এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ০৮ নভেম্বর ২০১০ ১৩:৫২ | 122.248.182.16
  • হরু র শতরান!!
  • tatin | ০৮ নভেম্বর ২০১০ ১৩:৪৩ | 70.177.55.6
  • পারেন না যখন খ্যালেন ক্যানো?
  • Bratin | ০৮ নভেম্বর ২০১০ ১৩:১৩ | 122.248.182.16
  • দু/চার বোর্ড ক্যারাম খেলে পার্টনার কে পুরো ডুবিয়ে দিয়ে এলুম ঃ-))
  • jayanti | ০৮ নভেম্বর ২০১০ ১৩:১২ | 59.178.151.253
  • তিলস্যার,ভাইফোঁটা নিন,১২০৯৭-এ দিয়েছি।
  • jayanti | ০৮ নভেম্বর ২০১০ ১৩:০৯ | 59.178.151.253
  • শমীক,প্রথমে জয়ন্তীদি ডেকেছিলেন।

    নতুন কোং-এর জন্য শুভেচ্ছা।
  • de | ০৮ নভেম্বর ২০১০ ১৩:০৬ | 203.197.30.2
  • হগ্গলডিরে বি-শু-দী!
  • jayanti | ০৮ নভেম্বর ২০১০ ১২:৫০ | 59.178.151.253
  • এসো।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ১২:৪৪ | 216.52.215.232
  • অ্যাঁ!

    কত কী জানা বাকি! আগে বলবে তো!! ঃ-)
  • Raj | ০৮ নভেম্বর ২০১০ ১২:৪২ | 202.79.203.59
  • দুটো অপশন

    ১) তুমি গীতবিতান হইতে খোঁজো
    ২) যেনার কোটেশন উদ্ধৃত করলুম তেনাকে জিগাও ;-)

    ইওর টাইম স্টার্টস নাও.......
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ১২:৩৭ | 216.52.215.232
  • ইসে, এসে না এসো?
  • Raj | ০৮ নভেম্বর ২০১০ ১২:৩০ | 202.79.203.59
  • ঠিক যেমন ১৯৪৭ সালে বেলেঘাটায় গান্ধীবাবাকে নেবুজল খাইয়ে রবিদাদু মঞ্চে গেয়েছিলেন ""জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসে "";-)) ঠিক সেই ভাবেই লক্ষণের ব্যাটিং দেখে সেই ২০০১ এ লিখেছিলেন ' আত্মার আরাম প্রাণের শান্তি"
  • til | ০৮ নভেম্বর ২০১০ ১২:২০ | 210.193.178.129
  • তার মানে এখানে ট্যাক্সি ঠকায় না এরকম ভাবএন না। রাত নতার পর অন্য রেট, কিতু তা নিয়ে বেশ বচসা হয়, একটা রাকেল থেকে অন্য সার্কেলে গেলে বেশী ভাড়া- তাই নিয়েও তর্কাতর্কি!
    আসলে ট্যাক্সিওয়ালা সর্বত্রই সমান, কম আর বেশী।
    (আজকাল তো ট্যাকসি ওয়ালা মানেই আমার দেশের লোক!)
  • Bratin | ০৮ নভেম্বর ২০১০ ১২:০৩ | 122.248.182.16
  • লক্ষনের ঐ টিমে থাকা অবশ্যই উচিত। যখনি দরকার তখন ই খেলে দেয় ঠিক।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ১১:৫৯ | 216.52.215.232
  • ন্যাড়াদা এইবার নিশ্চয় লক্ষ্মণকে অল টাইম ইলেভেনে রাখার কথা ভাববে।
  • Bratin | ০৮ নভেম্বর ২০১০ ১১:৫৫ | 122.248.182.16
  • ওরা মনে হয় না রান চেস করার চাপ নেবে। ঠুকুস ঠুকুস করে খেলে ড্র করে দেবে।
  • Arijit | ০৮ নভেম্বর ২০১০ ১১:৫৪ | 61.95.144.122
  • তবে বার্টন যদি ফের গণ্ডগোল না পাকায় আর টিয়টে যদি এই ফর্মে খেলে তাহলে টপ-টেন অসম্ভব নয়। টিয়টে প্লেয়ারটা দারুণ অ্যাকুইজিশন।
  • byaang | ০৮ নভেম্বর ২০১০ ১১:৫৩ | 122.172.8.98
  • লুরুতে অটোর হিসেব হল, অটোয় উঠলেই ১৭টাকা - প্রথম ২কিমির জন্য। (মানে ৪০০মিটার গেলেও ১৭টাকা, ২কিমি গেলেও ১৭টাকা) তারপর প্রতি কিমিতে ৯টাকা করে। ইলেক্ট্রনিক মিটার ছাড়া উঠবেন না। কিমি দেখে ৯ দিয়ে গুণ করে টাকা দেবেন।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ১১:৫২ | 216.52.215.232
  • পঁয়তাল্লিশ ওভারে দুশো পঁচিশ রানের একটা টার্গেট দিলে ম্যাচ জমে যাবে।
  • Arijit | ০৮ নভেম্বর ২০১০ ১১:৫২ | 61.95.144.122
  • অসম্ভব। এখন ফর্মে আছে, ফ্লো-তে খেলছে। সীজন যত এগোবে তত চোট/সাসপেনশন বাড়বে, আর রিজার্ভ বলতে কতকগুলো বাচ্চা, নয়তো অ্যালান স্মিথ টাইপ (স্মিথের শেষ গোল বছর পাঁচেক আগে)। ক্রিসমাসের সময়ে ১২-১৫ নম্বরে থাকলেই যথেষ্ট।
  • Bratin | ০৮ নভেম্বর ২০১০ ১১:৫১ | 122.248.182.16
  • হরভজন ও অনবদ্য।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ১১:৫০ | 216.52.215.232
  • হুঁ, পকেটে মোবাইল ফোন রাখবেন। এমনিতে মুখে মুখে হিসেব হয়ে যায়। তবুও দরকার পড়লে ক্যালকুলেটর কাজে দেবে।
  • Arijit | ০৮ নভেম্বর ২০১০ ১১:৪৮ | 61.95.144.122
  • রেটকার্ড অলিতে গলিতে তৈরী হয়। রেটকার্ড দেখলে খুঁটিয়ে দেখবেন। মিটার*২ + ২ দেখাচ্ছে কিনা। সবচেয়ে ভালো হয় অ্যাকচুয়াল রেটটা জানা থাকলে (মানে ওই কিলোমিটারপিছু কত) - দূরত্বের আন্দাজ থাকলে (দূরত্বটা মিটারেও দেখায়) নিজে একটু অংক কষে নেবেন। চ্যালেঞ্জ করলে অধিকাংশই চেপে যায়।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ১১:৪৭ | 216.52.215.232
  • হতেও তো পারে। ধরো সেইসময় তোমরা থাকলে তিনের মধ্যে আর আমরা তোমাগো নিচে।
  • Arijit | ০৮ নভেম্বর ২০১০ ১১:৪৫ | 61.95.144.122
  • সেন্ট জেম্‌সে জিতলেও তো "শক্‌' হবে না। তখন আর এসএমএসের উত্তর দিয়ে কি হবে? ;-)

    এবার নিউক্যাসলের অ্যাডভান্টেজ হল কোনো এক্সপেক্টেশন নেই। টার্গেট শুধু সারভাইভাল। সে ১৭ নম্বরে থাকলেও চলবে। চাপহীন ফুটবল।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ১১:৪৪ | 216.52.215.232
  • নর্মাল ট্যাক্সিতে রেটকার্ড থাকে তো ড্রাইভারের কাছে। নামার আগে চাইবেন। কিন্তু জালি মিটার হলে আর ধরবেন কী প্রকারে?

    লুরুতে অটো বিশেষ চড়ি না। আর আমাদের অঞ্চলে (ব্রুহৎ বেঙ্গালুরু) অটো মিটারে চলে না। কাজেই অটোর হিসেব জানি না।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১০ ১১:৪২ | 216.52.215.232
  • এসেমেসের আর কী উত্তর দিমু! সেন্ট জেমস পার্কে রিটার্ন ম্যাচ অব্দি চুপ থাকি।

    তবে সুখের কথা চেলসি ধরাছোঁয়ার বাইরে বেরিয়ে যায়নি।
  • Raj | ০৮ নভেম্বর ২০১০ ১১:৩৬ | 202.79.203.59
  • ণ বা ন যাই হোক লক্ষণ সত্যিই খুউব ভাল ;-) বিশেষ করে দক্ষিণ গোলার্ধের দ্যাশ পেলেই শক্তিশেল ছাড়ে এবং হ্যাঁ এখনও ছাড়ছে !
  • Arijit | ০৮ নভেম্বর ২০১০ ১১:৩৪ | 61.95.144.122
  • ট্যাক্সি = মিটার*২ + ২ (এগজ্যাক্ট রেটটা মনে নেই, সম্ভবতঃ প্রথম দুই কিমি ১১ টাকা, তারপর ১০ টাকা প্রতি কিমি)
    কলকাতা/মেগা ক্যাব = ১৫ টাকা প্রতি কিমি।
  • til | ০৮ নভেম্বর ২০১০ ১১:৩০ | 210.193.178.129
  • ক্যালকাটা ক্যাবস , মেগা ক্যাবসের খবর দেবার জন্য অর্পণ ও অরিজিতকে আবার ধন্যবাদ। contact us এ ইমেল করতেই ২০ মিনিটের মধ্যে উত্তর, মানে জাতকের লক্ষণ* ভাল।
    এবার বলুন, আজকাল নর্মাল ট্যাক্সির হিসাব কিতাব কি? গত বছর ছিল মিটারx২ +২ টাকা। না, না এক্কেবারে অঘামারা কৃপণ নই, দু চার পয়সা টিপস দিয়া থাকি, কিন্তু মাথায় কেহ হাত বুলাইলে মাথা গরম হইয়া যায়!

    অর্পণ, ব্যাঙ্গালোরে অটোর কি হিসাব এখন, ডিসের দ্বিতীয় সপ্তাহে যাবার প্ল্যান।
    --

    *(ন না ণ? অ আ ভিন্ন স্বরবর্ণ ক ও র এর পরস্থিত ন মুর্দ্ধণ্য হওয়া যায়- এই ফর্মুলা ফেল)
  • Arijit | ০৮ নভেম্বর ২০১০ ১১:১৪ | 61.95.144.122
  • অর্পণ কাল মনের দুঃখে এসএমএসটার উত্তরই দিলো না;-)
  • Raj | ০৮ নভেম্বর ২০১০ ১১:০৪ | 202.79.203.59
  • লন্ডনে গিয়ে আর্সেনাল বধ !!

    অরিজিতকে বড় কনগ্র্যা ঃ-) এই সিজনে নিউক্যাসল আরও অনেক "শক" দেবে
  • Arpan | ০৭ নভেম্বর ২০১০ ২৩:২৩ | 122.252.231.10
  • নিঘ্‌ঘাৎ ঘটসের দোকান। ঃ P
  • I | ০৭ নভেম্বর ২০১০ ২২:২০ | 14.96.35.26
  • সাদা পোলাউ হয়, জান্তেন? আমি তো জান্তাম্না। বারিস্তা না কী যেন নাম।
  • I | ০৭ নভেম্বর ২০১০ ২২:১৯ | 14.96.35.26
  • ইলিশ মাছের দোপিঁয়াজা খেইচেন কেউ? আমি খ্যালাম। সঙ্গে সাদা পোলাউ, কষা মাংস, পাঁচরকম ভাজা,আরো কত্ত মিষ্টি।সব খেইচি।
    বোনগণ অক্ষয় হউক।
  • Samik | ০৭ নভেম্বর ২০১০ ২২:০২ | 122.162.75.222
  • ভাগ্যিস আমি পটাশম্যাম বলে ডাকতাম :P

    পাই, মেল দেখো, অর্জেন্টো।
  • jayanti | ০৭ নভেম্বর ২০১০ ১৬:০৪ | 122.162.205.13
  • যে ভাই/দাদারা আমাকে জয়ন্তীদি,কুম্পিদি,কেদি,পটাশদি,(অন সেকেন্ড থট)কুমড়োদি বলে ডেকেছেন ,তাদের সব্বাইকে আসন পেতে বসিয়ে প্রদীপ জ্বেলে দিলাম।

    নিমকি,তিলের নাড়ু,নারকোলের নাড়ু,শাঁখ সন্দেশ,মাছ সন্দেশ,গজা,রসমাধুরি,পায়েস সাজিয়ে দিলাম।

    ঘি,চন্দন,কাজল দিয়ে ফোঁটা দিলাম,শাঁখ বাজলো।

    ভাইদের মাথায় ধানদুব্বো দিলাম।

    আনন্দ,স্বাস্থ্য,সমৃদ্ধি,শান্তি ও ভালোবাসায় সকলের জীবন পূর্ণ হয়ে থাকুক।যমের দুয়ারে পড়ুক অনন্ত কাঁটা।
  • pi | ০৭ নভেম্বর ২০১০ ০৮:৪৫ | 69.250.53.151
  • টেস্ট।
  • pathak | ০৭ নভেম্বর ২০১০ ০১:১১ | 151.141.84.194
  • একটার সব মোহর দিলো ব্রজেশ্বরের পাজি বাপের জন্য, আরেকটার মোহরগুলি অবশ্য দরিদ্র প্রজাদের বিলি করেছিলো।
  • pathak | ০৭ নভেম্বর ২০১০ ০০:৫৭ | 151.141.84.194
  • আমার ব্যাতোন? দেবী চৌধুরানির ১২টা গুপ্তধন কলস, প্রফুল্ল ২ খান খরচ করে ফেললো।
    ঃ-)
  • dd | ০৭ নভেম্বর ২০১০ ০০:৪২ | 122.167.10.82
  • ভবানী বাবু, আপুনের সুবেচ্ছা আর অবিনন্দোন ন্যালাম।
    থ্যাংকিউ।

    কিন্তু,কিন্তু, আপনের উবগারে ক্যামনে লাগলো? আপুনে ক্ষি zoologist? না ক্ষি? আপ্নের বেতন কতো?
  • pathak | ০৭ নভেম্বর ২০১০ ০০:২৬ | 151.141.84.194
  • গুরুচ পূজায় আপনের লেখাটা পড়লাম ডিডি। চমৎকার যে হইছে সে তো আর কওনের কিসু না, সবাই জানেন। আমার অনেক উপকার হইলো।
    শুভেচ্ছা লন, অভিনন্দন লন।
  • dd | ০৬ নভেম্বর ২০১০ ২৩:৫০ | 122.167.10.82
  • না কইয়া পাল্লাম না। কিসুতেই।
    আমি এই মাত্তর "চলো, lets go" ফিলিমটা দ্যাখলাম।

    বড্ড ভাল্লোগরে দাদা।

    "এই দীনতা ক্ষমা করো, ক্ষমা করো ও ও (হেথায় মীড় ও আক্কেল) পোভু''......
  • Arpan | ০৬ নভেম্বর ২০১০ ২১:১৪ | 122.252.231.10
  • সাহেব যা বলেছেনঃ

    "...there still exists a caricature of India as land of call centres and back offices that costs American jobs. That's a real perception."

    তো, গেছে তো কিছু কলসেন্টার আর ব্যাকঅফিসের কাজ। সেই নিয়ে এত কান্নাকাটি কীসের? মুক্ত দুনিয়া মুক্ত অর্থনীতি গড়বেন না কমরেড?
  • pi | ০৬ নভেম্বর ২০১০ ১৯:৩৬ | 72.83.80.136
  • সিদ্ধার্থ শঙ্কর রায় প্রয়াত।
  • Samik | ০৬ নভেম্বর ২০১০ ১৫:৩৭ | 122.162.75.189
  • ইউটিউবে এত কষ্ট করার কোনও দরকারই নেই। ইউটিউবের ইউআরেলে গিয়ে youtube-এর আগে kiss বসিয়ে দিলেই ডাউনলোডের লিংক চলে আসবে।
  • Suvajit | ০৬ নভেম্বর ২০১০ ১৫:২৩ | 59.177.201.128
  • অর্পণঃ ইউটিঊব থেকে ডাউনলোডানোর আমার উপায়টা ট্রাই করতে পারিস।
    ভিডিওটা ব্রাউসারে চালিয়ে নিবি। তাহলেই জানালায় C:\Documents and Settings\[User Name]\Local Settings\Temporary Internet Files এর নিচে ফাইলটা পাওয়া যাবে। সাইজ দিয়ে সর্ট করে নিস তাহলে বড় ফাইলগুলো লিস্টের ওপরে চলে আসবে। নর্মালি flv এক্সটেনশান হবে, নয়ত mp4 হতে পারে। যদি কোনো একস্টেনশন না থাকে তাহলে চোখ বুঁজে flv জুড়ে নিতে পারিস।
    এরপর ফাইলটা তোর কোনো ফোল্ডারে কপি পেস্ট করে নিস। flv চালাতে flvplayer ডাউনলোড করে নিতে পারিস।
    তবে flvplayer এ কিছু কিছু ভিডিও চলবে না তার জন্য একটু html script লিখতে হবে।
  • til | ০৬ নভেম্বর ২০১০ ১৫:১১ | 220.253.185.165
  • কেউ হ্যায়?
  • Arpan | ০৬ নভেম্বর ২০১০ ১৩:৫৩ | 122.252.231.10
  • আমার কাল রাত থেকে ধুম জ্বর এয়েছে। দেখি খিচুড়ি লাবড়া আর বেগুনি খেয়ে ছাড়ে কিনা!
  • kumropatash | ০৬ নভেম্বর ২০১০ ১৩:১৪ | 122.162.247.209
  • সবাই এখনো ঘুমোচ্ছে?ভাটের আঙিনা খালি।

    আমি সেই ক খ ন উঠিচি,দুবার বেরেকফাস্ট করেও ক্যামোন খিদে খিদে ভাব,-তাই বাসী ভোগ খেতে যাচ্চি।
  • ac | ০৬ নভেম্বর ২০১০ ০৬:৪৫ | 109.153.143.49
  • প্রতিদিন এর রোববার pdf ডাউনলোড করতে পারছি না। কেউ কি একটু হেল্প করতে পারবেন প্লীজ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত