এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২২:২২ | 64.56.33.254
  • নাঃ! কাউকে মানাবে না--মাষ্টারদার রোলে। চেহারায়, কিন্তু অ্যাকটিং অন্তত করুক ---হি হি আমির খান??!!
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২২:২১ | 122.172.24.248
  • এদের সব্বার সিনেমাটা মনে আছে, কিন্তু ফ্লপিটা মনে নেই! ঃ-O
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:২১ | 122.252.231.10
  • অক্স ভালো লেগেছিল তো। কদিন পরে ফেস অফ দেখি প্রথমবার। তখন আরো ভালো লাগল।
  • pi | ১৭ নভেম্বর ২০১০ ২২:২০ | 72.83.86.88
  • অক্স ব্যাপক লেগেছিল। মানে, কিছু কিছু ব্যাপার। ব্যোমকে দিয়েছিল। হিন্দি ফিলিমে অমন ব্যাপার স্যাপার আগে দেখি নাই।
  • aka | ১৭ নভেম্বর ২০১০ ২২:২০ | 168.26.215.13
  • ইয়াহু আর খানিক বাদে পাইও মেনে নেবে। ;)
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২২:২০ | 122.172.24.248
  • কুমার গৌরবের মাথায় এখন টাক পড়ে গেছে আর নাকটাও উঁচু মত।
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২২:১৯ | 64.56.33.254
  • আকা, ভেবে একলুম, মন্দ বল নাই---সত্যি তো রাজিত কাপুর তো তেজী দেখতে নয়--উফ! তাইলে কে? পঙ্কজ কাপুর? কিন্তু বড্ড বুড়ো হয়ে যাবে তো
  • aka | ১৭ নভেম্বর ২০১০ ২২:১৮ | 168.26.215.13
  • মনোজ বাজপেয়ীর ভূমিকাটা ছিল অনেকটা যাত্রার বিবেকের মতন।
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:১৮ | 122.252.231.10
  • বোঝো। তাগড়াই দেখতে না হলে বন্দুক ছোঁড়া যায় না? তাহলে তো জন বা হৃতিককে নিলেই হত।
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২২:১৮ | 122.172.24.248
  • কারেক্ট, অক্স নাম ছিল ওটার।
  • aka | ১৭ নভেম্বর ২০১০ ২২:১৭ | 168.26.215.13
  • আরে ঐ সিনেমাটা হেব্বি সিনেমা। সবই মায়া, আসলে মাল্টিপল আইডেন্টিটি নিয়ে কবি কিছু বক্তব্য রেখেছিলেন, কিন্তু কেউ বোঝে নাই সে অন্য কথা।
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২২:১৭ | 122.172.24.248
  • আকাকে ক। আমারও রজিত কাপুরকে দেখলেই ক্যামোন একটা ইয়ে মতোন লাগে। অসগোল্লার অস মাখিয়ে হিন্দি বলে।
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:১৬ | 122.252.231.10
  • অক্স।
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:১৬ | 122.252.231.10
  • তার চেয়ে আমি বলি কি একবার রজনীকান্তকে ভেবে দেখলে হত না? টাকটা ন্যাচারালই আসত। আর দক্ষিণের রাজ্যে সুপার ডুপার হিট হত।
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২২:১৬ | 64.56.33.254
  • মোটমাট ছোটে ব, বড়ে রকমের মিসফিট সূর্য্য সেনের রোলে--এক্কেরে zero লাগবে !
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২২:১৫ | 122.172.24.248
  • মনোজ বাজপেয়ীর কি একটা যেন সিনেমা দেখতে গেছিলাম অনেক বছর আগে, সিনিয়র বচ্চন, সিনিয়র বচ্চনের ভূত আর নন্দিতা দাস ছিল। মনোজ বাজপেয়ী কি একটা কায়দা করে বচ্চনের ভূতকে জ্যান্ত বচ্চনের বডির মধ্যে ঢুকিয়ে দেবে। সেই সিনেমাটায় একটা যুগান্তকারী ফ্লপি ডিস্ক দেখিয়েছিল। সেই ফ্লপিটায় পুরো সিনেমাটা ধরে গেছিল। আমরা কত চেষ্টা করলাম কোন কম্প্যানির ফ্লপি সেই নামটা দেখতে, কিছুতেই পারলাম না। ঐ যে বান্দা ইয়ে বিন্দাস হ্যায় গানটা ছিল, সেই সিনেমাটা।
  • aka | ১৭ নভেম্বর ২০১০ ২২:১৫ | 168.26.215.13
  • আর রজিত কাপুর তেজী টাইপও না, কেমন ইন্টেলেকচুয়াল বাঙালী টাইপ ফুল টুল ছুঁড়তে পারে, মিস্ট্রি সলভ করতে পারে কিন্তু গুলি ছুঁড়তে পারে ভাবলেই হাসি পাচ্ছে।
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২২:১৩ | 64.56.33.254
  • এই দ্যাকো! রাজিত কপুর তো লম্বা নয়--
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:১৩ | 122.252.231.10
  • যাঃ, সব ক্রাইটেরিয়া ম্যাচ করাতে গেলে তো রেজাল্টসেট নাল আসবে।

    আর ছোট্টখাট্টোটা নীনাদির পয়েন ছিল।
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২২:১০ | 64.56.33.254
  • এই যো ব্যাংদিদি, বলেদিয়েছি, বিহারী দেখতে চেহারা চলবেনা কিন্তু অ্যাকটিং টা পারবে অন্তত।
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২২:০৯ | 122.172.24.248
  • আকা, ঃ-))) ।
  • aka | ১৭ নভেম্বর ২০১০ ২২:০৯ | 168.26.215.13
  • যেন রজিত কাপুর কতই ছোটখাটো? এবারে শুনব চার্লি চাপলিনের রোলেও রজিত কাপুরকে ভালো মানাবে। কেন? নিজেকে ওরকম ক্যারি আর কেউ করতে পারে না।
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২২:০৮ | 122.172.24.248
  • ক্যানো, শ্যাম বেনেগাল অজিত খেদেকরকে টাকের উইগ পরায় নি! অবিশ্যি সিনেমাটাও যে চলে নি সেটাও সত্যি কথা।
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২২:০৮ | 64.56.33.254
  • আরে ছোটে বচ্চন তো প্রথমে মায়ের আঁচলের তলায় আর এখন বৌএর --বৌএর চেয়েও বয়েসে বেশ ছোট ----সে ল্যাকপ্যাক করে দাঁড়াবে সূরিয়া সে্‌সন আর চোটোগ্রামে থাক্বে, মাইরি মেজাজটাই খাট্টা হয়ে গেল ঃ-(( ওর ঐ দোস্তানাই ঠিক ছিল!
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:০৫ | 122.252.231.10
  • ব্যাঙের কল্পনাশক্তিও যেমন। বলি হিরো/প্রোটাগনিস্টের টাক দেখালে কি আর মেনস্ট্রিম হিন্দি সিনেমা চলবে?
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২২:০৫ | 122.172.24.248
  • নীনাদিটা খালি বিহারীদের প্রোমোট করার চেষ্টা করে! মনোজ বাজপেয়ী সূর্য্য সেনের রোলে মোটেও মানাবে না।
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২২:০৪ | 64.56.33.254
  • মাষ্টারদার টাক তো ওনার সিগনেচার ঃ) আর খড়গ নাসা--মানে ছবিতে --এমনিতে ছোটখাটই ছিলেন, বলে শুনেছি। সূর্য্য , সার্থকনাম্নী ছিলেন। আচ্ছা আর একটা সিনেমা হচ্ছিল না--মনোজ বাজপেয়ি ওনার রোলে? যদিও বড্ড বিহারী দেখতে তবু অ্যাকটিং টা কত্তে পাত্ত।
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২২:০২ | 122.172.24.248
  • খুব ছোটোবেলায় দূরদর্শনে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন সিনেমাটা দেখেছিলাম সাদাকালোয়। কে অভিনয় করেছিলেন মনে নেই, কিন্তু সেই অভিনেতাকে খুব মানিয়েছিল মাষ্টারদা হিসাবে।
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:০১ | 122.252.231.10
  • সে তো নীল নীতিন মুকেশকেও বুড়োবয়সে এইরকম লাগবে!
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২২:০০ | 122.172.24.248
  • আব্বে, অভিষেকের মাথায় টাক আছে? এমনকি টাকের উইগ শুদ্ধু পরায় নি, কস্ট কাটিং মনে হয়।
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:০০ | 122.252.231.10
  • হু, গৌঘো, হুগা আর পোয়েনজিতের ত্র্যহস্পর্শ।
  • aka | ১৭ নভেম্বর ২০১০ ২১:৫৮ | 168.26.215.13
  • এনাকে দেখে তো আমার অভিষেক বচ্চনের বুড়োবেলার কথাই মনে হল।
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২১:৫৮ | 122.172.24.248
  • শুধু গৌঘো বল্লে হবে! বলতে হবে পোসেনজিতের লালন ফকির।
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২১:৫৬ | 122.172.24.248
  • এরা কি অমর চিত্র কথাও পড়ে নি!
  • pi | ১৭ নভেম্বর ২০১০ ২১:৫৫ | 72.83.86.88
  • নাকের জন্যি শুধু না, ধুতি শার্ট/পাঞ্জাবীতেই অম্নি আর কাউকে মানায় না। ঃ)
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২১:৫৫ | 122.252.231.10
  • এখানে আছে মাস্টারদার ছবি।

    http://en.wikipedia.org/wiki/Surya_Sen
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২১:৫৩ | 122.252.231.10
  • আর মাস্টারদারও যদ্দূর মনে পড়ছে ছবিতে দেখেছি টাক ছিল। রজিত কাপুরের অ্যাপিয়ারেন্সটাও গড়পড়তা বাঙালিদের মতন।

    ৩ তারিখে গৌঘো-র মুভিও তো রিলিজ করছে।
  • aka | ১৭ নভেম্বর ২০১০ ২১:৫৩ | 168.26.215.13
  • কোন ইতিহাস বইতে বাপু মাস্টার দার নাকের হিসেব আছে শুনি?
  • pi | ১৭ নভেম্বর ২০১০ ২১:৫২ | 72.83.86.88
  • হুঁ, রজিত কাপুর ই সবচে মানানসই। ঃ)
    কিন্তু ভদ্রলোক কি আর ফিল্ম টিম করেন আদৌ ?
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২১:৫২ | 64.56.33.254
  • নেমসেকের গোগোল? গুজুভাইটি কিন্তু এচ্চেয়ে ভাল ছিল --মাষ্টারদা কিনা কচি-বচ্চন, ধ্যুস্‌স্‌স!
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২১:৫১ | 122.172.24.248
  • হুঁ, মাষ্টারদার নাক আর রজিত কাপুরের নাক দুজনেই ঐ যাকে বলে ঈগলনাসা না কি যেন!
    এল বলে এক্ষুনি মশামাসী আর হুচিমিতে।
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২১:৪৯ | 64.56.33.254
  • ইয়েস! ক+ অপ্পন কে। একেবারে পারফেক্ট হত।
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২১:৪৮ | 122.172.24.248
  • অ্যাইত্তো অপ্পন ঠিক ধরেছে। আমি সহ্য করতে পারি নি এইসব কারণে নেমসেকটা।
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২১:৪৬ | 122.252.231.10
  • রজিত কাপুর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট।
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২১:৪৫ | 122.252.231.10
  • মানে ইরফান যেমন করে ওসীমা বলত?
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২১:৪৪ | 122.172.24.248
  • নীনাদি, তুমি কাস্টিং করলে কাকে নিতে মাষ্টারদা হিসাবে?
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২১:৪২ | 64.56.33.254
  • ইস্‌স্‌স! মাষ্টারদা কিনা জুনিয়ার বচ্চন --বড্ড বেমানান!
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২১:৩০ | 122.172.24.248
  • ওমা আজ-ই সোশ্যাল নেটওয়ার্কিং দেখে এলাম, আর আজই আকা এনিয়ে জ্ঞান দেবে মনে হচ্ছে! ঃ-)
    ভালো কথা, কেউ "আ ফ্ল্যাট" দেখে সময় আর টাকা নষ্ট কোরো না যেন। আগে থেকেই সাবধান করে দিলাম। থার্ড ডিসেম্বরের আগে আর সিনিমা দেখবো না। তবে জুনিয়র বচ্চনের মুখে প্রোমোতে "চোটোগ্রাম" শুনতে ক্যামোন একটা লাগছে!
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২১:২৩ | 122.252.231.10
  • অ্যা, টুইট করব কী! আমি কি সেলিব্রিটি নাকি?
  • Ananya | ১৭ নভেম্বর ২০১০ ২০:৫০ | 199.133.18.17
  • শুচিস্মিতা দির সাথে একটু যোগাযোগ করতে চাই, যিনি ঐ "পায়ের তলায় সর্ষে ঃ মিশর" লিখেছিলেন। কেউ কি help করবেন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত