মেট্রো গলি, চাঁদনি। সব জায়গায়। এই জিনিসই আবার Ezone থেকে কিনলে double নেবে
stoic | ১৬ নভেম্বর ২০১০ ১৫:৫৪ | 160.103.2.224
এলসিএম, এইট্টিসের ফর্টি নাইনার্স আমি দেখিনি, নাইন্টিস থেকেই দেখা শুরু। এনবিএলে আরেকজন ছিল নাইন্টিসে, ইউটা জ্যাজের কার্ল ম্যালোন। মেইলম্যান অলওয়েজ ডেলিভার্স। ;-) আর তার উত্তরে একবার রবিবারের প্লে-অফ ম্যাচে বুলস দের কমেন্ট 'মেইলম্যান ডাসেন্ট ডেলিভার অন সানডেইস।' ;-)
Arijit | ১৬ নভেম্বর ২০১০ ১৫:৫০ | 61.95.144.122
কোথায়? আমার একটা বড়সড় পেনড্রাইভ দরকার।
Blank | ১৬ নভেম্বর ২০১০ ১৫:৩৭ | 170.153.65.102
western digital ৫০০ gb ৩৮০০ ছিলো মাস দুই আগে। sandisk এর ৮ জিবি ৭৫০ ছিলো তখন।
lcm | ১৬ নভেম্বর ২০১০ ১৫:৩৩ | 69.236.169.74
আরে স্টোইক্ তো নব্বই-এ চলে গেলো.... শুরুর দিকে হিউস্টন রকেট্স, হাকিম ওলাউজান.. নিক্স-এর প্যাট্রিক ইউয়িং, কোচ প্যাট রাইলি..., আর পরের দিকে শুধুই বুল্স আর মাইকেল 'এয়ার' জর্ডন, ফিল জ্যাকসন-এর মুখে দু আঙ্গুল দিয়ে শিস্, টনি কুকোচ-এর ছেলেমানুষ মুখ। তবে ফর্টিনাইনার্স-এর সোনার যুগ ছিল এইট্টিস, মন্টানা।
Arpan | ১৬ নভেম্বর ২০১০ ১৫:১৯ | 204.138.240.254
আমার তো সান্ডারল্যান্ডকে হেব্বি লাগে। ঃ-)
Arijit | ১৬ নভেম্বর ২০১০ ১৫:১০ | 61.95.144.122
নর্থ ইস্ট ইউনিটির কথা বল্লে খুশি হওয়া উচিত, কিন্তু ম্যাকেমদের জন্যে খুশি হওয়া কঠিন। কি ডাইলেমা।
Arpan | ১৬ নভেম্বর ২০১০ ১৫:০৭ | 204.138.240.254
ধুর, স্পার্সদের সঙ্গেই ধ্যাড়াবো। আমাদের স্বভাব হল হাউইয়ের মত জ্বলে আবার নিভে যাওয়া।
তবে আমরা জেতায় যত না আনন্দ পেয়েছি তার থেকে আনন্দ পেয়েছি ঘরের মাঠে চেলসিকে ল্যাজে-গোবরে হতে দেখে।
stoic | ১৬ নভেম্বর ২০১০ ১৫:০২ | 160.103.2.224
নস্ত্রাদামুস ওবামা আর আউটসোর্সিং এর কথাও বলে গেসলেন? ক্ষি ক্ষান্ড !!
অর্পণকে কনগ্রা। প্রিমিয়ার লীগে নাম্বার টু আপাতত। আর্সেনালের এইবার লীগ জেতা উচিত। বহুদিন জেতে নি।
এনএফএল এর কথা বললে সেই নব্বই এর দশকের কথা মনে পড়ে। আহা, কি সব দিন ছিল তখন। ফর্টি নাইনার্স আর জেরি রাইস। আর ওদিকে এনবিএলে বুলস। জর্ডন, পিপিন, রডম্যান। আর ফিল জ্যাকসন।
আজ বৃষ্টি ভেজা ঘোলাটে দিনে সক্কাল সক্কাল আমার ব্যাপক নস্টালজি। ঃ)
Arpan | ১৬ নভেম্বর ২০১০ ১৪:৪০ | 204.138.240.254
মিনেসোটা ভাইকিং?
এদিকে ক্রিস গেইল লারার রেকর্ড ভাঙ্গল বলে!
lcm | ১৬ নভেম্বর ২০১০ ১৪:৩০ | 69.236.169.74
হ্যা, ফ্যাভ্রে আছে তো, কিন্তু এখন তো মিনেসোটা-য়। কয়েকদিনের না কামানো কাঁচা পাকা দাড়ি নিয়ে নামে।
Samik | ১৬ নভেম্বর ২০১০ ১৪:২৫ | 122.162.75.183
seagate ৫০০ জিবি ৪৫০০-৫০০০ টাকা দাম চলছে এখন। ১ টিবি নিলে সাড়ে ছয় কি সাত, তবে সেগুলো বিশেষ চলছে না।
Arpan | ১৬ নভেম্বর ২০১০ ১৪:২৪ | 204.138.240.254
আহ, গ্রিন বে! মিডওয়েস্টের লোকজন পাগল ছিল টিমটার জন্য।
আচ্ছা, ব্রেট ফাভ্রে কি এখনো খেলে?
lcm | ১৬ নভেম্বর ২০১০ ১৪:২৪ | 69.236.169.74
ওবামা ভারতের কাছে নতজানু ব্যাপারটা এখানকার মিডিয়ায় কিস্যু নাই। শুধু মিশেলের ভারতীয় নৃত্য, আর, রপ্তানির কথা। এখন নাকি ইউএস-এর মোট রপ্তানির ৮ না ১০% হয় ভারতে, সেটা নাকি বাড়বে (গুচ্ছ প্লেন বেচবে ভারতে...)
জব কোথায়। আউটসোর্সিং শব্দটা এখন মোটামুটি হাউসহোল্ড টার্ম। এনবিসি-র একটা টিভি সিরিয়াল-ও হচ্ছিল - আউটসোর্স্ড।
ঘন্টায় ১০-২০ ডলারের যে কাস্টমার সাপোর্ট জব ছিল, সে সব গেছে কল সেন্টারে। এই সেক্টরটাই মার খেয়েছে। ঐ ওয়ার্ক ফোর্সের অ্যাস সাচ আর সেরকম স্কিলও নেই অন্য কিছু করার। কত লোক আর ইউপিএস-এর গাড়ি চালাবে। কলসেন্টার জব মাইগ্রেশন-এর ব্যাপারটা এত সিরিয়াস, যে, ওবামা থেকে পালিন সকলেই সময় পেলেই এটা উল্লেখ করে।
Bratin | ১৬ নভেম্বর ২০১০ ১৩:৫৯ | 122.248.182.16
সেই ভাবে জব ক্রিয়েট করতে ও তো পারে নি।
lcm | ১৬ নভেম্বর ২০১০ ১৩:৫৫ | 69.236.169.74
হ্যাঁ, এই ইলেক্শনে তো রিপাবলিকান-রা বেশী সিট পেয়েছে। এটা অবশ্য ছিল মূলত রাজ্যগুলোর গভর্নর ইলেকশন (বিধানসভার), আর, কিছু সেনেটর নির্বাচন । যদিও % ভোটে হেরফের খুব বেশী হয় নি।
Bratin | ১৬ নভেম্বর ২০১০ ১৩:৫০ | 122.248.182.16
এখন ওদেশে হাওয়া টা ঠিক কেমন? ওবামা বিরোধী?
lcm | ১৬ নভেম্বর ২০১০ ১৩:৩৩ | 69.236.169.74
এদিককার খবর....
লেকার্স পরপর দুই ম্যাচে হারল। ওদিকে, কাউবয়েস গত সপ্তাহে গ্রীনবে-র কাছে লজ্জাজনকভাবে হারার পর, এ সপ্তাহে নিউইয়র্ক জায়ান্ট্স কে দুর্মুশ করেছে। এদিকে অবশ্য নিউ ইংল্যান্ড পেট্রিয়ট্স এর জয়ধারা অব্যাহত। পাড়ার টিমের মধ্যে ফরটিনাইনার্স-এর হাল খারাপ, রেইডার্স লড়ে যাচ্ছে, নভেম্বর এন্ডে মায়ামি ডলফিন্স -এর সাথে একটা খেলা দেখতে যাব ভাবছি, কিন্তু টিকিটের দাম বাড়িয়েছে।
গত মাসে ওবামা এ পাড়ায় এসেছিলেন গভর্নর ইলেক্শনের আগে। প্লেন থেকে নেমেই প্রথমে স্টিভ জব্স এর সাথে আধ ঘন্টা ভাট। দুপুরে এক গুগল এক্সিকিউটিভ আয়োজিত লাঞ্চিয়ন, যেখানে অতিথি হতে গেলে জন প্রতি মিনিমাম ৩০,০০০ ডলার অনুদান নির্দিষ্ট ছিল। শুধু পয়সা তোলা....
১৫০ মিলিয়ন ডলার প্রচারে খরচা করেও ক্যালিফোর্নিয়া গভর্নর ইলেক্শনে হেরে গেলেন ebay-এর প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিইও মেগ হুইটম্যান। কিসে যে টাকা খরচা হল কে জানে। একটা গাড়িও দেখ্লাম না হুইটম্যানের স্টিকার ওয়ালা। যাইহোক এই ভোট দেবার অজুহাতে অফিস থেকে দুঘন্টা আগে বেরোনো গেল। মেডিক্যাল প্রেসক্রিপসন ছাড়া মারিউয়ানা সেবন বেআইনিই রইল, ভোটটা ঠিক জায়গায় পড়েছে দেখলাম।
lcm | ১৬ নভেম্বর ২০১০ ১৩:১০ | 69.236.169.74
ঈদের ছুটি..... তা বেশ...
Bratin | ১৬ নভেম্বর ২০১০ ১২:৪৭ | 122.248.182.16
হ্যাঁ
Arpan | ১৬ নভেম্বর ২০১০ ১২:৪২ | 216.52.215.232
বকরি ইদ?
Bratin | ১৬ নভেম্বর ২০১০ ১২:৩৬ | 122.248.182.16
কালকে আমদের দোকান বন্ধ। সপ্তাহের মাঝে ভালো ই লাগে
Arpan | ১৬ নভেম্বর ২০১০ ১২:২৪ | 216.52.215.232
কাটিয়ে দেবো ভাবছি। বড় শ্লথ ওখানকার ব্যাপার স্যাপার। আর দিন পনেরো দেখি।
Bratin | ১৬ নভেম্বর ২০১০ ১২:২৩ | 122.248.182.16
অর্পন, সেদিন আমার সঙ্গে কথা বললে যেটা নিয়ে সে টার কি আপডেট?
Arpan | ১৬ নভেম্বর ২০১০ ১২:২৩ | 216.52.215.232
দাঁড়াও, আমাদেরও দিন আসছে। সিল্ক বোর্ড থেকে এয়ারপোর্ট ফ্লাইওভারে ফ্লাইওভারে ঢেকে যাবে। নো সিগন্যাল। আর নম্মা মেট্রো নেমে পড়ছে ২০১১ তে (জাস্ট সমাপতন ;-))।
তবে ওই, আধঘন্টার বেশি ড্রাইভ করতে হলে কোংপানির বাস ধরাই ভালো। বাস না থাকলে সে কোংপানি জয়েন না করাই ভালো।
Arpan | ১৬ নভেম্বর ২০১০ ১২:১৯ | 216.52.215.232
ধন্যযোগ।
Samik | ১৬ নভেম্বর ২০১০ ১২:১৯ | 122.162.75.183
কিন্তু হ্যাট্স অফ টু কমনওয়েল্থ, গুরগাঁও যাওয়া আসা এখন কী সোজা হয়ে গেছে! সেদিন মেট্রোতে ট্রাই নিলাম, বাড়ি থেকে বেরিয়ে অফিস পৌঁছতে সময় নিল পাক্কা দুঘন্টা। বাইকে গেলে এক ঘন্টা পাঁচ মিনিট। ইউ পি বর্ডারের পরের সিগন্যাল বসন্ত কুঞ্জে, যা কিনা সাউথ দিল্লিতে, প্রায় সাতাশ কিমি দূরে।
Samik | ১৬ নভেম্বর ২০১০ ১২:১৬ | 122.162.75.183
অর্পণ, করে দিয়েছি।
Arpan | ১৬ নভেম্বর ২০১০ ১২:০৭ | 216.52.215.232
শমীক, একবার মেল দেখো।
Bratin | ১৬ নভেম্বর ২০১০ ১২:০৭ | 122.248.182.16
হ্যাঁ বসে বসে ঘুমুতে আমার জুড়ি নেই। সুযোগ পেলেই হল......
Arijit | ১৬ নভেম্বর ২০১০ ১২:০৭ | 61.95.144.122
আমি করতে চাই না বস্ - অন্ততঃ এখানে নয়। সকাল সওয়া আটটায় বেরোই - দুজনে। ফিরি পৌনে ন'টা, কখনো কখনো ন'টা। যাতায়াতে ঘন্টা তিনেক পড়ে। আগে সন্ধ্যে ছ'টায় ফিরে ছেলে-মেয়ের জন্যে সময় দিতে পারতাম, একটা দুটো সিনেমা দেখতে পারতাম, বই পড়তে পারতাম। যাতায়াতের যাঁতাকলে পড়ে সে সব গেছে। আমি ডেস্পারেটলি অ্যাকাডেমিক্সে ফেরার চেষ্টা করছি।
d | ১৬ নভেম্বর ২০১০ ১২:০৬ | 14.96.196.46
*দৃষ্টিকৃপণতা **পাপোশের
Arpan | ১৬ নভেম্বর ২০১০ ১২:০৬ | 216.52.215.232
লুরুতে অনেকেই সারাদিন ঘন্টা চার-পাঁচেক ধরে ট্র্যাভেল করে। অনেকে সাতটায় অফিসে ঢুকে চারটেতে বেরিয়ে যায়। বাসে বসে ঘুমিয়েও নেয়।
d | ১৬ নভেম্বর ২০১০ ১২:০৫ | 14.96.196.46
এদিকে বানতলার আশেপাশে নির্ঘাৎ স্যাটেলাইট টাউনশিপ টাইপ কিছু গড়ে ওঠে নি। ওদিকে রাস্তাঘাটের ঐ অবস্থা। লোকে যেতে চাইবেই বা কেন!? এদিকে কলকাতার বিল্ডারদের ও প্ল্যানারদের দষ্টিকপণতা দেখলে অবাক লাগে। বাড়ী বানাবে তাতে পাওশের সাইজের দুটো এইটুকু টুকু বাথরুম, রুমালের সাইজের বেসিন ...... ওফ!! ওদিকে সমস্ত বারান্দায় প্রায় খাঁচাসদৃশ গ্রীল ....
Bratin | ১৬ নভেম্বর ২০১০ ১২:০৩ | 122.248.182.16
আমি ২৭ + ২৭ = ৫৪
Samik | ১৬ নভেম্বর ২০১০ ১২:০২ | 122.162.75.183
ভাবো! এরা কতো সুখী। আমি তো রোজ চল্লিশ কিমি আপ চল্লিশ কিমি ডাউন করছি।
Bratin | ১৬ নভেম্বর ২০১০ ১১:৫৯ | 122.248.182.16
সঙ্গে লাঞ্চ । ঃ-))
Bratin | ১৬ নভেম্বর ২০১০ ১১:৫৮ | 122.248.182.16
ওরা প্রথম দিন ২ GB পেন ড্রাইভ দিয়েছে
Arijit | ১৬ নভেম্বর ২০১০ ১১:৫৩ | 61.95.144.122
সে নিশ্চয় ডিরেক্ট বাসও আছে। আবার অনেককে দেখি সায়েন্স সিটিতে নেমে ওই বাসগুলোতে উঠতে। ডিরেক্ট বাস থাকলেও - আমি যেটা বলতে চাইছিলাম সেটা হল বেহালা থেকে বিশ কিমি উঁচিয়ে এসে ফের আরো বিশ কিমি। একুনে চল্লিশ কিমি পড়ে যায়। সেখানে সেক্টর ফাইভ পঁচিশ। লোকের ট্র্যাভেল ডিসট্যান্স হুড়হুড় করে বেড়ে গেছে।
Bratin | ১৬ নভেম্বর ২০১০ ১১:৫১ | 122.248.182.16
বানতলায় বাস আছে শুনেছি। কারন সেটা মোটামুটি দূর্গম জায়গা।
আমাদের টা DLF, ফেস ২ জানি না
Arpan | ১৬ নভেম্বর ২০১০ ১১:৪৯ | 216.52.215.232
কগনির বাস টালিগঞ্জ বা বেহালা থেকে ছেলেপুলেদের তোলে না?
Arpan | ১৬ নভেম্বর ২০১০ ১১:৪৭ | 216.52.215.232
অ্যাক্ষেনচুর কোথায় খুলেছে?
Arijit | ১৬ নভেম্বর ২০১০ ১১:৪৬ | 61.95.144.122
তা আছে। পরমা আইল্যান্ড থেকে বানতলার রাস্তাটাতে বেশ কিছু বাস দাঁড়িয়ে থাকে। থাকলেও বা কি? যারা এম্নিতেই টালিগঞ্জ বা বেহালা থেকে আসে, তাদের পরমা অবধি আসতেই হাল ঢিলে হয়ে যায়, আর বানতলা সেখান থেকে আরো ১৯ কিমি। সেখানে শুনেছি কিছুই নাই।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন