চলে যায় কোনোক্রমে।বিরিয়ানি টিরিয়ানি হলে স্মরণ করি..বাদবাকি দিন শিকেয় তোলা থাকেঃ)
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ১৬:৩৭ | 125.20.3.146
  • আহা স্মরণ করলেই কি আইয়া পড়সে? তা তো নয়।
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৬:৩৬ | 122.162.17.29
  • মহাদেবন না আমার মাধবনকে খুব ভাল্লাগে- কিন্তু যাকে ভাল্লাগে তাকে বিপদে স্মরণ কত্তে ভাল্লাগে নাঃ(
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৬:৩৩ | 122.162.17.29
  • আছে।কিন্তু ঘরের বাইরে আঁধার কাটাবো কেমনে?
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ১৬:৩৩ | 125.20.3.146
  • শঙ্কা থাইগলে শঙ্কররে স্মরণ করেন। তাঁহার তৃতীয়নয়নের জ্যোতি এমার্জেন্সির কাজ করব। শঙ্কর ইয়ানি কি মহাদেব, নট মহাদেবন।
  • pipi | ১১ অক্টোবর ২০১০ ১৬:৩২ | 92.225.75.232
  • দমদি, করব করব করেও করা হয়ে ওঠে না। আসলে বোধয় হাত দিতে ইচ্ছে করে না। আমার বাড়ির পূজোটা তো প্রায় শেষ হতে বসেছে - কেন জানি না এটাকে তাই শেষ করে দিতে ইচ্ছে হয় না। শেষ হলেই তো ফুরিয়ে গেল।
    তুমি সিকিমের কোথায় কোথায় যাচ্ছ? উত্তরে না দক্ষিণে? সর্ষে লিখবে তো?
  • pipi | ১১ অক্টোবর ২০১০ ১৬:২৮ | 92.225.75.232
  • কেন মামী, খোদার উপর খোদকারীর অমন উপায় থাকতে আশঙ্কায় শঙ্কিত কেন? বলি, হোণ্ডা/বাজাজ/জেন কিছু নাই?
  • d | ১১ অক্টোবর ২০১০ ১৬:২৭ | 59.161.177.102
  • অ গোবরের গন্দ! আমাদের ওকেনে আবার পচা খোলই দেয় দেখি। গোবর না পচা-খোল, কোন গন্দটা বেশী খারাপ সেটা অবশ্য সিরিয়াস বিতর্কের বিষয়।

    অভিজ্ঞ জনেরা জানিয়েছেন বিদ্যুৎ নাকি কালীপুজো পজ্জন্ত এমনই ঝলমলিয়ে থাকবে।

    অ পিপি, সেই পুজোর গপ্পোটা শেষ করবানা?
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৬:১৪ | 122.162.17.29
  • আর হঠাৎ করে বিদ্যুতের এই অভাবনীয় উন্নতিতে আমার প্রচন্ড শংকা জাগতিছে-পরের হপ্তায় কি আছে খোদায় মালুমঃ)
  • Arpan | ১১ অক্টোবর ২০১০ ১৬:১২ | 204.138.240.254
  • একে বলে সামনে কোঁচার পত্তন, পেছনে ছুঁচোর কেত্তন।
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ১৬:১১ | 125.20.3.146
  • ছোম্ম, আর একটু কিলিয়ার কইরা কন না। বুইলাম না। ব্যোমকেশ এর লগে অনু আইল ক্যামনে?
  • ppi | ১১ অক্টোবর ২০১০ ১৬:১১ | 92.225.75.232
  • চাদ্দিকে অনন্যার অনবদ্য অভিনয়ের এমন তারিফ শুনলাম মায় জাতীয় পুরোশকার অবধি - দেখতে বসে পালাবার পথ পাই না।
    হুঁ হুঁ বাওয়া, বললে হবে - এর নাম শ্রেষ্ঠ অভিনেত্রী।
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৬:১০ | 122.162.17.29
  • দময়ন্তী, ঐ তো মহাপুরুষে কয়েই গেছেন,প্রদীপের তলায় অন্দকার।সামনে আলোর রোশনাই,পেচুনে গোবরের সৌরভে প্রাণ যায় যায়।
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ১৬:১০ | 125.20.3.146
  • ঘন্ট মনে নির্ঘন্ট।
    মানে, ঘন্ট = নির্ঘন্ট
    মানে, পজিটিভ = নেগেটিভ
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৬:০৮ | 122.162.17.29
  • ইয়ে, আমি এখনো ব্যোমকেশ পর্যন্ত পৌঁছোতে পারি নি,অনন্যা এখনো বহুদূরের পথঃ(
  • pipi | ১১ অক্টোবর ২০১০ ১৬:০৭ | 92.225.75.232
  • আমাদের এখানে পূজোর ঘন্টা একদম পূজোর ঘন্ট মানে নির্ঘন্ট ধরে। পাঁচদিনই চলবে র‌্যালা। তবে ঠেলা ঠেলতে আমি যাইনেকো।
  • d | ১১ অক্টোবর ২০১০ ১৬:০৬ | 59.161.177.102
  • কেসি, তাওয়াং যাচ্ছি না তো। বুকিং করতে পারি নি, মানে থই খুঁজে পাই নি। সিকিম যাচ্ছি, সপ্তমীর সকালে।

    মিঠু, তোমাদের ক্যাম্পাসে দেখলাম ব্যপক আলো দিয়েছে। তারমানে এখন আর লোশ্‌শেডিং হয় না নিশ্চই?
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ১৬:০৫ | 125.20.3.146
  • হরি মন মজায়ে লুকালে কোথায় !
    অনন্যা কি সুন্দর গাইছিল 'আবহমান'-এ। আহা !!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত