এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ০৯ নভেম্বর ২০১০ ২২:০৪ | 72.83.80.136
  • ৫ টা কে মোটেও গালফোলা লাগছে না, গালঝোলা লাগছে। এইজন্যই বড় চীজের কাছে এত হ্যাটা খায় ছোট চীজ।
  • pi | ০৯ নভেম্বর ২০১০ ২২:০২ | 72.83.80.136
  • চিত্তে কেরোসিন তো ভালো জিনিস। অমন খুশবুতে দিল খুশ হয়ে থাকবে সদাসর্বদা। লন্ট্যাক্ট ডিস্ট্যান্সে বিড়ি সিগ্রেট মোমবাতি না জ্বালাইলেই হইলো।
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ২১:৫৬ | 122.172.32.74
  • এট্টু হাসিমুখে ভাটের আনন্দ নেওয়ার শুদ্ধু উপায় নেই, অম্নি ফোগলা ডাগ্‌দার শাপশাপান্ত করতে লেগেছে। এই নাকি সেবাব্রতে ব্রতী মানুষের কাজ!
  • Tim | ০৯ নভেম্বর ২০১০ ২১:৫৩ | 198.82.26.31
  • কাই কই? ছবি কই?
  • I | ০৯ নভেম্বর ২০১০ ২১:৩৭ | 14.96.44.156
  • কিন্তু, কিন্তু আমার ছবিটার তো কেউ প্রশংসা কল্লে না! কী ইনোভেশন! বাংলার ৫-কে ব্যবহার করে কী অদ্ভুত মিনিমালিস্ট আঙ্গিকে দন্তশূলের শিল্পিত লোকায়ত প্রকাশ !
    কোথায় লাগে কালীঘাটের পটচিত্র !!
  • Sudipta | ০৯ নভেম্বর ২০১০ ২১:৩৫ | 203.171.243.11
  • আচ্ছ এই I তো বোধ হয় সব চরিত্র কাল্পনিক এর রিভিউ লিখেছিলেন, অটোগ্রাফের টা লিখুন না একটু সময় করে
  • I | ০৯ নভেম্বর ২০১০ ২১:৩৩ | 14.96.44.156
  • গাল ফুলে না গেলে এখন এত্ত এত্ত কথা বলতাম না !!

    আর ব্যাং! দাঁড়াও, তোমারো দিন আসিবে।
  • Sudipta | ০৯ নভেম্বর ২০১০ ২১:২৯ | 203.171.243.11
  • আহাহা শীত পেরুলে আবার তো বসন্ত আচে, কোকিল-ও গাইবে 'খন
  • Sudipta | ০৯ নভেম্বর ২০১০ ২১:২৮ | 203.171.243.11
  • মৃত্যোর্মামৃতং গময়
    বার্ধক্য জরা নিয়ে এত চাপ কেন ;)
  • I | ০৯ নভেম্বর ২০১০ ২১:২৬ | 14.96.44.156
  • হা বার্ধক্য! হায় জরা !!

    শীতকাল এত তাড়াতাড়ি এল কেন, সুপর্ণা? ঃ-৫
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ২১:২২ | 122.172.32.74
  • ঃ-))
  • kc | ০৯ নভেম্বর ২০১০ ২১:১৬ | 218.248.80.49
  • আমিতো অনেক কিচুই জানিরে দাদা।
  • I | ০৯ নভেম্বর ২০১০ ২১:০৮ | 14.96.44.156
  • আপ্নে জানলেন ক্যামনে, যে কালো কফি আমার ফেবারিট?
  • I | ০৯ নভেম্বর ২০১০ ২১:০৭ | 14.96.44.156
  • হায় রে দাদা, ছুটতে "হবে' নয়, "হয়েছে'। কী পোবল ব্যথা !বাঁদিকের প্রথম ইনসিজর, ভাবতে পারেন! এক কথায় ফেলে দেবে বল্ল ।
    নাকি কবে কী চোট পেইছিলাম(মনেও নাই), তার ফলে দন্তমূল ক্ষয়ে গেছে।

    দাদা, চিত্তে কেরোসিন !
  • kc | ০৯ নভেম্বর ২০১০ ২১:০৩ | 218.248.80.49
  • কালো কফি খেয়ে মুখ না ধুলে, দাঁত ফেলেই দ্যায় দাঁতের ডাক্তাররা। সে আপুনি ডাক্তারই হোন কি অঙ্কের মাষ্টারই হোন। ঃ)
  • Kartuj | ০৯ নভেম্বর ২০১০ ২০:৫৮ | 59.93.219.216
  • ডাগ্‌দারকে তখন দাঁতের ডাগ্‌দারের কাছে ছুটতে হবে। ব্যাপারটা বেশ দেখার মত হবে কিন্তু। ভেবেই রোমাঞ্চিত হচ্ছি ঃ-P
  • Sudipta | ০৯ নভেম্বর ২০১০ ২০:৫৭ | 203.171.243.11
  • আচ্ছা আমায় কেউ বল তো, আক্কেল দাঁত বস্তু টা কি (আক্কেল হলে যে দাঁত হয় নাকি যে দাঁত হলে আক্কেল হয়) আর ওঠার সময় কদিন ব্যথা থাকে?
  • Sudipta | ০৯ নভেম্বর ২০১০ ২০:৫৬ | 203.171.243.11
  • ঘুঁষি মেরে নাকি!! কি চাপ!!!
  • I | ০৯ নভেম্বর ২০১০ ২০:৫১ | 14.96.44.156
  • মন খুব খারাপ। গলা ব্যথা। তার উপর একজন ভর সন্ধ্যেবেলায় আমার দাঁত ফেলে দেবে বলে ভয় দেখিয়েছে।
  • Sudipta | ০৯ নভেম্বর ২০১০ ২০:৪০ | 203.171.243.11
  • কেসি-র এটা মনে হল না,
    'ককপিট থেকে পাইলট বুঝে নেন,
    এসে গেল তার-ও তোমাকে দেখার দিন' ঃ)
  • kc | ০৯ নভেম্বর ২০১০ ২০:৩২ | 218.248.80.51
  • কুম্পিদির জন্যি এগখান সাদা সুতোর কাজ করা বিষ্ণুপুরি তাঁতের শাড়ি।
  • kc | ০৯ নভেম্বর ২০১০ ১৯:১৬ | 218.248.80.53
  • কলকাতা এয়ারপোর্টে নেমে জায়গাটাকে দেখে কি ভাল লাগল। ঘাম, ধুলো, সব কিছু নিয়ে আবার নতুন করে ফিরে পাওয়া। তাইতো কবি কয়েছিলেন, '' তোমায় নতুন করে পাব বলে, হারাই ক্ষণে ক্ষণ.......''
  • Samik | ০৯ নভেম্বর ২০১০ ১৮:০০ | 122.162.75.128
  • দাদা, অঙ্ক কী কটিন !!
  • pi | ০৯ নভেম্বর ২০১০ ১৭:৫৯ | 72.83.80.136
  • কে সি নাগ, ফারাও রামেশিসের গোরস্তান আর গুরুতে কী মিল ?
  • Kartuj | ০৯ নভেম্বর ২০১০ ১৭:৪৮ | 125.20.3.146
  • সে তো কে দিয়া শুরু, আমি তো বলিচি পুরো নামটাই মিল।

    অস্ট্রিচ, অটার, অর্পণ সবই অ দিয়ে শুরু। তাতে আর কি হল।
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ১৭:৩১ | 204.138.240.254
  • আরো মিল আছে।

    অস্ট্রেলিয়া - ক্যাঙ্গারু
    নিউজিল্যান্ড - কিউই
    গুরু - কার্তুজ

    সব কে দিয়া শুরু। নেহাত তিন অক্ষরের নয় বলে বলিনি।
  • kumropatash | ০৯ নভেম্বর ২০১০ ১৭:২৬ | 59.178.150.190
  • আহা,ভর বিকেলে এসব কি-ই অলক্ষুণে কতা।শত্তুরের(যদি আদৌ থেকে থাকে)মুকে ছাই দিয়ে একশো বছর ধরে আসবেন ভাটের ও গুরুর পাতায়,পাতায়।
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ১৭:২৪ | 204.138.240.254
  • ধুর, এই শহর মানে লুরু বা কলকাতা নয়।
  • Samik | ০৯ নভেম্বর ২০১০ ১৭:২০ | 122.162.75.128
  • তা এলুম তো! নাপাতে নাপাতে এলুম। কদিন আসতে পারব কে জানে!
  • kumropatash | ০৯ নভেম্বর ২০১০ ১৬:৫৬ | 59.178.150.190
  • জীবন যখন শুখায়ে যায়,
    ভাটাইতে চলে এসো।
  • Samik | ০৯ নভেম্বর ২০১০ ১৬:৪৯ | 122.162.75.128
  • তা বেশ। ঃ)

    ক্ষী জীবন!!
  • Kartuj | ০৯ নভেম্বর ২০১০ ১৬:৩৬ | 125.20.3.146
  • আমি যে একখান পোস্নো করিচিলুম, কেউ কি পারলা না নাকি পাত্তাই দিলা না? বলেই দি।

    উত্তর হইল গিয়া - টিম / Tim

    অসি - টিম্পাইন
    নিউজি - টিম ম্যাকিন্টশ
    আমাগো গুরু - টিম

    এটাও জানে না জনতা। ধুস।
  • til | ০৯ নভেম্বর ২০১০ ১৫:৫০ | 220.253.185.165
  • অর্পণ,
    ঐ শহরে প্রথম প্রথম আমারও অমনি লাগতো। কিন্তু সেই শহরের যা দুরবস্থা- আমি রাস্তাঘাট, যোগাযোগের কথা বলছি না।
    পুরো শহরতলী, গ্রাম ধূ ধূ করছে, না আছে ডাক্তার , না কিছু। সম্পূর্ণ অপরিচিত হিসেবে যদি কালকে ( ঈশ্বর না করুন) এই শহরে অসুস্থ হন, জ্ঞান হারান, আপনার ব্যাঙ্ক ব্যালান্স, ইনস্যুরেন্স ইত্যাদি যদি কেউ না জানে, তবু এই শহরে চিকিৎসা পাবেন, ফ্রী পেশেন্ট হিসেবে, হাসপাতালের খাবারও মুখে তুলতে পারবেন, সেই শহরে কদ্যপি নয় ।
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ১৪:২৮ | 216.52.215.232
  • সত্যি কথা বলতে কী এই শহরে বসে ধানদুব্বোরও বড় আকাল!
  • til | ০৯ নভেম্বর ২০১০ ১৪:১৫ | 220.253.185.165
  • কার্তুজকে ক।
    সত্যি বলতে কি এত সুন্দর করে নিষ্ঠাসহকারে জয়ন্তীদি ভাইফোঁটা অনুষ্ঠানের ছবি এঁকেছেন যে আমি প্রদীপের তেলের গন্ধ, শাঁখের আওয়াজ শুনতে পেলাম যেন।
    --
    জয়ন্তীদি,
    আশীর্বাদ করার কোন হক আমার নেই, পাপী তাপী মানুষ। আর ছোটরা আশীর্বাদের চেয়ে লজেন্স (আজকাল চকোলেট)পেলে বেশী খুশী হয়। ভবিষ্যৎ? আপনার এক ছেলে কেমব্রিজ অন্যজন MIT যাক, এই কামনা করি।
  • til | ০৯ নভেম্বর ২০১০ ১৪:০৪ | 220.253.185.165
  • Hoover এর গল্প
    বাছাধন তো হাত তুলে দিলেন। উল্টে পাল্টে, সুইচ অন /অফ করে, সব কিছু করে দেখলাম। নো রেসপন্স। গুগল ঘেঁটে একটু আন্দাজ হলো; অফিসে আমার এক কলীগ একসময় পাম্প সারাতো, মেন্টেন্যান্স ইঞ্জিনীয়ার ( sewerage pump বিগেম, নোট কিয়া যায়, কি সুন্দর গন্ধ সেখানে)। আলোচনা করে সাব্যস্ত হল বেল্ট গেছে ছিঁড়ে। btw এই শালার দেশে, মিস্ত্রী ডাকা আর বিবাহ বিচ্ছেদের হ্যাপা সমান, দুটোতেই পথে বসতে হয়, আক্ষরিক অর্থেই।
    তো, লন্ড্রী রুমে গেলাম, উইথ টুল বক্স। কোথাও খোলবার স্ক্রু নেই; কি জ্বালাতন। বুঝলাম, নীচে থেকে এϾট্র! কিন্তু ছোট্ট পরিসরের সেই লন্ড্রী বিবিজানের প্রিয় ভুতোর বাসন কোসন (মিথ্যা বলিতেছি না) ও হাজার গন্ডা ক্লীনিং শিশির কল্যানে অগম্য।
    অতএব নতুন মেশিনের অর্ডার।

    ডেলিভারি দিতে এল, পুরোনোটা সরাতেই, কালো মতন ওটা কি? ইয়েস, বেল্ট। যা কিনা বেল্ট পালটালেই হয়ে যেত, তার জন্যে গুচ্চের টাকা গর্চা।
    তবে হ্যাঁ, কাচে বটে, আমারই ইচ্ছে হয়, মেশিনে ঢুকে বসি, কি মোলায়েম কাচন!
  • Kartuj | ০৯ নভেম্বর ২০১০ ১৩:৩৩ | 125.20.3.146
  • অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর আমাদিগের গুরু - এর মধ্যে একটা তিন অক্ষরের নাম কমন। কি সেটা? কেউ পারবে? হাল ছেড়ে দিলে বোলো। উত্তর দিয়ে দেব।
  • Kartuj | ০৯ নভেম্বর ২০১০ ১৩:১৬ | 125.20.3.146
  • আমি সত্যি বলতে কোনো ভাইফোঁটাতেই কপালে বাম হাতের কড়ে আঙুলের স্পর্শ পাই না। এবারও না। দিদি বোন সবাই বড়ই ব্যস্ত। জয়ন্তীদি যেরকম আসন পেতে, প্রদীপ জ্বেলে, শাঁখ বাজিয়ে আমাদের ফোঁটা দিলেন, সেরকম ফোঁটা সত্যিকারের কবে হয়েছিল, সেটা বেশ খানিকক্ষণ concentrate করে ভাবলে তবে মনে পড়বে। ঃ-)
  • jayanti | ০৯ নভেম্বর ২০১০ ১৩:০৭ | 59.178.56.202
  • কার্তুজ,ভাইফোঁটা পছন্দ হয়েছে জেনে খুব ভালো লাগলো। আমার সবচেয়ে পছন্দের গিফ্‌ট ১২১০২ তে জানিয়েছি।সেটাই আমার জন্য য-থে-ষ্ট।

    অর্পণ,হ্যাঁ, নিশ্চয়ই।প্রকৃত বন্ধুরাই সবচেয়ে যোগ্য ব্যক্তি।
  • Kartuj | ০৯ নভেম্বর ২০১০ ১৩:০১ | 125.20.3.146
  • আমারও ঘোরতর সন্দেহ আছে আশীর্বাদক হবার যোগ্য আমি এখনও কিনা। তবে অঢেল ভালোবাসা তো রইল-ই।
  • kumropatash | ০৯ নভেম্বর ২০১০ ১৩:০০ | 59.178.56.202
  • বড়ম,ঐ আধ ভাজা/পোড়া মাছ দিয়া জিরা গোলমরিচ সহযোগে এক্‌খান জলের মত ঝোল বানাইয়া ফ্যালেন।অতটা বোঝা যাইব না।
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ১২:৫৮ | 216.52.215.232
  • এঃ জয়ন্তীদি, যা চেয়েছেন তা তো না চাইতেই আছে। কিন্তু ওই গিফট দেবার জন্য আমি কি যোগ্য ব্যক্তি? সন্দেহ আছে।
  • Kartuj | ০৯ নভেম্বর ২০১০ ১২:৫৬ | 125.20.3.146
  • জয়ন্তীদি, কতকাল পরে যে কেউ এত আদর আপ্যায়ন করে ভাইফোঁটা দিল। হোক না virtually। আপনি কোলকেতায় থাকলে আমি সত্যি সত্যি আপনার বাড়ি গিয়ে হাজির হতাম আর আপনার পছন্দ জেনে বেশ ভালো একখান গিফট দিয়ে আসতাম। মর্মপীড়ের দিব্যি ঃ-)
  • M | ০৯ নভেম্বর ২০১০ ১২:৫৫ | 59.93.197.41
  • যাক! তবে আমার একটা চিন্তা গ্যালো, আমি ভাবছিলুম বুঝি মেশিনরাও আমায় পাত্তা দেয় না।

    এদিকে ভাট শেষ করবো, এ হ্যানো কঠিন সংকল্পের ফলাফল হলো, মাছ আদ্দেক ভাজা আর আদ্দেক পোড়া হয়েচে, এদিকে শ্রীমান যখন মুখ ভ্যাটকাবেন তখন তারে কিলোনো ও যাবে না, আর দুদিন বেচারা অন্যের হাতের রান্না খাবে, তাপ্পর গিয়ে আবার নিজে হাতে......

    কাঁচা খাবার খাওয়ার যে কি অসুবিধা ছিলো কে জানে............ফিরিয়ে দাও সে অরন্য....... হ্যানা, ত্যানা

    যদি ও সেক্ষেত্রে আমি কেবল ফল আর জল খেয়ে থাকাই পছন্দ করবো।
  • jayanti | ০৯ নভেম্বর ২০১০ ১২:৪২ | 59.178.56.202
  • তিলদা, আমার কি গিফট চাই জানিয়েছি-১২১০২
  • kumropatash | ০৯ নভেম্বর ২০১০ ১২:৩৮ | 59.178.53.169
  • M,আমার মেশিনও মাঝে মাঝেই এরম ঘুরে ঘুরে বেড়ায়।একবার ঘর মোছারত বাই(যে তখন হাঁ করে টিভি দেখছিল)-এর পিঠে মৃদু ধাক্কা মেরে গোল হয়ে ঘুরে ঘুরে কিচেনে গিয়ে হাজির হয়,যেখানে আমার কত্তা বহু পরিশ্রমে এক গেলাস জল গড়িয়ে খাচ্চিলেন।

    তার পর কি হইল জানে শ্যামলাল।

    সানা,আমি যে লোক ভাল সে তো আমি বরাবরই জানি।সবাইকে সেটাই বোঝাতে চেষ্টা কচ্ছিলুম,তা আপ্নি যে বুঝে গ্যাছেন, সেইজন্য কোটি কোটি ধন্যযোগ।

    ব্যাং,ভাইফোঁটার নেমন্তন্ন তো ভাই/দাদারাই পায়।এর আগে বিজয়াতে সব্বাইকে নাড়ু দিইচি,দীপাবলীতেও।বোন/ননদ/বউদি-যে কোনো এক্টা ফোঁটা চালু হতে দিন,অম্নি সক্কলের নেমন্ত।
  • til | ০৯ নভেম্বর ২০১০ ১২:২৯ | 210.193.178.129
  • M, এই হেঁটে বেড়ানো সব মেশিনই করে, একটু ব্যালান্স করে কাপড় চোপড় দেবেন। আমার ১৬ বছরের Hoover সেদিন হাত তুলে দিল, নতুন একটা Miele কিনলাম; পুরোনো সারানো অনেক খরচের, সে অনেক গল্প।
    প্রচুর দামী, কিন্তু সঙ্গে একটা ভ্যাকুয়াম ফ্রী প্লাস মিউনিসিপ্যালিটি থেকে ভর্তুকি দিচ্ছে ফ্রন্ট লোডার কিনলে। ভ্যাকুয়াম ওপর নীচে করতে জান শেষ, এখন ঐ সমস্যা মিটলো।
    লেকিন, এই জার্মান মেশিন রিয়ালি গ্রেট, আহা যেন হাতে কাচছে!
    আন্দাজে লিখলাম, ভুল হইতে সাবধান।
  • arindam | ০৯ নভেম্বর ২০১০ ১১:৫১ | 202.56.207.56
  • ধুস্‌ দাড়িদাদুর ছবিগুলো দারুণ ছিল এর আগে আমাশায় দাদুর কী অবস্থা হ'ত জানতাম না , ছবিগুলো দেখে জেনেছি।
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ১১:৩৬ | 122.172.32.74
  • আরে অর্পণ, তুই জানিস না, এবারে ওটা পূর্বাশার পুজোর প্যান্ডেল না শ্রাদ্ধবাড়ির প্যান্ডেল, বোঝা দায় হয়েছিল। বুড়োরা থীম করেছিল "দাড়িদাদু", প্যান্ডেলের কাপড়ের রঙ হচ্ছে ম্যাড়মেড়ে মরা একটা মভ আর সাদা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত