এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২৭ অক্টোবর ২০১০ ২১:০৭ | 168.26.215.13
  • এবারে --জ্জিও
  • Kartuj | ২৭ অক্টোবর ২০১০ ২১:০৬ | 59.93.195.64
  • সত্যিই কি ওটা ঠিক লাগছে না? মানে স্বেচ্ছায় কমেন্ট করল তো, তাই, না হলে জিগাতাম না।
  • aka | ২৭ অক্টোবর ২০১০ ২১:০০ | 168.26.215.13
  • অ্যাণ্ড দ্যাটস ইভেন বেটার। জ্জিও++
  • Kartuj | ২৭ অক্টোবর ২০১০ ২০:৫৭ | 59.93.195.64
  • জানতেই বা চেয়েছে কে? মাতাবিত্তো না সরোবিত্তো।
  • aka | ২৭ অক্টোবর ২০১০ ২০:৪৮ | 168.26.215.13
  • জ্জিও, কার্তুজ এতদিনে রুল অফ দা গেমটা বুইছে। 'ফোঁস করতে দোষ নেই' - ঠাকুর কয়েছেন।
  • Kartuj | ২৭ অক্টোবর ২০১০ ২০:৪২ | 59.93.195.64
  • এটা যদি ৬-এর মাত্তাবিত্তো না হয়, তবে তোমারে আর ক্ষিসুই বলার নাই শমীকভায়া। আর যদি কোনো বিত্তই না থাকে, তাহলেও আমার কিছুই ছেঁড়া যাইবে না তোমাদের ভাষায়।
  • Samik | ২৭ অক্টোবর ২০১০ ১৮:৪২ | 121.242.177.19
  • ইনি জয়ন্থী
  • aka | ২৭ অক্টোবর ২০১০ ১৮:০৮ | 168.26.215.13
  • গুরুর তক্কো বিতক্কো বড় মিস করি। লোপ্পা বল দিলেও কেউ ছয় টয় মারে না। ঃ(

    কুমড়োপটাশটি কে? দেফু নাকি? না সান্দা? আইপি দেখা বড় ঝামেলার।
  • Samik | ২৭ অক্টোবর ২০১০ ১৮:০৭ | 121.242.177.19
  • হস্যে না, হস্যে না। মাত্তাবিত্তোও নাই, সরোবিত্তোও নাই। পুরোটাই নিম্নমধ্যবিত্ত।
  • Kartuj | ২৭ অক্টোবর ২০১০ ১৭:২৮ | 125.20.3.146
  • ভাটের সংখ্যা দ্বাদশ হাজার
    পেরোবে কেমনে? শূন্য বাজার।
    হাটুরেও নাই, ভাটুরে ভ্যানিশ
    ফাঁকতালে কবে হয়ে যাবে মিস
    সেলিব্রেশন হইবে যখন
    থাকবে বসিয়া কয়টি খোকন?
  • kumropatash | ২৭ অক্টোবর ২০১০ ১৭:২০ | 59.178.53.47
  • ইয়ে,বলছিলুম যে ভাটের নম্বর বারো হাজার পেরিয়ে গেলে সেলিব্রেট করা হবে তো?এগারোর বেলা তো আমি এইপাড়ায় ছিলাম না, তাই মনে করাইয়া দিতে পারি নাই।
  • q | ২৭ অক্টোবর ২০১০ ১৬:৪২ | 61.12.12.83
  • টাটা ফোটন। সস্তা কিনা জানিনা, তবে শুনেছি টিকাও।
  • kc | ২৭ অক্টোবর ২০১০ ১৬:৩১ | 194.126.37.76
  • তিলদা,খাড়ান, আগে নিজে বুইঝ্যা লই, তাপ্পর কইব।
    জয়ন্তীদি আমার শুদু বিশ্বরূপদর্শনযোগটা দরকার ছেল। তা সেটা পুরোটাই আছে দ্যাখলাম।
  • til | ২৭ অক্টোবর ২০১০ ১৬:০৪ | 220.253.185.165
  • কেসি সাহেব,
    একই পোষ্টে ধন্য বাদ আবার যোগ ও? তাহলে বুঝুন কোনটা ন্যাচারাল!
  • kumropatash | ২৭ অক্টোবর ২০১০ ১৫:৩৯ | 59.178.51.53
  • কেসিদা, সম্পূর্ণ গীতাই আছে ?
    আপনি দেখেছেন কিনা সেটাই জানতে চাইছিলাম।
  • Fevi | ২৭ অক্টোবর ২০১০ ১৫:২৯ | 217.162.215.127
  • অরুনাচল এর কোনে নামচে বারোয়া ও তার আশেপাশে ঘুরে বেড়ানো যায়? বিদেশীরা যেতে পারে?
  • kc | ২৭ অক্টোবর ২০১০ ১৪:৪৫ | 194.126.37.76
  • জয়ন্তীদি, আজকে সকালে দেখেছি, ডাউনলোডিয়েছিও, যে কাজের জন্য ওটা দরকার ছিল সেটা মিটেওছে, কিন্তু ধন্যবাদটা দিতে ভুলে গেছিলাম। অকৃতজ্ঞ লোক হলে যা হয় আর কি?
    আপনাকেও ধন্যযোগ।
  • kumropatash | ২৭ অক্টোবর ২০১০ ১৩:৫০ | 59.178.51.53
  • কেসিদা, ভগবদ্‌গীতার একটা লিং দিয়েছিলাম, দেখেছেন?
  • Kartuj | ২৭ অক্টোবর ২০১০ ১৩:৪৮ | 125.20.3.146
  • আন্দামান নিকোবর দু জায়গাতেই এই সব অ্যাবওরিজিনের আক্রমণ আছে, নিকোবরে বেশি বোধায় নাকি? আন্দামানে কতোটা?
  • Samik | ২৭ অক্টোবর ২০১০ ১৩:৪৪ | 121.242.177.19
  • আর্মি তোমাকে গাইড করে দেবে কোন কোন জায়গা দিয়ে ঘোরা যাবে আর কোন কোন জায়গা দিয়ে ঘোরা যাবে না। তোমার কিছু হলে তার দায় আর্মি নেবে, নয় তো ওখানেই পচে মরতে হবে, আর্মির শিপ বা হেলিকপ্টার তোমায় নিয়ে পোর্ট ব্লেয়ারে ওদের বেস হসপিটালে না নিয়ে এলে আর কেউ আনার নেই।
  • Kartuj | ২৭ অক্টোবর ২০১০ ১৩:৩০ | 125.20.3.146
  • আর্মির প্রোটেকশান নিয়ে ঘোরা যায় ঐসব দ্বীপে? তো আর্মির লোকেদের ওরা বরদাস্ত করে কি করে? মানে কি হিসেবে? তাদেরকে সভ্য মানুষের থেকে আলাদা করে দেখে না কি?
  • Samik | ২৭ অক্টোবর ২০১০ ১৩:২৬ | 121.242.177.19
  • শমীক নন্দিনীর আন্দামান ভ্রমণ?

    -- কী কী দেখলি রে?

    -- ডাব দেখলাম, রাস্তায় কত কাদা ছিল, হলুদ সবুজ তিত্‌লি দেখেছি, আর ব্লু কালারের ফিশ দেখেছি, ক্লাউন ফিসও দেখেছি, লায়ন্স কেভে (লাইমস্টোন কেভ) লায়ন ছিল না।
  • Samik | ২৭ অক্টোবর ২০১০ ১৩:২৪ | 121.242.177.19
  • কার নিকোবর যেতে পারমিশন বের করতে হবে। জাহাজে বোধ হয় কুড়ি ঘন্টার রাস্তা। ওর দক্ষিণে ইন্দিরা পয়েন্ট ভারতের সাউথমোস্ট বিন্দু, সেটা সুনামিতে ডুবে গেছিল, তখন আবার কন্যাকুমারীকা সাউথমোস্ট হয়ে গেছিল, ইন্দিরা পয়েন্ট (আগেকার নাম পিগম্যালিয়ন পয়েন্ট) আবার জেগে উঠছে। সুনামির সময়ে ওখানে কিছু বিজ্ঞানী নিখোঁজ হয়ে যান, সে-সব ধাক্কা এখনও সামলে উঠতে পারে নি ঐ জায়গা। হাট বে, কার নিকোবরে হেলিকপ্টার চলছে। জাহাজও চলছে। আমি বিস্তারিত লিখে দেব, একটু খোঁজখবর নিতে হবে।

    আন্দামানের তুলনায় নিকোবর অনেক ফ্ল্যাট, অতটা পাহাড়ী নয়, সৌন্দর্যের দিক দিয়েও নিকোবর অতটা সুন্দর নয়, তবু এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য যাওয়া যেতেই পারে। ওখানকার কিছু কিছু দ্বীপের অ্যাবরিজিন্‌স এখনও সভ্য মানুষের প্রতি হস্টাইল। দূর থেকে দেখতে পেলেই পাথর ছুঁড়তে থাকে, তীর ছুঁড়তে থাকে, তাই আর্মির প্রটেকশন ছাড়া ওখানে ঘোরা কঠিন।
  • samran | ২৭ অক্টোবর ২০১০ ১২:৪৬ | 117.194.97.99
  • লুরুর জনতা একটু হেল্পাও প্লিজ।
    ওখানে ইন্টারনেটের জন্যে ডাটা কার্ড কোনটা ভালো? সস্তা এবঙ্গ টিকাও?
  • til | ২৭ অক্টোবর ২০১০ ১২:৩৫ | 210.193.178.129
  • দুটো খাম যাবার কথা; ধ্যুস, আমার পরিশ্রম মাঠে মারা গেল। তবে কাজটা মন্দ নয়, এক মনে বিড়ি বেঁধে যাওয়ার মত খামে কাঁচি চালানো। কিছু একটা করছি , ফাঁকি মারছি না এতেই আনন্দ।
  • shrabani | ২৭ অক্টোবর ২০১০ ১২:৩০ | 124.124.86.38
  • আমাদের তো ডিসেম্বরে যাওয়া। প্যাকেজের বাইরের জায়গা গুলোর জন্য ভাবছি লোক্যাল এজেন্টের সঙ্গে কথা বলে দেখব, এখান থেকে শুধু হোটেল বুক করব। কার নিকোবর কেউ গেছে?
  • jayanti | ২৭ অক্টোবর ২০১০ ১২:২৫ | 59.178.51.53
  • শমীক-নন্দিনীর আন্দামান দেখে কি প্রতিক্রিয়া ?-একটা পুনশ্চ অধ্যায়ের অনুরোধ রইল।
  • byaang | ২৭ অক্টোবর ২০১০ ১২:০৪ | 122.172.49.12
  • তিলদা, আমি কিন্তু পরশুদিনই উত্তর দিয়েছিলাম - আর কোনো খাম আসে নি।
  • Samik | ২৭ অক্টোবর ২০১০ ১০:৪৫ | 122.162.75.171
  • অস্মিতা মানে গৌরব / আত্মসম্মান / সেল্‌ফ রেসপেক্ট।
  • til | ২৭ অক্টোবর ২০১০ ১০:৩৬ | 210.193.178.129
  • হিন্দীতে অস্মিতা র মানে কি? স্মিতা পাটিল জানি!!
  • til | ২৭ অক্টোবর ২০১০ ১০:৩৪ | 210.193.178.129
  • আমি সম্প্রতি সেলে একটা পারকার ডুওফোল্ড প্ল্যাটিনাম কিনেছি, আহা কি জিনিষ, কলমের মুখ প্যাঁচ দিয়ে বন্ধ করতে হয়। মা সরস্বতীর কৃপায় গোটা তিনেক শেফার্স, একটা ওয়াটারম্যান জমা করেছি। কেবল (Mont Blanc ই নেই। ওহ, ল্যামি একখান কেনার সাধ বহুদিনের।
  • quark | ২৭ অক্টোবর ২০১০ ১০:২৮ | 202.141.148.99
  • http://tinyurl.com/67mpdl

    pashchimabA`mlAr grAme grAme eirakam sachetan mAnushh Achhen?
  • aka | ২৭ অক্টোবর ২০১০ ০৯:২১ | 24.42.203.194
  • ফ্রি স্পীচ অ্যাক্টটা ঠিক কেমন জানা নেই কিন্তু উনি স্টেজে দাঁড়িয়ে বলেছেন - ''India needs azadi from Kashmir, just as much Kashmir needs azadi from India''। যা ঠিক ওনার অফিসিয়াল স্টেটমেন্টের সাথে মেলে না।
  • Samik | ২৭ অক্টোবর ২০১০ ০৯:০২ | 122.162.75.171
  • আরে হ্যাঁ, কালকে ইটিভি নিউজে কী অমৃতবাণী শুনলাম, বলাই হয় নি।

    বক্তাঃ মনীশ তিওয়ারি, কংগ্রেসের মুখপাত্র। অরুন্ধতী রয়ের সাম্প্রতিক স্টেটমেন্টের রিয়্যাকশনে।

    কেয়া আরুন্ধাতী রয় কোই এমপি হ্যায়? কেয়া বহ্‌ কোই রাজনৈতিক দল কি প্রতিনিধিত্ব করতি হ্যায়? বহ্‌ তো সির্ফ এক লেখক হ্যায়! এক আম ভারতীয়। কোই আম ভারতীয় অগর ভারত কে অস্মিতা কে খিলাফ কোই ভাষাওঁ কা দুরুপয়োগ করতা হ্যায়, জো ভারত কি সভারেনটি কে খিলাফ জাতা হ্যায়, তো উনকে খিলাফ অবশ্য কারেবাই হোনি চাহিয়ে।'

    অর্থাৎ কিনা, তিনি যদি এমপি হতেন বা পলিটিকাল লিডার হতেন তো সাত খুন মাফ হয়ে যেত। তখন অস্মিতা সভারেনটি ছিঁড়ে আঁটি বাঁধার যে কোনও হক থাকত। কিন্তু যে হেতু তিনি একজন "আম ভারতীয়' সেহেতু ...
  • Samik | ২৭ অক্টোবর ২০১০ ০৮:৫৫ | 122.162.75.171
  • দেসি বইয়ের সাইটটা কী?
  • Abhyu | ২৭ অক্টোবর ২০১০ ০৮:৪৫ | 97.80.157.10
  • ঐ ভগবতীতে একটা ওয়াটারম্যান দেখেছিলাম গতবার। 18k, ৫০০০টাকা মতো দাম। কিন্তু M/B nib, আমার পছন্দ নয় ঃ(
  • Abhyu | ২৭ অক্টোবর ২০১০ ০৮:৪৩ | 97.80.157.10
  • কোলকাতায় কিনলে চোরাই মাল সস্তায় পাবি। আমি ৮০০ টাকায় 14k 585 F পাইলট কিনেছিলাম। অবশ্য ২০০১ সালে।
  • Samik | ২৭ অক্টোবর ২০১০ ০৮:৩৯ | 122.162.75.171
  • হাজার টাকায় সোনার পেন????

    আর ইয়ে, এই মালগুলো মাছ না খেয়ে নিজেদের বাঙালি বলে দাবি করে কোন্‌ আক্কেলে???
  • byaang | ২৭ অক্টোবর ২০১০ ০৮:৩৫ | 122.172.49.12
  • এত খবরই যখন দিলি, টাকাটাও দিয়ে দে না? আমি নাহয় তোর দেওয়া টাকায় কিনে কলমটা চিমিতেকে দিয়ে দোবো।
  • Abhyu | ২৭ অক্টোবর ২০১০ ০৮:৩২ | 97.80.157.10
  • ভাবছি টিমকে ফোন করে একটু ভাটাই !
  • Abhyu | ২৭ অক্টোবর ২০১০ ০৮:৩১ | 97.80.157.10
  • ভালো কথা - সোনার কলমের দাম বেশি না। কলেজ স্ট্রীটেই পাওয়া যায়। আগে ধর ব্রাদার্স বলে একটা দোকান ছিল (এখন উঠে গেছে) তা ছাড়া ভগবতী স্টোর্স (নামটা ঠিক বললাম? মোহিনী মোহন কাঞ্জিলালের দোকানের কাছে, রাস্তার উল্টো দিকে) ওখানেও পাবে। পাইলট হলে হাজার টাকা মতো, পেলিক্যান-ওয়াটার্ম্যানের দাম বেশি।
  • Tim | ২৭ অক্টোবর ২০১০ ০৮:২৯ | 173.163.204.9
  • হ্যাঁ ঋভুর নামটা পরে দেখলাম। আমার এখন কিছু দেখতে পাওয়ারই কথা না অবশ্য। ঃ)
    ২০১৪য় ব্রাজিল বিশ্বকাপ ক্ষুবি ইন্টেরেস্টিং হবে। টোটাল কার্নিভাল। মাঝখান থেকে খেলাটাই না ভোগে যায়।
    কাটি। এট্টু ঘুম বড়ো দরকার। বাব্বাই।
  • byaang | ২৭ অক্টোবর ২০১০ ০৮:২২ | 122.172.49.12
  • আহা, সে কথা কি আর ঋভু জানে!
  • Tim | ২৭ অক্টোবর ২০১০ ০৮:২১ | 173.163.204.9
  • ব্রাজিলে স্প্যানিশ কাজে দেবেনা। পোত্তুগিজ চাই।
    ঘুমোতে যাই। গুন্নাইট।
  • byaang | ২৭ অক্টোবর ২০১০ ০৮:১২ | 122.172.49.12
  • বাঃ, অভ্যুর আর সাত বছরের ঋভুর ফিলোজফিতে খুব মিল তো! তিনিও পলের ভক্ত ছিলেন, কাল রাত্তিরেই ওনাকে টিওআইতে পলের মৃত্যুসংবাদ দেখালুম, পরের পল-ও তৈরি সেই খবরও দেখালুম, দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, "দুই বছর পরে তো এও মরে যাবে ব্রাজিলের আগেই'। (তিনি এবার কোলকাতায় যাওয়ার পরে দুই পিসেমশাই আর দাদু মিলে তাকে লোভ দেখিয়েছেন - তিনি ঠিক করে লেখাপড়া করলে ২০১৪য়ে ব্রাজিলে নিয়ে যাবেন। সেই জন্য তিনি খুব উত্তেজিত হয়ে গুগলে আমাকে স্প্যানিশ শেখার সাইট সার্চ করার উপদেশ দিচ্ছিলেন গত পরশু, আর তারপরেই গতকাল পলের মৃত্যুসংবাদ।) বললাম, "তখন আরেকটা পল এসে যাবে'। রেগে উঠে বললেন, 'ফার্স্ট পলের ভূতটাও তো থেকে যাবে।' ভেবে দেখলাম, এই কথাটা তো আগে ভেবে দেখা হয় নি।
  • Abhyu | ২৭ অক্টোবর ২০১০ ০৬:২০ | 97.80.157.10
  • ওনার স্মৃতির উদ্দেশ্যে

  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত