এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০১ নভেম্বর ২০১০ ১৮:২০ | 61.95.144.122
  • ফেসবুক জেনারেশনের এই গানের চেয়ে রাগাশ্রয়ী স্টাইলে রণজিৎ রায়ের "আয়রে ভোলা খেয়ালখোলা, স্বপনদোলা নাচিয়ে আয়' ঢের ভালো।
  • aka | ০১ নভেম্বর ২০১০ ১৮:১৯ | 168.26.215.13
  • এই যে কষ্ট করে লিরিকটা লিখে দিলাম তার প্রাপ্তি ক্যাল। না সোমবার সকালের ঝিমই ভালো।

    এই গানটা আমার ব্যপক লেগেছে। এবারে গিয়ে শ্রীজাতর কিছু কবিতা কিনব।
  • aka | ০১ নভেম্বর ২০১০ ১৮:১৭ | 168.26.215.13
  • প্রিয় বন্ধুর পাড়া নির্জন
    চেনা (কি যেন চাঁদ?) চলে যায় রিকশায়
    মুখে যা খুশী বলুক রাত্তির
    শুধু চোখ থেকে চোখে দীক্সা (দীক্ষা নয়)

    পায়ে ঘুম যায় একা ফুটপাথ
    ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক
    আমি ভুলে যাই কাকে চাইতাম
    আর তুই কাকে ভালোবাসতি

    চল রাস্তায় সাজি ট্রামলাইন
  • Arijit | ০১ নভেম্বর ২০১০ ১৮:১৭ | 61.95.144.122
  • আলুকাবলি, ঝালমুড়ি
    শালপাতায় ভেলপুরি
    ঝুলঝাড়ু, ঝুল ঝাড়ে না
    হাঁড়িগুলো থাকে আলনায়।

    ইক্যুইভ্যালেন্ট।
  • d | ০১ নভেম্বর ২০১০ ১৮:১৬ | 14.96.56.175
  • টাইমপাস হিসেবে আজ্জোকে ধরে একটু ঠ্যাঙ্গাতে পাল্লে হোত।
  • Arijit | ০১ নভেম্বর ২০১০ ১৮:১৪ | 61.95.144.122
  • টিসিএসের মাধ্যমিক শেষ হল, লাইন দিয়ে পরীক্ষার্থীরা বার হতেই অপেক্ষমান বাবামায়েরা ঝাঁপিয়ে পড়ে খোঁজ নিতে শুরু করলেন - খোকা কোন কোশ্চেনটার উত্তর দিতে পেরেছে, কোনটে পারেনি...

    ঢপ দিচ্ছি না। চাক্ষুষ দেখা।
  • aka | ০১ নভেম্বর ২০১০ ১৮:১৩ | 168.26.215.13
  • হিয়া টুপটাপ জিয়া নস্টাল
    মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
    আমি ভুলে যাই কাকে চাইতাম
    আর তুই কাকে ভালবাসতি

    চল রাস্তায় সাজি ট্রামলাইন
  • aka | ০১ নভেম্বর ২০১০ ১৮:১১ | 168.26.215.13
  • চল রাস্তায় সাজি ট্রামলাইন
    আর কবিতায় শুয়ে কাপলেট
    আহা উত্তাপ কত সুন্দর
    তুই থার্মোমিটারে মাপলে
  • Arijit | ০১ নভেম্বর ২০১০ ১৭:৫৮ | 61.95.144.122
  • ইয়ে - আরেট্টা কথা।

    কেউ ওই নতুন গানটার মানে বোঝাবে - এফএমে শুনিয়ে কান পচিয়ে দিলো - চল্‌ রাস্তায় সাজি ট্রামলাইন আর কুয়াশায় ঢাকা কাপপ্লেট, পাশবালিশ, তোষক, জোছনায় মোড়া প্লাস্টিক ইত্যাদি...
  • aka | ০১ নভেম্বর ২০১০ ১৭:৫৮ | 168.26.215.13
  • সোমবার সকালে ঘুম পেলে সব কেমন গুলিয়ে যায়। দুত্তোর।
  • d | ০১ নভেম্বর ২০১০ ১৭:৫২ | 14.96.56.175
  • শমীকের লিঙ্কের ইনি আমার অর্কুট লিস্টিতে আছেন। কিন্তু এঁকে তো গুচতে লিখতে দেখিনি কখনও।

    অজ্জিত, আমার আজ বিকেলে এট্টু টেকনো যাওয়া দরকার ছিল, কাটিয়ে দিলাম। অত্তগুলো নেকুষষ্ঠী একসাথে দেখা বেশ চাপের। একজন অফিস ব্লগে লিখেছে দেখলাম। ঃ)
  • Arijit | ০১ নভেম্বর ২০১০ ১৭:২৯ | 61.95.144.122
  • ফায়ারফক্স ব্যবহার করলে বঙ্গলিপি অভ্র-র চেয়ে সহজ অপশন।
  • sana | ০১ নভেম্বর ২০১০ ১৭:২২ | 58.106.6.63
  • ধন্যবাদ,শমীক। অভ্রর প্রপার লিন্‌ক টা একটু দেবেন,প্লীজ? কনফিউজ হয়ে যাচ্ছি,একটু আরকি।
  • Kartuj | ০১ নভেম্বর ২০১০ ১৭:২২ | 125.20.3.146
  • বেশ ২-৩টেতে চান্স না পেলে তারপর আর বাবা মায়েরা আসে কিনা দেখো। সবাই একটাতেই পেয়ে যাবে এমন নাও হতে পারে।
  • Arijit | ০১ নভেম্বর ২০১০ ১৭:১৮ | 61.95.144.122
  • মাইরি বলছি - এর'ম "ক্যাম্পাস ইন্টারভিউ' জন্মে দেখিনি।
  • Arijit | ০১ নভেম্বর ২০১০ ১৭:১৭ | 61.95.144.122
  • মেন গেটে অন্ততঃ দুশো ছেলেমেয়ের ভিড় ছিলো বলে সাইড গেট দিয়ে ঢুকেছিলুম - ছেলেমেয়েগুনোর মুখ দেখিনি। তাপ্পর তো তারা ভিতরে গেছে। তবে বাবামায়েদের মুখে আশংকা/চিন্তা ইত্যাদি...
  • Kartuj | ০১ নভেম্বর ২০১০ ১৭:১৪ | 125.20.3.146
  • বুড়ো বয়েসে আবার মাধ্যমিক এসেছে ফিরিয়া।
  • Samik | ০১ নভেম্বর ২০১০ ১৭:১৩ | 121.242.177.19
  • ছেলেমেয়েগুলোর কপালে দইয়ের ফোঁটা নেই? বাবামায়েদের হাতে ডাব নেই? ঃ-)
  • Arijit | ০১ নভেম্বর ২০১০ ১৭:০৩ | 61.95.144.122
  • বাবামায়েদের কি পেহার। এখনও অনেকে বসে আছে। রাস্তার ওপর। ইস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স। আমি হলে এই ছেলেমেয়েগুলোকে প্রথমেই বাদ দিতুম।
  • Samik | ০১ নভেম্বর ২০১০ ১৬:৩৬ | 121.242.177.19
  • সানা,

    ইউনিকোড ইউজ করো। অভ্র কীবোর্ড দিয়ে পিকাসায় বাংলা লেখো।
  • Bratin | ০১ নভেম্বর ২০১০ ১৬:২৮ | 122.248.182.16
  • M র কম্পু ঠিক হল?
  • sana | ০১ নভেম্বর ২০১০ ১৬:০৮ | 58.106.6.63
  • পিকাসায় বাংলা তে কি করে ক্যাপ্‌শান লিখবো,কেউ একটু জানাবেন?
  • M | ০১ নভেম্বর ২০১০ ১৬:০৪ | 59.93.173.34
  • সুর লেখাটা যথারীতি মিত্তি মতন।ঃ)

    কত কত ইন্টারেস্টিং টপিক চলে গ্যালো।ঃ(

    আমিও দিদিয়া, ব্যাঙেদের ঐ কাজ করবোনা বাড়ীতে আছি কিন্তু।

    আলেফ বা অ্যালেক্সটি কে অ্যাঁ?আমার মত সেকালের মানুষকে নিয়ে মস্করা!ঃX

    আচ্ছা , ইয়ে কুম্পীর সেই আব্বিত্তি শোনানোর কি হল?
  • Samik | ০১ নভেম্বর ২০১০ ১৫:২৫ | 121.242.177.19
  • http://anandabazar-unicode.appspot.com/proxy?p=travel/2010/november/baire-kothao2.htm

    হুচেতনার এই ল্যাখাটা আমাদের গুরুতেই বেরিয়েছিল না? কোন সুতোয় ছিল কেউ এট্টু খুঁজে দিতে পারবে?

    হুচেতনা, অভিনন্দন। ঃ-)
  • Bratin | ০১ নভেম্বর ২০১০ ১৩:১৩ | 122.248.182.16
  • বাবা মা দের চাপ ছেলে মেয়ে দের থেকে বেশী....
  • Arijit | ০১ নভেম্বর ২০১০ ১২:৪৩ | 61.95.144.122
  • টেক্‌নো ইন্ডিয়ায় আজ ক্যাম্পাস ইন্টারভিউ হচ্ছে।

    আসার সময় বিল্ডিং-এর সামনে ভিড় দেখে ভাবলুম নির্ঘাৎ কিছু গোলমাল হয়েছে, আগুনটাগুন লেগেছে বা ওইরকম কিছু হয়েছে - কাউকে ঢুকতে দিচ্ছে না। তাপ্পর জিগ্গেস করে জানলুম ক্যাম্পাস ইন্টারভিউ। তো সেটা ছেলেমেয়েদের নাকি বাপমায়েদের সেটা নিয়ে এখনো বেশ খানিকটা কনফিউজন রয়েছে। কত্ত কত্ত বাবা-মা...

    এই সব ছেলেমেয়েগুলো যখন অ্যাকচুয়ালি চাকরি করতে যাবে তখন কি হবে? বাবামা সঙ্গে সঙ্গে যাবে?
  • kc | ০১ নভেম্বর ২০১০ ১১:২০ | 194.126.37.76
  • ন্যাড়াদা, মেল দেখো।
  • Arijit | ০১ নভেম্বর ২০১০ ১০:২৬ | 61.95.144.122
  • আহাহা ড্রিমল্যান্ড। পুরো ড্রিমল্যান্ড। ইপিএলে ফেরৎ এসেই সান্ডারল্যান্ডকে সেন্ট জেম্‌সে পাঁচ গোল। কি দেখলুম কাল। কাম অন দ্য টুউউউন।
  • i | ০১ নভেম্বর ২০১০ ০৯:২৬ | 137.157.8.253
  • পাইএর অনুমতি পাইলে লিং দিতে পারি।
  • kumropatash | ০১ নভেম্বর ২০১০ ০৮:০২ | 122.162.247.159
  • পাইয়ের গান কিভাবে শুনতে পারি?
  • aleph | ০১ নভেম্বর ২০১০ ০৫:৪৪ | 151.141.84.194
  • কাচ্চি বিরিয়ানি খান। ঃ-)
  • aka | ০১ নভেম্বর ২০১০ ০৫:১১ | 24.42.203.194
  • এই আটলান্টার পিএফ চ্যাং কোথায়? আমি ঐ লেটুস র‌্যাপটা খুব মিস করি।

    আজ মাজেলস রাঁধার চেষ্টা করলাম, কিন্তু ঝুলে লাট হয়েছে। দোকানে গিয়ে খাওয়াই ভালো।
  • Abhyu | ০১ নভেম্বর ২০১০ ০৪:২০ | 97.81.67.225
  • আমার ঝাল্লজেন্সের দক্কার নেই। পি এফ চ্যাং যাচ্ছি লেটুস র‌্যাপ ও অন্যান্য খেতে ঃ)
  • Fevi | ০১ নভেম্বর ২০১০ ০৩:৫৮ | 217.162.215.127
  • দে-দি ..... হ'লনা। কিন্তু ঝাল লজেন্সটা আপনাকে দিলাম। ঃ-)
  • de | ০১ নভেম্বর ২০১০ ০২:৫৯ | 134.105.166.235
  • আজকের শেষ ভাটুড়ের ঝাল্লজেন্টা তাইলে আমার? ঃ))
  • kumropatash | ৩১ অক্টোবর ২০১০ ২২:৫৪ | 122.162.247.159
  • ডি,ধন্যবাদ।

    আমার আরো নাম আছে তো-কুম্পি,কুমড়োপটাশ,পটাশ,কে-আপনার যেটা পছন্দ,সেই নামে ডাকেন।
  • Arijit | ৩১ অক্টোবর ২০১০ ২১:১০ | 117.194.235.71
  • অসাধারণ টাইন অ্যাণ্ড ওয়্যার ডার্বি। নিউক্যাসল ৫, সান্ডারল্যাণ্ড ১;-)
  • Kartuj | ৩১ অক্টোবর ২০১০ ১৯:২৮ | 59.93.208.153
  • বেশ। অপেক্ষায় রইলাম। ঃ-)
  • d | ৩১ অক্টোবর ২০১০ ১৯:২৪ | 14.96.35.35
  • না কার্তুজ। অর্কুট, ফেসবুকে কয়েকটা আছে। সবগুলো হলে একসাথে শাটারফ্লাই বা পিকাসায় তুলব।

    আপনি কাগজওয়ালাকে বলে দিন রবিবারে একটা করে 'একদিন' দিতে। সাপ্তাহিক নবপত্রিকাও ভালই লাগবে মনে হয়।
  • Kartuj | ৩১ অক্টোবর ২০১০ ১৯:০৮ | 59.93.208.153
  • দম-দি, সিকিমের ছবির কোনো লিংক কি দেয়া আছে কোথাও? তিলুবাবু লিকেছেন ছবি দেখলুম।
  • d | ৩১ অক্টোবর ২০১০ ১৯:০১ | 14.96.35.35
  • suvu, (কিরকম SUV টাইপের নাম!!)

    'পুজাবার্ষিকী ২০১০' এর টইতে দেখুন আমি একটা সচলায়তনের লিঙ্ক দিয়েছিলাম ২-১ দিন আগে। ওটায় ক্লিকান, লেখাটা ও তার মন্তব্যগুলো পড়ুন। পেয়ে যাবেন প্রতিক্রিয়া।

    সিদ্ধর মধ্যে দই দিয়ে মাখাটা আমার ঠিক পছন্দ হল না। ঃ(
    আমি যেটা করি, প্রথমে কিছু পোস্তদানা শুকনো তাওয়ায় নেড়েচেড় সেঁকে নামিয়ে রেখে দিই। তারপর সরষের তেল গরম করে জিরের দানা ছেড়ে দিই, ঠিক চড়বড়ানোর আগেই পোস্তদানাগুলোও ছেড়ে দিই। তারপর কালো হয়ার আগেই পুরোটা তেলশুদ্ধ নামিয়ে ঐ দিয়ে আর নুন কাঁচালঙ্কা দিয়ে ডালসিদ্ধ, আলুসিদ্ধ মেখে ফেলি। ব্যপক লাগে।
  • suvu | ৩১ অক্টোবর ২০১০ ১৮:০২ | 122.162.135.179
  • শমীক,মেল পাইসি,ধন্যবাদ,এক্টা কাজ হইল।
  • Samik | ৩১ অক্টোবর ২০১০ ১৭:৫৭ | 122.162.75.169
  • মেলের উত্তর কখন দিয়ে দিয়েছি। মেল চেকান।
  • suvu | ৩১ অক্টোবর ২০১০ ১৭:৫৬ | 122.162.135.179
  • শমীক,টঙ থেকে নেমে একবার মেলটা--
  • suvu | ৩১ অক্টোবর ২০১০ ১৭:৫২ | 122.162.135.179
  • আনুক,কে মানা কর্ল?

    শুধু আমারে কুমড়োদি ডাকলে মনে ব্যথা পাই।আমার থেকে মোটা কত লোক আছে-তাদের তো কেউ কিছু বলে না!!
  • Samik | ৩১ অক্টোবর ২০১০ ১৭:৫২ | 122.162.75.169
  • দোকান যাও রে, কেনো রে, টঙে চড়ে লাগাও রে, লাগাতে গিয়ে ব্ল্যাকটেপ হারিয়ে ফ্যালো রে, মেল ফিমেলের অভাববোধ করো রে, আবার দোকান যাও রে, কিনে আনো রে, আবার টঙে চড়ো রে ...

    হ্যাপা কি কম? দেওয়ালির আগে শেষ উইকেন্ড।
  • Arpan | ৩১ অক্টোবর ২০১০ ১৭:৪৫ | 122.252.231.10
  • ফিরোজের দোকানে কলকাতা থেকে মাছ আনে।
  • suvu | ৩১ অক্টোবর ২০১০ ১৭:৪২ | 122.162.135.179
  • দিওয়ালীর লাইট লাগাতে সারাদিন?নাঃ,কোন অকেশন আছে।

    দে,দুঃখু কইরেন্না,আপনি দিল্লী এলে শমীক আবার খাওয়াবে,সে বড় ভাল ছেলে।
  • de | ৩১ অক্টোবর ২০১০ ১৭:৩৯ | 134.105.166.235
  • লুরুতে পাওয়া যায় কালো ট্যাংরা? সরপুঁটিতে অবিশ্যি বড্ড কাঁটা! আমার মেয়ে খেতে চায় না!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত