এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ২৯ অক্টোবর ২০১০ ০৯:৫৮ | 122.162.75.209
  • "কি' হলে হ্যাঁ ও না-তে উত্তর। ঠিক।

    তা হলে ... পুজোতে "কী' আসা হয়েছিল কলকাতায়?

    আপনি "কী' অনেকদিন বিস্মিত হন নি ...

    এগুলোর উত্তর তা হলে হ্যাঁ বা না-তে হবে না?
  • arindam | ২৯ অক্টোবর ২০১০ ০৯:৫৫ | 202.56.207.56
  • "কি' হলে হ্যাঁ ও না তে উত্তর, "কী' হলে আরো কিছু কথা, তাই "কী'টা দিলাম...
    পটি করে ওগুলো ব্যবহার করেছতো, তাহলেই হবে, উফ সুচিত্রা সেইরকম , বাসুদেব মালাকার ও তাই...
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ০৯:৫৪ | 24.42.203.194
  • এই যে আর একটা গান।

  • Samik | ২৯ অক্টোবর ২০১০ ০৯:৫২ | 122.162.75.209
  • ও হ্যাঁ, দেশে ঐ সব গল্পের সঙ্গে পাল্লা দিয়ে সেই "আউসুইচ'-এর ভ্রমণকাহিনি। ঃ-)) বাঁধিয়ে রাখার মত একটা সংখ্যা।
  • Samik | ২৯ অক্টোবর ২০১০ ০৯:৫১ | 122.162.75.209
  • তবে ইয়ে অরিন্দম, নিচের দুটো "কী'-ই "কি' হবে।
  • Samik | ২৯ অক্টোবর ২০১০ ০৯:৫১ | 122.162.75.209
  • অরিন্দমকে ক্ক-য়ে ক্ক-য়ে ক্কঅঅঅ। সুনীলের লেখাটা পড়ার পরেই আমার এট্টু এট্টু পটি পেতে শুরু করেছিল, শীর্ষেন্দু পড়ার পরে বেগটা জোরে এসে গেল, তারপরে সুচিত্রা ভশ্চাজ্জি, ওফ্‌ফ্‌, সে কি গা-গুলোনি, বমি হয়ে যায়-যায়।

    কেন চল্লিশটা টাকা খচ্চা করে কিনলাম ঃ-((((
  • arindam | ২৯ অক্টোবর ২০১০ ০৯:৫০ | 202.56.207.56
  • বিবেকের মৃত্যু
    ঃ)
  • Samik | ২৯ অক্টোবর ২০১০ ০৯:৪৯ | 122.162.75.209
  • বিবেক নিয়ে হেদিয়ে মর্ছিল না ব্যাংদিদিমণি?

    আজ বিবেকের বিয়ে।
  • arindam | ২৯ অক্টোবর ২০১০ ০৯:৪৮ | 202.56.207.56
  • আপনি কী অনেকদিন বিস্মিত হননি...মানে "এইরকম কিছু লেখা হয়'(নেগেটিভ অর্থে) ভুলতে বসেছেন। তাহলে শীঘ্র ১৪ই অক্টোবর দেশের বিশেষ গল্প সংখ্যায় প্রথমে সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পটা পড়ুন তারপর শীর্ষেন্দু মুখোপাধ্যায়...
    ব্যস্‌ আর কিছু দরকার নেই...
  • arindam | ২৯ অক্টোবর ২০১০ ০৯:৪৩ | 202.56.207.56
  • বাকিংহাম প্যালেসটা কিনে নিলে হয় তাহলে ব্যাঙ রাজকুমারী পার্ট ২ প্রকাশ পায়....
    ঃ)
    পুজোয় কী আসা হয়েছিল কলকাতায়?
  • Arpan | ২৯ অক্টোবর ২০১০ ০৮:৫০ | 122.252.231.10
  • "ভেঙ্গে মোর ঘরের চাবি' ঠিকই আছে। চাবি ভাঙ্গা মানে এখানে পাসওয়ার্ড ক্র্যাক করার কথা হচ্ছে। দাদু ত্রিকালজ্ঞ পুরুষ ছিলেন।

    আর পাইদিদির জন্য পোশ্নো। মশা নিয়ে দাদুর কী কী গান আছে?
  • byaang | ২৯ অক্টোবর ২০১০ ০৮:৩২ | 122.172.1.143
  • বাঃ, সক্কাল সক্কাল পয়সা উসুল!
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ০৮:২৭ | 24.42.203.194
  • এই নেন গান শোনেন।



    এটার পরে আর একটা দেব নে।
  • byaang | ২৯ অক্টোবর ২০১০ ০৭:৩৩ | 122.172.1.143
  • কল্লোলদা, শিগ্গিরি একবার ফোন করবে? আমি সব্বার নম্বর হারিয়ে বসে আছি। খুব দরকার।
  • byaang | ২৯ অক্টোবর ২০১০ ০৭:১০ | 122.172.1.143
  • মাইরি, চাগ্রি নাই, ফিলিম বানানোর পয়সা নাই, তাতেও অমন একখানা রান্নাঘর, অমন সব সোফা! পেরেম করে ঝিলপারে, ইদিকে আবার ট্যাকচি চড়ে! দার্জিলিঙের ইস্কুলে ড্রামাটিচারের চাগ্রি পেয়ে বোধহয় বাকিংহাম প্যালেসটাই কিনে নেবে!
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ০৭:০৫ | 24.42.203.194
  • ও ঐ যে নতুন কি যেন ঝাঁ চকচকে সিনিমাটা যেখানে প্রমোদের ক্যান্টিন দেখাইছে, সেটাও যাস্ট বাল। কলেজ স্টুডেন্টের যা ঘরবাড়ি দেখাল সে মাইরি এদ্দিন চাগরি করেও সম্ভব না। ভাবছি আবার কলেজে অ্যাডমিসন টেস দেই - এবারে সোশিওলজিতে দেব।ঃ) ব্যাঙই এসব কইছিল তো, ঠিক কইসে।
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ০৬:৫২ | 24.42.203.194
  • আছে বই কি ঃ)
  • byaang | ২৯ অক্টোবর ২০১০ ০৬:৪৮ | 122.172.1.143
  • মানে কী? ভাটানোর আবার সময় অসময় আছে নাকি!
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ০৬:০৯ | 24.42.203.194
  • কখন যে ভাটাব ঠিক বুইতে পারি না। ;)

    যাইহোক দেশে সুচিত্রা ভটচাযের লেখাই পড়ুন বা ধিঙ্গোরায় পয়সা দিয়ে কিনে সুমন ঘোষের সিনিমাই দেখুন সবই চুরি করা। আধুনিক গল্পে যেমন হয় বউ আছে, বর আছে, মোটামুটি স্বচ্ছল পরিবার। গাড়ি আছে, আধুনিক গল্পে/সিনিমায় আরও থাকে ঝাঁ চকচকে বাড়ি, একটা গাড়ি, খানিক মদ্যপান, হেব্বি স্মার্ট কথাবার্তা। আসলে হল পরকীয়ার গপ্পো - স্বামীটা মোটামুটি কেবল কান্তি, ভালো লোক কিন্তু বেসিকালি বিছানায় কেলাস। ওদিকে পরকীয়ার লোকটি যাকে বলে পর্ণো স্টার। এদিকে সাংসারিক হিসেব নিকেশ ওদিকে রোমান্সে গদগদ। এরপরেই বরের মারণ রোগ - ইদার ক্যান্সার অর ব্রেণ টিউমার - ব্যাস পরকীয়ার মধ্যে অদৃশ্য দেয়াল। বেসিকালি 'ডেকালগ' থেকে টোকা মাল। এই ফিকশন ব্যপারটা এতই হেজে গেছে যে এর থেকে অরূন্ধতী (অরুন্ধতী নয়) রায়ের প্রবন্ধ বেশি এন্টারটেইনিং।

    বলে কি হবে এই যে লেগ স্টাম্পের ওপর লোপ্পা হাফভলি দিলাম তাতেও খুচরো এক রান।
  • Nina | ২৯ অক্টোবর ২০১০ ০২:৩৭ | 64.56.33.254
  • আম্মো কাটলুম--বাড়ী যাই--টাটাবাইবাই
  • byaang | ২৯ অক্টোবর ২০১০ ০২:৩১ | 122.172.6.191
  • গুন্নাইট সব্বাইকে। ঘুমোতে গেলাম।
  • Nina | ২৯ অক্টোবর ২০১০ ০২:২৩ | 64.56.33.254
  • সবে এদেশে এসেছি--ছেলে চার বছরের--ইশ্‌কুলে গেছে আমার কি ভয়--অঙ্ক তো পটাপট করে দেবে কিন্তু ইয়াঙ্কি-ইনজিরি তে এদের সঙ্গে কি করে কতা বলবে?
    জিগালাম--তোর শুলে বন্ধু হল কেউ?
    চোখদুটো ঝকঝক করে উঠল--টানটান হয়ে দাঁড়িয়ে বল্ল হ্যঁআআআ
    এঞ্জেলা--রদ্দুরের মতন চুল!
  • byaang | ২৯ অক্টোবর ২০১০ ০২:২২ | 122.172.6.191
  • অ নীনাদি, বুড়ো বয়সে আমার সাথে থেক, আমারও বাড়ীর কাজ কত্তে কি খারাপ লাগে কি বলবো!
  • byaang | ২৯ অক্টোবর ২০১০ ০২:২০ | 122.172.6.191
  • দে, নিনাদি, পাল্লিন এর পুঁটীদুটো যে কি মিত্তি কি মিত্তি বলে বোঝাতে পারবো না! অমন চাঁদের আলো লক্ষ্মীপুঁটী আর দেখি নি।
  • Nina | ২৯ অক্টোবর ২০১০ ০২:১৮ | 64.56.33.254
  • আহা, সত্যি গো--সেই সঙ্গে ছোট্ট জাঁতি কুটুর কুটুর অর কত গপ্প পুটুর পুটুর--
    হায় কৈ লৌটা দে মেরে বিতে হুয়ে দিন!

    ওহ!পাল্লিন আজই নাহয় চলে যাই ইন্ডিয়ান স্টোর্সে ---কচু আর ছাতুর খোঁজে!

    দেবুরে--পা জোড়া লেগে গেল, ধ্যুস আবার সেই ইয়া কর উয়া কর--যেমন রান্না বান্না--আমার বাড়ীর কাজ কত্তে একটুও ভাল্লাগেনা--
  • P | ২৯ অক্টোবর ২০১০ ০২:১৭ | 109.76.233.81
  • দে , সময় পাই কই ? পুঁটীরা নয়, আমার নতুন চাগ্রি হেব্বি চাপের।

    পুঁটীরা ভালো। ছোটোপুঁটী বাড়িময় হামা দিচ্চে , এটা-সেটা মুখে পুরে দিচ্চে আর বকলেই মুখ থেকে বের করে মায়ের মুখে ঠুসে দেবার চেষ্টা চালাচ্চে। আর বড় পুঁটী মায়ের বকুনি শুনে বলচে "রয়া , ইউ পুওর লিটিল বেবি" !

    আর সেদিন ক্রেশে্‌ফরত গাড়িতে বসে উদাস মন্তব্য কল্লে " আই লাইক ব্লন্ড হেয়ার মা , নট মাই ব্ল্যাক হেয়ার"। আমি শুনে খানিক থতমতিয়ে খেয়ে দীর্ঘশ্বাস ছাড়লুম , আমার মেয়ের মেয়েবেলা দুবছরেই শুরু হয়ে গেল।
  • P | ২৯ অক্টোবর ২০১০ ০২:১১ | 109.76.233.81
  • নীনা নীনা , গোপাল জর্দা কি আর শুধু জর্দা ? আমার দিদার নরম নরম হাত , একটু কুঁচ্‌কানো আর লোল গায়ে পাত্‌লা নরম "ইঞ্চিপাড়ের" সাদা ছাপা শাড়ি আর সারা গাময়-শাড়িময় সেই মিষ্টি জর্দার গন্ধ। বুক ভরে গন্ধ নিয়ে ধরে রেখে দিয়েছি ঃ)
  • Nina | ২৯ অক্টোবর ২০১০ ০২:০৬ | 64.56.33.254
  • আরে আমাদের তো বনারসী জরদা , নাম নেই # আছে--কত স্ট্রং --কিম্বা নামটা খেয়ালই করিনি
    বাবা জর্দ্দা ৪২০ আহ! কি সুগন্ধ, কি মাতা শোঁ শোঁ করে ঘোরে;-)
    ( কি বিদ্‌ঘুটে # সাধে বিহার আর ইউপি)
    গোপাল বল্লেই আমার মনে পড়ে
    কলকাতায় দেয়ালের বিজ্ঞাপন
    গোপালের গেঞ্জী ও জাঙ্গিয়া পরুন
    নীচে কে লিখে দিয়েছে
    তাহলে গোপাল কি পরিবে
  • byaang | ২৯ অক্টোবর ২০১০ ০২:০৩ | 122.172.6.191
  • জদ্দায় আমার খুব ভয়। পার্ট ওয়ানের আগে আহিরিটোলার কাছে এক বন্ধুর বাড়ি গেছি নোট্‌স আনতে। গিয়ে যা হয় আর কি, হাহাহিহি, সামনে বন্ধুর ঠাকুমার জদ্দার কৌটো দেখে দুজনেই এট্টু মানে বেশ খানিকটা করে চেখেছি, ওরে বাবা তাপ্পর ডান পা ফেলতে চাইলে, বাঁ পা পড়ছে। সাম্নে এগোতে চাইলে কে যেন পিছন থেকে টেনে ধরছে, ইদিকে আমাকে ফিরতে হবে সেই কাঁকুরগাছি। ক্যামোন করে ফিরেছিলাম, আর মনে নেই।
  • de | ২৯ অক্টোবর ২০১০ ০১:৫৮ | 134.105.166.235
  • এমা নীনাদি গোপাল জদ্দা শোনেনি -- আমার ছোট পিসিমা খেতেন, আমি শুধু গন্ধের টানে পানের বাটার কাছে গে' বসে থাকতাম!
  • byaang | ২৯ অক্টোবর ২০১০ ০১:৫৭ | 122.172.6.191
  • সত্যি সত্যি লেডিজ স্পেশ্যাল হয়ে গেছে। হুচি, ইপিস্তা, আলেক্ষ, নিনা, দে, পাল্লিন আর ব্যাঙ। অক্ষ,পামিতা আর মামি এলেই ষোলকলা পুর্ণ হয়। ঃ-)
  • de | ২৯ অক্টোবর ২০১০ ০১:৫৬ | 134.105.166.235
  • পাল্লিন,
    সেই পুজোর আগে এগবার উঁকি দিছিলে -- ঃ))
    পুঁটিরা কেমন?

    ভালো আছি নীনাদি! তোমার পা জোড়া লেগেছে?
  • Nina | ২৯ অক্টোবর ২০১০ ০১:৫৬ | 64.56.33.254
  • আরে P, ঐ ছাতুর ঝোল আমি এই উইকএন্ডেই ট্রাই করব--শুনে অব্দি শুদু জিভে জল---

    আর গোপালের গেঞ্জী জাঙ্গিয়া শুনিচি--জদ্দাও করে?ঃ-০
  • byaang | ২৯ অক্টোবর ২০১০ ০১:৫১ | 122.172.6.191
  • ঐ তো, ঐ তো, পাল্লিনেরো এক অবস্থা! কি কুক্ষনে ফর্মে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি লিখেছিলুম। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না, তাদের কি সুন্দর ক্যাশবাক্স থেকে মাইনে দিল, আর আমার চেক সোজা ব্যাঙ্কে চালান করে দিল। তারউপর ব্যাঙ্কে ওরম হেনস্থা!
  • P | ২৯ অক্টোবর ২০১০ ০১:৫১ | 109.76.233.81
  • দে , ঃ)

    ছাতুর কথা মনে পড়তেই আর নিজেকে ধরে রাখতে পাল্লুম না। আট আঙ্গুল দে সরসরিয়ে লেখা বেইরে এল।
  • Nina | ২৯ অক্টোবর ২০১০ ০১:৫০ | 64.56.33.254
  • আহা P এস এস, অনেক বছর আয়ু , এক্ষুনি তোমারই কচু+ছাতুর গুণ গাইছিলাম ;-)
    আর দেবু যে--কেয়ন আছিস?
  • de | ২৯ অক্টোবর ২০১০ ০১:৫০ | 134.105.166.235
  • আমারটা স্টাইপেন্ড -- হস্টেলের খচ্চা কেটে নিয়ে বাকিটা খামে করে হাতে দিছিলো --

    অবিশ্যি তার অনেক আগে থেকেই টিউশনি কত্তাম -- সেই হিসাবে ওগুলোই পেত্থোম আয় --
  • P | ২৯ অক্টোবর ২০১০ ০১:৫০ | 109.76.233.81
  • গোপাল জর্দা না থাকলে দিস না। অন্য জর্দা দে পান খেয়ে আমার বড় মাতা ধরে।
  • de | ২৯ অক্টোবর ২০১০ ০১:৪৭ | 134.105.166.235
  • পাল্লিনের রেসিপি আমারো হেব্বি পছন্দ হলো -- রেসিপির থেকেও উপকরণের বিবরণ!
  • P | ২৯ অক্টোবর ২০১০ ০১:৪৭ | 109.76.233.81
  • আসলে বোধকরি নামের গন্দে গন্দে চলে এনু । নীনা ,আমার বড়মার হাতের ঐ ছাতুর ঝোল। আজ লিখে থেকে জিভ-মন সব হু হু কচ্চে।

    ব্যাং, কি আশ্চজ্জ ! আমারো প্রথম মাইনে সাড়ে তিন হাজার ছিল। হাতে টাকা না দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে চালান করেছিল বলে সে কি দুক্কু কি দুক্কু।
  • byaang | ২৯ অক্টোবর ২০১০ ০১:৪৫ | 122.172.6.191
  • ঃ-)) নিনাদি।
  • byaang | ২৯ অক্টোবর ২০১০ ০১:৪৫ | 122.172.6.191
  • আসুন, বসুন, চৌকি পেতে দি, পান সেজে দি।
  • P | ২৯ অক্টোবর ২০১০ ০১:৪৪ | 109.76.233.81
  • আমি পুজু ইস্পেশাল পড়তে পড়তে এট্টূ ভাটাতে এনু।
  • Nina | ২৯ অক্টোবর ২০১০ ০১:৪৩ | 64.56.33.254
  • বালাই ষাট , খুঁড়িসনা--আম্মো বলতাম আমার কিস্যু হয়না, সদ্দিও না---আর ঠ্যাঙ্গ ভাঙ্গল তো সেই বাঁ--টি--সেই গাড়ী চালিয়ে আপিশ করা বন্ধ হলনি ! হায় কি গাধা লগ্নে জম্ম আমার!
    আর ব্যাঙের ছাতার স্বপ্ন দেকলেই এখন কচু খুঁজে ঝোল রাঁধ আর খা ;-)) ক্ষতি কি? জব্বর রেসেপি P এর--কত্তেই হবে এটা---
  • byaang | ২৯ অক্টোবর ২০১০ ০১:৪৩ | 122.172.6.191
  • বেশ হু'জ হু র মত ব্যাপার হয়েছে? ঃ-)
  • byaang | ২৯ অক্টোবর ২০১০ ০১:৪২ | 122.172.6.191
  • কোনো কাজই দেয় না, পিপুফিশুবাবু পিঠ ফিরিয়ে শুয়ে থাকেন, তাই সব কাজই আমার ঘাড়ে এসে চাপে।
  • de | ২৯ অক্টোবর ২০১০ ০১:৪০ | 134.105.166.235
  • *কান

    হু কে?
  • de | ২৯ অক্টোবর ২০১০ ০১:৩৯ | 134.105.166.235
  • কিছু হতেই হবে এমন কে বল্লো -- এম্নি এম্নিও তো বলা যায় -- পেট কন্‌কন, কন ঝনঝন, মাথা বন্বন বা পা টন্টন -- তাতেও কাজ দেয় ঃ))

    কদ্দিন পরে এট্টু এলুম !
  • byaang | ২৯ অক্টোবর ২০১০ ০১:৩৫ | 122.172.6.191
  • আমি দেখেছি ছোটোবেলা থেকেই এই বিবেকবাবু আমাকে খুব জ্বালান।
    পুজোর ছুটিতে দেদার ফাঁকি মারছি, লুকিয়ে লুকিয়ে বড়দের পুজোসংখ্যা পড়ছি হয়তো রাত্তিরবেলায়, আর পাড়ায় জলসা হচ্ছে। কিশোরকন্ঠি উঠেই প্রথমে কোন গান গাইলেন? না, জিন্দেগি কি সফর মে জো গুজর যাতে হ্যায়। ভয়ে হাড় হিম হয়ে গেল, ইতিহাস বই খুলে বসতে হল। কার জন্য, ন ঐ বিবেকমশাইয়ের জন্য।
    জীবনের প্রথম চাকরির প্রথম মাইনে সাড়ে তিন হাজার টাকা। ব্যাঙ্কে টাকা তুলতে গেলুম, না দশটাকার নোটে সাড়ে তিনহাজার টাকা দিল, দিয়ে বললো, গুনে নিন। খুব ঝগড়া করলাম, তাতেও একশ টাকার নোটে দিল না। সেই ঝগড়া করার জন্য রাত্তিরে বিবেকবাবু আমাকে কী স্বপ্ন দেখালেন? না দেশ জুড়ে টাকার নোট উঠে গিয়ে ব্যাঙের ছাতা চালু হয়েছে, এক টাকা মানে একটা ব্যাঙের ছাতা। আমি ব্যাঙ্কে গেছি, আর হাজার হাজার ব্যাঙের ছাতা মাটিতে ছড়িয়ে দিয়ে ব্যাঙ্কের লোকটা বলছে - কিরে ক্যামোন মজা! খুব তো ঝগড়া করেছিলি, এখন গুনে গুনে সাড়ে তিনহাজার ব্যাঙের টাকা তোল, এই নে ফ্রি বস্তাও দিলাম।

    নিনাদি, কী বলবো তোমাকে দুঃখের কথা, ঠ্যাঙ ভাঙ্গা তো দূরের কথা, এমনই পাথরকুচি স্বাস্থ্য, সর্দিটুকু অব্দি হয় না আমার। ঃ-(( ব্যাগার খেটে খেটেই মলুম।
  • Nina | ২৯ অক্টোবর ২০১০ ০১:২৩ | 64.56.33.254
  • ওরে ব্যাং, ছেলেকে নিয়ে পলাইবি --টকের জ্বালায় পালিয়ে গিয়ে তেঁতুলতলায় বাস! তাচ্চেয়ে ছেলে এট্টু বড় হলে, ঠ্যাঙ্গটা সামান্য ভাঙ্গলে --কদিনের ছুটি ---ছেলে এক্কাপ চাও করে দিতি পারে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত