অটোগ্রাফের ট্রামলাইন গানটা বেশ ভালো লাগল। গলাটা কি নীপবীথির?
অন্যটা ভালো লাগল না।
অটোগ্রাফ দেখতে চাই। কোথাও পাওয়া যাচ্ছে?
biskut | ০১ নভেম্বর ২০১০ ২২:১০ | 202.78.232.10
aka, ছবি দেখুন ন দেখুন, গান গুলো মিস করবেন না; দেবজ্যোতি মশায় বেশ ভালো নামিয়েছেন ব্যাপারটা
biskuT | ০১ নভেম্বর ২০১০ ২২:০৭ | 202.78.232.10
কার্তুজদাদা কি বন্দুক-পোরা হয়ে চুপিয়ে গেলেন?
aka | ০১ নভেম্বর ২০১০ ২১:৪৩ | 168.26.215.13
বলি রিলিজ করে গেছে? ডিসেম্বর অবধি চলবে নিশ্চয়ই। ঐটা দেখব বলে ঠিক করে রেখেছি।
Kartuj | ০১ নভেম্বর ২০১০ ২১:২২ | 59.93.218.26
আমি বিড়ি খাই বটে, কিন্তু এই মুহূর্তে খাচ্ছিলাম না, উহারাই জ্বালাইতেছিল। কিসে বুঝলেন ? ঃ-)
aka | ০১ নভেম্বর ২০১০ ২১:১৯ | 168.26.215.13
রকস বেব ঠিক ঠিক মিলে গেল।
নিশ্চিত হলাম কার্তুজ বিড়ি খায়। বারান্দায় বিড়ি খেলে অনেক কিছু দেখাশোনা যায়। ভালো অভ্যেস। ঃ)
Kartuj | ০১ নভেম্বর ২০১০ ২১:০৩ | 59.93.218.26
ভালো আলোচনা চলছিল, আবার রসভঙ্গ করতে এসে পড়লুম। আমার কাজই তো ঐ। কেউ খচলে সোজাসুজি বলে দেবেন। এখানে অটোগ্রাফের গান নিয়ে আলোচনা, আর এক্ষুণি আমার দোতলার জানালার নিচ দিয়ে কারা সব, 'এই অটোগ্রাফ কেমন লাগল রে', 'বইটা এমন কিছু না, ঐ ট্রামলাইনের গানটা কি দারুণ না', 'শ্রীজাতর বই কিনতে যাব কাল একটা', এসব বলতে বলতে বিড়ি ফুঁকতে ফুঁকতে চলে গেল। কত সমাপতন যে চোখের সামনে ঘটে যায় !
roks | ০১ নভেম্বর ২০১০ ২০:৫৭ | 203.110.246.230
আকা স্যার, ওটা সম্ভবতঃ "চোখ থেকে চোখে দিক সায়'।
Samik | ০১ নভেম্বর ২০১০ ২০:৫৩ | 80.239.242.48
পটাশম্যাম, চিন্তা কইরেন না। আমার মেয়ে জানেও না যে ওর পেন্নেম ভূতো, ওটা শুধু এখানেই ইউজ করি। যেমন আমার নাম গ্যাঁড়া, আমার বৌ গেঁড়ি, তেমনি মেয়ে ভূতো। ওর আসল নাম ডাকনাম আলাদা।
খুব আশ্চর্য সমাপতন, যে আমার ছেলেকে কিছু আত্মীয় ও বাঙালী বন্ধুরা ওর ছোটবেলাতে ভূতো বলে ডাকতেন।
একটু বড় হওয়ার পর ও নামটা ভীষণ অপছন্দ করতো,কারণ বন্ধুরা বুঝিয়েছিল ওর রং ফর্সা নয় বলে ঐ নামটা দেয়া হয়েছে।আরও আশ্চর্য যে,ও যত কান্নাকাটি করত,ছোট-বড় সবাই ঐ নামটাই ব্যবহার করত,জানি না কোন আনন্দে। তাই,এই নামটার সাথে আমার ও ওর অনেক কষ্ট জড়িয়ে আছে।
বয়েসে বড় হওয়ার ও বন্ধুত্বের সুবাদে লিখলাম।আমি জানি আপনার সন্তানের জীবনে এসব কিচ্ছু ঘটবে না।
Samik | ০১ নভেম্বর ২০১০ ১৮:৫৫ | 121.242.177.19
পটাশম্যাম, আমি বেরোব, কী বলবার জলদি বলেন।
নইলে বাড়ি থেকে দেখব খন।
Samik | ০১ নভেম্বর ২০১০ ১৮:৫৩ | 121.242.177.19
তা হলে বলো ঃ
ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই বিদ্রোহ আর চুমুর দিব্যি, শুধু তোমাকেই চাই
কিংবা
ক্যাকটাস, তুমি কেঁদো না, যীশুর মুকুটে কাঁটা ছিল, তবু তাঁর রক্তে খেলেছে জোয়ার ভাটা
এইসব লাইনের মানে কী? এক্ষপ্ল্যানেশন কী?
aka | ০১ নভেম্বর ২০১০ ১৮:৫৩ | 168.26.215.13
উফ অজ্জিতকে 'মেটাফর' থেকে শুরু করতে হবে। নাঃ, ওনাকে ওনার মতন থাকতে দাও, রাজকুমারীর কাছে। ঃ)
Samik | ০১ নভেম্বর ২০১০ ১৮:৫২ | 121.242.177.19
ট্রামলাইনে শুয়ে পড়তে বলে নি, ট্রামলাইনের মত রাস্তায় পাশাপাশি শুয়ে থাকার ইচ্ছা প্রকাশ করেছে।
আমি জানি না, খোলা হাইওয়ের মাঝখানে কখনো চিৎপাত হয়ে শুয়েছো কিনা, আমি শুয়েছি, ওর অনুভূতিটা ঈষৎ অন্যরকম। সে অবশ্য মফস্সলের হাইওয়ে, দূর দূর পর্যন্ত কোনও গাড়ির দেখা নেই, আমরা রাত্তির তিনটের সময়ে ধাবা ফেরত একদঙ্গল ছেলে হঠাৎ করে শখ হল রাস্তায় শুয়ে শুয়ে বাওয়ালি করব, একধরণের রোম্যান্টিসিজম ছিল বা আছে, সেই ব্যাপারগুলোতে।
সেই বয়েস পেরিয়ে এসেছি অনেকদিন, কিন্তু একদিন ঐ অনুভূতি পেয়েছিলাম বলে ফীল করতে পারি একজন যখন লিখছে চল রাস্তায় সাজি ট্রামলাইন, আমি ঝট করে ফিরে পেতে পারি আমার সেই দশ বারো বছর আগের ফেলে আসা ধাবার পাশে হাইওয়ের সেই রাত তিনটের মুহূর্তকে।
কী বলব, এর চেয়ে বেশি বোঝানো আমার পক্ষে সম্ভব নয় ঃ-)
aka | ০১ নভেম্বর ২০১০ ১৮:৫১ | 168.26.215.13
হতেও পারে, সম্ভাবনা অসীম। ঃ)
Arpan | ০১ নভেম্বর ২০১০ ১৮:৫০ | 122.252.231.10
ট্রামলাইন মানে অসীমতার পানে ধাবমান পাশাপাশি সমান্তরাল দুইটি জীবন এমনটিও কি কবি বোঝতে চেয়েছেন, কমরেড আকা?
Arijit | ০১ নভেম্বর ২০১০ ১৮:৪৭ | 61.95.144.122
যাকগে, অনেক ভাটিয়ে ফেলেছি। যাই। ফের রাজকুমারীর কাছে।
Arpan | ০১ নভেম্বর ২০১০ ১৮:৪৫ | 122.252.231.10
এইটা দাশগুপ্তবাবুর থেকে অনুপ্রেরণা নিয়ে লেখা। ;-)
Arijit | ০১ নভেম্বর ২০১০ ১৮:৪৫ | 61.95.144.122
ল্লেহ্। এই তুলনার পর শ্রীজাত তো আনন্দে রাস্তায় ট্রামলাইন হয়ে যাবে...
(মন্দ হয় না, আপদ যত তাড়াতাড়ি বিদেয় হয়)
aka | ০১ নভেম্বর ২০১০ ১৮:৪৫ | 168.26.215.13
তুই আর আমি, আমি আর তুই অর্থাৎ কিনা রাস্তা ও ট্রামলাইন কিংবা কবিতায় মোড়া কাপলেট, থার্মোমিটারে পারা চড়ে গেলেও সেই উত্তাপ কি মধুর, আমি আর তুই ঠিক রাস্তায় সাজা ট্রামলাইন। আমার অতীত আজ বিস্মরণে, তোর ভালোলাগা আজ অতীত, শুধু তুই আর আমি কবিতায় মোড়া ট্রামলাইন।
Arijit | ০১ নভেম্বর ২০১০ ১৮:৪৩ | 61.95.144.122
অনুভব করে দেখলুম - গানটা অত্যন্ত সুইসাইডাল মানসিকতা প্রোজেক্ট করছে। ট্রামলাইনের মতন রাস্তায় শুয়ে পড়া...
Arpan | ০১ নভেম্বর ২০১০ ১৮:৪৩ | 122.252.231.10
বাহ বাহ। মেরা নাম্বার কব আয়েগা!
hu | ০১ নভেম্বর ২০১০ ১৮:৪২ | 12.34.246.72
অর্জিতদা, ঠিক হ্যায়। তুমি টিকা লেখ এটার - 'অন্ধকারে অস্ত রবির লিপিলেখা, আমারে তার অর্থ শেখা' ঃ-)
Samik | ০১ নভেম্বর ২০১০ ১৮:৪২ | 121.242.177.19
অপ্পন, বাড়ি গিয়া আইজ রাতে দেখব। আমার ঢপের আপিসে আর তিন্দিন বাকি রইল। এই বছর দিওয়ালির দিন আমি জবলেস ঃ-)
Samik | ০১ নভেম্বর ২০১০ ১৮:৪১ | 121.242.177.19
আমি সাধারণত কিছু মনে করি না। কইয়া ফ্যালাও। ঃ-)
Arpan | ০১ নভেম্বর ২০১০ ১৮:৪১ | 122.252.231.10
@শমীকঃ
jayanti | ০১ নভেম্বর ২০১০ ১৮:৪০ | 122.162.204.4
শমীক, কিছু মনে না কর্লে একটা কথা বলার ছিল।অভয় দিলে বলি।
Arijit | ০১ নভেম্বর ২০১০ ১৮:৩৮ | 61.95.144.122
হুঁ, সিলেবাসের বাইরে কোশ্চেন হলে এই উত্তরই দেয় বটে।
Samik | ০১ নভেম্বর ২০১০ ১৮:৩৮ | 121.242.177.19
আমি শুনি নি, তাই সুর কেমন জানি না। সুর রিপেলিং হতেই পারে, তবে লিরিকটা ক্যাচি লাগল।
aka | ০১ নভেম্বর ২০১০ ১৮:৩৮ | 168.26.215.13
সিনেমার গানগুলো ভালো, আবার আমাদের কলেজ দেখিয়েছে। কিন্তু কলেজ পড়ুয়াদের যা ঘরবাড়ি দেখলে চমকে যেতে হয়।
Arijit | ০১ নভেম্বর ২০১০ ১৮:৩৭ | 61.95.144.122
ফেসবুক জেনারেশন। আমি প্রস্তরযুগের। কাজেই পাঁচ মিনিটও দেখতে পারিনি। বিজ্ঞাপণ দেখতে ভালো লাগে না।
Samik | ০১ নভেম্বর ২০১০ ১৮:৩৬ | 121.242.177.19
অজ্জিত,
কবিতা মাত্রেই কি মাধ্যমিকের সহায়ক পাঠ নাকি, যে এক্ষপ্ল্যানেশন দিতে হবে? অনুভব বলে একটা ব্যাপার নেই?
ভূতোর ইস্কুল থেকে একশো টাকা করে চেয়েছে। একটা অ্যানিমেশন সিনেমা এসেছে, রামায়াণা, সেইটা দেখাতে নিয়ে যাবে নয়ডার স্পাইস মলের পিভিআরে। আর কোক পপকর্ণ বিনা কী করে সিনেমা দেখবে ঐটুকু টুকু ছোট্টো ছোট্টো বাচ্চা, তাই তাদের বাবদ, একশোটা করে টাকা।
(কয়েক মাস আগে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থ্রিডি এসেছিল পাশের মলে, তখন কেউ নিয়ে যাবার কথা বলে নি, আফটার অল, অ্যালিসের সঙ্গে কি রামায়ণের তুলনা চলে?)
Arpan | ০১ নভেম্বর ২০১০ ১৮:৩৫ | 122.252.231.10
বোঝো! সেই কবে ইউটিউব থেকে অটোগ্রাফের লিং দিয়েছিলাম, তো জনগণ পোয়েঁজিৎ দেখে কাটিয়ে দিল। এখন সে আবার জাতে উঠেছে।
Shuchismita | ০১ নভেম্বর ২০১০ ১৮:৩৪ | 12.34.246.72
ইশ কি কান্ড! অন্তহীন তো আমার ব্যাপক লেগেছে। ঐ গানটা বিশেষ করে - 'কথা ছিল হেঁটে যাব ছায়াপথ'। গানগুলো অনিন্দ্য আর চন্দ্রিলের লেখা।
Blank | ০১ নভেম্বর ২০১০ ১৮:৩৪ | 170.153.65.102
এবারে মন দিয়ে ঐ কবিতা শেখার বই টা পড়ে ফেলো অজ্জিত দা ঃ)
Arijit | ০১ নভেম্বর ২০১০ ১৮:৩৪ | 61.95.144.122
সবার ফাস্ক্লাস লাগলো, কিন্তু কেউ টীকা লিখতে পারলো না। দ্যাট এক্সপ্লেইন্স ইট।
Samik | ০১ নভেম্বর ২০১০ ১৮:৩২ | 121.242.177.19
লিরিকটা তো অমার ফাস্ক্লাস লাগল।
দ, হুঁ, আম্মো তাই জানি, ইনি তো ইউকে-র সুচেতনা, কিন্তু ঠিক এই লেখাটাই আমি আগে পড়েছি বলে মনে হচ্ছে, গুরুর পাতাতেই। মাঝে এক জায়গায় লেখা আছে না, এক ডাক্তার বন্ধুর ফোন এল, ওখানে ইন্দোদাদার নাম লেখা ছিল।
কোথায় পড়লাম তা হলে? মজলিশে?
Arijit | ০১ নভেম্বর ২০১০ ১৮:২৯ | 61.95.144.122
জেনারেশনের হিসেবে ওরা এক ব্র্যাকেটে। মানে ওদের গান অবধি বুঝি (ইনক্লুডিং অঞ্জন দত্তের "ম্যাডলি বাঙালী'-র তানিয়া - ভালো লাগুক আর না লাগুক)।
ফেসবুক জেনারেশন হল যারা অন্তহীন টাইপের সিনেমা দেখে নিজেদের সাথে মিল খুঁজে পেয়ে আহা/উহু করে আর ফেসবুকে "লাইক' করে রাখে।
Arpan | ০১ নভেম্বর ২০১০ ১৮:২৮ | 122.252.231.10
আঃ।
অজ্জিতকে অজ্জিতের মত থাকতে দাও।
d | ০১ নভেম্বর ২০১০ ১৮:২৭ | 14.96.56.175
আমি এটা শুনি নি। কিন্তু লিরিকটা পড়তে দিব্বি লাগছে। ও অজ্জিত, কোথায় শোনায় গো?
hu | ০১ নভেম্বর ২০১০ ১৮:২৭ | 12.34.246.72
বেশ বেশ। অটোগ্রাফের গান শুনতে হচ্ছে তাহলে!
Arijit | ০১ নভেম্বর ২০১০ ১৮:২৭ | 61.95.144.122
লিরিক্স জানতে চাইনি। শুনে কান পচে গেছে। মানেটা জানতে চাই।
hu | ০১ নভেম্বর ২০১০ ১৮:২৬ | 12.34.246.72
অর্জিতদাকে দুটি প্রশ্নঃ
সুমন আর অঞ্জন দত্তকে এক ব্র্যাকেটে বসালে? ঃ-( ফেসবুক জেনরেশন কি বস্তু?
aka | ০১ নভেম্বর ২০১০ ১৮:২৫ | 168.26.215.13
aka | ০১ নভেম্বর ২০১০ ১৮:২৪ | 168.26.215.13
এরম সফট কবিতা আমার দিব্য লাগে। প্রথম দুই লাইনেই কিস্তি মাত
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন