আমার বেশ গুলিয়ে গেছে সব। ব্যাঙের ছেলে কে, ঋভু? তাহলে নিনার ছেলেপুলে কারা? কিকির(এখানে কিকি কী নামে?) ছেলেই বা কে? ইপির ছেলেপুলে কটি? চিমির কয়টি? তিলেমস এর ছেলেপিলে কয়টা? পারমিতার দুটিকে জানি, পারোলিনেরও দুটি। অক্ষদাসুন্দরীর একটি।
byaang | ২৯ অক্টোবর ২০১০ ০০:২২ | 122.172.6.191
হুচিমি দাঁড়ালো, মনে হয়।
Nina | ২৯ অক্টোবর ২০১০ ০০:২১ | 64.56.33.254
আমি তো যাচ্ছি কোল্কেতে, তোর প্রাইজের খাওয়াটা না হয় খেয়ে আসবখন
hu | ২৯ অক্টোবর ২০১০ ০০:২১ | 12.34.246.72
বিটিডাব্লু... নামটা ফাইনালি কি হবে সাব্যস্ত হল কিছু?
hu | ২৯ অক্টোবর ২০১০ ০০:২০ | 12.34.246.72
অত সোজা নয়। এই পাতায় এখন যারা লিখবে সবাই ফাস।
byaang | ২৯ অক্টোবর ২০১০ ০০:২০ | 122.172.6.191
ফার্স্টো পেরাইজেই তো পাপ ছিল।
Nina | ২৯ অক্টোবর ২০১০ ০০:২০ | 64.56.33.254
ইস খুশি মে একটা গান শোনা ইপিস্তো--আমি যে হেল্পালাম ;-)
pi | ২৯ অক্টোবর ২০১০ ০০:২০ | 128.231.22.87
নাঃ , দড়িটা আরেকটু দূর !
byaang | ২৯ অক্টোবর ২০১০ ০০:১৯ | 122.172.6.191
বেড়াল আর বাঘ।
Nina | ২৯ অক্টোবর ২০১০ ০০:১৯ | 64.56.33.254
আম্মো একটা বড় চকো নিয়ে বসলুম---ছেলেটাকে আবার কেনে দিও কিন্তু কালকেইঃ-))
pi | ২৯ অক্টোবর ২০১০ ০০:১৯ | 128.231.22.87
মনে হচ্ছে, এবার আর সেকেন হওয়া হল না। ফার্স্ট ই হয়ে গেলুম ! ঃ(
aleph | ২৯ অক্টোবর ২০১০ ০০:১৮ | 151.141.84.114
এখানে কারা যেন মাসি-বোনঝি ছিলো সম্পর্কে?
Nina | ২৯ অক্টোবর ২০১০ ০০:১৭ | 64.56.33.254
চিমনি টা যেন কেমন বুড়ো বুড়ো সান্টাক্লস
byaang | ২৯ অক্টোবর ২০১০ ০০:১৭ | 122.172.6.191
ঠিক বলেছো নিনাদি। আমি এক্ষুনি একটা বড় চকোলেট বার সাবড়ালুম ক্ষিদের চোটে। ছেলের জন্য কিনে এনেছিলাম, কিন্তু ভাটাতে বসে এমন ক্ষিদে পেল, আর সামলাতে পারলাম না। আহ রে ঘুমন্ত ছেলেটা জানতেও পেলে না!
pi | ২৯ অক্টোবর ২০১০ ০০:১৭ | 128.231.22.87
ভালো কথা, এইটা জেইউ তে শোনা। সত্যি মিথ্যা জানিনে বাপু। ঐ সোনার কেল্লার মুকুল যখন ছাত্তর ছিল, তখন নাকি একবার চিমা এসেছিলেন। আর মুকুলদের গ্রুপ নাকি চিমা কিমা মিলিয়ে কী এক গান বেঁধেছিল, তাতে নাকি চিমাবাবু খুব রেগে গিয়ে তাদের তাড়া করেন।
Nina | ২৯ অক্টোবর ২০১০ ০০:১৭ | 64.56.33.254
ইস্স্শ! আরও ক্ষিদে পেয়ে গেল---ক্ষি ভাল স্টেক হাউস
aleph | ২৯ অক্টোবর ২০১০ ০০:১৫ | 151.141.84.114
চিমনি ও ভালো। :-)
hu | ২৯ অক্টোবর ২০১০ ০০:১৫ | 12.34.246.72
এবার দেখছি আস্তে আস্তে হোচিমিনে চলে যাবে। না বাপু,অত অভিশ্রুতি অভিনিহিতির হ্যাপা পোয়ানো সম্ভব না এই বয়সে। তারপর ইপিস্তাবাক্সোর পাসওয়ার্ডের মত দশা হবে। আসল নামটাই ভুলে যাব।
pi | ২৯ অক্টোবর ২০১০ ০০:১৪ | 128.231.22.87
বা, চিমা।
Nina | ২৯ অক্টোবর ২০১০ ০০:১৪ | 64.56.33.254
চিমি বল্লেই চাঙ্গা মনে পড়ে যায়--চিমিচাঙ্গা আর ক্ষিদে পেয়ে যায়ঃ-))
byaang | ২৯ অক্টোবর ২০১০ ০০:১২ | 122.172.6.191
তাহলে ছোট্টো করে, কিউট করে শুধু চিমি?
Nina | ২৯ অক্টোবর ২০১০ ০০:১০ | 64.56.33.254
রাগস ক্যান হুচি, নামগুলো কিন্তু এক সে বঢ় কর এক ঃ-)))))
hu | ২৯ অক্টোবর ২০১০ ০০:১০ | 12.34.246.72
না না। চিমটে শুনলেই গাঁজার কথা মনে পড়ে। আমি ভালো লোক। গাঁজাটাঁজা খাই না।
pi | ২৯ অক্টোবর ২০১০ ০০:০৯ | 128.231.22.87
চিমটে টা বেটার লাগছে শুনতে।
hu | ২৯ অক্টোবর ২০১০ ০০:০৯ | 12.34.246.72
কেন? নিষিদ্ধ কেন? আজ কি তিথি?
hu | ২৯ অক্টোবর ২০১০ ০০:০৮ | 12.34.246.72
এসব অখাইদ্য নামে ডাকলে আমি খেলব না ঃ-X
আর এসব তালা-চাবির ব্যাপারে রবিদাদুর কথা কানে না তোলাই ভালো। দাদু যা তা রকমের কনফিউসড ছিলেন।
byaang | ২৯ অক্টোবর ২০১০ ০০:০৫ | 122.172.6.191
আজকে কিন্তু ভাটানো নিষিদ্ধ। তবুও যারা নিয়ম ভেঙ্গে ভাটাবে, মামু তাদের পাপ দেবে।
byaang | ২৮ অক্টোবর ২০১০ ২৩:৫৫ | 122.172.6.191
চিমিতে, চাবি ক্যামোন করে পাওয়া যাবে? চাবি পেতে গেলে তো ঘর ভাঙ্গতে হবে।
hu | ২৮ অক্টোবর ২০১০ ২৩:৪৫ | 12.34.246.72
খুঁজে পাওয়া গেল তাহলে? চাবি মিললো?
pi | ২৮ অক্টোবর ২০১০ ২২:৩২ | 72.83.80.136
হুঃ , হত ইহা ইপিস্তাবাস্কো, ঠিক খুঁজে পাওয়া যেত, সে তাকে নিয়ে তোমরা যা বলো তাই বলো না ক্যানো !
Samik | ২৮ অক্টোবর ২০১০ ২২:২৯ | 122.162.75.97
কু.পটাশ মহোদয়া,
আপনার ইমেলটি আমি এক্ষণে আর খুঁজিয়া পাইতেছি না, দয়া করিয়া যদি আমাকে mukherjee.samik জিমেলে একটি পত্র প্রেরণ করেন তো বাধিত হই।
pi | ২৮ অক্টোবর ২০১০ ২১:৪৭ | 72.83.80.136
আর ভেবে দেখলুম, এই গানটা আমার পি এইচ ডি গাইডকে শোনানো উচিত ছিল। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না তুমি তো ঘোরো সাবাটিক্যালে ,আমি যে কেন যাই না ঃ((
pi | ২৮ অক্টোবর ২০১০ ২১:৪৪ | 72.83.80.136
দ্যাখো বাপু কাত্তুজ, ৮ এর মধ্যে তোমাকে যখন ৮.৮ একবার দিয়ে দিয়েচি , তখন তোমার সত্যেন বোস হওয়া আটকাবে এমন সাধ্য কোনো দোকানের নাই। এ জম্মে না হলে, পরের জম্মে। আলেফের পরামর্শটি ভালো। স্পিরিচুয়াল ব্যবসা করলে পরের জন্মের ব্যাপারটা অনেকটা এনশিওরড হতে পারে।
Nina | ২৮ অক্টোবর ২০১০ ২১:৩৯ | 64.56.33.254
নাকি সবুজ ;-)
aleph | ২৮ অক্টোবর ২০১০ ২১:৩৭ | 151.141.84.194
তাচ্চেয়ে স্পিরিচুয়াল ব্যবসা ধরো। লাল হয়ে যাবে। ঃ-)
Kartuj | ২৮ অক্টোবর ২০১০ ২১:৩০ | 59.93.216.237
এত স্পিরিট বাড়ছে, এবার একটা স্পিরিট ল্যাম্পের দোকান খুলি। স্বাধীন ব্যবসা। চলবে কিনা তা জানি না।
Kartuj | ২৮ অক্টোবর ২০১০ ২১:২৯ | 59.93.216.237
কবে আর হবো? এত বয়েস হয়ে গেল। যা দোকানে ঢুকিচি, আর কিছুই তো নেই লাইফে। ভবিষ্যতে হয়ত এ দোকান ছেড়ে এরমই কোনো অন্য দোকানে ঢুকতে হবে। সত্যেন বোস আর কি করে হবো?
জীবন বহিয়া গেল বৃথা এই তীরেতে বসিয়া সমুখেতে একে একে ভেসে গেল সব রং-রসিয়া।
বাব্বাহ! ইপিস্তো কি গাআআনই না গাইছে , কিচু শুন্তেই পাচ্ছেনা--
Arpan | ২৮ অক্টোবর ২০১০ ২১:২১ | 216.52.215.232
অথবা লিটল জনি।
hu | ২৮ অক্টোবর ২০১০ ২১:১৩ | 12.34.246.72
প্যারাসাইটদের ওপর অত দয়া না দেখিয়ে এদিকেও তো একটু বিতরন করতে পারো!
কাত্তুজের কি জানার ইচ্ছা!! এ তো সত্যেন বোস হবেই। আইনস্টাইনও হতে পারে!
Nina | ২৮ অক্টোবর ২০১০ ২১:১০ | 64.56.33.254
একি একি--আমার বেলায় যে বলা হয় গান গাইবার সময় নাই ঃ-((--অম্মো শুনবো, ইপিস্তোর গান
pi | ২৮ অক্টোবর ২০১০ ২১:০১ | 72.83.80.136
আমি বোঝানোর ব্যাপারটা আকাদা , আলেফ কিম্বা টিমকে আউটসোর্স কল্লুম। আপাতত গান গাইছি। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাইনা। ভালো করে তুলে নিয়ে প্যারাসাইটদের শোনাতে হবে। মাইক্রোস্কোপ রুমে তাদের খুঁজতে যখন ঘণ্টার পর ঘণ্টা বসে থাকবো।
Kartuj | ২৮ অক্টোবর ২০১০ ২০:৪৯ | 59.93.216.237
*দিদিমণি
Kartuj | ২৮ অক্টোবর ২০১০ ২০:৪৮ | 59.93.216.237
আপনি তো জানেন দিদ্মণি আমার ঘটে অত বুদ্ধিসুদ্ধি নাই। কেন হিন্ট দিয়া হিন্টের অবমাননা করিবেন? খোলসা করিয়া কয়ে দিন না। পিলীঈঈঈঈঈঈঈঈজ।
নিন স্মাইলিটা আবার দিলুম। ঃ-;
pi | ২৮ অক্টোবর ২০১০ ২০:৪৪ | 72.83.80.136
আমার পোস্টেই হিন্ট আছে। ঃ)
Kartuj | ২৮ অক্টোবর ২০১০ ২০:৩৯ | 59.93.216.237
ওহো আপনার পোস্টটি দেখি নাই, তখন লিখিতেছিলাম।
কিন্তু সত্যেন বোস কি করিয়া হইব? আমার কোন গুণ দেখিয়া আপনার এরূপ মনে হইল, যদি বলেন। :-D
Kartuj | ২৮ অক্টোবর ২০১০ ২০:৩৭ | 59.93.216.237
হ্যাঁ ভালো কথা, পার্ট মার্কিং করতে হইব উত্তরে, হঠাৎ ৮ এ ৩ বসিয়ে দিলুম, উটি হবেক লাই। প্রথম পার্টে কত, পরের পার্টে কত। প্যারা করে লিকিচি ঐ জন্যেই।
সেই স্মাইলিটা দিয়ে যাই। পরীক্ষকের পছন্দসই কাজ করা বাঞ্ছনীয়, যাহাতে পরীক্ষকের impression ভালো হয়, ইহা অবিশ্যি কবি বলেন নাই, বাল্যকালে শিক্ষক মহোদয়গণ কান পাকড়াইয়া শিখাইয়াছিলেন।
সুতরাং,
ঃ-;
পাস করাবেন কিন্তু দিদিমণি।
pi | ২৮ অক্টোবর ২০১০ ২০:৩৪ | 72.83.80.136
৮.৮। বড় হলে তুমি সত্যেন বোস হবে, বৎস।
Kartuj | ২৮ অক্টোবর ২০১০ ২০:৩০ | 59.93.216.237
প্রশ্নের উত্তরঃ
তাড়া মানে ঐ যে, অনেকে বাড়ি গেলেই নানা অছিলায় তাড়াই তাড়াই করে না অনেক সময় আইজ কাইল, গেলেই বাঁচি, কবি সেই তাড়ার কথাই বলিতে চাহিয়াছেন।           কবি অবশ্য কোথাও স্বয়ং এরকম তাড়া খান নাই, তবে অন্য ব্যক্তিকে খাইতে শুনিয়াছেন কানাঘুঁষো মারফত, সেই অভিজ্ঞতা অবচেতনে প্রচ্ছন্ন রহিয়া গিয়াছিল তাঁর, তাহাই উক্ত লাইনে স্ফুলিঙ্গস্বরূপ আপনার পরিচয় রাখিয়া গিয়াছে।
পাইদি ৮ এ কতো পাবো? ক্ষি অবস্থা, আমারই ছড়া লইয়া পাঠ্যাংশের প্রশ্নের উত্তর আমারে লিখিতে হইতেছে। এমম্বিধ দিনও আসিল এই ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবনে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন