এরা কেবল মস্করা করে। আমার দুঃখুটা কেউ বুঝলো না। যাহোক, করুণাময় ঈশ্বর এদেরকে ক্ষমা করবেন।
রবীন্দ্র রচনাবলীর সাইটে গানের স্বরলিপি গুলো কোন নোটেশনে লেখা ? মাঝে মাঝে A, B, C, D কীসব ক্যারেক্টার দেখছি !
pi | ২৮ অক্টোবর ২০১০ ১১:৫২ | 72.83.80.136
আচ্ছা, মাটির ময়না ছাড়া তারেক মাসুদের আরো কোনো একটি সিনিমা এখানে কেউ রেকো করেছিল না ? অক্ষদা ? নামটা আরেকবার বলবে ?
pi | ২৮ অক্টোবর ২০১০ ১১:৪৯ | 72.83.80.136
ফর্দ তে কী কী লেখা ? নাকি উইন্ডো শপিং ?
Samik | ২৮ অক্টোবর ২০১০ ১১:৪৪ | 121.242.177.19
আমি মার্কেটে এলুম।
pi | ২৮ অক্টোবর ২০১০ ১১:৩৯ | 72.83.80.136
আরে নীনাদি, তুমি আবার কোন গুরু পাও নাই ? ৫,৬,৭ সব ই তো পেয়েছো জানতুম ! এবারেরটা তো এখন পোস্ট হবে। কারা কারা কোন কোন বই পান নাই, একসাথে সব মিলিয়ে bulbulbhaja@gmail.com এ মেইল করে দিলে ( একজন দুজন দিয়েছেন) এইবারে সেই বইগুলো একসাথে পোস্ট করে দেওয়া হবে।
Bratin | ২৮ অক্টোবর ২০১০ ১১:১৪ | 122.248.182.16
মার্কেট ফাঁকা নাকি?
amit | ২৮ অক্টোবর ২০১০ ০৯:৩৫ | 66.30.193.213
গুন্নাইট!!
Samik | ২৮ অক্টোবর ২০১০ ০৮:৫৬ | 122.162.75.128
সু-প্রো-ভাট।
byaang | ২৮ অক্টোবর ২০১০ ০৮:৪৯ | 122.172.6.165
ঃ-)) অভ্যু
Abhyu | ২৮ অক্টোবর ২০১০ ০৮:৩৯ | 97.80.157.10
ঘাড় নাড়া পুতুলটা কেমন রুমা গুহঠাকুরতার মতো দেখতে ঃ)
ছিলো না, না? নিশ্চিন্ত হলাম। লোকে আজকাল কত কথাই বলে। সেসব শুনে ভাবলাম যাকগে, কেমন আছেন?
amit | ২৮ অক্টোবর ২০১০ ০৭:৪৭ | 66.30.193.213
ঋতুপর্ণ কোন রোলে ছিল না তো!
aleph | ২৮ অক্টোবর ২০১০ ০৭:৩২ | 151.141.84.114
ম হ র ৎ
aleph | ২৮ অক্টোবর ২০১০ ০৭:৩২ | 151.141.84.114
ম হ র্ৎ
aleph | ২৮ অক্টোবর ২০১০ ০৭:৩১ | 151.141.84.114
আহা মনে করবো কেন ভায়া? এ তো আমার জন্য নয়, আমার জন্য নয়, সবই পরোপকারে। আমার একচক্রার সাঙ্গোপাঙ্গোরা সেবা করবেন। :-) উটুব থেকে শুভ মহর্ৎ দেখে উঠলাম। বেচারা শর্মিলার জন্য কষ্ট হলো। এরকম আর্টিফিশিয়াল ন্যাকাবাংলা উচ্চারণ খুব চাপের! এদিকে আমি চিনিও না বিশেষ কাউকে। রিতুপন্নো কোন রোলে ছিলো?
Abhyu | ২৮ অক্টোবর ২০১০ ০৫:৪২ | 97.80.157.10
aleph ওটা মঃ ছিল, কিছু মনে করেন না।
Abhyu | ২৮ অক্টোবর ২০১০ ০৫:০৮ | 97.80.157.10
aleph কি সারস রাক্ষস???
Abhyu | ২৮ অক্টোবর ২০১০ ০৫:০৮ | 97.80.157.10
আরে এটা তো হয়েছে বই পাঠানোর নতুন কল হিসেবে। আগের বারে না পাওয়ার জন্যে আমি দায়ী নই। আর এবারও বই না পেলে আমি দায়ী নই - সে ক্ষেত্রে সবাই চাঁদা করে পাইকে পিটিয়ে আসবে - এই হল আমার সলিউশন।
আর ন্যাড়াদা বলেই দিয়েছে মামু খুব ভালো খাওয়ায় - সুতরাং সেটা ছাড়ার কোনো মানে নেই। ডিসেম্বরে দেখা হবে। খাওয়াও হবে। এ একেবারে হবেই।
aleph | ২৮ অক্টোবর ২০১০ ০৪:৫৭ | 151.141.84.114
খাওয়াদাওয়ার ব্যাপারে আমার বেশি কিছু চাহিদা নেই। এই এক জোড়া পাঁটা, একজোড়া ইলিশ, প্লেট দশেক পোলাও, গোটা চল্লিশ রসগোল্লা আর দুটি লবঙ্গ হলেই হয়। শত হলেও সিমেট্রির ব্যাপাট্টা তো দেখতে হবে, নাকি?
SS | ২৮ অক্টোবর ২০১০ ০২:৫৭ | 131.193.196.148
ঃ)) আমিও লিখতে যাচ্ছিলাম অভ্যুর ছড়ানোর ব্যাপারে। ক্যুরিয়রের কথাটা যে কি কুক্ষণে লিখতে গেল।
Tim | ২৮ অক্টোবর ২০১০ ০২:৫৩ | 198.82.23.190
আরে ভাটের এরর বার আরো বেশি। ঃ-)
Tim | ২৮ অক্টোবর ২০১০ ০২:৫৩ | 198.82.23.190
এইত্তো একটা অভিযোগ জমা পড়েছে। অভ্যু কই?
SS | ২৮ অক্টোবর ২০১০ ০২:৫৩ | 131.193.196.148
অ টিম, এরর বার যে প্লাস মাইনাস টেন। তাইতো লিখলাম ৯৯৯৯-১০০০১ পাতা।
nina | ২৮ অক্টোবর ২০১০ ০২:৫১ | 68.84.239.41
*পাইনা
nina | ২৮ অক্টোবর ২০১০ ০২:৫০ | 68.84.239.41
অম্মো বই পাইন ঃ-((
SS | ২৮ অক্টোবর ২০১০ ০২:৪৯ | 131.193.196.148
আরে মামুর মেনু তে যে টক আঙুরের থেকে ভালো কিছু থাকবে তার কোনো গ্যারান্টি আছে? খাবার দাবারের ক্ষেত্রে "নেই মামার চেয়ে কানামামা ভালো" পলিসিই বেস্ট।
Tim | ২৮ অক্টোবর ২০১০ ০২:৪৩ | 198.82.23.190
এখন থেকে নিয়ম হোক, যে বা যারা বই পাবেনা তাদের অভ্যু খাওয়াবে। যতগুলো বই ততবার খাওয়া। প্রয়োজনে অতিথি মেনু ঠিক কত্তে পারবে।
Tim | ২৮ অক্টোবর ২০১০ ০২:৪০ | 198.82.23.190
অ। এইজন্যই বিভিন্ন লোকজন মাঝেমধ্যেই বই পায়না বুঝি?
এসেস, লাফাচ্ছে কে? সম্ভাব্য বিজয়ী কি আমি নই? পোস্ট সরতে সরতে কোথাও না কোথাও তো আমাকে পাবে, নাকি! এই হিসেবেই সকলকেই খাওয়ানো উচিত। (স্বগতঃ গরীবের কথা বাসি হলে...)
Abhyu | ২৮ অক্টোবর ২০১০ ০২:২৫ | 128.192.7.51
ইন ফ্যাক্ট গুরুর জন্যে আমি অনেক কিছু করে থাকি। একটা সস্তার ক্যুরিয়ার দেখে দিয়েছিলাম। ডীলটা ছিল এই রকম, সব কটা বই কলকাতা থেকে ক্যুরিয়ার করে কল্যাণী যাবে আর তারপর সে বইগুলো কল্যাণী থেকে দেশে বিদেশে যাবে (দশ টাকায়)। সে জন্যেও তো কিছু খাওয়া পাওনা হয়?
Abhyu | ২৮ অক্টোবর ২০১০ ০২:২০ | 128.192.7.51
আমি তো স্বীকার করেইছি যে SS খুবই উদারমনা খাদয়ক (মানে যে খাওয়ায়) কিন্তু মামুর খাওয়ানো থেকে আমি কেন বাদ?
SS | ২৮ অক্টোবর ২০১০ ০২:০৮ | 131.193.196.148
হুম...... বেশ কনফিউজিং ব্যাপার। প্রথম পাতায় একেকটা পোস্টের পরে ১০০০০ পাতার প্রথম পোস্ট বদলে যাচ্ছে।
সম্ভাব্য বিজয়ীর তালিকায় আছে ঃ দিপু, পাই, অভ্যু, আকা আর অর্পণ। তা এদের মধ্যে সকলকেই খাওয়ানো হোক শুধু অভ্যু বাদে। অভ্যুকে নাহয় আমিই দায়িত্ব নিয়ে টক আঙুর কিনে খাওয়াবো ঃ)
৯৯৯৯-১০০০১ পাতার মধ্যে টিমের একটাও পোস্ট নেই তাই বুঝতে পারছিনা টিম এত লাফালাফি করছে কেন খাওয়ার জন্য।
Abhyu | ২৮ অক্টোবর ২০১০ ০২:০১ | 128.192.7.51
পাইয়ের জন্যে ইউক্যালি-পটাশের ফল আর কচ্ছপ ধূপ।
Tim | ২৮ অক্টোবর ২০১০ ০১:৩৮ | 198.82.23.190
হ্যাঁ হ্যাঁ আঙুরফল ইত্যাদি।
pi | ২৮ অক্টোবর ২০১০ ০১:২৪ | 128.231.22.87
আরে, আমি সেকেন হয়েছিলাম না ? যদ্দুর মনে পড়ছে, সেকেন প্রাইজটা আমার কাছে বেটার ছিল বলেই ফার্স্ট হইনি।
Tim | ২৮ অক্টোবর ২০১০ ০১:১৪ | 198.82.23.190
এত ডিস্পিউট যখন তখন মামু বরম সবাইকেই খাইয়ে দিক। হাল্কা করে।
Abhyu | ২৮ অক্টোবর ২০১০ ০০:৫৪ | 128.192.7.51
যদিও SS আমায় সাঙ্ঘাতিক ভালো খাইয়ে থাকে তবু আমি অন্যায়ের প্রতিবাদ না করে থাকতে পারি না। ওটা আমি জিতেছিলাম। দেফু না। হিসেবটা হবে তখন কি দেখিয়েছিল সেই ভাবে। মামুর (গ্যাঁড়া)কলে কিছু অ্যাডজাস্টমেন্ট হয়েই থাকে সময়ের সাথে সাথে। তাই এখন দেফু দেখাচ্ছে কিন্তু ওটা আমিই। মানে আমি-ই।
M | ২৮ অক্টোবর ২০১০ ০০:০৪ | 59.93.255.32
এইযো সবাই আমার সমিস্যেটা নিয়ে এট্টুস মাথা ঘামালে তাজ্জন্য ধন্যযোগ কিন্তু আমার অবস্থা যে কে সেই। আর আমি টেকি কথা কিছুই বুঝি না, কিন্তু আমার অরকুট কি জ্বালান জ্বালাচ্ছে, মাথার উপর এরর আছে লিখে প্রথমে লম্বালম্বি ভাবে হোম প্রফাইল স্ক্র্যাপবুক
এইসব আর বাকিরাও অমন সারি বেঁধে আসছে পুরানো অর্কুটেই। কি বিচ্ছিরি দেখাচ্ছে।আর অত লম্বা পাতা স্ক্রল করতেও ভাল্লাগছে না।
আর তালে গোলে আমি কত্ত ভাট আর টই মিস কল্লাম।ভাল্লাগেনা।
SS | ২৭ অক্টোবর ২০১০ ২৩:৪৫ | 131.193.196.148
সরি, ওটা 1987 হবে।
SS | ২৭ অক্টোবর ২০১০ ২৩:৩৯ | 131.193.196.148
আমি তো পিছিয়ে গিয়ে দেখলাম দেফু জিতেছে..... তাও ছাপ্পা মেরে।
বিশ্বাস না হয় তো নিজের চক্ষে দেখে আসুন.... গুরুর ভাটের অ্যাড্রেসবারে শেষ সংখ্যাটা 1 এর বদলে 1997 টাইপে এন্টার মারুন।
nyara | ২৭ অক্টোবর ২০১০ ২৩:২৮ | 122.172.36.151
ঈশান কিন্তু আমার কাছে বাজীতে হারার খাওয়া সুদে খাইয়ে দিয়েছে। সুদ আসলের থেকে বেশি।
Tim | ২৭ অক্টোবর ২০১০ ২৩:২৮ | 198.82.22.14
এইজন্য কেসিদাকে এত ভালো লাগে! কলকেতা গেলেই মামুর কাচ থেকে চিকেন্টা বুঝে নিতে হবে।
kc | ২৭ অক্টোবর ২০১০ ২৩:২২ | 89.203.49.18
আচ্ছা ভাটপাতা দশহাজারের পাতায় প্রথম পোষ্ট কর্নেবালাকে মামু যে বলেছিল ওহ ক্যালক্যাটতে চিকেন প্ল্যাটার খাওয়াবে, সেটার ফয়সালা হয়েছে? অভ্যু না আজ্জো নয়তো তিমি কেউ একটা জিতেছিল। অক্ষদার কী হল? তিন্চাদ্দিন হল, দেখা নাই।
SS | ২৭ অক্টোবর ২০১০ ২৩:১৫ | 131.193.196.148
11978 পাতার রেফারেন্সে...... বড়ম, আপনার কম্পুর অসুখটা অচেনা তাই কিছু সাজেশন দিলাম না।
লামা, আপনার কম্পুর কেসটায় মনে হয় IE হাইজ্যাকড্ হয়েছে। সিস্টেম কি XP, IE র ভার্শান কত? সাধারণত সিস্টেম রিস্টোরে কাজ হয়না (তবুও চেষ্টা করুন)। কারণ এটাতে atapi.sys বলে একটা ফাইল রিপ্লেস্ড হয়ে যায় আর ফাইলটা প্রোটেক্টেড। 'google redirect virus' দিয়ে একটু সার্চ করে দেখুন তো সিম্পটমগুলো মিলছে কিনা। যদি মেলে তাহলে একটা সলিউশন দেবো।
Tim | ২৭ অক্টোবর ২০১০ ২২:১১ | 198.82.22.14
ঃ-))
aleph | ২৭ অক্টোবর ২০১০ ২২:০৬ | 151.141.84.194
বাঃ,কার্তুজের বেশ স্পিরিট খুলেছে তো। জোশ! কীপিটাপ ম্যান!
Sourav | ২৭ অক্টোবর ২০১০ ২১:১৫ | 117.194.200.232
দিল্লিতে বিশ্ববিদ্যালয়ের নর্থ campus এর কাছে কিছু মধ্যবিত্ত হোটেল কেউ বাতলাতে পারো? Refresher Course করতে যাচ্ছি , নিজের accomodation লাগবে|
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন